Exam
Question View - Eleventh Hour || E33D33 || 29.01.24
1. যদি ৪র্থ কক্ষপথে electron এর মোট শক্তি E4= -4 Kj , E1=কত?যদি ৪র্থ কক্ষপথে electron এর মোট শক্তি E4= -4 Kj , E1=কত?
Edit
Topic: অ-২ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: E4=E1×1/4^2
E1=-4×16=-64Kj
2. Mg এর একটি পরমাণুর ভর কত ?
Edit
Topic: অ-২ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: একটি পরমানুর ভর = 1 a.m.u × আপেক্ষিক পারমাণবিক ভর
Mg এর একটি পরমাণুর ভর = 1 a.m.u * 24 = 24 a.m.u
3. নিচের কোন অরবিটালটি হুন্ডের নিয়ম মেনে চলে না ?
Edit
Topic: অ-২ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: হুণ্ডের নীতি মানার জন্য অন্তত সমশক্তির দুটি অরবিটাল দরকার , কিন্তু s উপস্তরের শুধু একটিমাত্র অরবিটাল s বিদ্যমান।
4. সিস < ট্রান্স এই মর্মে কোনটি ভুল নয় ?
Edit
Topic: ২.৬.১ , অ-২ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: ট্রান্স সমানুতে একই মুলক বিপরীতে থাকায় তাদের মধ্যে বিকর্ষণ কম হয় ফলে তারা অধিক স্থিতিশীল হয় যার ফলে তাদের গলনাঙ্ক বেশি হয় ।
5. রিউমেটিক ফিভারের ওষুধ রুপে কাকে ব্যাবহার করা হয় ?
Edit
Topic: ২.১০.১ , বিশেষ দ্রষ্টব্য , অ-২ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination:
6. কার্বনিল যৌগের Grignard বিকারকের সাথে বিক্রিয়ায় কোনটি উৎপাদন অসম্ভব?
Edit
Topic: ২.১০.১ , Grignard বিকারক সহ বিক্রিয়া , অ-২ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: মিথান্যাল + RMgX = ইথানল
Any aldehyde + RMgX = Secondary alcohol
Any ketone + RMgX = Tertiary alcohol
7. নিওক্লিওফিলিক সংযোজনে কার্বনিল মুলকের পরিপ্রেক্ষিতে কার সক্রিয়তা তুলনামুলক বেশি ?
Edit
Topic: ২.১০.১ , নিওক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় aldehyde & ketone এর সক্রিয়তা , অ-২ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: aldehyde , ketone এর চেয়ে বেশি সক্রিয় হয় , আর aldehyde এর মধ্যে mithanal বেশি সক্রিয় কারন এর মধ্যে C এর ধনাত্মক চার্জের মাত্রা কম প্রশমিত হয় , কারন তার সাথে কোন electron দাতা alkali মুলক থাকে না. ক্রমঃ mithanal>ethanal>propanal>propanon
8. বেনজিন থেকে কোনটি অধিক সক্রিয় নয় ?
Edit
Topic: ২.১০.৫ , অ-২ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: NO2 মূলকটি মেটা নির্দেশক যা বেনজিন বলয়ে electron এর ঘনত্ব কমিয়ে দেয় , যার ফলে এটি বেনজিন হতে কম সক্রিয় হয় ।
9. বিশুদ্ধ অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করার ক্ষেত্রে অধিক গ্রহণযোগ্য -
Edit
Topic: ২.১১.৩ , অ-২ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: Darzen reaction এ উৎপন্ন অতিরিক্ত উৎপাদ SO2 & HCl গ্যাসীয় হওয়ায় তারা উড়ে চলে যায় এবং শুধু অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া পাত্রে অবশেষ থাকে , তাই অ্যালকাইল হ্যালাইডকে বিশুদ্ধ অবস্থায় পৃথক করা যায় ।
10. জৈব অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় সৃষ্ট যৌগে কোন কার্যকরী মূলক থাকে ?
Edit
Topic: ২.১১.৮ , অ-২ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: জৈব অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার তৈরি হয় , আর এস্টার মূলক হল--CO-OR ।
11. হেবার বস প্রণালিতে প্রভাবক সহায়ক হিসেবে ব্যাবহার করা হয় নিচের কোনটিকে ?
Edit
Topic: ৫.৫.১ , অ-৫ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: Fe চূর্ণকে প্রভাবক ও Al2O3 কে প্রভাবক সহায়ক হিসেবে ব্যাবহার করা হয় ।
12. কোন গ্লাসটি ক্ষতিকর UV RAY প্রতিরোধ করতে সক্ষম ?
Edit
Topic: ৫.৫.২ , জেনে নাও , অ-৫ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination:
13. কুকিং লিকারে কোনটি থাকে না ?
Edit
Topic: ৫.৫.৪ , অ-৫ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: কুকিং লিকারে ২৭.১% Na2S , ৫৮.৬% NaOH , ১৪.৩% Na2CO3 দ্রবণ থাকে ।
14. চামড়ার প্রোটিনে ব্যাকটেরিয়া জন্মানো প্রতিরোধে কার্যকর -
Edit
Topic: ৫.৬ ,কিউরিং , অ-৫ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: চামড়ার প্রোটিনে ব্যাকটেরিয়া জন্মানো প্রতিরোধ করতে কিউরিং করা হয় । NaCl দ্বারা কিউরিং করার মাধ্যমে চামড়া হতে যথাসম্ভব পানি বের করে নেওয়া হয় ।
15. নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?
Edit
Topic: ৩.২.২ , অ-৩, রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: B , Te,Si এরা সকলেই অপধাতু , কিন্তু Sn (টিন ) একটি ধাতু ।
16. কাদের অক্সাইড সানগ্লাস ও ওয়েল্ডিং কাজে গগলস তৈরিতে ব্যাবহার করা হয় ?
Edit
Topic: ৩.২.৪ , অ-৩, রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: ল্যান্থাইড যৌগ সমূহ অতিবেগুনি ও অবলোহিত রশ্মি শোষণ করে, তা দৃশ্যমান আলোর পরিবেশে বিকিরণ করতে পারে । তাই তাদের সানগ্লাস বা গগলস তৈরিতে ব্যাবহার করা হয় ।
17. নীচের কোনটির গলনাংক সবথেকে কম?
Edit
Topic: অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: গ্রুপ ১ এর মৌলসমূহের উপর থেকে নিচে ধাতব বন্ধনের শক্তি ক্রমান্বয়ে কমতে থাকে । যেহেতু ধাতুর গলনাঙ্ক ধাতব বন্ধনের শক্তির উপর নির্ভরশীল তাই Li এর গলনাংক বাকিদের তুলনায় বেশি , সেই প্রেক্ষিতে Cs এর সবথেকে কম ।
18. নিম্নের কোন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা প্রায় শুন্য?
Edit
Topic: ৩.৪ , তড়িৎঋণাত্মকতা , অ-৩, রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: Ne একটি নিষ্ক্রিয় গ্যাস যা সাধারণত কোন বন্ধন গঠন করে না , তাই তার তড়িৎঋণাত্মকতা শূন্যের নিকটবর্তী হয়।
19. নিচের কোন যুগলটি সঠিক নয় ?
Edit
Topic: ৩.৫ , অ-৩, রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: ধাতব অক্সাইড ক্ষারীয়
অধাতব অক্সাইড অম্লীয় , সুতরাং , SO3 -অম্লীয়
20. ৪৯ গ্রাম ১০০০ ml H2SO4 এর মোলার ঘনমাত্রা কত ?
Edit
Topic: অ-১, রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: H2SO4 এর আণবিক ভর = ৯৮ গ্রাম
C = (1000W)/VM
= (1000 * 49) / (1000*98)
= .5 M
21. কোন প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক .001 হলে , বিক্রিয়ার অর্ধায়ু কত ?
Edit
Topic: অ-৪ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার
Explaination: আমরা জানি , প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু ,t(1/2) = .693/k
বা , t = .693/0.001;
বা, t = 693 s
22. 2SO2(g) + O2(g) = 2SO3(g) , প্রভাবক NO(g) , কোন ধরনের প্রভাবন ?
Edit
Topic: ৪.৪ , সমসত্ত প্রভাবন (Homogenous catalysis) ,অ-৪ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: এই বিক্রিয়ায় উৎপাদ , বিক্রিয়ক , প্রভাবক সবাই একই ভৌত অবস্থা গ্যাসীয় অবস্থায় আছে ।
23. লা-শাতেলিয়ার নীতি অনুসারে নিচের কোনটি সঠিক?
Edit
Topic: ৪.৬ , অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপ ও ঘনমাত্রা পরিবর্তন করলে সাম্যবস্থার পরিবর্তন ঘটলেও সাম্যধ্রুবকের কোন পরিবর্তন ঘটেনা , কিন্তু তাপমাত্রা পরিবর্তন করলে সাম্যধ্রুবকের পরিবর্তন হয় ।
24. পানিতে তেলের ইমালশনের উদাহরন -
Edit
Topic: ৫.৬.২, অ-৫, রসায়ন ১ম পত্র, সঞ্জিত স্যার।
Explaination:
25. ফলের ক্ষেত্রে ক্যানিং তরল হিসেবে ব্যবহৃত হয় নিচের কোনটি ?
Edit
Topic: 5.4, অ-৫, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: সাধারণত ক্যানিং তরল হিসেবে ফলের ক্ষেত্রে 30-40% চিনির দ্রবণ, সবজি ও মাংসের ক্ষেত্রে 7-15% NaCl দ্রবণ কৌটার খাদ্যবস্তুতে যোগ করা হয়। এছাড়া প্রিজারভেটিভরূপে 0.25% সাইট্রিক এসিড বা সোডিয়াম বেনজোয়েট বা সোডিয়াম নাইট্রাইট বা নাইট্রেট লবণ যোগ করা হয়।
26. একটি তারের 0.01 দৈর্ঘ্যের বিকৃতিতে পার্শ্ব বিকৃতি 0.0024 হলে,তারের উপাদানের পয়সনের অনুপাত কত?
Edit
Topic: পয়সনের অনুপাত, পদার্থের গাঠনিক ধর্ম ইসহাক স্যার
Explaination: পয়সনের অনুপাত=পার্শ্ব বিকৃতি/দৈর্ঘ্য বিকৃতি =.0024/.01 =.24
27. কোনটি সংরক্ষণশীল বল নয়?
Edit
Topic: বলের ধারণা, নিউটনীয় বলবিদ্যা ইসহাক স্যার
Explaination: সান্দ্র বল ঘর্ষণ বলের ন্যায় একটি অসংরক্ষণশীল বল।
28. বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে অভিকর্ষীয় ত্বরণ -
Edit
Topic: লিফট ও অভিকর্ষজ ত্বরণ, মহাকর্ষ ও অভিকর্ষ ইসহাক স্যার |
Explaination: পৃথিবীর আকৃতি ও ব্যাসার্ধ স্থানভেদে ভিন্ন। তাই, • বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলের দিকে অভিকর্ষীয় ত্বরণ 'বৃদ্ধি পায়'। • মেরু অঞ্চল হতে বিষুবীয় অঞ্চলের দিকে অভিকর্ষীয় ত্বরণ হ্রাস পায়'। • ৪৫° অক্ষাংশে সমুদ্র সমতলে g এর মানকে আদর্শ মান (9.80665 ms ²) ধরা হয়।
29. একই পদার্থের বিভিন্ন অনুর মধ্যে পাস্পরিক আকর্ষণ কে কি বলে?
Edit
Topic: পদার্থের গাঠনিক ধর্ম ইসহাক স্যার
Explaination: সংসক্তি বল (Cohesive force) : একই পদার্থের বিভিন্ন অনুরা মধ্যে পারস্পরিক আকর্ষন বলকে সংসক্তি বা সংযুক্তি বল বলে। আসঞ্জন বল (Adhesive force): বিভিন্ন পদার্থের অনুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষন বলকে আসঞ্জন বল বলে।
30. মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা নয় কোনটি?
Edit
Topic: পর্যবেক্ষণ ও পরীক্ষণের ক্রমবিকাশ, ভৌত জগৎ ও পরিমাপ, ইসহাক স্যার |
Explaination: ভৌত রাশির একক নির্ণয়।
31. প্রাসের ওপর একমাত্র ক্রিয়াশীল বল?
Edit
Topic: প্রক্ষেপণ গতি ইসহাক স্যার |
Explaination: বাতাসের বাধা উপেক্ষা করলে প্রাসের গতি কেবলমাত্র অভিকর্ষের ক্রিয়ার ফল ।
32. কোনো হালকা বস্তু ও ভারী স্থির বস্তুর সংঘর্ষের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
Edit
Topic: সংঘর্ষ এবং কেন্দ্রমূখী বল, নিউটনীয় বলবিদ্যা ইসহাক স্যার|
Explaination: হালকা বস্তু এবং ভারী স্থির বস্তুর সংঘর্ষের ক্ষেত্রে ভারী বস্তুটি স্থির থাকে এবং হালকা বস্তুটি প্রায় দ্বিগুণ বেগে ছুটে যায়।
33. 270kg ভরের একটি বোঝা একটি ক্রেনের সাহায্যে 0.1ms-¹ বেগে উঠানো হলো। ক্রেনের ক্ষমতা নির্ণয় কর-
Edit
Topic: ক্ষমতা, কাজ শক্তি ও ক্ষমতা ইসহাক স্যার |
Explaination: P = Fv = mgv=270×9.8×0.1= 264.6
34. কোনটি সঠিক?
Edit
Topic: অভিকর্ষজ তরণ, মহাকর্ষ ও অভিকর্ষ ইসহাক স্যার
Explaination: G একটি সার্বজনীন ধ্রুবক, এটি ভর, মাধ্যমের প্রকৃতি, উপাদান ও দিকদর্শিতা ধর্মের উপর নির্ভর করেনা।
35. স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার চাপের-
Edit
Topic: আদর্শ গ্যাস ও গ্যাসের সূত্রাবলি ইসহাক স্যার|
Explaination: বয়েলের সুত্রানুযায়ী, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের ওপর প্রযুক্ত চাপ তার আয়তনের ব্যস্তানুপাতিক।
36. প্রত্যাবর্তী প্রক্রিয়া একটি-
Edit
Topic: প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়া , তাপগতিবিদ্যা ইসহাক স্যার |
Explaination: প্রত্যাবর্তী প্রক্রিয়া একটি অস্বতঃস্ফূর্ত ধীর, উভমুখী তাপগতীয় প্রক্রিয়া।
37. বিভব পার্থক্য স্থির থাকলে ধারকের সঞ্চিত শক্তি তার চার্জের-
Edit
Topic: ধারক ও ধারকত্ব , স্থির তড়িৎ ইসহাক স্যার
Explaination: ধারকের সঞ্চিত শক্তির ক্ষেত্র, P.E =W= (1/2)QV
38. নিম্নের কোনটি প্রাথমিক কোষ নয়?
Edit
Topic: তড়িৎ কোষ, চল তড়িৎ ইসহাক স্যার |
Explaination: প্রাথমিক কোষ বা মৌলিক কোষ- ভোল্টার কোষ|
39. নিম্নের কোনটি টর্ক এর ব্যবহার নয়?
Edit
Topic: অ্যাম্পিয়ারের সূত্র ও টর্ক, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব, তপন স্যার |
Explaination: টর্ক বা ব্যবর্তন বল অনেক ধরনের ডিভাইস বা যন্ত্র যেমনঃ গ্যালভানোমিটার, বৈদ্যুতিক মোটর, জেনারেটর ইত্যাদি পরিচালনার কাজে ব্যবহৃত হয়।
40. নিচের কোনটি ফেরোচৌম্বক পদার্থ?
Edit
Topic: চৌম্বকত্ব , তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব ইসহাক স্যার
Explaination: ফেরোচৌম্বক পদার্থের উদাহরণ হলো লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি।
41. একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে 220 ভোল্ট ও 1000 ওয়াট লিখা আছে, ইহার রোধ কত ওহম ?
Edit
Topic: ক্ষমতা ও বিদ্যুৎ বিল, চলতড়িৎ ইসহাক স্যার ৷
Explaination: P = v²/R R =(220)²/1000
42. একটি কার্নো ইঞ্জিন 227 ° C এবং 27 ° C তাপমাত্রায় কাজ করে ৷ এর কর্মদক্ষতা -
Edit
Topic: কর্মদক্ষতা, তাপগতিবিদ্যা, ইসহাক স্যার ৷
Explaination: n = (1-T2/ T1)
43. পানির সংকট তাপমাত্রা কত ?
Edit
Topic: জলীয় বাষ্প ও বায়ুচাপ,আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব, ইসহাক স্যার ৷
Explaination: পানির সংকট তাপমাত্রা = 374° C / 647 K
44. কোনটি AC কে DC তে পরিনত করে?
Edit
Topic: জাংশন ডায়োড, সেমি কন্ডাক্টর ও ইলেক্ট্রনিক্স., ইসহাক স্যার ৷
Explaination: AC কে DC তে পরিনত করে ডায়োড , অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে ট্রানজিস্টর
45. নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কী বিক্রিয়া ঘটে?
Edit
Topic: তেজস্ক্রিয়তা, পরমাণুর মডেল ও নিউক্লীয় পদার্থবিজ্ঞান ,ইসহাক স্যার
Explaination: পারমানবিক চুল্লিতে ²³⁵U ব্যবহৃত হয় যা নিউট্রনের সাথে ফিশন বিক্রিয়াতে ভেঙে কম ভরযুক্ত পরমাণুতে পরিনত হয়
46. Retrogressive Metamorphosis ঘটে কোনটিতে?
Edit
Topic: Urochordata, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Urochordata উপপর্বের লার্ভার প্রতীপ রূপান্তর (Retrogressive Metamorphosis) ঘটে, অর্থাৎ উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য অর্জন করে।
47. ফিতা কৃমিতে কোন ধরনের সিলোম থাকে?
Edit
Topic: সিলোম, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Platyhelminthes পর্বের প্রাণীরা সিলোমবিহীন বা অ্যাসিলোমেট। ফিতা কৃমি Platyhelminthes পর্বের প্রাণী। তাই এটি অ্যাসিলোমেট।
48. রুই মাছের রক্তের ক্ষেত্রে সঠিক নয় কোনটি?
