Exam
Question View - Eleventh Hour || E17D17 || 10.01.24
1. তাপীয় সমতায় থাকা বস্তুগুলোর মধ্যে কোনটির আদান-প্রদান ঘটে না ?
Edit
Topic: তাপমাত্রা পরিমাপের নীতি তাপগতিবিদ্যা , ইসহাক স্যার I
Explaination: তাপীয় সমতা হচ্ছে এমন একটি অবস্থা যেখানে পরস্পরের সংস্পর্শে থাকা বস্তুগুলোর মধ্যে তাপের আদান-প্রদান ঘটে না ৷
2. সর্বপ্রমথ তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করেন -
Edit
Topic: তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যা, ইসহাক স্যার ৷
Explaination: বিজ্ঞানী জুল সর্বপ্রথম তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করেন এবং সম্পর্কটি সূত্রাকারে প্রকাশ করেন ৷ W∝ Q বা, W = JQ
3. কোন প্রক্রিয়ায় অন্তঃস্থ শক্তির বৃদ্ধি সরবরাহকৃত তাপশক্তির সমান?
Edit
Topic: তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যা, ইসহাক স্যার ৷
Explaination: ধ্রুব আয়তন প্রক্রিয়ায় সিস্টেমের আয়তন পরিবর্তন হয় না তাই কৃত কাজ dw = pdv=0 তাহলে, dQ = d U+ dW = du +0
4. তাপীয় সিস্টেমের থেকে পাওয়া যায় না কোনটি-
Edit
Topic: তাপীয় সিস্টেম, তাপগতিবিদ্যা, ইসহাক স্যার ৷
Explaination: প্রত্যেক তাপীয় সিস্টেমের একটি নির্দিষ্ট আয়তন, ভর ও অভ্যন্তরীণ শক্তি থাকে ৷
5. 1 kg বরফ কতটুকু তাপ শক্তি গ্রহণ করে পানিতে পরিণত হয় ?
Edit
Topic: তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তাপগতিবিদ্যা, ইসহাক স্যার ৷
Explaination: এক টুকরা বরফ বাইরে রেখে দিলে পরিবেশ থেকে 3.36×10⁵J তাপ শক্তি গ্রহণ করে তা পানিতে রূপান্তরিত হবে |
6. প্রত্যাবর্তী প্রক্রিয়ায় নিম্নের কোন ফলাফল থাকে ?
Edit
Topic: প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, তাপগতিবিদ্যা, ইসহাক স্যার ৷
Explaination: প্রত্যাবর্তী প্রক্রিয়ায় অস্থিতিস্থাপকতা ,সান্দ্রতা, ঘর্ষণ, বৈদ্যুতিক রোধ ,চুম্বকীয় হিসটেরিসিস প্রভৃতির ন্যায় অবক্ষয়, ফলাফল গুলি থাকবে না ৷
7. প্রত্যাবর্তী প্রক্রিয়ার শর্ত নয় কোনটি?
Edit
Topic: প্রত্যাবর্তী এবং অপ্রত্যা ভর্তি প্রক্রিয়া, তাপগতিবিদ্যা, ইসহাক স্যার ৷
Explaination: প্রত্যাবর্তি প্রক্রিয়ার শর্ত সমূহ - ১ )প্রক্রিয়াটি অবশ্যই খুব ধীরে ধীরে সংঘটিত হতে হবে ২)কোন প্রক্রিয়া প্রত্যাবর্তী হবে যদি প্রক্রিয়াটি চলাকালীন কোন অপচয়ী শক্তির সৃষ্টি না হয় ৷
8. রেফ্রিজারেটরে কার্যকৃত সহগ K এর মান কত ?
Edit
Topic: রেফ্রিজারেটর, তাপগতিবিদ্যা, ইসহাক স্যার ৷
Explaination: রেফ্রিজারেটর হতে অপসারিত তাপ ও কম্প্রেসর কর্তৃক সরবরাহ যান্ত্রিক কাজের অনুপাতকে কার্যকৃত সহগ বলে ৷
9. এনট্রপির এস আই একক কি?
Edit
Topic: এনট্রপি ও বিশৃঙ্খলা, তাপগতিবিদ্যা, ইসহাক স্যার ৷
Explaination: ds = dQ/T, T এর একক কেলভিন (K) dQ একক জুল (J), সুতরাং এস আই একক Jk-¹
10. কোন অবস্থায় বস্তুর এনট্রপি কম?
Edit
Topic: এনট্রপি ও বিশৃঙ্খলা, তাপগতিবিদ্যা, ইসহাক স্যার ৷
Explaination: কেলাসিত অবস্থায় অণুগুলো সুসংবদ্ধ সুশৃংখল সমাবেশে থাকে ,তাই কঠিন অবস্থায় বস্তুর এনট্রপি খুব কম৷
11. 1 Coulomb চার্জ কতটি ইলেকট্রনের চার্জের সমান ?
Edit
Topic: সূচনা ও আধান সূত্র, স্থির তড়িৎ, ইসহাক স্যার ৷
Explaination: q = ne n = q/e = 1/1.6 x 10-¹⁹ =6.25×10¹⁸
12. দুটি চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল এর মান কোনটির উপর নির্ভর করে না?
