Exam

Question View - Day 3 - জীনতত্ত্ব- 3
1. পরিপূরক জিনের (complementary gene) ফিনোটাইপিক অনুপাত কত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পরিপূরক জিনের (complementary gene) ক্রিয়ার ফলে F2 জনুর অনুপাত ৯: ৩: ৩: ১ এর পরিবর্তে ৯: ৭ হয়।
2. Duplicate Recessive Epistasis এর ক্ষেত্রে অনুপাত কত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস (Duplicate Recessive Epistasis) এর ক্ষেত্রে অনুপাত 9: 7।
3. দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর উদাহরণ কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: জন্মগত মুক বধিরতা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস (Duplicate Recessive Epistasis) এর অন্যতম উদাহরণ।
4. ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন এ অবস্থাকে কি বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন এবং এ অবস্থাকে সহপ্রকটতা বলে।
5. একটি জিন যখন অন্য একটি নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এ প্রক্রিয়াকে কি বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: একটি জিন যখন অন্য একটি নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এ প্রক্রিয়াকে Epistasis বলে।
6. এপিস্ট্যাসিসের প্রভাবে যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে কি বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: একটি জিন যখন অন্য একটি নন-অ্যালিলিক (non-allelic) জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এ প্রক্রিয়াকে এপিস্ট্যাসিস বলে। যে জিনটি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় সে জিনকে এপিস্ট্যাটিক জিন (epistatic gene), আর যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় সে জিনটিকে হাইপোস্ট্যাটিক তার জিন (hypostatic gene) বলে।
7. সাদা লেগহর্ণ মোরগ মুরগিতে রঙিন পালক সৃষ্টি না হয়ে সাদা পালক সৃষ্টির জন্য দায়ী জিন কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: যখন একটি প্রকট জিন অন্য একটি নন-অ্যালিলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এ প্রক্রিয়াকে প্রকট এপিস্ট্যাসিস বলে। ১৯১৮ খ্রিস্টাব্দে বেটসন (Bateson) এবং পানেট (Punnett) পরিচালিত এক পরীক্ষায় আবিষ্কৃত হয় যে সাদা লেগহর্ণ (Leghorn) গোষ্ঠীর মোরগ-মুরগীতে রঙিন পালক সৃষ্টির জন্য দায়ী একটি প্রকট জিন (C) থাকে। কিন্তু এপিস্ট্যাটিক জিন (I)-এর কারণে রঙিন পালক সৃষ্টি হতে না পারায় পালকগুলো সাদা হয়। F₁ জনুতে সব সাদা পালক-বিশিষ্ট হলেও F₂ জনুতে ১৩: ৩ অনুপাতে সাদা ও রঙিন পালক-বিশিষ্ট মোরগ-মুরগী সৃষ্টি হয়।
8. পলিজিন নামকরণ করেন কে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: পলিজেনিক ইনহেরিট্যান্স , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানুষের উচ্চতা, গায়ের রং, চোখের রং, ওজন, বুদ্ধমত্তা: গাভির দুধ; ভুট্টা বা গমের দানার রং ইত্যাদি পরিমাণগত বৈশিষ্ট্য (quantitative traits) একাধিক জিনের সমন্বিত প্রয়োগের উপর নির্ভরশীল হয়। ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত নন-অ্যালিলিক জিনের একটি গ্রুপ সম্মিলিতভাবে কোন জীবের একটি পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলে তখন সেই জিন-গ্রুপকে পলিজিন (polygene) বলে। পলিজিনে নিয়ন্ত্রিত পরিমাণগত বৈশিষ্ট্যের বংশগতিকে পলিজেনিক ইনহেরিট্যান্স বলা হয়। জিনতত্ত্ববিদ K. Mather, ১৯৫৪ সালে পলিজিন নামকরণ করেন।
9. পলিজিন কোন ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: পলিজেনিক ইনহেরিট্যান্স , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানুষের উচ্চতা, গায়ের রং, চোখের রং, ওজন, বুদ্ধমত্তা: গাভির দুধ; ভুট্টা বা গমের দানার রং ইত্যাদি পরিমাণগত বৈশিষ্ট্য (quantitative traits) একাধিক জিনের সমন্বিত প্রয়োগের উপর নির্ভরশীল হয়। ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত নন-অ্যালিলিক জিনের একটি গ্রুপ সম্মিলিতভাবে কোন জীবের একটি পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলে তখন সেই জিন-গ্রুপকে পলিজিন (polygene) বলে। পলিজিনে নিয়ন্ত্রিত পরিমাণগত বৈশিষ্ট্যের বংশগতিকে পলিজেনিক ইনহেরিট্যান্স বলা হয়। জিনতত্ত্ববিদ K. Mather, ১৯৫৪ সালে পলিজিন নামকরণ করেন।
10. নিচের কোনটি পলিজেনিক ইনহেরিট্যান্স নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: পলিজেনিক ইনহেরিট্যান্স , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানুষের উচ্চতা, গায়ের রং, চোখের রং, ওজন, বুদ্ধমত্তা: গাভির দুধ; ভুট্টা বা গমের দানার রং ইত্যাদি পরিমাণগত বৈশিষ্ট্য (quantitative traits) একাধিক জিনের সমন্বিত প্রয়োগের উপর নির্ভরশীল হয়। ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত নন-অ্যালিলিক জিনের একটি গ্রুপ সম্মিলিতভাবে কোন জীবের একটি পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলে তখন সেই জিন-গ্রুপকে পলিজিন (polygene) বলে। পলিজিনে নিয়ন্ত্রিত পরিমাণগত বৈশিষ্ট্যের বংশগতিকে পলিজেনিক ইনহেরিট্যান্স বলা হয়। জিনতত্ত্ববিদ K. Mather, ১৯৫৪ সালে পলিজিন নামকরণ করেন।
11. পলিজিনের ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত কত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: পলিজেনিক ইনহেরিট্যান্স , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত নন-অ্যালিলিক জিনের একটি গ্রুপ সম্মিলিতভাবে কোন জীবের একটি পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলে তখন সেই জিন-গ্রুপকে পলিজিন (polygene) বলে। পলিজিনের ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত 1: 4: 6: 4: 1।
12. "একটি জীবের দুই বা ততাধিক জোড়া বৈশিষ্ট্যের জন্য দায়ী ফ্যাক্টর গুলো গ্যামেট সৃষ্টির সময় সম্পূর্ণ স্বাধীন ও মুক্তভাবে বিন্যস্ত হয়" এটি কোন সূত্র কে সমর্থন করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলের সূত্র , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মেন্ডেলের ২য় সূত্র- "একটি জীবের দুই বা ততাধিক জোড়া বৈশিষ্ট্যের জন্য দায়ী ফ্যাক্টর গুলো গ্যামেট সৃষ্টির সময় সম্পূর্ণ স্বাধীন ও মুক্তভাবে বিন্যস্ত হয়"