Exam

Question View - জীবপ্রযুক্তি
1. Super Bug কোনটি ভাঙ্গতে সাহায্য করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন প্রযুক্তির ব্যবহার –পরিবেশ ব্যাবস্থাপনায়, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: Super Bug হাইড্রোকার্বন ভাঙ্গতে সাহায্য করে।
2. গর্ভাবস্থার শুরুতে জীবপ্রযুক্তি ব্যবহার করলে কোন রোগ নিরাময়ের সম্ভবনা থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন প্রযুক্তির ব্যবহার – চিকিৎসাক্ষেত্রে, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: গর্ভাবস্থার শুরুতে জীবপ্রযুক্তি ব্যবহার করলে ফেনিলকেটোনুরিয়া রোগ নিরাময়ের সম্ভবনা থাকে।
3. GMO এর পূর্ণরূপ কি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: GMO এর পূর্ণরূপ Genetically Modified Organism.
4. টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত নতুন চারাকে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: উদ্ভিদ টিস্যু কালচার, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত নতুন চারাকে প্লান্টলেট বলে।
5. প্রত্যেক মানুষের DNA অণুর খন্ডগুলোর ফটোগ্রাফিক বিন্যাস বা চিত্রকে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: DNA ফিঙ্গার প্রিন্ট, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্রথমে কোনো জীব তথা মানুষের সম্পূর্ণ DNA সংগ্রহ করে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন করা হয় এবং পরবর্তীতে জেল ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে জেল স্তরের উপর চালনা করা হয়। ফলে সেখানে DNA খণ্ডগুলো ক্রমান্বয়ে বড় থেকে ছোট হিসেবে কতগুলো সারিবদ্ধ ব্যান্ড হিসেবে জমা হবে। বিশেষ ফটোগ্রাফিক পদ্ধতি দ্বারা ব্যান্ডগুলোর প্রকৃতি ও পারস্পরিক অবস্থান জানা যায়। প্রত্যেক জীব তথা মানুষের DNA খণ্ডগুলোর এমন ফটোগ্রাফিক বিন্যাস বা চিত্রকে DNA finger print বা DNA profile বলে।
6. কোনটিতে মানুষের insulin উৎপাদনকারী জিন প্রবেশ করানো হয়েছে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির প্রয়োগ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বর্তমানে কুসুম ফুলে মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিন প্রবেশ করানো হয়েছে। এর ফলে কুসুম ফুলের বীজ বা তেলে ইনসুলিন থাকবে। এতে খরচ বহুলাংশে কমে যাবে। এটি প্রায় চূড়ান্ত তবে এখনও বাজারে উন্মুক্ত করা হয়নি।
7. তোষা পাটের (Corchorus olitorius) genome sequencing করেন কে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিনোম সিকোয়েন্সিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: "তোষা পাটের জিনোম সিকুয়েন্সিং" হল তোষা পাট প্লান্টের জিনোমের সিকুয়েন্স পড়ার প্রক্রিয়া। তোষা পাট বা লিনিয়াস ইয়েনসিস (Linum usitatissimum) হল একটি গুণীয় উদ্ভিদ যা প্রায় সনাক্তযোগ্য হয়েছে তার তুলনামূলক উপকারিতা এবং বিভিন্ন প্রযুক্তির জন্য। ড. মাকসুদুল আলম তোষা পাটের (Corchorus olitorius) জিনোম সিকুয়েন্সিং করেন। মাকসুদুল আলম (১৪ ডিসেম্বর ১৯৫৪ - ২০ ডিসেম্বর ২০১৪) ছিলেন একজন বাংলাদেশি জিনতত্ত্ববিদ। তাঁর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডাটাসফটের একদল গবেষকের যৌথ প্রচেষ্টায় ২০১০ সালের মাঝামাঝি সময়ে সফলভাবে উন্মোচিত হয় পাটের জিন নকশা ।
8. নিচের কোন ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সিং (Genome sequencing) ব্যবহার করা হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জিনোম সিকোয়েন্সিং (Genome sequencing) ব্যবহার - অপরাধী শনাক্তকরণে। - পিতৃত্ব নির্ণয়ে । - শ্রেণিবিন্যাসের স্তর নির্ধারণে ।
