Exam
Question View - Day 1 - জীনতত্ত্ব- ১
1. Gregor Johann Mendel কত প্রকার মটরশুটি (Pisum sativum) নিয়ে গবেষণা করেন?
Edit
Topic: গ্রেগর জোহান মেন্ডেল-আধুনিক জিনতত্ত্বের জনক, জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ১৮৫৭ সালে মেন্ডেল ৩৪ প্রকার মটরশুটি নিয়ে উদ্ভিদের বংশগতি রহস্য উদ্ঘাটোনের জন্য সাত বছর গবেষণা করেন।
2. পরীক্ষার জন্য মেন্ডেলের মটরশুঁটি গাছ বেছে নেয়ার কারণ নয় কোনটি?
Edit
Topic: মেন্ডেলিয়ান ইনহেরিট্যান্স (Mendelian Inheritance), জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পরীক্ষার জন্য মেন্ডেলের মটরশুঁটি গাছ বেছে নেয়ার কারণ- মটরগাছ একবর্ষজীবী, আয়ুষ্কাল স্বল্প, উভলিঙ্গ, স্বপরাগী, ফুল আকারে বড়, বহু প্রকরণ, উর্বর বংশধর।
3. নিচের কোন বিজ্ঞানী “Father of modern genetics” হিসেবে পরিচিত?
Edit
Topic: গ্রেগর জোহান মেন্ডেল-আধুনিক জিনতত্ত্বের জনক, জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: গ্রেগর জোহান মেন্ডেল কে বংশগতিবিদ্যা বা আধুনিক জিনতত্ত্বের জনক বলা হয়।
4. মেন্ডেল মটরশুটি গাছের কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন ঘঠান?
Edit
Topic: মেন্ডেলিয়ান ইনহেরিট্যান্স (Mendelian Inheritance), জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মেন্ডেল মটরশুটি গাছের ৭ জোড়া বিপরীত বৈশিষ্ট্য (প্রকট ও প্রচ্ছন্ন) নিয়ে সংকরায়ন ঘঠান।
5. Genetics শব্দটি সর্বপ্রথম প্রচলন করেন কে?
Edit
Topic: জিনতত্ত্ব, জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: উইলিয়াম বেটসন 'Genetics' শব্দটি সর্বপ্রথম প্রচলন করেন।
6. নিচের কোনটি জীবের আকার, আকৃতি, বর্ণ প্রকাশ করে?
Edit
Topic: জিনতত্ত্বে ব্যবহৃত কতগুলো শব্দের ব্যাখ্যা , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলে। এটি জীবের আকার, আকৃতি, বর্ণ প্রভৃতি প্রকাশ করে। সদৃশ ফিনোটাইপধারী দুটি জীবের জিনোটাইপ একই রকম বা ভিন্ন হতে পারে। যেমন-বিশুদ্ধ লক্ষণযুক্ত লম্বা ও খাটো মটর গাছের মধ্যে পরাগসংযোগ ঘটালে F₁ জনুতে সবগুলো উদ্ভিদই লম্বা আকৃতির হয় যদিও এদের মধ্যে দুধরনের ফ্যাক্টরই (Tt) থাকে। এখানে ফিনোটাইপ হলো লম্বা।
7. সমসংস্থ (homologous) ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়াকে একে অপরের কি বলে?
Edit
Topic: জিনতত্ত্বে ব্যবহৃত কতগুলো শব্দের ব্যাখ্যা , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সমসংস্থ (homologous) ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন-জোড়ার একটিকে অপরটির অ্যালিল বলে। অ্যালিলদুটি একই ধর্মী (যেমন-TT) অথবা একে অপরের বিপরীত ধর্মী (যেমন-Tt) হতে পারে। যখন দুটি বিপরীতধর্মী অ্যালিল থাকে তখন একটিকে প্রকট অ্যালিল (অর্থাৎ T), অন্যটিকে প্রচ্ছন্ন অ্যালিল (t) বলে।
8. জীবের বংশগতির মৌলিক ভৌত কার্যিক একক কোনটি?