Edit
Topic: রক্ত সংবহনতন্ত্র, প্রাণীর পরিচিতি - রুই মাছ, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: রুই মাছের রক্তে অনুচক্রিকা অনুপস্থিত থাকে।
49. Oesophagus এর দৈর্ঘ্য কত?
Edit
Topic: পৌষ্টিকতন্ত্র, পরিপাক ও শোষণ, আজমল স্যার।
Explaination: Oesophagus বা অন্ননালীর দৈর্ঘ্য ২৩ - ২৫ সেমি।
50. Buccal cavity তে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়?
Edit
Topic: রাসায়নিক পরিপাক, পরিপাক ও শোষণ, আজমল স্যার।
Explaination: মুখবিবরে (Buccal cavity) শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্যের পরিপাক
51. স্বাভাবিক সুস্থ দেহে রক্তের Temperature কত?
Edit
Topic: রক্ত, রক্ত সঞ্চালন, আজমল স্যার।
Explaination: মানবদেহের রক্তের স্বাভাবিক তাপমাত্রা 36-38°Celsius।
52. শ্বেত রক্তকণিকার পরিমান স্বাভাবিক এর চেয়ে কম থাকলে তাকে কি বলে?
Edit
Topic: শ্বেত রক্তকণিকা, রক্ত ও সঞ্চালন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: রক্তে শ্বেত রক্তকণিকার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে তাকে লিউকোসাইটোসিস এবং কম থাকলে তাকে লিউকোপেনিয়া বলে। লিউকেমিয়া ক্যান্সারের ক্ষেত্রে শ্বেত রক্ত কণিকার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যায়।
53. বাম ফুসফুসের ওজন কত?
Edit
Topic: মানুষের শ্বসনতন্ত্র, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination:
54. হেনলির লুপে পুনঃশোষিত হয় নিচের কোনটি?
Edit
Topic: অনুশীলনী প্রশ্ন, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: হেনলির লুপে ম্যাগনেসিয়াম পুনঃশোষিত হয়।
55. 'ডেলটয়েড রিজ' দেখা যায় কোন অস্থিতে?
Edit
Topic: উপাঙ্গীয় কঙ্কাল – উর্ধবাহুর অস্থি, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: হিউমেরাসের মূল দেহের মধ্যভাগে পেশী সংযুক্তির জন্য খসখসে ডেলটয়েড রিজ (Deltoid ridge) রয়েছে।
56. মস্তিষ্কের কোন অংশ স্বাভাবিক Respiratory rate নিয়ন্ত্রণ করে?
Edit
Topic: মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পনসের কিছু গুরুত্বপূর্ণ কাজ- শ্বসন কার্য নিয়ন্ত্রণ, প্রতিবর্ত কেন্দ্র হিসেবে কাজ করে, মস্তিষ্কের বিভিন্ন অংশে সংবেদ প্রবাহের প্রেরণ কেন্দ্র হিসেবে কাজ করে।
57. নিচের কোনটি Sensory cranial nerve নয়?
Edit
Topic: মানুষের করোটিক স্নায়ুসমূহ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সংবেদী করোটিক স্নায়ু- অলফ্যাক্টরি, অপটিক ও অডিটরি।
58. Gonadotropin Releasing Hormone (GnRH) কোথা থেকে ক্ষরিত হয়?
Edit
Topic: স্ত্রী প্রজননতন্ত্রের হরমোনাল ক্রিয়া, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত Gonadotropin Releasing Hormone (GnRH) অগ্র পিটুইটারিকে উদ্দীপ্ত করে ফলে লুটিনাইজিং ও ফলিকল স্টিমলিটিং হরমোন নিঃসৃত হয়।
59. জ্বর সৃষ্টির জন্য দায়ী কোনটি?
Edit
Topic: মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মাক্রোফেজ যখন ভাইরাস, ব্যাকটেরিয়া বা বহিরাগত কণাকে শনাক্ত ও আক্রমণ করে তখন কোষগুলো রক্ত প্রবাহে পাইরোজেন (Pyrogen) নামক পলিপেপটাইড ক্ষরণ করে। পাইরোজেন মস্তিষ্কের হাইপোথ্যালামাসে বিপাকীয় পরিবর্তন ঘটিয়ে দেহের তাপমাত্রাকে উচ্চতার মাত্রায় নির্ধারণ করায়, তখন শরীর কেঁপে ওঠে ও জ্বর আসে।
60. সাদা লেগহর্ণ মোরগ মুরগিতে রঙিন পালক সৃষ্টি না হয়ে সাদা পালক সৃষ্টির জন্য দায়ী জিন কোনটি?
Edit
Topic: দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সাদা লেগহর্ণ মোরগ মুরগিতে রঙিন পালক সৃষ্টির দায়ী একটি প্রকট জিন থাকে। কিন্তু Epistatic gene এর কারণে রঙ্গিন পালক সৃষ্টি হতে না পারায় পালকগুলো সাদা হয়।
61. মাইটোকন্ড্রিয়ার কোন অংশে ATP synthases অবস্থান করে?
Edit
Topic: মাইটোকন্ড্রিয়া, কোষ ও এর গঠন (হাসান)
Explaination:
62. নিচের কোনটি সেন্ট্রিওলের কাজ নয়?
Edit
Topic: সেন্ট্রিওল, কোষ ও এর গঠন (হাসান)
Explaination:
63. Meiosis cell division এর কোন উপপর্যায়ে X-আকৃতির কায়াজমা (chiasma) তৈরি হয়?
Edit
Topic: মায়োসিস-১ এর ধাপসমূহ, কোষ বিভাজন (হাসান)
Explaination:
64. উদ্ভিদের প্রধান disaccharide হিসেবে কাজ করে কোনটি ?
Edit
Topic: ডাইস্যাকারাইড, কোষ রসায়ন (হাসান)
Explaination:
65. সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাসের নাম কী?
Edit
Topic: ভাইরাস, অণুজীব (হাসান)
Explaination:
66. পরিবেশ থেকে খাদ্য শোষণের কাজে ব্যবহৃত ছত্রাকের দেহের সূত্রাকার শাখাকে (hypha) কী বলে?
Edit
Topic: ছত্রাকের দৈহিক গঠন, শৈবাল ও ছত্রাক (হাসান
Explaination:
67. লাইকেনের নিম্নত্বক থেকে উদগত এককোষী রোমকে বলা হয় -
Edit
Topic: লাইকেনের অন্তর্গঠন, শৈবাল ও ছত্রাক (হাসান)
Explaination:
68. ফার্নের (Pteridophyta) বৈশিষ্ট্য কোনটি?
Edit
Topic: টেরিডোফাইটা, ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা (হাসান)
Explaination:
69. কোন নগ্নবীজী উদ্ভিদে সরল প্রকৃতির ভেসেল থাকে?
Edit
Topic: নগ্নবীজী উদ্ভিদ, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ (হাসান)
Explaination:
70. কোন ভাজক টিস্যুর (meristem) কারণে উদ্ভিদের বিভিন অঙ্গ আয়তনে বৃদ্ধি পায়?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র (হাসান)
Explaination:
71. সাইটোক্রোম পাম্প মতবাদে কোন এনজাইমের প্রভাবে প্রোটন ও ইলেকট্রন সৃষ্টি হয়?
Edit
Topic: সক্রিয় লবণ পরিশোষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব (হাসান)
Explaination:
72. আত্তীকরণ শক্তি (assimilatory power) বলা হয় -
Edit
Topic: সালোকসংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়, উদ্ভিদ শারীরতত্ত্ব (হাসান)
Explaination:
73. ত্রিমিলনের (Triple fusion) এর মাধ্যমে সেকেন্ডারী নিউক্লিয়াসটি কী উৎপন্ন করে?
Edit
Topic: নিষেকের পরিণতি, উদ্ভিদ প্রজনন (হাসান)
Explaination:
74. কোনটিকে DNA অণু কর্তনের আণবিক কাঁচি (molecular scissors) বলা হয়?
Edit
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি (হাসান)
Explaination:
75. নিচের কোন উদ্ভিদটি লবণাক্ত পানিতে জন্মায় না?
Edit
Topic: লোনামাটির উদ্ভিদ, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ (হাসান)
Explaination:
76. The phrase 'Achilles' heel' means-
Edit
Topic:
Explaination: এই প্রশ্নটি উত্তর করতে হলে আগে থেকে Idioms সম্পর্কে জানা থাকা লাগবে। Basic : Achilles' heel একটি idiom, যার অর্থ দুর্বল দিক তথা weak point। Logic : The Plot behind this Idiom: (পড়ো, feel করতে পারবে ) Greek Mythology অনুসারে, Achilles- এর শৈশবে ভবিষ্যদ্বাণী অনুযায়ী তার মৃত্যু ঠেকাতে তার মা স্বর্গীয় নদী Styx-এ গোসল করানোর সময়, Achilles-এর গোড়ালি ধরে রাখার কারণে ঐ অংশ ভেজেনি। তাই Achilles-এর অমরত্ব লাভ সম্ভব হয়নি। তাই Trojan যুদ্ধে Paris কর্তৃক বিষ মাখানো তীর পায়ের গোড়ালিতে তীরবিদ্ধ হয়ে Achilles-এর মৃত্যু হয়। এটি Achilles' heel প্রবাদটির গোড়ার কথা। তাহলে Achilles এর দুর্বল দিক বা Weak Point কী তার গোড়ালি /Heel ছিল, Right? –এজন্যই Achilles’ heel অর্থ – A weak point
77. He does not adhere ____any principle.
Edit
Topic:
Explaination: Adhere (লেগে থাকা)-এর পরে appropriate preposition হিসেবে to বসে। অন্য কোনো Preposition বসে না।
78. Millennium is a period of
Edit
Topic:
Explaination: Millennium : সহস্রাব্দ বা এক হাজার বছর।
79. Which of the following words is spelt incorrectly?
Edit
Topic:
Explaination: Option :a) reminescence-ই সঠিক উত্তর। কারণ প্রশ্নে ভুল বানান চাওয়া হয়েছে। এর সঠিক বানান সঠিক বানান হলো- reminiscence, যার অর্থ স্মৃতিচারণ।
80. What kind of noun is 'river'?
Edit
Topic:
Explaination: যে Noun কোন একটি নির্দিষ্ট ব্যক্তি বা স্থানকে না বুঝিয়ে একজাতীয় সকলকে বুঝায় তাকে Common Noun বা জাতি বাচক বিশেষ্য বলে। যেমন: city, village, school, college, river, sea, hill etc.
81. Sitting happily, the chicken laid eggs.The underlined part is a/an-
Edit
Topic:
Explaination: Subordinate clause হলো এমন clause যেটি নিজে নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না। এমনকি যদিও subordinate clause-এ subject ও verb থাকে। Subordinate clause main clause সম্বন্ধে অতিরিক্ত তথ্য/ধারণা প্রদান করে। এটি বাক্যের শুরুতে/মাঝে/শেষে বসতে পারে। প্রদত্ত বাক্যটিতে sitting happily-এর পূর্বে subject উহ্য রয়েছে। এই clause-টির subject ও পরের main clause-এর subject একই। এজন্য উত্তর হবে - B)subordinate clause
82. Identify the correct sentence:
Edit
Topic:
Explaination:
83. The phrase 'dog days' means-
Edit
Topic:
Explaination: 'Dog days' idiom-টির অর্থ বছরের উষ্ণতম সময়, যার সমার্থক অপশন (a) hot weather.
84. Change the voice: 'Nobody trusts a traitor.'
Edit
Topic:
Explaination: প্রশ্নটি উত্তর করতে হলে আমাদের Voice Change নিয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে। প্রদত্ত বাক্যটির subject-nobody, verb-trusts object- a traitor Passive করার ক্ষেত্রে যেকোনো বাক্যকে Active থেকে Passive Voice এ রূপান্তরের জন্য নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করবে- • প্রদত্ত বাক্যটির object প্রথমে বসবে • , তারপর (বাক্যটি present indefinite tense-এ থাকায়) passive-এর subject অনুসারে am/is/are-এর মধ্যে is বসবে ও verb-এর past participle বসবে। • তবে active sentence-এ nobody (=no + anybody) থাকায়, passive-এর (auxiliary verb) is-এর পরে not বসাতে হবে। এরপরে by যুক্ত করে anybody বসাতে হবে। কাজেই প্রদত্ত বাক্যের সঠিক passive হলো-অপশন (d) A traitor is not trusted by anybody
85. Fill up the gap with right word. My mother had me____ milk everyday.
Edit
Topic:
Explaination: প্রশ্নটি উত্তর হলে Causative Verbs নিয়ে ভালো ধারণা থাকতে হবে। Causative verb Causative verb এর অর্থ হলো প্রযোজক ক্রিয়া। যেমনঃ Make , Help , Let , Have , Get • Causative Verb সংক্রান্ত প্রশ্নের উত্তর করতে হলে আমাদের “Doer” এবং “Receiver” নিয়ে বেসিক নলেজ থাকতে হবে Doer : যে নিজের কাজ নিজেই করে বা করতে পারে Receiver : যে নিজের কাজ নিজে করতে পারে না বা যার উপর কাজ করা হয়। Formulae: Structure : Have+ doer+ verb এর base form Have+ Receiver+ v3
86. Identify the correct sentence-
Edit
Topic:
Explaination: চলো আমরা Options গুলো Analysis করি এবং সঠিক উত্তর বের করি- Option : (a) someone is knocking in the door. বাক্যটিতে ভুল Preposition ব্যবহৃত হয়েছে। Knocking এর পরে Appropriate Preposition হিসেবে at বসে। তাহলে সেক্ষেত্রে শুদ্ধ বাক্য/Correct Sentence টি হবে- someone is knocking at the door. Option : (b) my son does not like the vegetable .বাক্যটি ভুল। কারণ আমরা জানি, Countable Noun দিয়ে যখন কোনো সাধারণ বক্তব্য/ General Statement বোঝায় তখন সেটি Plural হবে। সেক্ষেত্রে Correct Sentence টি হবে - my son does not like vegetables. Option : (d) they have gone for walk – বাক্যটি ভুল। Correct Sentence হবে - they have gone for a walk. Option : (c) বাক্যটি শুদ্ধ। কারণ আমরা জানি Discuss শব্দের পরে কোনো Preposition বসে না। উক্ত বাক্যেও কোনো Prepositon ব্যবহৃত হয়নি। তাই এটি Correct Sentence.
87. An ‘elegy’ is a–
Edit
Topic:
Explaination: 'elegy' শব্দের অর্থ শোকগাথা। অন্যদিকে Option (a) poem of lamentation এর অর্থ বিলাপের কবিতা। অতএব প্রশ্নটির সঠিক উত্তর Option (a) poem of lamentation প্রশ্নোক্ত অন্যান্য Option গুলোর অর্থ: (b) limerick অর্থ: সাধারণত কৌতুকপূর্ণ পঞ্চপদী ছড়া। (c) satire অর্থ: ব্যঙ্গরচনা। (d) hymn অর্থ: ঈশ্বর বন্দনা। অতএব প্রশ্নটির সঠিক উত্তর (a)
88. Which one is a masculine noun?
Edit
Topic:
Explaination: Death হচ্ছে Masculine noun. প্রকৃতপক্ষে death noun টি Masculine বা Feminine noun কোনোটিই নয়। তবে Death কে যখন কোনো ব্যক্তি রূপ দেয়া হয় অর্থাৎ personify করা হয় তখন Death কে Masculine noun ধরা হয়। উল্লেখ্য, উল্লেখযোগ্য ক্ষমতা বা শক্তির অধিকারী বিষয়গুলো সাধারণত Masculine gender হয়। Anger, Death, Fear, Love, Summer, Sun, Thunder, Time, War, Winter ইত্যাদি Noun গুলোকে সব সময় Masculine geneder গণ্য করা হয়। অতএব প্রশ্নটির সঠিক উত্তর (C)
89. Choose the sentence which has the adverb in correct place?
Edit
Topic:
Explaination: প্রশ্নটি উত্তর করতে হলে বাক্যে Adverb এর অবস্থান সম্পর্কে জানতে হবে। Position of Adverb in a sentence (বাক্যে Adverb এর অবস্থান) • Adverb সাধারণত বাক্যের শুরুতে, মাঝে ও শেষে বসে verb, adjective, adverb এমনকি সম্পূর্ণ বাক্যটিকে modify করে। • Subject এবং main verb এর মাঝে adverb বসে। • Auxiliary verb ও main verb এর মাঝে adverb বসে। এখান থেকে বোঝা যায় যে একমাত্র option : (d) The girl speaks English fluently ছাড়া কোথাও Adverb সঠিক অবস্থানে নেই। এজন্য উত্তর হবেঃ (d) The girl speaks English fluently Adverb এর সঠিক অবস্থান অনুসারে বাকি অপশনগুলোর সঠিক উত্তর হবে – Option: a – He rarely walks his dog. Option: b – Last week we were in London Option: c – My father always goes fishing.
90. Choose the correct word for the blank “They are not accustomed ___ such a life style.”
Edit
Topic:
Explaination: এই প্রশ্নটি উত্তর করতে হলে Appropriate Preposition নিয়ে যথাযথ ধারণা থাকতে হবে। • Accustomed to : অভ্যস্ত (Habituated to )
91. ১৯৪৮-১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় 'ভাষা দিবস' হিসেবে কোন দিনটি পালন করা হতো?
Edit
Topic:
Explaination:
92. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পতাকা প্রথম কোন বিদেশী মিশনে উড়ানো হয়
Edit
Topic:
Explaination:
93. মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংঘটিত হয়?
Edit
Topic:
Explaination:
94. মুক্তিযুদ্ধে K ফোর্সের প্রধান কে ছিলেন ?
Edit
Topic:
Explaination:
95. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
Edit
Topic:
Explaination:
96. বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণে ঋণ সহায়তাকারী সংস্থা কোনটি?
Edit
Topic:
Explaination:
97. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র?
Edit
Topic:
Explaination:
98. মুক্তিযুদ্ধ ভিত্তিক গান ‘পূর্ব দিগন্তে সুর্য উঠেছে’ এর গীতিকার কে?
Edit
Topic:
Explaination:
99. 'স্বাধীনতা স্তম্ভ' কোথায় অবস্থিত?
Edit
Topic:
Explaination:
100. বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করা হয় কবে?
Edit
Topic:
Explaination: