Exam
Question View - Day 4 - Day 6 || কোষ রসায়ন
1. কোন প্রোটিনটির গঠন গোলাকৃতি হয় না?
Edit
Topic: প্রোটিনের শ্রেণিবিভাগ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: গ্লোবিউলার প্রোটিন (Globular Protein)- গঠন গোলাকৃতি- মায়োগ্লোবিন, হিমোগ্লোবিন, ইনস্যুলিন।
2. নিচের কোনটি উৎপাদিত প্রোটিন?
Edit
Topic: প্রোটিনের শ্রেণিবিভাগ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: উৎপাদিত প্রোটিন/উদ্ভুত প্রোটিন (Derived protein) পেপটাইড, প্রোটিয়েজ, পেপটোন, ফাইব্রিন।
3. কোনটি যুগ্ম প্রোটিন (Conjugated protein) নয়?
Edit
Topic: প্রোটিনের শ্রেণিবিভাগ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: যুগ্ম প্রোটিন (Conjugated protein) বা সংশ্লেষিত প্রোটিন হচ্ছে- নিউক্লিওপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন, ক্রোমোপ্রোটীন, মেটালোপ্রোটিন, ফসফোপ্রোটিন, লৌহ-প্রোফাইরিন প্রোটিন।
4. কোনটি মাইটোকন্ড্রিয়াতে ETC এর সাথে জড়িত থেকে শক্তি উৎপাদনে সাহায্য করে?
Edit
Topic: প্রোটিনের শ্রেণিবিভাগ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - লিপোপ্রোটিন মাইটোকন্ড্রিয়াতে ETC এর সাথে জড়িত থেকে শক্তি উৎপাদনে সাহায্য করে।
- লিপোপ্রোটিন বিভিন্ন মেমব্রনের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। - লিপোপ্রোটিন পানিতে দ্রবণীয়।
5. জীবদেহে শুষ্ক ওজনের কত শতাংশ প্রোটিন থাকে?
Edit
Topic: প্রোটিন বা আমিষ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জীবদেহে শুষ্ক ওজনের ৫০ শতাংশ প্রোটিন থাকে। অধিকাংশ উদ্ভিদের শুষ্ক ওজনের ৫০-৮০% কার্বোহাইড্রেট থাকে।
6. পলিপেপটাইডে কতটির অধিক অ্যামিনো অ্যাসিড থাকে?
Edit
Topic: প্রোটিন বা আমিষ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পলিপেপটাইডে ৫০টির অধিক অ্যামিনো অ্যাসিড থাকে।
7. কোন কনফিগারেশনে প্রোটিন কার্যকরী হয়?
Edit
Topic: প্রোটিন বা আমিষ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ফোল্ডেড কনফিগারেশনে প্রোটিন কার্যকরী হয়।
8. তিন পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন কোনটি?
Edit
Topic: প্রোটিন বা আমিষ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: এক পলিপেপটাইড- লাইসোজাইম দুই পলিপেপটাইড- ইনটগ্রিন তিন পলিপেপটাইড- কোলাজেন চার পলিপেপটাইড- হিমোগ্লোবিন।
9. চালের অরাইজেনিন (orygenin) কোন ধরনের প্রোটিন?
Edit
Topic: প্রোটিনের শ্রেণিবিভাগ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: চালের অরাইজেনিন (orygenin) এবং গমের গ্লুটেনিন হচ্ছে গ্লিটেলিন প্রোটিনের উদাহরণ।
10. ফ্যাটি অ্যাসিড ও মনোহাইড্রিক অ্যালকোহলের এস্টারকে বলা হয়-
Edit
Topic: লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ফ্যাটি অ্যাসিড ও মনোহাইড্রিক অ্যালকোহলের এস্টারকে বলা হয় মোম। এটি রাসায়নিক ভাবে নিষ্কিয়, অসম্পৃক্ত ফ্যাটি এসিড দিয়ে তৈরি।
11. সরল লিপিড কত প্রকার?
Edit
Topic: লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সরল লিপিড ২ প্রকার যথা- স্নেহদ্রব্য ও মোম।
12. নিচের কোনটি স্যাচুরেটেড ফ্যাটি এসিড?
Edit
Topic: ট্রাইগ্লিসারাইউড, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: স্টিয়ারিক অ্যাসিড হলো স্যাচুরেটেড ফ্যাটি এসিড যা আর্টারির গাত্রে জমা হয়ে রক্ত চলাচলের বাধা সৃষ্টি করে। আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড হলো লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড।
13. আবশ্যকীয় fatty acid কোনটি?
Edit
Topic: ট্রাইগ্লিসারাইউড, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড হলো লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড যা আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড বলা হয়।
14. রক্ত জমাট বাঁধতে সহায়তা করে কোনটি?
Edit
Topic: যৌগিক লিপিড, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ফসফোলিপিড রক্ত জমাট বাঁধতে সহায়তা করে।
15. নিচের কোনটি ফসফোলিপিড নয়?
Edit
Topic: যৌগিক লিপিড, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন হলো ফসফোলিপিড ।
16. উদ্ভিদ কোষ প্রাচীরের কিউটিন কেমন পদার্থ?
