Exam

Question View - Day 11- সমন্বয় ও নিয়ন্ত্রণ- 2
1. দেহের বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়াদানকারী তন্ত্রকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: স্নায়ুতন্ত্রের শ্রেণিবিন্যাস, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নিউরন সমন্বিত যে তন্ত্রের সাহায্যে দেহ বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দিয়ে বিভিন্ন দৈহিক ও শারীরবৃত্তিক কাজের সামঞ্জস্য রক্ষা করে দেহকে পরিচালিত করে তাকে স্নায়ুতন্ত্র বলে। সমগ্র স্নায়ুতন্ত্রকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়। যথা- ১. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও ২. প্রান্তীয় স্নায়ুতন্ত্র।
2. দেহের বিভিন্ন অঙ্গের সাথে সংযোগ স্থাপনকারী Voluntary nervous system এ মোট কতটি স্নায়ু থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: স্নায়ুতন্ত্রের শ্রেণিবিন্যাস, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রান্তীয় স্নায়ুতন্ত্র (Peripheral Nervous System): কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কতকগুলো স্নায়ু জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়ে দেহের বিভিন্ন অঙ্গের সাথে সংযোগ স্থাপন করে। এসব জোড়স্নায়ুকে প্রান্তীয় স্নায়ু বলে। প্রান্তীয় স্নায়ুর সমন্বয়ে প্রান্তীয় স্নায়ুতন্ত্র গঠিত। প্রান্তীয় স্নায়ুতন্ত্র দুভাগে বিভক্ত: ক. ঐচ্ছিক স্নায়ুতন্ত্র ও খ. স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র । ক. ঐচ্ছিক বা সোমাটিক স্নায়ুতন্ত্র (Voluntary or Somatic Nervous System): এটি ১২ জোড়া করোটিক স্নায়ু ও ৩১ জোড়া সুষুম্না স্নায়ু নিয়ে গঠিত। ১২+৩১= ৪৩ জোড়া= ৮৬ টি।
3. নিচের কোন ধরণের সোমাটিক স্নায়ুতন্ত্র খাদ্যনালীর ক্রমসংকোচন নিয়ন্ত্রণ করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: স্নায়ুতন্ত্রের শ্রেণিবিন্যাস, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ঐচ্ছিক বা সোমাটিক স্নায়ুতন্ত্র (Voluntary or Somatic Nervous System) সোমাটিক স্নায়ুতন্ত্র খাদ্যনালীর ক্রমসংকোচন বা পেরিস্ট্যালসিস নিয়ন্ত্রণ করে না। স্বয়ংক্রিয় বা আন্তরযন্ত্রীয় স্নায়ুতন্ত্র (Autonomic Nervous System): এগুলো কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে সৃষ্টি হয়ে প্রধানত দেহের অনৈচ্ছিক গঠনের সাথে সম্পর্কযুক্ত আন্তরযন্ত্রের (visceral organs) বিভিন্ন কাজ, যেমন- হৃৎস্পন্দন, পেরিস্ট্যালসিস ইত্যাদি নিয়ন্ত্রণ করে ।
4. মানব মস্তিষ্কে কয়টি প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মস্তিষ্কের ভেন্ট্রিকল, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মস্তিষ্কের গঠন নিরেট নয়, এর অভ্যন্তরে তরলপূর্ণ গহ্বর থাকে। গহ্বরগুলোকে ভেন্ট্রিকল (ventricle) বলে। মানুষের মস্তিষ্কে ৪টি ভেন্ট্রিকল দেখা যায়। এগুলো ২টি পার্শ্বীয় ভেন্ট্রিকল, ৩য় ও ৪র্থ ভেন্ট্রিকল নামে পরিচিত।
5. মস্তিষ্কের ভেন্ট্রিকল, সুষম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালি, সাব-অ্যারাকনয়েড স্থানের মধ্যে অবস্থিত এক প্রকার স্বচ্ছ, বর্ণহীন, মরিবর্তনীয় টিস্যুরসের দৈনিক ক্ষরণ পরিমাণ কত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মস্তিষ্কের ভেন্ট্রিকল, সুষম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালি, সাব-অ্যারাকনয়েড স্থানের মধ্যে অবস্থিত এক প্রকার স্বচ্ছ, বর্ণহীন, মরিবর্তনীয় টিস্যুরসকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা মস্তিষ্ক মেরুরস বলে। প্রাপ্ত বয়স্ক মানুষের দেহে এর পরিমাণ প্রায় ১৪০-১৫০ মিলিলিটার। দৈনন্দিন ক্ষরণের পরিমাণ ৫০০ মিলি।
6. সেরিব্রোস্পাইনাল ফ্লুইড (CSF) এর কাজ নয় নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মস্তিষ্কের গঠন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সেরিব্রোস্পাইনাল ফ্লুইড (CSF) এর কাজঃ (i) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভিতরে ও বাইরে উভয় স্থানে অবস্থানের জন্য এটি যান্ত্রিক চাপের সমতা বজায় রাখে; (ii) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বিভিন্ন বিপাকজাত পদার্থকে অপসারিত করে; (iii) স্নায়ুকোষকে পুষ্টিদ্রব্য ও অক্সিজেন সরবরাহ করে; (iv) মস্তিষ্ককে ভাসিয়ে রেখে এর প্রকৃত ওজন ১৫০০ গ্রাম থেকে ৫০ গ্রাম-এ হ্রাস করে; (v) এতে অবস্থিত শ্বেতকণিকা স্নায়ুতন্ত্রকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে।
7. দুটি Cerebral Hemisphere কি দিয়ে যুক্ত থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মস্তিষ্কের গঠন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: দুই সেরেবেলার হেমিস্ফিয়ার যুক্ত থাকে ভার্মিস দ্বারা ও দুটি সেরব্রাল হেমিস্ফিয়ার যুক্ত থাকে কর্পাস ক্যালোসাম দ্বারা।
8. ৩য় ও পার্শ্বীয় ভেন্ট্রিকল কিসের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মস্তিষ্কের ভেন্ট্রিকল, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Interventricular foramina বা foramen of monro দ্বারা ৩য় ও পার্শ্বীয় ভেন্ট্রিকল যুক্ত থাকে।
9. সুষুম্না স্নায়ু (spinal nerve) কতটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সুষুম্না কান্ড, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সুষুম্না কান্ড থেকে ৩১ জোড়া সুষুম্না স্নায়ু উৎপন্ন হয়।
10. মস্তিষ্ক মেরুরস কোথা থেকে উৎপন্ন হয় না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মস্তিষ্কের ভেন্ট্রিকল, সুষম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালি, সাব-অ্যারাকনয়েড স্থানের মধ্যে অবস্থিত এক প্রকার স্বচ্ছ, বর্ণহীন, মরিবর্তনীয় টিস্যুরসকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা মস্তিষ্ক মেরুরস বলে। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড (CSF) মূলত মস্তিষ্কের ভেন্ট্রিকল-এর কোরয়েড জালিকা থেকে তৈরি হয়। কিছু পরিমাণ CSF ইপেনডাইমাল কোষ থেকেও ক্ষরিত হয়। মেনিনজেসও এ ফ্লুইড ক্ষরণ করে থাকে।