Exam

Question View - Day 2 - জীনতত্ত্ব- 2
1. সর্বপ্রথম ইঁদুরের গাত্রবর্ণে লিথাল জিনের প্রভাব লক্ষ্য করেন কে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রথম সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ফরাসী জিনতত্ত্ববিদ লুসিয়েন ক্যুয়েনো (Lucien Cuetnot, 1905) সর্বপ্রথম ইঁদুরের গায়ের বর্ণের ক্ষেত্রে লিথাল জিনের উপস্থিতি লক্ষ করেন। তাঁর পরীক্ষায় দেখা যায় যে দুটি হলুদ বর্ণের ইঁদুরে ক্রস করানো হলে সব সময়ই ২:১ অনুপাতে যথাক্রমে হলুদ ও অ্যাগাউটি (কালচে-বাদামী) রঙের ইঁদুর পাওয়া যায়। পরবর্তী গবেষকরা প্রমাণ করেন যে দুটি হলুদ বর্ণের ইঁদুরে ক্রস করা হলে ২৫% ইঁদুর ভ্রূণীয় অবস্থায়ই মারা যায়। তাই ফিনোটাইপিক অনুপাত ৩: ১ এর পরিবর্তে ২: ১ হয়।
2. বংশগত বৈশিষ্ট্যের আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে কি বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রথম সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মিউটেশন (Mutation) বা পরিব্যক্তি: বংশগত বৈশিষ্ট্যের আকষ্মিক ও স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বলে। জিনের গঠনে (ক্ষারকের বিন্যাসে) অথবা ক্রোমোজোম সংখ্যা বা এর গঠনগত কোন পরিবর্তন ঘটলে পরিব্যক্তির সৃষ্টি হয়।
3. যেসব জিন হোমোজাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটায় তাকে কি বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রথম সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে সেসব জিনকে লিথাল জিন বলে। কোনো জিনের মিউটেশন (mutation; বংশগত বৈশিষ্ট্যের আকস্মিক ও স্থায়ী পরিবর্তন) ঘটার পর সংশ্লেষিত প্রোটিন (এনজাইম) যদি নিষ্ক্রিয় হয় এবং উক্ত প্রোটিনের শারীরবৃত্তীয় গুরুত্ব যদি জীবনধারণের জন্য অপরিহার্য হয় তবে হোমোজাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে।
4. মানুষের হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিন কোন ধরনের? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রথম সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: যেসব লিথাল জিনের প্রভাবে ৫০% এর বেশি জীব মারা যায় সেগুলোকে সেমিলিথাল জিন বলে। যেমন মানুষের হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিন সেমিলিথাল ধরনের।
5. ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী লিথাল জিন কোন ধরনের? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রথম সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: যেসব লিথাল জিন এর প্রভাবে ৫০ শতাংশ এর কম সংখ্যক জীব মারা যায় সেগুলোকে বলে সাবভাইটাল জিন। ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী লিথাল জিন সাবভাইটাল জিন।
6. অসম্পূর্ণ প্রকটতায় লাল ফুল বিশিষ্ট উদ্ভিদ ও সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের সংকরায়ন করলে প্রথম বংশধরে কোন ধরনের ফুল পাওয়া যাবে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রথম সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অসম্পূর্ণ প্রকটতায় লাল ফুল বিশিষ্ট উদ্ভিদ ও সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের সংকরায়ন করলে প্রথম বংশধরে গোলাপি বর্ণের ফুল পাওয়া যাবে।
7. অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জীন গুলোকে কি বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রথম সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন দুটি জীবে সংকরায়ন (ক্রস) ঘটে কিন্তু প্রথম বংশধরে (F₁ জনুতে) প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয় এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনগুলোকে ইন্টারমিডিয়েট জিন (intermediate gene) বলে অসম্পূর্ণ প্রকটতার কারণে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের অনুপাত ৩: ১ এর পবির্তে ১: ২: ১ হয়।
8. লিথাল জিনের কারণে কোন রোগ হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রথম সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: লিথাল জিনের কারণে যেসব রোগ হয়- থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোব্লাস্টোমা, ব্রাকিওফ্যালান্জ্ঞি কনজেনিটাল ইকথিওসিস।
9. সংকর জীবে দুটি বিপরীত ধর্মী জিনের দুটি বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশিত হলে তাকে কি বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রথম সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্যের দুটি অ্যালিল হেটারোজাইগাস অবস্থায় যখন প্রকট-প্রচ্ছন্ন সম্পর্কের পরিবর্তে উভয়েই সমানভাবে প্রকাশিত হয়, তখন জিনের এ ধরনের স্বভাবকে সমপ্রকটতা বলে। অন্যভাবে বলা যায়, সংকর জীবে যখন দুটি বিপরীতধর্মী জিনের দুটি বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশিত হয় তখন তাকে সমপ্রকটতা বলে। এতে মেন্ডেলিয়ান ৩: ১ অনুপাতটি পরিবর্তিত হয়ে ১: ২: ১ রূপে প্রকাশ পায়। কালো ও সাদা বর্ণের আন্দালুসিয়ান মোরগ-মুরগির মধ্যে ক্রস ঘটিয়ে সমপ্রকটতা লক্ষ করা যায়।
10. অসম্পূর্ণ প্রকটতার (Incomplete dominance) ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত কত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রথম সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন দুটি জীবে সংকরায়ন (ক্রস) ঘটে কিন্তু প্রথম বংশধরে (F₁ জনুতে) প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয় এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনগুলোকে ইন্টারমিডিয়েট জিন (intermediate gene) বলে। অসম্পূর্ণ প্রকটতার কারণে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের অনুপাত ৩: ১ এর পবির্তে ১: ২: ১ হয়।
11. মারন জিনের (Lethal gene) ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত কত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রথম সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মারন জিনের কারণে 25% জীব ভ্রণীয় অবস্থায় মারা যায়। তাই এর ফিনোটাইপ অনুপাত ৩: ১ বদলে ২: ১ হয়।
12. কোনটি মেন্ডেলের পৃথীকীকরণ সূত্রের ব্যতিক্রম নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রথম সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মেন্ডেলের প্রথম সূত্রের বা মেন্ডেলের পৃথীকীকরণ সূত্রের ব্যতিক্রম-অসম্পূর্ণ প্রকটতা (Incomplete dominance), মারন জিন (Lethal gene), সমপ্রকটতা (Co-dominance)।
13. সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এটি কোন সূত্রকে সমর্থন করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলের সূত্র , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মেন্ডেলের প্রথম সূত্র -''সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জনন কোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে "।