Exam
Question View - Day 13 - উদ্ভিদ শারীরতত্ত্ব - 4
1. নিচের কোনটিকে আত্তীকরণ শক্তি (assimilatory power) বলা হয়?
Edit
Topic: সালোকসংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: CO2 আত্তীকরণের মাধ্যমে শর্করা প্রস্তুত করতে ATP ও NADPH + H+ এর শক্তি ব্যবহৃত হয় বলে ATP ও NADPH + H+ কে আত্তীকরণ শক্তি (assimilatory power) বলে।
2. সালোকসংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ের বিক্রিয়াসমূহ কোথায় সম্পন্ন হয়?
Edit
Topic: সালোকসংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার যে পর্যায়ে সূর্যের আলোকশক্তি রাসায়নিক স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়ে ATP ও NADPH + H+ এ সঞ্চারিত হয়, তাকে আলোকনির্ভর পর্যায় বা আলোক দশা (light phase) বলে। এ পর্যায়টি ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েড মেমব্রেনে সংঘটিত হয় এবং এ পর্যায়ের জন্য সূর্যের আলো অপরিহার্য।
3. চক্রীয় ফটোফসফোরাইলেশনের এক চক্রে কতটি ATP তৈরি হয়?
Edit
Topic: সালোকসংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় আলোকশক্তি শোষণের ফলে উদ্দীপ্ত ক্লোরোফিল অণু থেকে নির্গত উচ্চ প্রগতিসম্পন্ন ইলেকট্রন বিভিন্ন বাহকের মাধ্যমে নিস্তেজ অবস্থায় পুনরায় ঐ ক্লোরোফিল অণুতে ফিরে আসে এবং একবার পরিক্রমণ শেষে একটি ATP অণু তৈরি করে, তাকে চক্রীয় ফটোফসফোরাইলেশন বলে।
4. চক্রীয় ফটোফসফোরাইলেশন সম্পর্কে নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
Edit
Topic: সালোকসংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: চক্রীয় ফটোফসফোরাইলেশন: এ প্রক্রিয়ায় NADP বিজারিত হয় না।এ প্রক্রিয়ায় পানির প্রয়োজন হয় না।এ প্রক্রিয়ায় O2 উৎপন্ন হয় না।এ প্রক্রিয়ায় PS-I কার্যকরী ভূমিকা গ্রহণ করে।
5. কোনটি সালোকসংশ্লেষণের light dependent phase-এ উৎপন্ন হয় না?
Edit
Topic: সালোকসংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সালোকসংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে ক্লোরোফিল অণু আলোকরশ্মির ফোটন নামক কণা বা কোয়ান্টা শোষণ করে এবং শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে উচ্চ শক্তিসম্পন্ন ATP সৃষ্টি করে। এছাড়া এ অধ্যায়ে H₂O ভেঙে O2 নির্গত হয় এবং NADP বিজারিত হয়ে NADPH + H+ তৈরি করে।
6. কেবলমাত্র চক্রীয় ফটোফসফোরাইলেশন ঘটে কোন উদ্ভিদে?
Edit
Topic: সালোকসংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কেবলমাত্র চক্রীয় ফটোফসফোরাইলেশন ঘটে আদি ব্যাকটেরিয়ায়।
7. Photosynthesis প্রক্রিয়ায় আলোকশক্তি ব্যবহার করে ATP তৈরি করাকে কী বলে?
Edit
Topic: সালোকসংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ফটোফসফোরাইলেশন (Photophosphorylation): কোনো যৌগের সঙ্গে অজৈব ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াকে ফসফোরাইলেশন (phosphorylation) বলে। আর আলোর উপস্থিতিতে ফসফোরাইলেশন ঘটলে তাকে ফটোফসফোরাইলেশন বা ফটোসিনথেটিক ফসফোরাইলেশন বলা হয়। Photosynthesis প্রক্রিয়ায় আলোকশক্তি ব্যবহার করে ATP তৈরি করাকে ফটোফসফোরাইলেশন বলে।
8. পানির সালোকবিভাজনে (photolysis) কোন আয়ন সহায়তা করে?
Edit
Topic: পানির সালোকবিভাজন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পানির সালোকবিভাজনে (photolysis) Mn2+ ও Cl- আয়ন সহায়তা করে।
9. নিচের কোন ফসফোরাইলেশন প্রক্রিয়ার বিক্রিয়ায় দীর্ঘতম তরঙ্গদৈঘ্যের রশ্মি অংশগ্রহণ করে?
Edit
Topic: চক্রীয় ফটোফসফোরাইলেশন ও অচক্রীয় ফটোফসফোরাইলেশন-এর মধ্যে পার্থক্য, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: চক্রীয় ফসফোরাইলেশন প্রক্রিয়ার বিক্রিয়ায় দীর্ঘতম তরঙ্গদৈঘ্যের রশ্মি অংশগ্রহণ করে।
10. নিচের কোন বিজ্ঞানী সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি অধ্যায় বা পর্যায়ে ভাগ করেন?
Edit
Topic: সালোকসংশ্লেষণের কলাকৌশল, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান (Blackman, 1905) সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি অধ্যায় বা পর্যায়ে ভাগ করেন। যথা-আলোকনির্ভর পর্যায় (Light dependent phase) ও আলোকনিরপেক্ষ পর্যায় (Light independent phase)।