Edit
Topic: কতগুলো পরিভাষা (Several Terminology of Heredity), জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: জিন হলো জীবকোষে বিদ্যমান বংশগতির বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী মৌলিক, ভৌত ও কার্ষিক একক যা বংশ থেকে বংশান্তরে স্থানান্তরিত হয়। সংক্ষেপে, একটি নির্দিষ্ট প্রোটিন তৈরির নির্দেশ প্রদানকারী DNA-এর অংশবিশেষই জিন। প্রতিটি বৈশিষ্ট্যের জন্য সাধারণত ১ জোড়া জিন দায়ী। কখনও একাধিক জিন দায়ী হতে পারে। মেন্ডেল এদেরকে ফ্যাক্টর (factor) বা কণা (Particle) নামকরণ করেছিলেন। জোহানসেন (১৯০৯) সর্বপ্রথম এই ফ্যাক্টরগুলোকেই 'gene' নাম দেন।
9. F1 or F2 জনুর বংশধরগুলো হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস তা জানার জন্য কোনটি করা হয়?
Edit
Topic: জিনতত্ত্বে ব্যবহৃত কতগুলো শব্দের ব্যাখ্যা , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: F1 or F2 জনুর বংশধর গুলো হোমোজাইগাস নাহ হেটারোজাইগাস তা জানার জন্য সেগুলোকে মাতৃ বংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে সংকরায়ন বা ক্রস করা হয়,একে টেস্ট ক্রস বলে। এদের ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত হবে ১: ১।
10. Heterozygous জীবে যেই বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে কি বলে?
Edit
Topic: জিনতত্ত্বে ব্যবহৃত কতগুলো শব্দের ব্যাখ্যা , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রকট বৈশিষ্ট্য (Dominant character): একজোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন হোমোজাইগাস জীবে (TT এবং tt) সংকরায়ন ঘটালে F₁ জনুতে সৃষ্ট হেটারোজাইগাস জীবে যে বৈশিষ্ট্য প্রকাশ পায়, তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। যেমন- F₁ জনুর মটরগাছে লম্বা ও খাটো উভয় ধরনের লক্ষণের জন্যে একটি করে জিন থাকলেও (Tt) শুধুমাত্র লম্বা বৈশিষ্ট্যই প্রকাশিত হয়। অতএব মটরগাছে লম্বা বৈশিষ্ট্যটি প্রকট ।
11. F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ-মাতৃবংশীয় এক সদস্যের সঙ্গে সংকরায়ন কে কি বলে?
Edit
Topic: জিনতত্ত্বে ব্যবহৃত কতগুলো শব্দের ব্যাখ্যা , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ মাতৃ বংশীয় এক সদস্যের সঙ্গে সংকরায়ন কে ব্যাক ক্রস(Back cross) বলে।
12. কোন জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে কি বলে?
Edit
Topic: জিনতত্ত্বে ব্যবহৃত কতগুলো শব্দের ব্যাখ্যা , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: জিনোটাইপ (Genotype): কোনো জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে জিনোটাইপ বলে। একটি জীবের জিনোটাইপ তার পূর্ব বা উত্তর পুরুষ থেকে জানা যায়। সদৃশ জিনোটাইপধারী জীবেরা যদি একই পরিবেশে বাস করে তাহলে ওদের ফিনোটাইপও সদৃশ হবে। একটি লম্বা গাছের জিনোটাইপ হতে পারে TT বা Tt আর খাটো গাছের জিনোটাইপ হবে ।
13. ক্রোমোজোম জিনের নির্দিষ্ট স্থানের নাম -
Edit
Topic: জিনতত্ত্বে ব্যবহৃত কতগুলো শব্দের ব্যাখ্যা , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: লোকাস (Locus): ক্রোমোজোমে জিনের নির্দিষ্ট স্থান-এর নাম লোকাস। একটি নির্দিষ্ট জিনের অ্যালিলগুলো সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করে।