Exam

Question View - MT GK 30.01.24
1. মাতারবাড়ি কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সাম্প্রতিক
Explaination: মাতারবাড়ী কয়লা চালিত পাওয়ার প্ল্যান্টের সম্মিলিত উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট
2. স্বাধীনতা সংগ্রামে বীরত্বপূর্ণ অবদানের জন্যে ১৯৭৩ সালে কতজনকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মুক্তিযুদ্ধ
Explaination: স্বাধীনতা সংগ্রামে বীরত্বপূর্ণ অবদানের জন্যে ১৯৭৩ সালে ৪ টি রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয় ৬৭৬ জনকে। তার মধ্যে বীরশ্রেষ্ঠ ৭ জন, বীর উত্তম ৬৮ জন ,বীর বিক্রম ১৭৫ জন, বীর প্রতীক ৪২৬ জন। ২০২১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত এবং আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আত্মস্বীকৃত চার খুনির বীর মুক্তিযোদ্ধা খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। খেতাব বাতিল হওয়া চার জন হচ্ছেন, লেফটেন্যান্ট কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম গেজেট নং-২৫), লেফটেন্যান্ট কর্নেল এস এইচ এম এইচ এম বি নুর চৌধুরী (বীর বিক্রম গেজেট নং-৯০), লেফটেন্যান্ট এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক গেজেট নং-২৬৭) ও নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক গেজেট নং-৩২৯)।
3. বর্তমানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মুক্তিযুদ্ধ
Explaination: স্বাধীনতা সংগ্রামে বীরত্বপূর্ণ অবদানের জন্যে ১৯৭৩ সালে ৪ টি রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয় ৬৭৬ জনকে। তার মধ্যে বীরশ্রেষ্ঠ ৭ জন, বীর উত্তম ৬৮ জন ,বীর বিক্রম ১৭৫ জন, বীর প্রতীক ৪২৬ জন। ২০২১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত এবং আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আত্মস্বীকৃত চার খুনির বীর মুক্তিযোদ্ধা খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। খেতাব বাতিল হওয়া চার জন হচ্ছেন, লেফটেন্যান্ট কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম গেজেট নং-২৫), লেফটেন্যান্ট কর্নেল এস এইচ এম এইচ এম বি নুর চৌধুরী (বীর বিক্রম গেজেট নং-৯০), লেফটেন্যান্ট এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক গেজেট নং-২৬৭) ও নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক গেজেট নং-৩২৯)।
4. ক্র্যাক প্লাটুন কোন সেক্টরের অধীনে ছিলো? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মুক্তিযুদ্ধ
Explaination: ক্র্যাক প্লাটুন স্বাধীনতা যুদ্ধে ২ নং সেক্টরের অধীনে ঢাকাতে আক্রমণ পরিচালনাকারী মুক্তিযোদ্ধাদের গেরিলা দল।
5. মুক্তিযুদ্ধকালীন সময়ে টাঙ্গাইলে আঞ্চলিকভাবে কোন বাহিনী গঠিত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মুক্তিযুদ্ধ
Explaination: দখলদার পাকিস্তানিদের হাত থেকে মাতৃভূমিকে বাঁচাতে ১৯৭১ সালের ১৯ এপ্রিল টাঙ্গাইল অঞ্চলে কাদেরিয়া বাহিনী গঠিত হয়।
6. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিচের কোন গানটির মাধ্যমে অপারেশন জ্যাকপটে নৌ-কমান্ডারদের অভিযানে নামার চূড়ান্ত সাংকেতিক নির্দেশ দেওয়া হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অপারেশন জ্যাকপট
Explaination: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ১৫ আগস্ট, পংকজ মল্লিকের কণ্ঠে, ‘আমি তোমায় যত শুনিয়েছিলেম গান’ প্রচারের মাধ্যমে অপারেশন জ্যাকপটে নৌ-কমান্ডারদের অভিযানে নামার চূড়ান্ত সাংকেতিক নির্দেশ দেওয়া হয়।
7. অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল ১৯৭১ সালের কত তারিখ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অসহযোগ আন্দোলন
Explaination: ১ মার্চে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণার পর জনগণের স্বতস্ফুর্ত আন্দোলন শুরু হলেও আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবুর রহমানের আহ্বানে ২ মার্চে অসহযোগ আন্দোলন শুরু হয়ে ২৫ মার্চ পর্যন্ত চলমান থাকে। মোট ২৫ দিন স্থায়ী হয় এই আন্দোলন।
8. ইউনেক্সো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণকে কি হিসেবে স্বীকৃতি দিয়েছে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৭ মার্চের ভাষণ
Explaination: ২০১৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।
9. বাংলাদেশের একমাত্র পাহাড়-বিশিষ্ট দ্বীপ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বাংলাদেশের ভূ-প্রকৃতি
Explaination: কক্সবাজার জেলার অন্তর্গত বাঁশখালী নদীর তীরে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী।
10. 'শিখা চিরন্তন' কোথায় অবস্থিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: শিখা চিরন্তন রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত একটি স্মরণ স্থাপনা। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্থানটিতে দাঁড়িয়ে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রদান করেন এবং পাকিস্তানি বাহিনির আত্নসমর্পপের দলিল স্বাক্ষরের স্থান ও দিন কে স্মরণ করিয়ে দেয়। ৭ই মার্চ এর স্মৃতি স্বরণে ১৯৯৭ সালের ২৬শে মার্চ শিখা চিরন্তন উদ্বোধন করা হয়।