Exam

Question View - Chapter Final- বর্জ্য ও নিষ্কাশন
1. নিচের কোনটি human excretory system এর অংশ নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মানুষের রেচনতন্ত্র, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানব রেচনতন্ত্রে অংশ হলোঃ - বৃক্ক (kidney), - রেচননালি (ureter), - মূত্রথলি (urinary bladder), - মূত্রনালি (urethra)। uterus (জরায়ু) যা স্ত্রী প্রজননতন্ত্রের অংশ।
2. Urinary bladder নিচের কোন অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মানুষের রেচনতন্ত্র, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মূত্রথলি পাতলা প্রাচীরবিশিষ্ট এবং ডেট্রসর (detrusor) নামক অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত একটি ত্রিকোণাকার থলি বিশেষ। এটি সঙ্কোচন প্রসারণক্ষম। মূত্রথলি ৭০০-৭৫০ মিলিলিটার মূত্র ধারণ করতে পারেতবে ২৮০-৩২০ মিলিলিটার মূত্র মূত্রথলিতে জমা হলেই ত্যাগের ইচ্ছা জাগে। মূত্র সাময়িকভাবে ধারণ করা ও সময়ে আমা সময়ে নিষ্কাশন করা এর কাজ।
3. কর্টেক্সের নিচে হালকা লাল রঙের মেডুলাতে কতটি renal pyramid থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বৃক্কের গঠন ও কাজ, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - মেডুলাতে ৮- ১৮ টি রেনাল পিরামিড থাকে। - ১০- ২৫ টি রেনাল প্যাপিলা নিয়ে একটি মাইনর ক্যালিক্স ঘটিত । - ৮-১৪টি মাইনর ক্যালিক্স নিয়ে একটি মেজর ক্যালিক্স গঠিত। - ২-৩ টি মেজর ক্যালিক্স নিয়ে ১ টি পেলভিস গঠিত।
4. নিচের কোনটি মূত্র উৎপাদনকারী অঙ্গের কাজ নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বৃক্কের গঠন ও কাজ, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বৃক্কের (মূত্র উৎপাদনকারী অঙ্গের) কাজঃ - রেচন বর্জ্য অপসারণ, - পানি সাম্যতা রক্ষা, - অম্ল ক্ষারের সমতা রক্ষা, - pH নিয়ন্ত্রণ, - রক্তচাপ নিয়ন্ত্রণ, - হরমোন উৎপাদন, - এনজাইম ক্ষরণ, - হোমিওস্ট্যাসিস, - গ্লুকোনিওজেনেসিস, - পুনঃশোষণ। এরিথ্রোপয়েসিস- লোহিত রক্ত কণিকা উৎপাদন প্রক্রিয়া।
5. নিচের কোন হরমোনটির সিক্রেশন বৃক্ক থেকে হয় না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বৃক্কের গঠন ও কাজ, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: হরমোন উৎপাদন: বৃক্কে এরিথ্রোপয়েটিন (erythropoietin), প্রোস্টাগ্ল্যান্ডিন (prostagladin) এবং অ্যানজিওটেনসিন (angiotensin) হরমোন উৎপন্ন হয়। এরিথ্রোপয়েটিন এরিথ্রোসাইট (RBC) উৎপাদনে উদ্দীপনা জোগায়। Aldosterone ক্ষরিত হয় Adrenal gland এর কর্টেক্স থেকে।
6. নিচের কোনটি বৃক্কের মূল স্ট্রাকচারাল ইউনিট যার মাধমের বৃক্ক তার মৌলিক কার্যাবলি নিয়ন্ত্রণ করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বৃক্কের সূক্ষ্ম গঠন - নেফ্রন, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - বৃক্কের গাঠনিক ও কার্যিক একক হচ্ছে নেফ্রন। - মস্তিষ্কের গাঠনিক ও কার্যিক একক হচ্ছে নিউরন। - ফুসফুসের গাঠনিক ও কার্যিক একক হচ্ছে অ্যালভিওলাস। - অস্থির মধ্যে অবস্থিত মাতৃকার ফাঁকা স্হানকে ল্যাকুনা বলে।
7. নেফ্রন ফাঁসের অবস্থান কোথায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বৃক্কের সূক্ষ্ম গঠন - নেফ্রন, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: একটি নেফ্রনের বৃক্কীয় নালিকায় বা renal tubules এ অবস্থান করে নিকটবর্তী প্যাঁচানো নালিকা, হেনলির লুপ/নেফ্রন ফাঁস, দূরবর্তী প্যাঁচানো নালিকা।
8. বৃক্কীয় এককের কোন অংশে অতিআণুবীক্ষণিক আঙ্গুলের মতো অভিক্ষেপ Microvilli পাওয়া যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বৃক্কের সূক্ষ্ম গঠন - নেফ্রন, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বোম্যানস ক্যাপসুলের সাথে সংযুক্ত এটি প্রায় ১৪ মিলিমিটার লম্বা প্যাঁচানো নালিকা। রেনাল টিউবিউলের এ অংশ বৃক্কের কর্টেক্সে অবস্থিত। এর প্রাচীর একস্তরী এপিথেলিয়াল কোষে গঠিত। কোষগুলোর একপ্রান্তে অসংখ্য অতিআণুবীক্ষণিক আঙ্গুলের মতো অভিক্ষেপ বা মাইক্রোভিলাই (microvilli) থাকে।প্রক্সিমাল প্যাঁচানো নালিকার কোষগুলোর এক প্রান্তে অসংখ্য অতিআণুবীক্ষণিক আঙ্গুলের মত অভিক্ষেপ/মাইক্রোভিলাই/ব্রার্শবডার পাওয়া যায় ।
9. স্বাভাবিক অবস্থায় মূত্র উৎপাদন করে কোন নেফ্রন? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বৃক্কের সূক্ষ্ম গঠন – নেফ্রনের প্রকারভেদ, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সুপারফিসিয়াল কর্টিক্যাল নেফ্রন – - বৃক্কের কর্টেক্সের পরিধির দিকে 1 মিলিমিটার এর মধ্যে অবস্থিত, - 85% নেফ্রন এই প্রকৃতির, - হেনলির লুপ খাটো, - স্বাভাবিক অবস্থায় মূত্র উৎপাদন করে।
10. নেফ্রনের কাজ নয় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বৃক্কের সূক্ষ্ম গঠন – নেফ্রনের কাজ, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নেফ্রনের কাজ- - পরিস্রুতকরণ (Filtration), - পুনঃশোষণ (Reabsorption), - নালিকার ক্ষরণ (Tubular secretion), - নতুন পদার্থ সৃষ্টি (Manufacture of new substance), - pH মাত্রা নিয়ন্ত্রণ (Balancing of pH)।
11. মানুষের প্রধান নাইট্রোজেনঘটিত রেচন বর্জ্যের মধ্যে নিচের কোন পদার্থটি সর্বাধিক পরিমাণ থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রেচনের শারীরবৃত্ত, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানুষের প্রধান নাইট্রোজেনঘটিত রেচন বর্জ্যের মধ্যে সর্বাধিক পরিমাণ থাকে ইউরিয়া যা যকৃতে তৈরি হয়।
12. মানুষ কোন ধরনের প্রাণী? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রেচনের শারীরবৃত্ত, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - Ureotelic - মানুষসহ কিছু স্থলজ ও সামুদ্রিক প্রাণী। - Uricotelic - পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি। - Ammoniotelic - হাইড্রা, কেঁচো, কিছু মাছ।
13. নিচের কোনটি urine formation এর ধাপ নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রেচনের শারীরবৃত্ত – মূত্র সৃষ্টি, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মূত্র তৈরির ধাপসমূহঃ - অতিসূক্ষ্ম পরিস্রাবণ, - টিউবিউলার পুনঃশোষণ, - টিউবিউলার ক্ষরণ বা সক্রিয় ক্ষরণ।
14. বোম্যানস ক্যাপসুলে কার্যকর পরিস্রাবণ চাপ কত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রেচনের শারীরবৃত্ত – মূত্র সৃষ্টি, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - গ্লোমেরুলাসের রক্তচাপ- 75 mmHg - কলয়ডীয় অভিস্রবণ চাপ -30mmHg - পরিস্রুত তরলের চাপ- 20 mmHg - কার্যকর পরিস্রাবণ চাপ =75-(30+20) = 25 mmHg
15. প্রতিদিন প্রাপ্তবয়স্ক লোকের মূত্রের পরিমাণ কত (মি.লি.)? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মূত্রের বৈশিষ্ট্য, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মূত্রের বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো- ১. বর্ণ (Colour): স্বাভাবিক মূত্র হালকা হলুদ বা খড় বর্ণের (straw colour)। মূত্রে ইউরোক্রোম (urochrome) নামক রঞ্জক পদার্থ থাকায় মূত্রের রং হালকা হলুদ হয়। ২. পরিমাণ (Volume): প্রাপ্ত বয়স্ক লোকের মূত্রের পরিমাণ ৬০০- ২৫০০ মিলিলিটার। পানি পানের মাত্রা, খাদ্যের ধরন, পরিবেশের তাপমাত্রা, মানসিক ও দৈহিক অবস্থায় ইত্যাদির ওপর মূত্রের উৎপাদন নির্ভর করে। ৩. আপেক্ষিক গুরুত্ব (Specific gravity): মূত্রের স্বাভাবিক আপেক্ষিক গুরুত্ব ১.০০৮ – ১.০৩০।
16. কোনটির উপস্থিতির কারণে মূত্র দুর্গন্ধযুক্ত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মূত্রের বৈশিষ্ট্য, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মূত্রের বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো- ১. বর্ণ (Colour): স্বাভাবিক মূত্র হালকা হলুদ বা খড় বর্ণের (straw colour) । মূত্রে ইউরোক্রোম (urochrome) নামক রঞ্জক পদার্থ থাকায় মূত্রের রং হালকা হলুদ হয়। ২. পরিমাণ (Volume): প্রাপ্ত বয়স্ক লোকের মূত্রের পরিমাণ ৬০০- ২৫০০ মিলিলিটার। পানি পানের মাত্রা, খাদ্যের ধরন, পরিবেশের তাপমাত্রা, মানসিক ও দৈহিক অবস্থায় ইত্যাদির ওপর মূত্রের উৎপাদন নির্ভর করে। ৩. আপেক্ষিক গুরুত্ব (Specific gravity): মূত্রের স্বাভাবিক আপেক্ষিক গুরুত্ব ১.০০৮ – ১.০৩০। ৪. বিক্রিয়া (Reaction): তাজা মূত্র স্বচ্ছ ও হালকা অম্লধর্মী। মূত্রের গড় pH মান হচ্ছে 6.0 (মাত্রা 4.5 - 8.0) । ৫. গন্ধ (Odour): মূত্রের গন্ধ অনেকটা অ্যারোমেটিক (aromatic)। মূত্রে উদবায়ু জৈবপদার্থ থাকার জন্যএমন গন্ধ হয়। এছাড়া দুর্গন্ধযুক্ত পদার্থ ইউরিনোেড (C₂H₂O) এর উপস্থিতির জন্য মূত্রে গন্ধ হয়। স্বাভাবিক মূত্রকে ফেলে রাখলে অ্যামোনিয়ার গন্ধ হয়। মূত্রের ইউরিয়া জীবাণুর সংস্পর্শে এসে অ্যামোনিয়ায় রূপান্তরিত হয়।
17. প্রক্সিমাল প্যাঁচানো নালিকায় নিম্নের কোনটির সক্রিয় ক্ষরণ হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রেচনের শারীরবৃত্ত – মূত্র সৃষ্টি, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: টিউবিউলার ক্ষরণ বা সক্রিয় ক্ষরণ (Active Secretion) : বিপাক ক্রিয়ায় সৃষ্ট কিছু অপ্রয়োজনীয় উপজাত পদার্থ, যথা-ক্রিয়েটিনিন ও কিছু ইউরিয়া নিকটবর্তী প্যাঁচানো নালিকার চারপাশে রক্তজালক থেকে সক্রিয় ক্ষরণের মাধ্যমে গ্লোমেরুলার ফিন্ট্রেটের সাথে যুক্ত হয়। দূরবর্তী প্যাঁচানো নালিকায় হাইড্রোজেন আয়ন, পটাসিয়াম ও অ্যামোনিয়াম আয়ন, সেরোটোনিন, কোলিন, হিস্টামিন ইত্যাদি ক্ষরিত হয়ে ফিন্ট্রেটের সাথে মিশে মূত্রে (urine) পরিণত হয়। উৎপন্ন মূত্র অতঃপর সংগ্রাহী নালিকা, ইউরেটার হয়ে মূত্রথলি এবং মূত্রথলি থেকে মূত্রনালির মাধ্যমে বাইরে নিষ্কাশিত হয়।
18. নিচের কোন হরমোন রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রেচনে বৃক্কের ভূমিকা, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অ্যালডোস্টেরনঃ - অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স থেকে ক্ষরিত হয়, - রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে, - বৃক্কের মাধ্যমে পটাশিয়াম নির্গমন বৃদ্ধি করে।
19. দাতার দেহ থেকে বৃক্ষ সংগ্রহের কতক্ষনের মধ্যে গ্রহীতার দেহে স্থাপন করতে হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বৃক্ক প্রতিস্থাপন, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বৃক্কদাতা (অনাত্মীয় বা আত্মীয়) যেই হোক না কেন তার দেহ থেকে সংগ্রহের ঠিক ৪৮ ঘন্টার মধ্যে রোগীর দেহে স্থাপন করতে হবে। এ সময়ের মধ্যে যতখানি সময় বৃক্কটি বাইরে থাকে ততক্ষণ বৃক্কের উপর দিয়ে যন্ত্রের সাহায্যে ঠান্ডা স্যালাইন দ্রবণ প্রবাহিত করা হয়। দাতা মৃত হলে সদ্যমৃত দাতার দেহ থেকে বৃক্ক সংগ্রহ করতে হবে।
20. ডায়ালাইসিস প্রক্রিয়ার প্রবর্তক কে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ডায়ালাইসিস, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ডায়ালাইসিস একটি কৃত্রিম প্রক্রিয়া যার মাধ্যমে বৃক্ক স্বাভাবিকভাবে কাজ না করলে রক্তে জমে যাওয়া বর্জ্যপদার্থ (ইউরিয়া, ক্রিয়েটিনিন, পটাসিয়াম) ও অপ্রয়োজনীয় পানি অপসারণ করা হয়। ১৯২৪ সালে জার্মান চিকিৎসক জর্জ হাস্ (George Hass) সর্বপ্রথম ডায়ালাইসিস প্রক্রিয়ার প্রবর্তন করেন। বৃক্কের তাৎক্ষণিক বিকল চিকিৎসায় দুধরনের ডায়ালাইসিস করা হয়। যথা- ১. হিমোডায়ালাইসিস ও ২. পেরিটোনিয়াল ডায়ালাইসিস।
21. ইউরেটারে পাথর কোন ধরনের বিকল? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বৃক্ক বিকল, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আলীম স্যার।
Explaination: বৃক্কের তাৎক্ষণিক বিকলের কারণ - ১) প্রি রেনাল কারণ বা বৃক্কে রক্ত প্রবাহ কমে যাওয়া ২) রেনাল কারণ বা বৃক্ক নষ্ট হয়ে যাওয়া ৩) পোস্ট রেনাল বা মূত্রনালীতে বাধা- মূত্রনালির বাধাগ্রস্ততা, বৃক্ক ও মূত্রনালিতে পাথর, টিউমার, পুরুষের প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি, মূত্রনালিতে ক্যান্সার, কোলন ক্যান্সার, সার্ভিক্স ক্যান্সার হওয়া ইত্যাদি কারণে মূত্র নিঃসরণ বাধাগ্রস্ত হয়। বৃক্ক মূত্র উৎপাদনে সক্ষম হওয়া সত্ত্বেও মূত্র বৃক্ক থেকে মূত্রথলিতে পৌঁছাতে পারে না।
22. রক্তে জমে যাওয়া বর্জ্যপদার্থ অপসারণের কৃত্রিম প্রক্রিয়া কয়টি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ডায়ালাইসিস, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ডায়ালাইসিস একটি কৃত্রিম প্রক্রিয়া যার মাধ্যমে বৃক্ক স্বাভাবিকভাবে কাজ না করলে রক্তে জমে যাওয়া বর্জ্যপদার্থ (ইউরিয়া, ক্রিয়েটিনিন, পটাসিয়াম) ও অপ্রয়োজনীয় পানি অপসারণ করা হয়। ডায়ালাইসিস ২ প্রকার। যথাঃ হিমোডায়ালাইসিস, পেরিটোনিয়াল ডায়ালাইসিস।
23. দেহে বিদ্যমান কত ভাগ ক্রিয়েটিন পেশীতে শক্তি উৎপাদন করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রেচনে বৃক্কের ভূমিকা, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: দেহের পেশিতে অবস্থিত ক্রিয়েটিন (creatine) নামক অ্যামিনো এসিডের বিপাকের ফলে ক্রিয়েটিনিন বর্জ্য সৃষ্টি হয়। দেহে বিদ্যমান প্রায় ২% ক্রিয়েটিন বিপাক প্রক্রিয়ায় পেশিতে শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় এবং ক্রিয়েটিনিন সৃষ্টি করে। ক্রিয়েটিনিন রক্তের মাধ্যমে বৃক্কে পৌঁছে। বৃক্কে রক্ত থেকে ক্রিয়েটিনিন পরিসুত হয়ে মূত্রের সাথে দেহ থেকে বের হয়ে যায়। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা দ্বারা বৃক্কের সুস্থ্যতা নির্ণয় করা হয়। তাই রক্তের ক্রিয়েটিনিন মাত্রাকে বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক (diagnostic index of kidney) হিসেবে গণ্য করা হয়। রক্তে ক্রিয়েটিনিন স্বাভাবিক মাত্রা পুরুষের 0.6-1.2 mg/dl এবং মহিলাদের 0.5-1.1 mg/dl. বৃক্কের মাধ্যমে বিভিন্ন বিষ, অতিরিক্ত ওষুধ, হরমোন ইত্যাদিও মূত্রের সাথে বহিষ্কৃত হয়।
24. বৃক্কের সঠিক অবস্থান হলো- Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মানুষের রেচনতন্ত্র, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বৃক্ক দ্বাদশ থোরাসিক কশেরুকার নিচে ও তৃতীয় লাম্বার কশেরুকার উপরে অবস্থান করে।
25. মূত্রে ইউরিক এসিড থাকে - Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মূত্রের রাসায়নিক উপাদান, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মূত্রের জৈব উপাদান – - ইউরিয়া -২% - ইউরিকএসিড-০.০৫% - ক্রিয়েটিনিন -০.০৭% - ক্রিয়েটিন -০.০১% - কিটোন বডিস-০.০২%
26. নেফ্রনের কোন অংশে সর্বাধিক Selective reabsorption ঘটে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মূত্র সৃষ্টি, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রক্সিমাল বা নিকটবর্তী প্যাঁচানো নালিকা: এখানে গ্লোমেরুলার ফিলট্রেটের ৬০% পুনঃশোষিত হয়। গ্লুকোজ, অ্যামিনো এসিড, ভিটামিন, হরমোন, সোডিয়াম, পটাসিয়াম, ক্লোরাইড, ফসফেট, বাইকার্বোনেট, পানি, কিছু ইউরিয়া ইত্যাদি এ অংশে পুনঃশোষিত হয়।
27. ডায়াবেটিস মেলিটাস হয় কোন হরমোনের অভাবে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: শব্দভিত্তিক সারসংক্ষেপ, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - Insulin-রক্তে গ্লুকোজ কমায়। - Glucagon-রক্তে গ্লুকোজ বাড়ায়। - ADH-বৃক্কের মাধ্যমে পানি পুনঃশোষণ বাড়ায। - Aldosterone-রক্তে Na এর ঘনমাত্রা নিয়ন্ত্রণ করে।
28. নিচের কোন হরমোন অ্যালডোস্টেরণের ক্ষরণকে উদ্দীপ্ত করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মূত্রের সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: যকৃত থেকে নিষ্ক্রিয় অ্যানজিওটেনসিনোজেন ক্ষরিত হয় যা বৃক্ক থেকে ক্ষরিত রেনিন দ্বারা সক্রিয় অ্যানজিওটেনসিনে পরিণত হয়। অ্যানজিওটেনসিন হরমোন অ্যালডোস্টেরন ক্ষরণকে উদ্দীপ্ত করে।
29. বৃক্কের জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স কোন এনজাইম ক্ষরণ করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মূত্রের সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: চাপ ও আয়তন হ্রাস পেলে ডিস্টাল বা দূরবর্তী প্যাঁচানো নালিকা ও অ্যাফারেন্ট ধমনিকার (afferent arteriole) মাঝখানে অবস্থিত জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স (juxtaglomerular complex) নামে একগুচ্ছ সংবেদী কোষ উদ্দীপ্ত হয় এবং রেনিন (renin) এনজাইম ক্ষরণ করে যকৃত থেকে উৎপন্ন ও প্লাজমায় অবস্থিত একধরনের প্রোটিনকে রেনিন সক্রিয় করে অ্যানজিওটেনসিন (angeotensin) হরমোনে পরিণত করে।
30. ADH এর ক্ষেত্রে সঠিক নয় নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মূত্রের ঘনত্বের নিয়ন্ত্রণ, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ADH কার্যগতভাবে অ্যান্টিডাইউরেটিক, অতএব বেশি ঘন মূত্র উৎপন্নে ভূমিকা পালন করে। ADH একটি পেপটাইড হরমোন। মস্তিষ্কের হাইপোথ্যালামাসে উৎপন্ন হয়ে ADH পিটুইটারি গ্রন্থির পশ্চাখন্ডে প্রবেশ করেরক্তে পানির পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে গেলে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে অবস্থিত অসমোরিসেপ্টর কোষগুলো উত্তেজিত হয় এবং ADH উৎপন্ন করে। বৃক্কে নেফ্রনগুলোর সংগ্রাহী নালির কোষঝিল্লিতে অবস্থিত গ্রাহক অণু ADH গ্রহণ করে, ফলে ঝিল্লির পানিভেদ্যতা বেড়ে যায়।