Exam
Question View - Model test 2 - chemistry
1. পল বুঙ্গি ব্যাল্যান্সের সূক্ষ্ম পরিমাপের ক্ষমতা কত পর্যন্ত ?
Edit
Topic: ১.৪ , অ-১ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: পল বুঙ্গি ব্যাল্যান্সের সূক্ষ্ম পরিমাপের ক্ষমতা এক দশমিকের ৪র্থ স্থান পর্যন্ত ।
2. নিচের অক্সাইডগুলোর মধ্যে কোনটি পাইরেক্স কাঁচ তৈরিতে ব্যাবহার করা হয় ?
Edit
Topic: ১.২ ,অ-১ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: পাইরেক্স কাঁচ রাসায়নিক ভাবে প্রধানত ZnO,BaO , B2O3 নির্মিত কাঁচ ।
3. আলফা কণা পরীক্ষায় পর্দায় কিসের প্রলেপ ছিল ?
Edit
Topic: 2.1.1 , অ-২,রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination:
4. ডি ব্রগলির সমীকরণ কোনটি ?
Edit
Topic: ২.২,অ-২,রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination:
5. P উপস্তরের মোট কয়টি অরবিটাল আছে ?
Edit
Topic: 2.2.2 , অ-২,রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: যেকোনো উপস্তরের অরবিটাল সংখ্যা = 2l+1
6. অপধাতুর সংখ্যা কত ?
Edit
Topic: ৩.২ , অ-৩,রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination:
7. SN1 বিক্রিয়া কয় ধাপে ঘটে ?
Edit
Topic: 2.10.2 , অ-৩,রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination:
8. কোন বিক্রিয়ায় aldehyde মূলক মিথিলিন মুলকে পরিণত হয় ?
Edit
Topic: ২.১১ , অ-৩,রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: ক্লিমেনসন বিজারনের মাধ্যমে কার্বনিল যৌগ অ্যালকেনে পরিণত হয়
9. দুটি গ্যাসের গতিশক্তি কখন সমান হয় ?
Edit
Topic:
Explaination: E = 3/2 (nRT) , একই মোল পরিমান গ্যাসের গতিশক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে ।
10. পানির অস্থায়ী খরতার জন্য দায়ী কোনটি ?
Edit
Topic: 1.18 , অ- ১ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার।
Explaination: পানির অস্থায়ী খরতার জন্য HCO3- লবন দায়ী
11. K2MnO4 এ Mn এর জারণ মান কত ?
Edit
Topic: অ-৩ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার
Explaination: K2MnO4 = 2*1 +X + (-2*4) =0 ;
= 2 +X -8=0;
বা, X = +6
12. HPLC তে সচল মাধ্যম হিসেবে কোনটি ব্যাবহার করা হয় ?
Edit
Topic: ৩.১৮ , অ-৩ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার
Explaination:
13. গলিত NaCl এর বিদ্যুৎ পরিবাহিতার কারণ কি ?
Edit
Topic:
Explaination: গলিত NaCl এর বিদ্যুৎ পরিবাহিতার কারণ মুক্ত আয়ন ।
14. ল্যাস্থানাইড সিরিজের মৌল কোনটি?
Edit
Topic:
Explaination: প্রধানত f block মৌলগুলোকেই ল্যাস্থানাইড ও অ্যাক্টিনাইড সিরিজে স্থান দেওয়া হয়েছে ,যদিও ল্যাস্থানাইড বা অ্যাক্টিনাইড সিরিজের মৌলসমুহের মধ্যে শুধু ৩ তিনটি মৌল d block মৌল La(57) , Ac(89) , Th(90) কারন তাদের সর্বশেষ electron টি d block এ প্রবেশ করেছে । ল্যাস্থানাইড সিরিজের বিস্তৃতিঃ La(57) – Lu (71) পর্যন্ত । ল্যাস্থানাইড বা অ্যাক্টিনাইড সিরিজের মৌলসমুহের নামের শেষে
Ium বা ইয়াম থাকবে। অপশন a হল একটি d block মৌল
অপশন c হল একটি s block মৌল , যেহেতু ল্যাস্থানাইড বা অ্যাক্টিনাইড সিরিজের এতগুলো মৌলের নাম মুখস্থ করা সম্ভব নয় তাই , অপশন বাদ দিয়ে নির্ধারণ করা লাগবে । অবশিষ্ট থাকে Ce(58) যা কমন একটি মৌল এবং , এটির সম্পর্কে মনে রাখাই যায় যে একটি ল্যাস্থানাইড সিরিজের মৌল যেহেতু তার পারমানবিক সংখ্যা ৫৮।
15. শুষ্ককোষে তড়িৎ উত্তেজক রূপে কোনটি ব্যবহৃত হয়?
Edit
Topic: শুষ্ককোষে NH4Cl কে উত্তেজক রুপে ব্যাবহার করা হয়।
Explaination: ৪.১৪ , (গ) এক প্রকোষ্ঠ বিশিষ্ট শুস্ক কোষ বা ড্রাই সেল , অ-৪ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
16. নিচের কোনটি সিমেন্ট জমা বাঁধাকে মন্থর করে?
Edit
Topic: 5.5.5, অ-৫, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination: ক্লিংকার গুড়ায় উপস্থিত ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট পানির সংস্পর্শে দ্রুত জমাট বাঁধে এবং পরে ফেটে যায়। জিপসাম গুঁড়া ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট এর সাথে বিক্রিয়া করে অদ্রবনীয় ক্যালসিয়াম সালফো অ্যালুমিনেট উৎপন্ন করে এবং সিমেন্টের জমাট বাঁধা মন্থর করে।
17. নিচের কোনটি ‘Producer gas’ ?
Edit
Topic: 5.2.2, অ-৫, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination: ++ 2CO + N2 = Producer gas
++ CO + 3H2 = সংশ্লেষ গ্যাস
++ CO + H2 = water gas
18. বিয়ার ল্যাম্বার্টের সুত্র কোন মোলার দ্রবণের ক্ষেত্রে অধিক প্রযোজ্য?
Edit
Topic: 3.15, অ-৩, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination: বিয়ার ল্যাম্বার্টের সুত্র 0.001-0.01M মোলার দ্রবণের ক্ষেত্রে অধিক প্রযোজ্য
19. তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ কোনটি?
Edit
Topic: 4.3, অ-৪, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination:
20. ল্যাবরেটরিতে যখন এসিড, ক্ষার ও বিভিন্ন বিষাক্ত পদার্থ নিয়ে কাজ করা হয়, তখন কোন ধরনের সাবধানতা অবলম্বন করা উচিৎ?
Edit
Topic: ১.১ , অ-১ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: ক্ষয়কারক ও বিষাক্ত রাসায়নিক পদার্থ যেমনঃ এসিড , ক্ষার ইত্যাদি ব্যবহার করার সময় হাতে গ্লাভস পরা উচিত ।
এপ্রোনঃ রাসায়নিক দ্রব্য থেকে ত্বক কে সুরক্ষা করা ইত্যাদি কাজে ব্যাবহার করা হয় ।
মাস্কঃ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় ক্ষতিকারক গ্যাস উৎপন্ন হয় , বা বিভিন্ন রাসায়নিক পদার্থের বাষ্প প্রস্তুতির সময় এদের ক্ষতিকারক প্রভাব থেকে বাচার জন্য এটি ব্যাবহার করা হয় ।
গগলসঃ ক্ষতিকারক রাসায়নিক উদ্বায়ী পদার্থ সহকারে কাজ করার সময় এটি ব্যাবহার করা হয় ।
21. H2NCONH2+H2O → 2NH3+CO2 বিক্রিয়ার কোন জৈব প্রভাবকটি ব্যবহৃত হয়েছে?
Edit
Topic: ৪.৪.৩ , অ-৪ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: ইউরিয়েস এনজাইমের প্রভাবে ইউরিয়া ভেঙে অ্যামোনিয়া এবং CO2 gas তৈরি করে ।
22. মানবরক্তে কোন বাফার দ্রবণটি বিদ্যমান?
Edit
Topic: ৪.১৫ , অ-৪ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: মানবদেহে তিনটি বাফার বিদ্যমানঃ
১। বাই-কার্বোনেট বাফার ( NaHCO3+H2CO3)
২। আন্তঃকোষীয় ফসফেট বাফার
(Na2HPO3+H3PO2)
৩। প্রোটিন বাফার ( HPr , Pr-) ; Pr মানে প্রোটিন
23. আম কৌটাজাতকরণে নিচের কোন রাসানিকটি ব্যবহৃত হয়?
Edit
Topic: ৫.৪.১ , অ-৫ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: আমের কৌটাজাতকরনে .25% সায়ট্রিক এসিড ও , 30-40% চিনির দ্রবন ব্যাবহার করা হয় । এই দ্রবণটি ক্যানিং তরলরুপে ব্যাবহার করা হয় ।
Trick: আম , আনারস , কাঁঠাল , পেয়ারা এই সব গুলো সংরক্ষণেই সায়ট্রিক এসিড ও চিনির দ্রবন ব্যাবহার করা হয় ।
শুধু মাত্র পেয়ারা সংরক্ষণে এক্সট্রা ভিটামিন-সি ব্যাবহার করা হয় ।
24. কোন যৌগে পাই বন্ধন নেই ?
Edit
Topic:
Explaination: PBE ( Pi Bond Equivalent )= C – H/2 + N/2 +1
HCN: PBE = 1 -1/2 +1/2 + 1 = 2; 2 Pi Bond
HCHO: PBE= 1 – 2/2 +0/2 + 1 =1; 1 Pi Bond
C2H2: PBE= 2 -2/2 + 0/2 + 1 = 2; PI Bond
C2H6: PBE = 2 -6/2 +0/2 + 1 = 0; No Pi Bond ।
25. free radical সম্পর্কে মিথ্যা কোনটি ?
Edit
Topic: ২.৮ , ফ্রি র্যাডিক্যালের বৈশিষ্ট্য , অ-২ , রসায়ন ২য় পত্র , কবির স্যার ।
Explaination: ফ্রি radical এর কোন চার্জ থাকে না কারন তাদের electron & proton সংখ্যা সমান হয় ।