Exam

Question View - Eleventh Hour || E19D19 || 13.01.24
1. Choose the correct expression from the following? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটিতে Interrogative Sentence এর গঠন সম্পর্কে বেসিক নলেজ টেস্ট করা হবে। • Interrogative sentence এর গঠন: WH words + auxiliary verb + subject + মূল verb+ extension . Option (b) ছাড়া বাকি সব option (a), (c) এবং (d) প্রশ্নবোধক বাক্যের গঠন রীতি অনুসরণ করেনি তাই এরা গঠন অনুসারে ভুল। সুতরাং সঠিক উত্তর হবে Option (b)
2. Select the correct in the following sentence “I will have studied every tense by the time I finish the course”. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটিতে Tense সম্পর্কে সঠিক বেসিক ধারণা আছে কিনা সেটি জানতে চাওয়া হয়েছে।বাক্যটি Future perfect tense-এর একটি বাক্য। Future Perfect Tense এর পরিচয়: ভবিষ্যত কালে সংঘটিত হবে এমন দুটি কাজের মধ্যে প্রথম কাজটি future perfect tense এবং পরের কাজটি future বা present indefinite tense হয়। Future Perfect Tense এর Structure হচ্ছে- Subject + shall have/ will have + verb + object/ extension | • ভবিষৎ সময় বুঝাতে By + future time যেমন- by that time, by then, by the end of + future time ইত্যাদির ক্ষেত্রে future perfect tense হয়। • Clause টির প্রথম অংশ I will have studied every tense একটি principal clause যা গঠন অনুসারে future perfect tense এ আছে এবং I finish the course অংশটি present indefinite tense। যেহেতু principal clause টি future perfect তাই সঠিক উত্তর হবে (a)।
3. “He took advantage ___ my absence to steal my book” fill up the gap above with the appropriate preposition below- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: ‘Advantage of' অর্থ সুযোগ। • 'Take advantage of phrase টির অর্থ: কোনোকিছুর সুযোগ নেওয়া/গ্রহণ করা অর্থাৎ এখানে কারো অনুপস্থিতিতে চুরির সুযোগ নেওয়া বুঝাতে advantage এর সাথে appropriate preposition হিসেবে of হয়েছে। অতএব Option (d) of ই হচ্ছে প্রশ্নটির সঠিক উত্তর। বাক্যটি পূর্ণ করলে দাঁড়ায়: He took advantage of my absence to steal my book. (অর্থ: আমার অনুপস্থিতিতে সে আমার বই চুরি করার সুযোগ নিয়েছিল।)
4. “I wish we did not have to use ___ car for the trip to your reunion” Fill up the gap in the above sentence with the correct pronoun? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটি উত্তর করতে হলে Pronoun সম্পর্কে Details Knowledge থাকতে হবে। Grammatical Rules অনুসারে - noun এর পূর্বে শূন্যস্থান থাকলে সেখানে সাধারণত possesive pronoun (prossessive adjective) বসে। Options গুলোতে- (a) ourselves হচ্ছে Reflexive Pronoun (b) our হচ্ছে Possessive adjective (c) us হচ্ছে Objective pronoun (d) we হচ্ছে subjective pronoun প্রশ্নোক্ত Option গুলোর মধ্যে শুধু Option (b) our হচ্ছে possesive pronoun (possessive adjective). আর প্রশ্নোক্ত বাক্যটিতে 'we' subject হিসেবে থাকায় 'car' (noun) টির পূর্বে 'we' এর possesive pronoun 'our' বসবে। অতএব Option (b) our হচ্ছে প্রশ্নটির সঠিক উত্তর। Extra Info : Possesive Pronoun Vs Possesive Adjective Possesive pronoun (my, our, your, his, her, their ইত্যাদি) যখন কোনো noun এর পূর্বে বসে adjective এর মত কাজ করে তখন তাকে Possesive adjective বলে। যেমন: This is my pen, এই বাক্যে my শব্দটি Possesive pronoun. কারণ এই বাক্যে my শব্দটি 'pen' noun টির আগে বসে adjective এর মত কাজ করেছে।
5. Choose the sentence that contains the correct appropriate preposition- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটিতে Appropriate Preposition এর Basic Knowledge যাচাই করা হবে। আসো আমরা এখন Options গুলো Analysis করি এবং সঠিক উত্তর জেনে নিই- • option (a) তে conjenial এর সাথে 'to' appropriate preposition হিসেবে ব্যবহৃত হয়। যার অর্থ- congenial to- উপযোগী/অনুকূল। এবং এই preposition এর object (my health) এর সাথে অর্থগত ও গঠন অনুসারে সামঞ্জস্যপূর্ণ। • option (b) তে condole এর সাথে to না হয়ে with হবে। যেমন- condole with- অপরের শোকে শোকপ্রকাশ করা। • option (c) তে conform এর সাথে to না হয়ে with হবে, যেমন- conform with- (কোনো বিষয়ে কারো সাথে) একমত হওয়া। • option (d) তে confess এর সাথে of না হয়ে to হলে সঠিক হতো। যেমন- confess to-স্বীকার করা। সুতরাং option (a) সঠিক উত্তর।
6. Choose the correct form of sentence from the following- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটিতে মূলত Adverb এর সঠিক ব্যবহার সম্পর্কে নলেজ যাচাই করা হবে। • Bad (adj.) বাজে/বিশ্রী; • Badly (adv.) বাজেভাবে/বিশ্রীভাবে। আমরা জানি, Linking verb এর পরে সাধারণত adjective বসে। Option (a) এর smell ও (c) এর feel শব্দ দুটি linking verb হওয়ায় এদের পর badly (adv.) না হয়ে bad (adj.) হলে বাক্যটি সঠিক হতো। আর Option (b) তে ব্যবহৃত 'played' শব্দটি linking verb নয়, তাই এরপর adverb বসবে অর্থাৎ bad না হয়ে badly হলে বাক্যটি সঠিক হতো। সুতরাং সঠিক উত্তর হবে option (d) The medicine does not taste too bad Extra Info : Linking verb: • Appear, become, fall, feel, • Get, go, grow, keep, • Look, prove, remain, run, • Seem, smell, sound, taste and turn. উল্লেখ্য-সকল 'Be' verb Linking verb হিসেবে ব্যবহৃত হয়। Linking verb এর পরে সাধারণত adjective বসে।
7. Select the sentence with a suffix that is an adverb? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Adjective এর সাথে ly যুক্ত হয়ে adverb হয়। আলোচ্য প্রশ্নের Option (a), তে ব্যবহৃত fluently শব্দটি একটি adverb. অর্থাৎ Fluent (adj) + ly = Fluently (adv.)। তাই সঠিক উত্তর হবে- (c) He spoke English fluently. Extra Info : Deep Basic: শব্দের সাথে Suffix হিসেবে –ly যুক্ত থাকলে সেটি Adjective কিংবা Adverb হতে পারে।যেমন কখন Adjective আর কখন Adverb হবে?  Noun+ly= Adjective.যেমনঃ Friendly, Homely, Fatherly, Motherly, Lonely. এখানে, Friendly= Friend+ly.এখানে Friend হলো Noun. এর সাথে –ly যুক্ত হয়ে Friendly শব্দটি গঠিত হয়েছে যা একটি Adjective  Adjective+ly= Adverb. যেমনঃweakly, absoluately, softly এখানে, Soft+-ly=Softly. এখানে,Soft(নরম) কোনো বস্তুর অবস্থা প্রকাশ করছে। তাই এটি হলো Adjective. আর Adjective এর সাথে –ly যুক্ত হয়ে Softly শব্দটি Adverb হয়েছে।
8. Choose the correct synonym for the word cheerful? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নোক্ত Cheerful শব্দটির অর্থ: প্রফুল্ল/ উচ্ছ্বসিত। আর Option (b) buoyant অর্থও প্রফুল্ল / উচ্ছ্বসিত / প্রাণোচ্ছল। আর প্রশ্নে যেহেতু Cheerful শব্দটির সঠিক synonym (সমার্থক) বাছাই করতে বলা হয়েছে। তাই সঠিক উত্তর হচ্ছে Option (c) buoyant চলো আমরা বাকি Options গুলোর অর্থ জেনে নিই- Options অর্থ (a) dull নিরস (c) miserable শোচনীয় d) apathetic উদাসীন
9. Which of the following is a correct example of demonstrative pronoun? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটি উত্তর করতে হলে Types of Pronoun এবং Demonstrative Pronoun Vs Demonstrative Adjective নিয়ে Proper Basic থাকতে হবে। • Demonstrative pronoun (নির্দেশক সর্বনাম): যে Pronoun (সর্বনাম) কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে Demonstrative pronoun বলে। অন্য কথায়- ব্যক্তি বা বস্তুকে যদি এটি, ওটি, এগুলি, ঐগুলি ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয় তাকে Demonstrative pronoun বলে। যেমন- This, that, this, those, it, such ইত্যাদি। প্রশ্নোক্ত Option গুলোর মধ্যে (a) ই হচ্ছে Demonstrative pronoun এর সঠিক উদাহরণ। কারণ Option (a) এর this বাক্যে subject হিসেবে বসে 'my coat' কে নির্দেশ করেছে। তাহলে Demonstrative Adjective কী?? Demonstrative pronoun যখন This/that/these/those + noun এভাবে ব্যবহৃত হয় তখন তাদেরকে Demonstrative Adjective বলে। তাই গঠন অনুসারে Option (b), (c) ও (d) এর that crazy driver, These shirts ও This dress হচ্ছে Demonstrative adjective। সুতরাং সঠিক উত্তর option (c) • Demonstrative Pronoun Vs Demonstrative Adjective : Demonstrative pronoun কোনো noun (বিশেষ্য) কে modify (বিশেষায়িত) করে না। আর Demonstrative adjective অবশ্যই কোনো noun কে modify করে। যেমন: This is my shirt. This shirt is mne. এখানে প্রথম বাক্যটি হচ্ছে Demonstrative pronoun. কারণ প্রথম বাক্যে This শব্দটি কোনো noun কে modify করেনি। পক্ষান্তরে দ্বিতীয় বাক্যটি হচ্ছে Demonstrative adjective. কারণ দ্বিতীয় বাক্যে This শব্দটি 'pen' noun কে modify করেছে। Extra Info : Types of Pronoun গঠন গত দিক থেকে Pronoun আট প্রকার - (a) Personal - I, thou, you, he, she,, they, etc. (b) Reflexive - Myself, thyself, himself, ourself, yourself, themself, etc. (c) Demonstrative - This, that, this, those, such, so, etc. (d) Interrogative - Who, which, what, why, when, etc. (e) Relative - Who, which, what, as, whoever, whatever, whichever, etc. (f) Distributive - Each, either, neither, every, etc. (g) Indefinite - One, any, some, many, much, few, little, bit, etc. (h) Reciprocal - Each other, one another.
10. Choose the sentence which has the adverb in correct place? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটি উত্তর করতে হলে বাক্যে Adverb এর অবস্থান সম্পর্কে জানতে হবে।  Position of Adverb in a sentence (বাক্যে Adverb এর অবস্থান) • Adverb সাধারণত বাক্যের শুরুতে, মাঝে ও শেষে বসে verb, adjective, adverb এমনকি সম্পূর্ণ বাক্যটিকে modify করে। • Subject এবং main verb এর মাঝে adverb বসে। • Auxiliary verb ও main verb এর মাঝে adverb বসে। এখান থেকে বোঝা যায় যে একমাত্র option : (d) The girl speaks English fluently ছাড়া কোথাও Adverb সঠিক অবস্থানে নেই। এজন্য উত্তর হবেঃ (d) The girl speaks English fluently  Adverb এর সঠিক অবস্থান অনুসারে বাকি অপশনগুলোর সঠিক উত্তর হবে – Option: a – He rarely walks his dog. Option: b – Last week we were in London Option: c – My father always goes fishing.
11. Identify the correct sentence - Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: দুঃখকষ্টে ভেঙে পড়া বোঝাতে burst into হয়। • হাসিতে ফেটে পড়া বুঝাতে burst out হয়। The girl burst into tears এর অর্থঃ মেয়েটি কান্নায় ভেঙ্গে পড়লো। তাহলে উত্তর হবে- b) The girl burst into tears.
12. The phrase 'dog days' means- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: 'Dog days' idiom-টির অর্থ বছরের উষ্ণতম সময়, যার সমার্থক অপশন (a) hot weather. Extra Info: Dog days এর একটি synonymous phrase হলো – Canicular days.
13. Words inscribed on a tomb is an- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Epitaph এর অর্থঃ সমাধিস্তম্ভ লিপি। Words inscribed(অন্তলিখিত) on a tomb is an epitaph। অর্থাৎ কোনো লিখা যদি খোদাই করা থাকে পাথরে কিংবা কোথাও তাহলে এটাকে epitaph বা সমাধিস্তম্ভ লিপি বলে। তাহলে উত্তর হবে- d)epitaph
14. What is the antonym for the word 'deformation"? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: চলো আমরা Deformation শব্দটি Break করি এবং অর্থ বের করি- • De=down from, off, away from (স্বাভাবিক জিনিস হতে বিচু্যত) • Form=physical form/appearance ( গঠন /আকৃতি ) • -tion/-ion = Process তাহলে সবমিলিয়ে Deformation এর অর্থ দাঁড়ায় কোনো কিছুর আকার বিকৃতকরণ। অন্যদিকে option c)Wholeness এর অর্থ সামগ্রিকতা বা পূর্ণাঙ্গতা । তাহলে Deformation এর antonym/বিপরীত শব্দ হচ্ছে - c)wholeness
15. Fill in the blank with appropriate preposition: Do you have any money_____you? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: অর্থ/সম্পদ কারো দ্বারা বহন করা কিংবা কারো মালিকানায় থাকা বোঝালে noun/pronoun-এর পূর্বে on বসে। যেমন: Have you got any money on you? Extra Info: • কাউকে অর্থ-সম্পদ প্রদান করা বুঝালে noun/pronoun-এর পূর্বে to বসে। যেমন: We will refund your money to you in full if you are not entirely satisfied
16. What is the noun form of the word 'laugh'? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এ প্রশ্নটি আমরা সহজেই একটি ট্রিকসের মাধ্যমে সমাধান করতে পারি। সেটি হলো Suffix, Prefix Concept. Suffix হলো এমন কিছু শব্দগুচ্ছ যার নিজস্ব কোনো মানে নেই। কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ প্রদান করতে পারে। যেমনঃ Live(Verb) এর অর্থঃ বাস করা। এর সাথে suffix হিসেবে যোগ করলে নতুন একটি শব্দ সৃষ্টি হয় সেটি হচ্ছে Livelihood(Noun)। এর মানে জীবিকা। খেয়াল করেছো যে, আমরা সহজেই Verb কে Noun এ রূপান্তর করে ফেললাম। চলো কিছু Suffix শিখে নিই যেগুলো শব্দের শেষে থাকলে শব্দটি নিজে এককভাবে Noun হিসেবে গণ্য হবে- -hood, -dom, -ment, -ness, -my, -age, -ee, -ure, -tude, -cy, -ny, -tur,-ar,-er,-phy,-ling/-ing, -ty, -gy, -ism,-ry,-mony, -ock, -let, -kin,-ship, -red, -ant,-ice,-sy,-th, -phobia. c)laughter শব্দের শেষে –er আছে যা suffix হিসেবে যুক্ত আছে। এজন্য উত্তর হবে - c)laughter Extra Info: Laugh শব্দটি verb, যার অর্থ হাসা। Laugh-এর adjective, adverb যথাক্রমে laughable/laughing, laughingly .
17. Choose the right form of verb: It is high time we (act) on the matter. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: It is high time, it is time, wish, fancy, as though, as if ইত্যাদির পরের clause-এর subject-এর পরে verb-এর past form বসে। Extra Info:  It is time/It is high time + subj.+ verb এর Past form  It was time/ It was high time+ subj. + verb এর Past Perfect Form Example : • It is high time we ____________(go/went/had gone) there. • It was high time we_______(gone/had gone) there.
18. Identify the word which is spelt incorrectly - Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Ocassion-এর শুদ্ধরূপ occasion, যার অর্থ উপলক্ষ্য। (occasion: খেয়াল রাখবে দুইটা c ; আরেকটি s )
19. Fill in the blank: 'She went to New Market_______. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: কোথাও হেঁটে যাওয়া বোঝাতে on foot ব্যবহৃত হয়। Extra Info: On feet, by foot, by walking এগুলোর কোনোটিই শুদ্ধ নয়। এগুলো বহুল ব্যবহৃত ভুল।
20. A speech full of too many words is - Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: অতিরিক্ত বা অনেক বেশি (বেদরকারি বা প্রয়োজনের তুলনায় বেশি) শব্দের বক্তব্যকে 'verbose speech' বলে। এজন্য উত্তর হবে - c)a verbose speech Extra Info: চলো আমরা বাকি অপশনগুলোর অর্থ জেনে নিই- • A big speech-এর কোনো ব্যবহার হয় না। • Maiden speech হলো জীবনের প্রথম বক্তৃতা। • An unimportant speech হলো গুরুত্বহীন বক্তৃতা।
21. What is the correct indirect form of: He said, "You had better see a doctor". Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটি উত্তর করতে হলে Narration Topic এর Direct Speech to Indirect Speech এর Conversion নিয়ে বেসিক নলেজ থাকতে হবে। You had better see a doctor' উপদেশমূলক বাক্য হওয়ায় reporting verb said-এর পরিবর্তে advised বসবে এবং inverted comma উঠে গিয়ে to + v₁+ বাকি অংশ বসবে। তাহলে উত্তর হবে - a) He advised him to see a doctor
22. Identify the word that remains same in plural form: Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: “Number” টপিকটি থেকে বেসিক প্রশ্ন করা হয়েছে। • Deer(হরিণ) শব্দটির Singular এবং Plural Form একই। এজন্য উত্তর হবে - a)deer চলো জেনে নিই আরও কিছু শব্দ যাদের Singular এবং Plural Form একই- Sheep, Deer, Swine , Pice , Cannon, Canon , Dozen, Public, Score , Furniture , Hundred , Thousand , Corps , Species , Salmon
23. যদি ICE: COLDNESS হয়, তবে EARTH:? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটি Analogy অংশ থেকে করা হয়েছে। চলো আমরা এটির ব্যাখা জেনে নিই- Ice-এর বৈশিষ্ট্য যেমন coldness, তেমনি earth-এর বৈশিষ্ট্য gravity (মাধ্যাকর্ষণ শক্তি)। এজন্য উত্তর হবে- d)gravity Extra Info: চলো আমরা বাকি অপশনগুলোর অর্থ জেনে নিই- Options Meaning a) weigh - ওজন b) jungle - জঙ্গল c)sea - সমুদ্র
24. Which word is correct? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Proceeds (বিক্রয়লব্ধ অর্থ বা আয়) একটি plural countable noun। অপশনে উল্লিখিত অন্যান্য শব্দ (furniture, information, scenery) non count noun। তাই এদের সাথে s/es যোগ করা যায় না। তাই এসব অপশনগুলো ভুল Extra Info: কিছু Noun, plural হিসেব ব্যবহৃত হয় না, সর্বদা Singular হিসেব ব্যবহৃত হয়। যেমনঃ Advice, alphabet, abuse , bread, furniture, issue , information, knowledge, , luggage, machinery, money, news, progress, poetry, luggage , work
25. Fill in the gap with the correct form of verb : The police ____ informed yesterday. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: বাক্যে Collective noun এরপর Tense অনুযায়ী Verb এর Plural রূপ বসে। এখানে The police হলো Collective noun.The Police বলতে এখানে আসলে পুলিশ বাহিনীকে বুঝানো হয়েছে। আর Yesterday থাকায় Verb এর Past Form হবে। তাই সঠিক উত্তর হবে- 'were' বসবে।
26. 'অনুকম্পা' শব্দের ইংরেজি কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Clemency – অনুকম্পা/ক্ষমাশীলতা/মৃদুতা। এজন্য উত্তর হবে- a)Clemency চলো আমরা বাকি অপশনগুলোর অর্থ জেনে নিই- Options অর্থ b)Enthral বিমুগ্ধ করা c) erudition- বিদ্যা / পান্ডিত্য d)fathom গভীরতা মাপা
27. 'Notification'- এর বাংলা পরিভাষা কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Notification-এর বাংলা পরিভাষা 'প্রজ্ঞাপন'। তাই উত্তর হবে - d)প্রজ্ঞাপন চলো আমরা এখন বাকি অপশনগুলোর ইংরেজি পরিভাষা শিখে নিই- বাংলা পরিভাষা ইংরেজি পরিভাষা 'বিজ্ঞাপন' Advertisement 'বিজ্ঞপ্তি' Notice ‘বিজ্ঞপ্তি ফলক’ Notice board
28. What is the function of a topic sentence? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Paragraph এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো Topic Sentence . Topic Sentence হলো পুরো Paragraph এর Controlling Sentence যা পুরো Paragraph সম্পর্কে সম্যক ধারণা দেয় বা সম্পূর্ণ বিষয়বস্তুকে বিশ্লেষণ করে।এজন্য উত্তর হবে- c)to analyse the topic
29. Complete the sentence: If I were you, I_____take the money. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: বর্তমানকালের অসম্ভব কল্পনায় If + subject + verb-এর past form হলে subject-এর পরে would+ v₁ বসবে।এজন্য এখানে উত্তর হয়েছে- c)would
30. Go and catch the falling star. Here the 'falling' is Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এ বাক্যে falling একটি adjective কারণ তা star-এর অবস্থা বোঝাচ্ছে। যেহুতু falling , star এর আগে বসে star কে Modify করছে এজন্য এটি হলো Adjective.
31. She insisted on_____leaving the house. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: _Insist on-এর পরে somebody doing something বোঝাতে শূন্যস্থানে pronoun-এর possessive form বসবে। Logic _ কারণ শূন্যস্থানের পরে leaving the home একটি noun phrase। আমরা জানি, noun-এর পূর্বে adjective বসে বা বসতে পারে কিংবা pronoun-এর possessive form বসে। কারণ এটি adjective-এর মতো function করে। Final Analysis_ সুতরাং অপশন (ঘ) his-ই সঠিক উত্তর।
32. The phrase 'Achilles' heel' means- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এই প্রশ্নটি উত্তর করতে হলে আগে থেকে Idioms সম্পর্কে জানা থাকা লাগবে। Basic : Achilles' heel একটি idiom, যার অর্থ দুর্বল দিক তথা weak point। Logic : The Plot behind this Idiom: (পড়ো, feel করতে পারবে ) Greek Mythology অনুসারে, Achilles- এর শৈশবে ভবিষ্যদ্বাণী অনুযায়ী তার মৃত্যু ঠেকাতে তার মা স্বর্গীয় নদী Styx-এ গোসল করানোর সময়, Achilles-এর গোড়ালি ধরে রাখার কারণে ঐ অংশ ভেজেনি। তাই Achilles-এর অমরত্ব লাভ সম্ভব হয়নি। তাই Trojan যুদ্ধে Paris কর্তৃক বিষ মাখানো তীর পায়ের গোড়ালিতে তীরবিদ্ধ হয়ে Achilles-এর মৃত্যু হয়। এটি Achilles' heel প্রবাদটির গোড়ার কথা। তাহলে Achilles এর দুর্বল দিক বা Weak Point কী তার গোড়ালি /Heel ছিল, Right? –এজন্যই Achilles’ heel অর্থ – A weak point
33. Millennium is a period of Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Millennium : সহস্রাব্দ বা এক হাজার বছর। Extra Info :  Centenary ( শতাব্দী ) : 100 বছরের সময়সীমাকে Centenary বলা হয়।  Megaannum :১ মিলিয়ন বা ১০ লক্ষ বছরের সময়সীমাকে Megaannum বলা হয়।  Gigaannum : ১ বিলিয়ন বা ১০০ কোটি বছরের সময়সীমাকে Gigaannum বলা হয়।
34. Identify the passive form of the following sentence: "Who has broken this jug?" Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এই প্রশ্নটি উত্তর করতে হলে Interrogative Sentence এর Voice Change সম্পর্কে বেসিক আইডিয়া থাকতে হবে। Who-যুক্ত interrogative sentence-কে passive করার Rules : Step 1: শুরুতে by whom বসে। Step 2 : active sentence-এর object অনুসারে have/has বসে এবং object-টি বসে। Step 3 : এরপর been + main verb- past participle form বসে এবং বাক্যের শেষে Note of Interrogation /প্রশ্নবোধক চিহ্ন (?) বসে।
35. When one makes a promise, one must not go____on it. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটি উত্তর করে হলে Group Verbs নিয়ে জ্ঞান থাকতে হবে। 'Go back on something' Group Verb-টির অর্থ ওয়াদা বা প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হওয়া। এজন্য এখানে উত্তর হবে- b)back
36. What may be considered courteous in one culture may be arrogant in another. Here the underlined word 'arrogant' means Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Arrogant অর্থ উদ্ধত বা অহংকারী। Rude অর্থ অভদ্র, অশিষ্ট। তাই, rude শব্দটিই arrogant-এর সমার্থক শব্দ। Gracious - দয়ালু coarse - কর্কশ pretentious - ভণ্ড
37. The train is running___forty miles an hour. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: গতিবেগ বোঝাতে অর্থাৎ কোনো বাস, ট্রাক, ট্রেন ইত্যাদি কত গতিতে ছুটে চলেছে তা বোঝাতে run-এর পরে at বসে।
38. He divided the money_ the two children. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: দুই জনের মধ্যে কোনোকিছু ভাগ করে দেওয়া বোঝালে divided-এর পরে between বসে। আর দুয়ের অধিক ব্যক্তির মাঝে ভাগ করে দেওয়া বোঝালে among বসে।
39. A number of singers in a church is called____ Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: একদল গায়ক যারা সাধারণত গির্জায় গান পরিবেশনে অংশ নিয়ে থাকেন, তাদেরকে choir বলে। চলো এখন বাকি অপশনগুলোর অর্থ জেনে নিই- Cast - নিক্ষেপ/ ঢালাই Claque - ভাড়াটে প্রশংসাকারীর দল clump -ঝোপ, ঝাড়।
40. Antonym for 'Adieu- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Adieu অর্থ বিদায়। এটি বিদায়ের একটি literary form . Farewell, goodbye, valediction সবগুলোই বিদায়সংক্রান্ত। অন্যদিকে, hello ব্যবহৃত হয় কারও সাথে সাক্ষাতের শুরুতে। তাই adieu-এর সঠিক antonym হলো hello।
41. The controlling sentence of a paragraph is know is ___ Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: একটি paragraph-এ topic sentence হলো এমন একটি sentence যেটি paragraph-এর main idea কে উপস্থাপন করে। paragraph-টির বাকি sentence-সমূহ topic sentence কে কেন্দ্র করেই রচিত হয় । এজন্য topic sentence হলো একটি paragraph-এর controlling sentence। তাই উত্তর হবে - D)topic sentence
42. Choose the correct comparative form of the sentence: 'Very few boys are as industrious as Zaman.' Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এই প্রশ্নটি উত্তর করতে হলে Degree সম্পর্কে ধারণা থাকতে হবে। Very few- যুক্ত positive degree-কে comparative degree-তে রূপান্তরিত করতে হলে – ১) subject ও verb-এর পরে adjective-এর comparative form বসে। ২)পরে than most other এবং very few-এর পরের noun-টি বসাতে হয়।
43. Identify the appropriate preposition: Your opinion is identical____mine. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: একরকম বা কাছাকাছি বোঝাতে identical এর পরে to/with বসে।
44. The synonym for 'panoramic' is- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Panoramic অর্থ দৃশ্য বা চিত্রসংক্রান্ত / দৃষ্টিনন্দন । Panoramic-এর synonym হলো scenic (নৈসর্গিক শোভামণ্ডিত) Panoramic এর অন্য একটি ইম্পরট্যান্ট হলো - picturesque (চিত্রোপম / চিত্রের ন্যায় স্পষ্ট) চলো এখন আমরা বাকি Options গুলোর অর্থ জেনে নিই- narrow - সংকীর্ণ/সংকুচিত limited - সীমিত restricted - সীমাবদ্ধ
45. The antonym for 'slothful' is - Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Slothful অর্থ অলস, নিষ্ক্রিয়। প্রদত্ত অপশনসমূহের মধ্য থেকে এর antonym হলো energetic যার অর্থ কর্মচঞ্চল, প্রবলভাবে সক্রিয়। চলো এখন আমরা বাকি Options গুলোর অর্থ জেনে নিই- playful - হাসি- ঠাট্টাপূর্ণ sluggish - অলস, নিষ্ক্রিয় quarrelsome - ঝগড়াটে
46. 'By and large' means_ Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এই প্রশ্নটি উত্তর করতে হলে আমাদের আগে থেকেই Idioms সম্পর্কে জ্ঞান থাকতে হবে By and large অর্থ সাধারণত, মোটের ওপর, অধিকাংশ ক্ষেত্রে। সুতরাং by and large-এর অর্থ mostly (অধিকাংশ ক্ষেত্রে/প্রায়শ)।
47. Select the appropriate preposition: 'Are you doing' anything special ___ the weekend?' Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এই প্রশ্নের উত্তর নিয়ে একটু মতবিরোধ আছে। আসো, ডিটেলস জেনে নিই, তারপরে সবচেয়ে গ্রহণযোগ্য অপশনটি দাগাবো। • The weekend-এর পূর্বে at- এর ব্যবহারই বহুল প্রচলিত। • American English- on-এর ব্যবহার পাওয়া গেলেও সংখ্যায় তা নগণ্য। আমাদের দেশে British English বেশি অনুসরণ করার কারণে at-ই অগ্রাধিকার পাবে উত্তর দেওয়ার সময়।
48. 'He could not win but learnt a lot.' Which part of speech is the word "but? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: 'He could not win but learnt a lot' sentence-টির দুইটি অংশ বা Clause এর সংমিশ্রণে তৈরি হয়েছে । 'He could not win' এবং '(he) learnt a lot 'but' দ্বারা যুক্ত হয়েছে। বাক্যটিতে 'but' দুটো clause কে যুক্ত করায় conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।
49. The word 'equivocation' refers to- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Equivocation অর্থ আচরণে বা কথায় অস্পষ্টতা যার মাধ্যমে সত্য এড়াতে বা লুকাতে চেষ্টা করা হয়, এক কথায় দ্ব্যর্থবোধকতা। Options গুলোর মধ্যে (b) two contradictory things in the same statement-ই অর্থগতভাবে equivocation-এর কাছাকাছি।
50. Identify the correct passive form: 'Do not close the door.' Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Imperative Sentence কে Passive Voice এ Convert করতে হলে নীচের Steps গুলো ফলো করতে হয়- • Imperative sentence-কে passive করতে let দিয়ে শুরু করতে হয় • বাক্যটি negative হওয়ায় let-এর পরে not বসে। • এর পরে object 'the door' বসবে + be + verb-এর past participle form 'closed' বসবে। এই Steps গুলো ফলো করলে উত্তর হবে - B)Let not the door be closed
51. What is the noun of the word ‘Conclude’? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এ প্রশ্নটি আমরা সহজেই একটি ট্রিকসের মাধ্যমে সমাধান করতে পারি। সেটি হলো Suffix, Prefix Concept. Suffix হলো এমন কিছু শব্দগুচ্ছ যার নিজস্ব কোনো মানে নেই। কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ প্রদান করতে পারে। যেমনঃ Live(Verb) এর অর্থঃ বাস করা। এর সাথে suffix হিসেবে যোগ করলে নতুন একটি শব্দ সৃষ্টি হয় সেটি হচ্ছে Livelihood(Noun)। এর মানে জীবিকা। খেয়াল করেছো যে, আমরা সহজেই Verb কে Noun এ রূপান্তর করে ফেললাম। চলো কিছু Suffix শিখে নিই যেগুলো শব্দের শেষে থাকলে শব্দটি নিজে এককভাবে Noun হিসেবে গণ্য হবে- -ion/-on, -hood, -dom, -ment, -ness, -my, -age, -ee, -ure, -tude, -cy, -ny, -tur,-ar,-er,-phy,-ling/-ing, -ty, -gy, -ism,-ry,-mony, -ock, -let, -kin,-ship, -red, -ant,-ice,-sy,-th, -phobia. এখানে Option (b) Conclusion এ –ion যুক্ত আছে Suffix হিসেবে। তাই উত্তর হবে- (b) Conclusion
52. The word ‘Wholesome’ is- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: চলো কিছু Suffix শিখে নিই যেগুলো শব্দের শেষে থাকলে শব্দটি নিজে এককভাবে Adjective হিসেবে গণ্য হবে- -ble/-ible , -less , -ish , -ian , -ary , -ive , -ful, -ar , -al , -ane , -in , -ry , -id, -ile, -ic , -squ , -lent , ous /ose , -ate , -y, -ed , -er,-some.
53. Choose the correct antonym of the word ‘Solidarity’? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Solidarity' শব্দের অর্থ: ঐক্য, সংহতি। যেহেতু 'Solidarity' এর বিপরীত শব্দ চাওয়া হয়েছে সেহেতু Option গুলোর অর্থ জানার মাধ্যমে সঠিক উত্তর জেনে নিই। (a) Empathy - সহমর্মিতা (c) Affinity - ঘনিষ্ঠতা (d) Rapport - সহানুভূতিপূর্ণ সম্পর্ক
54. Choose the correct tense of the sentence, “It was raining when I got up”. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এই প্রশ্নটি উত্তর করতে হলে Tense সম্পর্কে বেসিক থাকতে হবে। Past Continuous Tense : 'অতীতে কোনো কাজ চলছিলো' এরূপ বোঝাতে Past Continuous Tense হয়। Past Continuous Tense এর Structure হচ্ছে- Sub.+ was / were + verb + ing +obj./extension. এই Structure অনুসারে উত্তর হবে - (b) Past continuous tense তাহলে- "It was raining when I got up." অর্থঃ আমি যখন ঘুম থেকে জেগে উঠলাম তখন বৃষ্টি হচ্ছিল।
55. What is the noun form of the word ‘Forget’? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এ প্রশ্নটি আমরা সহজেই একটি ট্রিকসের মাধ্যমে সমাধান করতে পারি। সেটি হলো Suffix, Prefix Concept. Suffix হলো এমন কিছু শব্দগুচ্ছ যার নিজস্ব কোনো মানে নেই। কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ প্রদান করতে পারে। যেমনঃ Live(Verb) এর অর্থঃ বাস করা। এর সাথে suffix হিসেবে যোগ করলে নতুন একটি শব্দ সৃষ্টি হয় সেটি হচ্ছে Livelihood(Noun)। এর মানে জীবিকা। খেয়াল করেছো যে, আমরা সহজেই Verb কে Noun এ রূপান্তর করে ফেললাম। চলো কিছু Suffix শিখে নিই যেগুলো শব্দের শেষে থাকলে শব্দটি নিজে এককভাবে Noun হিসেবে গণ্য হবে- -ion/-on, -hood, -dom, -ment, -ness, -my, -age, -ee, -ure, -tude, -cy, -ny, -tur,-ar,-er,-phy,-ling/-ing, -ty, -gy, -ism,-ry,-mony, -ock, -let, -kin,-ship, -red, -ant,-ice,-sy,-th, -phobia. এখানে Option (a) এ আছে Forgetfulness. “–ness” suffix হিসেবে যুক্ত থাকায় উত্তর হয়েছে (a) Forgetfulness।অর্থাৎ , শব্দটি হলো Noun.
56. Choose the correct spelling- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Encyclopaedia এর অর্থঃ বিশ্বকোষ বা জ্ঞানকোষ। বানানটি খেয়াল রেখো, প্রায়ই পরীক্ষায় আসে
57. Choose the correct tense of the sentence, ‘Habib has been using this pen for the last five years.” Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটি উত্তর করতে হলে Tense সম্পর্কে বেসিক আইডিয়া থাকতে হবে। Present Perfect Continuous Tense : 'পূর্বে কোনো কাজ শুরু হয়ে এখনও চলছে' এরূপ বোঝাতে Present Perfect Continuous Tense হয়। Present Perfect Continuous Tense এর Structure হচ্ছে- Sub. + have been/has been + verb + ing + since / for + extension উপরিউক্ত ব্যাখ্যা থেকে এটা পরিষ্কার যে- সঠিক উত্তর হবে - (b) Past perfect continuous tense বাক্যটি- (b) Habib has been using this pen for the last five years. অর্থ: গত পাঁচ বছর ধরে হাবিব এই কলমটি ব্যবহার করছে।)
58. What is the adjective form of the word ‘Benefit’? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এ প্রশ্নটি আমরা সহজেই একটি ট্রিকসের মাধ্যমে সমাধান করতে পারি। সেটি হলো Suffix, Prefix Concept. Suffix হলো এমন কিছু শব্দগুচ্ছ যার নিজস্ব কোনো মানে নেই। কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ প্রদান করতে পারে। যেমনঃ Live(Verb) এর অর্থঃ বাস করা। এর সাথে suffix হিসেবে যোগ করলে নতুন একটি শব্দ সৃষ্টি হয় সেটি হচ্ছে Livelihood(Noun)। এর মানে জীবিকা। খেয়াল করেছো যে, আমরা সহজেই Verb কে Noun এ রূপান্তর করে ফেললাম। চলো কিছু Suffix শিখে নিই যেগুলো শব্দের শেষে থাকলে শব্দটি নিজে এককভাবে Adjective হিসেবে গণ্য হবে- -ble/-ible , -less , -ish , -ian , -ary , -ive , -ful, -ar , -al , -ane , -in , -ry , -id, -ile, -ic , -squ , -lent , ous /ose , -ate , -y, -ed , -er,-some. এখানে Option (b) Beneficial এ suffix হিসেবে –al আছে । তাই এখানে (b) Beneficial হলো Adjective
59. Fill up the blank with appropriate preposition. “He has great ambition ___ fame.” Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এই প্রশ্নটির উত্তর করতে হলে Appropriate Preposition সম্পর্কে ধারণা থাকতে হবে। 'Ambition for' Appropriate preposition টির অর্থ: উচ্চাকাঙ্ক্ষা। প্রশ্নোক্ত Sentence টির পূর্ণরূপ হবে: He has great ambition for fame. অর্থ: খ্যাতির জন্য তার বড় উচ্চাকাঙ্ক্ষা রয়েছে।
60. Choose the correct translation of “আমি তোমার সর্ব সাফল্য কামনা করছি”। Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটি উত্তর করতে হলে Translation নিয়ে সম্যক ধারণা থাকতে হবে। ‘আমি তোমার সর্ব সাফল্য কামনা করছি'। প্রশ্নোক্ত এই বাক্যটির সঠিক translation হচ্ছে- (a) I wish you all success.
61. What is the correct tense in this sentence? “Mansur has been using this pen for the last five years? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Present Perfect Continuous Tense এর বেসিকঃ 'পূর্বে কোনো কাজ শুরু হয়ে এখনও চলছে' এরূপ বোঝাতে Present Perfect Continuous Tense হয়। Present Perfect Continuous Tense এর Structure হচ্ছে- Sub.+ have been / has been + verb + ing + since / for + extension উক্ত structure অনুসারে উত্তর হবে – b)Present perfect continuous
62. Which is the correct word for the blank? Rafiq ___ while we were having dinner. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: While' এর পর verbটি ing হয়। তবে while + subject + verb (clause) থাকলে তা past continuous tense হয় এবং main clause-টি past indefinite tense হয়।
63. “The workers were working on the building” What is the correct tense in this sentence? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Past Continuous Tense এর বেসিক: 'অতীতে কোনো কাজ চলছিলো' এরূপ বোঝাতে Past Continuous Tense হয়। Past Continuous Tense এর Structure হচ্ছে – Sub.+ was / were + verb + ing +obj./extension Extra Info: বাক্যটি: "The workers were working on the building" অর্থ: শ্রমিকরা ভবনের উপর কাজ করছে।
64. What is the correct word for the blank? “I am accustomed ___ such a life. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটি উত্তর করতে হলে Appropriate Preposition নিয়ে ধারণা থাকতে হবে। • Accustomed to : অভ্যস্ত . এর একটি Synonymous phrase হলো- habituated to
65. Antonym of ‘Sluggish’ is - Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Sluggish শব্দটির অর্থঃ ধীরগতি (Slowly, Gradually). চলো আমরা এখন বাকি অপশনগুলোর অর্থ বের করি এবং সঠিক উত্তর খুঁজি- (a) Somnolent - নিদ্রালু (b) Enervated - শারীরিক ও মানসিকভাবে দুর্বল/শক্তিহীন করা (c) Brisk - কর্মচঞ্চল / দ্রুতগতি (d) Weary - ক্লান্ত . অপশনগুলোর অর্থ এনালাইসিস করলে সহজেই বোঝা যায় যে, ‘Sluggish’ এর বিপরীত শব্দ/antonym হলো- (c) Brisk
66. Synonym for ‘Deceive’ is Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: deceive' শব্দটির অর্থ: প্রতারণা করা। চলো আমরা বাকি অপশনগুলোর অর্থ জেনে নিই এবং সঠিক উত্তর করি- (a) guide - পথ প্রদর্শন করানো (b) Enlighten - জ্ঞান দান করা /আলোকিত করা। (c) mislead - ভুল পথে পরিচালনা করা। (d) advise - উপদেশ দেওয়া। সুতরাং, deceive' শব্দটির Synonym বা সমার্থক হবে Option (c) mislead
67. Antonym for the word ‘Strict’ is- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: strict' শব্দটির অর্থ: কঠোর, কড়া। চলো আমরা অপশনগুলোর অর্থ জেনে নিই এবং Antonym / বিপরীত শব্দ বের করি- (a)sly - ধূর্ত বা প্রতারণাপূর্ণ। (b) strong - শক্তিশালী। (c) lenient - উদার বা দয়ালু। (d) weak- দুর্বল। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে- strict' শব্দটির Antonym বা বিপরীত শব্দ হবে Option (c) lenient
68. What is the meaning of the phrase ‘Hold water’? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটি উত্তর করতে হলে Idioms সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। “Hold water” idioms টির মানে হলো – পরীক্ষায় টিকে থাকা / পরীক্ষায় উত্তীর্ণ হওয়া/ সত্য প্রমাণিত হওয়া। তাই Context অনুসারে সঠিক উত্তর হবে- (b) Bear examination
69. Which is the correct word for the blank? ‘I don’t remember ___ about the accident’. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: আমরা জানি , everything ,nothing , something কখনো Negative Sentence এর সাথে ব্যবহৃত হতে পারে না। প্রশ্নের বাক্যটি হলো Negative Sentence( যেহুতু I don’t …আছে) . শুধু anything ই Negative Sentence এর সাথে ব্যবহৃত হতে পারে। তাই সঠিক উত্তর হবে - (b) anything প্রশ্নের সম্পূর্ণ বাক্যটি হলো- I don’t remember anything about the accident’. অর্থঃ দুর্ঘটনা সম্পর্কে আমার কিছুই মনে পড়ে না ।
70. Appropriate preposition to be used with ‘beware’ is- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটি উত্তর করতে হলে Appropriate Preposition সম্পর্কে ধারণা থাকতে হবে। • Beware of এর অর্থঃ সতর্ক হওয়া
71. ‘আমাদের দেশে ডেন্টাল কলেজে শিক্ষার ভাষা ইংরেজি’। Choose the correct English translation. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটি একদম বেসিক Translation নলেজ থেকে করা হয়েছে। • ‘আমাদের দেশে ডেন্টাল কলেজে শিক্ষার ভাষা ইংরেজি’। = The medium of instructions in Dental College is English in our country.
72. What kind of Noun is ‘Class’? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এখানে Class বলতে কোনোকিছুর শ্রেণিকে বোঝাচ্ছে। তাই এটি হবে Collecetive Noun. চলো আমরা Collective Noun নিয়ে বেসিক জেনে নিই- Collective Noun:  যে সকল Noun কোন সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।  যেমনঃ Mob (উচ্ছৃঙ্খল জনতা), Navy (নৌবাহিনী) Flock ( ঝাঁক), Fleet (নৌ-বহর), Gang (ডাকাতের দল)
73. Which one is the synonym of ‘Bargain’? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Bargain শব্দটির অর্থঃ দর কষাকষি করা। এর synonym : Negotiate , Haggle. সুতরাং, উত্তর হবে - (c) Negotiate Extra Info: চলো আমরা বাকি অপশনগুলোর অর্থ জেনে নিই – (a) Counter - বিরুদ্ধে (b) Rip-off - সরিয়ে ফেলা (d) Disagreement - অমিল
74. Correct adjective of the word ‘Contempt’ is- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Contempt শব্দটির বাংলা অর্থঃ ঘৃণা ।এটি একটি Noun. অন্যদিকে, Contemptible শব্দটির বাংলা অর্থঃ ঘৃণ্য যা একটি Adjective. এ প্রশ্নটি আমরা সহজেই একটি ট্রিকসের মাধ্যমে সমাধান করতে পারি। সেটি হলো Suffix, Prefix Concept. Suffix হলো এমন কিছু শব্দগুচ্ছ যার নিজস্ব কোনো মানে নেই। কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ প্রদান করতে পারে। যেমনঃ Live(Verb) এর অর্থঃ বাস করা। এর সাথে suffix হিসেবে যোগ করলে নতুন একটি শব্দ সৃষ্টি হয় সেটি হচ্ছে Livelihood(Noun)। এর মানে জীবিকা। খেয়াল করেছো যে, আমরা সহজেই Verb কে Noun এ রূপান্তর করে ফেললাম। চলো কিছু Suffix শিখে নিই যেগুলো শব্দের শেষে থাকলে শব্দটি নিজে এককভাবে Noun হিসেবে গণ্য হবে- -ble/-ible , -less, -ish, -ary, -ive , -ful , -ar , -al , -ane , -in , -ry, -id , -ile , -ic, -squ , -lent, -ous/ose , -ate , -y, -ed , -en Contemptible শব্দটির শেষে –ble/-ible যুক্ত আছে Suffix হিসেবে। তাই উত্তর হবে - (b) Contemptible Extra Info: চলো কিছু Suffix শিখে নিই যেগুলো শব্দের শেষে থাকলে শব্দটি নিজে এককভাবে Noun হিসেবে গণ্য হবে- -hood, -dom, -ment, -ness, -my, -age, -ee, -ure, -tude, -cy, -ny, -tur,-ar,-er,-phy,-ling/-ing, -ty, -gy, -ism,-ry,-mony, -ock, -let, -kin,-ship, -red, -ant,-ice,-sy,-th, phobia.
75. Fill in the blank with correct option. ‘Do not hanker ___ money’ Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Hanker after এর অর্থঃ লালায়িত হওয়া বা লোভ করা বা কোনো কিছুকে পিছনে ছুটা। এজন্য উত্তর হবেঃ (d) after • Don’t hanker after money. • অর্থঃ অর্থ বা সম্পদের লোভ করো না।
76. Which pair of words is synonymous? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Uncouth শব্দের অর্থঃ অমার্জিত । অন্যদিকে, Uncivilized এর অর্থও অমার্জিত । তাই এরা synonymous Extra Info: Option: a : Adulteration, Adulthood – • Adulteration অর্থ ভেজাল এবং Adulthood অর্থ পরিণত অবস্থা / সাবালকত্ব। সুতরাং, বোঝা যাচ্ছে যে এরা synonymous নয় Option: b : Obsolete, Absolute • Obsolete অর্থঃ অপ্রচলিত এবং Absolute অর্থঃ পরম। সুতরাং, বোঝা যাচ্ছে যে এরা synonymous নয় Option: d : Outset, Setting out • Outset অর্থঃ প্রারম্ভ/সূচনা এবং Setting out অর্থঃ যাত্রা করা । সুতরাং, বোঝা যাচ্ছে যে এরা synonymous নয়
77. “আমরা অলস লোকদের পছন্দ করি না”। Choose the correct English translation. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটি Translation এর খুবই বেসিক লেভেল থেকে করা হয়েছে। ইংরেজি বাক্য নিয়ে ধারণা থাকলে সহজেই উত্তর করা যাবে। • “আমরা অলস লোকদের পছন্দ করি না”: We do not like idle people
78. ‘কতৃর্পক্ষ তাকে তিরস্কার করল’— Choose the correct English translation. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: আমরা জানি, Take someone to task (idiom) টির অর্থঃ কাউকে তিরস্কার করা। তাহলে- ‘কতৃর্পক্ষ তাকে তিরস্কার করল’ Translation: The authorities took him to task.
79. Which one is the antonym of ‘Cunning’? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Cunning শব্দটির অর্থঃ ধূর্ত । অন্যদিকে options: (a), (b) , (d) এর শব্দগুলোর অর্থও ধূর্ত বা চালাক। তাই এরা synonymous. আর Option(c) Guileless এর অর্থ সরল। তাই “Cunning” এর Antonym হবে - (c) Guileless
80. ‘রবিবার হতে বৃষ্টি হইতেছিল’। Choose the correct English translation. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটি উত্তর করতে হলে Past Perfect Continuous Tense সম্পর্কে ধারণা থাকতে হবে। • Past Perfect Continuous Tense এর বেসিকঃ যে অতীতকালে কোন সময় ধরে যখন কোনো কাজ করা বা হওয়া বুঝায় সেটি Past Perfect Continuous হয়। • Past Perfect Continuous Tense এর গঠন : Subject + had been + Verb+ ing + Since / for + extension । কোথায় Since এবং কোথায় for ব্যবহৃত হয়: • নিদিষ্ট সময় বুঝাতে অর্থাৎ বাংলা বাক্যে হতে, থেকে ইত্যাদি থাকলে Since বসে। যেমন: সকাল হতে, 2020 সাল থেকে ইত্যাদি Example: He has been living here since 2019. অর্থ: সে ২০১৯ সাল থেকে এখানে বাস করছে।) • ব্যাপক সময় বুঝাতে অর্থাৎ বাংলা বাক্যে ব্যাপী, ধরে ইত্যাদি থাকলে for বসে। যেমন: ছয়দিন ধরে, দুই ঘণ্টা ধরে ইত্যাদি। Example: He has been suffering from fever for 3 days. অর্থ: সে তিন দিন ধরে জ্বরে ভুগছে।
81. Choose the correct answer - Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: চলো আমরা প্রতিটি Sentence ধরে ধরে Analysis করি এবং সঠিক উত্তর বের করি- • Option : (a) please tell me why have you come here. বাক্যটি ভুল । মূলত Embeded Questions টপিকটি থেকে প্রশ্নটি করা হয়েছে। Embeded Question এর Rules অনুসারে শুদ্ধ বাক্যটি হবে – Please tell me why you have come here. (N.B. : Embeded Question বই থেকে Details এ পড়ে নিবে) • Option : (c) why you are angry with your brother? – বাক্যটি ভুল। কারণ এখানে Auxiliary Verb : are সঠিকভাবে ব্যবহার করা হয়নি। প্রশ্নবোধক বাক্যে Subject এর আগে Auxiliary Verb বসে। সুতরাং, Correct Sentence টি হবে- (c) why are you angry with your brother? • Option : (d) what you passed your BA examination? – এটি Contextually ভুল । এখানে What এর পরিবর্তে When ব্যবহার করলে বাক্যটির সঠিক অর্থ Convey হয়। তাহলে Correct Sentence টি হবে - (d) When you passed your BA examination? • Option : (b) what time did you go to bed last evening?- যেহুতু আগের তিনটি বাক্য ভুল তাই Process of Elimination অনুসারে এটিই সঠিক উত্তর(Tricks: Exam Hall এ “Process of Elimination খুবই কার্যকরী একটি Method)  Look, প্রশ্নবোধক বাক্যটিতে Subject এর আগে Auxiliary Verb ব্যবহৃত হয়েছে এবং Tense অনুসারেও বাক্যটি সঠিক। তাই উত্তর হবে- (b) what time did you go to bed last evening
82. Choose the correct answer. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: চলো আমরা অপশনগুলো Analysis করে সঠিক উত্তর বের করি- Option (a) এবং Option (b) ভুল। কারণ at /of life এখানে Contextually ভুল। এখানে in life হবে। তাহলে উত্তর Option (c) অথবা Option (d) এর মধ্যে কোনো একটি হবে। option (c) এর বাক্যটি সঠিক কেননা Adjective + common noun দ্বারা সমগ্র জাতিকে বুঝালে adjective পূর্বে a বা an বসে, যেহেতু idle এর পূর্বে vowel আছে সেক্ষেত্রে Article 'an' বসে।
83. Choose the correct word/words to fill up the blank. We shall ___ the work before he comes. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এই প্রশ্নটি উত্তর করতে হলে আমাদের Sequence of Tense সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। The Basic: Before এর পরের অংশ Present Indefinite Tense হলে আগের অংশ Future Perfect Tense হবে। আর এক্ষেত্রে Structure টি হচ্ছে- Sub + shall have / will have + V3 + before + Present Indefinite Tense. প্রশ্নোক্ত বাক্যটি পূর্ণ করলে দাঁড়ায়: We shall have finished the work before he comes. (অর্থ: সে আসার আগে আমরা কাজটি শেষ করে থাকব।) অতএব, সঠিক উত্তর Option (b).
84. Make one word of the following sentence: “Incapable of being explained” Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Incapable of being explained এর অর্থ- ব্যাখা করতে অক্ষম হওয়া। অপশনগুলোর মধ্যে Inexplicable এর অর্থ ব্যাখাতীত/অব্যক্ত। তাহলে উত্তর হবে - (d) inexplicable Extra Info : চলো আমরা অপশনগুলোর অর্থ জেনে নিই- inexpressible - অবর্ণনীয় Incredible - অবিশ্বাস্য Inexplicit - অস্পষ্ট
85. Which one is the correct indirect speech of “come here”? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এটি উত্তর করতে হলে Imperative Sentence এর Narration সম্পর্কে Basic Knowledge থাকতে হবে। Imperative Sentence এর ক্ষেত্রে Direct speech কে Indirect speech করার নিয়ম: • Reporting Verb-টি অনুরোধ বুঝালে request, আদেশ বুঝালে order/command, উপদেশ বুঝালে advise, অন্যথায় tell দ্বারা পরিবর্তিত হয় • Inverted Comma উঠে গিয়ে to বসে • Reported speech-এর মূল Verb থেকে শেষ পর্যন্ত বসে।  এক্ষেত্রে Structure-টি হচ্ছে-  Subject + request / order / advise /tell/object (যদি থাকে) + to + reported speech-এর মূল Verb থেকে শেষ পর্যন্ত। উল্লেখ্য, Direct speech এর 'come' ও 'here' Indirect speech এ যথাক্রমে go এবং there হয়ে যায়। এজন্য উত্তর হবে - (a) He told me to go there
86. Which one is the correct passive sentence? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: চলো আমরা প্রতিটি অপশন ধরে ধরে Analysis করি এবং সঠিক উত্তর বের করি- Option: (b) With whom it is painted by ? বাক্যটি ভুল। কারণ whom এর আগে with ব্যবহৃত হবে না এবং auxiliary verb –is it এর আগে বসবে। Option: (c) By whom it is painted with ? এই বাক্যটি ভুল। কারণ Auxiliary Verb- is , it এর আগে বসবে। Option : (d) By whom it is painted ?- বাক্যটি ভুল। কারণ Auxiliary Verb- is , it এর আগে বসবে। Auxiliary Verb এর সঠিক ব্যবহার এবং Context অনুসারে সঠিক উত্তর হবে - (a) Who was it painted by ?
