Exam
Question View - Day 14 - উদ্ভিদ শারীরতত্ত্ব - 5
1. ফটোরেসপিরেশন C3 উদ্ভিদের সালোকসংশ্লেষণ হার শতকরা কত ভাগ কমাতে পারে?
Edit
Topic: ক্যালভিন চক্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ফটোরেসপিরেশন প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিসোম এবং মাইটোকন্ড্রিয়া-এ তিনটি অঙ্গাণু অংশগ্রহণ করে। ফটোরেসপিরেশন C3 উদ্ভিদের ফটোসিনথেসিস হার ২৫% পর্যন্ত কমাতে পারে।
2. কোন enzyme প্রাকৃতিক জগত ও জীবজগতের মধ্যে রাসায়নিক বন্ধন তৈরি করে?
Edit
Topic: ক্যালভিন চক্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: C3 চক্রের ফিকসিং এনজাইম হলো রুবিস্কো। এটি পৃথিবীর সর্বাধিক গুরুত্বপূর্ণ এনজাইম, কারণ-এটি প্রাকৃতিক জগৎ এবং জীবজগতের মধ্যে রাসায়নিক বন্ধন সৃষ্টি করে। রুবিস্কো হলো 'রাইবুলোজ বিসফসফেট কার্বোক্সিলেজ অক্সিজিনেজ (Ribulose Bisphosphate Carboxylase Oxygenase) এনজাইমের অ্যাক্রোনিম (acronym)
3. Calvin cycle এ CO2 এর গ্রাহক হলো-
Edit
Topic: ক্যালভিন চক্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ক্যালভিন চক্রে 5 কার্বনবিশিষ্ট রাইবুলোজ 1.5 বিসফসফেট (RuBP) হচ্ছে CO2 এর প্রথম গ্রহীতা। রুবিস্কো (rubisco) এনজাইমের কার্যকারিতায় RuBP এর সঙ্গে এক অণু CO2 যুক্ত হয়ে 6-কার্বনবিশিষ্ট অস্থায়ী কিটো এসিড (2 কার্বোক্সি 3 কিটো অ্যারাবিনিটল 1.5 বিসফসফেট) উৎপন্ন হয়।
4. C3 উদ্ভিদের অন্ধকার দশায় উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ কী?
Edit
Topic: ক্যালভিন চক্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ক্যালভিন চক্রের বৈশিষ্ট্য
১. ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ হলো ও কার্বন বিশিষ্ট- ও ফসফোগ্লিসারিক এসিড।
২. ক্যালভিন চক্র C3 উদ্ভিদে সংঘটিত হয়।
৩. ক্যালভিন চক্রে CO2 এর প্রথম গ্রাহক হলো 1,5 রাইবুলোজ বিসফসফেট
৪. অধিক CO₂ এর উপস্থিতিতে ক্যালভিন চক্র সংঘটিত হয়।
৫. ক্যালভিন চক্রের বিক্রিয়া সম্পন্ন হওয়ার পরম উষ্ণতা ১০-২৫°C ।
৬. ক্যালভিন চক্রের বিক্রিয়াসমূহ কেবল মেসোফিল ক্লোরোপ্লাস্টে সংঘটিত হয়।
5. কোনটিতে সর্বপ্রথম ক্যালভিন চক্র আবিষ্কৃত হয়?
Edit
Topic: ক্যালভিন চক্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ১৯৪৭-১৯৪৯ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যালভিন ও তাঁর সহযোগীরা (Melvin Calvin, 1911-1997, Benson & Bassham) তেজষ্ক্রিয় কার্বন (14C-কার্বনের আইসোটোপ) ব্যবহার করে সন্ধানী পদ্ধতিতে (tracer technique) Chlorella নামক এককোষী শৈবালে কার্বন বিজারণের যে চক্রাকার গতিপথ আবিষ্কার করেন তা ক্যালভিন চক্র নামে পরিচিত। এই বিশেষ অবদানের জন্য বিজ্ঞান ক্যালভিন ১৯৬১ সালে নোবেল পুরস্কার পান।
6. আলোক নিরপেক্ষ পর্যায়ের ক্ষেত্রে সঠিক নয় নিচের কোনটি?
Edit
Topic: C3 (ক্যালভিন চক্র) উদ্ভিদে সালোকসংশ্লেষণের সারসংক্ষেপ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: আলোক নিরপেক্ষ পর্যায়ঃ স্থান- ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা। অন্তর্ভুক্তি বিক্রিয়কঃ(i) 6CO,
(ii) 18 ATP
(iii) 12 NADPH + H+। উৎপাদনঃ (i) গুকোজ (১ অণু)
(ii) পুনঃউৎপাদন 6RuBP
7. সালোকসংশ্লেষণের আলোক নিরপেক্ষ অধ্যায় (Light independent phase) কোথায় ঘটে?
Edit
Topic: সালোকসংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কার্বন বিজারণ প্রক্রিয়াসমূহ সম্পন্ন করতে কোথাও আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না বিধায় বিজারায়টিকে আলোকনিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়ও বলা হয়। আলোকনিরপেক্ষ অধ্যায়টি দিনে বা রাতে সমভাবে চলতে পারে, তবে দিনেই প্রকৃতপক্ষে বেশি সক্রিয় থাকে। এ পর্যায়টি ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে সংঘটিত হয়।
8. C3 উদ্ভিদ সম্পর্কে সঠিক নয় নিচের কোনটি?
Edit
Topic: C3 এবং C4 উদ্ভিদের পার্থিক্য, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: C3 উদ্ভিদ- এসব উদ্ভিদের সালোকসংশ্লেষণ হার কম।
9. নিচের কোনটি C3 উদ্ভিদ নয়?
Edit
Topic: C3 এবং C4 উদ্ভিদের পার্থিক্য, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: C4 উদ্ভিদ ব্যতীত সকল উদ্ভিদ। উল্লেখযোগ্য হলো- অধিকাংশ নগ্নবীজী উদ্ভিদ, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, সালোকসংশ্লেষণকারী শৈবাল, অধিকাংশ আবৃতজীবী উদ্ভিদ, বিশেষ করে দ্বিবীজপত্রী উদ্ভিদ (যেমন- পাট, আম, জাম, লিচু ইত্যাদি)। বেশ কিছু একবীজপত্রী উদ্ভিদেও C3 চক্র দেখা যায়, যেমন- ধান, কলা।
10. বায়ুমন্ডলের CO2 থেকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কার্বন বিজারণের কয়টি স্বীকৃত গতিপথ রয়েছে?
Edit
Topic: সালোকসংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কোষে সংঘটিত মেটাবলিক বিক্রিয়াসমূহ পর্যায়ক্রমিকভাবে ঘটে থাকে যাকে বলা হয় গতিপথ (pathway)। বায়ুমন্ডলের CO2 থেকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কার্বন বিজারণের তিনটি স্বীকৃত গতিপথ রয়েছে।