Exam
Question View - Day 12- সমন্বয় ও নিয়ন্ত্রণ- 3
1. দুটি Cerebral Hemisphere কি দিয়ে যুক্ত থাকে?
Edit
Topic: মস্তিষ্কের গঠন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সেরেব্রাম (Cerebrum): দুটি পাশাপাশি অবস্থিত, বড়, কুন্ডলি পাকানো ও খাঁজবিশিষ্ট খন্ড নিয়ে সেরেব্রাম গঠিত। খন্ডদুটিকে সেরেব্রাল হেমিস্ফিয়ার (cerebral hemisphere) বলে। সেরেব্রাম মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ (মস্তিষ্কের ওজনের ৮০%-ই হচ্ছে সেরেব্রাম) এবং মস্তিষ্কের অন্যান্য অংশকে আবৃত করে রাখে। হেমিস্ফিয়ার দুটি উপরিভাগে একটি গভীর অনুদৈর্ঘ্য খাঁজ দ্বারা পৃথক থাকলেও ভিতরের দিকে কর্পাস ক্যালোসাম (corpus callosum) নামে চওড়া স্নায়ুগুচ্ছ দিয়ে যুক্ত। প্রতিটি সেরেব্রাল হেমিস্ফিয়ারের অভ্যন্তরে একটি তরলপূর্ণ প্রকোষ্ঠ থাকে। এদের পার্শ্বীয় প্রকোষ্ঠ বলে।
2. কোনটি সেরেব্রাল হেমিস্ফিয়ারের লোব নয়?
Edit
Topic: মস্তিষ্কের গঠন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সেরেব্রামকে ৫ টি লোব বা খন্ডে বিভক্ত করা যায়। যথা- ফ্রন্টাল, প্যারাইটাল, লিম্বিক, অক্সিপিটাল ও টেম্পোরাল লোব।
i. ফ্রন্টাল লোব (Frontal lobe): মানসিক বোধের (যেমন: স্মৃতি, বুদ্ধি, চিন্তা, শিক্ষা, সৃজনশীলতা ইত্যাদি) কেন্দ্র, বাক কেন্দ্র।
ii. প্যারাইটাল লোব (Parietal lobe): সাধারণ অনুভূতির (যেমন: ব্যথা, স্পর্শ, উষ্ণতা ইত্যাদি) কেন্দ্র; স্বাদ কেন্দ্র।
iii. টেম্পোরাল লোব (Temporal lobe): শ্রুতি কেন্দ্র।
iv. অক্সিপিটাল লোব (Occipital lobe); দৃষ্টি কেন্দ্র।
v. লিম্বিক লোব (Limbic lobe): সহজাত প্রবৃত্তির (যেমন: খাদ্য গ্রহণ, রেচন, জনন ইত্যাদি) কেন্দ্র।
3. মস্তিষ্কের ওজনের কত শতাংশ সেরেব্রামে গঠিত?
Edit
Topic: মস্তিষ্কের গঠন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সেরেব্রাম (Cerebrum): দুটি পাশাপাশি অবস্থিত, বড়, কুন্ডলি পাকানো ও খাঁজবিশিষ্ট খন্ড নিয়ে সেরেব্রাম গঠিত। খন্ডদুটিকে সেরেব্রাল হেমিস্ফিয়ার (cerebral hemisphere) বলে। সেরেব্রাম মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ (মস্তিষ্কের ওজনের ৮০%-ই হচ্ছে সেরেব্রাম) এবং মস্তিষ্কের অন্যান্য অংশকে আবৃত করে রাখে। হেমিস্ফিয়ার দুটি উপরিভাগে একটি গভীর অনুদৈর্ঘ্য খাঁজ দ্বারা পৃথক থাকলেও ভিতরের দিকে কর্পাস ক্যালোসাম (corpus callosum) নামে চওড়া স্নায়ুগুচ্ছ দিয়ে যুক্ত। প্রতিটি সেরেব্রাল হেমিস্ফিয়ারের অভ্যন্তরে একটি তরলপূর্ণ প্রকোষ্ঠ থাকে। এদের পার্শ্বীয় প্রকোষ্ঠ বলে।
4. নিচের কোনটি মধ্যমস্তিষ্কের অংশ নয়?
Edit
Topic: মস্তিষ্কের গঠন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মধ্যমস্তিষ্ক নিচের অংশগুলো নিয়ে গঠিত।
ক. টেকটাম (Tectum): এটি মধ্যমস্তিষ্কের পৃষ্ঠীয় অংশ।
খ. সেরেব্রাল অ্যাকুইডাক্ট (Cerebral aqueduct): এটি মধ্যমস্তিষ্কের ভিতরে অবস্থিত এবং মস্তিষ্কের তৃতীয় ও চতুর্থ গহ্বরকে সংযুক্ত করে।
গ. কর্পোরা কোয়াড্রিজেমিনা (Corpora quadregemina): এটি মধ্যমস্তিষ্কের পৃষ্ঠদেশে অবস্থিত এবং দুটি গোলাকার খণ্ড নিয়ে গঠিত।
ঘ. সেরেব্রাল পেডাঙ্কল (Cerebral peduncle) : এটি মধ্যমস্তিষ্কের অঙ্কীয়দেশে দুটি নলাকার ও পুরু স্নায়ুরজ্জু নিয়ে গঠিত।
5. নিচের কোনটি Brain stem গঠন করে না?
Edit
Topic: মস্তিষ্কের গঠন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মধ্যমস্তিষ্ক, পনস ও মেডুলা অবলংগাটাকে একত্রে ব্রেইন স্টেম (brain stem) বলে।
6. নিচের কোনটি লিম্বিক সিস্টেমের মূল অংশ?
Edit
Topic: মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: হাইপোথ্যালামাস (Hypothalamus): এটি থ্যালামাসের ঠিক নিচে অবস্থিত, গ্রে ম্যাটার নির্মিত এবং অন্ততঃ এক ডজন পৃথক অঞ্চলে বিভক্ত অংশ। অংশগুলো সুনির্দিষ্ট কাজে নিযুক্ত থাকে। হাইপোথ্যালামাস একটি সূক্ষ্ম অংশের সাহায্যে পিটুইটারি গ্রন্থির সঙ্গে সংযুক্ত। এটি লিম্বিক সিস্টেম (limbic system; আচরণগত ও আবেগ সংক্রান্ত ব্যাপার নিয়ন্ত্রণ করে)-এর মূল অংশ।
7. Endocrine Gland এর ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোনটি?
Edit
Topic: মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: হাইপোথ্যালামাসের গুরুত্বপূর্ণ কিছু কাজ - (i) স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে; (ii) দেহতাপ নিয়ন্ত্রণ করে; (iii) ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম, রাগ, পীড়ন, ভালোলাগা, ঘৃণা, উদ্বেগ প্রভৃতির কেন্দ্র হিসেবে কাজ করে; (iv) রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে; (v) ভ্যাসোপ্রেসিন ও অক্সিটোসিন নামে দুরকম নিউরোহরমোন সরাসরি ক্ষরিত হয় এবং তা পশ্চাৎ পিটুইটারির মধ্যে জমা থাকে।
8. মস্তিষ্কের কোন অংশ স্বাভাবিক Respiratory rate নিয়ন্ত্রণ করে?
Edit
Topic: মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পনসের কিছু গুরুত্বপূর্ণ কাজ- (i) এটি প্রতিবর্ত কেন্দ্র (reflex center) হিসেবে কাজ করে; (ii) শ্বসন কার্য নিয়ন্ত্রণ করে; (iii) স্পাইনাল কর্ড ও মস্তিষ্কের মধ্যে সঞ্চালন পথ হিসেবে কাজ করে; (iv) মস্তিষ্কের বিভিন্ন অংশে সংবেদ প্রবাহের প্রেরণ কেন্দ্র হিসেবে কাজ করে।
9. মস্তিষ্কের বিভিন্ন অংশে সংবেদ প্রবাহের প্রেরণকেন্দ্র কোনটি?
Edit
Topic: মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
ব্যাখ্যা: পনসের কিছু গুরুত্বপূর্ণ কাজ-(i) এটি প্রতিবর্ত কেন্দ্র (reflex center) হিসেবে কাজ করে; (ii) শ্বসন কার্য নিয়ন্ত্রণ করে; (iii) স্পাইনাল কর্ড ও মস্তিষ্কের মধ্যে সঞ্চালন পথ হিসেবে কাজ করে; (iv) মস্তিষ্কের বিভিন্ন অংশে সংবেদ প্রবাহের প্রেরণ কেন্দ্র হিসেবে কাজ করে।
10. সঙ্গাবহ স্নায়ুর রিলে স্টেশন কোনটি?
Edit
Topic: মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: থ্যালামাস (Thalamus): প্রত্যেক সেরেব্রাল হেমিস্ফিয়ারের সেরেব্রাল মেডুলায় অবস্থিত এবং গ্রে ম্যাটারে গঠিত একেকটি ডিম্বাকার অঞ্চলের নাম থ্যালামাস। দুটি থ্যালামাই (বহুবচন) একটি যোজক দিয়ে যুক্ত। কাজ : (i) এটি সংজ্ঞাবহ স্নায়ুর (sensory nerve) রিলে স্টেশন হিসেবে কাজ করে (স্নায়ু আবেগ থ্যালামাস → সেরেব্রাম); (ii) চাপ, স্পর্শ, যন্ত্রণা প্রভৃতি স্থূল অনুভূতির কেন্দ্র, আবেগের কেন্দ্র ও অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রক কেন্দ্র হিসেবে কাজ করে; (iii) মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক আচরণের প্রকাশ ঘটায়; (iv) ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা ও পরিবেশ সম্বন্ধে সতর্ক করে তোলে।
11. কোন স্নায়ুটি অক্ষিগোলকের সঞ্চালনের সাথে জড়িত না?
Edit
Topic: মানুষের করোটিক স্নায়ুসমূহ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অক্ষিগোলকের সঞ্চালনের সাথে জড়িত স্নায়ু- অকুলোমোটর, ট্রকলিয়া, অ্যাবডুসেন্স।
অকুলোমোটর (Oculomotor) স্নায়ু : মধ্যমস্তিষ্কের অঙ্কীয়দেশ থেকে উৎপন্ন হয়ে চোখে প্রবেশ করে এবং চোখের ইনফিরিয়র অবলিক ও তিনটি রেকটাস পেশিতে বিস্তৃত হয়। এগুলো চেষ্টীয় স্নায়ু। চক্ষুপেশির ক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে অক্ষিগোলকের সঞ্চালনে সহায়তা করে।
ট্রকলিয়ার (Trochlear) স্নায়ু (প্যাথেটিক স্নায়ু): মধ্যমস্তিষ্কের পৃষ্ঠ-পার্শ্বদেশ থেকে সৃষ্টি হয়ে সুপিরিয়র অবলিক নামক চক্ষুপেশিতে বিস্তার লাভ করে। এগুলোও চেষ্টীয় স্নায়ু এবং অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণে কাজ করে। অ্যাবডুসেন্স (Abducens) স্নায়ু: পনস ও মেডুলা অবলংগাটার (মেডুলা) সংযোগস্থলের অঙ্কীয়দেশ থেকে সৃষ্টি হয়ে অক্ষিগোলকের বহিঃরেকটাস পেশিতে বিস্তৃত হয়। এটি চেষ্টীয় স্নায়ু এবং অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ করে।
12. শ্রবণ ও ভারসাম্য রক্ষা করা কোন স্নায়ুর কাজ?
Edit
Topic: মানুষের করোটিক স্নায়ুসমূহ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ভেস্টিব্যুলোকক্লিয়ার বা অডিটরি (Vestibulocochlear or Auditory) স্নায়ু ফ্যাসিয়াল স্নায়ুর পশ্চাৎভাগে পনস ও মেডুলা অবলংগাটার সংযোগস্থলের পার্শ্বদেশ থেকে সৃষ্টি হয়ে অন্তঃকর্ণে প্রবেশ করে। এটি সংবেদী প্রকৃতির এবং শ্রবণ ও ভারসাম্য রক্ষার অনুভূতি মস্তিষ্কে বহন করে।
13. নিচের কোনটি Sensory cranial nerve নয়?
Edit
Topic: মানুষের করোটিক স্নায়ুসমূহ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সংবেদী করোটিক স্নায়ু- অলফ্যাক্টরি, অপটিক ও অডিটরি।
14. কোনটি Vagus nerve এর শাখা নয়?
Edit
Topic: মানুষের করোটিক স্নায়ুসমূহ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ভেগাস (Vagus): মেডুলা অবলংগাটার পার্শ্বদেশ থেকে সৃষ্টি হয়ে প্রতিটি স্নায়ু চারটি শাখায় বিভক্ত হয়। ভেগাস একটি মিশ্র স্নায়ু। শাখাগুলো সংশিষ্ট অঙ্গের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। শাখাগুলো হচ্ছে:
ক. ল্যারিঞ্জিয়াল (Laryngeal): স্বরযন্ত্রে বিস্তৃত হয়।
খ. কার্ডিয়াক (Cardiac): হৃৎপিণ্ডে স্নায়ু সরবরাহ করে।
গ. গ্যাস্ট্রিক (Gastric): পাকস্থলিতে স্নায়ু প্রদান করে।
ঘ. পালমোনারি (Pulmonary): ফুসফুসে বিস্তার লাভ করে।