Exam
Question View - Day 8 - জীবপ্রযুক্তি- 3
1. Heat shock প্রক্রিয়ায় প্লাজমিড DNA কে পোষক কোষে প্রবেশের জন্য বিশেষ পরিবেশ সৃষ্টি করতে নিচের কোনটি ব্যাবহার করা হয়?
Edit
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ক্যালসিয়াম সমৃদ্ধ করে Heat shock প্রক্রিয়ায় প্লাজমিড DNA কে পোষক কোষে প্রবেশের জন্য বিশেষ পরিবেশ সৃষ্টি।
2. রিকম্বিনেন্ট DNA কে পোষক কোষে প্রবেশের প্রত্যক্ষ ভৌতিক প্রক্রিয়া নয় নিচের কোনটি?
Edit
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রিকম্বিনেন্ট DNA কে পোষক কোষে প্রবেশের প্রত্যক্ষ ভৌতিক প্রক্রিয়াঃ (i) Electroporation (ii) Micro injection (iii) Biolistics (Gunshot)। Calcium Chloride এবং Liposomes রিকম্বিনেন্ট DNA কে পোষক কোষে প্রবেশের একটি প্রত্যক্ষ রাসায়নিক (Chemical) প্রক্রিয়া।
3. প্লাসমিডকে প্রকৃত কোষে প্রবেশ করানোর প্রক্রিয়াটি কি নামে পরিচিত?
Edit
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ব্যাকটেরিয়াতে বাইরের DNA প্রবেশ করানোকে বলা হয় ট্রান্সফরমেশন এবং প্লাসমিডকে প্রকৃত কোষে প্রবেশ করানোকে বলা হয় ট্রান্সফেকশন।
4. কর্তিত DNA এর অংশ জোড়া লাগাতে নিচের কোনটি প্রয়োজন হয়?
Edit
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কর্তিত DNA এর অংশ জোড়া লাগাতে লাইগেজ এনজাইম প্রয়োজন হয়।
5. Recombinant DNA শনাক্তকরণে কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
Edit
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Recombinant DNA শনাক্তকরণে
- Genetic probe পদ্ধতি,
- PCR পদ্ধতি,
- Restriction digestion পদ্ধতি ব্যবহৃত হয়।
জেনেটিক প্রোব (genetic probe) device মেটাল ডিটেক্টর-এর তুলনীয় একটি উপায়। জেনেটিক প্রোব হলো রেডিও অ্যাকটিভলি চিহ্নিত টার্গেট জিনের (কাঙ্ক্ষিত জিনের) পরিপূরক এক স্ট্র্যান্ডবিশিষ্ট DNA বা mRNA ।
6. কোন পদ্ধতিতে সরাসরি ট্রান্সজেনিক উদ্ভিদ (transgenic plant) তৈরি করা যায়?
Edit
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Implanta পদ্ধতিতে সরাসরি ট্রান্সজেনিক উদ্ভিদ (transgenic plant) তৈরি করা যায়।
7. কোষ বহির্ভূতভাবে DNA cloning এর দ্রুততম পদ্ধতিকে কী বলে?
Edit
Topic: জিন ক্লোনিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: PCR (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ১৯৮৪ সালে আমেরিকান বিজ্ঞানী Kary Mullis কোষ বহির্ভূতভাবে DNA ক্লোনিং এর দ্রুততম এক পদ্ধতি আবিষ্কার করেন। এ প্রযুক্তিকে পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা PCR বলা হয়।একটি টেস্ট টিউবে একটি জিনের বহু কপি করা যায় PCR এর মাধ্যমে।
8. কোনো কাঙ্ক্ষিত জিনকে হুবহু কপি করে একই জিনোটাইপ সম্পন্ন জীব সৃষ্টি করাকে কী বলে?