9. মানুষের শুক্রাণুতে কয় সেট জিনোম (Genome) থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিনোম সিকোয়েন্সিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জিনোম শব্দের অর্থ হল একটি জীবাণু, প্লান্ট, প্রাণী বা অন্যান্য জীবজন্তুর সম্পূর্ণ জেনেটিক অবকাঠামো বা জেনেটিক ব্লুপ্রিন্ট। এটি ওই প্রজাতির সমস্ত জীবজন্তুর ডিএনএ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য বা জেনেটিক তথ্য সংগ্রহের স্থানীয় সেট বোঝায়। প্রত্যেকটি দেহকোষে ২ সেট জিনোম থাকে। মানুষের শুক্রাণুতে 1 সেট জিনোম (Genome) থাকে।
10. মানুষের দেহের প্রতিটি কোষ কতটি কর্মক্ষম জিন বহন করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন প্রযুক্তির ব্যবহার – চিকিৎসাক্ষেত্রে, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মানুষের দেহের প্রতিটি কোষ ২৫০০০ টি কর্মক্ষম জিন বহন করে।
11. নির্দিষ্ট রোগ উৎপাদনের জন্য দায়ী ত্রুটিপূর্ণ জিন সঠিক করার পদ্ধতিকে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন প্রযুক্তির ব্যবহার – চিকিৎসাক্ষেত্রে, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: নির্দিষ্ট রোগ উৎপাদনের জন্য দায়ী ত্রুটিপূর্ণ জিন সঠিক করার পদ্ধতিকে Gene therapy বলে।
12. গোল্ডেন রাইসে (Golden rice) কোন কোন উপাদান তৈরির জিন প্রতিস্থাপন করা হয়েছে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন প্রযুক্তির ব্যবহার - কৃষিক্ষেত্রে, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: গোল্ডেন রাইসে (Golden rice) বিটা ক্যারোটিন ও আয়রন তৈরির জিন প্রতিস্থাপন করা হয়েছে।
13. নিচের কোনটি Hydrocarbon Oxidizing অণুজীব হিসেবে কাজ করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: কম্বিনেন্ট DNA প্রযুক্তির প্রয়োগ - পরিবেশ ব্যাবস্থাপনায়, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Nocardia অণুজীবটি Hydrocarbon Oxidizing অণুজীব হিসেবে কাজ করে।
14. কোন ব্যাকটেরিয়াম Activated Sludge পদ্ধততিতে সিউয়েজ পরিশোধনে ব্যবহৃত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন প্রযুক্তির ব্যবহার – পরিবেশ ব্যাবস্থাপনায়, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Zooglea ramigera ব্যাকটেরিয়াম Activated Sludge পদ্ধততিতে সিউয়েজ পরিশোধনে ব্যবহৃত হয়.
15. কতটি নাইট্রোজেন-বেস নিয়ে ইনস্যুলিনের জেনেটিক কোড গঠিত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রেফারেন্স: জিন প্রযুক্তির ব্যবহার – চিকিৎসাবিজ্ঞানে, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ১৫৩ টি নাইট্রোজেন-বেস নিয়ে ইনস্যুলিনের জেনেটিক কোড গঠিত হয়।
16. বায়োএক্টিভেটর বলতে কি বুঝায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন প্রযুক্তির ব্যবহার – মলিকুলার ফার্মিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: যে সব ট্রান্সজেনিক প্রাণী থেকে ঔষুধ আহরণ করা যায় তাদের বায়োএক্টিভেটর বলে।
17. নিচের কোনটি Biopharming এর প্রায়োগিক দিক নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন প্রযুক্তির ব্যবহার –বা য়োফার্মিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Biopharming এর প্রায়োগিক দিক - ছাগল থেকে antithrombin তৈরি - ছাগলের দুধ থেকে spider silk তৈরি - কুসুম ফুলের বীজ থেকে ইনস্যুলিন তৈরি ।
18. Vaccine তৈরি করা হয় কোন প্রক্রিয়ায় মাধ্যমে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন প্রযুক্তির ব্যবহার – চিকিৎসাবিজ্ঞানে, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জিন প্রযুক্তির মাধ্যমে Vaccine তৈরি করা হয়।
19. ট্রান্সজেনিক প্রাণীর দুধ, রক্ত, মূত্র থেকে ঔষধ আহরণকে কি বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন প্রযুক্তির ব্যবহার – চিকিৎসাবিজ্ঞানে, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ট্রান্সজেনিক প্রাণীর দুধ, রক্ত, মূত্র থেকে ঔষধ আহরণকে মলিকুলার ফার্মিং বলে।
20. ব্যাকটেরিয়ার কোষে মূল chromosome ছাড়া অতিরিক্ত দ্বিসূত্রক DNA কে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্লাজমিড, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্লাসমিড (Plasmid): ব্যাক্টেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোসোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক DNA অণু থাকে তাকে প্লাসমিড বলে। Laderborg (1952) E.coli ব্যাকটেরিয়া কোষে সর্বপ্রথম প্রাসমিডের সন্ধান পান। প্লাসমিডের DNA অণু স্বাধীনভাবে অনুলিপন (replicate) করতে পারে।
21. সর্বপ্রথম কোন ব্যাকটেরিয়া কোষে প্লাসমিড আবিষ্কৃত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্লাজমিড, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্লাসমিড (Plasmid): ব্যাক্টেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোসোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক DNA অণু থাকে তাকে প্লাসমিড বলে। Laderborg (1952) E.coli ব্যাকটেরিয়া কোষে সর্বপ্রথম প্রাসমিডের সন্ধান পান। প্লাসমিডের DNA অণু স্বাধীনভাবে অনুলিপন (replicate) করতে পারে।
22. নিচের কোন প্লাজমিড সংবেদনশীল E. coli ধবংসকারী প্রোটিন উৎপাদনকারী জিন বহন করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্লাজমিড, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্লাজমিড ৩ প্রকার। যথাঃ - F এবং F’ প্লাজমিড (Fertility) - R প্লাজমিড (Resistant) - Col প্লাজমিড (Colicin forming) [Tricks: R plasmid - Resistance plasmid যা এন্টিবায়োটিক রেসিস্টেন্স ক্ষমতা সম্পন্ন। F plasmid – fertility plasmid, যা ব্যাকটেরিয্য দেহে Pili তৈরি করে, যা তাদের যৌনজননে সাহায্য করে। Col plasmid – Colicin protein producing plasmid, যা সংবেদনশীল E. coli কোষকে ধ্বংস করতে পারে]
23. নিচের কোনটি Antibiotic resistant প্লাজমিড? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্লাজমিড, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্লাজমিড ৩ প্রকার। যথাঃ - F এবং F’ প্লাজমিড (Fertility) - R প্লাজমিড (Resistant) - Col প্লাজমিড (Colicin forming) [Tricks: R plasmid - Resistance plasmid যা এন্টিবায়োটিক রেসিস্টেন্স ক্ষমতা সম্পন্ন। F plasmid – fertility plasmid, যা ব্যাকটেরিয্য দেহে Pili তৈরি করে, যা তাদের যৌনজননে সাহায্য করে। Col plasmid – Colicin protein producing plasmid, যা সংবেদনশীল E. coli কোষকে ধ্বংস করতে পারে]
24. Plasmid কে আবিষ্কার করেন? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্লাজমিড, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্লাসমিড (Plasmid): ব্যাক্টেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোসোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক DNA অণু থাকে তাকে প্লাসমিড বলে। Laderberg (1952) E.coli ব্যাকটেরিয়া কোষে সর্বপ্রথম প্রাসমিডের সন্ধান পান। প্লাসমিডের DNA অণু স্বাধীনভাবে অনুলিপন (replicate) করতে পারে।
25. প্লাজমিড সম্পর্কে নিচের কোনটি সত্য নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ব্যাকটেরিয়ায় সাইটোপ্লাজমে মূল ক্রোমোসোম ছাড়াও স্বল্প জিন বহনকারী যে বৃত্তাকার দ্বিসূত্রক DNA থাকে তাকে প্লাজমিড বলে। প্লাসমিডের সাধারণ বৈশিষ্ট্য ১। প্লাসমিড বৃত্তাকার (চক্রাকার) দ্বি-সূত্রক DNA অণু। ২। এর আণবিক ভর প্রায় 10° 200 × 10° dalton. ৩। প্লাসমিড অল্পসংখ্যক জিন ধারণ করে থাকে। ৪। রেস্ট্রিকশন এনজাইম দ্বারা আদর্শ প্লাসমিডের নির্দিষ্ট স্থানগুলো কেটে ফেলা যায়। ৫। এরা কনজুগেশনের মাধ্যমে সহজেই অন্য ব্যাকটেরিয়ায় সঞ্চালিত হতে পারে। ৬। কোনো কোনো প্লাসমিডের জিন বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষণ করতে পারে, যেমন-colicin, vibriocin ইত্যাদি। ৭। প্লাসমিডের DNA অণু স্বাধীনভাবে অনুলিপন (replicate) করতে পারে।
26. নিচের কোনটি Restriction enzyme নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Eco RI, Hpa II, Hind III, Mbo I ইত্যাদি হলো রেস্ট্রিকশন এনজাইম।
27. রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে নিচের কোন অণুজীব সবচেয়ে বেশি ব্যাবহৃত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি ও ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন প্রক্রিয়া অণুজীবের উপর বিশেষভাবে নির্ভরশীল। উল্লিখিত অণুজীবসমূহের মধ্যে E. coli, Agrobacterium tumefaciens প্রভৃতি ব্যাকটেরিয়া ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এসব ব্যাকটেরিয়ার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এদের কোষে মূল ক্রোমোসোম ছাড়াও একটি ছোট বৃত্তাকার DNA অণু থাকে। অতিরিক্ত এই বৃত্তাকার DNA-কে বলা হয় প্লাসমিড (plasmid)।
28. Recombinant DNA টেকনোলজি প্রয়োগের মাধ্যমে সৃষ্ট নতুন উদ্ভিদ কি নামে পরিচিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে DNA অণুর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণীতে, প্রাণী থেকে উদ্ভিদে স্থানান্তর করা সম্ভব হয়েছে। এ ধরনের জীবকে বলা হয় GMO (Genetically Modified Organism) বা GEO (Genetically Engineered Organism) বা ট্রান্সজেনিকস্ (TO= Transgenic Organism)।
29. কোনটিকে DNA অণু কর্তনের আণবিক কাঁচি (molecular scissors) বলা হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রেস্ট্রিকশন এনজাইমকে DNA অণু কর্তনের আণবিক কাঁচি (molecular scissors) বলা হয়।
30. Heat shock প্রক্রিয়ায় প্লাজমিড DNA কে পোষক কোষে প্রবেশের জন্য বিশেষ পরিবেশ সৃষ্টি করতে নিচের কোনটি ব্যাবহার করা হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ক্যালসিয়াম সমৃদ্ধ করে Heat shock প্রক্রিয়ায় প্লাজমিড DNA কে পোষক কোষে প্রবেশের জন্য বিশেষ পরিবেশ সৃষ্টি।
31. রিকম্বিনেন্ট DNA কে পোষক কোষে প্রবেশের প্রত্যক্ষ ভৌতিক প্রক্রিয়া নয় নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রিকম্বিনেন্ট DNA কে পোষক কোষে প্রবেশের প্রত্যক্ষ ভৌতিক প্রক্রিয়াঃ (i) Electroporation (ii) Micro injection (iii) Biolistics (Gunshot)। Calcium Chloride এবং Liposomes রিকম্বিনেন্ট DNA কে পোষক কোষে প্রবেশের একটি প্রত্যক্ষ রাসায়নিক (Chemical) প্রক্রিয়া।
32. প্লাসমিডকে প্রকৃত কোষে প্রবেশ করানোর প্রক্রিয়াটি কি নামে পরিচিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ব্যাকটেরিয়াতে বাইরের DNA প্রবেশ করানোকে বলা হয় ট্রান্সফরমেশন এবং প্লাসমিডকে প্রকৃত কোষে প্রবেশ করানোকে বলা হয় ট্রান্সফেকশন।
33. কর্তিত DNA এর অংশ জোড়া লাগাতে নিচের কোনটি প্রয়োজন হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কর্তিত DNA এর অংশ জোড়া লাগাতে লাইগেজ এনজাইম প্রয়োজন হয়।
34. Recombinant DNA শনাক্তকরণে কোন পদ্ধতি ব্যবহৃত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Recombinant DNA শনাক্তকরণে - Genetic probe পদ্ধতি, - PCR পদ্ধতি, - Restriction digestion পদ্ধতি ব্যবহৃত হয়। জেনেটিক প্রোব (genetic probe) device মেটাল ডিটেক্টর-এর তুলনীয় একটি উপায়। জেনেটিক প্রোব হলো রেডিও অ্যাকটিভলি চিহ্নিত টার্গেট জিনের (কাঙ্ক্ষিত জিনের) পরিপূরক এক স্ট্র্যান্ডবিশিষ্ট DNA বা mRNA ।
35. কোন পদ্ধতিতে সরাসরি ট্রান্সজেনিক উদ্ভিদ (transgenic plant) তৈরি করা যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Implanta পদ্ধতিতে সরাসরি ট্রান্সজেনিক উদ্ভিদ (transgenic plant) তৈরি করা যায়।
36. কোষ বহির্ভূতভাবে DNA cloning এর দ্রুততম পদ্ধতিকে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন ক্লোনিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: PCR (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ১৯৮৪ সালে আমেরিকান বিজ্ঞানী Kary Mullis কোষ বহির্ভূতভাবে DNA ক্লোনিং এর দ্রুততম এক পদ্ধতি আবিষ্কার করেন। এ প্রযুক্তিকে পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা PCR বলা হয়।একটি টেস্ট টিউবে একটি জিনের বহু কপি করা যায় PCR এর মাধ্যমে।
37. কোনো কাঙ্ক্ষিত জিনকে হুবহু কপি করে একই জিনোটাইপ সম্পন্ন জীব সৃষ্টি করাকে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন ক্লোনিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Gene Cloningঃ কোনো কাঙ্ক্ষিত জিনকে হুবহু কপি করে একই জিনোটাইপ সম্পন্ন জীব সৃষ্টি করাকে জিন ক্লোনিং বলে। ক্লোন (clone) শব্দের অর্থ-হুবহু প্রতিরূপ। একই জিনোটাইপ বিশিষ্ট একাধিক জীব বা জীবাংশকে ক্লোন বলা হয়। একটি জবা গাছ থেকে ১০টি ডাল কেটে চারা করলে এরা হবে হুবহু একই জিনোটাইপ সম্পন্ন এবং এরা হলো ক্লোন। Genetic Engineering: কোনো জীবকোষ থেকে কোনো সুনির্দিষ্ট জিন নিয়ে অন্যকোনো জীবকোষে স্থাপন ও কর্মক্ষম করা বা নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের DNA-তে পরিবর্তন ঘটানোকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বলা হয়। Recombinant DNA: একটি জীবের কোষ থেকে কোনো কাঙ্খিত DNA-অংশ রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে কেটে নিয়ে অন্য জীবের কোষের DNA এর সাথে সংযুক্ত করার ফলে যে নতুন (মিশ্রিত) DNA উৎপন্ন হয় তাকে Recombinant DNA বলে।
38. কোন পদ্ধতিতে ডলি নামক ভেড়ার সৃষ্টি হয়েছিল? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন ক্লোনিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জনন পদ্ধতিতে দাতা কোষের DNA-এর মাধ্যমে তার হুবহু প্রতিচ্ছবি সম্পন্ন নতুন প্রাণ সৃষ্টি করার কৌশল হলো রিপ্রোডাকটিভ ক্লোনিং। রিপ্রোডাক্টিভ ক্লোনিং (Reproductive cloning) পদ্ধতিতে ডলি নামক ভেড়ার সৃষ্টি হয়েছিল।
39. PCR এর সঠিক পূর্ণরূপ - Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন ক্লোনিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: PCR (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ১৯৮৪ সালে আমেরিকান বিজ্ঞানী Kary Mullis কোষ বহির্ভূতভাবে DNA ক্লোনিং এর দ্রুততম এক পদ্ধতি আবিষ্কার করেন। এ প্রযুক্তিকে পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা PCR বলা হয়। একটি টেস্ট টিউবে একটি জিনের বহু কপি করা যায় PCR এর মাধ্যমে। প্রথমে একক সূত্রক করা হয়। DNA রেপ্লিকেশনের জন্য ৫-প্রান্তে একটি প্রাইমার যুক্ত করা হয় । একটি আদর্শ প্রাইমার ২০ বেইস পর্যন্ত লম্বা হয়ে থাকে।
40. জিন ক্লোনিং এ Vector হিসেবে কোনটি ব্যবহৃত হয় না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন ক্লোনিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: জিন ক্লোনিং এ Vector হিসেবে প্লাজমিড, কসমিড, ফাজমিড (ট্রান্সপোজেন), সম্পূর্ণ ভাইরাস ব্যবহৃত হয়। ডিএনএ প্রোব হলো একক সূত্রকবিশিষ্ট ডিএনএ সিকোয়েন্স। ডিএনএ টেস্ট বা ডিএনএ গবেষণায় এটির ব্যবহার পরিলক্ষিত হয়। কোনো নমুনা জিনোম বা নমুনা ডিএনএতে নির্দিষ্ট নিউক্লিওটাইড বেস সিকোয়েন্স খোঁজার কাজে এটি ব্যবহার হয়।
41. নিচের কোনটি Gene cloning এর জন্য প্রয়োজনীয় উপাদান নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন ক্লোনিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: জিন ক্লোনিং এর জন্য প্রয়োজনীয় উপাদান হলো - কাঙ্ক্ষিত জিন বা DNA (Target Gene/DNA), - ক্লোনিং ভেক্টর (Cloning Vector), - উৎসেচক (Enzyme), - পোষক (Host).