Exam

Question View - Day 4 - জীনতত্ত্ব- 4
1. সাধারণত হিমোফিলিয়ায় আক্রান্ত পুরুষ ও মহিলা কত বছরের মধ্যে রক্তক্ষরণের জন্য মারা যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণিবিদ্যা, আজমল স্যার।
Explaination: হিমোফিলিয়া রোগে মহিলা অপেক্ষা পুরুষরাই বেশি আক্রান্ত হয়ে থাকে। অধিকাংশ হিমোফিলিক ব্যক্তি হিমোফিলিয়া-A রোগে আক্রান্ত হয়। সাধারণত হিমোফিলিক পুরুষ ও মহিলারা ১৬ বছর বয়সের মধ্যেই রক্তক্ষরণের জন্য মারা যায়।
2. প্রধান মাসক্যুলার ডিস্ট্রফি কত প্রকার? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণিবিদ্যা, আজমল স্যার।
Explaination: ত্রিশের বেশি মাসক্যুলার ডিস্ট্রফি রয়েছে। এর মধ্যে নয়টি প্রধান বাকিগুলো দুর্লভ।
3. কোনটির কারণে হিমোফিলিয়া হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণিবিদ্যা, আজমল স্যার।
Explaination: হিমোফিলিয়া হচ্ছে বংশগতভাবে সঞ্চারণশীল বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একপ্রকার রক্ত তঞ্চনঘটিত ত্রুটি বা অস্বাভাবিকতা। X-ক্রোমোজোমের একটি প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন (mutant gene; প্রাকৃতিক বা কৃত্রিমভাবে পরিব্যক্ত কোন জিন)-এর কারণে হিমোফিলিয়া হয়ে থাকে।
4. মাসক্যুলার ডিস্ট্রফি কোন ধরনের রোগ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণিবিদ্যা, আজমল স্যার
Explaination: মাসক্যুলার ডিস্ট্রফি একটি জিনঘটিত রোগ। একটি সেক্স-লিংকড জিনের বিশৃঙ্খলার কারণে প্রধানত শিশুদেহে প্রকাশিত হাত, পা, দেহকান্ড, হৃৎপিন্ড ও আন্ত্রিক পেশির সঞ্চালন ও স্বাভাবিক কাজকর্মের সক্ষমতা কমিয়ে দিয়ে যে দুর্বিসহ জীবনের সূত্রপাত ঘটায় সেটি হচ্ছে মাসক্যুলার ডিসট্রফি নামে এ বংশগত রোগ।
5. রক্ত তঞ্চন এর কত নম্বর ফ্যাক্টর অনুপস্থিত থাকলে হিমোফিলিয়া B হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণিবিদ্যা, আজমল স্যার।
Explaination: খ্রিস্টমাস ডিজিজ বা হিমোফিলিয়া B (Christmas Disease or Haemophilia B): রক্ততঞ্চনের IX নম্বর ফ্যাক্টর বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কমপোনেন্ট (Plasma thromboplastin component) বা খ্রিস্টমাস ফ্যাক্টর (christmas factor) অনুপস্থিত থাকলে এ রোগটি হয়।
6. লাল সবুজ বর্ণান্ধতা শনাক্ত করা যায় কিভাবে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণিবিদ্যা, আজমল স্যার
Explaination: বর্ণান্ধতা শনাক্তকরণ পরীক্ষার সর্বোৎকৃষ্ট উপায় হলো ইশিহারা কালার টেস্ট (Ishihara Color Test)।
7. সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি দেখা যায় কোন রোগের ক্ষেত্রে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণিবিদ্যা, আজমল স্যার।
Explaination: ১. লাল-সবুজ বর্ণান্ধতা - লাল ও সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না। ২. হিমোফিলিয়া - রক্ততঞ্চন বিলম্বিত হয়, ফলে ক্ষতস্থান থেকে অবিরাম রক্ত ক্ষরিত হয়। ৩. মাসক্যুলার ডিস্ট্রফি - বিভিন্ন অঙ্গের পেশির সঞ্চালন ও স্বাভাবিক কাজ কর্মের সক্ষমতা কমিয়ে দেয়। ৪. রাতকানা - রাতে কোন কিছু দেখতে পায় না। ৫. ডায়াবেটিস ইনসিপিডাস - অস্বাভাবিক মূত্র ত্যাগ, শারীরিক অক্ষমতা। ৬. ফ্রাজাইল X সিনড্রম - অটিজম ও মানসিক ভারসাম্যহীনতা দেখা দেয়। ৭. হাইপারট্রাইকোসিস - সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি। ৮. টেস্টিকুলার ফেমিনাইজেশন - পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয়।
8. ক্রিস-ক্রস ইনহেরিট্যান্স কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণিবিদ্যা, আজমল স্যার।
Explaination: বর্ণান্ধতা রোগের প্রচ্ছন্ন জিনটি বংশপরম্পরায় পিতা হতে কন্যার মাধ্যমে পৌত্রকে আক্রান্ত করে এজন্য একে ক্রিস - ক্রস ইনহেরিট্যান্স বলা হয়।
9. মানুষে এ পর্যন্ত কতটি সেক্স লিঙ্কড জিন পাওয়া যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণিবিদ্যা, আজমল স্যার
Explaination: মানুষের যেসব জিন নিয়ন্ত্রিত বংশগতীয় রোগ সেক্স ক্রোমোজোমের (X &Y) মাধ্যমে সঞ্চারিত হয় তাদেরকে সেক্স লিংকড ডিসঅর্ডার বা অস্বাভাবিকতা বলে। মানুষে এ পর্যন্ত ৬০টি সেক্স লিঙ্কড জিন পাওয়া যায়।
10. মানুষের Y জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণিবিদ্যা, আজমল স্যার।
Explaination: মানুষের যেসব জিন নিয়ন্ত্রিত বংশগতীয় রোগ সেক্স ক্রোমোজোমের (X &Y) মাধ্যমে সঞ্চারিত হয় তাদেরকে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার বা অস্বাভাবিকতা বলে। মানুষের X জিন নিয়ন্ত্রিত এরকম কয়েকটি রোগ হলো লাল-সবুজ বর্ণান্ধতা (Red-green Color Blindness), হিমোফিলিয়া (Hemophilia), ডুসেন মাসকুলার ডিস্ট্রফি (Duchenne Muscular Dystrophy)। কানের লোম মানুষের Y জিন নিয়ন্ত্রিত একটি বৈশিষ্ট্য।
11. ড্রসোফিলা মাছির লিঙ্গ নির্ধারণ করা হয় কোন পদ্ধতিতে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: লিঙ্গ নির্ধারণ নীতি , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: XX-XY পদ্ধতি -মানুষ, ড্রসোফিলা বিভিন্ন ধরনের পতঙ্গ এবং গাজা,তেলাকুচা প্রভৃতি উদ্ভিদের লিঙ্গ এই পদ্ধতিতে নির্ণয় করা হয়।
12. কোন ধরণের জীবে XX-XO লিঙ্গ নির্ধারণ পদ্ধতি দেখা যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: লিঙ্গ নির্ধারণ নীতি , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: XX-XO পদ্ধতিতে ফড়িং, ছারপোকা প্রভৃতি পতঙ্গ ও Dioscorea শ্রেণীর উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ করা হয়।