Exam
Question View - Day 9 - জীবপ্রযুক্তি- 4
1. Hydrocarbon Oxidizing অণুজীব হিসেবে কাজ করে কোনটি?
Edit
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির প্রয়োগ, জীবপ্রযুক্তি (হাসান)
Explaination: সমুদ্রের যে সমস্ত হাইড্রোকার্বন অক্সিডাইজিং অণুজীব বাস করে তারা অদ্রবণীয় তেল দানার সাথে লেগে থেকে সংখ্যায় বৃদ্ধি লাভ করে এবং অক্সিজেনের উপস্থিতিতে তেলকে ভেঙে সরল উপাদানে পরিণত করে এবং তেল দূষণ থেকে মুক্ত করে। তবে কোনো উপায়ে তেল সমুদ্রের তলায় চলে আসলে বছরের পর বছর তা অপরিবর্তিত অবস্থায় থাকে। কারণ অক্সিজেনের অনুপস্থিতিতে এ অণুজীবগুলো কাজ করে না। Pseudomonas, Nocardia Mycobacteria, বিশেষ ধরনের ঈস্ট ও মোল্ড জাতীয় ছত্রাক হাইড্রোকার্বন অক্সিডাইজিং অণুজীব হিসেবে কাজ করে থাকে।
2. গোল্ডেন রাইসে (Golden rice) কোন কোন উপাদান তৈরির জিন প্রতিস্থাপন করা হয়েছে?
Edit
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির প্রয়োগ, জীবপ্রযুক্তি (হাসান)
Explaination: ভাতের মাধ্যমে ভিটামিন-A এর অভাব পূরণ করতে পারলেই আমাদের সন্তানেরা আর রাতকানা বা অন্ধ হবে না। এ উদ্দেশ্যকে সামনে রেখে সুইডেনের বিজ্ঞানী Ingo Potrykus (1999) ও তাঁর সহযোগীরা উদ্ভাবন করেন সুপার রাইস। তাঁরা Japonica টাইপ ধানে, ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন তৈরির চারটি জিন এবং অতিরিক্ত আয়রন তৈরির তিনটি জিন প্রতিস্থাপন করেন। এই ধানের ভাত খেলে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার ভাতপ্রিয় জনগোষ্ঠীর লক্ষ লক্ষ ছেলে-মেয়েরা ভিটামিন-A এর অভাবজনিত কারণে আর অন্ধ হবে না এবং মায়েরা দেহে রক্তশূন্যতার জন্য সৃষ্ট বিভিন্ন রোগ থেকে রেহাই পাবে।
3. নাইট্রোজেন সংবন্ধনের জন্য দায়ী জিন কোনটি?
Edit
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির প্রয়োগ, জীবপ্রযুক্তি (হাসান)
Explaination: নাইট্রোজেন সংবন্ধনে : বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হতে 'নিফ জিন' (যা নাইট্রোজেন সংবন্ধনের জন্য দায়ী) E. coli ব্যাকটেরিয়াতে স্থানান্তর করা সম্ভব হয়েছে। আশা করা হচ্ছে 'নিফ জিন' বাহী ব্যাকটেরিয়ার ব্যবহার জমিতে নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ কমাতে বা একেবারে বন্ধ করতে পারবে। ফলে ফসলের উৎপাদন খরচ কমবে এবং পরিবেশ দূষণ রোধ হবে।
4. প্রথম কৃত্রিম ইনসুলিন কী নামে বাজারজাত করা হয়?
Edit
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির প্রয়োগ, জীবপ্রযুক্তি (হাসান)
Explaination: জিন প্রকৌশল তথা জীবপ্রযুক্তির মাধ্যমে মানব ইনসুলিন উৎপাদন কৌশল আবিষ্কার করেন আমেরিকার Eli Lily & Company, যা ১৯৮২ সালে প্রথম বাজারজাত করা হয় 'হিউমুলিন' নামে।
5. মানবদেহের কত নং ক্রোমোজোমে ইনসুলিন উৎপাদনকারী জিন থাকে?
Edit
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির প্রয়োগ, জীবপ্রযুক্তি (হাসান)
Explaination: জিন প্রকৌশল জ্ঞান কাজে লাগিয়ে মানুষের জিনকে ব্যবহার করে কৃত্রিম উপায়ে ইনসুলিন উৎপাদনের উদ্যোগ নেয়া হয় এবং এক সময় তা সফল হয়। প্রথমেই মানুষের DNA-তে ইনসুলিন উৎপাদনকারী জিনের অবস্থান নির্ণয় করা হয়। তা হলো ১১ নং ক্রোমোসোমের খাটো বাহুর DNA-এর শীর্ষে। এতে ১৫৩টি নাইট্রোজেন-বেস নিয়ে গঠিত ইনসুলিনের জেনেটিক কোড বিদ্যমান।
6. বোনম্যারো কোষকে red blood cell উৎপাদনের জন্য উদ্দীপ্ত করে কোনটি?
Edit
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির প্রয়োগ, জীবপ্রযুক্তি (হাসান)
Explaination: ইরিথ্রোপোইটিন (Erythropoietin-EPO) তৈরি : আমাদের কিডনি ইরিথ্রোপোইটিন (EPO) নামক একটি হরমোন তৈরি করে যা রক্ত প্রবাহের সাথে বোনম্যারো (bone marrow)-তে প্রবেশ করে। EPO, বোনম্যারো কোষকে বিভাজনে উদ্দীপ্ত করে এবং প্রচুর RBC (লোহিত রক্ত কণিকা) উৎপন্ন হয়। যাদের কিডনি বিকল হয়ে যায় বা প্রায় অকেজো। হয়ে পড়ে তাদের নিয়মিত ডায়ালাইসিস করতে হয়। ডায়ালাইসিস-এর সময় এই হরমোনও (EPO) রক্ত থেকে বের হয়ে যায়, ফলে রোগীর দেহে RBC একেবারেই কমে যায়, রোগী তাই রক্তশূন্যতায় ভোগে।
7. নির্দিষ্ট রোগ উৎপাদনের জন্য দায়ী ত্রুটিপূর্ণ জিন সঠিক করার পদ্ধতিকে কী বলে?
Edit
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির প্রয়োগ, জীবপ্রযুক্তি (হাসান)
Explaination:
8. GMO ছাগলের দুধ থেকে কোনটি উৎপাদন করা হচ্ছে?
Edit
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির প্রয়োগ, জীবপ্রযুক্তি (হাসান)
Explaination:
9. তোষা পাটের (Corchorus olitorius) genome sequencing করেন কে?
Edit
Topic: জিনোম সিকোয়েন্সিং, জীবপ্রযুক্তি (হাসান)
Explaination:
10. E. coli অণুজীবে ক্রোমোসোম সংখ্যা কত?
Edit
Topic: জিনোম সিকোয়েন্সিং, জীবপ্রযুক্তি (হাসান)
Explaination:
11. কর্তিত DNA এর অংশ জোড়া লাগাতে নিচের কোনটি প্রয়োজন হয়?
Edit
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি (হাসান)
Explaination:
12. প্রত্যেক মানুষের DNA অণুর খন্ডগুলোর ফটোগ্রাফিক বিন্যাস বা চিত্রকে কী বলে?
Edit
Topic: DNA ফিঙ্গার প্রিন্ট , জীবপ্রযুক্তি (হাসান)
Explaination: প্রথমে কোনো জীব তথা মানুষের সম্পূর্ণ DNA সংগ্রহ করে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন করা হয় এবং পরবর্তীতে জেল ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে জেল স্তরের উপর চালনা করা হয়। ফলে সেখানে DNA খণ্ডগুলো ক্রমান্বয়ে বড় থেকে ছোট হিসেবে কতগুলো সারিবদ্ধ ব্যান্ড হিসেবে জমা হবে। বিশেষ ফটোগ্রাফিক পদ্ধতি দ্বারা ব্যান্ডগুলোর প্রকৃতি ও পারস্পরিক অবস্থান জানা যায়। প্রত্যেক জীব তথা মানুষের DNA খণ্ডগুলোর এমন ফটোগ্রাফিক বিন্যাস বা চিত্রকে DNA finger print বা DNA profile বলে।
13. ক্লোভার ঘাসে কোন উপাদান তৈরির জিন যোগ করা হয়?
Edit
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির প্রয়োগ, জীবপ্রযুক্তি (হাসান)
Explaination: অস্ট্রেলিয়াতে ভেড়া পালন একটি উত্তম ব্যবসা। ভেড়া থেকে পাওয়া যায় পশম এবং মাংস। এরা ক্লোভার জাতীয় ঘাস খায়। ঐ ঘাসের প্রোটিনে সালফারের অভাব আছে। এর ফলে যে ভেড়া ক্লোভার ঘাস খায় এদের লোম নিম্নমানের হয়। লোমকে উন্নতমানের করতে হলে এদেরকে সালফার সমৃদ্ধ খাবার দিতে হয়।
14. মানুষের দেহের প্রতিটি কোষ কতটি কর্মক্ষম জিন বহন করে?
Edit
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির প্রয়োগ, জীবপ্রযুক্তি (হাসান)
Explaination:
15. কোনটিতে মানুষের insulin উৎপাদনকারী জিন প্রবেশ করানো হয়েছে?
Edit
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির প্রয়োগ, জীবপ্রযুক্তি (হাসান)
Explaination: বর্তমানে কুসুম ফুলে মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিন প্রবেশ করানো হয়েছে। এর ফলে কুসুম ফুলের বীজ বা তেলে ইনসুলিন থাকবে। এতে খরচ বহুলাংশে কমে যাবে। এটি প্রায় চূড়ান্ত তবে এখনও বাজারে উন্মুক্ত করা হয়নি।