87. A learner of language is known as- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এই প্রশ্নটি উত্তর করতে হলে আমাদের One Word Substituition বা এক কথায় প্রকাশ জানতে হবে। Word Break করে আমরা খুব সহজেই এটা বুঝতে এবং উত্তর করে পারি। Philologist শব্দটি গঠিত হয়েছে – Philo + log + -ist । • Philo - "loving" • logos "word, speech • ist - one who does or makes তাহলে Philologist মানে যে ভাষা নিয়ে কাজ করে বা ভালোবাসে –ভাষাতত্ত্ববিদ। তাহলে সঠিক উত্তর -(a) philologist Extra Info: চলো আমরা এখন বাকি অপশনগুলো সম্পর্কে জেনে নিই- • Bibliophilist : গ্রন্থানুরাগী / বইপ্রেমিক( Biblio: Book , Philo>Phil : love , -ist : one who does or makes. তাহলে Bibliophilist অর্থ যে বই ভালোবাসে অর্থাৎ বইপ্রেমিক • Misologist : যৌক্তিকতাবিরোধী ( Misos>Miso : Hatred (ঘৃণা), Logos>log : Reasoning যুক্তি । -ist: one who does or makes অর্থাৎ, যে করে। তাহলে পুরোটার অর্থ দাঁড়ায় যে যুক্তিকে ঘৃণা করে অর্থাৎ বিরোধীতা করে। এককথায়- যৌক্তিকতাবিরোধী • Misogynist : নারীবিদ্বেষী। ( Misos>Miso : Hatred (ঘৃণা) , gyne>gyn: woman (নারী) , -ist: one who does or makes অর্থাৎ, যে করে। তাহলে পুরোটার অর্থ দাঁড়ায় যে নারীদের ঘৃণা করে। নারীদের ঘৃণা করে তাকে তো নারীবিদ্বেষী বলা যায়, right?
88. Change the given sentence into a complex one. ‘Tell me your name.’ Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এই Sentence টিকে Complex করতে হলে Clause Marker হিসেবে what ব্যবহৃত হবে এবং এর ফলে Complex Sentence টিকে দেখতে Embeded Question এর মতো হবে । তাহলে গঠন হবে- Clause Marker(what) + এর পরের বাক্যটি হবে Asserative Sentence. তাই প্রশ্নটির সঠিক উত্তর হবে - (a) Tell me what your name is
89. Which expression is correct? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: এখানে Head of cattle শব্দটি plural meaning প্রকাশ করে। এখানে Head অর্থ মাথা নয় বরং পরিমাণ প্রকাশের একক। তাই এর আগে ten শব্দটি বসলেও এর সাথে 's' যুক্ত হবে না। Look- • Cattle অর্থ: গবাদিপশু। • A head of cattle = a cow • Ten head of cattle = ten cows
90. Which one of the following is a causative verb? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:  Causative Verb হলো প্রযোজক ক্রিয়া। ইংরেজিতে কিছু Causative Verb হলো –Make, Help, Let, Have, Get । প্রিয় শিক্ষার্থীরা এগুলোর ব্যবহার জেনে নিতে হবে। প্রায়ই এগুলোর ব্যবহার থেকে প্রশ্ন আসে।
91. Identify the correct sentence- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: চলো আমরা Options গুলো Analysis করি এবং সঠিক উত্তর বের করি- Option : (a) someone is knocking in the door. বাক্যটিতে ভুল Preposition ব্যবহৃত হয়েছে। Knocking এর পরে Appropriate Preposition হিসেবে at বসে। তাহলে সেক্ষেত্রে শুদ্ধ বাক্য/Correct Sentence টি হবে- someone is knocking at the door. Option : (b) my son does not like the vegetable .বাক্যটি ভুল। কারণ আমরা জানি, Countable Noun দিয়ে যখন কোনো সাধারণ বক্তব্য/ General Statement বোঝায় তখন সেটি Plural হবে। সেক্ষেত্রে Correct Sentence টি হবে - my son does not like vegetables. Option : (d) they have gone for walk – বাক্যটি ভুল। Correct Sentence হবে - they have gone for a walk. Option : (c) বাক্যটি শুদ্ধ। কারণ আমরা জানি Discuss শব্দের পরে কোনো Preposition বসে না। উক্ত বাক্যেও কোনো Prepositon ব্যবহৃত হয়নি। তাই এটি Correct Sentence.
92. Fill up the gap with right word. My mother had me____ milk everyday. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: প্রশ্নটি উত্তর হলে Causative Verbs নিয়ে ভালো ধারণা থাকতে হবে। Causative verb  Causative verb এর অর্থ হলো প্রযোজক ক্রিয়া। যেমনঃ Make , Help , Let , Have , Get • Causative Verb সংক্রান্ত প্রশ্নের উত্তর করতে হলে আমাদের “Doer” এবং “Receiver” নিয়ে বেসিক নলেজ থাকতে হবে  Doer : যে নিজের কাজ নিজেই করে বা করতে পারে  Receiver : যে নিজের কাজ নিজে করতে পারে না বা যার উপর কাজ করা হয়। Formulae:  Structure :  Have+ doer+ verb এর base form  Have+ Receiver+ v3
93. What is the synonym of- Degrading? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Degrading শব্দটির অর্থঃ অধঃপতিত । অন্যদিকে Lowering শব্দটির অর্থও কমে আসা অর্থাৎ অধঃপতিত। তাই Degrading এর synonym হবে- (a) Lowering চলো আমরা বাকি অপশনগুলোর অর্থ জেনে নিই- (b) Corrupting - বিকৃত করা/ দূষিত করা (c) Damning - প্রাণনাশক (Lethal) (d)None - কোনোটিই নয়
94. Antonym of the word ‘Intrepid’ is- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: intrepid' শব্দটির অর্থ: অকুতোভয়। চলো আমরা অপশনগুলোর অর্থ জেনে নিই এবং Antonym খুজে বের করি- (a) Chivalorus - অকুতোভয়। (b) Fearless - নির্ভীক। (c) Dauntless - নির্ভীক। (d) Timid - ভীরু। intrepid' শব্দটির Antonym বা বিপরীত শব্দ হবে Option (d) timid
95. Choose the correct antonym for the word ‘Exuberant’- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: exuberant' শব্দের অর্থ: উচ্ছ্বসিত। যেহেতু 'exuberant' এর বিপরীত শব্দ চাওয়া হয়েছে সেহেতু Option গুলোর অর্থ জানার মাধ্যমে সঠিক উত্তর করতে হবে- (a) Happy - সুখী (b) Apathetic - উদাসীন (c) Vigorous - তেজস্বী (d) Cheerful - উচ্ছ্বসিত 'exuberant' শব্দটির Antonym বা বিপরীত শব্দ হচ্ছে Option (b) Apathetic (উদাসীন)।
96. 'Meteorology' is related to - Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: চলো আমরা Meteorology শব্দটি ভেঙ্গে অর্থ বোঝার চেষ্টা করি- • Meteor: any atmospheric phenomenon • -logy : doctrine, theory Meteorology হলো বায়ুমণ্ডল ও আবহাওয়ার ওপর বায়ুমণ্ডলীয় ঘটনাবলি ও প্রভাবসমূহের অধ্যয়ন। তাই সঠিক উত্তর (c) weather forecasting
97. Identify the correctly spelt word. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: অপশনগুলোর মধ্যে pneumonia-ই সঠিক বানান। বাকিগুলোর সঠিক বানান-  Horoscope  Occasion  embarrass
98. Which of the following words is spelt incorrectly? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Option :a) reminescence-ই সঠিক উত্তর। কারণ প্রশ্নে ভুল বানান চাওয়া হয়েছে। এর সঠিক বানান সঠিক বানান হলো- reminiscence, যার অর্থ স্মৃতিচারণ। Extra Info : চলো বাকি Options গুলোর অর্থ জেনে নিই- glycerin - গ্লিসারিন idiosyncrasy - মানসিক গঠন lexicography - অভিধান সঙ্কলন
99. Indentify the right tense: 'My father____ before I came. Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: case: (Use of After/ before)  Past perfect tense +before+ past indefinite tense. (1) Before এর আগের sentence টি past perfect tense এবং পরের sentence টি past indefinite tense হয়। For example: English class had started before I reached the class room. এই Explanation অনুসারে সঠিক উত্তর- c)had left
100. To get along with' means- Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: "To get along with” phrasal verb-টির অর্থ মানিয়ে নেওয়া, সামলে ওঠা। সুতরাং, to get along with অর্থ to adjust (মানিয়ে নেওয়া)-এর অর্থের অনুরূপ। তাই উত্তর হবে - a)to adjust