Exam

Question View - MT GK 31.01.24
1. কততম সংশোধনীর মাধ্যে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে সংযোজন করা হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সংবিধান
Explaination: ১৯৭১ সালের ১০ এপ্রিল প্রণীত 'স্বাধীনতার ঘোষণাপত্র' ছিল বাংলাদেশের প্রথম সংবিধান। ২০১১ সালের ৩০শে জুন তারিখে বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রকে মূল সংবিধানের অঙ্গীভূত করা হয়েছে।
2. বাংলাদেশের নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বাংলাদেশে নৌবাহিনী
Explaination: ১৯৭২ সালে ভারতীয় নৌবাহিনী একটি উপকূলীয় টহল জাহাজ উপহার দেয় যা বাংলাদেশ নৌবাহিনীতে বানৌজা পদ্মা নামে সংযুক্ত করা হয়। এই জাহাজের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী প্রথমবারের মত সমুদ্রে পদার্পণ করে।
3. অপারেশন জ্যাকপটে নৌ-কমান্ডারদের অভিযানের প্রস্তুতির সংকেত হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিচের কোন গানটি বাজানো হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অপারেশন জ্যাকপট
Explaination: অপারেশন জ্যাকপটে নৌ-কমান্ডারদের অভিযানের প্রস্তুতির সংকেত হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাজানো হয়- আরতি মুখোপাধ্যায়ের গাওয়া "আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুরবাড়ি" গানটি। আর, অভিযানে নামার চূড়ান্ত সাংকেতিক নির্দেশ দেওয়া হয়- পংকজ মল্লিকর গাওয়া "আমি তোমায় যত শুনিয়েছিলাম গান" গানটির মাধ্যমে।
4. মুক্তিযুদ্ধে 'মুজিবনগর' কোন সেক্টরের অধীনে ছিল? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মুজিবনগর
Explaination: কুষ্টিয়া, যশোর, দৌলতপুর সাতক্ষীরা সড়ক পর্যন্ত খুলনা জেলা ও ফরিদপুরের কিছু অংশ ছিল 'সেক্টর নং ৮' এর অন্তর্ভুক্ত। মেহেরপুর জেলায় অবস্থিত মুজিবনগর (পূর্বনাম: বৈদ্যনাথতলা এবং ভবেরপাড়া) তখন সেক্টর নং ৮ এর অন্তর্ভুক্ত ছিল।
5. বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা 'মুক্তিবেটি' নামে পরিচিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: কাঁকন বিবি, আসল নাম কাঁকন হেনইঞ্চিতা। মুক্তিবাহিনীর ২০টির বেশি সম্মুখযুদ্ধে অংশ নেওয়া কাঁকন বিবি মুক্তিবেটি নামে পরিচিত।
6. মুক্তিবাহিনীর ‘ওয়ার স্ট্রাটেজি’ কি নামে পরিচিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মুক্তিযুদ্ধের রণকৌশল
Explaination: ১৯৭১ সালের একাত্তর সালের চৌঠা এপ্রিল সামরিক বাহিনীর বাঙালি কর্মকর্তারা সিলেটের তেলিয়াপাড়া চা বাগানে এক বৈঠকে মিলিত হন। সেখানে তারা মুক্তিযুদ্ধের রণকৌশল প্রণয়ন করে। পরে এটি তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে পরিচিত হয়।
7. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় কবে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জাতীয় পতাকা
Explaination: ১৯৭১ সালের ২রা মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ছাত্র নেতা আ. স. ম. আব্দুর রব। ২৩ মার্চ, পাকিস্তান দিবস বা লাহোর প্রস্তাব দিবসে পাকিস্তানের পতাকার পরিবর্তে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়।
8. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে কখন বাংলায় ভাষণ দিয়েছিলেন? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
9. অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
10. ঢাকার প্রথম মেট্রোরেল এমআরটি-৬ এর মোট দৈর্ঘ্য- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: