Exam
Question View - Eleventh Hour || E28D28 || 23.01.24
1. আধুনিক পর্যায় সারণি সম্পর্কে কোনটি ভুল ?
Edit
Topic: ৩.১ , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: আধুনিক পর্যায় সুত্রঃ মৌলসমুহের ভৌত ও রসায়নিক ধর্মাবলী এদের পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় ।
2. He কে ব্যতিরেকে s block মৌলসমুহের মধ্যে একমাত্র অধাতু -
Edit
Topic: ৩.১ , s block মৌল , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: গ্রুপ-১ এর H ও গ্রুপ-১৮ এর He বাদে বাকি ১২ টি s ব্লক মৌল হল ধাতু ।
3. রাসায়নিক ল্যাবে সর্বোত্তম পরিষ্কারকরুপে কাকে ব্যাবহার করা হয় ?
Edit
Topic: ১.৩.১ , ক্রোমিক এসিড মিশ্রণ , অ-১ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination:
4. ১ মোলার HCl দ্রবণ হল-
Edit
Topic:
Explaination: যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে প্রমান দ্রবন বলে
5. লোহার মরিচা পড়ার সময় কে জারিত হয় ?
Edit
Topic: ৪.০ অ-৪ , রসায়ন ১ম পত্র , কবির স্যার ।
Explaination: লোহার মরিচা পড়ার সময় লোহা জারিত হয় ও মুক্ত oxygen gas বিজারিত হয় ।
Fe+O2+ x.H2O = Fe2O3.3H2O
বিক্রিয়কে Fe এর জারন মান ০
উৎপাদে Fe এর জারন মান +৩
বিক্রিয়কে O এর জারন্ মান = ০
উৎপাদে O এর জারন মান = ২- ;
যেহেতু Fe এর জারন মান বাড়ে তাই সে জারিত হয়েছে ।
6. নিচের কোন অঙ্গাণু টি উদ্ভিদকোষের কার্বহাইড্রেট ফ্যাক্টরি নামে পরিচিত?
Edit
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ২. গলগি বডি , কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: উদ্ভিদকোষের কার্বহাইড্রেট ফ্যাক্টরি নামে পরিচিত অঙ্গাণু টি হলো গলগি বডি। গলগি বডিকে ডিক্টায়োসোম (Dictaosome), ইডিওসোম (Idiosome), লাইপোকন্ড্রিয়া (Lypochondria) নামেও অভিহিত করা হয়। কার্বহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কারণ উদ্ভিদ কোষে এর প্রধান কাজ হলো গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইড এ পার্শ্ব শৃঙখল সংযুক্ত করা এবং জটিল পলিস্যাকারাইড সংশ্লেষ ও নিঃসরণ করা।
7. অ্যালিউরোপ্লাস্ট (aleuroplast) এর উদাহরণ কোনটি?
Edit
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ৬. প্লাস্টিড, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: অ্যালিউরোপ্লাস/ প্রোটিনোপ্লাস্ট (আমিষ সঞ্চয় কারী) - ভুট্টার বীজ।
- অ্যামাইলোপ্লাস্ট (শ্বেতসার সঞ্চয়কারী) – আলু।
- ইলাইওপ্লাস্ট (তেল/ চর্বি সঞ্চয়কারী) – সূর্যমুখীর বীজ।
- গাজরের মূলে – ক্রোমোপ্লাস্ট।
8. কোন জিনের প্রভাবে ক্যান্সার রোগ সৃষ্টি হয়?
Edit
Topic: জিন, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লিথাল জিনের বহিঃপ্রকাশে জীবের মৃত্যু হয়।অঙ্কোজিনের প্রভাবে ক্যান্সার রোগ সৃষ্টি হয়।অটোজোমাল জিনের প্রভাবে মাথায় টাক(বল্ডনেস),অ্যালবিনিজম দেখা দেয়।
9. নিচের কোন উপাদানের প্রভাবে প্রোফেজ ধাপে ক্রোমোজোমের সংকোচন শুরু হয়?
Edit
Topic: ২। মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, মাইটোসিস-এর পর্যায়সমূহ, কোষ বিভাজন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ (Cyclin dependent kinase) কর্তৃক প্রোটিন ফসফোরাইলেশনের কারণে ক্রোমোসোমের সংকোচ শুরু হয়।
10. চোখের কন্টাক্ট লেন্স পরিষ্কারের কাজে কোন এনজাইম ব্যবহৃত হয়?
Edit
Topic: জৈবিক কার্যক্রমে এনজাইমের ব্যাবহার, এনজাইম বা উৎসেচক, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: -ক্যাটালেজ এনজাইম চোখের কন্টাক্ট লেন্স পরিষ্কারের কাজে ব্যবহৃত হয়।
-দুধ এবং কাপড় থেকে হাইড্রোজেন পারঅক্সাইড অপসারণের ক্যাটালেজ ব্যাবহৃত হয়।
11. দেহের কোষ ফেটে যায় কোন ভাইরাসের কারণে?
Edit
Topic: ৪.১ ভাইরাস, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব- অপকারিতা, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Ebola ভাইরাসের কারণে দেহের কোষ ফেটে যায়।
12. রাইজোমকে আবৃত করে রাখা শল্কপত্র কোন বিশেষ নামে পরিচিত?
Edit
Topic: ৬.২ টেরিডোফাইটা, Pteris - এর দৈহিক গঠন, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রাইজোমকে আবৃত করে রাখা শল্কপত্র র্যামেন্টাম নামে পরিচিত।
13. নিচের কোনটি ওয়াটার ব্লুম (water bloom) সৃষ্টির জন্য দায়ী সায়ানোব্যাকটেরিয়া নয়?
Edit
Topic: ৫.১ শৈবাল, শৈবালে অর্থনৈতিক গুরুত্ব – অপকারী দিক, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - Nostoc, Mycrocystis, Ocillatoria সায়ানোব্যাকটেরিয়াগুলো ওয়াটার ব্লুম (water bloom) সৃষ্টির জন্য দায়ী।
- Macrocystis দীর্ঘদেহী শৈবাল যা প্রায় ৬০ মিটার পর্যন্ত লম্বা হয়।
14. নিচের কোন উদ্ভিদের শিরাবিন্যাস সমান্তরাল (Parallel venation)?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – পাতা, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লিলি শ্রেণি উদ্ভিদের শিরাবিন্যাস সমান্তরাল (Parallel venation).
15. Flowering Plant এর মূলে কোন ধরনের vascular bundle দেখা যায়?
Edit
Topic: ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ, ভাস্কুলার টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Flowering Plant এর মূলে অরীয় (radial) ধরণের ভাস্কুলার বান্ডল দেখা যায়।
16. পানির সালোকবিভাজনে (photolysis) কোন আয়ন সহায়তা করে?
Edit
Topic: পানির সালোকবিভাজন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পানির সালোকবিভাজনে (photolysis) Mn2+ ও Cl- আয়ন সহায়তা করে।
17. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার optimum temperature কত?
Edit
Topic: সালোকসংশ্লেষণের প্রভাবকসমূহ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার optimum temperature হল 22-35°C
18. নিচের কোনটি থেকে আবৃতবীজী উদ্ভিদের নিষেকের পর ফল তৈরি?
Edit
Topic: যৌন প্রজনন (নিষেকের পরিণতি), উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: নিষেকের ফলে গর্ভাশয় উদ্দীপ্ত হয়ে ফলে পরিণত হয়।
19. হেপাটাইটিস-B চিকিৎসায় নিচের কোনটি ব্যবহৃত হয়?
Edit
Topic: জিন প্রযুক্তির ব্যবহার – চিকিৎসাবিজ্ঞানে, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আলীম স্যার।
Explaination: হেপাটাইটিস-B চিকিৎসায় ইন্টারফেরন ব্যবহৃত হয়।
20. বাংলাদেশের শালবন কোন প্রকৃতির ফরেস্টের অন্তর্ভুক্ত?
Edit
Topic: জীবভুমি বা বায়োম, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বাংলাদেশের শালবন ময়েস্ট ডেসিডুয়াল ফরেস্টের অন্তর্ভুক্ত।
21. ‘Passer domesticus niloticus’- এই ধরনের নামকরণের সাথে জড়িত কে?
Edit
Topic: প্রাণিজগতের শ্রেণীবিন্যাস, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ‘Passer domesticus niloticus’ এই ধরনের নামকরণ হলো ত্রিপদ নামকরণ। ত্রিপদ নামকরণ আবিষ্কার করেন পাখিবিজ্ঞানী Schlegel।
22. জীবিত মাছের ৯৬% কোন শ্রেণীর অন্তর্ভুক্ত?
Edit
Topic: Actinopterygii, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: জীবিত মাছের ৯৬% Actinopterygii শ্রেণীর অন্তর্ভুক্ত।
23. নিচের কোনটি হাইড্রার অনিচ্ছাকৃত চলন?
Edit
Topic: হাইড্রার চলন, প্রাণি পরিচিতি - হাইড্রা, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - ডুবা (Drowning) হাইড্রার এক ধরনের অনিচ্ছাকৃত চলন।
- মাঝে মাঝে হাইড্রা পাদ চাকতির বহি: ত্বকীয় কোষ থেকে গ্যাসীয় বুদবুদ সৃষ্টি করে, ফলে প্রাণী ভিত্তি থেকে বিচ্যুত হয়ে, হালকা ও উপুড় হয়ে পানির পৃষ্ঠতলে ভেসে ওঠে।
- হামাগুড়ি (Crawling) চলনে আরোহন ও অবরোহন সম্পন্ন হয়।
24. পাকস্থলী প্রাচীরের যে অংশ গম্বুজ আকার (Dome shaped) ধারণ করে তা কি নামে পরিচিত?
Edit
Topic: পাকস্থলীতে খাদ্যবস্তুর পরিপাক, পরিপাক ও শোষণ, আজমল স্যার।
Explaination: পাকস্থলীর যে অংশে নামে ডিওডেনামে উন্মুক্ত হয় তাকে পাইলরাস বলে, যে অংশে অন্ননালি উন্মুক্ত হয় তা কার্ডিয়া, কার্ডিয়ার বাম পাশে পাকস্থলী প্রাচীর যা গম্বুজ আকার ধারণ করে তা ফান্ডাস।
25. মানবদেহের Largest gland নিচের কোনটি?
Edit
Topic: যকৃত, পরিপাক ও শোষণ, আজমল স্যার।
Explaination: মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি লিভার বা যকৃত।
26. প্রথম শ্রেণীর স্থলতা নির্দেশ করে BMI এর কোন মানটি?
Edit
Topic: স্থুলতা, পরিপাক ও শোষণ, আজমল স্যার।
Explaination: BMI মান 18. 5 - 24. 99 kg/m2 মানুষের স্বাভাবিক ওজন নির্দেশ করে। BMI 30. 00 - 34. 99 kg/m2 প্রথম শ্রেণীর স্থুলতা নির্দেশ করে। BMI 35. 00 - 39. 99 kg/m2 দ্বিতীয় শ্রেণীর স্থূলতা নির্দেশ করে। BMI 40+ kg/m2 তৃতীয় শ্রেণীর ঝুকিপূর্ণ স্থূলতা নির্দেশ করে।
27. ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে কি বলে?
Edit
Topic: রক্ত জমাট বাঁধা, রক্ত ও সঞ্চালন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে যে কোন উপায়ে রক্তপাত মন্থর ও বন্ধের প্রক্রিয়াকে হিমোস্ট্যাসিস বলে।
28. AV Nodal Delay কত সেকেন্ড?
Edit
Topic: হার্টবিট এর মায়োজেনিক নিয়ন্ত্রণ, রক্ত ও সঞ্চালন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: SAN থেকে AVN এ উদ্দীপনা পরিবহনে ০. ৩ সেকেন্ড সময় লাগে। AVN এ আগত উদ্দীপনা ০. ০৯ সেকেন্ড দেরি করে একে AV Nodal Delay বলে।
29. ফুসফুস কি দিয়ে আবৃত থাকে?
Edit
Topic: মানুষের শ্বসনতন্ত্র, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ফুসফুস দ্বিস্তরী প্লিউরাল (pleural membrane) পর্দা দিয়ে আবৃত থাকে।
30. নিচের কোনটি diuretics নয়?
Edit
Topic: মূত্র, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পানি, লবণাক্ত পানি, চা, কফি হলো ডাইইউরেটিক্স বা মূত্রবর্ধক।
31. মানবদেহের সবচেয়ে দীর্ঘ অস্থি কোনটি?
Edit
Topic: নিম্নবাহুর অস্থি, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নিম্নবাহুর প্রথম অস্থিকে ফিমার বলে। এটি মানবদেহের সবচেয়ে দীর্ঘ অস্থি।
32. পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ ভাগ থেকে কোন হরমোন নিঃসৃত হয়?
Edit
Topic: হরমোন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ ভাগ থেকে অক্সিটোসিন ও ADH ক্ষরিত হয়।
33. বিশ্বের প্রথম টেস্টটিউব বেবির নাম কি?
Edit
Topic: IVF পদ্ধতি, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বিশ্বের প্রথম টেস্টটিউব বেবির নাম Louise Joy Brown।
34. APC (Antigen Presenting cell) হিসেবে কাজ করে না নিচের কোনটি?
Edit
Topic: অর্জিত প্রতিরক্ষার ধাপসমূহ, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ম্যাক্রোফেজ হলো একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিজেন উপস্থাপক কোষ বা APC (Antigen Presenting cell)। লসিকার B-কোষ এবং ডেন্ড্রাইটিক কোষও APC হিসেবে কাজ করে।
35. Daltonism বলা হয় কোনটিকে?
Edit
Topic: সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: জন ডালটন সর্বপ্রথম মানুষের বর্ণান্ধতা সম্পর্কে বিবরণ প্রকাশ করেন এজন্য একে ডাল্টোনিজম (Daltonism) বলে।
36. নিচের কোনটি বিসমচাক্রিক অ্যারোমেটিক যৌগ?
Edit
Topic: ২.১, অ-২, রসায়ন ২য় পত্র, হাজারি স্যার।
Explaination: *ইপক্সি ইথেন—হেটারো অ্যালিসাইক্লিক
*বেনজিন—অ্যারোমেটিক যৌগ
*সাইক্লো প্রোপেন—সাইক্লিক
*পিরিডিন—বিষমচাক্রিক
37. নিচের কোনটি Iodoform বিক্রিয়া দেয় না?
Edit
Topic: পৃঃ 275, ethanol শনাক্তকরণ, অ-২, রসায়ন ২য় পত্র, হাজারি স্যার।
Explaination: (MeCHO = CH3CHO), acetophenone, (butan-2-on=CH3CO-CH2CH3) এই সবগুলো CH3CO- যুক্ত কার্বিনল যৌগ তাই এরা Iodoform বিক্রিয়া দেয় কিন্তু CH3CO-Cl CH3CO- যুক্ত কার্বিনল যৌগ নয় এটি carboxylic acid এর জাতক তাই এটি Iodoform বিক্রিয়া দেয় না।
38. পাইন ওয়েলে নিচের কোন উপাদানটি থাকে?
Edit
Topic: ২.১৫.২,০-২,রসায়ন ২য় পত্র , হাজারী স্যার।
Explaination: রসায়নিকভাবে পাইন অয়েলের মূল উপাদান ∝– টারপিনল।
39. পানির গলন তাপ কত?
Edit
Topic: ৪.১৮.১ , গলন তাপ , অ-৪,রসায়ন ১ম পত্র , হাজারী স্যার।
Explaination:
40. হাইড্রোকার্বন জ্বালানী এবং কয়লার অসম্পূর্ণ জ¦লন থেকে কোন গ্যাস উৎপাদিত হয়?
Edit
Topic: ১.১০, দূষক CO ও CO2 গ্যাস , অ-১ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: হাইড্রোকার্বন জ্বালানী এবং কয়লার অসম্পূর্ণ জ¦লন থেকে CO ও সম্পূর্ণ জ্বলন থেকে CO2 নির্গত হয় , যা কারখানার চুল্লির চিমনি দিয়ে নির্গত হয়ে বায়ু দূষণ করে ।
41. নিচের কোনটি কম বিক্রিয়াশীল ধাতু?
Edit
Topic: সারনি ৪.৩ , অ-৪ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার।
Explaination: গোল্ড কম বিক্রিয়াশীল ধাতু । যেহেতু সক্রিয়তা সিরিজে তার অবস্থান সবার নিচে ।
42. কোন উপাদান কয়ললার জন্য সবচেয়ে ক্ষতিকারক?
Edit
Topic: ৫.২.২ , কয়লার মান বিশ্লেষণ , অ-৫ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: কয়লায় সালফার থাকলে তা দহনে বায়ুদূষক SO_2 গ্যাস উৎপন্ন হয় , তাই সালফারের পরিমান কয়লাতে কম হলে ভাল ।
43. স্থির তাপমাত্রার ক্ষেত্রে সমস্ত গ্যাসের অণুগুলির জন্য কোন প্যারামিটার ধ্রুব (Constant)?
Edit
Topic:
Explaination: আমরা জানি,n mol গ্যাস অনুর গড় গতিশক্তি= 3/2 nRT
নির্দিষ্ট সংখ্যক গ্যাসের জন্য গতিশক্তি সম্পুর্ণভাবে তাপমাত্রা T এর উপর নির্ভর করে। তাপমত্রা স্থির থাকলে গতিশক্তিও স্থির থাকবে।
44. দুধে নিচের কোন disaccharide টি থাকে?
Edit
Topic: ৫.৭ , অ-৫, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: দুধের একমাত্র ডাইস্যাকারাইড হলো Lactose। এই কার্বোহাইড্রেট টি দুটি মনোস্যাকারাইড Galactose ও Glucose এর সমন্বয়ে গঠিত বলে একে ডাইস্যাকারাইড বলে। Lactose দুধের osmole হিসেবে কাজ করে অর্থাৎ mammary gland বা স্তনে পানিকে osmosis প্রক্রিয়ায় টেনে আনে।
45. নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক (negative catalyst)
Edit
Topic: 4.4 , ২. ঋণাত্মক প্রভাবক ও এর প্রভাবন ক্রিয়া , অ-৪ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: glycerine, alcohol, sulphuric acid , quinoline etc ঋণাত্মক প্রভাবক।
46. সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত নমুনার পরিমান কত ?
Edit
Topic: 1.12 , অ-১ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত নমুনার পরিমান 50-200 mg , এটি হাজারী স্যারের বইয়ের পিছের প্রশ্ন ।যেহেতু অপশন b বেশি উপযুক্ত উত্তরের নিকটাবর্তি তাই b সঠিক উত্তর ।
47. নিচের কোনটির ক্ষেত্রে বোরের বর্ণালি মতবাদ প্রযোজ্য ?
Edit
Topic: 2.1.3 , অ-২ ,রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: H পরমানু ও একক electron বিশিষ্ট পরমানু ( He+ , Li2+ ) এদের ক্ষেত্রে বোর বর্ণালি মতবাদ প্রযোজ্য , কিন্তু Be2+ এক electron বিশিষ্ট পরমানু নয় , He+ এক electron বিশিষ্ট পরমানু ।
48. নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসটি p ব্লকের নয় ?
Edit
Topic: 3.1 , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: He একমাত্র নিষ্ক্রিয় গ্যাস যে s ব্লকের অন্তর্ভুক্ত ।
49. হেবার পদ্ধতিতে NH3 উৎপাদনে কোন প্রভাবক ব্যাবহার করা হয় ?
Edit
Topic: 4.7 , অ-৪ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination:
50. ট্যালকম পাউডারের প্রস্তুতির মুল উপাদান কোনটি ?
Edit
Topic: 5.13.3 , অ-৫ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination:
51. চার্লসের সুত্রের সমীকরণ কোনটি ?
Edit
Topic: 1.3.3 , অ-১ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination:
52. ডাইমিথাইল ইথার ও ইথানল পরস্পরের কোন প্রকার সমানু ?
Edit
Topic: ২.৬ , অ-২, রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: ডাইমিথাইল ইথার ও ইথানল পরস্পরের কার্যকরী মূলক সমানু । তাদের আনবিক ভর একই কিন্তু কার্যকরী মুলক ভিন্ন হওয়ার কারনে তাদের গাঠনিক সঙ্কেত ভিন্ন হয় ।
53. 5% NaOH এর মোলারিটি কত ?
Edit
Topic:
Explaination: X% দ্রবনের মোলারিটি = (X*10)/M=(5*10)/40=1.25 M
54. কালোমেল কোনটি ?
Edit
Topic: ৪.৮ , অ-৪ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: Hg2Cl2 কে কালোমেল বলা হয় ।
55. কোন জাতীয় বর্জ্যের জন্য ETP ব্যাবহার করা হয় ?
Edit
Topic: ৫.৯ , অ-৫, রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: তরল বর্জ্যের জন্য ETP ব্যাবহার করা হয় ।
56. স্বাভাবিক কথোপকথন এর তীব্রতা লেভেল কত dB?
Edit
Topic: তীব্রতা তরঙ্গ ইসহাক স্যার |
Explaination: তীব্রতা লেভেল- স্বাভাবিক কথপোকথন-60dB শান্ত অফিস - 50 dB নির্জন রাস্তা - 30 dB লাইব্রেরী = 40 dB
57. পরিবর্তী প্রবাহের শীর্ষ মান গড় মানের কতগুণ?
Edit
Topic: চলতড়িৎ , ইসহাক স্যার ।
Explaination: পরিবর্তী প্রবাহের শীর্ষ মান গড় মানের 1.57 গুণ গড় মান= 0.637x শীর্ষ মান
58. কোনটি পৃষ্ঠটানের ব্যবহার নয়?
Edit
Topic: স্পর্শকোণ ও পৃষ্ঠটানের ব্যবহার পদার্থের গাঠনিক ধর্ম ইসহাক স্যার ।
Explaination: পৃষ্ঠটানের ব্যবহার: i. পানির উপরিতলে পোকামাকড়ের চলাচল ii. সাবানের ফেনা iii. গাছে পানি পরিবহন iv. পানিতে সুই ভাসা
59. শব্দের উৎপত্তির ক্ষেত্রে কোনটি মিথ্যা?
Edit
Topic: তরঙ্গের উৎপত্তি, তরঙ্গ ও শক্তি , তরঙ্গ ইসহাক স্যার |
Explaination: শব্দের বিস্তারের জন্য মাধ্যমকে স্থিতিস্থাপক ও অবিচ্ছিন্ন হতে হবে। অস্থিতিস্থাপক মাধ্যমে অধিক দূরত্বে শব্দ সঞ্চালিত করতে পারে না।
60. একটি ইঞ্জিন 3400J তাপ গ্রহণ করে এবং 2400J তাপ বর্জন করে। ইঞ্জিনটির দক্ষতা কত?
Edit
Topic: ইঞ্জিনের দক্ষতা, তাপগতিবিদ্যা ইসহাক স্যার |
Explaination: η = (1- Q1/Q2 ) x 100% = (1 - 2400 / 3400 ) x100% = 29.41 %
61. সবল নিউক্লিয় বলের জন্য দায়ী কণা?
Edit
Topic: নিউক্লীয় বল , পরমানুর মডেল ও নিউক্লীয় পদার্থবিজ্ঞান ইসহাক স্যার
Explaination: ব্যাখ্যা : মহাকর্ষ (গ্রাভিটন) , তড়িৎ চৌম্বকীয় বল (ফোটন) , দুর্বল নিউক্লিয় বল (বোসন)
62. বৃষ্টির দিনে পানির ওপর তেলের পাতলা ফিল্ম সুন্দর সুন্দর রং দেখায়। এর কারণ-
Edit
Topic: আলোর বিচ্ছুরণ ভৌত আলোক বিজ্ঞান ইসহাক স্যার |
Explaination: আলোর বিচ্ছুরণ ( Dispersion of light)সাদা আলো, প্রিজম বা ঐ জাতীয় কোন বস্তুর দ্বারা প্রতিসৃত হওয়ার পর সাতটি বিভিন্ন রঙের আলোয় বিশ্লিষ্ট হয়ে যাওয়ার ঘটনাকেই বিচ্ছুরণ বলা হয়।
63. 5Ω রোধের একটি রোধকের মধ্য দিয়ে প্রতি মিনিটে 720 কুলম্ব চার্জ প্রবাহিত হয়। রোধকটির প্রান্তদ্বয়ে বিভর পার্থক্য কত হবে?
Edit
Topic: তড়িৎ প্রবাহ, আপেক্ষিক রোধ, রোধ ও কোষ । চল তড়িৎ ইসহাক স্যার |
Explaination: I = Q/t=720/60 = 12 A V = I R = 12 x 5 = 60 V
64. স্থির তড়িৎ বলের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
Edit
Topic: কুলম্বের সূত্র স্থির তড়িৎ ইসহাক স্যার |
Explaination: দুটি আধানের মধ্যে ক্রিয়ারত স্থির তড়িৎ বল আধান দুটির পরিমানের উপর নির্ভর করে।
65. শান্টের ক্ষেত্রে কোনটি সঠিক?
Edit
Topic: কির্শফের সূত্র ব্যবহার এবং শান্ট চল তড়িৎ ইসহাক স্যার |
Explaination: গ্যালভানোমিটারের বা সূক্ষ্ম ও সুবেদী বৈদ্যুতিক যন্ত্রের মধ্যদিয়ে যাতে উচ্চ মাত্রার বিদ্যুৎ প্রবাহিত হতে না পারে তার জন্য যন্ত্রের সাথে সমান্তরালে স্বল্প মানের যে রোধ যুক্ত করা হয় তাকে শান্ট বলে।
66. বায়োট-স্যাভার্ট সূত্র অনুসারে চৌম্বকীয় আবেশের মানের ক্ষেত্রে সঠিক নয়-
Edit
Topic: বায়োট- স্যাভার্ট সূত্র ও তার প্রয়োগ তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ইসাহাক স্যার ।
Explaination: বায়োট- স্যাভার্ট সূত্র অনুসারে চৌম্বকীয় আবেশ- ১। তড়িৎপ্রবাহের সমানুপাতিক ২। পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক ৩। অন্তবর্তী কোণের সাইনের সমানুপাতিক ৪। পরিবাহীর মধ্যবিন্দু হতে ঐ বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক |
67. ভেক্টর বিভাজনের উদাহরণ-
Edit
Topic: ভেক্টর রশ্মির জ্যামিতিক যোজন নিয়ম |
Explaination: ভেক্টর বিভাজনের উদাহরণ- ১. নৌকার গুণ টানা, ২. লন রোলারের গতি, ৩. পায়ে হাঁটা, ৪. সাইকেলের ক্রাংকের ক্রিয়া, ৫. প্রান্তীয় অঞ্চলে সরল দোলকের ববের গতি।
68. একমাত্রিক প্রসঙ্গ কাঠামোর উদাহরণ কোনটি?
Edit
Topic: প্রসঙ্গ কাঠামো । গতি ইসহাক স্যার |
Explaination: একমাত্রিক প্রসঙ্গ কাঠামোঃ দীর্ঘ সরু দন্ড, দীর্ঘ সরু সুতা, ঝুলন্ত সুতা ইত্যাদি। দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোঃ ফুটবল খেলার মাঠ, পাতলা কাগজ, ধাতব পাত ইত্যাদি। ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোঃ টেবিল, চেয়ার, ইট, পাথর ইত্যাদি।
69. সংরক্ষনশীল বলের বৈশিষ্ট্য নয় কোনটি?
Edit
Topic: সংরক্ষনশীল ও অসংরক্ষণশীল বল কাজ শক্তি ও ক্ষমতা ইসহাক স্যার |
Explaination: সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্যঃ- ১। এই বল শুধু অবস্থানের ওপর নির্ভর করে ২। সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করা যায় ৩। একটি বস্তুকে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরে কাজ পথের ওপর নির্ভর করে না; কেবল বস্তুর আদি ও চূড়ান্ত অবস্থানের ওপর নির্ভর করে ৪। সংরক্ষণশীল বলের ক্রিয়ায় যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র পালিত হয় ৫। পূর্ণচক্রে মোট কাজ শূন্য হয়।
70. ঢাকায় g এর মান কত?
Edit
Topic: অভিকর্ষজ ত্বরণ মহাকর্ষ ও অভিকর্ষ ইসহাক স্যার
Explaination: মেরুতে g = 9.832 ms-² বিষুব অঞ্চলে 9 = 9.780 ms-² ঢাকায় g = 9.7835 ms-² রাজশাহীতে g = 9.790 ms-² 45° অক্ষাংশে = 9.81 ms-²
71. ধারারেখ প্রবাহের ক্ষেত্রে রেনল্ডস নাম্বার (Re) কত হবে?
Edit
Topic: প্রবাহীর প্রবাহ পদাৰ্থের গাঠনিক ধর্ম ইসহাক স্যার ।
Explaination: Re<2000→ ধারারেখ প্রবাহ Re = 2000- 3000→ ধারারেখ থেকে বিক্ষিপ্ত প্রবাহের রূপান্তর Re>3000⇒ বিক্ষিপ্ত প্রবাহ
72. শব্দের তীব্রতা কোনটির উপর নির্ভর করে না?
Edit
Topic: অগ্রগামী তরঙ্গ ও তরঙ্গের তীব্রতা তরঙ্গ ইসহাক স্যার |
Explaination: শব্দের তীব্রতা নিম্নোক্ত বিষয়গুলোর উপর নির্ভর করে ০১. উৎসের কম্পনের বিস্তার ০২. উৎসের আকার ০৩. উৎস থেকে দূরত্ব ০৪. মাধ্যমের ঘনত্ব ০৫. মাধ্যমের গতি ০৬. অন্যান্য বস্তুর উপস্থিতি
73. একটির চশমার ক্ষমতা +4D হলে উক্ত চশমার ফোকাস দূরত্ব -
Edit
Topic: লেন্সের ক্ষমতা জ্যামিতিক আলোক বিজ্ঞান ইসহাক স্যার |
Explaination: p = + 4D f= + 1/ 4 m f=0.25m. f=25cm
74. যে সব নক্ষত্রের ভর তিন সৌর ভর অপেক্ষা বেশি, তাদের জীবন চক্র কিভাবে শেষ হবে?
Edit
Topic: নক্ষত্রের জীবন কাহিনী জ্যোতির্বিজ্ঞান ইসহাক স্যার |
Explaination: ১) যে সমস্ত তারকার ভর 1.4 Mo গুণ কম, সেগুলো শ্বেত বামন হবে। ২) যাদের ভর 1.4 Mo এবং 3 Mo এর মধ্যে সেগুলো নিউট্রন তারকা হবে। ৩) যাদের ভর 3 Mo এর বেশি, সেগুলো কালো বিবর হবে।
75. সরল দোলন গতির ব্যবহার নয় কোনটি?
Edit
Topic: সরল দোলন গতির ব্যবহার I পর্যাবৃত্তিক গতি I তপন স্যার
Explaination: সরল দোলক, সুরশলাকা, বিভিন্ন বাদ্যযন্ত্র তারের কম্পনে, আমাদের স্বরযন্ত্রের ভোকাল কর্ডের সরল দোলন গতির ফলে শব্দ উৎপাদন, লাউড স্পিকারে, মাইক্রোফোনে সরল দোলন গতির ব্যবহার পরিলক্ষিত হয়।
76. Hearing the noise, the boy woke up. Here the word ‘hearing’ is a/ an—
Edit
Topic:
Explaination: এই প্রশ্নটি সলভ করার আগে চলো আমরা Gerund এবং Participle এর বেসিক বা Distinguishing Factor টি জেনে নিই- GERUND কী এবং কীভাবে চিনবো GERUND? শুধু Gerund এবং Participle এর মধ্যে প্যাঁচ লাগে! Basic: Verb এর base form এর সাথে ing যোগ হয়ে যদি সেটি বাক্যে Noun এর মতো কাজ করে তবে সেটি অবশ্যই Gerund হবে। example: Swimming is a good exercise. এখানে, Swim একটি Verb. এর সাথে –ing যুক্ত হয়ে Swimming একটি Noun হয়ছে। এখানে কিন্তু Swimming বাক্যের Subject এর স্থানে বসেছে। আমরা জানি, Subject এর স্থানে Noun বা Pronoun বসতে পারে। যেহুতু Swimming এখানে কোনো Noun এর পরিবর্তে বসে নি তাই এটি Pronoun নয়। সর্বোপরি Verb+ing মিলে যেহুতু বাক্যে Noun এর মত কাজ করেছে তাই এটি হলো Gerund. Participle কী এবং কীভাবে চিনবো Participle? Verb এর সাথে –ing যুক্ত হয়ে সেটি যদি Adjective এর মতো কাজ করে তবে সেটি হলো Participle. Exanple: Hearing the noise, the boy woke up. এখানে, the noise(Noun) কে Modify করেছে Hearing. এজন্য এখানে Hearing মানে হলো Adjective. আসলে Modify করা মানে কোনো কিছু সম্পর্কে extra information দেওয়া। এখানে তাহলে Hear এর সাথে –ing যুক্ত হয়ে Adjective এর মত কাজ করায় এটি একটি Participle.
77. Antonym for ‘modern’ is-
Edit
Topic:
Explaination: 'modern' শব্দটির অর্থ আধুনিক। Option (a) outdated এর অর্থ: সেকেলে। Option (b) ancient এর অর্থ: প্রাচীন। Option (c) past এর অর্থ: অতীত। Option (d) medieval এর অর্থ: মধ্যযুগীয়। দেখা যাচ্ছে, প্রশ্নোক্ত 'modern' শব্দটি Option (a) outdated শব্দটির Antonym বা বিপরীতার্থক শব্দ।
78. All spoke in his favour. Here the word ‘All’ is a/an-
Edit
Topic:
Explaination: আমরা জানি,বাক্যের Subject এর স্থানে Noun বা Pronoun বসে। এখানে All বা সকলেই কিন্তু Specific মানুষের পরিবর্তে বসেছে তাই এটি একটি Pronoun. Extra Info: Types of Pronoun গঠন গত দিক থেকে Pronoun আট প্রকার - (a) Personal - I, thou, you, he, she, hers, ours, they, etc. (b) Reflexive - Myself, thyself, himself, our self, yourself, them self, etc. (b) Demonstrative - This, that, this, those, such, so, etc. (c) Interrogative - Who, which, what, why, when, etc. d) Relative - Who, which, what, as, whoever, whatever, whichever, etc. (e) Distributive - Each, either, neither, every, etc. (f) Indefinite - One, any, some, many, much, few, little, bit, etc. (g) Reciprocal - Each other, one another.
79. ইচ্ছা থাকলে উপায় হয়। Which one is the correct English translation?
Edit
Topic:
Explaination: Where there is a will, there is a way. অর্থঃ ইচ্ছা থাকলে উপায় হয়। এখন আসো মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে আসা এরকম কিছু Proverb শিখে নিই। A burnt child dreads the fire- ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। To set a theif to catch a theif – কাঁটা দিয়ে কাঁটা তোলা । Make hay while the sun shines/Strike the iron while it is hot – ঝোপ বুঝে কোপ মারা। To carry coal to new castle – তেলা মাথায় তেল দেওয়া Where there is a will, there is a way – ইচ্ছা থাকলে উপায় হয়।
80. ‘কাজটি আমি অবশ্যই করিয়ে নেবো’। বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
Edit
Topic:
Explaination: Causative Verb মানে প্রযোজক ক্রিয়া। Make, Have, Get, Help, Let হলো প্রযোজক ক্রিয়া। প্রশ্নটিতে মূলত Causative Verb বা প্রযোজক ক্রিয়ার সঠিক ব্যবহার জানতে চাওয়া হয়েছে। Causative Verb “Have” Formulae: Have+ doer+ verb এর base form Have+ Receiver+ v3 Note: Doer: যে কাজ করে Receiver : যার উপরে কাজ করা হয়/যে নিজে নিজেই কাজ করতে পারে না I must have the work done.(অর্থঃ আমি অবশ্যই কাজটি করিয়ে নিবো) Look, এখানে have এর পরে আছে the work(কাজটি) যা একটি receiver । Structure অনুসারে have + receiver + V3 । এজন্য এখানে সঠিক উত্তরটি হবে -(D) I must have the work done
81. ‘ভাবছি আমি যদি রাজা হতাম।’ —বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হলো
Edit
Topic:
Explaination: I wish এর পর be verb আসলে Subject যাই হোক না কেন Subject এর পরে were বসে। তাই উত্তর হবেঃ (C)
82. Which one is the correct active sentence of the passive form –‘English is spoken all over the world.’
Edit
Topic:
Explaination: অনেক সময় Passive Voice-এ ক্রিয়া সম্পাদনকারী Object-এর উল্লেখ থাকে না, এরূপ ক্ষেত্রে Passive Voice-এর অর্থ অনুযায়ী Active Voice-এর Subject নিরূপন করা হয়। অর্থাৎ Passive থেকে Active করার সময় Active Voice-এ Subject হিসেবে সাধারণত: One,Someone, Somebody, None, I, The authority, We, They, People, ইত্যাদি ব্যবহৃত হয়। প্রশ্নোক্ত Sentence টি Passive Voice এর Present Indefinite Tense. লক্ষ করুন: Passive: English is spoken all over the world. (অর্থ: বিশ্বব্যাপী ইংরেজিতে কথা বলা হয়।) Active: People speak English all over the world. (অর্থ: বিশ্বব্যাপী মানুষ ইংরেজিতে কথা বলে।)
83. Which one is the correct sentence given below?
Edit
Topic:
Explaination: একই বাক্যে যদি First Person, Second Person, Third Person একসাথে ব্যবহৃত হয় তবে যদি ভালো কাজ বা স্বাভাবিক কোনো কাজ বোঝায় তবে শুরুতে Second Person এরপরে Third Person এবং সর্বশেষে First Person বসে। একই বাক্যে যদি First Person, Second Person, Third Person একসাথে ব্যবহৃত হয় তবে যদি খারাপ কাজ বা দোষ বোঝায় তবে শুরুতে First Person এরপরে Second Person এবং সর্বশেষে Third Person বসে। TRICKS: ভাল কাজ বা স্বাভাবিক কোনো কাজ বোঝালে মনে রাখবে 231( 2nd Person, 3rd Person, 1st Person) মন্দ কাজ বা দোষ বোঝালে মনে রাখবে 123 (1st Person, 2nd Person, 3rd Person )
84. ”তার পেশা কী?” এই বাক্যটির ইংরেজি অনুবাদ হলো-
Edit
Topic:
Explaination: আসো আমরা প্রথমেই Options Analysis করে নিই- Option (a) এবং Option (b) সঠিক নয়। কারণ বাক্যগুলোতে পেশার ব্যাপারে কিছু উল্লেখ নেই। Option (c) এর বাক্যটি হলো Grammatically ভুল। এই অপশন শুদ্ধ হতো যদি বাক্যের শেষের does না হয়ে do হতো। তাহলে এক্ষেত্রে শুদ্ধ বাক্যটি হবে- What does he do? Extra Info: তার পেশা কী? চলো এই বাক্যটির সঠিক ইংরেজি Translation গুলো শিখে নিই What is his profession ? What does he do ? What is he ?
85. Pragmatic’ শব্দের অর্থ কি?
Edit
Topic:
Explaination: “Pragmatic” শব্দের অর্থ বাস্তবধর্মী,প্রায়োগিক, বাস্তবসম্মত। Pragmatic এর কিছু Synonyms : Practical,Lively
86. Which one is a masculine noun?
Edit
Topic:
Explaination: Death হচ্ছে Masculine noun. প্রকৃতপক্ষে death noun টি Masculine বা Feminine noun কোনোটিই নয়। তবে Death কে যখন কোনো ব্যক্তি রূপ দেয়া হয় অর্থাৎ personify করা হয় তখন Death কে Masculine noun ধরা হয়। উল্লেখ্য, উল্লেখযোগ্য ক্ষমতা বা শক্তির অধিকারী বিষয়গুলো সাধারণত Masculine gender হয়। Anger, Death, Fear, Love, Summer, Sun, Thunder, Time, War, Winter ইত্যাদি Noun গুলোকে সব সময় Masculine geneder গণ্য করা হয়। অতএব প্রশ্নটির সঠিক উত্তর (C) Extra Info: কোমলতা, মাহূর্ত সৌন্দর্য, উর্বরতা, কমনীয়তা, মাতৃত্ব প্রভৃতি প্রকাশক বিষয়গুলিকে faminine gender বিবেচনা করা হয়। যেমনঃ moon, earth, hope, peace, nature, night, autumn, spring, modesty, etc.
87. An ‘elegy’ is a–
Edit
Topic:
Explaination: 'elegy' শব্দের অর্থ শোকগাথা। অন্যদিকে Option (a) poem of lamentation এর অর্থ বিলাপের কবিতা। অতএব প্রশ্নটির সঠিক উত্তর Option (a) poem of lamentation প্রশ্নোক্ত অন্যান্য Option গুলোর অর্থ: (b) limerick অর্থ: সাধারণত কৌতুকপূর্ণ পঞ্চপদী ছড়া। (c) satire অর্থ: ব্যঙ্গরচনা। (d) hymn অর্থ: ঈশ্বর বন্দনা। অতএব প্রশ্নটির সঠিক উত্তর (a)
88. Which sentence uses inchoative verb?
Edit
Topic:
Explaination: Inchoative verb/আরম্ভসূচক ক্রিয়া: Inchoative verb হলো এমন verb যা অবস্থান পরিবর্তন বর্ণনা করে এবং যার দ্বারা কোনো কাজ শুরু বা আরম্ভ হওয়ার প্রক্রিয়াকে বুঝায়। Get, become, grow, come, go, turn, fall, run,wear--- এই verb গুলো বাক্যে ব্যবহার হয়ে কোনো অবস্থার আরম্ভ, পরিণতি, বিকাশ ব্যক্ত করে। এজন্য এদেরকে Inchoative verb বা ক্রিয়ার আরম্ভ সূচক ক্রিয়া বলা হয়। তাই সঠিক উত্তর(B)
89. Choose the correct sentence–
Edit
Topic:
Explaination: Option (a) এর বাক্যটি সঠিক নয়। কারণ এখানে requested এর পরে preposition 'of' ব্যবহার করা হয়েছে অথচ এখানে for হওয়ার কথা ছিলো। মূলত বাক্যটি হওয়ার কথা ছিলো He made a request for my help. Option (b) এর বাক্যটিও সঠিক নয়। কারণ এই বাক্যে inferior qualities ব্যবহার করা হয়েছে। অথচ এখানে qualities না হয়ে quality হবে। Option (d) এর বাক্যটি সঠিক নয়। কারণ very এর পরে adjective এর comparative form ব্যবহৃত হয় না। Option (c) He gave me some advice হচ্ছে সঠিক উত্তর। কারণ advice শব্দটি uncountable noun. তাই এর সাথে s/es যুক্ত হয় না। অতএব প্রশ্নটির সঠিক উত্তর (c)
90. “There is no mother but loves her child”. Here ‘but’ is-
Edit
Topic:
Explaination: এখানে 'but' হচ্ছে negative relative. Negative relative: no + noun এর পর but ব্যবহৃত হলে একে Negative relative বলে। এক্ষেত্রে but Who.....not/Which......not হিসেবে ব্যবহৃত হয়। যথা- টি 1. There is no rose but has some thorn. (= There is no rose which does not have some thorn.). 2. There is no mother but loves her child. (=There is no mother who does not love her child.) উপরিউক্ত sentence গুলোর দিকে লক্ষ করলে দেখা যায় যে প্রশ্নোক্ত বাক্যে ব্যবহৃত but শব্দটি Negative relative হিসেবে ব্যবহৃত হয়েছে। অতএব প্রশ্নটির সঠিক উত্তর (C) Extra Info: But এর বিভিন্ন ব্যবহার: None but the brave deserves the fair, (Preposition) He tried hard but did not succeed. (Conjunction) There is no mother but loves her child. (Negative relative) It is but right to admit our faults. (Adverb) But me no buts. (Verb, Noun)
91. বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করা হয় কবে?
Edit
Topic: বঙ্গবন্ধু
Explaination: ১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির রাজধানী সান্তিয়াগোয় বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় বাঙালি জাতির মুক্তি আন্দোলন এবং বিশ্ব শান্তির সপক্ষে বঙ্গবন্ধুর অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রদানের জন্য শান্তি পরিষদের মহাসচিব রমেশ চন্দ্র প্রস্তাব উপস্থাপন করেন। বিশ্বের ১৪০ দেশের শান্তি পরিষদের ২০০ প্রতিনিধির উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও ক্যুরি শান্তি পদকে ভূষিত করা হয়েছিল।
92. বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি?
Edit
Topic: নদ-নদী
Explaination: কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়। হালদা নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ি বদনাতলী পর্বতশৃঙ্গ। কুশিয়ারা নদীর উৎস হচ্ছে বরাক বা বরবক্র নদী। বরাক নদীর উৎপত্তি স্থল মণিপুরের উত্তরে আঙ্গামীনাগা পাহাড়। যমুনোত্রী হিমবাহের ৬,৩৮৭ মিটার উচ্চতায় যমুনা নদীর উৎপত্তি
93. বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব?
Edit
Topic:
Explaination: সর্বোচ্চ পদমর্যাদার খেতাব বীরশ্রেষ্ঠ, উচ্চ পদমর্যাদার খেতাব বীরউত্তম, প্রশংসা পদমর্যাদার খেতাব বীরপ্রতীক। এর মধ্যে তৃতীয় বীরত্বসূচক খেতাব বীরবিক্রম।
94. প্রাচীন 'পুন্ড্রনগর' কোথায় অবস্থিত?
Edit
Topic: প্রাচীন বাংলা
Explaination: পৌন্ড্রভুক্তির পুন্ড্রনগর ছিল পূর্বাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর, যা বর্তমানে বাংলাদেশের বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত।
95. ১৯৭১ সালে জর্জ হ্যারিসনকে কনসার্ট ফর বাংলাদেশ-এ যোগ দেবার আমন্ত্রণ করেন
Edit
Topic:
Explaination:
96. মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
Edit
Topic: মুজিবনগর সরকার
Explaination: মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি মন্ত্রণালযয়ের মন্ত্রী: এ এইচ এম কামরুজ্জামান।
97. 'একাত্তরের যীশু'- এর নির্মাতা কে?
Edit
Topic: মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র
Explaination: একাত্তরের যীশু ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভিত্তিক একটি বাংলাদেশী চলচ্চিত্র। লেখক শাহরিয়ার কবির-এর লেখা একাত্তরের যীশু (উপন্যাস) অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ।
98. "সবকটা কটা জানালা খুলে দাও না.. ওরা আসবে.. চুপি চুপি.." গানটির সুরকার কে?
Edit
Topic: মুক্তিযুদ্ধভিত্তিক গান
Explaination: এই গানটির সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, গীতিকার নজরুল ইসলাম বাবু, এবং মূল শিল্পী সাবিনা ইয়াসমিন।
99. ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি কে?
Edit
Topic: মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য
Explaination: শিল্পী নিতুন কুণ্ডু এর তৈরি এই ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
100. এশিয়ার মধ্যে কত তম দেশ হিসেবে মেট্রোরেল সিস্টেম চালু হয়েছে বাংলাদেশে?
Edit
Topic: মেট্রোরেল
Explaination: এশিয়ার মধ্যে ২২তম দেশ হিসেবে মেট্রোরেল সিস্টেম চালু হয়েছে বাংলাদেশে।