Exam

Question View - Day 10 - উদ্ভিদ শারীরতত্ত্ব - 1
1. নিচের কোন আয়নগুলো উদ্ভিদে সর্বাপেক্ষা দ্রুতগতিতে শোষিত হয় বলে মনে করা হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: খনিজ লবণ পরিশোষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: K+, NO3- সর্বাপেক্ষা দ্রুতগতিতে শোষিত হয়। Ca2+, SO42- সবচেয়ে মন্থর বা ধীর গতিতে শোষিত হয়।
2. উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য Essential nutritional element কতটি ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: খনিজ লবণ পরিশোষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান (Essential nutritional element) ১৭ টি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি এবং পূর্ণ শারীরিক বিকাশের জন্য সতেরটি মৌলিক পদার্থ অপরিহার্য। এগুলো হচ্ছে- কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, পটাসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, গন্ধক, ম্যাগনেসিয়াম, লোহা, ম্যাঙ্গানিজ, দস্তা, তামা, বোরন, মলিবডেনাম, সোডিয়াম ও ক্লোরিন। উল্লেখিত ১৭টি অপরিহার্য উপাদানের মধ্যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন ছাড়া বাকি ১৪টি উপাদান উদ্ভিদ মাটি থেকেই পরিশোষণ করে।
3. নিচের কোন উপাদানটি উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: খনিজ লবণ পরিশোষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, পটাসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, গন্ধক, ম্যাগনেসিয়াম, লোহা, ম্যাঙ্গানিজ, দস্তা, তামা, বোরন, মলিবডেনাম, সোডিয়াম ও ক্লোরিন। উল্লেখিত ১৭টি অপরিহার্য উপাদানের মধ্যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন ছাড়া বাকি ১৪টি উপাদান উদ্ভিদ মাটি থেকেই পরিশোষণ করে।
4. উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের মধ্যে macromolecule নয় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: খনিজ লবণ পরিশোষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ম্যাক্রোমৌল (৯টি): উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বিপাকের জন্য যে সব মৌল বেশি পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে ম্যাক্রোমৌল বলে। উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের মধ্যে macromolecule হলো – হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার।
5. C4 উদ্ভিদের জন্য উপকারী মৌল কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: খনিজ লবণ পরিশোষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কিছু মৌল রয়েছে যেগুলো নির্দিষ্ট উদ্ভিদের জন্য বিশেষ প্রয়োজন। এগুলোকে উপকারী মৌল বলে। যেমন-সিলিকন মৌল ঘাস উদ্ভিদের জন্য ম্যাক্রোমৌল এবং C4 উদ্ভিদের জন্য সোডিয়াম মাইক্রোমৌল। সে হিসেবে ম্যাক্রোমৌল ১০টি এবং মাইক্রোমৌল ৯টি বলা যায়।
6. উদ্ভিদ সাধারণত কয়টি Positive ions শোষণ করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: খনিজ লবণ পরিশোষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: উদ্ভিদ সাধারণত 10 টি ধনাত্মক আয়ন (Positive ions) শোষণ করে।
7. কোন পুষ্টি উপাদানের অভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে পড়ে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: খনিজ লবণ পরিশোষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ফসফরাসের অভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে পড়ে।
8. কোন মতবাদ কেমিঅসমোটিক মডেলের ভিত্তিতে প্রতিষ্ঠিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সক্রিয় লবণ পরিশোষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: আধুনিক ধারণায়, কোষঝিল্লির উভয় দিকে একটি তড়িৎ রাসায়নিক নতিমাত্রা (electrochemical gradient) সৃষ্টির মাধ্যমে আয়নগুলো কোষের ভিতরে স্থানান্তরিত হয়। প্রোটন অ্যানায়ন কোন ট্রান্সপোর্ট মতবাদ কেমিঅসমোটিক মডেলের ভিত্তিতে প্রতিষ্ঠিত। ''কোষপর্দার অভ্যন্তরে Proton motive force তৈরি হলেই বাহক প্রোটিনগুলো সক্রিয় হয় এবং ক্যাটায়নগুলোকে বহন করে বাইরের দ্রবণ থেকে কোষের ভিতরে নিয়ে আসে। প্রোটনও বাইরে থেকে ভিতরে ঢুকতে চায়, আর সে সময় অ্যানায়নগুলো প্রোটনের সাথে (প্রোটন ও অ্যানায়ন একসঙ্গে) প্রোটিন বাহকের মাধ্যমে কোষাভ্যন্তরে প্রবেশ করে। এজন্য একে প্রোটন-অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট বলা হয়। এ ধারণাটি Peter Mitchel (1968) এর কেমি-অসমোটিক মডেলের ভিত্তিতে প্রতিষ্ঠিত।''
9. লুনডেগড় মতবাদ অনুযায়ী অ্যানায়ন পরিশোষণ প্রকৃতপক্ষে কোনটির মাধ্যমে হয়ে থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সক্রিয় লবণ পরিশোষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লুনডেগড় মতবাদ (Lundegardth theory, 1955): এ মতবাদকে Cytochrome Pump মতবাদও বলা হয়। এ মতবাদ অনুযায়ী বাহক হচ্ছে Cytochrome (Cyt.)। লুনডেগড়ের মতানুযায়ী অ্যানায়ন পরিশোষণ প্রকৃতপক্ষে cytochrome system এর মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।
10. উদ্ভিদে প্রস্বেদন হার (Transpiration rate) বাড়লে লবণ পরিশোষণের হারের কিরূপ পরিবর্তন হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: খনিজ লবণ পরিশোষণের প্রভাবকসমূহ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: উদ্ভিদে প্রস্বেদন হার (Transpiration rate) বাড়লে লবণ পরিশোষণের হারের বৃদ্ধি পায়।
11. Ca ও Mg আয়নের উপস্থিতি কোন আয়ন শোষনকে বাধাগ্রস্থ করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: খনিজ লবণ পরিশোষণের প্রভাবকসমূহ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Ca ও Mg আয়নের উপস্থিতি পটাশিয়াম আয়ন শোষনকে বাধাগ্রস্থ করে।
12. উদ্ভিদের বৃদ্ধির জন্য কোন উপাদানটি সবচেয়ে কম পরিমাণে প্রয়োজন? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: খনিজ লবণ পরিশোষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: উদ্ভিদের বৃদ্ধির জন্য মলিবডেনাম সবচেয়ে কম পরিমাণে প্রয়োজন।