Exam

Question View - Day 5 - জীনতত্ত্ব- 5
1. রক্তের শ্রেণীবিন্যাস করা হয় কত সালে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ABO ব্লাড গ্রুপ ও Rhফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, জিনতত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন-A ও B এর উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে ভিয়েনাবাসী চিকিৎসক ও বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার (Karl Landsteiner) ১৯০১ সালে মানুষের রক্তের যে শ্রেণিবিভাগ করেন, তাকে ABO ব্লাডগ্রুপ বা সংক্ষেপে ব্লাডগ্রুপ বলে।
2. রেসাস ফ্যাক্টর কত সালে আবিষ্কৃত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ABO ব্লাড গ্রুপ ও Rh ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, জিনতত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ১৯৪০ সালে কার্ল ল্যান্ডস্টেইনার এবং উইনার (Karl Landsteiner and Wiener) রেসাস বানরের (Macaca mulatta) রক্ত খরগোসের শরীরে প্রবেশ করিয়ে খরগোসের রক্তরসে এক ধরনের অ্যান্টিবডি উৎপাদনে সক্ষম হন। এ ফলাফল থেকে বিজ্ঞানী দুজন ধারণা করেন যে, মানুষের লোহিত কণিকার ঝিল্লিতে রেসাস বানরের লোহিত কণিকার ঝিল্লির মতো এক প্রকার অ্যান্টিজেন রয়েছে। রেসাস বানরের নাম অনুসারে ঐ অ্যান্টিজেনকে রেসাস ফ্যাক্টর (Rhesus factor) বা সংক্ষেপে Rh factor বলে।
3. মানবদেহে প্রায় কয় ধরনের এন্টিজেন আছে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ABO ব্লাড গ্রুপ ও Rh ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, জিনতত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানবদেহে প্রায় ৪০০ ধরনের অ্যান্টিজেন আছে। এদের মধ্যে মাত্র ৩০টি সম্বন্ধে জানা গেছে। এসব অ্যান্টিজেনের উপর ভিত্তি করে মানুষের প্রায় ২১টি ব্লাডগ্রুপ রয়েছে। তবে রক্ত সঞ্চারণের (blood transfusion) ক্ষেত্রে সকল ব্লাডগ্রুপ গুরুত্ব বহন করে না। কেবল ABO ও Rh ধরনের ব্লাডগ্রুপ রক্ত সঞ্চারণের গুরুত্ব বহন করে।
4. এন্টিজেন কোথায় থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ABO ব্লাড গ্রুপ ও Rh ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, জিনতত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানুষের লোহিত রক্তকণিকার ঝিল্লিতে ব্লাডগ্রুপ নির্ধারণকারী দুধরনের অ্যান্টিজেন এবং রক্তরসে ব্লাডগ্রুপ নির্ধারণকারী দুধরনের স্বতঃস্ফূর্ত অ্যান্টিবডি থাকে। ব্লাডগ্রুপ নির্ধারণকারী অ্যান্টিজেনগুলো মিউকোপলিস্যাকারাইড জাতীয় পদার্থ এবং অ্যাগ্লুটিনোজেন (agglutinogen) নামে পরিচিত। অপরপক্ষে, ব্লাডগ্রুপ নির্ধারণকারী অ্যান্টিবডিগুলো গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ এবং অ্যাগ্লুটিনিন (agglutinin) নামে পরিচিত।
5. Rh ফ্যাক্টরের কোন সন্নিবেশটি সম্ভব? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ABO ব্লাড গ্রুপ ও Rh ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, জিনতত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Rh ফ্যাক্টর ৬ টি সাধারণ এন্টিজেনের সমষ্টি।এদের তিন জোড়ায় ভাগ করা যায় ;যেমন C,c; D,d; E,e। মানুষের লোহিত রক্ত কণিকায় একসঙ্গে তিনটি এন্টিজেন থাকে কিন্তু প্রতি জোড়ার দুটি উপাদান কখনো একসঙ্গে থাকে না। তাই CDE সম্ভব।
6. Rh ফ্যাক্টর এর কারণে সৃষ্ট সমস্যা কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ABO ব্লাড গ্রুপ ও Rh ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, জিনতত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Rh ফ্যাক্টর এর কারণে গর্ভাবস্থায় সৃষ্ট সমস্যা হলো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। অ্যান্টি Rh ফ্যাক্টর মায়ের রক্ত থেকে অমরার মাধ্যমে ভূণের রক্তে প্রবেশ করলে ভ্রূণের লোহিত কণিকাকে ধ্বংস করে, ভ্রূণও বিনষ্ট হয় এবং গর্ভপাত ঘটে। এ অবস্থায় শিশু জীবিত থাকলেও তার দেহে প্রচন্ড রক্তাল্পতা এবং জন্মের পর জন্ডিস রোগ দেখা দেয়। এ অবস্থাকে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস (erythroblastosis fetalis) বলে।
7. মানুষের মধ্যে সবচেয়ে বেশি কোন ব্লাড গ্রুপ লক্ষ্য করা যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ABO ব্লাড গ্রুপ ও Rh ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, জিনতত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানবজাতির প্রায় ৩৭% ব্যক্তি ব্লাডগ্রুপের অধিকারী। মানবজাতির প্রায় ৩২% ব্যক্তি B ব্লাডগ্রুপের অধিকারী। মানবজাতির প্রায় ২৩% ব্যক্তি A ব্লাডগ্রুপের অধিকারী। মানবজাতির প্রায় ৮% ব্যক্তি AB ব্লাডগ্রুপের অধিকারী।
8. এন্টিজেনের উপর ভিত্তি করে মানুষের প্রায় কতটি ব্লাড গ্রুপ রয়েছে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ABO ব্লাড গ্রুপ ও Rh ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, জিনতত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানবদেহে প্রায় ৪০০ ধরনের এন্টিজেন আছে।মধ্যে ৩০টি সম্পর্কে জানা গেছে। এসব এন্টিজেনের উপর ভিত্তি করে মানুষের প্রায় ২১টি ব্লাড গ্রুপ রয়েছে।
9. 'A' ব্লাড গ্রুপের মানুষ কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ABO ব্লাড গ্রুপ ও Rh ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, জিনতত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: A ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন-A এবং রক্তরসে অ্যান্টিবডি-B থাকে। A গ্রুপের রক্তের অ্যান্টিবডি B গ্রুপের রক্তের লোহিত কণিকাকে জমিয়ে দেয়। A ব্লাডগ্রুপের দাতা A ও AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং A ও গ্রুপের রক্ত নিতে পারে।
10. নিচের কোন ব্লাড গ্রুপের নির্দিষ্ট কোন এন্টিজেন নেই? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ABO ব্লাড গ্রুপ ও Rh ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, জিনতত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: O ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু রক্তরসে অ্যান্টিবডি-A ও B উভয়ই থাকে। গ্রুপের রক্তের অ্যান্টিবডি নিজের গ্রুপের রক্ত ছাড়া অন্য তিনটি গ্রুপের রক্তের লোহিত কণিকাকে জমিয়ে দেয়। O ব্লাডগ্রুপের দাতা সকল ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং শুধু O ব্লাডগ্রুপের রক্ত নিতে পারে।