Exam
Question View - Eleventh Hour || E22D22 || 16.01.24
1. He কে ব্যতিরেকে s block মৌলসমুহের মধ্যে একমাত্র অধাতু -
Edit
Topic: ৩.১ , s block মৌল , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: গ্রুপ-১ এর H ও গ্রুপ-১৮ এর He বাদে বাকি ১২ টি s ব্লক মৌল হল ধাতু ।
2. অবস্থান্তর মৌলসমূহের বৈশিষ্ট্য নয় কোনটি ?
Edit
Topic: ৩.১ , d block মৌল , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: অবস্থান্তর মৌলসমূহ মৌল অবস্থায় বর্ণ প্রদর্শন করে না ।
3. 59 পারমানবিক সংখ্যাবিশিষ্ট মৌলটির পর্যায় সারণিতে অবস্থান কত ?
Edit
Topic: ৩.১.১ , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: আমরা জানি , La(57) – Lu(71) পর্যন্ত মৌলসমূহ ল্যান্থানাইড সিরিজের অন্তর্ভুক্ত , যাদের প্রত্যেকের পর্যায় সংখ্যা ৬ ও গ্রুপ ৩ । সুতরাং 59 পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলটি ল্যান্থানাইড সিরিজের অন্তর্ভুক্ত , তাই তার অবস্থান পর্যায় সংখ্যা ৬ ও গ্রুপ ৩ ।
4. কোন আয়নটি গঠন সম্ভব নয় ?
Edit
Topic: ৩.২ , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: Be এর আকার ছোট ও এর সুস্থিত electron বিন্যাস থাকায় এর আয়নিকরন শক্তি অনেক বেশি হয় , তাই Be2+ গঠন সম্ভব হয় না , তাই Be ব্যতিত s block এর অন্য সব ধাতু আয়নিক যৌগ গঠন করে ।
5. কাদের আদর্শ বা প্রতিনিধি মৌল বলা হয় ?
Edit
Topic: 3.2.2 , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: পর্যায় সারণিরঃ
পর্যায়-১ , অতি সংক্ষিপ্ত পর্যায়
পর্যায়-২,৩ , সংক্ষিপ্ত পর্যায়
পর্যায়-৪,৫ , দীর্ঘ পর্যায়
পর্যায়- ৬,৭ , অতিদীর্ঘ পর্যায় ।
s,p block মৌল সমূহকে আদর্শ বা প্রতিনিধি মৌল বলা হয় , কারন এদের যোজ্যতাস্তরে অরবিটালসমুহ সাধারন নিয়ম মতে electron দ্বারা পূর্ণ হয়ে থাকে । যেহেতু s,p ব্লকের মৌল সমুহ বেশিরভাগই পর্যায় ২,৩ এ অবস্থিত তাই পর্যায় ২,৩ কে আদর্শ পর্যায় বলা যায় ।
6. কোন যুগলটি সঠিক দেওয়া হয়নি ?
Edit
Topic: ৩.২.২ , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: পর্যায় সারণিতে অপধাতুর সংখ্যা ৬ টি
7. Al2Cl6 এর মধ্যে কয়টি সন্নিবেশ বন্ধন আছে ?
Edit
Topic: ৩.২.২ , জেনে নাও , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: Al2Cl6 এর মধ্যে দুটি AlCl3 এর মধ্যে দুটি সন্নিবেশ বন্ধন থাকে ।
8. নিচের কোনটি অষ্টক সম্পরসারিত যৌগ ?
Edit
Topic:
Explaination: PCl3 ও NaCl উভয় অষ্টকপূর্ণ যৌগ , AlCl3 একটি অষ্টক সংকুচিত যৌগ । PCl5 একটি সম্প্রসারিত যৌগ ।
9. সাধারন তাপমাত্রায় কোন ধাতুটি তরল থাকে ?
Edit
Topic: ৩.২.৩, অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: d block এর সব ধাতু কঠিন ও শক্ত হয় , শুধুমাত্র Hg তরল হয় ।
10. নিচের কোন সত্ত্বাটি তেজস্ক্রিয় ?
Edit
Topic: ৩.২.৪ , actinide সমূহের ধর্মাবলী , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: Actinoids সমূহ সবাই তেজস্ক্রিয় মৌল ।
11. electron আসক্তিভিত্তিক কোন বৈশিষ্ট্যটি ঠিক নয় ? বেশি হলে-
Edit
Topic: ৩.৩ , electron আসক্তি , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: electron আসক্তি যত বেশি মৌলের বিজারিত হওয়ার ক্ষমতা ও অন্যকে জারিত করার ক্ষমতা বাড়ে ।
12. নিচের কোনটি পোলার অনু ?
Edit
Topic: অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার।
Explaination: দুটি পরমাণুর তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য যদি .৫-১.৯ এর মধ্যে হয় তবে তারা পোলার অনু হয় । অপশন a তে পার্থক্য হল ০
b ও c তে পার্থক্য হল .৪ ;আর অপশন d তে পার্থক্য হল .৫ তাই সে পোলার হয় ।
13. Se, Cl , S এর আয়নীকরণ শক্তির ক্রম কোনটি ?
Edit
Topic: সমাধানকৃত সমস্যা -৩.১১ , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: পর্যায় সারণির একই পর্যায়ের বাম থেকে ডানে আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকে , যেহেতু Cl ও S একই পর্যায়ের তাই Cl এর আয়নীকরণ শক্তি বেশি হবে । আবার একই গ্রুপের উপর থেকে নিচে আয়নীকরণ শক্তি কমতে থাকে , যেহেতু S ও Se একই গ্রুপের তাই S এর আয়নীকরণ শক্তি বেশি হবে ।
সুতরাং , ক্রমঃ Cl>S>Se।
14. নিচের কোনটি নীল ও লাল লিটমাস উভয়ের রঙ পরিবর্তন করতে পারে ?
Edit
Topic: ৩.৫ , , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: SO2 , SiO2 ,CO2 এরা হল অম্লীয় oxide এরা দ্রবণে নিল লিটমাসকে লাল করে ।
অপরদিকে BeO একটি উভধর্মী oxide তাই এটি নীল ও লাল উভয় লিটমাস পেপারের বর্ণ করতে সক্ষম ।
15. s ব্লকের মৌলসমুহের cation এর চুম্বকধর্ম কোনটি ?
Edit
Topic: ৩.২ , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: s ব্লকের মৌলসমুহের cation এ কোন বিজোড় electron না থাকায় , তারা ডায়া- চুম্বকীয় ধর্ম প্রদর্শন করে ।
16. সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে ভুল-
Edit
Topic: ১.৪ , অ-১ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: HCl একটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ।
17. ১ মোলার HCl দ্রবণ হল-
Edit
Topic: ১.৪.১ , রাইডার ও রাইডার ধ্রুবক , অ-১ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে প্রমান দ্রবন বলে
১ মোলার দ্রবণকে মোলার দ্রবন বলা হয় ।
18. ৪৯ গ্রাম ১০০০ ml H2SO4 এর মোলার ঘনমাত্রা কত ?
Edit
Topic:
Explaination: H2SO4 এর আণবিক ভর = ৯৮ গ্রাম
C = (1000W)/VM
= (1000 * 49) / (1000*98)
= .5 M
19. প্রমান দ্রবণ তৈরি কররা জন্য কোনটি ব্যাবহার করা হয় ?
Edit
Topic: ১.৪.৩ , অ-১ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: যেকোনো ঘনমাত্রার প্রমান দ্রবণ তৈরি করতে Measuring flask ব্যাবহার করা হয় ।
20. নিচের কোনটি drying agent হিসেবে সামঞ্জস্যপূর্ণ নয় ?
Edit
Topic: ১.৬.১ , অধিক জেনে নাও , অ-১ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: CaCl2 , MgSO, P2O5 এরা হল কঠিন drying agent , আর H2SO4 হল তরল drying agent .
21. এটম ইকনমি সম্পর্কে কোন তথ্যটি ভুল? 100% হলে -
Edit
Topic: ৪.১.৩ , ১। এটম ইকনমি , অ-৪ , রসায়ন ১ম পত্র কবির স্যার ।
Explaination: A.E= ( কাঙ্ক্ষিত উৎপাদের পরমাণুসমূহের ভর )/(বিক্রিয়ক পরমাণুসমূহের মোট ভর ) * ১০০
A.E এর মান ১০০% হলে সম্পূর্ণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় , তাই A.E এর ১০০% হয় ।
22. রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ার গতির হার কোনটি?
