Exam

Question View - Eleventh Hour || E24D24 || 18.01.24
1. The necklace is made of gold. What kind of noun is the word ‘gold’? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটি Noun এর Classification থেকে করা হয়েছে । প্রশ্নটি উত্তর করতে হলে এই ব্যাপারে জানতে হবে। চলো কিছু বেসিক জেনে নিই- Material noun/mass noun:  যে সকল Noun দ্বারা কোন পদার্থের পৃথিবীতে বিদ্যামান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায় তাদেরকে Material Noun বলে। Example: Diamond, Iron, Gold, Water, Oil, Rice, Pape Milk, Salt, Brick ইত্যাদি। তাহলে দেখো- Gold ( স্বর্ণ ) কে কিন্তু সংখ্যা দিয়ে গণনা করা যায় না কিন্তু একক দিয়ে ( যেমনঃ ভরি, গ্রাম, কেজি ) দিয়ে পরিমাপ করা যায় । এজন্য এটি হলো Material Noun । Deep Basic: (জেনে রাখো, প্রশ্ন চলেও আসতে পারে) Material noun vs Common noun Material বা উপাদান দ্বারা কোন জিনিস গঠিত হয় ঐ উপাদানটি Material Nounহবে। Material Noun থেকে উৎপন্ন বস্তুতে উপাদান/ Material অপরিবর্তিত থাকলে এবং উৎপন্ন বস্তুটি গণনা করা গেলে তা Common Noun হবে। যেমন: This table is made of wood. লক্ষণীয়, wood কিন্তু table তৈরী হওয়ার পরও এতে wood অপরিবর্তিত থাকে তাই wood হচ্ছে Material noun কিন্তু tableএকটি Common noun. কিন্তু যদি The paper is made from wood বলা হয় তখন উৎপন্ন বস্তু ও উপাদান ভিন্ন হওয়ায় উভয়ই Material noun হবে।
2. The synonym of trivial – Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Trivial শব্দের অর্থঃ সামান্য / তুচ্ছ। চলো এখন Options এর অর্থগুলো জেনে নিই এবং সঠিক উত্তর করি – Options অর্থ unbelievable অবিশ্বাস্য insignificant তুচ্ছ বা গুরুত্বহীন uncertain অনিশ্চিত intellectual বুদ্ধিবৃত্তিক তাহলে Options গুলোর অর্থ দেখে বোঝা যাচ্ছে যে , উত্তর হবে - (b) insignificant
3. Fill up the gap with right word. My mother had me____ milk everyday. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটি উত্তর হলে Causative Verbs নিয়ে ভালো ধারণা থাকতে হবে। Causative verb  Causative verb এর অর্থ হলো প্রযোজক ক্রিয়া। যেমনঃ Make , Help , Let , Have , Get • Causative Verb সংক্রান্ত প্রশ্নের উত্তর করতে হলে আমাদের “Doer” এবং “Receiver” নিয়ে বেসিক নলেজ থাকতে হবে  Doer : যে নিজের কাজ নিজেই করে বা করতে পারে  Receiver : যে নিজের কাজ নিজে করতে পারে না বা যার উপর কাজ করা হয়। Formulae:  Structure :  Have+ doer+ verb এর base form  Have+ Receiver+ v3 এই Structure অনুসারে উত্তর হবে - (b) drink
4. Identify the correct sentence- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: চলো আমরা Options গুলো Analysis করি এবং সঠিক উত্তর বের করি- Option : (a) someone is knocking in the door. বাক্যটিতে ভুল Preposition ব্যবহৃত হয়েছে। Knocking এর পরে Appropriate Preposition হিসেবে at বসে। তাহলে সেক্ষেত্রে শুদ্ধ বাক্য/Correct Sentence টি হবে- someone is knocking at the door. Option : (b) my son does not like the vegetable .বাক্যটি ভুল। কারণ আমরা জানি, Countable Noun দিয়ে যখন কোনো সাধারণ বক্তব্য/ General Statement বোঝায় তখন সেটি Plural হবে। সেক্ষেত্রে Correct Sentence টি হবে - my son does not like vegetables. Option : (d) they have gone for walk – বাক্যটি ভুল। Correct Sentence হবে - they have gone for a walk. Option : (c) বাক্যটি শুদ্ধ। কারণ আমরা জানি Discuss শব্দের পরে কোনো Preposition বসে না। উক্ত বাক্যেও কোনো Prepositon ব্যবহৃত হয়নি। তাই এটি Correct Sentence.
5. Change the given sentence into a complex one. ‘Tell me your name.’ Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এই Sentence টিকে Complex করতে হলে Clause Marker হিসেবে what ব্যবহৃত হবে এবং এর ফলে Complex Sentence টিকে দেখতে Embeded Question এর মতো হবে । তাহলে গঠন হবে- Clause Marker(what) + এর পরের বাক্যটি হবে Asserative Sentence. তাই প্রশ্নটির সঠিক উত্তর হবে - (a) Tell me what your name is
6. Choose the sentence without a personal pronoun- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এই প্রশ্নটি উত্তর করতে হলে আমাদের Pronoun এর প্রকারভেদ নিয়ে ধারণা থাকতে হবে। গঠনগত দিক থেকে Pronoun আট প্রকার - (a) Personal - I, thou, you, he, she, we,, they, etc. দেখা যাচ্ছে Option – a, b, c তে Personal Pronoun হিসেবে যথাক্রমে We , She , I ব্যবহৃত হয়েছে । তাই এগুলো উত্তর হবে না। Option: (d) তে কোনো Personal Pronoun ব্যবহৃত হয় নি। এই বাক্যটি There দিয়ে শুরু হয়েছে যা Introductory “There” নামে পরিচিত। এটি Pronoun নয় । তাই উত্তর হবে - (d) There was a river in the distance
7. Which of the following is an example of present perfect continuous tense? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এই প্রশ্নটি উত্তর করতে হলে Present Perfect Continuous Tense এর গঠন জানতে হবে। Present Perfect Continuous Tense এর গঠন- Subject + have been /has been + Verb + ing + extension এই গঠনের সাথে শুধু Option : d সামঞ্জস্যপূর্ণ । তাই উত্তর হবে - (d) The baby has been crying.
8. Choose the correct word for the blank “They are not accustomed ___ such a life style.” Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এই প্রশ্নটি উত্তর করতে হলে Appropriate Preposition নিয়ে যথাযথ ধারণা থাকতে হবে। • Accustomed to : অভ্যস্ত (Habituated to )
9. Choose the sentence which has the adverb in correct place? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটি উত্তর করতে হলে বাক্যে Adverb এর অবস্থান সম্পর্কে জানতে হবে।  Position of Adverb in a sentence (বাক্যে Adverb এর অবস্থান) • Adverb সাধারণত বাক্যের শুরুতে, মাঝে ও শেষে বসে verb, adjective, adverb এমনকি সম্পূর্ণ বাক্যটিকে modify করে। • Subject এবং main verb এর মাঝে adverb বসে। • Auxiliary verb ও main verb এর মাঝে adverb বসে। এখান থেকে বোঝা যায় যে একমাত্র option : (d) The girl speaks English fluently ছাড়া কোথাও Adverb সঠিক অবস্থানে নেই। এজন্য উত্তর হবেঃ (d) The girl speaks English fluently  Adverb এর সঠিক অবস্থান অনুসারে বাকি অপশনগুলোর সঠিক উত্তর হবে – Option: a – He rarely walks his dog. Option: b – Last week we were in London Option: c – My father always goes fishing.
10. Which one of the following sentences contain an adjective clause? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Basic : যেসব clause কোনো বাক্যে adjective এর ন্যায় কাজ করে তাকে adjective clause বলে। Logic : Adjective clause হতে হলে অবশ্যই এ clause টিকে তার পূর্বের noun টিকে Qualify করতে হবে। এখানে যেহেতু The amount কে 'I had in the bank' adjective clause টি qualify করেছে, তাই Option (a) ই হচ্ছে সঠিক উত্তর। Extra Info : 'I had in the bank' এর পূর্বে 'that' উহ্য রয়েছে। মূলত বাক্যটি ছিলো নিম্নরূপ: The amount that I had in the bank was exactly sixty pounds. বাক্যটিকে অন্যভাবেও লেখা যায়। যেমন- The amount was exactly sixty pounds that I had in the bank.
11. Choose the correct antonym for the word ‘Exuberant’- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: exuberant' শব্দের অর্থ: উচ্ছ্বসিত। যেহেতু 'exuberant' এর বিপরীত শব্দ চাওয়া হয়েছে সেহেতু Option গুলোর অর্থ জানার মাধ্যমে সঠিক উত্তর করতে হবে- (a) Happy - সুখী (b) Apathetic - উদাসীন (c) Vigorous - তেজস্বী (d) Cheerful - উচ্ছ্বসিত 'exuberant' শব্দটির Antonym বা বিপরীত শব্দ হচ্ছে Option (b) Apathetic (উদাসীন)।
12. Choose the correct translation of “আমি তোমার সর্ব সাফল্য কামনা করছি”। Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটি উত্তর করতে হলে Translation নিয়ে সম্যক ধারণা থাকতে হবে। ‘আমি তোমার সর্ব সাফল্য কামনা করছি'। প্রশ্নোক্ত এই বাক্যটির সঠিক translation হচ্ছে- (a) I wish you all success. Extra Info: • Hope শব্দটির অর্থ আশা করা। অর্থাৎ যা বাস্তবে পুরণ হওয়ার সম্ভাবনা থাকে এমন অর্থের ক্ষেত্রে Hope শব্দটি ব্যবহৃত হয়। • Wish শব্দের অর্থ হলো আকাঙ্ক্ষা করা বা কামনা করা। মানুষের আকাঙ্ক্ষার কোনো শেষ নেই এবং অধিকাংশ ক্ষেত্রে তা পূরণ হয় না। এমন অর্থের ক্ষেত্রে Wish শব্দটি ব্যবহৃত হয়।
13. Choose the correct spelling- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: a) Millennium এর অর্থ সহস্রাব্দ। বানানটি খেয়াল রাখবে- Millennium (ll – nn)
14. Choose the correct synonym for the word ‘Pertient’- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: pertinent' শব্দটির অর্থ প্রাসঙ্গিক। যেহেতু 'pertinent' এর সমার্থক শব্দ চাওয়া হয়েছে সেহেতু Options গুলোর অর্থ জেনে 'pertinent' শব্দের সমার্থক শব্দ বের করব। চলো অপশনগুলোর অর্থ জেনে নিই- (a) Inappropriate - ভুল (b) Relevant - প্রাসঙ্গিক (c) Contradictory - পরষ্পর বিরোধী। (d) Inapplicable - অপ্রযোজ্য। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে , সঠিক উত্তর হবে - (b) Relevant Extra Info: Relevant এবং Pertinent এর পরে Appropriate Preposition হিসেবে to বসে- • Relevant to • Pertinent to
15. Fill up the blank with appropriate preposition. “He has great ambition ___ fame.” Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এই প্রশ্নটির উত্তর করতে হলে Appropriate Preposition সম্পর্কে ধারণা থাকতে হবে। 'Ambition for' Appropriate preposition টির অর্থ: উচ্চাকাঙ্ক্ষা। প্রশ্নোক্ত Sentence টির পূর্ণরূপ হবে: He has great ambition for fame. অর্থ: খ্যাতির জন্য তার বড় উচ্চাকাঙ্ক্ষা রয়েছে।
16. What is the correct tense in this sentence? “Mansur has been using this pen for the last five years? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Present Perfect Continuous Tense এর বেসিকঃ 'পূর্বে কোনো কাজ শুরু হয়ে এখনও চলছে' এরূপ বোঝাতে Present Perfect Continuous Tense হয়। Present Perfect Continuous Tense এর Structure হচ্ছে- Sub.+ have been / has been + verb + ing + since / for + extension উক্ত structure অনুসারে উত্তর হবে – b)Present perfect continuous Extra Info: কোথায় Since এবং কোথায় for ব্যবহৃত হয়: • নিদিষ্ট সময় বুঝাতে অর্থাৎ বাংলা বাক্যে হতে, থেকে ইত্যাদি থাকলে Since বসে। যেমন: সকাল হতে, 2020 সাল থেকে ইত্যাদি Example: He has been living here since 2019. অর্থ: সে ২০১৯ সাল থেকে এখানে বাস করছে।) • ব্যাপক সময় বুঝাতে অর্থাৎ বাংলা বাক্যে ব্যাপী, ধরে ইত্যাদি থাকলে for বসে। যেমন: ছয়দিন ধরে, দুই ঘণ্টা ধরে ইত্যাদি। Example: He has been suffering from fever for 3 days. অর্থ: সে তিন দিন ধরে জ্বরে ভুগছে।
17. Which is the correct word for the blank? Rafiq ___ while we were having dinner. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: While' এর পর verbটি ing হয়। তবে while + subject + verb (clause) থাকলে তা past continuous tense হয় এবং main clause-টি past indefinite tense হয়।
18. What is the correct word for the blank? “I am accustomed ___ such a life. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটি উত্তর করতে হলে Appropriate Preposition নিয়ে ধারণা থাকতে হবে। • Accustomed to : অভ্যস্ত . এর একটি Synonymous phrase হলো- habituated to
19. Synonym for ‘Deceive’ is Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: deceive' শব্দটির অর্থ: প্রতারণা করা। চলো আমরা বাকি অপশনগুলোর অর্থ জেনে নিই এবং সঠিক উত্তর করি- (a) guide - পথ প্রদর্শন করানো (b) Enlighten - জ্ঞান দান করা /আলোকিত করা। (c) mislead - ভুল পথে পরিচালনা করা। (d) advise - উপদেশ দেওয়া। সুতরাং, deceive' শব্দটির Synonym বা সমার্থক হবে Option (c) mislead
20. Antonym for the word ‘Strict’ is- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: strict' শব্দটির অর্থ: কঠোর, কড়া। চলো আমরা অপশনগুলোর অর্থ জেনে নিই এবং Antonym / বিপরীত শব্দ বের করি- (a)sly - ধূর্ত বা প্রতারণাপূর্ণ। (b) strong - শক্তিশালী। (c) lenient - উদার বা দয়ালু। (d) weak - দুর্বল। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে- strict' শব্দটির Antonym বা বিপরীত শব্দ হবে Option (c) lenient
21. What kind of Noun is ‘Class’? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এখানে Class বলতে কোনোকিছুর শ্রেণিকে বোঝাচ্ছে। তাই এটি হবে Collecetive Noun. চলো আমরা Collective Noun নিয়ে বেসিক জেনে নিই- Collective Noun:  যে সকল Noun কোন সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।  যেমনঃ Mob (উচ্ছৃঙ্খল জনতা), Navy (নৌবাহিনী) Flock ( ঝাঁক), Fleet (নৌ-বহর), Gang (ডাকাতের দল)
22. Which one is the synonym of ‘Bargain’? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Bargain শব্দটির অর্থঃ দর কষাকষি করা। এর synonym : Negotiate , Haggle. সুতরাং, উত্তর হবে - (c) Negotiate Extra Info: চলো আমরা বাকি অপশনগুলোর অর্থ জেনে নিই – (a) Counter - বিরুদ্ধে (b) Rip-off - সরিয়ে ফেলা (d) Disagreement - অমিল
23. Correct adjective of the word ‘Contempt’ is- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Contempt শব্দটির বাংলা অর্থঃ ঘৃণা ।এটি একটি Noun. অন্যদিকে, Contemptible শব্দটির বাংলা অর্থঃ ঘৃণ্য যা একটি Adjective. এ প্রশ্নটি আমরা সহজেই একটি ট্রিকসের মাধ্যমে সমাধান করতে পারি। সেটি হলো Suffix, Prefix Concept. Suffix হলো এমন কিছু শব্দগুচ্ছ যার নিজস্ব কোনো মানে নেই। কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ প্রদান করতে পারে। যেমনঃ Live(Verb) এর অর্থঃ বাস করা। এর সাথে suffix হিসেবে যোগ করলে নতুন একটি শব্দ সৃষ্টি হয় সেটি হচ্ছে Livelihood(Noun)। এর মানে জীবিকা। খেয়াল করেছো যে, আমরা সহজেই Verb কে Noun এ রূপান্তর করে ফেললাম। চলো কিছু Suffix শিখে নিই যেগুলো শব্দের শেষে থাকলে শব্দটি নিজে এককভাবে Noun হিসেবে গণ্য হবে- -ble/-ible , -less, -ish, -ary, -ive , -ful , -ar , -al , -ane , -in , -ry, -id , -ile , -ic, -squ , -lent, -ous/ose , -ate , -y, -ed , -en Contemptible শব্দটির শেষে –ble/-ible যুক্ত আছে Suffix হিসেবে। তাই উত্তর হবে - (b) Contemptible Extra Info: চলো কিছু Suffix শিখে নিই যেগুলো শব্দের শেষে থাকলে শব্দটি নিজে এককভাবে Noun হিসেবে গণ্য হবে- -hood, -dom, -ment, -ness, -my, -age, -ee, -ure, -tude, -cy, -ny, -tur,-ar,-er,-phy,-ling/-ing, -ty, -gy, -ism,-ry,-mony, -ock, -let, -kin,-ship, -red, -ant,-ice,-sy,-th, phobia.
24. Fill in the blank with correct option. ‘Do not hanker ___ money’ Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Hanker after এর অর্থঃ লালায়িত হওয়া বা লোভ করা বা কোনো কিছুকে পিছনে ছুটা। এজন্য উত্তর হবেঃ (d) after • Don’t hanker after money. • অর্থঃ অর্থ বা সম্পদের লোভ করো না।
25. Which pair of words is synonymous? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Uncouth শব্দের অর্থঃ অমার্জিত । অন্যদিকে, Uncivilized এর অর্থও অমার্জিত । তাই এরা synonymous Extra Info: Option: a : Adulteration, Adulthood – • Adulteration অর্থ ভেজাল এবং Adulthood অর্থ পরিণত অবস্থা / সাবালকত্ব। সুতরাং, বোঝা যাচ্ছে যে এরা synonymous নয় Option: b : Obsolete, Absolute • Obsolete অর্থঃ অপ্রচলিত এবং Absolute অর্থঃ পরম। সুতরাং, বোঝা যাচ্ছে যে এরা synonymous নয় Option: d : Outset, Setting out • Outset অর্থঃ প্রারম্ভ/সূচনা এবং Setting out অর্থঃ যাত্রা করা । সুতরাং, বোঝা যাচ্ছে যে এরা synonymous নয়
26. Identify the correct sentence: Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এই প্রশ্নটি Article এর খুবই সুন্দর একটি বেসিক থেকে করা হয়েছে। Concept : Language Vs Nationality • শুধু English শব্দ দ্বারা ইংরেজি ভাষা বোঝায়। এজন্য এর আগে কোনো Article ব্যবহার হয়নি। • আর English-এর পূর্বে the বসলে ইংরেজ জাতি বোঝায়। জাতি বোঝাতে এখানে English এর আগে the ব্যাবহৃত হয়েছে Article হিসেবে। Speak-এর পরে ভাষার নাম বসে। তাই, এখানে শুধু English বসবে এবং like-এর পরে the English হবে। কারণ এখানে English দ্বারা ইংরেজ জাতি বোঝাচ্ছে (like the English-ইংরেজদের মতো)।  D) She speaks English like the English.  অর্থঃ সে ইংরেজদের মত ইংরেজিতে কথা বলা বলতে পারে।
27. When one makes a promise, one must not go____on it. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটি উত্তর করে হলে Group Verbs নিয়ে জ্ঞান থাকতে হবে। 'Go back on something' Group Verb-টির অর্থ ওয়াদা বা প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হওয়া। এজন্য এখানে উত্তর হবে- b)back
28. I can't put up with him any more. Here 'put up with' means: Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটি উত্তর করতে হলে Group Verbs নিয়ে বেসিক নলেজ থাকতে হবে। 'Put up with group verb-টির অর্থ সহ্য করা :tolerate চলো বাকি Options গুলোর অর্থ জেনে নিই- Protect - রক্ষা করা, terminate - শেষ করা, prevent-প্রতিহত করা
29. The train is running___forty miles an hour. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: গতিবেগ বোঝাতে অর্থাৎ কোনো বাস, ট্রাক, ট্রেন ইত্যাদি কত গতিতে ছুটে চলেছে তা বোঝাতে run-এর পরে at বসে।
30. Identify the imperative sentence: Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এই প্রশ্নটি উত্তর করতে হলে Imperative Sentence এর গঠন নিয়ে বেসিক ধারণা থাকতে হবে।  যে sentence দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায় তাকে Imperative Sentence বলা হয়। Imperative Sentence চেনার উপায়ঃ - Imperative sentence শুরু হয় verb দ্বারা। অপশন (খ) ও (গ) তে সাধারণ বিবৃতি থাকায় এ দুটো assertive sentence। অপশন (ঘ)-তে প্রশ্নবোধক বাক্য রয়েছে। তাই এটি interrogative sentence. শুধু Option : A এর বাক্যটি Verb দিয়ে শুরু হয়েছে। তাই এটি Imperative Sentence . সুতরাং উত্তর হবে – Option : A)Shut up.
31. The controlling sentence of a paragraph is know is ___ Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: একটি paragraph-এ topic sentence হলো এমন একটি sentence যেটি paragraph-এর main idea কে উপস্থাপন করে। paragraph-টির বাকি sentence-সমূহ topic sentence কে কেন্দ্র করেই রচিত হয় । এজন্য topic sentence হলো একটি paragraph-এর controlling sentence। তাই উত্তর হবে - D)topic sentence
32. 'By and large' means_ Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এই প্রশ্নটি উত্তর করতে হলে আমাদের আগে থেকেই Idioms সম্পর্কে জ্ঞান থাকতে হবে By and large অর্থ সাধারণত, মোটের ওপর, অধিকাংশ ক্ষেত্রে। সুতরাং by and large-এর অর্থ mostly (অধিকাংশ ক্ষেত্রে/প্রায়শ)।
33. 'He could not win but learnt a lot.' Which part of speech is the word "but? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: 'He could not win but learnt a lot' sentence-টির দুইটি অংশ বা Clause এর সংমিশ্রণে তৈরি হয়েছে । 'He could not win' এবং '(he) learnt a lot 'but' দ্বারা যুক্ত হয়েছে। বাক্যটিতে 'but' দুটো clause কে যুক্ত করায় conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে। Extra Info: But এর বিভিন্ন ব্যবহার: None but the brave deserves the fair, (Preposition) He tried hard but did not succeed. (Conjunction) There is no mother but loves her child. (Negative relative) It is but right to admit our faults. (Adverb) But me no buts. (Verb, Noun)
34. Select the appropriate preposition: 'Are you doing' anything special ___ the weekend?' Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এই প্রশ্নের উত্তর নিয়ে একটু মতবিরোধ আছে। আসো, ডিটেলস জেনে নিই, তারপরে সবচেয়ে গ্রহণযোগ্য অপশনটি দাগাবো। • The weekend-এর পূর্বে at- এর ব্যবহারই বহুল প্রচলিত। • American English- on-এর ব্যবহার পাওয়া গেলেও সংখ্যায় তা নগণ্য। আমাদের দেশে British English বেশি অনুসরণ করার কারণে at-ই অগ্রাধিকার পাবে উত্তর দেওয়ার সময়।
35. What is the verb form of the word 'ability? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Ability অর্থ সক্ষমতা। এটি noun । Ability-এর adjective হলো 'able' এবং verb হলো 'enable’ স্যার, Verb দেখেই চিনবো কীভাবে ? শব্দটি যদি বাক্যে ব্যবহৃত হয় তবে বাক্যের Context দেখে সিদ্ধান্ত নিতে হবে। Single Word হিসেবে আসলে Suffix , Prefix লক্ষ্য করে উত্তর করতে পারবে। Suffix হলো এমন কিছু শব্দগুচ্ছ যার নিজস্ব কোনো অর্থ নেই। কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ প্রদান করতে পারে। যেমনঃ Live(Verb) এর অর্থঃ বাস করা। এর সাথে suffix হিসেবে যোগ করলে নতুন একটি শব্দ সৃষ্টি হয় সেটি হচ্ছে Livelihood(Noun)। এর মানে জীবিকা। খেয়াল করেছো যে, আমরা সহজেই Verb কে Noun এ রূপান্তর করে ফেললাম। চলো কিছু Suffix শিখে নিই যেগুলো শব্দের শেষে থাকলে শব্দটি নিজে এককভাবে Verb হিসেবে গণ্য হবে- -ish , -ate ,-ify, -ise, -ize চলো কিছু Prefix শিখে নিই যেগুলো শব্দের শেষে থাকলে শব্দটি নিজে এককভাবে Verb হিসেবে গণ্য হবে- -en
36. Which gender is the word 'orphan'? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Orphan শব্দটির অর্থ যে শিশুর বাবা-মা মৃত। Orphan শব্দ দ্বারা এতিম শিশুকে বোঝায়, শিশুর বেলায় gender মুখ্য নয়। সুতরাং, orphan শব্দটি common gender. Extra Info : কিছু Common Gender এর উদাহরণ- Baby, Child, Driver , Parents , Singer , Teacher
37. 'A herd of cattle is passing.' The underlined word is a/an- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Herd দ্বারা সমজাতীয় প্রাণীর দল বা পাল বুঝায়, যারা একই সাথে বাস করে, খায় ও চরে বেড়ায়। আর collective noun হলো যে noun দ্বারা একই জাতীয় সকলকেই বোঝায়। সুতরাং herd শব্দটি একটি collective noun. এজন্য সঠিক উত্তর হলো - c)collective noun Extra Info : Adjective এবং Adverb নিয়ে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার সুযোগ নেই। এই দুইটি টপিক ডিটেলস জেনে নিবে। কিন্তু Abstract Noun নিয়ে আমাদের বেসিক জানতে হবে। Abstract Noun • Basic: যে সকল noun দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায়, তাদেরকে abstract noun বলে । • Logic: Abstract noun এর শেষে সাধারণত ce, cy, th, ty, ness, -ment, -hood, -tion, -sion, -ship, -dom, -ry এগুলো suffix হিসেবে থাকে। • Examples: • Agency (প্রতিনিধিত্ব), childhood(শৈশব), death (মৃত্যু), friendship (বন্ধুত্ব), height (উচ্চতা), honesty (সততা), humility (বিনয়, নম্রতা), kindness (দয়া), length (দৈর্ঘ্য), manhood (পুরুষত্ব), poverty (দরিদ্রতা), roguery (বদমায়েশী, দুষ্টুমী), studentship (ছাত্রত্ব),
38. What is the adjective form of the word 'People'? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এ প্রশ্নটি আমরা সহজেই একটি ট্রিকসের মাধ্যমে সমাধান করতে পারি। সেটি হলো Suffix, Prefix Concept. Suffix হলো এমন কিছু শব্দগুচ্ছ যার নিজস্ব কোনো মানে নেই। কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ প্রদান করতে পারে। যেমনঃ Live(Verb) এর অর্থঃ বাস করা। এর সাথে suffix হিসেবে যোগ করলে নতুন একটি শব্দ সৃষ্টি হয় সেটি হচ্ছে Livelihood(Noun)। এর মানে জীবিকা। খেয়াল করেছো যে, আমরা সহজেই Verb কে Noun এ রূপান্তর করে ফেললাম। চলো কিছু Suffix শিখে নিই যেগুলো শব্দের শেষে থাকলে শব্দটি নিজে এককভাবে Adjective হিসেবে গণ্য হবে- -ble/-ible , -less , -ish , -ian , -ary , -ive , -ful, -ar , -al , -ane , -in , -ry , -id, -ile, -ic , -squ , -lent , ous /ose , -ate , -y, -ed , -er. এজন্য People এর Adjective হলো - a)populous Extra Info: চলো কিছু Suffix শিখে নিই যেগুলো শব্দের শেষে থাকলে শব্দটি নিজে এককভাবে Noun হিসেবে গণ্য হবে- -hood, -dom, -ment, -ness, -my, -age, -ee, -ure, -tude, -cy, -ny, -tur,-ar,-er,-phy,-ling/-ing, -ty, -gy, -ism,-ry,-mony, -ock, -let, -kin,-ship, -red, -ant,-ice,-sy,-th, -phobia. এজন্য c)popularity হলো Noun. চলো কিছু Suffix শিখে নিই যেগুলো শব্দের শেষে থাকলে শব্দটি নিজে এককভাবে Verb হিসেবে গণ্য হবে- -ish , -ate ,-ify, -ise, -ize এজন্য d)popularize হলো Verb
39. Fill in the blank: 'She went to New Market_______. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: কোথাও হেঁটে যাওয়া বোঝাতে on foot ব্যবহৃত হয়। Extra Info: On feet, by foot, by walking এগুলোর কোনোটিই শুদ্ধ নয়। এগুলো বহুল ব্যবহৃত ভুল।
40. Identify the word which is spelt incorrectly: a) b) c) d) ans: c)occasion Explanation: Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Ocassion-এর শুদ্ধরূপ occasion, যার অর্থ উপলক্ষ্য। (occasion: খেয়াল রাখবে দুইটা c ; আরেকটি s ) Extra Info: বাকি অপশনগুলোর বানান সঠিক। চলো আমরা অর্থ জেনে নিই- Fluctuation - অস্থিরতা / ওঠা-নামা, remission - অব্যাহতি দান / মওকুফ / উপশম, decision - সিদ্ধান্ত বা রায়।
41. What is the correct indirect form of: He said, "You had better see a doctor". Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটি উত্তর করতে হলে Narration Topic এর Direct Speech to Indirect Speech এর Conversion নিয়ে বেসিক নলেজ থাকতে হবে। You had better see a doctor' উপদেশমূলক বাক্য হওয়ায় reporting verb said-এর পরিবর্তে advised বসবে এবং inverted comma উঠে গিয়ে to + v₁+ বাকি অংশ বসবে। তাহলে উত্তর হবে - a) He advised him to see a doctor
42. Identify the word that remains same in plural form: Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: “Number” টপিকটি থেকে বেসিক প্রশ্ন করা হয়েছে। • Deer(হরিণ) শব্দটির Singular এবং Plural Form একই। এজন্য উত্তর হবে - a)deer চলো জেনে নিই আরও কিছু শব্দ যাদের Singular এবং Plural Form একই- Sheep, Deer, Swine , Pice , Cannon, Canon , Dozen, Public, Score , Furniture , Hundred , Thousand , Corps , Species , Salmon
43. যদি ICE: COLDNESS হয়, তবে EARTH:? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটি Analogy অংশ থেকে করা হয়েছে। চলো আমরা এটির ব্যাখা জেনে নিই- Ice-এর বৈশিষ্ট্য যেমন coldness, তেমনি earth-এর বৈশিষ্ট্য gravity (মাধ্যাকর্ষণ শক্তি)। এজন্য উত্তর হবে- d)gravity Extra Info: চলো আমরা বাকি অপশনগুলোর অর্থ জেনে নিই- a)weight - ওজন b)jungle - জঙ্গল c)sea - সমুদ্র
44. Which word is correct? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Proceeds (বিক্রয়লব্ধ অর্থ বা আয়) একটি plural countable noun। অপশনে উল্লিখিত অন্যান্য শব্দ (furniture, information, scenery) non count noun। তাই এদের সাথে s/es যোগ করা যায় না। তাই এসব অপশনগুলো ভুল Extra Info: কিছু Noun, plural হিসেব ব্যবহৃত হয় না, সর্বদা Singular হিসেব ব্যবহৃত হয়। যেমনঃ Advice, alphabet, abuse , bread, furniture, issue , information, knowledge, , luggage, machinery, money, news, progress, poetry, luggage , work
45. The word 'flying' in the sentence "Look at the flying bird" is a: Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এই প্রশ্নটি সলভ করার আগে চলো আমরা Gerund এবং Participle এর বেসিক বা Distinguishing Factor টি জেনে নিই- GERUND কী এবং কীভাবে চিনবো GERUND? শুধু Gerund এবং Participle এর মধ্যে প্যাঁচ লাগে! Basic: Verb এর base form এর সাথে ing যোগ হয়ে যদি সেটি বাক্যে Noun এর মতো কাজ করে তবে সেটি অবশ্যই Gerund হবে। example: Swimming is a good exercise. এখানে, Swim একটি Verb. এর সাথে –ing যুক্ত হয়ে Swimming একটি Noun হয়ছে। এখানে কিন্তু Swimming বাক্যের Subject এর স্থানে বসেছে। আমরা জানি, Subject এর স্থানে Noun বা Pronoun বসতে পারে। যেহুতু Swimming এখানে কোনো Noun এর পরিবর্তে বসে নি তাই এটি Pronoun নয়। সর্বোপরি Verb+ing মিলে যেহুতু বাক্যে Noun এর মত কাজ করেছে তাই এটি হলো Gerund. Extra Info: Participle কী এবং কীভাবে চিনবো Participle? Verb এর সাথে –ing যুক্ত হয়ে সেটি যদি Adjective এর মতো কাজ করে তবে সেটি হলো Participle. Exanple: Hearing the noise, the boy woke up. এখানে, the noise(Noun) কে Modify করেছে Hearing. এজন্য এখানে Hearing মানে হলো Adjective. আসলে Modify করা মানে কোনো কিছু সম্পর্কে extra information দেওয়া। এখানে তাহলে Hear এর সাথে –ing যুক্ত হয়ে Adjective এর মত কাজ করায় এটি একটি Participle. অনুরূপভাবে, Look at the flying bird . বাক্যটিতে Bird (পাখি) হলো Noun. এর আগে fly+ing=flying অর্থাৎ verb+ ing যুক্ত হয়ে Bird(Noun) কে Modifiy করছে। Modify করা মানে কোনো কিছু সম্পর্কে extra information দেওয়া। এখানে তাহলে Flyএর সাথে –ing যুক্ত হয়ে Adjective এর মত কাজ করায় এটি একটি Participle. Verbal Noun? Verbal Noun:  The এবং Of এর মাঝে Verb+ing আসলে ঐ (Verb+ing)কে Verbal Noun বলা হয়।  এজন্য Verbal Noun Gerund এর সাথেই সম্পর্কযুক্ত। Example: The writing of a good letter is difficult. এখানে, writing হলো Verbal Noun.