Edit
Topic: জিন ক্লোনিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Gene Cloningঃ কোনো কাঙ্ক্ষিত জিনকে হুবহু কপি করে একই জিনোটাইপ সম্পন্ন জীব সৃষ্টি করাকে জিন ক্লোনিং বলে। ক্লোন (clone) শব্দের অর্থ-হুবহু প্রতিরূপ। একই জিনোটাইপ বিশিষ্ট একাধিক জীব বা জীবাংশকে ক্লোন বলা হয়। একটি জবা গাছ থেকে ১০টি ডাল কেটে চারা করলে এরা হবে হুবহু একই জিনোটাইপ সম্পন্ন এবং এরা হলো ক্লোন।
Genetic Engineering: কোনো জীবকোষ থেকে কোনো সুনির্দিষ্ট জিন নিয়ে অন্যকোনো জীবকোষে স্থাপন ও কর্মক্ষম করা বা নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের DNA-তে পরিবর্তন ঘটানোকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বলা হয়।
Recombinant DNA: একটি জীবের কোষ থেকে কোনো কাঙ্খিত DNA-অংশ রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে কেটে নিয়ে অন্য জীবের কোষের DNA এর সাথে সংযুক্ত করার ফলে যে নতুন (মিশ্রিত) DNA উৎপন্ন হয় তাকে Recombinant DNA বলে।
9. কোন পদ্ধতিতে ডলি নামক ভেড়ার সৃষ্টি হয়েছিল?
Edit
Topic: জিন ক্লোনিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জনন পদ্ধতিতে দাতা কোষের DNA-এর মাধ্যমে তার হুবহু প্রতিচ্ছবি সম্পন্ন নতুন প্রাণ সৃষ্টি করার কৌশল হলো রিপ্রোডাকটিভ ক্লোনিং। রিপ্রোডাক্টিভ ক্লোনিং (Reproductive cloning) পদ্ধতিতে ডলি নামক ভেড়ার সৃষ্টি হয়েছিল।
10. PCR এর সঠিক পূর্ণরূপ -
Edit
Topic: জিন ক্লোনিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: PCR (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ১৯৮৪ সালে আমেরিকান বিজ্ঞানী Kary Mullis কোষ বহির্ভূতভাবে DNA ক্লোনিং এর দ্রুততম এক পদ্ধতি আবিষ্কার করেন। এ প্রযুক্তিকে পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা PCR বলা হয়। একটি টেস্ট টিউবে একটি জিনের বহু কপি করা যায় PCR এর মাধ্যমে। প্রথমে একক সূত্রক করা হয়। DNA রেপ্লিকেশনের জন্য ৫-প্রান্তে একটি প্রাইমার যুক্ত করা হয় । একটি আদর্শ প্রাইমার ২০ বেইস পর্যন্ত লম্বা হয়ে থাকে।
11. জিন ক্লোনিং এ Vector হিসেবে কোনটি ব্যবহৃত হয় না?
Edit
Topic: জিন ক্লোনিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: জিন ক্লোনিং এ Vector হিসেবে প্লাজমিড, কসমিড, ফাজমিড (ট্রান্সপোজেন), সম্পূর্ণ ভাইরাস ব্যবহৃত হয়। ডিএনএ প্রোব হলো একক সূত্রকবিশিষ্ট ডিএনএ সিকোয়েন্স। ডিএনএ টেস্ট বা ডিএনএ গবেষণায় এটির ব্যবহার পরিলক্ষিত হয়। কোনো নমুনা জিনোম বা নমুনা ডিএনএতে নির্দিষ্ট নিউক্লিওটাইড বেস সিকোয়েন্স খোঁজার কাজে এটি ব্যবহার হয়।
12. নিচের কোনটি Gene cloning এর জন্য প্রয়োজনীয় উপাদান নয়?
Edit
Topic: জিন ক্লোনিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: জিন ক্লোনিং এর জন্য প্রয়োজনীয় উপাদান হলো
- কাঙ্ক্ষিত জিন বা DNA (Target Gene/DNA),
- ক্লোনিং ভেক্টর (Cloning Vector),
- উৎসেচক (Enzyme),
- পোষক (Host).