Exam

Question View - Eleventh Hour || E35D35 || 31.01.24
1. জৈব যৌগের কার্যকরী মূলকের সক্রিয়তা কিসের উপর নির্ভর করে ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ২.৪ , জেনে নাও , অ-২ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: জৈব যৌগের কার্যকরী মূলকের সক্রিয়তা Electronegativity , Polarity এর নির্ভর করে ।
2. নিচের কোনটি থেকে বেনজিন ও অ্যালকেন দুটিই পাওয়া যায় না ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ২.১১ , ২.৮.২, অ-২ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: Wurtz reaction এর মাধ্যমে অ্যালকাইল – প্রতিস্থাপিত বেনজিন( যেমনঃ টলুইন) পাওয়া গেলেও direct বেনজিন পাওয়া যায় না ।
3. বেনজিন থেকে কোনটি নিষ্ক্রিয় নয় ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ২.১০.৫ , অ-২ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: NO2 মূলকটি মেটা নির্দেশক যা বেনজিন বলয়ে electron এর ঘনত্ব কমিয়ে দেয় , যার ফলে এটি বেনজিন হতে কম সক্রিয় হয় ।
4. gammaxene এর সঙ্কেত কোনটি ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অ-২ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: gammaxene এর সঙ্কেত C6H6Cl6
5. CH3 – C(O)Br + CH3CH2OH = CH3-C(O)-OCH2CH3 +HBr; এই বিক্রিয়াটি হল- ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সমাধানকৃত সমস্যা -২.৮ , অ-২ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: উক্ত বিক্রিয়ায় C-Br বন্ধনটি C-O বন্ধনে পরিনত হয়েছে , Br ;O দ্বারা প্রতিস্থাপিত হয়েছে
6. চার্লসের সূত্র অনুযায়ী কোনটি মিথ্যা ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৩.৩ , , অ-২, রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: চার্লসের সুত্রঃ VαT , যেখানে ভর ও চাপ,P স্থির থাকে। V , আয়তন ; T , তাপমাত্রা ।
7. দুটি গ্যাসের গতিশক্তি কখন অসমান হয় না ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: গতিশক্তিঃ E = 3/2 ×( nRT) ; একই মোল পরিমান দুটি গ্যাসের তাপমাত্রা সমান হলে তাদের গতিশক্তি সমান হবে ।
8. নিচের কোনটি অনুবন্ধী অম্ল-ক্ষার যুগল নয় ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.১৫.১ ,চার্ট , , অ-২, রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: অনুবন্ধী অম্ল-ক্ষার যুগলের মধ্যে শুধুমাত্র একটি প্রোটন H+ এর পার্থক্য থাকে । এখানে OH- ,H+ এর মধ্যে কোন প্রোটনের পার্থক্য নাই । এরা উভয়েই পানির তড়িৎবিশ্লেষনে তৈরি হয় ।
9. এসিড বৃষ্টি সম্পর্কে ভুল কোনটি ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.১৩ , অ-১ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: CO2 বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে কার্বনিক এসিড রুপে থাকে । H2CO3 দুর্বল এসিড হওয়ায় খুব অল্প পরিমাণে আয়নিত হয় ।, H2CO3 এর জন্য বৃষ্টির pH সর্বোচ্চ 5.6 হতে পারে । বায়ুদূষণের ফলে সৃষ্ট SO2 , NO(X) গ্যাস হতে সৃষ্ট এসিড সমূহ এসিড বৃষ্টির জন্য প্রধানত দায়ী ।
10. NH3 + H2O = NH4+ + OH- , এই বিক্রিয়ার ক্ষেত্রে অসঠিক হবে– Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.১৫ , অ-১ , রসায়ন ২য় পত্র , কবির স্যার ।
Explaination: উক্ত বিক্রিয়ায় H2O হল একটি অম্ল , অম্ল থেকে একটি H+ বা প্রোটন অপসারন করলে , যা উৎপন্ন হয় তাকে ঐ অম্লের অনুবন্ধী ক্ষার বলে । সুতরাং OH- হল একটি অনুবন্ধী ক্ষার ।
11. ক্রোম ট্যানিং করতে ব্যাবহার করা হয় - Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৫.৬ , ক্রোম ট্যানিং এর মূলনীতি , অ-৫ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: ক্ষারকীয় ক্রোমিয়াম সালফেট এর অম্লীয় দ্রবণে ( ৪.০-৪.৩) পিকলিং করা চামড়াকে ডুবিয়ে ক্রোম ট্যানিং করা হয় ।
12. water gas এর অপর নাম কি ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৫.২.২ , অ-৫ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: water গ্যাস H2 উপাদানটি নীল শিখাসহ জ্বলে উঠে তাই তাকে blu gas বলা হয় । Water gas: [CO (g) +H2(g) ]
13. ব্যুরেটের সাহায্যে সর্বনিম্ন কত আয়তন পরিমাপ করা যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৪.৩, অ-১ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: ব্যুরেটের ক্ষুদ্রতম এক ভাগের আয়তন হল 0.1 cm3 বা 0.1 ml , তাই ব্যুরেটের সাহায্যে সর্বনিম্ন 0.1 cm3 বা 0.1 ml আয়তন পরিমাপ করা যাবে ।
14. মানবরক্তে কোন বাফার দ্রবণটি বিদ্যমান? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৪.১৫ , অ-৪ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: মানবদেহে তিনটি বাফার বিদ্যমানঃ ১। বাই-কার্বোনেট বাফার ( NaHCO3+H2CO3) ২। আন্তঃকোষীয় ফসফেট বাফার (Na2HPO3+H3PO2) ৩। প্রোটিন বাফার ( HPr , Pr-) ; Pr মানে প্রোটিন
15. কাগজের প্রধান উপাদান কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৫.৫.৪ , অ-৫ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: কাগজ তৈরির মূল উপাদান হলঃ Trick: ব্লিস কলি ব্লি = ব্লিচিং এজেন্ট স = সেলুলোজ ( প্রধান ) কলি = কুকিং লিকার
16. Fe3+ আয়নে d অরবিটালে এ electron সংখ্যা কত ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৩.১ , d block মৌল , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: Fe3+(26): 1s2 2s2 2p6 3s2 3p6 3d5
17. s ব্লকের মৌলসমুহের cation এর চুম্বকধর্ম - Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৩.২ , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: s ব্লকের মৌলসমুহের cation এ কোন বিজোড় electron না থাকায় , তারা ডায়া- চুম্বকীয় ধর্ম প্রদর্শন করে ।
18. ডুবুরিদের ব্যবহৃত oxygen সিলিন্ডারে সংযুক্তি কোনটি ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৩.২.২ , নিষ্ক্রিয় গ্যাসসমূহের বিশেষ ব্যাবহার , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination:
19. নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৩.২.২ , জেনে নাও , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: ১৮০ ডিগ্রি C তাপমাত্রায় ডাইমার Al2Cl6 ভেঙে মোনোমার AlCl3 রুপে সারাসরি কঠিন অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় ঊর্ধ্বপাতিত হয় ।
20. নিচের কোন বিক্রিয়াটি সবসময় একমুখী থাকবে ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অ-৪ , রসায়ন ১ম পত্র ,হাজারী স্যার ।
Explaination: অপশন ৩ তে বিক্রিয়া করার জন্য CO2 গ্যাস আর অবশিষ্ট থাকে না( যেহেতু উড়ে চলে যাবে) , তাই বিক্রিয়া আর উভমুখী হবে না
21. 1F বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর আয়ন ক্যাথোডে বেশি জমা হবে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অ-৩ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: : Zn(2+)+2e-=Zn 2F বিদ্যুৎ প্রাবাহের ফলে জমা হবে = 65.3 gm Zn So, 1F বিদ্যুৎ প্রাবাহের ফলে জমা হবে = 65.3/2 = 31.65 Ca(2+)+2e-=Ca 2F বিদ্যুৎ প্রাবাহের ফলে জমা হবে = 40 gm Ca So, 1F বিদ্যুৎ প্রাবাহের ফলে জমা হবে = 40/2 = 20 Al(3+)+3e-→Al 3F বিদ্যুৎ প্রাবাহের ফলে জমা হবে = 27 gm Al So, 1F বিদ্যুৎ প্রাবাহের ফলে জমা হবে = 27/3 = 9 K^++e^-= K 1F বিদ্যুৎ প্রাবাহের ফলে জমা হবে = 39 gm K Trick: চার্জ যত কম এবং পারমানবিক ভর যত বেশি হবে ঐ ধাতুর আয়ন ক্যাথোডে তত বেশি জমা হবে। চার্জ সমান হলে পারমানবিক ভর যত বেশি হবে তত বেশি ধাতুর আয়ন ক্যাথোডে জমা হবে।
22. SHE তে বিভব মান কত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: 4.8, অ-৪ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার।
Explaination: Standard Hydrogen Electrode (SHE) বা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব 0.0 V ধরা হয়।
23. HPLC এর পূর্ণরূপ নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: 3.18, অ-৩, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination:
24. পরমাণুর ভরের ক্ষুদ্রতম একক কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: 3.1, অ-৩, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination: পরমাণুর ভরের ক্ষুদ্রতম একক atomic mass unit অথবা amu । 1 amu=1.660539×10^(-24) gm
25. টয়লেট ক্লিনারে জীবাণুনাশকরূপে ব্যবহৃত হয়- Edit
(a)
(b)
(c)
(d)
Topic: 5.17, অ-৫, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: ++ টয়লেট ক্লিনারে জীবাণুনাশকরূপে ব্যবহৃত হয় ফেনল ++ গ্লাস ক্লিনারে জীবাণুনাশকরূপে ব্যবহৃত হয় ইথিলিন গ্লাইকল
26. শব্দের তীব্রতা নিচের কোন রাশিটির উপর নির্ভর করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: তীব্রতা, তীব্রতা লেভেল ও তীব্রতা লেভেল এর পার্থক্য তরঙ্গ ইসহাক স্যার ।
Explaination: শব্দের তীব্রতা তরঙের বিস্তারের বর্গের সমানুপাতিক
27. প্রতি সেকেণ্ডে 10 লিটার পানি 10 মিটার উপরে তোলার জন্য কত ক্ষমতার পাম্প প্রয়োজন? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ক্ষমতা, কাজ শক্তি ও ক্ষমতা, ইসহাক স্যার |
Explaination: P = (mgh)/t = 980 w 1 L water=1 kg water
28. যে সব নক্ষত্রের ভর 1.4 Mo গুণ কম, তাদের জীবনচক্র কিভাবে শেষ হবে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: নক্ষত্রের জীবন কাহিনী জ্যোতির্বিজ্ঞান ইসহাক স্যার ।
Explaination: ১) যে সমস্ত তারকার ভর 1.4 Mo গুণ কম, সেগুলো শ্বেত বামন হবে। ২) যাদের ভর 1.4 Mo এবং 3 Mo এর মধ্যে সেগুলো নিউট্রন তারকা হবে। ৩) যাদের ভর 3 Mo এর বেশি, সেগুলো কালো বিবর হবে।
29. এন-টাইপ অর্ধপরিবাহী তৈরিতে নিচের কোন ডোপ্যান্ট ব্যবহৃত হয়- Edit
(a)
(b)
(c)
(d)
Topic: পরিবাহি অপরিবাহি এবং অর্ধপরিবাহি, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স ইসহাক স্যার ।
Explaination: n-টাইপ অর্ধপরিবাহী তৈরিতে পঞ্চযোজী মৌল- ফসফরাস, অ্যান্টিমনি, আর্সেনিক ব্যবহৃত হয়।
30. রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা থেকে কোনটির অস্তিত্ব পাওয়া যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: পরমানুর গঠনের ধারণার ক্রমবিকাশ, পরমানুর মডেল ও নিউক্লীয় পদার্থবিজ্ঞান ইসহাক স্যার
Explaination: রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষায় আলফা কণা সোজাসুজি তার চেয়ে বেশি ভারী ও ধনাত্মক চার্জযুক্ত কোন বিন্দুর সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং বিকর্ষিত হয়। এ ভারী ধনাত্মক চার্জযুক্ত বস্তুকে নিউক্লিয়াস বলে।
31. কোনো চিড়ের শেষ প্রান্ত থেকে পরবর্তী চিড়ের শেষ প্রান্তের দূরত্বকে কি বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: আলোকের অপবর্তন, ভৌত আলোক বিজ্ঞান ইসহাক স্যার |
Explaination: যে কোনো চিড়ের শুরু থেকে পরবর্তী চিড়ের শুরু পর্যন্ত দূরত্বকে গ্রেটিং ধ্রুবক বলা হয়। অন্যভাবে, বলা যায় যে কোনো চিড়ের শেষপ্রান্ত থেকে পরবর্তী চিড়ের শেষ প্রান্তের দূরত্বকে গ্রেটিং ধ্রুবক বলা হয়।
32. বিম্বের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: লেন্সের আলোক রশ্মি চিত্র , জ্যামিতিক আলোক বিজ্ঞান ইসহাক স্যার |
Explaination: • v ধনাত্বক হলে বিম্ব বাস্তব • v ঋণাত্বক হলে বিম্ব অবাস্তব • m>1 হলে বিম্ব বিবর্ধিত • m<1 হলে বিম্ব খর্বিত • m = 1 হলে বিম্ব লক্ষ্যবস্তুর সমান
33. একটি ট্রান্সফর্মারে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 50. ভোল্টেজ 200V. গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 100 হলে ভোল্টেজ কত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: পারস্পরিক আবেশের ব্যবহার, তড়িৎচৌম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ ইসহাক স্যার |
Explaination: Es/Ep= ns/np Es= (100×200)/50=400 V
34. 1m দীর্ঘ একটি সোজা তারের মধ্যদিয়ে 5A বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তারটি 0.1 Wbm² ফ্লাক্স ঘনত্বের একটি সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে 30° কোণে একই তলে অবস্থান করলে কত মানের বল অনুভব করবে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অ্যামিপয়ারের সূত্র ও টর্ক, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব ইসহাক স্যার |
Explaination: আমরা জানি, F= Bil sinθ = 0.1 x 5 x 1 xsin 30° = 0.25 N
35. কোন পরিবাহীতে প্রবাহমাত্রা তিনগুণ করা হলে উৎপন্ন তাপের পরিমাণ কতগুণ হবে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: কির্শফের সূত্র, ব্যবহার এবং শান্ট, চলতড়িৎ ইসহাক স্যার I
Explaination: H=i²Rt
36. নিচের কোনটি মেরুবর্তী পদার্থের উদাহরণ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সমবিভব তল ও তড়িৎ দ্বিমেরু, স্থির তড়িৎ, ইসহাক স্যার |
Explaination: অমেরুবর্তী পদার্থ: CH4, H2, Cl2, O2, N2, CO2 মেরুবর্তী পদার্থ: NH3, H₂O, HF, HCI, СО
37. 1 Kg বরফ কতটুকু তাপশক্তি গ্রহণ করে পানিতে পরিণত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, ইসহাক স্যার|
Explaination: একটুকরা বরফ বাইরে রেখে দিলে পরিবেশ থেকে 3.36×105 J তাপশক্তি গ্রহণ করে তা পানিতে রূপান্তরিত
38. নিচের কোন রাশি দ্বারা পদার্থের অবস্থা নির্দিষ্ট করা যায় না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: আদর্শ গ্যাস ও গ্যাসের সূত্রাবলি, ইসহাক স্যার ।
Explaination: পদার্থের অবস্থা নির্দিষ্ট করা যায় তিনটি রাশি দ্বারা। যথা:- চাপ, আয়তন ও তাপমাত্রা।
39. শব্দের উৎপত্তির ক্ষেত্রে কোনটি মিথ্যা? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: তরঙ্গের উৎপত্তি, তরঙ্গ ও শক্তি ইসহাক স্যার |
Explaination: শব্দের বিস্তারের জন্য মাধ্যমকে স্থিতিস্থাপক ও অবিচ্ছিন্ন হতে হবে। অস্থিতিস্থাপক মাধ্যমে অধিক দূরত্বে শব্দ সঞ্চালিত করতে পারে না।
40. নিচের কোনটি সঠিক নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সরল দোলন গতির ব্যবহার পর্যাবৃত্ত গতি ইসহাক স্যার |
Explaination: শীতকালে দোলক ঘড়ির দোলন কাল কমে যায় সুতরাং ঘড়ি দ্রুত চলে।
41. ধাতব বন্ধনের বৈশিষ্ট্য কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: পদার্থের বন্ধন পদার্থের গাঠনিক ধর্ম ইসহাক স্যার I
Explaination: ধাতুর গলন তাপমাত্রা কম। উচ্চ তাপ ও বিদ্যুৎ পরিবাহীতা, যান্ত্রিক দৃঢ়তা প্রভৃতি ধাতুর বৈশিষ্ট্য
42. গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। কেপলারের কততম সূত্র- Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ভূমিকা ও গ্যালিলিওর সূত্র, মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার |
Explaination: কেপলারের প্রথম সূত্র: প্রতিটি গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরে। কেপলারের তৃতীয় সূত্র: সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ এর কক্ষপথের অর্ধ পরাক্ষের ঘনফলের সমানুপাতিক। T² ∝ a³
43. সংরক্ষনশীল বলের বৈশিষ্ট্য নয় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সংরক্ষনশীল ও অসংরক্ষনশীল বল, কাজ শক্তি ওক্ষমতা ইসহাক স্যার |
Explaination: সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্যঃ- ১। এই বল শুধু অবস্থানের ওপর নির্ভর করে ২। সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করা যায় ৩। একটি বস্তুকে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরে কাজ পথের ওপর নির্ভর করে না; কেবল বস্তুর আদি ও চূড়ান্ত অবস্থানের ওপর নির্ভর করে ৪। সংরক্ষণশীল বলের ক্রিয়ায় যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র পালিত হয় ৫। পূর্ণচক্রে মোট কাজ শূন্য হয়।
44. নিউটনের গতিসূত্রের ব্যবহার নয় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: নিউটনের গতিসূত্রের ব্যবহার, নিউটনীয় বলবিদ্যা ইসহাক স্যার |
Explaination: ব্যবহার: ঘোড়ার গাড়ির চলাচল, আরোহী সহ গাড়ি সামনের দিকে এগুনো, নৌকার গুণ টানা, লং জাম্প, বন্দুক থেকে গুলি ছোড়া, পাখির আকাশে উড়া, রকেটের গতি।
45. একটি গাড়ির বেগ দ্বিগুণ করলে গাড়িটিকে থামাতে দূরত্ব কতগুণ করতে হবে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: গতি বিষয়ক বিভিন্ন রাশি, গতিবিদ্যা, ইসহাক স্যার |
Explaination: আমরা জানি, v²∝ S S∝ v²
46. Tetrapod নামে পরিচিত কোন শ্রেণী? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: Amphibia, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Amphibia শ্রেণীর সদস্যরা স্থলভাগ জয়ের উদ্দেশ্যে সর্বপ্রথম চার পা নিয়ে যাত্রা শুরু করেছিল। তখন থেকে এসব প্রাণী চতুষ্পদী (Tetrapod) নামে পরিচিত।
47. Mammalia সম্পর্কে সঠিক নয় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: Mammalia, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: দুটি অক্সিপিটাল কন্ডাইল করোটি মেরুদন্ডের সাথে যুক্ত থাকে।
48. ঘাসফড়িং এর প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে কোনটি ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: পুঞ্জাক্ষি, প্রাণীর পরিচিতি - ঘাসফড়িং, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ক্রিস্টালাইন কোণ প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে ওমাটিডিয়ামে আলো প্রবেশে সাহায্য করে।
49. লিবারকুন গ্রন্থিকে উদ্দীপ্ত করে কোন হরমোন? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: পরিপাকে স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভূমিকা, পরিপাক ও শোষণ, আজল স্যার।
Explaination: লিবারকুন গ্রন্থিকে উদ্দীপ্ত করে এন্টারোক্রাইনিন হরমোন ও ব্রুনারের গ্রন্থিকে উদ্দীপ্ত করে ডিওক্রাইনিন হরমোন।
50. বৃহদন্ত্রের কোন অংশের সাথে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বৃহদন্ত্রের কাজ, পরিপাক ও শোষণ, আজমল স্যার।
Explaination: সিকামের সঙ্গে একটি বদ্ধ থলি যুক্ত থাকে এর নাম অ্যাপেন্ডিক্স।
51. হৃদপিন্ডের কোন স্তর হৃদপিন্ডের সংকোচন প্রসারণ ভূমিকা পালন করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মানব হৃদপিণ্ড , রক্ত ও সঞ্চালন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: myocardium হৃদপিন্ডের সবচেয়ে পুর স্তর। এ স্তরের পেশী দৃঢ় প্রকৃতির , এগুলো হৃদপিণ্ড সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে।
52. করোনারি সাইনাস ও ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে কোন কপাটিকা থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: হৃদপিন্ডের প্রকোষ্ঠ সমূহ, রক্ত সঞ্চালন, আজমল স্যার।
Explaination: করোনারি সাইনাস ও ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে থিবেসিয়ান বা করোনারি কপাটিকা থাকে।
53. হিমের কত শতাংশ লৌহ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: শ্বসনে শ্বাস রঞ্জকের ভূমিকা, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: হিমের ৩৩. ৩৩% লৌহ।
54. মানবদেহের রেচনতন্ত্রের মাধ্যমে কত শতাংশ রেচন পদার্থ নিষ্কাশিত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মানুষের রেচনতন্ত্র, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - রেচনতন্ত্রের (প্রধান রেচন অঙ্গ) মাধ্যমে 80% রেচন পদার্থ নিষ্কাশিত হয়। যেমন: ১ জোড়া বৃক্ক। - সহকারী রেচন অঙ্গের মাধ্যমে 20% রেচন পদার্থ নিষ্কাশিত হয়। যেমন: ত্বক, ফুসফুস, পরিপাকনালী ও যকৃত।
55. মানুষের মুখমন্ডলীয় অস্থি কয়টি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মানব কঙ্কালতন্ত্র, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: করোটির অস্থি ২৯ টি। তার মধ্যে করোটিকার অস্থি ৮ টি, মুখমন্ডলের অস্থি ১৪ টি, কর্ণস্থির ৬ টি, হাইওয়েড ১ টি।
56. বহিকর্ণকে মধ্যকর্ণ থেকে পৃথক রাখে কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বহিঃকর্ণ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Tympanic membrane বা কর্ণপটহ বহিকর্ণকে মধ্যকর্ণ থেকে পৃথক রাখে।
57. বিপাক হার, প্রোটিন সংশ্লেষ, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: হরমোন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বিপাক হার, প্রোটিন সংশ্লেষ, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে ট্রাইআয়োডোথাইরনিন (T3)
58. অমরার (Placenta) মাতৃ দেহের অংশ কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অমরা, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অমরার(Placenta) মাতৃ দেহের অংশ হচ্ছে এন্ডোমেট্রিয়ামের প্রবর্ধন।
59. Complement system কি দিয়ে গঠিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে অন্ততঃ ২০ ধরনের প্লাজমা প্রোটিনে গঠিত এমন একটি গ্রুপ যা রক্তে‌ সংবহিত হয়ে অন্যান্য প্রতিরক্ষা পদ্ধতিকে সহায়তা করে।
60. প্রধান মাসক্যুলার ডিস্ট্রফি কত প্রকার? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণিবিদ্যা, আজমল স্যার।
Explaination: ত্রিশের বেশি মাসক্যুলার ডিস্ট্রফি রয়েছে। এরমধ্যে নয়টি প্রধান বাকিগুলো দুর্লভ।
61. DNA হইতে mRNA তে বার্তা স্থানান্তরিত হওয়ার প্রকিয়াকে কি বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ট্রান্সক্রিপশন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination:
62. ক্যারিওলিম্ফ হিসেবে পরিচিত– Edit
(a)
(b)
(c)
(d)
Topic: নিউক্লিয়াস, কোষ ও এর গঠন (হাসান)
Explaination:
63. জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে (Cell death) কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: কোষের মৃত্যু, কোষ বিভাজন (হাসান)
Explaination:
64. অস্থিতে কোন গাঠনিক প্রোটিন (structural protein) পাওয়া যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রোটিনের শ্রেণিবিভাগ, কোষ রসায়ন (হাসান)
Explaination:
65. কোন রোগটি ভাইরাস দ্বারা হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ভাইরাস জনিত রোগসমূহ, অণুজীব (হাসান)
Explaination:
66. ম্যালেরিয়া পরজীবীর বহুনিউক্লিয়াসযুক্ত অবস্থা কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ম্যালেরিয়া পরজীবীর মানবদেহে জীবন চক্র, অণুজীব (হাসান)
Explaination:
67. ছত্রাকের অযৌন জননের (asexual reproduction) প্রধান প্রক্রিয়া হলো - Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ছত্রাকের অযৌন জনন, শৈবাল ও ছত্রাক (হাসান)
Explaination:
68. Riccia এর যৌন জনন কীরূপ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: Riccia, ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা (হাসান)
Explaination:
69. Cycas-এর স্পোরাঞ্জিয়াগুলো একত্রিত হয়ে কি গঠন করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: Cycas-এর যৌন জনন, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ (হাসান)
Explaination:
70. উদ্ভিদের সরু কান্ড ক্রমশ মোটা হয় কোন ভাজক টিস্যুর বিভাজনের ফলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র (হাসান)
Explaination:
71. C3 উদ্ভিদের অন্ধকার দশায় উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ কী? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ক্যালভিন চক্র, উদ্ভিদ শারীরতত্ত্ব (হাসান)
Explaination:
72. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার optimum temperature কত ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সালোকসংশ্লেষণের প্রভাবকসমূহ, উদ্ভিদ শারীরতত্ত্ব (হাসান)
Explaination:
73. কোন আয়নটি উদ্ভিদে সর্বাপেক্ষা ধীর গতিতে শোষিত হয় ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: খনিজ লবণ পরিশোষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব (হাসান)
Explaination:
74. নিষেকের পর কোনটি বীজবৃন্তে পরিণত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: নিষেকের পরিণতি, উদ্ভিদ প্রজনন (হাসান)
Explaination:
75. রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে সৃষ্ট নতুন জীবকে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জীবপ্রযুক্তি (হাসান)
Explaination:
76. What is the correct indirect form of: He said, "You had better see a doctor". Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটি উত্তর করতে হলে Narration Topic এর Direct Speech to Indirect Speech এর Conversion নিয়ে বেসিক নলেজ থাকতে হবে। You had better see a doctor' উপদেশমূলক বাক্য হওয়ায় reporting verb said-এর পরিবর্তে advised বসবে এবং inverted comma উঠে গিয়ে to + v₁+ বাকি অংশ বসবে। তাহলে উত্তর হবে - a) He advised him to see a doctor
77. যদি ICE: COLDNESS হয়, তবে EARTH:? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটি Analogy অংশ থেকে করা হয়েছে। চলো আমরা এটির ব্যাখা জেনে নিই- Ice-এর বৈশিষ্ট্য যেমন coldness, তেমনি earth-এর বৈশিষ্ট্য gravity (মাধ্যাকর্ষণ শক্তি)। এজন্য উত্তর হবে- d)gravity Extra Info: চলো আমরা বাকি অপশনগুলোর অর্থ জেনে নিই- a)weight ওজন, b)jungle জঙ্গল , c)sea সমুদ্র
78. To doctor an animal means: Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: To doctor an animal: to provide medical treatment or care to an animal, often by a veterinarian or someone trained in animal healthcare. অর্থঃ বিড়াল বা ছাগল ইত্যাদিকে সেবা করে সুস্থ করা। এখানে 'doctor’ verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
79. Identify the determiner in the sentence 'Bring me that book'. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Determiner হলো এমন শব্দ, যা noun-এর পূর্বে বসে ঐ noun-এর অর্থকে নির্দিষ্ট করে। যেমন- much, little, less, many, few, a few ইত্যাদি। An Important List of Determiner: 1.Articles : a, an, the - "অনির্দিষ্ট" বা "নির্দিষ্ট" অর্থে বিশেষত্ব প্রকাশ করে 2.Possessives : my, your, his, her, its, our, their, whose - Possessive মূলত "কার" প্রশ্নের উত্তর দেয় 3.Demonstrative : this, that, these, those - কোনো কিছু প্রদর্শন করতে/ দেখাতে ব্যবহৃত হয়। 4. Interrogatives : what, which, where, how, when- “WH questions” 5. Numeral adjective : two, three, four, five etc. -সংখ্যা বুঝায় 6.Quantity adjective: few, little, a few, a little, only a few, only a little, very few, very little, not a few, not a little, the few, the little, some, any, enough, fewer, less, several, several of, a large amount of, a large number of, some, any etc.- পরিমাণ সম্পর্কে ধারণা দেয় 7.Distributive pronoun/adjective: each, every, either, neither -“প্রত্যেক” বা “প্রতি” অর্থে বসে
80. What is the function of a topic sentence? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Paragraph এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো Topic Sentence . Topic Sentence হলো পুরো Paragraph এর Controlling Sentence যা পুরো Paragraph সম্পর্কে সম্যক ধারণা দেয় বা সম্পূর্ণ বিষয়বস্তুকে বিশ্লেষণ করে।এজন্য উত্তর হবে- c)to analyse the topic
81. What is the noun of the word ‘Conclude’? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এ প্রশ্নটি আমরা সহজেই একটি ট্রিকসের মাধ্যমে সমাধান করতে পারি। সেটি হলো Suffix, Prefix Concept. Suffix হলো এমন কিছু শব্দগুচ্ছ যার নিজস্ব কোনো মানে নেই। কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ প্রদান করতে পারে। যেমনঃ Live(Verb) এর অর্থঃ বাস করা। এর সাথে suffix হিসেবে যোগ করলে নতুন একটি শব্দ সৃষ্টি হয় সেটি হচ্ছে Livelihood(Noun)। এর মানে জীবিকা। খেয়াল করেছো যে, আমরা সহজেই Verb কে Noun এ রূপান্তর করে ফেললাম। চলো কিছু Suffix শিখে নিই যেগুলো শব্দের শেষে থাকলে শব্দটি নিজে এককভাবে Noun হিসেবে গণ্য হবে- -ion/-on, -hood, -dom, -ment, -ness, -my, -age, -ee, -ure, -tude, -cy, -ny, -tur,-ar,-er,-phy,-ling/-ing, -ty, -gy, -ism,-ry,-mony, -ock, -let, -kin,-ship, -red, -ant,-ice,-sy,-th, -phobia. এখানে Option (b) Conclusion এ –ion যুক্ত আছে Suffix হিসেবে। তাই উত্তর হবে- (b) Conclusion
82. The word ‘Wholesome’ is- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: চলো কিছু Suffix শিখে নিই যেগুলো শব্দের শেষে থাকলে শব্দটি নিজে এককভাবে Adjective হিসেবে গণ্য হবে- -ble/-ible , -less , -ish , -ian , -ary , -ive , -ful, -ar , -al , -ane , -in , -ry , -id, -ile, -ic , -squ , -lent , ous /ose , -ate , -y, -ed , -er,-some. Extra Info: চলো কিছু Suffix শিখে নিই যেগুলো শব্দের শেষে থাকলে শব্দটি নিজে এককভাবে Noun হিসেবে গণ্য হবে- -ion/-on, -hood, -dom, -ment, -ness, -my, -age, -ee, -ure, -tude, -cy, -ny, -tur,-ar,-er,-phy,-ling/-ing, -ty, -gy, -ism,-ry,-mony, -ock, -let, -kin,-ship, -red, -ant,-ice,-sy,-th, -phobia.
83. Choose the correct tense of the sentence, “It was raining when I got up”. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এই প্রশ্নটি উত্তর করতে হলে Tense সম্পর্কে বেসিক থাকতে হবে। Past Continuous Tense : 'অতীতে কোনো কাজ চলছিলো' এরূপ বোঝাতে Past Continuous Tense হয়। Past Continuous Tense এর Structure হচ্ছে- Sub.+ was / were + verb + ing +obj./extension. এই Structure অনুসারে উত্তর হবে - (b) Past continuous tense তাহলে- "It was raining when I got up." অর্থঃ আমি যখন ঘুম থেকে জেগে উঠলাম তখন বৃষ্টি হচ্ছিল।
84. I am accustomed ___ such a life. Fill in the gap with appropriate preposition given below. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Appropriate preposition টি হলো accustomed to। accustomed to অর্থ: অভ্যন্ত। প্রশ্নোক্ত বাক্যটি পূর্ণ করলে দাঁড়ায়- I am accustomed to such a life, অর্থ: আমি এরূপ জীবন যাপনে অভ্যন্ত। অতএব সঠিক উত্তর হবে (b)
85. Choose the correct word to fill up the gap in the following sentence: Alam ___ in Dhaka for ten years. Now he lives in Rangpur. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এখানে বাক্যটি দ্বারা অতীত নির্দেশ করছে তাই এখানে Past Indefinite Tense ব্যবহৃত হবে। প্রশ্নোক্ত বাক্যটি পূর্ণ করলে দাঁড়ায়- Alam lived in Dhaka for ten years. Now he lives in Rangpur. অর্থ: আলম দশ বছর ঢাকায় বসবাস করেছিলো। এখন সে রংপুরে বাস করে। অতএব সঠিক উত্তর (b) Observe: এখানে for 10 years দেওয়া হয়েছে মূলত শিক্ষার্থীদের কনফিউশড করার জন্য।
86. Which one of the following is an example of present perfect continuous tense? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নোক্ত বাক্য উত্তর করতে হলে Present Perfect Continuous Tense সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। Present Perfect Continuous Tense এর পরিচয়: "পূর্বে কোনো কাজ শুরু হয়ে এখনও চলছে' এরূপ বোঝাতে Present Perfect Continuous Tense হয়। Present Perfect Continuous Tense এর Structure হচ্ছে- Sub. + have been/has been + verb + ing + since/for + extension উপরিউক্ত ব্যাখ্যা থেকে এটা পরিষ্কার যে- প্রশ্নোক্ত সঠিক বাক্যটি হচ্ছে: (a) It has been raining অর্থ: বৃষ্টি হয়েই চলেছে।
87. Synonym for ‘Ability’ are all of the following expect: Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Ability, Talent, Skill ও Competency শব্দগুলোর অর্থ দক্ষতা। অপরদিকে Avail শব্দটির অর্থ সুযোগ গ্রহণ করা, সুযোগ কাজে লাগানো। যা উপরিউক্ত চারটি শব্দের সাথে মিল নেই। অতএব সঠিক উত্তর (d)
88. What is the correct tense in this sentence? “Mansur has been using this pen for the last five years? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Present Perfect Continuous Tense এর বেসিকঃ 'পূর্বে কোনো কাজ শুরু হয়ে এখনও চলছে' এরূপ বোঝাতে Present Perfect Continuous Tense হয়। Present Perfect Continuous Tense এর Structure হচ্ছে- Sub.+ have been / has been + verb + ing + since / for + extension উক্ত structure অনুসারে উত্তর হবে – b)Present perfect continuous
89. ‘আমি তোমার নিকট বিশেষ কৃতজ্ঞ’ Which one is the correct English translation? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: কৃতজ্ঞ শব্দটির ইংরেজি হলো greatful এবং বিশেষ কৃতজ্ঞ এর ইংরেজি হলো-very grateful. সুতরাং, আমি তোমার নিকট বিশেষ কৃতজ্ঞ বাক্যটির সঠিক ইংরেজি হলো- I am very grateful to you.
90. The antonym of ‘well mannered’ is- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নোক্ত 'well mannered' শব্দটির অর্থ সদাচারী, সভ্য, ভদ্র। Option (a) decorous এর অর্থ: বিনয়ী, নম্র, শোভন। Option (b) courteous এর অর্থ: ভদ্র, নম্র। Option (c) chivalrous এর অর্থ: শালীন, সৌজন্যময়। Option (d) sassy এর অর্থ: অসভ্য, বেয়াদব। দেখা যাচ্ছে, প্রশ্নোক্ত 'well mannered' শব্দটির Antonym বা বিপরীত শব্দ হবে Option (d) sassy
91. কততম সংশোধনীর মাধ্যে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে সংযোজন করা হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সংবিধান
Explaination: ১৯৭১ সালের ১০ এপ্রিল প্রণীত 'স্বাধীনতার ঘোষণাপত্র' ছিল বাংলাদেশের প্রথম সংবিধান। ২০১১ সালের ৩০শে জুন তারিখে বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রকে মূল সংবিধানের অঙ্গীভূত করা হয়েছে।
92. বাংলাদেশের নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বাংলাদেশে নৌবাহিনী
Explaination: ১৯৭২ সালে ভারতীয় নৌবাহিনী একটি উপকূলীয় টহল জাহাজ উপহার দেয় যা বাংলাদেশ নৌবাহিনীতে বানৌজা পদ্মা নামে সংযুক্ত করা হয়। এই জাহাজের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী প্রথমবারের মত সমুদ্রে পদার্পণ করে।
93. অপারেশন জ্যাকপটে নৌ-কমান্ডারদের অভিযানের প্রস্তুতির সংকেত হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিচের কোন গানটি বাজানো হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অপারেশন জ্যাকপট
Explaination: অপারেশন জ্যাকপটে নৌ-কমান্ডারদের অভিযানের প্রস্তুতির সংকেত হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাজানো হয়- আরতি মুখোপাধ্যায়ের গাওয়া "আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুরবাড়ি" গানটি। আর, অভিযানে নামার চূড়ান্ত সাংকেতিক নির্দেশ দেওয়া হয়- পংকজ মল্লিকর গাওয়া "আমি তোমায় যত শুনিয়েছিলাম গান" গানটির মাধ্যমে।
94. মুক্তিযুদ্ধে 'মুজিবনগর' কোন সেক্টরের অধীনে ছিল? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মুজিবনগর
Explaination: কুষ্টিয়া, যশোর, দৌলতপুর সাতক্ষীরা সড়ক পর্যন্ত খুলনা জেলা ও ফরিদপুরের কিছু অংশ ছিল 'সেক্টর নং ৮' এর অন্তর্ভুক্ত। মেহেরপুর জেলায় অবস্থিত মুজিবনগর (পূর্বনাম: বৈদ্যনাথতলা এবং ভবেরপাড়া) তখন সেক্টর নং ৮ এর অন্তর্ভুক্ত ছিল।
95. বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা 'মুক্তিবেটি' নামে পরিচিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মুক্তিযুদ্ধে নারী
Explaination: কাঁকন বিবি, আসল নাম কাঁকন হেনইঞ্চিতা। মুক্তিবাহিনীর ২০টির বেশি সম্মুখযুদ্ধে অংশ নেওয়া কাঁকন বিবি মুক্তিবেটি নামে পরিচিত।
96. মুক্তিবাহিনীর ‘ওয়ার স্ট্রাটেজি’ কি নামে পরিচিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মুক্তিযুদ্ধের রণকৌশল
Explaination: ১৯৭১ সালের একাত্তর সালের চৌঠা এপ্রিল সামরিক বাহিনীর বাঙালি কর্মকর্তারা সিলেটের তেলিয়াপাড়া চা বাগানে এক বৈঠকে মিলিত হন। সেখানে তারা মুক্তিযুদ্ধের রণকৌশল প্রণয়ন করে। পরে এটি তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে পরিচিত হয়।
97. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় কবে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জাতীয় পতাকা
Explaination: ১৯৭১ সালের ২রা মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ছাত্র নেতা আ. স. ম. আব্দুর রব। ২৩ মার্চ, পাকিস্তান দিবস বা লাহোর প্রস্তাব দিবসে পাকিস্তানের পতাকার পরিবর্তে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়।
98. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে কখন বাংলায় ভাষণ দিয়েছিলেন? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জাতিসংঘ
Explaination: জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন।
99. অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য
Explaination: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত একটি ভাস্কর্য। এটি নির্মাণ করেন মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ। অপরাজেয় বাংলা নামকরণটি করেছিলেন মুক্তিযাদ্ধা ও সাংবাদিক সালেহ চৌধুরী
100. ঢাকার প্রথম মেট্রোরেল এমআরটি-৬ এর মোট দৈর্ঘ্য- Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেট্রোরেল
Explaination: ঢাকার প্রথম মেট্রোরেল এমআরটি-৬ এর মোট দৈর্ঘ্য- ২১.২৬ কিলোমিটার