Exam

Question View - Day 11 - উদ্ভিদ শারীরতত্ত্ব - 2
1. অন্তঃঅভিস্রবণ (endosmosis) প্রক্রিয়ায় পানি গ্রহণের ফলে কোষের স্ফীত হওয়ার অবস্থাকে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রস্বেদন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: টারজিডিটি (Turgidity) বা রসস্ফীতি: অন্তঃঅভিস্রবণ (endosmosis) প্রক্রিয়ায় পানি গ্রহণের ফলে কোষের স্ফীত হওয়ার অবস্থাকে টারজিডিটি বলে।প্লাজমোলাইসিস (Plasmolysis): কোনো কোষ হতে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি বের হয়ে গেলে ঐ কোয়ের রসস্ফীতি কমে গিয়ে প্রোটোপ্লাজম সঙ্কোচিত হয়ে যায়। কোষের প্রোটোপ্লাজমের এ সঙ্কোচনকে প্লাজমোলাইসিস বলে। ইমবাইবিশন (Imbibition): কলয়েড জাতীয় শুষ্ক বা আংশিক শুষ্ক পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে ইমবাইবিশন বলে। যেসব পদার্থ পানি শোষণ করে স্ফীত হয় সেসব পদার্থকে হাইড্রোফিলিক পদার্থ বলে যেমন- আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, জেলাটিন ইত্যাদি।
2. কোন টিস্যু ফেটে গেলে লেন্টিসেল (lenticel) উৎপন্ন হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রস্বেদন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির ফলে অনেক সময় কাণ্ডের কর্ক টিস্যুর স্থানে স্থানে ফেটে গিয়ে লেন্টিসেল (lenticel)- এর সৃষ্টি হয়। লেন্টিসেল দিয়ে কিছু কিছু পানি বাষ্পাকারে বের হয়ে যায়।
3. দিবারাত্রি সর্বদা কোন প্রস্বেদন চলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রস্বেদন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পত্ররন্ধ্রের মাধ্যমে সংঘটিত প্রস্বেদন প্রক্রিয়াকে বলা হয় পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। সাধারণত দিনের বেলা পত্ররন্ধ্রগুলো উন্মুক্ত থাকে। কিউটিকল ভেদ করে সংঘটিত প্রস্বেদনকে ত্বকীয় প্রস্বেদন বলে। যদিও পত্ররন্ধ্রীয় প্রস্বেদনের তুলনায় এর পরিমাণ অনেক কম, তথাপি অত্যধিক শুদ্ধাবস্থায় যখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় তখনও ত্বকীয় প্রস্বেদন চলতে পারে।লেন্টিসেল দিয়ে কিছু কিছু পানি বাষ্পাকারে বের হয়ে যায়। পানি যখন বাষ্পাকারে লেন্টিসেল পথে বেরিয়ে যায়, তখন তাকে লেন্টিকুলার প্রস্বেদন বলে। লেন্টিসেল পেরিডার্ম স্তরে অবস্থান করে এবং সব সময় খোলা থাকে। উদ্ভিদ প্রস্বেদন প্রক্রিয়ায় যে পরিমাণ পানি হারায় তার প্রায় ১% লেন্টিকুলার প্রস্বেদনের মাধ্যমে হয়ে থাকে।
4. মেসোফিল কোষে পানির অভাব দেখা দিলে সেখানে কোনটি তৈরী হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রস্বেদন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রক্ষীকোষ থেকে K+ বের হয়ে যায় (আলোর অভাবে বা অন্য কোনো কারণে), সাথে সাথে পানিও বের হয়ে যায়। ফলে রক্ষীকোষ স্ফীতি হারিয়ে শিথিল হয়ে পড়ে এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। মেসোফিল কোষে পানির অভাব দেখা দিলে সেখানে অ্যাবসিসিক এসিড তৈরি হয়। যার ফলে রক্ষীকোষ থেকে K+ বের হয়ে যায়।
5. বহিঃঅভিস্রবণ (exosmosis) প্রক্রিয়ায় কোষের পানি বের হয়ে প্রোটোপ্লাজম সংকুচিত হওয়াকে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রস্বেদন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্লাজমোলাইসিস (Plasmolysis): কোনো কোষ হতে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি বের হয়ে গেলে ঐ কোয়ের রসস্ফীতি কমে গিয়ে প্রোটোপ্লাজম সঙ্কোচিত হয়ে যায়। কোষের প্রোটোপ্লাজমের এ সঙ্কোচনকে প্লাজমোলাইসিস বলে। ব্যাপন (Diffusion): নিজস্ব গতিশক্তির (Kinetic energy) প্রভাবে কোন পদার্থের কণার (অণু বা আয়ন) অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানের দিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।
6. নিচের কোনটি হাইড্রোফিলিক পদার্থ নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রস্বেদন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ইমবাইবিশন (Imbibition): কলয়েড জাতীয় শুষ্ক বা আংশিক শুষ্ক পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে ইমবাইবিশন বলে। যেসব পদার্থ পানি শোষণ করে স্ফীত হয় সেসব পদার্থকে হাইড্রোফিলিক পদার্থ বলে যেমন- আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, জেলাটিন ইত্যাদি।
7. উদ্ভিদের শতকরা কতভাগ প্রস্বেদন পত্ররন্ধ্রের মাধ্যমে হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রস্বেদন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্রস্বেদনের স্থান অনুযায়ী প্রস্বেদন তিন প্রকার। যথা: ১. পত্ররন্ধ্রীয় প্রস্বেদন (Stomatal transpiration): পত্ররন্ধ্রের মধ্য দিয়ে প্রস্বেদন (৯৫-৯৮%) । ২. ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন (Cuticular transpiration): পত্রত্বকের কিউটিকলের মধ্য দিয়ে প্রস্বেদন (প্রায় ১%) । ৩. লেন্টিকুলার প্রস্বেদন (Lenticular transpiration): কাণ্ডের লেন্টিসেলের মধ্য দিয়ে প্রস্বেদন (প্রায় ১%) ।
8. আধুনিক মতবাদ অনুযায়ী পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হবার প্রধান কারণ নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: পত্ররন্ধ্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: S. Imamura ১৯৪৩ খ্রিস্টাব্দে রক্ষীকোষে পটাসিয়াম আয়ন প্রবেশ প্রমাণ করেন। পরবর্তী বহু গবেষণায় রক্ষীকোষে পটাসিয়াম আয়নের প্রবেশকে রক্ষীকোষের স্ফীতির মূল কারণ হিসেবে প্রমাণিত হয়।
9. নিচের কোনটি কোষের মধ্যে শ্বেতসার ও চিনির আন্তঃপরিবর্তনের জন্য দায়ী? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: পত্ররন্ধ্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কোষরসের pH পরিবর্তন কোষের মধ্যে শ্বেতসার ও চিনির আন্তঃপরিবর্তনের জন্য দায়ী।
10. পাতার প্রতি বর্গসেন্টিমিটার এলাকায় কয়টি পত্ররন্ধ্র (Stomata) থাকতে পারে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: পত্ররন্ধ্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রক্ষীকোষ দ্বারা পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার বিষয়টি নিয়ন্ত্রিত হয়। প্রজাতির উপর নির্ভর করে পাতার প্রতি এক বর্গ সেন্টিমিটার এলাকায় ১,০০০ থেকে ৬০০০০ পত্ররন্ধ্র থাকতে পারে।