Exam

Question View - Day 17- সমন্বয় ও নিয়ন্ত্রণ- 7
1. নিচের কোন হরমোন ভয়, আনন্দ ও শোক প্রকাশে বিশেষ ভূমিকা পালন করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি (Adrenal or Supra-renal Gland), সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অ্যাড্রেনাল মেডুলা থেকে ২টি হরমোন নিঃসৃত হয়: ১. অ্যাড্রেনালিন (Adrenalin): এর অপর নাম এপিনেফ্রিন (Epinephrine)। যকৃতে সঞ্চিত গ্লাইকোজেন থেকে গ্লুকোজ অবমুক্ত (গ্লাইকোজেনোলাইসিস) করে বিপাকের হার বাড়িয়ে দেয়। এছাড়া হৃৎপিণ্ড ও ধমনির অনৈচ্ছিক পেশির সঙ্কোচন নিয়ন্ত্রণ করে এবং ভয়, আনন্দ ও শোক প্রকাশে বিশেষ ভূমিকা পালন করে। ২. নর অ্যাড্রেনালিন (Nor adrenalin): এর অপর নাম নরএপিনেফ্রিন (Nor epinephrine) । দেহের অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনে রূপান্তরিত করে রক্তচাপ নিয়ন্ত্রণ করা এর কাজ।
2. অ্যাড্রেনাল মেডুলা থেকে নিঃসৃত Estrogen হরমোন নিচের কোন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি (Adrenal or Supra-renal Gland), সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Estrogen হরমোন অ্যাড্রেনাল কর্টেক্স থেকে নিঃসৃত হয়। গোনাডোকর্টিকয়েড (Gonadocorticoids): এটি ভ্রূণের যৌন বিভেদ নিয়ন্ত্রণ করে এবং যৌন গ্রন্থি, যৌন অঙ্গ ও গৌণ বা সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। যেমন- Estrogen.
3. নিচের কোনটি বৃক্কের মাথায় টুপির মতো গ্রন্থিটির নিঃসৃত হরমোন কর্টিসল এর কাজ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি (Adrenal or Supra-renal Gland), সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রতিটি বৃক্কের মাথায় টুপির মতো একটি করে মোট দুটি অ্যাড্রেনাল গ্রন্থি থাকে। কর্টেক্স নিঃসৃত হরমোন বর্ণিত তিন ধরনেরঃ ১. গ্লুকোকটিকয়েড (Glucocorticoids): এটি শর্করা জাতীয় খাদ্যের বিপাক নিয়ন্ত্রণ করে। যেমন- Cortisol. ২. মিনারেলোকটিকয়েড (Mineralocorticoids): এটি খনিজ লবণের বিপাক নিয়ন্ত্রণ করে। যেমন-Aldosterone. ৩. গোনাডোকর্টিকয়েড (Gonadocorticoids): এটি ভ্রূণের যৌন বিভেদ নিয়ন্ত্রণ করে এবং যৌন গ্রন্থি, যৌন অঙ্গ ও গৌণ বা সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। যেমন- Estrogen.
4. ভিটামিন D-র অভাবে বাচ্চাদের কোন ধরণের রোগ দেখা যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্যারাথাইরয়েড গ্রন্থি (Parathyroid Gland), সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ভিটামিন D-র অভাবে বাচ্চাদের রিকেটস (rickets) রোগ দেখা দেয়। বয়স্কদের হয় অস্টিওম্যালাসিয়া (osteomalacia) । কম থাইরক্সিন ক্ষরণ (hypothyroidism) হলে শিশুদের ক্রিটিনিজম (cretinism) এবং বয়স্কদের মিক্সিডেমা (myxedema) রোগ হয়।
5. নিচের কোনটি 1, 25 ডাই-হাইঅক্সি-কোলেক্যালসিফেরল এর মাধ্যমে অন্ত্রে শোষিত আয়নটির কাজ নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্যারাথাইরয়েড গ্রন্থি (Parathyroid Gland), সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বৃক্কে Vitamin D3 কে সক্রিয় করে 1,25 ডাই হাইঅক্সি কোলেক্যালসিফেরল-এ রূপান্তর করে যা অন্ত্রে ক্যালসিয়াম এর শোষণ বাড়ায়। স্নায়ু উদ্দীপনা প্রবাহে ক্যালসিয়ামের গুরুত্ব অপরিসীম। তাছাড়া পেশির সঙ্কোচন ও রক্ত জমাট বাঁধায়ও ক্যালসিয়ামের সঠিক মাত্রা প্রয়োজন।
6. প্যারাথাইরিন (Parathyrin) নামে পরিচিত হরমোনটি কাজ নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্যারাথাইরয়েড গ্রন্থি (Parathyroid Gland), সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনটি প্যারাথাইরয়েড হরমোন (Parathyroid Hormone, PTH) বা প্যারাথরমোন (Parathormone) বা প্যারাথাইরিন (Parathyrin) নামে পরিচিত। ক্রিয়া: রক্তে Ca2+ এর পরিমাণ কমে গেলে প্যারাথরমোন ক্ষরণ বৃদ্ধি পায়। PTH নিম্নোক্ত উপায়ে রক্তে Ca2+ এর পরিমাণ বাড়ায়। ১. PTH সরাসরি অস্থি থেকে Ca2+ কে রক্তে স্থানান্তর করার মাধ্যমে Ca2+ এর পরিমাণ বাড়ায়। ২. বৃক্কের ডিস্টাল টিউবিউল-এ Ca2+ এর পুনঃশোষণ বাড়ায় ৩. বৃক্কে Vitamin D3 কে সক্রিয় করে 1,25 ডাই হাইঅক্সি কোলেক্যালসিফেরল-এ রূপান্তর করে যা অন্ত্রে ক্যালসিয়াম এর শোষণ বাড়ায়।
7. নিচের কোন অন্তঃক্ষরা গ্রন্থি হাড়ে ক্যালসিয়াম সঞ্চয়ের মাধ্যমে রক্তে Ca2+ এর মাত্রা নিয়ন্ত্রণ করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: থাইরয়েড গ্রন্থি (Thyroid Gland), সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত ক্যালসিটোনিন (Calcitonin, CT) অস্থি থেকে Ca2+ রক্তে স্থানান্তরে বাধা দেয়ার মাধ্যমে Ca2+ এর মাত্রা কমায়; বৃক্ককে ক্যালসিয়াম শোষণে বাধা দিয়ে মূত্রের মাধ্যমে ক্যালসিয়াম মোচন করিয়ে রক্তে এর সঠিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে; হাড়ে ক্যালসিয়াম সঞ্চয়ের মাধ্যমে রক্তে Ca2+ এর মাত্রা ঠিক রাখে। প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনটি প্যারাথাইরয়েড হরমোন (Parathyroid Hormone, PTH) বা প্যারাথরমোন (Parathormone) বা প্যারাথাইরিন (Parathyrin) নামে পরিচিত। রক্তে Ca2+ এর পরিমাণ কমে গেলে প্যারাথরমোন ক্ষরণ বৃদ্ধি পায়। PTH নিম্নোক্ত উপায়ে রক্তে Ca2+ এর পরিমাণ বাড়ায়।
8. পরিণত মানুষের ২৫ গ্রাম ওজনের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত Tri-iodothyronine হরমোনের কাজ নয় নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: থাইরয়েড গ্রন্থি (Thyroid Gland), সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ট্রাইআয়োডোথাইরোনিন (Tri-iodothyronin, T3): মৌলিক বিপাক হারকে উদ্দীপ্ত করে; হৃৎস্পন্দন হার, প্রোটিন সংশ্লেষ ও প্রোটিন বিনাশ, গ্লুকোজ সংশ্লেষ, লাইপোলাইসিস প্রভৃতির হার বৃদ্ধি করে। এ হরমোন ভ্রূণ ও শিশুর পরিস্ফুটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
9. বিভিন্ন আকৃতির থাইরয়েড ফলিকল (follicles) দ্বারা গঠিত গ্রন্থিটি কোন ধরণের হরমোন নিঃসৃত করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: থাইরয়েড গ্রন্থি (Thyroid Gland), সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: থাইরয়েড গ্রন্থি (Thyroid Gland), সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার। ব্যাখ্যা: থাইরয়েড গ্রন্থি বিভিন্ন আকৃতির থাইরয়েড ফলিকল (follicles) দ্বারা গ্রন্থিটি গঠিত এবং যোজক টিস্যু ও রক্তনালি দ্বারা উক্ত ফলিকলগুলো পরস্পর থেকে পৃথক থাকে। এ গ্রন্থি থেকে নিচে বর্ণিত ৩টি সক্রিয় হরমোন নিঃসৃত হয়। ১. ট্রাইআয়োডোথাইরোনিন (Tri-iodothyronin,T3) ২. থাইরক্সিন (Thyroxine, T4) ৩. ক্যালসিটোনিন (Calcitonin, CT)।
10. ইথমাস (isthmus) নামক সংযোজক দ্বারা যুক্ত এবং দেখতে প্রজাপতি সদৃশ্য গ্রন্থিটি মানব দেহের কোন নির্দিষ্ট অংশে অবস্থিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: থাইরয়েড গ্রন্থি (Thyroid Gland), সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: থাইরয়েড গ্রন্থি (Thyroid Gland): গ্রীবার সম্মুখে স্বরযন্ত্রের নিচে ট্রাকিয়া সংলগ্ন থাইরয়েড গ্রন্থি অবস্থিত। প্রজাপতি সদৃশ্য বা ইংরেজি H আকৃতির থাইরয়েড গ্রন্থি দুটি খণ্ড নিয়ে গঠিত যারা ইথমাস (isthmus) নামক সংযোজক দ্বারা যুক্ত থাকে। পরিণত মানুষের থাইরয়েড গ্রন্থির ওজন ২৫ গ্রাম।
11. একটি সরু বৃন্ত দ্বারা মস্তিষ্কের তৃতীয় ভেন্ট্রিকলের পশ্চাৎ প্রাচীরের সাথে সংযুক্ত, ক্ষুদ্র ও গোলাকার গ্রন্থি সম্পর্কে সঠিক নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: পিনিয়াল গ্রন্থি (Pineal Gland), সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পিনিয়াল গ্রন্থি (Pineal Gland), সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার। ব্যাখ্যা: পিনিয়াল গ্রন্থি (Pineal Gland): একটি সরু বৃন্ত দ্বারা মস্তিষ্কের তৃতীয় ভেন্ট্রিকলের পশ্চাৎ প্রাচীরের সাথে সংযুক্ত, ক্ষুদ্র ও গোলাকার গ্রন্থি। এর দৈর্ঘ্য ৮-১২ মি.মি এবং প্রস্থ প্রায় ৮ মি.মি.। কাজ: এ গ্রন্থি নিঃসৃত মেলাটোনিন (melatonin) হরমোন ঘুম-জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে। তাছাড়া যৌন অঙ্গের সক্রিয়তা ঘটানোও এর কাজ। পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি: এ গ্রন্থি থেকে দুটি হরমোন নিঃসৃত হয়। ১. অক্সিটোসিন (Oxytocin) হরমোন: স্তনের পেশি সঙ্কোচন ঘটিয়ে দুগ্ধ ক্ষরণে সাহায্য করে ও প্রসবের সময় জরায়ুর সঙ্কোচন ত্বরান্বিত করে। ২. ভ্যাসোপ্রেসিন (Vasopressin) বা অ্যান্টি ডাইইউরেটিক হরমোন (Anti-Diuretic Hormone- ADH): রক্তচাপ বৃদ্ধি করে ও বৃক্কের পানি শোষণ ক্ষমতা বাড়ায়।
12. এন্টিবডি গঠন করা কোন গ্রন্থির নিঃসৃত হরমোনের কাজ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: থাইমাস গ্রন্থি (Thymus Gland), হরমোন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: থাইমাস গ্রন্থি (Thymus Gland):এটি উর্ধ্ব বক্ষে শ্বাসনালির গোড়ায় অবস্থান করেএটি কোমল, ফ্যাকাশে লাল বর্ণের, দু'টি খণ্ড বিশিষ্ট এবং লিম্ফয়েড টিস্যু নির্মিত। শৈশবে এটি বড় থাকে, কিন্তু বয়োবৃদ্ধির সাথে সাথে এর আকার ক্রমশ হ্রাস পেতে পেতে এক সময় আণুবীক্ষণিক হয়ে যায়। কাজ: এটি থাইমোসিন (thymosin) নামক একটি প্রোটিন জাতীয় হরমোন ক্ষরণ করে। এর কাজ: (i) এটি রক্তে লিম্ফোসাইটের সংখ্যা বৃদ্ধি করে এবং অ্যান্টিবডি উৎপাদনে সহায়তা করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়; (ii) শৈশবকালে কোষ বিভাজন ত্বরান্বিত করে দৈহিক বৃদ্ধি দ্রুততর করে।