Exam
Question View - Day 5 - বর্জ্য ও নিষ্কাশন- 1
1. মানবদেহের renal system এর মাধ্যমে রেচন পদার্থের কত শতাংশ নিষ্কাশিত হয়?
Edit
Topic: মানুষের রেচনতন্ত্র, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - রেচনতন্ত্রের (প্রধান রেচন অঙ্গ) মাধ্যমে 80% রেচন পদার্থ নিষ্কাশিত হয়। যেমন: ১ জোড়া বৃক্ক।
- সহকারী রেচন অঙ্গের মাধ্যমে 20% রেচন পদার্থ নিষ্কাশিত হয়। যেমন: ত্বক, ফুসফুস, পরিপাকনালী ও যকৃত।
2. নিচের কোনটি human excretory system এর অংশ নয়?
Edit
Topic: মানুষের রেচনতন্ত্র, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানব রেচনতন্ত্রে অংশ হলোঃ
- বৃক্ক (kidney)
- রেচননালি (ureter)
- মূত্রথলি (urinary bladder)
- মূত্রনালি (urethra)
অ্যাড্রেরেনাল গ্রন্থি বৃক্কের উপরে টুপির মতো বসানো থাকে। uterus (জরায়ু) যা স্ত্রী প্রজননতন্ত্রের অংশ।
3. Urinary bladder নিচের কোন অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত?
Edit
Topic: মানুষের রেচনতন্ত্র, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মূত্রথলি পাতলা প্রাচীরবিশিষ্ট এবং ডেট্রসর (detrusor) নামক অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত একটি ত্রিকোণাকার থলি বিশেষ। এটি সঙ্কোচন প্রসারণক্ষম। মূত্রথলি ৭০০-৭৫০ মিলিলিটার মূত্র ধারণ করতে পারেতবে ২৮০-৩২০ মিলিলিটার মূত্র মূত্রথলিতে জমা হলেই ত্যাগের ইচ্ছা জাগে। মূত্র সাময়িকভাবে ধারণ করা ও সময়ে আমা সময়ে নিষ্কাশন করা এর কাজ।
4. নিচের কোন তন্তুময় যোজক টিস্যুর সুদৃঢ় আবরণে বৃক্ক আবৃত থাকে?
Edit
Topic: বৃক্কের গঠন ও কাজ, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার & আলীম স্যার।
Explaination: - প্রতিটি বৃক্ক নিরেট, চাপা দেখতে অনেকটা শিম বীজের মতো এবং কালচে লাল রংয়ের। বৃক্ক ক্যাপসুল/টিউনিকা ফাইব্রোসা নামক আবরণী দ্বারা আবৃত।
5. কর্টেক্সের নিচে হালকা লাল রঙের মেডুলাতে কতটি renal pyramid থাকে?
Edit
Topic: বৃক্কের গঠন ও কাজ, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - মেডুলাতে ৮- ১৮ টি রেনাল পিরামিড থাকে।
- ১০- ২৫ টি রেনাল প্যাপিলা নিয়ে একটি মাইনর ক্যালিক্স ঘটিত ।
- ৮-১৪টি মাইনর ক্যালিক্স নিয়ে একটি মেজর ক্যালিক্স গঠিত।
- ২-৩ টি মেজর ক্যালিক্স নিয়ে ১ টি পেলভিস গঠিত।
6. নিচের কোনটি মূত্র উৎপাদনকারী অঙ্গের কাজ নয়?
Edit
Topic: বৃক্কের গঠন ও কাজ, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বৃক্কের (মূত্র উৎপাদনকারী অঙ্গের) কাজঃ
- রেচন বর্জ্য অপসারণ,
- পানি সাম্যতা রক্ষা
- অম্ল ক্ষারের সমতা রক্ষা
- pH নিয়ন্ত্রণ
- রক্তচাপ নিয়ন্ত্রণ
- হরমোন উৎপাদন
- এনজাইম ক্ষরণ
- হোমিওস্ট্যাসিস
- গ্লুকোনিওজেনেসিস
- পুনঃশোষণ।
এরিথ্রোপয়েসিস- লোহিত রক্ত কণিকা উৎপাদন প্রক্রিয়া।
7. নিচের কোন হরমোনটির সিক্রেশন বৃক্ক থেকে হয় না?
Edit
Topic: বৃক্কের গঠন ও কাজ, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: হরমোন উৎপাদন: বৃক্কে এরিথ্রোপয়েটিন (erythropoietin), প্রোস্টাগ্ল্যান্ডিন (prostagladin) এবং অ্যানজিওটেনসিন (angiotensin) হরমোন উৎপন্ন হয়। এরিথ্রোপয়েটিন এরিথ্রোসাইট (RBC) উৎপাদনে উদ্দীপনা জোগায়। Aldosterone ক্ষরিত হয় Adrenal gland এর কর্টেক্স থেকে।
8. নিচের কোনটি বৃক্কের মূল স্ট্রাকচারাল ইউনিট যার মাধমের বৃক্ক তার মৌলিক কার্যাবলি নিয়ন্ত্রণ করে?
Edit
Topic: বৃক্কের সূক্ষ্ম গঠন - নেফ্রন, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - বৃক্কের গাঠনিক ও কার্যিক একক হচ্ছে নেফ্রন।
- মস্তিষ্কের গাঠনিক ও কার্যিক একক হচ্ছে নিউরন।
- ফুসফুসের গাঠনিক ও কার্যিক একক হচ্ছে অ্যালভিওলাস।
- অস্থির মধ্যে অবস্থিত মাতৃকার ফাঁকা স্হানকে ল্যাকুনা বলে।
9. প্রতি মিনিটে বৃক্ক হতে কতটুকু মূত্র সৃষ্টি হয়?
Edit
Topic: বৃক্কের সূক্ষ্ম গঠন - নেফ্রন, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে রক্ত থেকে ১২৫ ঘন সেমি. তরল পদার্থ পরিশ্রুত হয়। প্রায় ৯৯% পানিই আবার রক্তে ফিরে যায়, সাধারণত প্রতি মিনিটে কেবল ১ ঘন সেমি. মূত্র সৃষ্টি হয়।
10. নেফ্রন ফাঁসের অবস্থান কোথায়?
Edit
Topic: বৃক্কের সূক্ষ্ম গঠন - নেফ্রন, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: একটি নেফ্রনের বৃক্কীয় নালিকায় বা renal tubules এ অবস্থান করে নিকটবর্তী প্যাঁচানো নালিকা, হেনলির লুপ/নেফ্রন ফাঁস, দূরবর্তী প্যাঁচানো নালিকা।
11. রক্তের আল্ট্রাফিল্ট্রেশন কোথায় ঘটে?
Edit
Topic: বৃক্কের সূক্ষ্ম গঠন - নেফ্রন, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: রেনাল করপাসল-এ রক্তের আল্ট্রাফিন্ট্রেশন ঘটে এবং রক্ত থেকে রেচনবর্জ্য, পানি ও অন্যান্য দ্রব্য পরিসূত হয়ে গ্লোমেরুলার ফিস্ট্রেট (glumerular filtrate) হিসেবে বোম্যানস ক্যাপসুলে জমা হয়।
12. নিচের কোনটি Duct of Bellini গঠন করে?
Edit
Topic: বৃক্কের সূক্ষ্ম গঠন - নেফ্রন, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: কয়েকটি সংগ্রাহী নালী মিলিত হয়ে Duct of Bellini গঠন করে।
13. বৃক্কীয় এককের কোন অংশে অতিআণুবীক্ষণিক আঙ্গুলের মতো অভিক্ষেপ Microvilli পাওয়া যায়?
Edit
Topic: বৃক্কের সূক্ষ্ম গঠন - নেফ্রন, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বোম্যানস ক্যাপসুলের সাথে সংযুক্ত এটি প্রায় ১৪ মিলিমিটার লম্বা প্যাঁচানো নালিকা। রেনাল টিউবিউলের এ অংশ বৃক্কের কর্টেক্সে অবস্থিত। এর প্রাচীর একস্তরী এপিথেলিয়াল কোষে গঠিত। কোষগুলোর একপ্রান্তে অসংখ্য অতিআণুবীক্ষণিক আঙ্গুলের মতো অভিক্ষেপ বা মাইক্রোভিলাই (microvilli) থাকে।প্রক্সিমাল প্যাঁচানো নালিকার কোষগুলোর এক প্রান্তে অসংখ্য অতিআণুবীক্ষণিক আঙ্গুলের মত অভিক্ষেপ/মাইক্রোভিলাই/ব্রার্শবডার পাওয়া যায় ।
14. বৃক্কের কোনো ইমার্জেন্সি কন্ডিশনে কোন ধরণের নেফ্রন মূত্র উৎপাদন করতে সুক্ষম?
Edit
Topic: বৃক্কের সূক্ষ্ম গঠন – নেফ্রনের প্রকারভেদ, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: জাক্সটা মেডুলারি নেফ্রন –
- বৃক্কের 10% নেফ্রন এই প্রকৃতির।
- কর্টেক্স-মেডুলার সংযোগস্থলে অবস্থান করে।
- হেনলির লুপ অনেক লম্বা। ।
- জরুরী অবস্থায় মূত্র উৎপাদন করে ।