Exam
Question View - Day 15 - উদ্ভিদ শারীরতত্ত্ব - 6
1. ডাইকার্বক্সিলিক চক্রে CO2 আত্তীকরণের ফলে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ কোনটি?
Edit
Topic: হ্যাচ ও স্ল্যাক চক্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ডাইকার্বক্সিলিক চক্রে CO2 আত্তীকরণের ফলে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ অক্সালো এসিটিক এসিড। কার্বোক্সিলেজ এনজাইমের সহায়তায় মেসোফিল কোষের ফসফোইনল পাইরুভিক এসিড (৩ কার্বন) বায়ুস্থ CO2 (HCO2 হিসেবে অংশগ্রহণ করে) এর সঙ্গে বিক্রিয়া করে অক্সালো অ্যাসিটিক এসিড (৪ কার্বন) তৈরি করে, যা এ চক্রের প্রথম স্থায়ী যৌগ।
2. ভূট্টা উদ্ভিদে CO2-এর গ্রাহক যৌগ কয় ধরনের?
Edit
Topic: হ্যাচ ও স্ল্যাক চক্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: C4 উদ্ভিদে ক্যালভিন চক্র এবং হ্যাচ ও স্ন্যাক উভয় চক্রই সম্পন্ন হয়। তাই ভুট্টা উদ্ভিদে CO2-এর গ্রাহক যৌগ দুই ধরনের। C4 উদ্ভিদঃ বর্তমানে ১৬টি গোত্রের বহু উদ্ভিদে C3 চক্র আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে Poaceae (Gramineae), Cyperaceae ইত্যাদি গোত্রের একবীজপত্রী উদ্ভিদ, যেমন-ইক্ষু, গম, ভুট্টা, ওট, বার্লি, মুথা ঘাস, ক্র্যাব ঘাস, জোয়ার বা সরগাম, কাউন, মিল্লাত, চিনা, গিনি ঘাস ইত্যাদি এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ, যেমন- Euphorbia sp., Amaranthus sp. ইত্যাদি।
3. কোন উদ্ভিদে “NAD-malic enzyme” প্রকারের C4 গতিপথ দেখা যায়?
Edit
Topic: হ্যাচ ও স্ল্যাক চক্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: উদ্ভিদে তিন প্রকার C4 গতিপথ লক্ষ করা যায়: (A) NADP-malic enzyme প্রকার।
ভুট্টা, ইক্ষু, সরগাম, ক্র্যাব ঘাস ইত্যাদি উদ্ভিদে এ প্রকার কার্যকরী ।
(B) NADP-malic enzyme প্রকার।
মিল্লাত, কাউন, চিনা ইত্যাদি উদ্ভিদে এ প্রকার কার্যকরী।
(C) Phosphoenolpyruvate carboxykinase প্রকার।
গিনি ঘাসে (Guinea grass) এ প্রকার কার্যকরী।
4. নিচের কোনটি C4 চক্রে CO2 এর গ্রাহক যৌগ?
Edit
Topic: হ্যাচ ও স্ল্যাক চক্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ফসফোইনল পাইরুভিক এসিড C4 চক্রে CO2 এর গ্রাহক যৌগ।
5. আলোকশ্বসন বা ফটোরেসপিরেশন (Photorespiration) প্রক্রিয়া শর্ত নিচের নয় নিচের কোনোটি?
Edit
Topic: আলোকশ্বসন বা ফটোরেসপিরেশন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: আলোর সাহায্যে O2 গ্রহণ ও CO₂ ত্যাগ করার প্রক্রিয়া হলো ফটোরেসপিরেশন। সবুজ উদ্ভিদে C3 চক্র তথা ক্যালভিন চক্র চলাকালে পরিবেশে তীব্র আলো ও উচ্চ তাপমাত্রা সৃষ্টি হলে ফটোসিনথেসিস না হয়ে ফটোরেসপিরেশন ঘটে। ক্লোরোপ্লাস্টে CO₂ এর পরিমাণ কম এবং O2 এর পরিমাণ বেশি হলেই ফটোরেসপিরেশন হয়। তীব্র আলো ও অধিক তাপমাত্রায় (৩০° সে. এর উপরে) গাছে পানি সংরক্ষণের জন্য পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, ফলে পাতার অভ্যন্তরে CO₂ গ্যাস সীমিত হয়ে পড়ে।
6. আলোকশ্বসন প্রক্রিয়ায় RuBP নিচের কোন যৌগ উৎপন্ন করে?
Edit
Topic: আলোকশ্বসন বা ফটোরেসপিরেশন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: তীব্র আলো ও অধিক তাপমাত্রায় (৩০° সে. এর উপরে) গাছে পানি সংরক্ষণের জন্য পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, ফলে পাতার অভ্যন্তরে CO₂ গ্যাস সীমিত হয়ে পড়ে। এমতাবস্থায় RuBP, CO2 এর পরিবর্তে O2 এর সাথে বিক্রিয়া করে ২-কার্বনবিশিষ্ট গ্লাইকোলেট (glycolate) তৈরি করে।
7. ফটোরেসপিরেশন প্রক্রিয়ায় নিচের কোন কোষীয় অঙ্গাণু ATP উৎপাদনে ভুমিকা রাখে?
Edit
Topic: আলোকশ্বসন বা ফটোরেসপিরেশন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ফটোরেসপিরেশন প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিসোম এবং মাইটোকন্ড্রিয়া-এ তিনটি অঙ্গাণু অংশগ্রহণ করে। ফটোরেসপিরেশন C3 উদ্ভিদের ফটোসিনথেসিস হার ২৫% পর্যন্ত কমাতে পারে।আলোকশ্বসন প্রক্রিয়ায় কার্বন যৌগ ভেঙ্গে CO₂ নির্গত হয় ও O2 গৃহীত হয়। কিন্তু এ প্রক্রিয়ায় কোনো ATP উৎপন্ন হয় না বলে এ প্রক্রিয়াকে প্রকৃত শ্বসন বলা যায় না।
8. আমাদের দেশে নিচের কোন উদ্ভিদকে C4 করার জন্য একটি গবেষণা প্রকল্প চলমান আছে?
Edit
Topic: হ্যাচ ও স্ল্যাক চক্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: আমাদের দেশে অধিকাংশ উদ্ভিদই (ধান, পাট, আম, জাম, কলা ইত্যাদি) C3 উদ্ভিদ। ধানকে C4 করার জন্য একটি গবেষণা প্রকল্প চলমান আছে।
9. C4 উদ্ভিদের সালোকসংশ্লেষণের জন্য বায়ুমন্ডলে CO₂ এর ঘনত্ব কমপক্ষে কত হওয়া প্রয়োজন?
Edit
Topic: হ্যাচ ও স্ল্যাক চক্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: C4 উদ্ভিদের সালোকসংশ্লেষণের জন্য বায়ুমন্ডলে CO₂ এর ঘনত্ব কমপক্ষে ০.১০ ppm প্রয়োজন (০.১০-১০ ppm)। C3 উদ্ভিদের সালোকসংশ্লেষণের জন্য বায়ুমন্ডলে CO₂ এর ঘনত্ব কমপক্ষে ৫০ ppm (parts per million) প্রয়োজন (৫০-১৫০ ppm)
10. ফটোরেসপিরেশন C3 উদ্ভিদের ফটোসিনথেসিস হার কত শতাংশ পর্যন্ত কমাতে পারে?
Edit
Topic: আলোকশ্বসন বা ফটোরেসপিরেশন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ফটোরেসপিরেশন C3 উদ্ভিদের ফটোসিনথেসিস হার ২৫% পর্যন্ত কমাতে পারে।