Exam
Question View - Day 18 - উদ্ভিদ শারীরতত্ত্ব - 9
1. ক্রেবস চক্রে উৎপন্ন কোন যৌগটি ক্লোরোফিল অণু তৈরির সাবস্ট্রেট তৈরিতে ব্যবহৃত হয়?
Edit
Topic: ক্রেবস চক্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর স্যার।
Explaination: ক্রেবস চক্রের বিভিন্ন পর্যায়ে যে সকল জৈব অ্যাসিড উৎপন্ন হয়, সেগুলো নাইট্রোজেন বিপাক, অ্যামিনো অ্যাসিড সংশ্লেষণসহ বিভিন্ন কাজে জড়িত। অন্তবর্তী যৌগ সাক্সিনাইল কো-এ সাইটোক্রোম, ফাইকোবিলিন, হিমোগ্লোবিন প্রভৃতি গঠনে ভূমিকা রাখে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হতে সৃষ্ট অ্যাসপারটিক অ্যাসিড পরবর্তীতে পাইরিমিডিন ও অ্যালকালয়েড তৈরিতে ব্যবহার হয়। সালোকসংশ্লেষণের কাঁচামাল CO₂ শ্বসনের এ চক্র থেকেই উৎপন্ন হয়। ক্রেবস্ চক্রে উৎপন্ন সাকসিনিক অ্যাসিড ক্লোরোফিল অণু তৈরির সাবস্ট্রেট হিসেবে ব্যবহৃত হয়। শর্করা, ফ্যাটি অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড জারণের সাধারণ পথ হচ্ছে ক্রেবস্ চক্র। ক্রেবস্ চক্রে উৎপন্ন জৈব অ্যাসিডগুলো জৈব অ্যাসিড বিপাকে অংশগ্রহণ করে।
2. অ্যামিনো এসিড ও ফ্যাটি এসিড জারনের সাধারন পথ নিচের কোনটি?
Edit
Topic: ক্রেবস চক্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর স্যার।
Explaination: ক্রেবস চক্রের বিভিন্ন পর্যায়ে যে সকল জৈব অ্যাসিড উৎপন্ন হয়, সেগুলো নাইট্রোজেন বিপাক, অ্যামিনো অ্যাসিড সংশ্লেষণসহ বিভিন্ন কাজে জড়িত। অন্তবর্তী যৌগ সাক্সিনাইল কো-এ সাইটোক্রোম, ফাইকোবিলিন, হিমোগ্লোবিন প্রভৃতি গঠনে ভূমিকা রাখে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হতে সৃষ্ট অ্যাসপারটিক অ্যাসিড পরবর্তীতে পাইরিমিডিন ও অ্যালকালয়েড তৈরিতে ব্যবহার হয়। সালোকসংশ্লেষণের কাঁচামাল CO₂ শ্বসনের এ চক্র থেকেই উৎপন্ন হয়। ক্রেবস্ চক্রে উৎপন্ন সাকসিনিক অ্যাসিড ক্লোরোফিল অণু তৈরির সাবস্ট্রেট হিসেবে ব্যবহৃত হয়। শর্করা, ফ্যাটি অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড জারণের সাধারণ পথ হচ্ছে ক্রেবস্ চক্র। ক্রেবস্ চক্রে উৎপন্ন জৈব অ্যাসিডগুলো জৈব অ্যাসিড বিপাকে অংশগ্রহণ করে।
3. ক্রেবস চক্রে সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড তৈরির সময় কোন এনজাইম ব্যবহৃত হয়?
Edit
Topic: ক্রেবস চক্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ক্রেবস চক্রে সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড তৈরির সময় একোনিটেজ এনজাইম ব্যবহৃত হয়।
4. সাইট্রিক এসিড চক্রে এক অণু গ্লুকোজ হতে কত অণু FADH₂ উৎপন্ন হয়?
Edit
Topic: ক্রেবস চক্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ক্রেবস চক্রের শেষে অ্যাসিটাইল কো-এ হতে 1 অণু GTP/ ATP, 3 অণু NADH₂, 1 অণু FADH, এবং 2 অণু CO₂ উৎপন্ন হয়। অর্থাৎ এক অণু গ্লকোজ হতে 2 অণু GTP/ ATP, 6 অণু NADH₂, 2 অণু FADH, এবং 4 অণু CO₂ উৎপন্ন হয়।
5. ট্রাই কার্বক্সিলিক এসিড চক্রের বিক্রিয়া শেষে প্রতি অণু অ্যাসিটাইল Co-A হতে কত অণু CO₂ উৎপন্ন হয়?
Edit
Topic: ক্রেবস চক্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ক্রেবস চক্রের শেষে অ্যাসিটাইল কো-এ হতে 1 অণু GTP/ ATP, 3 অণু NADH₂, 1 অণু FADH, এবং 2 অণু CO₂ উৎপন্ন হয়। অর্থাৎ এক অণু গ্লকোজ হতে 2 অণু GTP/ ATP, 6 অণু NADH₂, 2 অণু FADH, এবং 4 অণু CO₂ উৎপন্ন হয়।
6. ক্রেবস চক্রে ক্ষেত্রে কোন যৌগটি কোষের ম্যাট্রিক্সে স্থায়ীভাবে অবস্থান করে?
Edit
Topic: ক্রেবস চক্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কোষের ম্যাট্রিক্সে স্থায়ীভাবে অবস্থান করে। তাই এটিকে ক্রেবস চক্রের ক্ষেত্রে আবাসিক অণু বলা হয়।
7. ক্রেবস চক্রের প্রধান নিয়ন্ত্রক এনজাইম কোনটি?
Edit
Topic: ক্রেবস চক্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ক্রেবস চক্রের প্রধান নিয়ন্ত্রক এনজাইম আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ।
8. TCA চক্রের বৈশিষ্ট্য নয় নিচের কোনোটি?
Edit
Topic: ক্রেবস চক্র, শ্বসন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ক্রেবস চক্রের বৈশিষ্ট্যঃ কোষের মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয় এবং সবাত শ্বসনে সীমাবদ্ধ থাকে।এটি একটি চক্রাকার জারণ প্রক্রিয়া এবং এর প্রতিটি ধাপ সুনির্দিষ্ট এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয়। শক্তি (ATP) ব্যবহৃত হয় না।
9. স্যার হ্যান্স ক্রেবস এর বিবরণকৃত শ্বসনের প্রক্রিয়াটির কাচামাল নিচের কোনটি?
Edit
Topic: ক্রেবস চক্র, শ্বসন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সাইট্রিক এসিড চক্র কোষীয় শ্বসনের তৃতীয় ধাপ। এ চক্রের প্রধান কাঁচামাল অ্যাসেটাইল Co- A। ম্যাট্রিক্সে স্থায়ী আবাসনের জন্য অক্সালো অ্যাসিটিক এসিডকে আবাসিক অণু বলা হয়। ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগ সাইট্রিক এসিড হওয়ায় ক্রেবস চক্রকে সাইট্রিক এসিড চক্র (Citric Acid Cycle)- ও বলে।
10. পাইরুভিক এসিড হতে অ্যাসিটাইল কো-এ উৎপন্নের বিক্রিয়াটির ক্ষেত্রে অসত্য নিচের কোনটি?
Edit
Topic: দ্বিতীয় পর্যায়, শ্বসন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পাইরুভিক এসিড হতে অ্যাসিটাইল কো-এ উৎপন্নের বিক্রিয়াটি পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে ঘটে এবং CO2 মুক্ত হয়, কাজেই এটি একটি অক্সিডেটিভ ডিকার্বোক্সিলেশন প্রক্রিয়া।গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সৃষ্টি ১ অণু পাইরুভিক এসিড থেকে ১ অণু CO₂ ও ১ অণু NADH + H+ উৎপাদন পূর্বক ১ অণু অ্যাসিটাইল Co-A সৃষ্টি হয়। ফলে ১ অণু গুকোজ থেকে উৎপন্ন ২ অণু পাইরুভিক এসিড থেকে ২ অণু CO₂, ২ অণু NADH + H+ এবং ২ অণু অ্যাসিটাইল Co-A সৃষ্টি হয়।
11. অ্যাসিটাইল Co-A উৎপন্ন বিক্রিয়ায় কোন এনজাইম বিক্রিয়া সংগঠিত হতে ভূমিকা পালন করে?
Edit
Topic: দ্বিতীয় পর্যায়, শ্বসন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: গ্লাইকোলাইসিসে উৎপন্ন পাইরুভিক এসিড (৩ কার্বন) ক্রেবস চক্রে প্রবেশের পূর্বে মাইটোকন্ড্রিয়নের ম্যাট্রিক্সে প্রবেশ করে এবং একটি জটিল বিক্রিয়ার মাধ্যমে অ্যাসিটাইল Co-A (২ কার্বনযুক্ত) সৃষ্টি করে এবং পরে ক্রেবস চক্রে প্রবেশ করে। এ বিক্রিয়ায় পাইরুভিক ডিহাইড্রোজিনেজ এনজাইম ভূমিকা রাখে।
12. সবাত শ্বসনের গ্লাইকোলাইসিসে উৎপন্ন পাইরুভিক এসিড পরবর্তী ধাপে কয় কার্বন বিশিষ্ট যৌগ সৃষ্টি করে?
Edit
Topic: দ্বিতীয় পর্যায়, শ্বসন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: গ্লাইকোলাইসিসে উৎপন্ন পাইরুভিক এসিড (৩ কার্বন) ক্রেবস চক্রে প্রবেশের পূর্বে মাইটোকন্ড্রিয়নের ম্যাট্রিক্সে প্রবেশ করে এবং একটি জটিল বিক্রিয়ার মাধ্যমে অ্যাসিটাইল Co-A (২ কার্বনযুক্ত) সৃষ্টি করে এবং পরে ক্রেবস চক্রে প্রবেশ করে।
13. শ্বসনের দ্বিতীয় পর্যায় কোষীয় কোন অংশে সংগঠিত হয়?
Edit
Topic: দ্বিতীয় পর্যায়, শ্বসন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: শ্বসনের দ্বিতীয় পর্যায় অ্যাসিটাইল Co-A সৃষ্টি (Formation of Acetyl Co-A) কোষীয় অঙ্গাণু মাইটকন্ড্রিয়ার ম্যাট্রিক্স বা ধাত্র পদার্থে সংগঠিত হয়।