Exam
Question View - Recap Exam Day 4
1. কন্টক্ত্বক বিশিষ্ট প্রাণীর ক্ষেত্রে সঠিক নয় নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: কন্টক্ত্বক বিশিষ্ট প্রাণী বা একাইনোডারমাটা পর্বের প্রাণীদের রক্ত সংবহন ও রেচনতন্ত্র অনুপস্থিত থাকে।
2. পাখিদের ক্ষেত্রে সঠিক নয় কোনটি?
Edit
Topic:
Explaination:
3. পুচ্ছ পাখনা Heterocercal নিচের কোনটির?
Edit
Topic:
Explaination: Chondrichthyes এর পুচ্ছ পাখনা Heterocercal ধরনের ; অর্থাৎ পুচ্ছ - পাখনার অংশ দুটি অসামান।
4. দেহ হৃদপিণ্ডবিহীন তবে বর্ণহীন রক্ত সংবহনের জন্য বিদ্যমান পেরিহিমালতন্ত্র কোন পর্বের বৈশিষ্ট্য?
Edit
Topic:
Explaination: দেহ হৃদপিণ্ডবিহীন তবে রক্ত সংবহনের জন্য বিদ্যমান পেরিহিমালতন্ত্র একাইনোডারমাটা পর্বের বৈশিষ্ট্য।
5. 'Amphioxus' সাধারণ নাম বিশিষ্ট উপপর্বের প্রাণীদের ক্ষেত্রে সঠিক নয় নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: Cephalochordata হলো 'Amphioxus' সাধারণ নাম বিশিষ্ট উপপর্ব যাদের হৃদপিন্ড এবং শ্বাসরঞ্জক থাকে না। দেহের দুপাশে '>' আকৃতির মায়োটোম পেশি থাকে।
6. পৌষ্টিক নালি Tube within a tube ধরণের গঠনের ন্যায় দেখা যায় না নিচের কোন প্রাণীর?
Edit
Topic:
Explaination: নেমাটোডা পর্বের প্রাণীদের পৌষ্টিক নালি Tube within a tube ধরণের গঠনের ন্যায় দেখা যায়। এ পর্বের প্রাণীরা হলোঃ গোলকৃমি, চোখ কৃমি, হুকওয়ার্ম, মাইকোফাইলেরিয়া, গোদরোগের কৃমি।
7. নিচের কোনটিতে ওরাল হুডে পরিবেষ্টিত মুখছিদ্রে ওরাল সিরি (oral cirri) অবস্থিত ?
Edit
Topic:
Explaination:
8. করোটিক স্নায়ুর ক্ষেত্রে ঠিক নয় কোনটি?
Edit
Topic:
Explaination: উভচরদের দশ জোড়া করোটিক স্নায়ু থাকে।
9. Retrogressive Metamorphosis ঘটে কোনটিতে?
Edit
Topic:
Explaination: Urochordata উপপর্বের লার্ভার প্রতীপ রূপান্তর (Retrogressive Metamorphosis) ঘটে, অর্থাৎ উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য অর্জন করে।
10. কুমিরের হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
Edit
Topic:
Explaination:
11. প্রাণীজগতের সবচেয়ে উন্নত পর্বের প্রাণীদের গলবিলের নিচের Endostyle অঙ্গটি পরিণত প্রাণীতে কোন গ্রন্থিতে রূপান্তরিত হয়?
Edit
Topic:
Explaination: প্রাণীজগতের সবচেয়ে উন্নত পর্বের প্রাণীদের (কর্ডাটার) গলবিলের নিচের Endostyle অঙ্গটি পরিণত প্রাণীতে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়।
12. প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্বের প্রাণীদের শ্বসন প্রক্রিয়া নিচের কোনটির মাধ্যমে সম্পন্ন হওয়া সম্ভব না?
Edit
Topic:
Explaination: মলাস্কা পর্বের প্রাণীদের শ্বসন সম্পন্ন হয়ঃ ফুলকা(টিনিডিয়া) বা ফুসফুস বা ম্যান্টল পর্দা। স্থলচরদের ক্ষেত্রে পালমোনারি থলির বিকাশ ঘটে।
13. Lamprey লার্ভা দশা কোনটি?
Edit
Topic:
Explaination: ল্যাম্প্রের Ammocete নামক লার্ভা দশা রয়েছে।
14. "মুখছিদ্র বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিবৃত্ত" কোন পর্বের প্রাণী বৈশিষ্ট্য?
Edit
Topic:
Explaination: নেমাটোডার মুখছিদ্র সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিবৃত্ত।
15. “কম্বোজ প্রাণী” নামে পরিচিত কোনটি?
Edit
Topic:
Explaination: Mollusca কে কম্বোজ প্রাণী ডাকা হয়।
16. একাইনোডার্মাটা নিচের কোনটির মাধ্যমে শ্বসন কার্য পরিচালনা করে না?
Edit
Topic:
Explaination: একাইনোডার্মাটা ত্বকীয় ফুলকা, নালিকা পদ, শ্বসন বৃক্ষ ইত্যাদি দিয়ে শ্বসন কার্য সম্পন্ন করে।
17. শামুকের ক্যালসিয়াম কার্বনেট যুক্ত বহিঃকংকাল তৈরিতে সাহায্য করে দেহের কোন অংশ?
Edit
Topic:
Explaination: শামুকের বা মলাস্কার ক্যালসিয়াম কার্বনেট বা চুনযুক্ত বহিঃকংকাল তৈরিতে সাহায্য করে ম্যান্টল পর্দা বা পেলিয়াম।
18. রক্ত সংবহনতন্ত্র বদ্ধ (Closed) প্রকৃতির কোন পর্বের প্রাণীতে?
Edit
Topic:
Explaination: রক্ত সংবহনতন্ত্র বদ্ধ (Closed) প্রকৃতির - Annelida, Chordata পর্বের প্রাণীদের।
19. ইলিশ মাছের লেজ কোন ধরনের?
Edit
Topic:
Explaination: ইলিশ মাছ Actinopterygii শ্রেণীর। এদের পুচ্ছ পাখনা হোমোসার্কেল ধরনের অর্থাৎ পুচ্ছ পাখনার অংশ দুটি সমান।
20. পৃথিবীর তিন চতুর্থাংশ কোন পর্বের দখলে?
Edit
Topic:
Explaination: আর্থ্রোপোডা প্রাণিজগতের বৃহত্তম পর্ব। পৃথিবীর তিন চতুর্থাংশ আর্থ্রোপোডা পর্বের দখলে।
21. Tetrapod দের ক্ষেত্রে সঠিক নয় কোনটি?
Edit
Topic:
Explaination: চতুষ্পদী (Tetrapod) দের অগ্রপদে চারটি ও পশ্চাৎ পদে পাঁচটি নখর বিহীন আঙ্গুল থাকে।
22. জীবনচক্রে সাঁতারু ট্রকোফোর লার্ভা দশা বিশিষ্ট প্রাণী রেচনের জন্য কোন ধরণের অঙ্গ ব্যাবহার করে?
Edit
Topic:
Explaination: জীবনচক্রে সাঁতারু ট্রকোফোর লার্ভা দশা বিশিষ্ট প্রাণী (অ্যানিলিডা) রেচনের জন্য নেফ্রিডিয়া নামক সেগমেন্টাল অঙ্গ ব্যাবহার করে।
23. নেমাটোডার লার্ভা দশা কোনটি?
Edit
Topic:
Explaination: জীবনচক্রে নেমাটোডার মাইক্রোফাইলেরিয়া বা রেবডিটিফর্ম নামক লার্ভা দশা থাকে।
24. নেমাথেলমিনথিস এর ক্ষেত্রে সঠিক নয় নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: নেমাটোডা পর্বের প্রাণীদের শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত।
25. Cephalochordata এর ক্ষেত্রে সঠিক নয় কোনটি?
Edit
Topic:
Explaination: আজীবন স্থায়ী নটোকর্ড ও নার্ভকর্ড দেহের সম্মুখ থেকে পশ্চাৎ পর্যন্ত প্রসারিত।