46. Identify the determiner in the sentence 'Bring me that book'. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Determiner হলো এমন শব্দ, যা noun-এর পূর্বে বসে ঐ noun-এর অর্থকে নির্দিষ্ট করে। যেমন- much, little, less, many, few, a few ইত্যাদি। An Important List of Determiner: 1.Articles : a, an, the - "অনির্দিষ্ট" বা "নির্দিষ্ট" অর্থে বিশেষত্ব প্রকাশ করে 2.Possessives : my, your, his, her, its, our, their, whose - Possessive মূলত "কার" প্রশ্নের উত্তর দেয় 3.Demonstrative : this, that, these, those - কোনো কিছু প্রদর্শন করতে/ দেখাতে ব্যবহৃত হয়। 4. Interrogatives : what, which, where, how, when- “WH questions” 5. Numeral adjective : two, three, four, five etc. -সংখ্যা বুঝায় 6.Quantity adjective: few, little, a few, a little, only a few, only a little, very few, very little, not a few, not a little, the few, the little, some, any, enough, fewer, less, several, several of, a large amount of, a large number of, some, any etc.- পরিমাণ সম্পর্কে ধারণা দেয় 7.Distributive pronoun/adjective: each, every, either, neither -“প্রত্যেক” বা “প্রতি” অর্থে বসে
47. What is the function of a topic sentence? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: Paragraph এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো Topic Sentence . Topic Sentence হলো পুরো Paragraph এর Controlling Sentence যা পুরো Paragraph সম্পর্কে সম্যক ধারণা দেয় বা সম্পূর্ণ বিষয়বস্তুকে বিশ্লেষণ করে।এজন্য উত্তর হবে- c)to analyse the topic
Explaination:
48. Would you please find out Bangladesh _____ the map. Edit
(a)
(b)
(c)
(d)
Topic: কোনো পৃষ্ঠায় বা মানচিত্রে আছে বোঝাতে on ব্যবহৃত হয়। যেমন- on the page, on the screen, on the back of the envelope
Explaination:
49. Anger may be compared____fire. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: _কোনো দুটো ভিন্ন বস্তুর মধ্যে তুলনা বোঝাতে compare-এর পরে to বসে। একই ধরনের দুটো বিষয়ের মধ্যে তুলনা বোঝালে compare-এর পরে with বসে। এখানে , Anger এবং Fire দুটো ভিন্ন বিষয়। তাই এখানে Compared to হবে।
50. Which of the following words is spelt incorrectly? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Option :a) reminescence-ই সঠিক উত্তর। কারণ প্রশ্নে ভুল বানান চাওয়া হয়েছে। এর সঠিক বানান সঠিক বানান হলো- reminiscence, যার অর্থ স্মৃতিচারণ।
51. গুপ্ত সম্রাজ্যের কোন রাজার উপাধি “বিক্রমাদিত্য” ছিল? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
52. কোন শাসকের শাসনামলের সময়ে প্রথম চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন ভারতে এসেছিলেন? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
53. প্রাচীন চন্দ্রদ্বীপ বলতে বাংলাদেশের কোন জেলা কে বোঝায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
54. কাকে দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা বলা হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
55. ব্রিটিশ ভারতের কোন ভাইসরয় বঙ্গভঙ্গের প্রবক্তা ছিলেন? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
56. কত সালে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাব উথাপিত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
57. কোন ভাষা শহীদ এর ডাক নাম আবাই ছিলো? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
58. কোন পরিষদ ২১ ফেব্রুয়ারি কে “রাষ্ট্রভাষা দিবস” পালনের সিদ্ধান্ত নেয় এবং সারা দেশে হরতাল কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
59. যুক্তফ্রন্ট সরকার কত দিন ক্ষমতায় ছিল? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
60. “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” গানটির বর্তমান সুরকার কে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
61. ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনের পর পূর্ব বাংলার প্রধানমন্ত্রী কে ছিলেন? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
62. কাগমারি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
63. রাষ্ট্র ভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
64. একুশে কে নিয়ে রচিত প্রথম উপন্যাস কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
65. ইউনেস্কো কোন তারিখে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
66. একুশের প্রথম কবিতা কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
67. ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার ছিল? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
68. ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের সময় ১১দফা ঘোষণা করে নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
69. ২৫শে মার্চ রাতে ঢাকা শহরের বাইরে অন্য সব স্থানে গণহত্যার মূল দায়িত্বে ছিলেন কে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
70. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মুজিবনগর সরকার গঠন
Explaination:
71. অপারেশন সার্চলাইটের পূর্ব নাম কি ছিল? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অপারেশন সার্চলাইট
Explaination:
72. মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
73. বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট কয়টি ফোর্স ছিল? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
74. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিচের কোন গানটির মাধ্যমে অপারেশন জ্যাকপটে নৌ-কমান্ডারদের অভিযানে নামার চূড়ান্ত সাংকেতিক নির্দেশ দেওয়া হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
75. ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর কিলোফ্লাইট (বাংলাদেশ বিমানবাহিনী) নিচের কোনটিতে হামলা করে পাকিস্তানি বাহিনীর ব্যাপক ক্ষতি সাধন করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
76. সর্বকনিষ্ঠ খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
77. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য 'বীরপ্রতীক' খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
78. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' কোথায় অনুষ্ঠিত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
79. মুক্তিযুদ্ধকালীন ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী গঠিত হয়েছিল নিচের কোন তারিখে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
80. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রথম কোন জেলা শত্রুমুক্ত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
81. নিচের কোন ব্যক্তির নেতৃত্বে বুদ্ধিজীবী নিধনের নীলনকশা প্রণীত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
82. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে চরমপত্র পাঠ করতেন কে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
83. সর্বশেষ নিহত বীরশ্রেষ্ঠ কে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
84. অপারেশন জ্যাকপট পরিচালনার দায়িত্বে ছিল মূলত কোন সেক্টর? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
85. মুজিবনগর অস্থায়ী সরকার কত তারিখে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
86. September on Jessore Road লিখেছেন- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
87. 'কনসার্ট ফর বাংলাদেশ' এর সাথে যুক্ত নিচের কোন শিল্পী? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
88. 'এক নদী রক্ত পেরিয়ে' গানটির গীতিকার কে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মুক্তিযুদ্ধভিত্তিক গান
Explaination: গানের শিরোনামঃ এক নদী রক্ত পেরিয়ে শিল্পীঃ শাহনাজ রহমাতুল্লাহ গীতিকারঃ খান আতাউর রহমান সুরকারঃ খান আতাউর রহমান
89. বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয় কোন সালে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বঙ্গবন্ধু হত্যা
Explaination: ২০০৯ সালের ১৯ নভেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ কর্তৃক চূড়ান্ত রায় ঘোষণা করা হয়।
90. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয় দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম কি ছিল? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
91. ছয় দফার দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
92. আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় কবে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
93. ঐতিহাসিক সিমলা শান্তিচুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সিমলা শান্তিচুক্তি
Explaination: পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সিমলায় এক শীর্ষ বৈঠকে মিলিত হয়ে (২৮ জুন হতে ২ জুলাই ১৯৭২) দীর্ঘ আলোচনার পর একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিতে ভারত ও পাকিস্তান তাদের সকল বৈরিতার অবসান ঘটানো, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল ক্ষেত্রে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা এবং ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরে বিরাজমান স্থিতাবস্থা পুনঃস্থাপনের অঙ্গীকার ব্যক্ত করে। এই চুক্তির অধীনে ভারত সকল যুদ্ধবন্দিকে বিনাবিচারে পাকিস্তানে ফেরত পাঠায়। ভারত পাকিস্তানের সঙ্গে আরও একটি ‘সার্বিক সমঝোতা’ করে, যা সন্ধির দলিলে উল্লিখিত হয় নি। এতে ছিল পাকিস্তান কর্তৃক বাংলাদেশকে কূটনৈতিক স্বীকৃতি প্রদান এবং বাংলাদেশ ও পাকিস্তান গমণেচ্ছু নাগরিকদের ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে সংলাপ শুরুর ব্যবস্থা।
94. বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সংবিধান সংশোধনী
Explaination: বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত ১৭ টি সংশোধনী আনা হয়েছে। ২০১৮ সালের ০৮ ই জুলাই সংবিধান। (সপ্তদশ সংশোধন) বিল ২০১৮ জাতীয় সংসদে পাস হয়। ]
95. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কবে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সংবিধান
Explaination: ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন। ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়।
96. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন নিচের কোন তারিখে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: স্বদেশ প্রত্যাবর্তন
Explaination: পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৮ই জানুয়ারি মুক্তি লাভ করেন। ১০ই জানুয়ারি স্বদেশে প্রত্যাবর্তন করেন।
97. 'স্টপ জেনোসাইড' কী? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
98. "শোন একটি মুজিবরে কন্ঠে' গানটির গীতিকার কে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
99. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 'রাইফেল রোটি আওরাত' কার রচনা? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
100. 'শিখা চিরন্তন' কোথায় অবস্থিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: