Exam
Question View - Eleventh Hour || E25D25 || 20.01.24
1. 'Meteorology' is related to -
Edit
Topic:
Explaination: চলো আমরা Meteorology শব্দটি ভেঙ্গে অর্থ বোঝার চেষ্টা করি- • Meteor: any atmospheric phenomenon • -logy : doctrine, theory Meteorology হলো বায়ুমণ্ডল ও আবহাওয়ার ওপর বায়ুমণ্ডলীয় ঘটনাবলি ও প্রভাবসমূহের অধ্যয়ন। তাই সঠিক উত্তর (c) weather forecasting
2. Identify the correctly spelt word.
Edit
Topic:
Explaination: অপশনগুলোর মধ্যে pneumonia-ই সঠিক বানান। বাকিগুলোর সঠিক বানান- Horoscope Occasion embarrass
3. Choose the correct sentence:
Edit
Topic:
Explaination: Discuss শব্দটির পরে কোনো Preposition বসে না। তাই উত্তর হবে- A)He discussed the matter. Extra Info : এখন মনে প্রশ্ন জাগে না যে Await এর পরে কোনো Preposition বসে না । তাহলে আর কোন কোন Word এর শেষে Preposition বসে না? উত্তরঃ নিচের শব্দগুলোর ক্ষেত্রেও আগে বা পরে কোনো Preposition বসে না- Answer, Approach, ,Ask, Attack, Bag and baggage, Discuss, Enter, Escape, Finish, Heart and Soul, Leave, Meet, Obey, Permit, Pass, Reach, Resemble, Recommend, Round , Resign ,Start, Sign Tell, Behind, Inside, Outside. মজার ব্যাপার হচ্ছে যে- বিভিন্ন Sentence এ যখন উপরিউক্ত শব্দগুলো ব্যবহৃত হয়, তখন মনে হয় যেন এসব শব্দগুলোর শেষে) বিভিন্ন Preposition বসলে ভালো হতো। কিন্তু তা বসে না। এগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যা ভর্তি পরীক্ষায় প্রায়ই আসে।
4. Put the right word in the blank. He reached the___of his literary career.
Edit
Topic:
Explaination: প্রশ্নটি Meaning Based .তাই শব্দার্থগুলো আগে জেনে তারপরে উত্তর করতে হবে- Abattoir - কসাইখানা, acme - চূড়া বা শীর্ষ, admonish - সতর্ক করা বা তিরস্কার করা, abdicate - পরিত্যাগ করা Options গুলো Analysis করলে বোঝা যায় যে অর্থগতভাবে (খ) acme-ই সঠিক উত্তর।
5. A number of singers in a church is called____
Edit
Topic:
Explaination: একদল গায়ক যারা সাধারণত গির্জায় গান পরিবেশনে অংশ নিয়ে থাকেন, তাদেরকে choir বলে। চলো এখন বাকি অপশনগুলোর অর্থ জেনে নিই- Cast - নিক্ষেপ/ ঢালাই, Claque - ভাড়াটে প্রশংসাকারীর দল, clump - ঝোপ, ঝাড়।
6. 'Walk fast lest you should miss the train'. This is a___
Edit
Topic:
Explaination: বাক্যটিতে walk fast clause টি independent clause আর lest-যুক্ত clause-টি subordinate clause হওয়ায় বাক্যটি complex sentence Simple sentence-এ একটি মাত্র clause থাকে Compound sentence সাধারণত and, but, or দ্বারা যুক্ত দুটো coordinate clause-এর সমন্বয়ে গঠিত হয়। Interrogative Sentence দ্বারা প্রশ্ন করা হয়।
7. Antonym for 'Adieu-
Edit
Topic:
Explaination: Adieu অর্থ বিদায়। এটি বিদায়ের একটি literary form . Farewell, goodbye, valediction সবগুলোই বিদায়সংক্রান্ত। অন্যদিকে, hello ব্যবহৃত হয় কারও সাথে সাক্ষাতের শুরুতে। তাই adieu-এর সঠিক antonym হলো hello।
8. She played on the flute. Passive form is-
Edit
Topic:
Explaination: প্রশ্নটি উত্তর করতে হলে Asserative Sentence এর Voice Change সম্পর্কে জানতে হবে। কোনো assertive sentence-কে passive করতে হলে – Step-1: active sentence-এর object-কে subject করতে হয় Step -2: past tense হওয়ায় subject অনুসারে was/were- এর একটি বসাতে হয় Step-3 : এরপর verb-এর past participle form বসাতে হবে। Step-4 : Preposition হিসেবে by বসে। Step- 5: active voice এর subject-এর objective form বসাতে হয়।
9. Choose the right form of verb: The boy (to lie) on the floor yesterday.
Edit
Topic:
Explaination:
10. No one can____that he is clever.
Edit
Topic:
Explaination: প্রথমে প্রশ্নটির চারটি options এর অর্থ বিশ্লেষণ করলে আমরা সঠিক উত্তরটি খুঁজে পেতে পারি— অর্থ a. Defy - মান্য করতে কিংবা সম্মান দেখাতে অস্বীকার করা। b. admire - প্রশংসা করা। c. deny - অস্বীকার করা d. denounce - জনসমক্ষে অভিযুক্ত করা।
11. Which one is the antonym of ‘Cunning’?
Edit
Topic:
Explaination: Cunning শব্দটির অর্থঃ ধূর্ত । অন্যদিকে options: (a), (b) , (d) এর শব্দগুলোর অর্থও ধূর্ত বা চালাক। তাই এরা synonymous. আর Option(c) Guileless এর অর্থ সরল। তাই “Cunning” এর Antonym হবে - (c) Guileless
12. He divided the money_ the two children.
Edit
Topic:
Explaination: দুই জনের মধ্যে কোনোকিছু ভাগ করে দেওয়া বোঝালে divided-এর পরে between বসে। আর দুয়ের অধিক ব্যক্তির মাঝে ভাগ করে দেওয়া বোঝালে among বসে।
13. The train is running___forty miles an hour.
Edit
Topic:
Explaination: গতিবেগ বোঝাতে অর্থাৎ কোনো বাস, ট্রাক, ট্রেন ইত্যাদি কত গতিতে ছুটে চলেছে তা বোঝাতে run-এর পরে at বসে।
14. Identify the imperative sentence:
Edit
Topic:
Explaination: এই প্রশ্নটি উত্তর করতে হলে Imperative Sentence এর গঠন নিয়ে বেসিক ধারণা থাকতে হবে। যে sentence দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায় তাকে Imperative Sentence বলা হয়। Imperative Sentence চেনার উপায়ঃ - Imperative sentence শুরু হয় verb দ্বারা। অপশন (খ) ও (গ) তে সাধারণ বিবৃতি থাকায় এ দুটো assertive sentence। অপশন (ঘ)-তে প্রশ্নবোধক বাক্য রয়েছে। তাই এটি interrogative sentence. শুধু Option : A এর বাক্যটি Verb দিয়ে শুরু হয়েছে। তাই এটি Imperative Sentence . সুতরাং উত্তর হবে – Option : A)Shut up.
15. What may be considered courteous in one culture may be arrogant in another. Here the underlined word 'arrogant' means
Edit
Topic:
Explaination: (ব্যাখ্যা) Arrogant অর্থ উদ্ধত বা অহংকারী। Rude অর্থ অভদ্র, অশিষ্ট। তাই, rude শব্দটিই arrogant-এর সমার্থক শব্দ। Gracious - দয়ালু coarse - কর্কশ pretentious - ভণ্ড
16. This could have worked if I____ been more far-sighted.
Edit
Topic:
Explaination: প্রশ্নটি উত্তর করতে হলে Third Conditionals নিয়ে বেসিক ধারণা থাকতে হবে। Third Conditionals • USAGE : Third conditional সাধারণত unreal বা অবাস্তব চিন্তা প্রকাশ করে। এক্ষেত্রে একটি কাজ হলে অন্য একটি কাজ হতে পারতো কিন্তু হয়নি এরূপ ক্ষেত্রে ঐ conditional ব্যবহার করা হয়। • STRUCTURE : If যুক্ত বাক্যের প্রথম অংশ past perfect tense হলে পরের অংশ (would/could/might) হবে। If+past perfect+sub+(would/could/might) have+ Past Participle. Example : If I had been there, I would/could/might have seen you. এই নিয়ম অনুসারে উত্তর হবে - B)had
17. Identify the correct passive form: 'Do not close the door.
Edit
Topic:
Explaination: Imperative Sentence কে Passive Voice এ Convert করতে হলে নীচের Steps গুলো ফলো করতে হয়- • Imperative sentence-কে passive করতে let দিয়ে শুরু করতে হয় • বাক্যটি negative হওয়ায় let-এর পরে not বসে। • এর পরে object 'the door' বসবে + be + verb-এর past participle form 'closed' বসবে। এই Steps গুলো ফলো করলে উত্তর হবে - B)Let not the door be closed
18. Find out the active form of the sentence: 'By whom can our country be saved?"
Edit
Topic:
Explaination: এই প্রশ্নটি উত্তর করতে হলে আমাদের Voice সম্পর্কে বেসিক ক্লিয়ার থাকতে হবে । Passive থেকে Active করার কিছু Steps : • Passive এ by whom থাকায় active-এর subject হিসেবে who বসবে। • Who- এর পরে (auxiliary verb অপরিবর্তিত থাকে) can+ (main verb) save বসবে । • এরপরে (object) our country • সবশেষে '?' চিহ্ন বসবে। এই নিয়ম অনুসারে করলে সঠিক উত্তর হয় - A)Who can save our country?
19. Which of the following words is spelt correctly?
Edit
Topic:
Explaination: অপশন (C)-তে রয়েছে সঠিক বানান authoritative, যার অর্থ কর্তৃত্বপরায়ণ।
20. The word 'equivocation' refers to-
Edit
Topic:
Explaination: Equivocation অর্থ আচরণে বা কথায় অস্পষ্টতা যার মাধ্যমে সত্য এড়াতে বা লুকাতে চেষ্টা করা হয়, এক কথায় দ্ব্যর্থবোধকতা। Options গুলোর মধ্যে (b) two contradictory things in the same statement-ই অর্থগতভাবে equivocation-এর কাছাকাছি।
21. Identify the correct sentence:
Edit
Topic:
Explaination: দুঃখকষ্টে ভেঙে পড়া বোঝাতে burst into হয়। • হাসিতে ফেটে পড়া বুঝাতে burst out হয়। The girl burst into tears এর অর্থঃ মেয়েটি কান্নায় ভেঙ্গে পড়লো। তাহলে উত্তর হবে- b) The girl burst into tears.
22. The phrase 'dog days' means-
Edit
Topic:
Explaination: 'Dog days' idiom-টির অর্থ বছরের উষ্ণতম সময়, যার সমার্থক অপশন (a) hot weather. Extra Info: Dog days এর একটি synonymous phrase হলো – Canicular days.
23. Words inscribed on a tomb is an-
Edit
Topic:
Explaination: Epitaph এর অর্থঃ সমাধিস্তম্ভ লিপি। Words inscribed(অন্তলিখিত) on a tomb is an epitaph। অর্থাৎ কোনো লিখা যদি খোদাই করা থাকে পাথরে কিংবা কোথাও তাহলে এটাকে epitaph বা সমাধিস্তম্ভ লিপি বলে। তাহলে উত্তর হবে- d)epitaph
24. What is the antonym for the word 'deformation"?
Edit
Topic:
Explaination: চলো আমরা Deformation শব্দটি Break করি এবং অর্থ বের করি- • De=down from, off, away from (স্বাভাবিক জিনিস হতে বিচু্যত) • Form=physical form/appearance ( গঠন /আকৃতি ) • -tion/-ion = Process তাহলে সবমিলিয়ে Deformation এর অর্থ দাঁড়ায় কোনো কিছুর আকার বিকৃতকরণ। অন্যদিকে option c)Wholeness এর অর্থ সামগ্রিকতা বা পূর্ণাঙ্গতা । তাহলে Deformation এর antonym/বিপরীত শব্দ হচ্ছে - c)wholeness
25. Fill in the blank with appropriate preposition: Do you have any money_____you?
Edit
Topic:
Explaination: অর্থ/সম্পদ কারো দ্বারা বহন করা কিংবা কারো মালিকানায় থাকা বোঝালে noun/pronoun-এর পূর্বে on বসে। যেমন: Have you got any money on you? Extra Info: • কাউকে অর্থ-সম্পদ প্রদান করা বুঝালে noun/pronoun-এর পূর্বে to বসে। যেমন: We will refund your money to you in full if you are not entirely satisfied
26. What is the noun form of the word 'laugh'?
Edit
Topic:
Explaination: এ প্রশ্নটি আমরা সহজেই একটি ট্রিকসের মাধ্যমে সমাধান করতে পারি। সেটি হলো Suffix, Prefix Concept. Suffix হলো এমন কিছু শব্দগুচ্ছ যার নিজস্ব কোনো মানে নেই। কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ প্রদান করতে পারে। যেমনঃ Live(Verb) এর অর্থঃ বাস করা। এর সাথে suffix হিসেবে যোগ করলে নতুন একটি শব্দ সৃষ্টি হয় সেটি হচ্ছে Livelihood(Noun)। এর মানে জীবিকা। খেয়াল করেছো যে, আমরা সহজেই Verb কে Noun এ রূপান্তর করে ফেললাম। চলো কিছু Suffix শিখে নিই যেগুলো শব্দের শেষে থাকলে শব্দটি নিজে এককভাবে Noun হিসেবে গণ্য হবে- -hood, -dom, -ment, -ness, -my, -age, -ee, -ure, -tude, -cy, -ny, -tur,-ar,-er,-phy,-ling/-ing, -ty, -gy, -ism,-ry,-mony, -ock, -let, -kin,-ship, -red, -ant,-ice,-sy,-th, -phobia. c)laughter শব্দের শেষে –er আছে যা suffix হিসেবে যুক্ত আছে। এজন্য উত্তর হবে - c)laughter Extra Info: Laugh শব্দটি verb, যার অর্থ হাসা। Laugh-এর adjective, adverb যথাক্রমে laughable/laughing, laughingly .
27. Choose the right form of verb: It is high time we (act) on the matter.
Edit
Topic:
Explaination: It is high time, it is time, wish, fancy, as though, as if ইত্যাদির পরের clause-এর subject-এর পরে verb-এর past form বসে। Extra Info: It is time/It is high time + subj.+ verb এর Past form It was time/ It was high time+ subj. + verb এর Past Perfect Form Example : • It is high time we ____________(go/went/had gone) there. • It was high time we_______(gone/had gone) there.
28. Change the voice: 'Nobody trusts a traitor.'
Edit
Topic:
Explaination: প্রশ্নটি উত্তর করতে হলে আমাদের Voice Change নিয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে। প্রদত্ত বাক্যটির subject-nobody, verb-trusts object- a traitor Passive করার ক্ষেত্রে যেকোনো বাক্যকে Active থেকে Passive Voice এ রূপান্তরের জন্য নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করবে- • প্রদত্ত বাক্যটির object প্রথমে বসবে • , তারপর (বাক্যটি present indefinite tense-এ থাকায়) passive-এর subject অনুসারে am/is/are-এর মধ্যে is বসবে ও verb-এর past participle বসবে। • তবে active sentence-এ nobody (=no + anybody) থাকায়, passive-এর (auxiliary verb) is-এর পরে not বসাতে হবে। এরপরে by যুক্ত করে anybody বসাতে হবে। কাজেই প্রদত্ত বাক্যের সঠিক passive হলো-অপশন (d) A traitor is not trusted by anybody
29. Identify the word which is spelt incorrectly:
Edit
Topic:
Explaination: Ocassion-এর শুদ্ধরূপ occasion, যার অর্থ উপলক্ষ্য। (occasion: খেয়াল রাখবে দুইটা c ; আরেকটি s ) Extra Info: বাকি অপশনগুলোর বানান সঠিক। চলো আমরা অর্থ জেনে নিই- Fluctuation - অস্থিরতা / ওঠা-নামা remission - অব্যাহতি দান / মওকুফ / উপশম decision - সিদ্ধান্ত বা রায়।
30. Fill in the blank: 'She went to New Market_______.
Edit
Topic:
Explaination: কোথাও হেঁটে যাওয়া বোঝাতে on foot ব্যবহৃত হয়। Extra Info: On feet, by foot, by walking এগুলোর কোনোটিই শুদ্ধ নয়। এগুলো বহুল ব্যবহৃত ভুল।
31. The word 'to genuflect' means-
Edit
Topic:
Explaination: চলো আমরা root words এবং suffix বিশ্লেষণ করে শব্দটির অর্থ বের করি – genu (knee / হাটু ) + flectere >flect (to bend/ নত হওয়া)। তাহলে পুরো অর্থ দাঁড়ায় - হাঁটু মুড়িয়ে শরীরকে নত করা Gemuflect অর্থ (১) (সম্মান জানানোর প্রতীক হিসেবে গির্জায়) হাঁটু মুড়িয়ে শরীরকে নত করা; বা, ২) কারো প্রতি বা কোনো কিছুর প্রতি প্রদর্শন করা। এক হাঁটু বা উভয় অত্যধিক সম্মান প্রদর্শন করা তাই উত্তর হবে - c)to bend the knee
32. 'He contemplated marrying his cousin.' Here 'marrying' is a/an-
Edit
Topic:
Explaination: এই প্রশ্নটি সলভ করার আগে চলো আমরা Gerund এবং Participle এর বেসিক বা Distinguishing Factor টি জেনে নিই- GERUND কী এবং কীভাবে চিনবো GERUND? শুধু Gerund এবং Participle এর মধ্যে প্যাঁচ লাগে! Basic: Verb এর base form এর সাথে ing যোগ হয়ে যদি সেটি বাক্যে Noun এর মতো কাজ করে তবে সেটি অবশ্যই Gerund হবে। example: Swimming is a good exercise. এখানে, Swim একটি Verb. এর সাথে –ing যুক্ত হয়ে Swimming একটি Noun হয়ছে। এখানে কিন্তু Swimming বাক্যের Subject এর স্থানে বসেছে। আমরা জানি, Subject এর স্থানে Noun বা Pronoun বসতে পারে। যেহুতু Swimming এখানে কোনো Noun এর পরিবর্তে বসে নি তাই এটি Pronoun নয়। সর্বোপরি Verb+ing মিলে যেহুতু বাক্যে Noun এর মত কাজ করেছে তাই এটি হলো Gerund. অনুরূপভাবে , 'He contemplated marrying his cousin. বাক্যটির object হিসেবে বসেছে marrying his cousin এবং phrase-টির headword হচ্ছে 'marrying"। অন্যদিকে, কোনো বাক্যে object হিসেবে বসতে পারে শুধু noun অথবা pronoun। কাজেই 'marrying' (verb+ing) প্রদত্ত বাক্যে noun-এর মতো কাজ করার ফলে তা gerund। Extra Info: Participle কী এবং কীভাবে চিনবো Participle? Verb এর সাথে –ing যুক্ত হয়ে সেটি যদি Adjective এর মতো কাজ করে তবে সেটি হলো Participle. Exanple: Hearing the noise, the boy woke up. এখানে, the noise(Noun) কে Modify করেছে Hearing. এজন্য এখানে Hearing মানে হলো Adjective. আসলে Modify করা মানে কোনো কিছু সম্পর্কে extra information দেওয়া। এখানে তাহলে Hear এর সাথে –ing যুক্ত হয়ে Adjective এর মত কাজ করায় এটি একটি Participle. Infinitive কী এবং কীভাবে চিনবো Infinitive ? উদ্দেশ্য, প্রতি বা -তে বোঝাতে (যেমন- করতে, যেতে, খেলতে) to + verb ব্যবহৃত হয় যা infinitive নামে পরিচিত । যেমন- Oishi wants to draw a picture on the bill board. Tanha tried to join the bbq night.
33. Liza had given me two_____
Edit
Topic:
Explaination: North American English-এ 'pair' plural noun হিসেবে ব্যবহৃত হলেও s/es যোগ হয় না। তবে তা written English-এ ভুল হিসেবে গণ্য করা হয়। তাই সঠিক উত্তর d)pairs of jeans
34. "Giving someone the cold shoulder" means-
Edit
Topic:
Explaination: এই প্রশ্নটি উত্তর করতে হলে আমাদের Idioms সম্পর্কে আগে থেকে জানা থাকতে হবে। "Giving someone the cold shoulder" idiom-টির অর্থ উপেক্ষা করা; গ্রাহ্য না করা (ignore)।তাহলে উত্তর হবে- d)to ignore somebody to torture somebody - কাউকে নির্যাতন করা, to harm someone - কারো ক্ষতি করা, to appreciate someone - তারিফ করা।
35. Fill in the gap with the correct form of verb : The police ____ informed yesterday.
Edit
Topic:
Explaination: বাক্যে Collective noun এরপর Tense অনুযায়ী Verb এর Plural রূপ বসে। এখানে The police হলো Collective noun.The Police বলতে এখানে আসলে পুলিশ বাহিনীকে বুঝানো হয়েছে। আর Yesterday থাকায় Verb এর Past Form হবে। তাই সঠিক উত্তর হবে- 'were' বসবে।
36. Go and catch the falling star. Here the 'falling' is
Edit
Topic:
Explaination: এ বাক্যে falling একটি adjective কারণ তা star-এর অবস্থা বোঝাচ্ছে। যেহুতু falling , star এর আগে বসে star কে Modify করছে এজন্য এটি হলো Adjective. Extra Info: (না জানলেও হবে) এটি ইংরেজি সাহিত্যে একটি বিখ্যাত লাইন। এই লাইনটি ইংরেজি কবি John Donne এর কবিতা থেকে নেওয়া হয়েছে।
37. Complete the sentence: If I were you, I_____take the money.
Edit
Topic:
Explaination: বর্তমানকালের অসম্ভব কল্পনায় If + subject + verb-এর past form হলে subject-এর পরে would+ v₁ বসবে।এজন্য এখানে উত্তর হয়েছে- c)would
38. Hasan has read most of the________ of Shakespeare.
Edit
Topic:
Explaination: এই প্রশ্নটি উত্তর করতে হলে Degree টপিকটি নিয়ে ভালো ধারণা থাকতে হবে। 'Most of'-এর পর plural count noun ব্যবহৃত হয়। প্রশ্নে প্রদত্ত অপশনগুলোর মধ্যে একমাত্র works (সাহিত্যকর্ম) plural form-এ আছে।
39. Identify the correctly spelled one.
Edit
Topic:
Explaination: Caesarean শব্দটি দ্বারা স্বাভাবিকভাবে শিশু জন্মদান অসম্ভব হলে বা স্বাভাবিক জন্মদানে মা ও শিশুর জীবন ঝুঁকিতে পড়বে এমন ক্ষেত্রে গৃহীত শল্যচিকিৎসাকে বোঝানো হয়।।
40. 'Notification'- এর বাংলা পরিভাষা কোনটি?
Edit
Topic:
Explaination: Notification-এর বাংলা পরিভাষা 'প্রজ্ঞাপন'। তাই উত্তর হবে - d)প্রজ্ঞাপন চলো আমরা এখন বাকি অপশনগুলোর ইংরেজি পরিভাষা শিখে নিই- 'বিজ্ঞাপন' - Advertisement 'বিজ্ঞপ্তি - Notice ‘বিজ্ঞপ্তি ফলক’ - Notice board
41. 'অনুকম্পা' শব্দের ইংরেজি কোনটি?
Edit
Topic:
Explaination: Clemency – অনুকম্পা/ক্ষমাশীলতা/মৃদুতা। এজন্য উত্তর হবে- a)Clemency চলো আমরা বাকি অপশনগুলোর অর্থ জেনে নিই- b)Enthral - বিমুগ্ধ করা c) erudition - বিদ্যা / পান্ডিত্য d)fathom - গভীরতা মাপা
42. Which expression is correct?
Edit
Topic:
Explaination: এখানে Head of cattle শব্দটি plural meaning প্রকাশ করে। এখানে Head অর্থ মাথা নয় বরং পরিমাণ প্রকাশের একক। তাই এর আগে ten শব্দটি বসলেও এর সাথে 's' যুক্ত হবে না। Look- • Cattle অর্থ: গবাদিপশু। • A head of cattle = a cow • Ten head of cattle = ten cows অতএব, সঠিক উত্তর Option (b).
43. Which one of the following is a causative verb?
Edit
Topic:
Explaination: Causative Verb হলো প্রযোজক ক্রিয়া। ইংরেজিতে কিছু Causative Verb হলো –Make, Help, Let, Have, Get । প্রিয় শিক্ষার্থীরা এগুলোর ব্যবহার জেনে নিতে হবে। প্রায়ই এগুলোর ব্যবহার থেকে প্রশ্ন আসে।
44. Choose the correct synonym for the word cheerful?
Edit
Topic:
Explaination: প্রশ্নোক্ত Cheerful শব্দটির অর্থ: প্রফুল্ল/ উচ্ছ্বসিত। আর Option (b) buoyant অর্থও প্রফুল্ল / উচ্ছ্বসিত / প্রাণোচ্ছল। আর প্রশ্নে যেহেতু Cheerful শব্দটির সঠিক synonym (সমার্থক) বাছাই করতে বলা হয়েছে। তাই সঠিক উত্তর হচ্ছে Option (b) buoyant চলো আমরা বাকি Options গুলোর অর্থ জেনে নিই- (a) dull - নিরস (c) miserable - শোচনীয় d) apathetic - উদাসীন
45. Select the sentence with a suffix that is an adverb?
Edit
Topic:
Explaination: Adjective এর সাথে ly যুক্ত হয়ে adverb হয়। আলোচ্য প্রশ্নের Option (a), তে ব্যবহৃত fluently শব্দটি একটি adverb. অর্থাৎ Fluent (adj) + ly = Fluently (adv.)। তাই সঠিক উত্তর হবে- (c) He spoke English fluently.
46. Choose the correct form of sentence from the following-
Edit
Topic:
Explaination: প্রশ্নটিতে মূলত Adverb এর সঠিক ব্যবহার সম্পর্কে নলেজ যাচাই করা হবে। • Bad (adj.) বাজে/বিশ্রী; • Badly (adv.) বাজেভাবে/বিশ্রীভাবে। আমরা জানি, Linking verb এর পরে সাধারণত adjective বসে। Option (a) এর smell ও (c) এর feel শব্দ দুটি linking verb হওয়ায় এদের পর badly (adv.) না হয়ে bad (adj.) হলে বাক্যটি সঠিক হতো। আর Option (b) তে ব্যবহৃত 'played' শব্দটি linking verb নয়, তাই এরপর adverb বসবে অর্থাৎ bad না হয়ে badly হলে বাক্যটি সঠিক হতো। সুতরাং সঠিক উত্তর হবে option (d) The medicine does not taste too bad
47. Choose the correct spelling-
Edit
Topic:
Explaination: Encyclopaedia এর অর্থঃ বিশ্বকোষ বা জ্ঞানকোষ। বানানটি খেয়াল রেখো, প্রায়ই পরীক্ষায় আসে
48. What is the noun form of the word ‘Forget’?
Edit
Topic:
Explaination: এ প্রশ্নটি আমরা সহজেই একটি ট্রিকসের মাধ্যমে সমাধান করতে পারি। সেটি হলো Suffix, Prefix Concept. Suffix হলো এমন কিছু শব্দগুচ্ছ যার নিজস্ব কোনো মানে নেই। কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ প্রদান করতে পারে। যেমনঃ Live(Verb) এর অর্থঃ বাস করা। এর সাথে suffix হিসেবে যোগ করলে নতুন একটি শব্দ সৃষ্টি হয় সেটি হচ্ছে Livelihood(Noun)। এর মানে জীবিকা। খেয়াল করেছো যে, আমরা সহজেই Verb কে Noun এ রূপান্তর করে ফেললাম। চলো কিছু Suffix শিখে নিই যেগুলো শব্দের শেষে থাকলে শব্দটি নিজে এককভাবে Noun হিসেবে গণ্য হবে- -ion/-on, -hood, -dom, -ment, -ness, -my, -age, -ee, -ure, -tude, -cy, -ny, -tur,-ar,-er,-phy,-ling/-ing, -ty, -gy, -ism,-ry,-mony, -ock, -let, -kin,-ship, -red, -ant,-ice,-sy,-th, -phobia. এখানে Option (a) এ আছে Forgetfulness. “–ness” suffix হিসেবে যুক্ত থাকায় উত্তর হয়েছে (a) Forgetfulness।অর্থাৎ , শব্দটি হলো Noun.
49. Which is the correct word for the blank? ‘I don’t remember ___ about the accident’.
Edit
Topic:
Explaination: আমরা জানি , everything ,nothing , something কখনো Negative Sentence এর সাথে ব্যবহৃত হতে পারে না। প্রশ্নের বাক্যটি হলো Negative Sentence( যেহুতু I don’t …আছে) . শুধু anything ই Negative Sentence এর সাথে ব্যবহৃত হতে পারে। তাই সঠিক উত্তর হবে - (b) anything প্রশ্নের সম্পূর্ণ বাক্যটি হলো- I don’t remember anything about the accident’. অর্থঃ দুর্ঘটনা সম্পর্কে আমার কিছুই মনে পড়ে না ।
50. What is the meaning of the phrase ‘Hold water’?
Edit
Topic:
Explaination: প্রশ্নটি উত্তর করতে হলে Idioms সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। “Hold water” idioms টির মানে হলো – পরীক্ষায় টিকে থাকা / পরীক্ষায় উত্তীর্ণ হওয়া/ সত্য প্রমাণিত হওয়া। তাই Context অনুসারে সঠিক উত্তর হবে- (b) Bear examination
51. মুক্তিযুদ্ধের চলাকালীন সময়ে ৮নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?
Edit
Topic:
Explaination:
52. মুক্তিযুদ্ধে ২নং সেক্টরের এলাকা হলো-
Edit
Topic:
Explaination:
53. মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন সেক্টরের অধীনে ছিল?
Edit
Topic:
Explaination:
54. মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম ও পাবর্ত্য চটগ্রাম অঞ্চল কত নম্বর সেক্টরের আওতায় ছিল?
Edit
Topic:
Explaination:
55. ইউনেস্কো বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ই মার্চ ভাষণ কে কী নামে লিপিবদ্ধ করেছে?
Edit
Topic:
Explaination:
56. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্নজীবনী” প্রথম প্রকাশিত হয় কত সালে?
Edit
Topic:
Explaination:
57. শেখ মুজিবুর রহমানের “কারাগারের রোজনামচা” গ্রন্থটি ইংরেজিতে কে অনুবাদ করেন?
Edit
Topic:
Explaination:
58. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে?
Edit
Topic:
Explaination:
59. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে ১৯৭২ সালের কোন তারিখে উত্থাপিত হয়?
Edit
Topic:
Explaination:
60. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে “Poet of Politics” উপাধি দেয় কোন পত্রিকা?
Edit
Topic:
Explaination:
61. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে স্বদেশে প্রত্যাবর্তন করেন?
Edit
Topic:
Explaination:
62. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়-
Edit
Topic:
Explaination:
63. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন?
Edit
Topic:
Explaination:
64. বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজী নাম কি?
Edit
Topic:
Explaination:
65. বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট?
Edit
Topic:
Explaination:
66. বাংলাদেশের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কি?
Edit
Topic:
Explaination:
67. বাংলাদেশের জাতীয় প্রতীক কে ডিজাইন করেছেন?
Edit
Topic:
Explaination:
68. বাংলাদেশের রণসংগীতের সুরকার কে?
Edit
Topic:
Explaination:
69. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?
Edit
Topic: দর্শনীয় স্থান
Explaination: সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ।
70. 'আমি হিমালয় দেখিনি আমি মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় এই মানুষটি হিমালয় ' উক্তিটি নিচের কোন ব্যক্তি করেছিলেন?
Edit
Topic: বঙ্গবন্ধু
Explaination: ১৯৭৩ সালের ৫ থেকে ৯ই সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত হয় জোটনিরপেক্ষ আন্দোলন-ন্যামের চতুর্থ শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে কিউবান প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে একান্ত সাক্ষাতের সময় বঙ্গবন্ধুর ব্যাক্তিত্ব ও সাহসিকতায় মুগ্ধ হয়ে ক্যাস্ট্রো এই উক্তিটি করেছিলেন।
71. বাংলাদেশের জাতীয় দিবস কবে?
Edit
Topic: জাতীয় দিবস
Explaination: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সৈন্যদের নির্বিচার গণহত্যা ও ধ্বংসযজ্ঞের পর ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। তখন থেকেই এ দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। কিন্তু ১৯৮০ সালের ৩ অক্টোবর রাস্ট্রপতি জিয়াউর রহমানের সরকার দিনটিকে জাতীয় ও স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে।
72. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
Edit
Topic: গুরুত্বপূর্ণ স্থাপনা
Explaination: দিঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন আঠারো শতকে নির্মিত দিঘাপতিয়া মহারাজাদের বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত।
73. ২০২৩-২৪ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করেছে সরকার?
Edit
Topic: জাতীয় বাজেট
Explaination: ২০২৩-২৪ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করেছে সরকার।
74. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা রেল সেতু উদ্বোধন করেছেন-
Edit
Topic: পদ্মা রেল সেতু
Explaination: ১০ অক্টোবর ২০২৩ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু হয়ে ঢাকা ও যশোরের মধ্যে রেল যোগাযোগের ঢাকা-ভাঙ্গা অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
75. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মূল টানেলের দৈর্ঘ্য –
Edit
Topic: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল
Explaination: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মূল টানেলের দৈর্ঘ্য – ৩.৩১৫ কিমি। এই সুড়ঙ্গের মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যুক্ত হয়। এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গপথ।
76. কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়?
Edit
Topic: জাতীয় সঙ্গীত
Explaination: সংবিধানের ৪ (১) অনুচ্ছেদে 'আমার সোনার বাংলা' গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে ঘোষিত হয়েছে। এটি মূলত ২৫ চরণ বিশিষ্ট একটি কবিতা। এ কবিতার প্রথম ১০ চরণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রথম ৪ চরণ বাজানো হয়।
77. 'নাইন মান্থ টু ফ্রিডম' প্রামাণ্যচিত্রের পরিচালক কে?
Edit
Topic:
Explaination:
78. মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র 'জীবনঢুলী' পরিচালনা করেছেন কে?
Edit
Topic:
Explaination:
79. ‘৭১-এর মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য কোনটি?
Edit
Topic:
Explaination:
80. নিচের কোনটি ‘সম্মিলিত প্রয়াস’ নামে পরিচিত?
Edit
Topic:
Explaination:
81. বাংলাদেশের প্রথম ডাক টিকিটের ডিজাইনার ছিলেন-
Edit
Topic:
Explaination:
82. 'স্বাধীনতা স্তম্ভ' কোথায় অবস্থিত?
Edit
Topic:
Explaination:
83. ‘হাঙর নদী গ্রেনেড’ চলচ্চিত্রের পরিচালক কে?
Edit
Topic:
Explaination:
84. নিচের কোনটি মুক্তিযুদ্ধবিষয়ক নাটক?
Edit
Topic:
Explaination:
85. 'জয় বাংলা বাংলার জয়' গানটির গীতিকার কে?
Edit
Topic:
Explaination:
86. কোন শাসকের শাসনামলের সময়ে প্রথম চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন ভারতে এসেছিলেন?
Edit
Topic:
Explaination:
87. ভারত উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
Edit
Topic:
Explaination:
88. ইউরোপীয় বনিকদের মধ্যে কারা প্রথমে বাংলায় এসেছিলেন?
Edit
Topic:
Explaination:
89. ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার-
Edit
Topic:
Explaination:
90. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে কি পরিমাণ বিদ্যুত সরবরাহ করবে?
Edit
Topic:
Explaination:
91. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কত সালে একুশে পদক পুরষ্কার পান?
Edit
Topic:
Explaination:
92. 'মোদের গরব' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
Edit
Topic:
Explaination:
93. মুক্তিযুদ্ধের উপর নির্মিত 'ধীরে বহে মেঘনা' চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?
Edit
Topic:
Explaination:
94. ‘নোঙ্গর তোল তোল, সময় যে হলো হলো..’ গানটির গীতিকার কে?
Edit
Topic:
Explaination:
95. বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার কবে ঘোষণা করা হয়?
Edit
Topic:
Explaination:
96. ১৯৭১ সালে ঢাকা শহরের বাইরে অন্যান্য স্থানে অপারেশন সার্চলাইট পরিচালনায় মূল দায়িত্বে ছিলেন কে?
Edit
Topic:
Explaination:
97. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়?
Edit
Topic:
Explaination:
98. স্বাধীনতা সংগ্রামের মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ কে ছিলেন?
Edit
Topic:
Explaination:
99. খেতাবপ্রাপ্ত একমাত্র আদিবাসী বীরবিক্রমের নাম কি?
Edit
Topic:
Explaination:
100. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' কোথায় অনুষ্ঠিত হয়?
Edit
Topic:
Explaination: