Exam

Question View - Day 7 - জীবপ্রযুক্তি- 2
1. ব্যাকটেরিয়ার কোষে মূল chromosome ছাড়া অতিরিক্ত দ্বিসূত্রক DNA কে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্লাজমিড, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্লাসমিড (Plasmid): ব্যাক্টেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোসোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক DNA অণু থাকে তাকে প্লাসমিড বলে। Laderborg (1952) E.coli ব্যাকটেরিয়া কোষে সর্বপ্রথম প্রাসমিডের সন্ধান পান। প্লাসমিডের DNA অণু স্বাধীনভাবে অনুলিপন (replicate) করতে পারে।
2. সর্বপ্রথম কোন ব্যাকটেরিয়া কোষে প্লাসমিড আবিষ্কৃত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্লাজমিড, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্লাসমিড (Plasmid): ব্যাক্টেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোসোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক DNA অণু থাকে তাকে প্লাসমিড বলে। Laderborg (1952) E.coli ব্যাকটেরিয়া কোষে সর্বপ্রথম প্রাসমিডের সন্ধান পান। প্লাসমিডের DNA অণু স্বাধীনভাবে অনুলিপন (replicate) করতে পারে।
3. নিচের কোন প্লাজমিড সংবেদনশীল E. coli ধবংসকারী প্রোটিন উৎপাদনকারী জিন বহন করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্লাজমিড, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্লাজমিড ৩ প্রকার। যথাঃ - F এবং F’ প্লাজমিড (Fertility) - R প্লাজমিড (Resistant) - Col প্লাজমিড (Colicin forming) [Tricks: R plasmid - Resistance plasmid যা এন্টিবায়োটিক রেসিস্টেন্স ক্ষমতা সম্পন্ন। F plasmid – fertility plasmid, যা ব্যাকটেরিয্য দেহে Pili তৈরি করে, যা তাদের যৌনজননে সাহায্য করে। Col plasmid – Colicin protein producing plasmid, যা সংবেদনশীল E. coli কোষকে ধ্বংস করতে পারে]
4. নিচের কোনটি Antibiotic resistant প্লাজমিড? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্লাজমিড, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্লাজমিড ৩ প্রকার। যথাঃ - F এবং F’ প্লাজমিড (Fertility) - R প্লাজমিড (Resistant) - Col প্লাজমিড (Colicin forming) [Tricks: R plasmid - Resistance plasmid যা এন্টিবায়োটিক রেসিস্টেন্স ক্ষমতা সম্পন্ন। F plasmid – fertility plasmid, যা ব্যাকটেরিয্য দেহে Pili তৈরি করে, যা তাদের যৌনজননে সাহায্য করে। Col plasmid – Colicin protein producing plasmid, যা সংবেদনশীল E. coli কোষকে ধ্বংস করতে পারে]
5. Plasmid কে আবিষ্কার করেন? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্লাজমিড, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্লাসমিড (Plasmid): ব্যাক্টেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোসোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক DNA অণু থাকে তাকে প্লাসমিড বলে। Laderberg (1952) E.coli ব্যাকটেরিয়া কোষে সর্বপ্রথম প্রাসমিডের সন্ধান পান। প্লাসমিডের DNA অণু স্বাধীনভাবে অনুলিপন (replicate) করতে পারে।
6. প্লাজমিড সম্পর্কে নিচের কোনটি সত্য নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ব্যাকটেরিয়ায় সাইটোপ্লাজমে মূল ক্রোমোসোম ছাড়াও স্বল্প জিন বহনকারী যে বৃত্তাকার দ্বিসূত্রক DNA থাকে তাকে প্লাজমিড বলে। প্লাসমিডের সাধারণ বৈশিষ্ট্য ১। প্লাসমিড বৃত্তাকার (চক্রাকার) দ্বি-সূত্রক DNA অণু। ২। এর আণবিক ভর প্রায় 10° 200 × 10° dalton. ৩। প্লাসমিড অল্পসংখ্যক জিন ধারণ করে থাকে। ৪। রেস্ট্রিকশন এনজাইম দ্বারা আদর্শ প্লাসমিডের নির্দিষ্ট স্থানগুলো কেটে ফেলা যায়। ৫। এরা কনজুগেশনের মাধ্যমে সহজেই অন্য ব্যাকটেরিয়ায় সঞ্চালিত হতে পারে। ৬। কোনো কোনো প্লাসমিডের জিন বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষণ করতে পারে, যেমন-colicin, vibriocin ইত্যাদি। ৭। প্লাসমিডের DNA অণু স্বাধীনভাবে অনুলিপন (replicate) করতে পারে।
7. নিচের কোনটি Restriction enzyme নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Eco RI, Hpa II, Hind III, Mbo I ইত্যাদি হলো রেস্ট্রিকশন এনজাইম।
8. রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে নিচের কোন অণুজীব সবচেয়ে বেশি ব্যাবহৃত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি ও ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন প্রক্রিয়া অণুজীবের উপর বিশেষভাবে নির্ভরশীল। উল্লিখিত অণুজীবসমূহের মধ্যে E. coli, Agrobacterium tumefaciens প্রভৃতি ব্যাকটেরিয়া ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এসব ব্যাকটেরিয়ার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এদের কোষে মূল ক্রোমোসোম ছাড়াও একটি ছোট বৃত্তাকার DNA অণু থাকে। অতিরিক্ত এই বৃত্তাকার DNA-কে বলা হয় প্লাসমিড (plasmid)।
9. Recombinant DNA টেকনোলজি প্রয়োগের মাধ্যমে সৃষ্ট নতুন উদ্ভিদ কি নামে পরিচিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে DNA অণুর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণীতে, প্রাণী থেকে উদ্ভিদে স্থানান্তর করা সম্ভব হয়েছে। এ ধরনের জীবকে বলা হয় GMO (Genetically Modified Organism) বা GEO (Genetically Engineered Organism) বা ট্রান্সজেনিকস্ (TO= Transgenic Organism)।
10. কোনটিকে DNA অণু কর্তনের আণবিক কাঁচি (molecular scissors) বলা হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রেস্ট্রিকশন এনজাইমকে DNA অণু কর্তনের আণবিক কাঁচি (molecular scissors) বলা হয়।