Exam

Question View - Day 10- সমন্বয় ও নিয়ন্ত্রণ- 1
1. কোন Germ layer থেকে স্নায়ুতন্ত্রের উৎপত্তি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: স্নায়ুবিক সমন্বয়,সমন্বয় ও নিয়ন্ত্রণ,প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ভ্রুণীয় স্তর (Germ layer) ৩ টি - এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। ভ্রুণীয় এক্টোডার্ম থেকে মানুষের স্নায়ুতন্ত্র উৎপত্তি লাভ করে।
2. Retina-য় কোন ধরনের নিউরন পাওয়া যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: নিউরনের প্রকারভেদ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - প্রলম্বিত অংশের উপর ভিত্তি করে নিউরন ৫ প্রকার। যথাঃ ইউনিপোলার, বাইপোলার, সিউডোইউনিপোলার, অ্যাপোলার, মাল্টিপোলার। বাইপোলার (Bipolar) বা দ্বিমেরুযুক্ত নিউরন: কোষদেহ থেকে সৃষ্ট প্রলম্বিত অংশের সংখ্যা ২টি: একটি ডেনড্রাইট, অন্যটি অ্যাক্সন। মানব ভ্রূণে স্নায়ুতন্ত্রের সব কোষই বাইপোলার। পরবর্তীকালে এগুলো ইউনিপোলার অথবা মাল্টিপোলার নিউরনে ইউনিপোলার বাইপোলার পরিণত হয়। রেটিনা, কক্লিয়া ও নাকে এ ধরনের নিউরন পাওয়া যায়।
3. Spinal ganglia তে কোন ধরনের নিউরন থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: নিউরনের প্রকারভেদ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সিউডোইউনিপোলার (Pseudounipolar) বা ছদ্মমেরুযুক্ত নিউরন: প্রাথমিক অবস্থায় দুটি প্রলম্বিত অংশ থাকে যা বৃদ্ধির সাথে সাথে মিলিত হয়ে একটিতে পরিণত হয়। দেখতে ইউনিপোলার হলেও প্রকৃতপক্ষে এগুলো বাইপোলার নিউরন থেকে সৃষ্ট। স্পাইনাল গ্যাংলিয়া ও করোটিক স্নায়ুর গ্যাংলিয়ায় এ ধরনের নিউরন অবস্থিত।
4. চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে কোন নিউরন পাওয়া যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: নিউরনের প্রকারভেদ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অ্যাপোেলার (Apolar) বা মেরুহীন নিউরন: কোষদেহে কোন প্রলম্বিত অংশ থাকে না। সেরেব্রাল হেমিস্ফিয়ারের বহিঃস্তরে এবং চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে মেরুবিহীন নিউরন পাওয়া যায় ।
5. নিউরনের কোন ধরণের যোজক টিস্যু স্নায়ুরজ্জুর মায়েলিন আবরণ গঠন করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: নিউরোগ্লিয়া, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নিউরোগ্লিয়া (Neuroglia)ঃ নিউরন যে যোজক টিস্যুর ভিতর সুরক্ষিত থাকে তাকে নিউরোগ্লিয়া বলে। নিউরোগ্লিয়াগুলো কখনো উদ্দীপ্ত হয় না। আকার, আয়তন ও সংখ্যার উপর ভিত্তি করে নিউরোগ্লিয়া কোষগুলোকে প্রধানত ৪ ভাগে ভাগ করা যায়। ১. অ্যাস্ট্রোসাইট (Astrocytes): এ কোষগুলো তারকাকৃতির এবং কেন্দ্র থেকে বিচ্ছুরিত অসংখ্য সাইটোপ্লাজমিক অভিক্ষেপযুক্ত। অভিক্ষেপ দিয়ে এরা একদিকে রক্তজালিকা এবং অন্যদিকে নিউরনের সাথে সংযুক্ত থাকে। এরা নিউরনে পুষ্টি সরবরাহ করে। ছায় ২. অলিগোডেনড্রোসাইট (Oligodendrocytes): এ কোষগুলো আকারে তুলনামূলকভাবে ছোট এবং কম অভিক্ষেপযুক্ত। এরা স্নায়ুরজ্জুর মায়েলিন আবরণ গঠন করে। ৩. মাইক্রোগ্লিয়া (Microglia): এগুলো ক্ষুদ্র কোষ। এদের দেহে অসংখ্য লম্বা, সরু ও জটিল আঁকাবাঁকা ধরনের অভিক্ষেপ থাকেরক্ত থেকে এদের উৎপত্তি হয়। এরা গতিশীল এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। এরা ক্ষুদ্রতম নিউরোগ্লিয়া। ৪. ইপেনডাইমা (Ependyma): এসব কোষ মস্তিষ্ক ও স্পাইনাল কর্ড এর তরলপূর্ণ গহ্বরের প্রাচীর তৈরি করে। এরা এক ধরনের ঘনতলীয় আবরণী কোষ (cuboidal epithelium)। সেরেব্রোস্পাইনাল ফ্লুইড (cerebrospinal fluid) তৈরি, সংবহন ও শোষণের সাথে এসব কোষ জড়িত।
6. দেহের সেনসরি (সংবেদী) ও মোটর (চেষ্টীয়) অঞ্চলসমূহের কাজের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে দেহাভ্যন্তরের সাম্যাবস্থা বজায় রাখার প্রক্রিয়া কি নামে পরিচিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: স্নায়ুতন্ত্রের কাজ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: দেহের সাম্যাবস্থা বজায় রাখা: দেহের সেনসরি (সংবেদী) ও মোটর (চেষ্টীয়) অঞ্চলসমূহের কাজের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে দেহাভ্যন্তরের সাম্যাবস্থা (হোমিওস্ট্যাসিস) বজায় রাখে।
7. প্রাপ্ত বয়স্ক নিউরনের মুখ্য অংশে কোন ধরণের কোষীয় অঙ্গাণু পাওয়া যায় না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: স্নায়ুতন্ত্রের গঠন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: কোষ দেহ (Cell body): এটি নিউরনের মুখ্য অংশ এবং গোল, ডিম্বাকার, নক্ষত্রাকার, মোচাকার, সুঁচালো প্রভৃতি বিভিন্ন আকারের হয়। কোষদেহের ব্যাস ৫ থেকে ১২০ মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। কোষদেহ প্লাজমামেমব্রেন, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস- এ তিনটি অংশ নিয়ে গঠিত। সাইটোপ্লাজমে প্রচুর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মুক্ত পলিরাইবোজোম মিলে নিম্ন দানা (Nissl's granule) গঠন করে। এছাড়া এতে বহুসংখ্যক মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, গুচ্ছবদ্ধ নিউরোফিলামেন্টসহ অন্যান্য দ্রব্য থাকে। যেহেতু প্রাপ্ত বয়স্ক নিউরন বিভাজিত হতে পারে না তাই প্রাপ্ত বয়স্ক নিউরনের মুখ্য অংশে সেন্ট্রিওল পাওয়া যায় না।
8. Nervous System এর গাঠনিক একক কয় ধরণের? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: স্নায়ুতন্ত্রের গঠন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: স্নায়ুতন্ত্রের গাঠনিক একক দুধরনের- নিউরন এবং নিউরোগ্লিয়া।
9. নিচের কোন রাসায়নিক মৌলটি একক আয়ন হিসেবে নিউরোট্রান্সমিটার এর মতো কাজ করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: নিউরন নিঃসৃত রাসায়নিক বস্তু, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নিউরোট্রান্সমিটারের উদাহরণঃ গ্যাস : কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড, নাইট্রিক অক্সাইড । একক আয়ন: দস্তা।
10. নিচের কোন নিউরোট্রান্সমিটারটি সিগনাল বাধাদায়ক হিসেবে কাজ করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: নিউরন নিঃসৃত রাসায়নিক বস্তু, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: কার্যক্ষমতার ভিত্তিতে নিউরোট্রান্সমিটারের শ্রেণিবিন্যাস নিম্নরূপ : উত্তেজক: অ্যাসপার্টেট, গুটামেট, সেরোটোনিন, ATP, CO বাধাদায়ক : GABA, গ্লাইসিন, টরিন। উত্তেজনক ও বাধাদায়ক : অ্যাসিটাইলকোলিন, ডোপামিন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, NO, এনকেফালিন,কোলেসিস্টোকাইনিন।
11. নিচের কোন ধরণের নিউরোগ্লিয়া গতিশীল এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: নিউরোগ্লিয়া, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মাইক্রোগ্লিয়া (Microglia): এগুলো ক্ষুদ্র কোষ। এদের দেহে অসংখ্য লম্বা, সরু ও জটিল আঁকাবাঁকা ধরনের অভিক্ষেপ থাকেরক্ত থেকে এদের উৎপত্তি হয়। এরা গতিশীল এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। এরা ক্ষুদ্রতম নিউরোগ্লিয়া।