Exam
Question View - Day 6 - বর্জ্য ও নিষ্কাশন- 2
1. মানুষের প্রধান নাইট্রোজেনঘটিত রেচন বর্জ্যের মধ্যে নিচের কোন পদার্থটি সর্বাধিক পরিমাণ থাকে?
Edit
Topic: রেচনের শারীরবৃত্ত, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানুষের প্রধান নাইট্রোজেনঘটিত রেচন বর্জ্যের মধ্যে সর্বাধিক পরিমাণ থাকে ইউরিয়া যা যকৃতে তৈরি হয়।
2. মানুষ কোন ধরনের প্রাণী?
Edit
Topic: রেচনের শারীরবৃত্ত, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - Ureotelic - মানুষসহ কিছু স্থলজ ও সামুদ্রিক প্রাণী।
- Uricotelic - পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি।
- Ammoniotelic - হাইড্রা, কেঁচো, কিছু মাছ।
3. কোন চক্রের মাধ্যমে বৃক্কে ইউরিয়া তৈরি হয়?
Edit
Topic: রেচনের শারীরবৃত্ত, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ইউরিয়া যকৃতের অরনিথিন চক্রের মাধ্যমে তৈরি হয়।বৃক্কে ইউরিয়া তৈরি হয় না।
4. নিচের কোনটি urine formation এর ধাপ নয়?
Edit
Topic: রেচনের শারীরবৃত্ত – মূত্র সৃষ্টি, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মূত্র তৈরির ধাপসমূহঃ
- অতিসূক্ষ্ম পরিস্রাবণ,
- টিউবিউলার পুনঃশোষণ,
- টিউবিউলার ক্ষরণ বা সক্রিয় ক্ষরণ।
5. বোম্যানস ক্যাপসুলে কার্যকর পরিস্রাবণ চাপ কত?
Edit
Topic: রেচনের শারীরবৃত্ত – মূত্র সৃষ্টি, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - গ্লোমেরুলাসের রক্তচাপ- 75 mmHg
- কলয়ডীয় অভিস্রবণ চাপ -30mmHg
- পরিস্রুত তরলের চাপ- 20 mmHg
- কার্যকর পরিস্রাবণ চাপ =75-(30+20) = 25 mmHg
6. Proximal convoluted tubules এ গ্লোমেরুলার ফিল্ট্রেটের কতটুকু পুনঃশোষিত হয়?
Edit
Topic: রেচনের শারীরবৃত্ত – মূত্র সৃষ্টি, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রক্সিমাল প্যাঁচানো নালিকায় গ্লোমেরুলার ফিল্ট্রেটের 60% পুনঃশোষিত হয়।
7. মূত্রে কোনটির উপস্থিতির কারণে straw color ধারণ করে?
Edit
Topic: মূত্রের বৈশিষ্ট্য, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মূত্রের বৈশিষ্ট্য –
- বর্ণ - হালকা হলুদ বা খড় বর্ণের (straw color) (ইউরোক্রোম থাকায়)।
- পরিমাণ: ৬০০ - ২৫০০ মি.লি।
- গন্ধ - ঝাঁঝালো বা অ্যারোমেটিক (ইউরিনোড থাকায়) ।
8. মূত্রের power of Hydrogen কত?
Edit
Topic: মূত্রের বৈশিষ্ট্য, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মূত্রের pH= 4.5-8
9. মূত্রের স্বাভাবিক উপাদান নয় কোনটি?
Edit
Topic: মূত্রের রাসায়নিক উপাদান, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বিলিরুবিন হচ্ছে লোহিত রক্ত কণিকা ভাঙ্গনের ফলে সৃষ্ট রঞ্জক যার মাত্রা গেলে বেড়ে জন্ডিস হয়।যা রক্তের স্বাভাবিক উপাদান নয়।
10. মূত্রের শতকরা কত শতাংশ অ্যামোনিয়া থাকে?
Edit
Topic: মূত্রের রাসায়নিক উপাদান, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অ্যামোনিয়ামঃ ০.০৪%
11. নেফ্রনের কোন অংশে Selective reabsorption ঘটে?
Edit
Topic: মূত্র সৃষ্টি, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নেফ্রনের Proximal convoluted tube বা নিকটবর্তী প্যাঁচানো নালিকা অংশে Selective reabsorption ঘটে ।
12. কোন জাতীয় খাদ্যের বিপাকের ফলে নাইট্রোজেনাস বর্জ্য সৃষ্টি হয়?
Edit
Topic: রেচনের শারীরবৃত্তীয়, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রোটিন জাতীয় খাদ্যের বিপাকের ফলে নাইট্রোজেনাস বর্জ্য সৃষ্টি হয়।
13. দেহে বিদ্যমান কত ভাগ ক্রিয়েটিন পেশীতে শক্তি উৎপাদন করে?
Edit
Topic: রেচনে বৃক্কের ভূমিকা, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: দেহের পেশিতে অবস্থিত ক্রিয়েটিন (creatine) নামক অ্যামিনো এসিডের বিপাকের ফলে ক্রিয়েটিনিন বর্জ্য সৃষ্টি হয়। দেহে বিদ্যমান প্রায় ২% ক্রিয়েটিন বিপাক প্রক্রিয়ায় পেশিতে শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় এবং ক্রিয়েটিনিন সৃষ্টি করে। ক্রিয়েটিনিন রক্তের মাধ্যমে বৃক্কে পৌঁছে। বৃক্কে রক্ত থেকে ক্রিয়েটিনিন পরিসুত হয়ে মূত্রের সাথে দেহ থেকে বের হয়ে যায়। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা দ্বারা বৃক্কের সুস্থ্যতা নির্ণয় করা হয়। তাই রক্তের ক্রিয়েটিনিন মাত্রাকে বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক (diagnostic index of kidney) হিসেবে গণ্য করা হয়। রক্তে ক্রিয়েটিনিন স্বাভাবিক মাত্রা পুরুষের 0.6-1.2 mg/dl এবং মহিলাদের 0.5-1.1 mg/dl. বৃক্কের মাধ্যমে বিভিন্ন বিষ, অতিরিক্ত ওষুধ, হরমোন ইত্যাদিও মূত্রের সাথে বহিষ্কৃত হয়।
14. মূত্রে ক্যালসিয়ামের পরিমাণ কত?
Edit
Topic: মূত্রের রাসায়নিক উপাদান, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মূত্রে ক্যালসিয়ামের পরিমাণ ০.০৩%
15. নিচের কোনটি diuretics নয়?
Edit
Topic: মূত্র, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পানি, লবণাক্ত পানি, চা, কফি হলো ডাইইউরেটিক্স বা মূত্রবর্ধক।
16. গ্লোমেরুলার ফিলট্রেটে কোনটি অনুপস্থিত?
Edit
Topic: মূত্র তৈরি, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: গ্লোমেরুলার ফিলট্রেটে প্রোটিন ও রক্তকণিকা অনুপস্থিত।