Exam
Question View - Day 16- সমন্বয় ও নিয়ন্ত্রণ- 6
1. নিচের কোন Hormone খাদ্য গ্রহণের পর ক্ষরিত হয়ে ক্ষুধা হ্রাস করে?
Edit
Topic: হরমোন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্যানক্রিয়েটিক পলিপেপটাইড (Pancreatic Polypeptide): অধুনা আবিষ্কৃত এ হরমোনের কাজ হলো খাদ্য গ্রহণের পর এটি ক্ষরিত হয় এবং ক্ষুধা হ্রাস করে। এ হরমোন দ্বারা স্থূলতা (obesity) প্রতিরোধের সম্ভাবনা উজ্জ্বল।
2. প্রথম আবিষ্কৃত হরমোন কোনটি?
Edit
Topic: অনাল গ্রন্থি, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ১৯০২ সালে সুনির্দিষ্ট ভাবে প্রথম আবিষ্কার করা হয় সিক্রেটিন নামক হরমোন।
3. পিটুইটারি গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ?
Edit
Topic: হরমোন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: হাইপোথ্যালামাসঃ
স্বয়ংক্রিয় স্নায়ু এবং দেহের আন্তঃসাম্য রক্ষা করে; পিটুইটারি গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে; ক্রোধ, ভীতি, দেহতাপ নিয়ন্ত্রণ, পরিপাক, চলন ও নিদ্রার ছন্দ এবং প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং মানসিক ও দৈহিক কাজের সমন্বয় সাধন করে।
4. অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ কে কি বলে?
Edit
Topic: হরমোন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: গঠন ও কার্যগতভাবে বিশেষায়িত যে কোষ বা কোষগুচ্ছ দেহের বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, তাকে গ্রন্থি বা গ্ল্যান্ড বলে। গ্রন্থি এক ধরনের রূপান্তরিত আবরণী টিস্যু। ক্ষরণ পদ্ধতি ও ক্ষরণ নির্গমন নালির উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে গ্রন্থি দুধরনের-১. বহিঃক্ষরা গ্রন্থি (Exocrine Glands) এবং ২. অন্তঃক্ষরা গ্রন্থি (Endocrine Glands) ।
□ বহিঃক্ষরা বা সনাল গ্রন্থি: যে সব গ্রন্থি নিজের ক্ষরিত রাসায়নিক পদার্থ নালিকার মাধ্যমে উৎপত্তিস্থলের অদূরেই বহন করে, সেগুলোকে বহিঃক্ষরা গ্রন্থি বলে। বহিঃক্ষরা গ্রন্থির ক্ষরণকে রস বা জুস (juice) বলে। যেমন-লালাগ্রন্থি, যকৃত, অশ্রুগ্রন্থি, ঘর্মগ্রন্থি, গ্যাস্ট্রিকগ্রন্থি ইত্যাদি গ্রন্থি
□ অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি: যে সব গ্রন্থি নালিবিহীন, তাই ক্ষরণ সরাসরি রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী সুনির্দিষ্ট অঙ্গে ক্রিয়াশীল হয়, সে সব গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি (ductless gland) বলে। উদাহরণ-পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রেনাল ইত্যাদি গ্রন্থিঅন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণকে হরমোন বলে।
5. প্রসবের সময় জরায়ুর সংকোচন তরান্বিত কতে কোন হরমোন?
Edit
Topic: হরমোন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি: এ গ্রন্থি থেকে দুটি হরমোন নিঃসৃত হয়।
১. অক্সিটোসিন (Oxytocin) হরমোন: স্তনের পেশি সঙ্কোচন ঘটিয়ে দুগ্ধ ক্ষরণে সাহায্য করে ও প্রসবের সময় জরায়ুর সঙ্কোচন ত্বরান্বিত করে।
২. ভ্যাসোপ্রেসিন (Vasopressin) বা অ্যান্টি ডাইইউরেটিক হরমোন (Anti Diuretic Hormone- ADH):
রক্তচাপ বৃদ্ধি করে ও বৃক্কের পানি শোষণ ক্ষমতা বাড়ায়।
6. কোন গ্রন্থিকে Master gland বলে?
Edit
Topic: হরমোন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পিটুইটারি গ্রন্থিকে হরমোন সৃষ্টিকারী প্রধান গ্রন্থি বা প্রভু গ্রন্থি (Principal / Master gland) বলে। কারণ একদিকে, পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনের সংখ্যা যেমন বেশি, অন্যদিকে বিভিন্ন গ্রন্থির উপর এসব হরমোনের প্রভাবও বেশি। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী গ্রন্থি।
7. পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ ভাগ থেকে কোন হরমোন নিঃসৃত হয়?
Edit
Topic: হরমোন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: খ. পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি: এ গ্রন্থি থেকে দুটি হরমোন নিঃসৃত হয়।
১. অক্সিটোসিন (Oxytocin) হরমোন: স্তনের পেশি সঙ্কোচন ঘটিয়ে দুগ্ধ ক্ষরণে সাহায্য করে ও প্রসবের সময় জরায়ুর সঙ্কোচন ত্বরান্বিত করে।
২. ভ্যাসোপ্রেসিন (Vasopressin) বা অ্যান্টি ডাইইউরেটিক হরমোন (Anti Diuretic Hormone- ADH):
রক্তচাপ বৃদ্ধি করে ও বৃক্কের পানি শোষণ ক্ষমতা বাড়ায়।
8. Lactation নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
Edit
Topic: হরমোন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: lactation বা দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে oxytocin নামক হরমোন।
9. Neurotransmitter হিসেবে কাজ করে কোন হরমোন?
Edit
Topic: হরমোন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Dopamine নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে।
10. দেহে পানি সাম্যতা বজায় রাখে কোন হরমোন?
Edit
Topic: হরমোন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পানিসাম্য নিয়ন্ত্রণ: ADH হরমোন পানি শোষণ ও পানিসাম্য বজায় রাখে। নারীদেহে ডিম্বপাত ও দুগ্ধ ক্ষরণে সাহায্য করে Luteinizing Hormone (LH)।