Edit
Topic:
Explaination: একটি বিক্রিয়ায় একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রার হ্রাসের পরিমাণকে বা উৎপাদের ঘনমাত্রার বাড়ার পরিমাণকে বিক্রিয়ার হার হলে । যেহেতু বিক্রিয়ার হার একটি ধনাত্মক রাশি তাই , বিক্রিয়ক এর ঘনমাত্রা হ্রাসের পূর্বে - sign দেওয়া হয় ।
23. কোন বিক্রিয়ায় বিক্রিয়ার হার ধ্রুবক ও বিক্রিয়ার হারের একক একই ?
Edit
Topic:
Explaination: বিক্রিয়ার ক্রম , n হলেঃ বিক্রিয়ার হার ধ্রুবকের একক = ( M) ^(1-n) . s-1
Zero order reaction, n=0 , সুতরাং, বিক্রিয়ার হার ধ্রুবকের একক = M^(1-0) . s-1
= Ms-1 ; যা বিক্রিয়ার হারের একক ।
24. নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়ার সক্রিয়ন শক্তি নির্ণয়ে কোন উপাদানটি কার্যকরী ?
Edit
Topic: ৪.৩.২ , অ-৪ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: lnk = lnA – (Ea/RT)
ln(A/k) = (Ea/RT)
বা , Ea = RT*( ln(A/k) )
এখানে , নির্দিষ্ট তাপমাত্রায় আরহেনিয়াস frequency factor A নির্দিষ্ট , তাই নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়ার সক্রিয়ন শক্তি নির্ণয়ে উপযোগী তাপমাত্রা ও বিক্রিয়ার হার ধ্রুবক ।
25. 2SO2(g) + O2(g) = 2SO3(g) , প্রভাবক NO(g) , কোন ধরনের প্রভাবন ?
Edit
Topic: ৪.৪ , সমসত্ত প্রভাবন (Homogenous catalysis) ,অ-৪ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: এই বিক্রিয়ায় উৎপাদ , বিক্রিয়ক , প্রভাবক সবাই একই ভৌত অবস্থা গ্যাসীয় অবস্থায় আছে ।
26. কেটালাইটিক কনভার্টারে বায়ুদূষণ প্রতিরোধক যোদ্ধারূপে কে ভূমিকা রাখে ?
Edit
Topic: ৪.৪.১ , প্রভাবকের গুরুত্ব , অ-৪ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination:
27. সাম্যঅবস্থার ক্ষেত্রে কোনটি সঠিক নয় –
Edit
Topic: ৪.৫.২ + জেনে রাখ , অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: রসায়নিক বিক্রিয়ায় সাম্যবস্থার অন্যতম শর্তঃ বিক্রিয়ার অসম্পূর্ণতা ।
28. নিচের কোন বিক্রিয়াটি উভয়মুখী হতে পারবেনা ?
Edit
Topic:
Explaination:
১৭। উভমুখী বিক্রিয়ার সাম্যবস্থা কিসের অপশন ৩ তে বিক্রিয়া করার জন্য CO2 গ্যাস আর অবশিষ্ট থাকে না( যেহেতু উড়ে চলে যাবে) , তাই বিক্রিয়া আর উভমুখী হবে না
29. তাপাহারী বিক্রিয়ায় তাপমাত্রার প্রভাবের ক্ষেত্রে কোনটি ভুল –
Edit
Topic: ৪.৬.২ , অ-৪ , রসায়ন ১ম পত্র , কবির স্যার ।
Explaination: ভ্যান্টহফ সমীকরণে logkp বনাম 1/T সমীকরণটি হয় একটি x ও y অক্ষ উভয় অক্ষ ছেদকারী সরলরেখা ।
সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি হলে , উৎপাদের পরিমাণ বাড়ে ফলে Kp এর পরিমাণ বাড়ে ।
30. অ্যামোনিয়ার শিল্পউৎপাদনে প্রভাবক হিসেবে কাকে ব্যাবহার করা হয় ?
Edit
Topic: ৪.৭ , অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
31. রক্তের pH কত এর বেশি পরিবর্তিত হলে জীবন সংকটাপন্ন হয়?
Edit
Topic: 4.15, অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: রক্তের স্বাভাবিক pH 7.35-7.45। রক্তের স্বাভাবিক pH থেকে ০.১ pH ইউনিট পরিবর্তন হলে রক্ত দ্বারা অক্সিজেন পরিবহন সুষ্টভাবে হয়। তবে রক্তের pH ০.৫ ইউনিট এর বেশি পরিবর্তিত হলে জীবন সংকটাপন্ন হয়।
32. মাটির pH বৃদ্ধি করতে ব্যবহৃত হয়-
Edit
Topic: 4.16.1, অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: চুন (CaO) ও ডলোমাইট (CaCO3 . MgCO3) ব্যবহার করা হয় মাটির pH বৃদ্ধি করতে। আর মাটির pH হ্রাস করতে বিভিন্ন নাইট্রেট ও ফসফেট সার ব্যবহার করা হয়।
33. কার্বোনিক এসিডকে বিয়োজিত করে-
Edit
Topic: ৪.৪.৩, অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
34. গ্লাস ক্লিনারের প্রধান উপাদান কোনটি ?
Edit
Topic: 5.15, অ-৫, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
35. মাখন হচ্ছে এক প্রকার-
Edit
Topic: 5.6, সারনী-৫.৩, অ-৫, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: মাখন হচ্ছে এক প্রকার ইমালসন যার বিস্তরন মাধ্যম কঠিন আর বিস্তারিত বস্তুকণা তরল।
36. ফল কৌটাজাতকরনে প্রিজারভেটিভরূপে ব্যবহৃত হয় কোনটি?
Edit
Topic: 5.4, অ-৫, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: স্টেরিলাইজ করা পরিস্কার কৌটায় ফলের টুকরাগুলো সাজিয়ে তারপর ০.২৫% সাইট্রিক এসিড (প্রিজারভেটিভরূপে) যুক্ত 30-40% চিনির দ্রবণ ঢালা হয়।
37. গুঁড়া দুধে ইমালসিফাইয়ার রূপে কোনটি ব্যবহৃত হয়?
Edit
Topic: 5.2.2, সারনী-৫.১, অ-৫, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: ইমালসিফাইয়ার জলীয় ও অজলীয় (পানি ও তেল) পদার্থ মিশতে সাহায্য করে। গুঁড়া দুধে ইমালসিফাইয়ার রূপে লেসিথিন ব্যবহৃত হয়।
38. নিচের কোনটি শিশুর দাতে ক্ষয়রোধক ও ডায়বেটিক চকলেটে ব্যবহার করা হয়?
Edit
Topic: 5.2.2, সারনী-৫.১, অ-৫, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
39. লিপস্টিকের মুল উপাদান কোনটি?
Edit
Topic: 5.13.6, অ-৫, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: লিপস্টিকের মুল উপাদান মোম (wax) ও তেল ।
40. নিরাপদ খাদ্যরঞ্জক কোনটি?
Edit
Topic: অ-৫, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
41. পরমাণুর আকার –
Edit
Topic: ২.১.১ , অ-২ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: পরমাণুর আকার বা H পরমাণুর ব্যাস - 10^-8 cm ।
42. H পরমাণুর ১ম কক্ষপথের শক্তি 16 kj/mol হলে , ৪র্থ কক্ষপথের শক্তি কত ?
Edit
Topic: ২.১.৫ , অ-২ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: ১ম কক্ষপথের শক্তি E হলে , n তম কক্ষপথের শক্তি হবে = E * ( 1/n^2)
৪র্থ কক্ষপথের শক্তি = 16 * ( 1*4^2)
= 16* (1/16)
= 1 kj/mol
43. কোন অরবিটের m এর মোট মান ১৬ হলে , n এর মান কত ?
Edit
Topic: ২ .২.২ , অ-২ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: n এর যেকোনো মানের জন্য m এর মোট মান বা মোট অরবিটাল সংখ্যা = n^2
বা, 16 = n^2
বা, n = 4
44. আইসোটোপের ক্ষেত্রে কোনটি ভুল ?
Edit
Topic: ২.২.৪, অ-২ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: আইসোটোপের প্রোটন সংখ্যা সমান থাকে , ভর সংখ্যা ভিন্ন থাকে , একই মৌলের পরমাণু হওয়ায় রসায়নিক ধর্মে তেমন পার্থক্য দেখা যায় না ।
45. নিচের কোন সেটটি সম্ভব ?
Edit
Topic: ২.৪ , সমাধানকৃত সমস্যা -২.১৭ , অ-২ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: m এর মান -l to 0 to l
l এর মান 0 to (n-1)
s এর মান ½ , -1/2
একই পরমাণুর ১ টি electron এর দুটি কোয়ান্টাম সংখ্যার মান কখন সমান হতে পারে না ।
46. গামা রশ্মি এক প্রকার-
Edit
Topic: 2.5, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
47. নিচের কোনটি NMR সক্রিয়?
Edit
Topic: 2.10, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: NMR পরমাণুর নিউক্লিয়াসের বিজোড় সংখ্যক প্রোটনের বা নিউট্রনের চুম্বকীয় অনুরণন বা ম্যাগনেটিক রেজোন্যান্সের উপর ভিত্তি করে MRI পদ্ধতি প্রতিষ্ঠিত। বিজোড় সংখ্যক প্রোটনের বা নিউট্রনযুক্ত NMR পরমাণু হলোঃ 1H , 13C , 19F
48. নিচের কোনটি অধঃক্ষেপনের শর্ত?
Edit
Topic: 2.12, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
49. K2H2Sb2O7 দ্রবণ ব্যবহার করে যে ক্যাটায়ন শনাক্তকরণ করা হয় সেটি শিখা পরীক্ষায় কি বর্ণ দেখায়?
Edit
Topic: অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
50. বিশুদ্ধ NaCl এর কেলাসন প্রক্রিয়ায় নিচের কোনটি ব্যবহার করা হয়?
Edit
Topic: অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: ভেজালযুক্ত খাদ্য লবণের উত্তপ্ত সম্পৃক্ত দ্রবনে NaCl সম্পুর্নরূপে আয়নিত অবস্থায় থাকে। একে শীতল করা হলে NaCl এর দ্রাব্যতা কমতে থাকে। এ অবস্থায় যখন HCl যুক্ত করা হয় তখন দ্রবণে HCl সম্পুর্ন রূপে আয়নিত হয়ে Cl- এর ঘনমাত্রা বৃদ্ধি পায়। এর প্রভাবে NaCl এর আয়নিক গুনফল এর দ্রাব্যতা গুনফলের চেয়ে বেড়ে যায় ফলে NaCl দ্রুত কেলাসিত হয়।
51. বায়ুমন্ডলের সর্বনিম্ন তাপমাত্রা নিচের কোনটি?
Edit
Topic: 1.1, সারণী-1.1, অ-১, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination:
52. একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ অর্ধেক হ্রাস ও তাপমাত্রা দ্বিগুণ করা হলে আয়তন হবে-
Edit
Topic: 1.3.5, অ-১, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination: PV/T=constant ; (P/2 xV2)/2T=(PV1)/T
Or, V2=4V1
53. নিচের কোনটি অ্যামনটনের সুত্র?
Edit
Topic: গে-লুসাকের চাপের সুত্র , অ-১, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination: অ্যামনটনের সুত্র বা, গে-লুসাকের চাপের সুত্র P/T = K।
54. LPG গ্যাস সিলিন্ডারে লিকেজ হলে কিসের গন্ধ পাওয়া যায়?
Edit
Topic: 1.8, অ-১, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination: LPG গ্যাস গন্ধহীন তাই সিলিন্ডার গ্যাসপূর্ণ করার সময় এতে কিছু পরিমাণ তীব্র দূর্গন্ধযুক্ত মারক্যাপটন যৌগ থায়োমিথানল (CH3SH) বা থায়োইথানল (C2H5SH) যোগ করা হয় যাতে লিকেজ হলে গন্ধ থেকে বোঝা যায়।
55. নিচের কোনটি সেকেন্ডারি বায়ুদুষক ?
Edit
Topic: 1.10, অ-১, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination:
56. নিচের কোনটি শ্বাসনালীতে প্রদাহ, হাপানি ও ব্রঙ্কাইটিস রোগ সৃষ্টি করতে পারে?
Edit
Topic: 1.10, অ-১, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination:
57. নির্দিষ্ট ওজনের একটি আদর্শ গ্যাসের ভারসাম্য নিচের কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে?
Edit
Topic: 1.5, অ-১, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination: আদর্শ গ্যাসের অণুগুলোর অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভরশীল। অতএব গ্যাসের ভারসাম্যও তাপমাত্রার উপর নির্ভর করে।
58. হ্যালোন বা BCF ব্যবহৃত হয়-
Edit
Topic: 1.12, অ-১, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination:
59. পানির খরতার জন্য দায়ী নয়?
Edit
Topic: Ca2+, Mg2+, Fe2+ পানির খরতার জন্য দায়ী।
Explaination:
60. নিচের কোনটি গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী নয়?
Edit
Topic: 1.11, অ-১, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination:
61. সিরামিক সামগ্রীতে লেড অক্সাইড কি হিসেবে ব্যবহৃত হয়?
Edit
Topic: 5.5.3, অ-৫, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination: সিরামিক সামগ্রির মসৃণতা ও উজ্জ্বলতা বৃদ্ধির জন্য গ্লেজিং করা হয়। গ্লেজিং করার জন্য সাধারন গ্লেজিং মিশ্রণ হলো সিলিকা , অ্যালুমিনা, লেড অক্সাইড ও যেকোনো একটি গ্রুপ-২ এর ধাতব অক্সাইড।
62. কোন শিল্পে অ্যানিলিং একটি গুরুত্বপুর্ণ ধাপ?
Edit
Topic: অ-৫, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination: কাচের ভঙ্গুরতা দূর করতে উত্তপ্ত কাচসামগ্রীকে কোমালায়ন তাপমাত্রা বা কাচের প্রাথমিক গলনাংকের চেয়ে একটু বেশি এবং এর সংকট তাপমাত্রার কাছাকাছি ধীরে ধীরে শীতল করতে হয়। এই প্রক্রিয়াকে প্রস্তুত কাচসামগ্রীর পান দেয়া বা অ্যানিলিং বলে।
63. কাগজের মন্ড প্রস্তুতির জন্য কোনটি কুকিং লিকার হিসেবে ব্যবহৃত হয়?
Edit
Topic: 5.5.4, অ-৫, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination: কাগজের মন্ড বা পাল্প পেপার প্রস্তুতির জন্য 27.1% Na2S + 58.6% NaOH + 14.3% Na2CO3 কুকিং লিকার হিসেবে ব্যবহৃত হয়।
64. চামড়ার পিকলিং এ শতকরা কত ভাগ H2SO4 ব্যবহৃত হয়?
Edit
Topic: 5.6, অ-৫, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination: চামড়াকে খনিজ টেনিং করার আগে লবণ ও 1.5% H2SO4 এর মিশ্রিত জলীয় দ্রবণে ডুবানো হয়। এ প্রক্রিয়াকে পিকলিং বলে।
65. Nano কণার আকার-
Edit
Topic: 5.14, অ-৫, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination:
66. কস্টিক সোডা ও ইথানোয়িক এসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় সোডিয়াম অ্যাসিটেট। উক্ত বিকারক দুটির টাইট্রেশনে নিচের কোনটি উপযুক্ত নির্দেশক?
Edit
Topic: 3.8, অ-৩, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination: দুর্বল এসিড ও সবল ক্ষারের টাইট্রেশনে ফেনফথ্যালিন ও থাইমল ব্লু (ক্ষার) নির্দেশক ব্যবহৃত হয়।
67. নিচের কোনটি UV-Vis স্পেকট্রোস্কোপের ব্যবহার নয়?
Edit
Topic: 3.17, অ-৩, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination:
68. নিচের কোনটি ক্রোমোফোর নয়?
Edit
Topic: 3.17, অ-৩, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination: নাইট্রো মূলক, অ্যাজো মূলক, নাইট্রোসো মূলক হলো ক্রোমোফোর।
69. তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ কোনটি?
Edit
Topic: 4.3, অ-৪, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination:
70. বিদ্যুৎ পরিমাপের একক কোনটি?
Edit
Topic: 4.3.1, অ-৪, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination: বিদ্যুৎ পরিমাপের একক কুলম্ব আর তড়িৎ পরিমাপের একক অ্যাম্পিয়ার।
71. 0.05M H2SO4 দ্রবণের pH কত?
Edit
Topic:
Explaination: H2SO4 =2H+ + SO42-
pH = - log ( 2 x 0.05 ) = 1
72. প্রতি লিটার দ্রবণে এক গ্রাম তুল্য ভর দ্রব দ্রবীভূত থাকলে –
Edit
Topic: 3.5, জেনে নাও, অ-৩, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination: যে সকল দ্রবণের ঘনমাত্রা সঠিক ও নির্ভুলভাবে জানা যায় তাকে প্রমাণ দ্রবণ বলে।
73. নিচের কোন যৌগের কেন্দ্রীয় পরমাণুর O.N শূন্য?
Edit
Topic: 3.9.1, অ-৩, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination: ধরি, CH2Cl2 এর কেন্দ্রীয় পরমাণু C এর O.N হলো ‘y’ । SO, y + (1x2) + (-1x2) = 0
or, y = 0
SO,CH2Cl2 এর কেন্দ্রীয় পরমাণু C এর O.N হলো 0 ( শূন্য )
74. নিচের কোনটি ‘gaseous oxidizing agent’ নয়?
Edit
Topic: 3.9, অ-3, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination: it is gaseous reducing agent
75. টাইট্রেশনের কাজে ব্যবহৃত কাচ যন্ত্র নয়–-
Edit
Topic: 3.13, অ-3, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination:
76. নিচের কোনটি সত্য?
Edit
Topic: ৪.৪.১, অ-৪, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination: ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে ফ্যারাডের সুত্র প্রযোজ্য নয় কারণ এক্ষেত্রে জারণ বিজারন ঘটে না।
++ ফ্যারাডের সুত্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের এবং গলিত তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য।
++ ফ্যারাডের সুত্রে দ্রবণের ঘনমাত্রা ও চাপের প্রভাব নেই তবে তাপের প্রভাব রয়েছে।
77. তড়িৎ কোষের anode এ কি ঘটে
Edit
Topic: ৫.৭ , অ-৪ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination:
78. কোন মৌল সক্রিয়তা সিরিজে উপরে অবস্থান করে ?
Edit
Topic: সারনি ৪.৪ , অ-৪ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination:
79. শুষ্ক কোষের anode কোনটি ?
Edit
Topic: ৪.১৪ , শুষ্ক কোষ , অ-৪ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination:
80. H2 ফুয়েল সেলে anode & cathode রুপে কাকে ব্যাবহার করা হয় ?
Edit
Topic: ৪.১৭.১ , অ-৪ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination:
81. সেমিকন্ডাকটররূপে কোন মৌলটি ব্যাবহার করা হয় ?
Edit
Topic: 4.1 , অ-৪ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার।
Explaination:
82. আপেক্ষিক পরিবাহিতার সুত্র কোনটি ?
Edit
Topic: .৪.২.১ , অ-৪ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: আপেক্ষিক রোধ p হলে আপেক্ষিক পরিবাহিতা k তার উল্টো রাশি ।
83. জৈব অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় সৃষ্ট যৌগে কোন কার্যকরী মূলক থাকে ?
Edit
Topic: ২.১১.৮ , অ-২ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: জৈব অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার তৈরি হয় , আর এস্টার মূলক হল--CO-OR ।
84. জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে IR বর্ণালিতে তরঙ্গ সংখ্যা কত হয়ে থাকে ?
Edit
Topic: ২.১৩ , অ-২ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination:
85. কোনটি পলিঅ্যামাইড ?
Edit
Topic: ২.১৮ , খ.ঘনীভবন পলিমার , অ-২ , রসায়ন ২য় পত্র , কবির স্যার ।
Explaination:
86. ফেড্রিক উহলার ইউরিয়া প্রস্তুতির সময় নিচের কোন যৌগটি ব্যবহার করেন?
Edit
Topic: ২.০.১, অ-২, রসায়ন ২য় পত্র, হাজারি স্যার।
Explaination: ফেড্রিক উহলার ১৮২২ সালে পরীক্ষাগারে অজৈব অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl ও লেড সায়ানেট Pb(CNO)2 দ্রবনের বিক্রিয়ায় উৎপন্ন অ্যামোনিয়াম সায়ানেট NH4CNO দ্রবণকে উত্তাপে বাস্পীভুত করে কঠিন অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করতে গিয়ে আকস্মিকভাবে ইউরিয়া (NH2)2CO তৈরি করে ফেলেন।
87. নিচের কোনটি বিসমচাক্রিক অ্যারোমেটিক যৌগ?
Edit
Topic: ২.১, অ-২, রসায়ন ২য় পত্র, হাজারি স্যার।
Explaination: *ইপক্সি ইথেন—হেটারো অ্যালিসাইক্লিক
*বেনজিন—অ্যারোমেটিক যৌগ
*সাইক্লো প্রোপেন—সাইক্লিক
*পিরিডিন—বিষমচাক্রিক
88. নিচের কোনটি সঠিক?
Edit
Topic: পৃঃ১৭০,১৭৫,১৬৬,২৮৯, অ-২, রসায়ন ২য় পত্র, হাজারি স্যার
Explaination:
89. ইথার সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়?
Edit
Topic: পৃঃ ২৭৮, ইথার, অ-২, রসায়ন ২য় পত্র, হাজারি স্যার।
Explaination: R-O-R +PCl5= R-Cl + POCl3
R-OH + PCl5 = R-Cl + POCl3 + HCl↑
নির্গত HCl গ্যাস NH3 সিক্ত কাচদন্ডের সংস্পর্শে সাদা ঘন ধোঁয়া তৈরি করে। এটা ether & alcohol এর পার্থকীকরণ বিক্রিয়া।
90. নিচের কোনটি ইলেক্ট্রফাইল?
Edit
Topic:
Explaination: NH3 , H2O তে lone pair electron রয়েছে তাই এদের electron এর প্রতি আকর্ষণ নেই অর্থাৎ এরা nucleophile। AlCl3 এর অনুতে ৩ জোড়া বন্ধন ইলেকট্রন যুগল থাকায় এতে অষ্টক অসম্পূর্ণ থাকে অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি থাকে তাই এটি electrophile।
91. পাওয়ার অ্যালকোহল কোনটি?
Edit
Topic: পৃ:273, alcohol, জেনে নাও, অ-২, রসায়ন ২য় পত্র, হাজারি স্যার।
Explaination: বিশুদ্ধ ইথানলের সাথে বেঞ্জিন এবং পেট্রল মিশিয়ে মোটরগাড়ির বিকল্প জ্বালানিরুপে ব্যবহার করা হয়। এরূপ ইথানলের মিশ্রনকে পাওয়ার অ্যালকোহল বলে।
92. নিচের কোনটি গতিশীল কার্যকরী মূলক সমানুতা প্রদর্শন করে না?
Edit
Topic: ২.৬, অ-২, রসায়ন ২য় পত্র, হাজারি স্যার।
Explaination: টটোমারিজম ( গতিশীল কার্যকরী মূলক সমাণুতা ) দেখায় সেসব যৌগ যাদের কার্বনিল মূলকের সাথে সম্পৃক্ত C-পরমাণুতে কমপক্ষে ১টি α-H থাকে। benzaldehyde এ কোনো α-H নেই।
93. বেনজিন বলয় সক্রিয়কারী মূলক কোনটি?
Edit
Topic: 2.10.5, অ-২, রসায়ন ২য় পত্র, হাজারি স্যার।
Explaination: একক বন্ধন যুক্ত হলে অর্থো-প্যারা নির্দেশক বা সক্রিয়কারী মুলক। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত হলে মেটা নির্দেশক বা নিস্ক্রিয়কারী মুলক।
94. নিচের কোনটি ডেটলের উপাদান নয়?
Edit
Topic: 2.15.2, অ-২, রসায়ন ২য় পত্র, হাজারি স্যার।
Explaination:
95. ক্যানিজারো বিক্রিয়ার ক্ষেত্রে ভুল-
Edit
Topic: পৃ:229, জেনে নাও অ-২, রসায়ন ২য় পত্র, হাজারি স্যার।
Explaination:
96. sunscreen lotion তৈরিতে কোন ন্যানো কণা ব্যাবহার করা হয় ?
Edit
Topic: ৫.১৬ , অ-৫ , রসায়ন ২য় পত্র , কবির স্যার ।
Explaination: সূর্যের রশ্মিতে বিদ্যমান uv রশ্মি শোষণ করার জন্য sunscreen lotion তৈরিতে ZnO এর ন্যানো কণা ব্যাবহার করা হয় , ZnO এর ন্যানো কণা আলোকসহ ও uv ray শোষণে অধিক কার্যকর
97. ব্ল্যাক লিকার এর বর্ণ কি ?
Edit
Topic: .৫.৫.৪ , অ-৫ , রসায়ন ২য় পত্র , কবির স্যার
Explaination: ব্ল্যাক লিকার এর রঙ বাদামী ।
98. বাতির শেড তৈরিতে কোন কাঁচ ব্যাবহার করা হয়?
Edit
Topic: 5.5.2 , জেনে নাও , অ-৫ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination:
99. নিচের কোনটি ভুল নয় ?
Edit
Topic: 5.১৪ , অ-৫ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: nanolayer-1D
nanotube-2D
nanoparticle-3D
TRICK: LTP-123
100. কোথায় প্রোটিনের সেকেন্ডারি গঠন দেখা যায় না?
Edit
Topic: ২.২০.২ , অ-২ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার।
Explaination: Hb এ টারসিয়ারি গঠন দেখা যায়