Exam
Question View - Day 16 - উদ্ভিদ শারীরতত্ত্ব - 7
1. শ্বসনের মাধ্যমে খাদ্য জারিত হওয়ার ফলে খাদ্যে সঞ্চিত শক্তি নিচের কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Edit
Topic: শ্বসন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: শ্বসনের মাধ্যমে খাদ্য জারিত হওয়ার ফলে খাদ্যে সঞ্চিত রাসায়নিক স্থিতিশক্তি গতিশক্তি বা তাপশক্তিরূপে বের হয়ে আসে। এ তাপশক্তিই জীবের জীবনধারণের জন্য প্রয়োজনীয় সব শক্তির চাহিদা মেটায়।
2. শ্বসনের ফলে কত অণু Hydrogen oxide উৎপন্ন হয়?
Edit
Topic: শ্বসন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: শ্বসনের ফলে ১২ অণু Hydrogen oxide বা পানি উৎপন্ন হয়।
3. শ্বসনের ফলে যে পরিমাণ শক্তি ATP হিসেবে উৎপন্ন হয় তার মোট পরিমাণ কত কিলো ক্যালরি?
Edit
Topic: শ্বসন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: শ্বসন প্রক্রিয়ায় যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তার প্রায় ৪৫% তাপশক্তিতে পরিণত হয় এবং বাকি ৫৫% ATP হিসেবে কোষে উপস্থিত থাকে। সে হিসেবে প্রাপ্ত শক্তির মোট পরিমাণ ৩৬০ কি. ক্যালরি। ATP-কে জৈবিক মুদ্রা (Biological coin) বলা হয়ে থাকে। মুদ্রার মতো দেহের যে কোন স্থানে তাৎক্ষণিক শক্তি চাহিদা মেটাতে ATP ব্যবহৃত হয়। একক সময়ে কোষে সামান্য পরিমাণ ATP জমা থাকে এবং তাই শ্বসনের মাধ্যমে প্রতিনিয়ত ATP উৎপন্ন হয় শ্বসন বন্ধ হলে ATP উৎপাদন বন্ধ হয় এবং কোষ তথা জীবের মৃত্যু ঘটে। এক অণু ATP প্রায় ১০,০০০-১২,০০০ ক্যালরি শক্তি ধারণ করে।
4. নিচের কোন কোষীয় গঠন সায়ানোব্যাকটেরিয়ার শ্বসনের সংঘটনস্থল হিসেবে কাজ করে?
Edit
Topic: শ্বসন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল ইত্যাদিতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। এদের ক্ষেত্রে মেসোজোম নামক কোষীয় গঠন শ্বসনের সংঘটনস্থল হিসেবে কাজ করে। আর শ্বসনের বিক্রিয়াগুলো কোষপর্দাস্থিত এনজাইমের সাহায্যে ঘটে।
5. এক অণু ATP কত ক্যালরি শক্তি ধারণ করে?
Edit
Topic: শ্বসন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: এক অণু ATP প্রায় ১০,০০০-১২,০০০ ক্যালরি শক্তি ধারণ করে।
6. শ্বসনের ফলে কত শতাংশ শক্তি তাপ শক্তিতে পরিণত থাকে?
Edit
Topic: শ্বসন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: শ্বসন প্রক্রিয়ায় যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তার প্রায় ৪৫% তাপশক্তিতে পরিণত হয় এবং বাকি ৫৫% ATP হিসেবে কোষে উপস্থিত থাকে। সে হিসেবে প্রাপ্ত শক্তির মোট পরিমাণ ৩৬০ কি. ক্যালরি।