Edit
Topic: ট্রাইগ্লিসারাইউড, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: উদ্ভিদের কোষ প্রাচীরের কিউটিন ও সুবেরিন হচ্ছে মোম জাতীয় পদার্থ যা একধরণের লিপিড। কাইটিন হচ্ছে কার্বহাইড্রেট জাতীয় পদার্থ।
17. সূর্যমুখী ও তুলার বীজ থেকে কোন ধরণের যৌগিক লিপিড শনাক্ত করা যায়?
Edit
Topic: যৌগিক লিপিড, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - সূর্যমুখী ও তুলার বীজ থেকে গ্লাইকোলিপিড শনাক্ত করা হয়।
- গ্লাইকোলিপিড Photosynthesis প্রক্রিয়ায় সাহায্য করে ।
18. রক্তে cholesterol এর স্বাভাবিক মাত্রা কত?
Edit
Topic: উদ্ভুত বা উৎপাদিত লিপিড, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার ।
Explaination: cholesterol এর স্বাভাবিক মাত্রা 0.15-1.20 % ।
19. কোন স্টেরয়েডটি হৃদপিন্ডের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়?
Edit
Topic: উদ্ভুত বা উৎপাদিত লিপিড, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ডিজিটালিন স্টেরয়েডটি হৃদপিন্ডের চিকিৎসায় ব্যবহৃত হয়।
20. নিচের কোনটিতে সর্বোচ্চ পরিমাণ কোলেস্টেরল পাওয়া যায়?
Edit
Topic: উদ্ভুত বা উৎপাদিত লিপিড, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: আলু এবং চুপরিআলুতে সর্বোচ্চ পরিমাণ কোলেস্টেরল পাওয়া যায়। ঈস্ট এবং নিউরোস্পোরা তে আর্গেস্টেরল পাওয়া যায়।
21. কোন ধরণের আইসোপ্রিনয়েড যৌগ উদ্ভিদে সুগন্ধি সৃষ্টি করে?
Edit
Topic: উদ্ভুত বা উৎপাদিত লিপিড, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: -টারপিনস উদ্ভিদে সুগন্ধি সৃষ্টি করে।
-তুলসি, পুদিনা ইত্যাদিতে উদ্বায়ী তেল হিসেবে টাপিন্স পাওয়া যায়।
22. কোন ধরণের Compound lipid ক্লোরোপ্লাস্ট ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না?
Edit
Topic: যৌগিক লিপিড, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সালফোলিপিড ক্লোরোপ্লাস্ট ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না।
23. নিচের কোনটি উদ্ভূত লিপিড (derived lipid)?
Edit
Topic: উদ্ভুত বা উৎপাদিত লিপিড, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: স্টেরয়েড, টারপিন, রাবার ইত্যাদি উদ্ভুত লিপিডের অন্তর্ভুক্ত।
24. কোন vitamin অন্ত্র থেকে ক্যালসিয়াম শোষণ নিয়ন্ত্রণ করে?
Edit
Topic: ভিন্নধর্মী লিপিড, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - Vitamin-D অন্ত্র থেকে ক্যালসিয়াম শোষণ নিয়ন্ত্রণ করে।
- এর অভাবে হাড়জনিত রোগ হয়।
25. রক্ত জমাটে সাহায্যকারী কোন ভিটামিন সবুজ শাকসবজিতে পাওয়া যায়?
Edit
Topic: ভিন্নধর্মী লিপিড, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - সবুজ শাকসবজিতে পাওয়া যায় Vitamin-k
- অন্ত্রের ব্যাকটেরিয়ার মাধ্যমেও তৈরি হয়।
- রক্ত জমাট বাধতে সাহায্য করে।
26. ক্যারোটিনয়েড (Carotinoids) থেকে কোন ধরণের ভিটামিন তৈরি হয়?
Edit
Topic: ভিন্নধর্মী লিপিড, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - ক্যারোটিনয়েড (Carotinoids) থেকে ভিটামিন-এ তৈরি হয়।
- ভিটামিন-এ এর অভাবে ত্বক শুষ্ক হয়ে যায়, রাতকানা রোগ হয়, বৃদ্ধি রহিত হয়।
27. Cholesterol কোথায় তৈরি হয়?
Edit
Topic: ভিন্নধর্মী লিপিড, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Cholesterol লিভার তৈরি হয় এবং কোষঝিল্লি গঠনে সাহায্য করে।
28. পানিতে দ্রবণীয় ভিটামিন নিচের কোনটি?
Edit
Topic: ভিন্নধর্মী লিপিড, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পানিতে দ্রবণীয় ভিটামিন হলো B ও C। চর্বিতে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন A, D, E, K।
29. ব্লাড ক্যান্সার নিরাময়ে সাহায্য করে নিচের কোন প্রোটিন?
Edit
Topic: জীবদেহে প্রোটিনের ভূমিকা, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ইন্টারফেরন নামক প্রোটিন ভাইরাস প্রতিরোধক হিসেবে ব্লাড ক্যান্সার নিরাময়ে সাহায্য করে।