Exam
Question View - Day 12 - উদ্ভিদ শারীরতত্ত্ব - 3
1. Photosynthesis প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজের সাথে কত অণু অক্সিজেন তৈরি হয়?
Edit
Topic: সালোকসংশ্লেষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: যে পদ্ধতিতে সবুজ উদ্ভিদ আলোকের ফোটন কণা শোষণ করে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিরূপে জৈব যৌগে আবদ্ধ করে, তাকে সালোকসংশ্লেষণ বলে।
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ১ অণু হেক্সোজ শর্করা প্রস্তুত করতে ৬ অণু CO₂ ও ১২ অণু H₂O প্রয়োজন পড়ে এবং ৫০-৬০ ফোটন কণা ব্যবহৃত হয়। এখানে H₂O থেকে একদিকে যেমন O2 মুক্ত হয় অন্যদিকে তেমনি CO₂ -এর সাথে হাইড্রোজেন সংযুক্ত হয়। সালোকসংশ্লেষণ একটি জটিল জারণ-বিজারণ প্রক্রিয়া।
2. একক আলো হিসেবে কোন বর্ণের আলোতে সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ হয়ে থাকে?
Edit
Topic: সালোকসংশ্লেষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ফটোসিনথেসিস প্রক্রিয়ায় আলোর কার্যক্ষমতাকে বলা হয় কার্যকর বর্ণালি। সালোকসংশ্লেষণের সময় বেগুনি-নীল ও কমলা-লাল আলো বেশি ব্যাবহৃত হয় এবং বাকি আলো অত্যন্ত কম ব্যবহৃত হয়। একক আলো হিসেবে লাল আলোতে সালোকসংশ্লেষণ বেশি হয়, তা প্রমাণিত হয়েছে।
3. নিচের কোনটি লৌহঘটিত হিম (heme) গ্রুপবিশিষ্ট প্রোটিন?
Edit
Topic: সালোকসংশ্লেষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সাইট্রোক্রোম (Cytochrome = Cyt): এটি লৌহঘটিত হিম (heme) গ্রুপবিশিষ্ট প্রোটিন। হিম গ্রুপের লৌহ ইলেক্ট্রন আদান-প্রদান করে।প্লাস্টোকুইনোন (Plastoquinone = Cyt): এটি একটি চলনশীল অতি ক্ষুদ্র প্রকৃতির লিপিড যা থাইলাকয়েড মেমব্রেনে মুক্তভাবে চলাচল করতে পারে।ফিয়োফাইটিন (Pheophytin = Ph): এটি একটি রূপান্তরিত ক্লোরোফিল a-অণু (Mg বিহীন)। পরবর্তী বাহক প্লাস্টোকুইনোনের সাথে সংযোগ সৃষ্টি করে।ফেরিডক্সিন (Ferredoxin = Fd): এটি একটি আয়রন সালফার (Fe-S) প্রোটিন। এর লৌহ ইলেক্ট্রন গ্রহণ ও বিতরণ করে।
4. Plastocyanin এর ইলেকট্রন গ্রহীতা গ্রুপ কোনটি?
Edit
Topic: সালোকসংশ্লেষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্লাস্টোসায়ানিন (Plastocyamin = PC): এটি একটি অত্যন্ত চলনশীল mobile ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন, যা মুক্তভাবে থাইলাকয়েড প্রকোষ্ঠে চলাচল করতে পারে। এর ইলেক্ট্রন গ্রহীতা গ্রুপ হল কপার।
5. সালোকসংশ্লেষণ এর স্থান নিচের কোনটি?
Edit
Topic: সালোকসংশ্লেষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সালোকসংশ্লেষণ অঙ্গ: উদ্ভিদের সবুজ অঙ্গ, বিশেষত সবুজ পাতা।
সালোকসংশ্লেষণ অঙ্গাণু: ক্লোরোপ্লাস্ট।
সালোকসংশ্লেষণ-এর স্থান: ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েড।
6. কোন অক্সিজেনযুক্ত ক্যারোটিন সবুজ উদ্ভিদে বেশি পাওয়া যায়?
Edit
Topic: সালোকসংশ্লেষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জ্যান্থোফিল (Xanthophyll)
i. অক্সিজেনযুক্ত ক্যারোটিনকেই জ্যান্থোফিল বলে। জ্যান্থোফিলের রাসায়নিক সংকেত C40H56O2
ii. লিউটিন (lutein) নামক জ্যান্থোফিল সবুজ উদ্ভিদে সবচেয়ে বেশি পাওয়া যায় যা a-ক্যারোটিনের জারণের ফলে উৎপন্ন হয়। এ ছাড়া টমাটোতে লাইকোজ্যান্থিন ও ভুট্টায় জিয়াজ্যান্থিন পাওয়া যায়। বিভিন্ন শ্রেণির শৈবালে অন্তত বিশ ধরনের জ্যান্থোফিল পাওয়া যায়।
7. কোনটি সালোকসংশ্লেষণের প্রধান রঞ্জক?
Edit
Topic: সালোকসংশ্লেষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ক্লোরোফিল (Cholorophill): ক্লোরোপ্লাস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ণকণিকা হলো ক্লোরোফিল। ক্লোরোফিলই সালোকসংশ্লেষণকারী প্রধান রঞ্জক পদার্থ। এছাড়াও ক্যারোটিনয়েডস (ক্যারোটিন ও জ্যান্থোফিল) এবং ফাইকোবিলিনস (ফাইকোসায়ানিন ও ফাইকোএরিথ্রিন) ক্লোরোপ্লাস্টে থাকে।
8. সালোকসংশ্লেষণের উপজাত কোনটি?
Edit
Topic: সালোকসংশ্লেষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সালোকসংশ্লেষণের উপজাত অক্সিজেন।
9. প্রতিটি photosystem এ কয়টি অংশ থাকে?
Edit
Topic: সালোকসংশ্লেষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্রতিটি ফটোসিস্টেমের তিনটি অংশ থাকে। যথা- আলোক শোষণ অংশ (light harvesting part), বিক্রিয়া কেন্দ্র (reaction center) এবং ইলেক্ট্রন ট্রান্সপোর্ট চেইন বা সিস্টেম (ETC or ETS)।
10. নিচের কোনটি NADP reductase এর ইলেকট্রন গ্রহীতা হিসেবে কাজ করে?
Edit
Topic: সালোকসংশ্লেষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: NADP reductase এর ইলেকট্রন গ্রহীতা হিসেবে কাজ করে Flavin।
11. ফটোসিস্টেম-1 সম্পর্কে সঠিক নয় নিচের কোনটি?
Edit
Topic: ফটোসিস্টেম- I এবং ফটোসিস্টেম- II এর মধ্যে পার্থক্য, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ফটোসিস্টেম-1ঃ ফটোসিস্টেম-1 ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েডের পর্দার বাইরের দিকে অবস্থিত।বিক্রিয়াকেন্দ্রে ক্লোরোফিল a-700 থাকে।অপেক্ষাকৃত বেশি পরিমাণে ক্লোরোফিল a-থাকে।NADP বিজারিত হয়।ক্যারোটিনের পরিমাণ বেশি।