7. ATP এর ক্ষেত্রে সঠিক নয় নিচের কোনটি?
Edit
Topic: শ্বসন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ATP-কে জৈবিক মুদ্রা (Biological coin) বলা হয়ে থাকে। ATP কখনও এক কোষ থেকে অন্যকোষে স্থানান্তরিত হতে পারে না, অথচ সকল কোষের জন্যই নিরবিচ্ছিন্ন ATP সরবরাহ প্রয়োজন। এ কারণে প্রতিটি সজীব কোষেই শ্বসনের প্রয়োজন হয় যাতে করে প্রতিটি কোষের অভ্যন্তরে জীবনের সকল প্রয়োজনীয় কার্যক্রম পরিচালিত হতে পারে। তা এই প্রকার শ্বসনের নাম কোষীয় শ্বসন (Cellular respiration) । তিনটি কারণে কোষের শক্তির প্রয়োজন হয়:
১. বড় জৈব অণু, যেমন DNA, RNA, প্রোটিন ইত্যাদি সংশ্লেষ করা।
২. সক্রিয় ট্রান্সপোর্ট প্রক্রিয়ায় জৈব অণু বা আয়ন মেমব্রেনের মধ্যদিয়ে আদান-প্রদান করা
৩. কোষের অভ্যন্তরে বস্তুসমূহকে (যেমন-ক্রোমোজোম, পেশিকোষে প্রোটিন তন্ত্র) এদিক-ওদিক পরিচালনা করা ।
8. শ্বসনের অধিকাংশ বিক্রিয়াগুলো নিচের কোন কোষীয় অঙ্গাণুতে সংগঠিত হয়?
Edit
Topic: শ্বসন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রকৃতকোষী জীবদেহের প্রতিটি জীবকোষেই দিবা-রাত্রি শ্বসন সংঘটিত হয়। প্রয়োজনীয় এনজাইম থাকায় কোষের সাইটোপ্লাজমে শ্বসনের প্রথম পর্যায় (গ্লাইকোলাইসিস) সম্পন্ন হয়; কিন্তু দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়গুলো (যেমন- অ্যাসিটাইল Co-A সৃষ্টি, ক্রেবস চক্র ও ইলেক্ট্রন ট্রান্সপোর্ট সিস্টেম/চেইন) অর্থাৎ শক্তি উৎপাদনের অধিকাংশ বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে ঘটে।
9. শ্বসনের ক্ষেত্রে সঠিক নয় নিচের কোনোটি?
Edit
Topic: শ্বসন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: শ্বসনের কাজঃ শোষণ: ফুসফুসের মাধ্যমে O₂ এবং CO₂ ছাড়াও বিভিন্ন গ্যাসীয় পদার্থ (যেমন- CO, NO ইত্যাদি) প্রাণিদেহে শোষিত হয়।
৩. রেচন: শ্বসন প্রক্রিয়ায় অ্যামোনিয়া, কিটোন বডি, অ্যালকোহল, তেল, জলীয় বাষ্প প্রভৃতি বিভিন্ন অপ্রয়োজনীয় উদ্বায়ী পদার্থ দেহমুক্ত হয়। অম্লত্ব ও ক্ষারত্বের ভারসাম্য রক্ষা : দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ হওয়ায় দেহকোষে অম্লত্ব ও ক্ষারত্বের ভারসাম্য রক্ষা হয়।
উষ্ণতার ভারসাম্য রক্ষা: নিঃশ্বাসের সঙ্গে কিছু পরিমাণ তাপ দেহমুক্ত হয়, ফলে দেহে তাপের ভারসাম্য বজায় থাকে। প্রকৃতিতে O2 ও CO2 এর ভারসাম্য রক্ষা: শ্বসনে উৎপন্ন CO2 সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয়। আবার সালোকসংশ্লেষণে উৎপন্ন O2 শ্বসনে ব্যবহৃত হয়। এভাবে প্রকৃতিতে O2 ও CO₂-এর ভারসাম্য রক্ষিত হয়।
10. শ্বসনের ফলে কোন অপ্রয়োজনীয় পদার্থ দেহমুক্ত হয় না?
Edit
Topic: শ্বসন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: শ্বসন প্রক্রিয়ায় অ্যামোনিয়া, কিটোন বডি, অ্যালকোহল, তেল, জলীয় বাষ্প প্রভৃতি বিভিন্ন অপ্রয়োজনীয় উদ্বায়ী পদার্থ দেহমুক্ত হয়। ইউরিয়া মুত্রের মাধ্যমে বিমুক্ত হয়।