Exam
Question View - Day 13- সমন্বয় ও নিয়ন্ত্রণ- 4
1. মানুষের চোখদুটি মাথার সামনে কত দূরত্বে অবস্থিত?
Edit
Topic: চোখ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানুষের চোখদুটি মাথার সামনে ৬.৩ সেমি দূরত্বে অবস্থিত।
2. নিচের কোনটি Eyeball এর প্রধান অংশ নয়?
Edit
Topic: অক্ষিগোলক, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অক্ষিগোলকের ৩ টি প্রধান অংশ- স্তর, লেন্স ও প্রকোষ্ঠ।
3. চোখের আকৃতি বজায় রাখে কোনটি?
Edit
Topic: স্ক্লেরা, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: স্ক্লেরা চোখের আকৃতি বজায় রাখে, চোখকে সংরক্ষণ করে ও পেশি সংযুক্ত করে।
4. অক্ষিগোলকের বাইরের সাদা, তন্তুময়, অস্বচ্ছ স্তরকে কি বলে?
Edit
Topic: স্ক্লেরা, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অক্ষিগোলকের বাইরের সাদা, তন্তুময়, অস্বচ্ছ স্তরটি হলে স্ক্লেরা।
5. নিচের কোনটি অক্ষিগোলকের একমাত্র light sensory layer?
Edit
Topic: রেটিনা, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অক্ষিগোলকের একমাত্র আলোক সংবেদী অংশ হচ্ছে রেটিনা।
6. Macula lutea এর কেন্দ্রে যে ছোট গর্তটি থাকে তার নাম কি?
Edit
Topic: রেটিনা, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অপটিক ডিস্কের ম্যাকুলা লুটিয়ার কেন্দ্রে যে ছোট গর্তটি থাকে তার নাম ফোবিয়া সেন্ট্রালিস বা পীত বিন্দু।
7. দর্শনীয় বন্তুর সুপষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয় কোথায়?
Edit
Topic: রেটিনা, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: রেটিনার কাজ - দর্শনীয় বন্তুর সুপষ্ট প্রতিবিম্ব সৃষ্টি করে। কোণ কোষ তীব্র আলোয় ও রড কোষ অল্প আলোয় প্রতিবিম্ব সৃষ্টি করে।
8. কর্ণিয়া ও আইরিশের মধ্যবর্তী প্রকোষ্ঠ কোনটি?
Edit
Topic: অক্ষিগোলকের গহ্বর, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অগ্রপ্রকোষ্ঠ - কর্ণিয়া ও আইরিশের মধ্যবর্তী প্রকোষ্ঠ। এটি অ্যাকুয়াস হিউমার নামক তরলে পূর্ণ।
9. মানুষের চোখের lens কি ধরনের?
Edit
Topic: লেন্স, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানুষের চোখের লেন্স দ্বিউত্তল স্থিতিস্থাপক চাকতির ন্যায়।
10. কোনটি চোখের আনুষঙ্গিক অংশ নয়?
Edit
Topic: চোখের আনুষঙ্গিক অংশ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: চোখের আনুষঙ্গিক অংশ- অক্ষিকোটর, অক্ষিপেশি, কনজাংটিভা, অক্ষি পল্লব, অক্ষিপক্ষ, ভ্রু, অক্ষিগ্রন্থি।
11. নিচের কোনটি Eye gland নয়?
Edit
Topic: চোখের আনুষঙ্গিক অংশ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: চক্ষুতে তিন প্রকার অক্ষি গ্রন্থি থাকে। যথা- ল্যাক্রিমাল, মেবোমিয়ান ও হার্ডেরিয়ান।
12. মানুষের লুপ্ত প্রায় নিষ্ক্রিয় অঙ্গ (Vestigial organ) কোনটি?
Edit
Topic: চোখের আনুষঙ্গিক অংশ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: উপঅক্ষি পল্লব (nictitating membrane) মানুষের একটি লুপ্তপ্রায় নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে উভয় চোখেরর ভিতরের কোনে অবস্থিত।
13. অক্ষিগোলকের বাইরে Extrinsic muscle কয়টি?
Edit
Topic: চোখের আনুষঙ্গিক অংশ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রতি অক্ষিগোলকের বাইরের দিকে ছয়টি করে এক্সট্রিন্সিক পেশি থাকে। এর মধ্যে ৪ টি রেক্টাস, ২ টি অবলিক।
14. লেন্সের আকৃতি পরিবর্তন করে উপযোজন ক্রিয়ায় অংশ নেয় কোনটি?
Edit
Topic: চোখের আনুষঙ্গিক অংশ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: লেন্সের আকৃতি পরিবর্তন করে উপযোজন ক্রিয়ায় অংশ নেয় সিলিয়ারি পেশি।
15. Aqueous humour উৎপন্ন করে কোনটি?
Edit
Topic: চোখের আনুষঙ্গিক অংশ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: একুয়াস হিউমার উৎপন্ন করে সিলিয়ারি বডি।
16. বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুকে সমান স্পষ্ট দেখার জন্য চোখে যে বিশেষ ধরনের পরিবর্তন ঘটে তাকে কি বলে?
Edit
Topic: চোখের আনুষঙ্গিক অংশ,সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুকে সমান স্পষ্ট দেখার জন্য চোখে যে বিশেষ ধরনের পরিবর্তন ঘটে তাকে উপযোজন বলে।