Edit
Topic: কুলম্বের সূত্র, স্থির তড়িৎ, ইসহাক স্যার ৷
Explaination: দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ভর করে - ১ ) আধান দুটির পরিমাণের উপর ২ )আধান দুটির মধ্যবর্তী দূরত্বের উপর ৩)চার্জ দুটির মধ্যবর্তী মাধ্যম
13. একটি ফাঁপা পরিবাহীর ভিতরে প্রাবল্য হবে -
Edit
Topic: তড়িৎ বল, তড়িৎ ক্ষেত্র , তড়িৎ ফ্লাক্স , ক্ষেত্র প্রাবল্য , তড়িৎ বিভব, স্থির তড়িৎ, ইসহাক স্যার ৷
Explaination: ফাঁপা চার্জিত পরিবাহীর অভ্যন্তরে সর্বত্র V ধ্রুবক, কিন্তু প্রাবল্য E = 0
14. নিচের কোনটি দিক রাশি ?
Edit
Topic: সমবিভব তল ও তড়িৎ দ্বিমেরু, স্থির তড়িৎ, ইসহাক স্যার ৷
Explaination: তড়িৎ ফ্লাক্স ,তড়িৎ বিভব, তড়িৎ ধারকত্ব অদিক রাশি ৷
15. পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান সবচেয়ে বেশি কোনটি?
Edit
Topic: অপরিবাহী ও ডাইইলেকট্রিক, স্থির তড়িৎ, ইসহাক স্যার ৷
Explaination: কাঁচ- 5.10 ইবোনাইট - 2.8 মোমে ডুবানো কাগজ-2.7 মোম- 2 শূন্যস্থান - 1.0000 পানি - 80.0
16. কোনটি আদিক রাশি ?
Edit
Topic: তড়িৎ বল, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ফ্লাস্ক, স্থির তড়িৎ ইসহাক স্যার ৷
Explaination: দিক রাশি = তড়িৎ ক্ষেত্র,তড়িৎ প্রাবল্য তড়িৎ বল
17. প্রত্যাবর্তী প্রক্রিয়া একটি -
Edit
Topic: প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, তাপগতিবিদ্যা ইসহাক স্যার ৷
Explaination: প্রত্যাবর্তী প্রক্রিয়া একটি অস্বতঃস্ফূর্ত ধীর উভমুখী তাপগতীয় প্রক্রিয়া৷
18. তাপগতীয় স্থানাঙ্ক নয় কোনটি?
Edit
Topic: তাপগতিবিদ্যার ১ম সূত্র, তাপগতিবিদ্যা ইসহাক স্যার ৷
Explaination: চাপ, আয়তন, পরম তাপমাত্রাকে তাপগতীয় স্থানাঙ্ক বলে।
19. ধারকের সমবায় পদ্ধতি কয়টি ?
Edit
Topic: ধারক ও ধারকত্ব, স্থির তড়িৎ , ইসহাক স্যার ৷
Explaination: ধারক সমবায় পদ্ধতি - শ্রেণি / সিরিজ, সমান্তরাল
20. বিভব পার্থক্য স্থির থাকলে ধারকের সঞ্চিত শক্তি তার চার্জের-
Edit
Topic: ধারক ও ধারকত্ব, স্থির তড়িৎ , ইসহাক স্যার ৷
Explaination: সঞ্চিত শক্তি P. E = W = 1/2 QV
21. তাপমাত্রার গুনাঙ্কের একক কোনটি?
Edit
Topic: রোধের উপর তাপমাত্রার প্রভাব, চলতড়িৎ, ইসহাক স্যার ৷
Explaination: তাপমাত্রা গুনাঙ্কেরএকক = K-¹ বা °C-¹
22. বিদ্যুৎ শক্তির ব্যবহারিক একক কোনটি?
Edit
Topic: তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপ, চলতড়িৎ, ইসহাক স্যার ৷
Explaination: ক্ষমতার একক ওয়াট/ কিলোওয়াট, সময়ের একক সেকেন্ড৷
23. একটি তারের রোধ R, দৈর্ঘ্য 3 গুন করলে রোধ কত হবে?
Edit
Topic: রোধ ও আপেক্ষিক রোধ, চলতড়িৎ ইসহাক স্যার ৷
Explaination: রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক ৷
24. 1 K Wh= কত জুল?
Edit
Topic: রোধ ও আপেক্ষিক রোধ, চলতড়িৎ ইসহাক স্যার ৷
Explaination: 1 K Wh=1000 Wh = 1000 x 3600 Ws
25. তামাত্রা বৃদ্ধি পেলে কোন পদার্থের রোধ হ্রাস পায় ?
Edit
Topic: রোধের উপর তাপমাত্রার প্রভাব, চল তড়িৎ, ইসহাক স্যার ৷
Explaination: অর্ধপরিবাহীর রোধ কমবে যখন তাপমাত্রা বৃদ্ধি পায় ৷
26. কোনটি প্রাথমিক কোষ নয় ?
Edit
Topic: তড়িৎ কোষ, বিদ্যুৎ কোষের সমবায়, চলতড়িৎ , ইসহাক স্যার ৷
Explaination: প্রাথমিক কোষ = ভোল্টার কোষ,লেকল্যান্স কোষ, শুষ্ক কোষ
27. কোনটি চার্জ প্রবাহের হার পরিমাপের একক?
Edit
Topic: তড়িৎ প্রবাহ, আপেক্ষিক রোধ, রোধ ও কোষ, চলতড়িৎ ইসহাক স্যার ৷
Explaination: চার্জ প্রবাহের হার পরিমাপের একক অ্যাম্পিয়ার৷
28. নিচের কোনটির উপর রোধ নির্ভর করে না ?
Edit
Topic: তড়িৎ প্রবাহ, আপেক্ষিক রোধ, রোধ ও কোষ,চলতাড়িৎ ইসহাক স্যার ৷
Explaination: তড়িৎ প্রবাহের উপর রোধ নির্ভর করে না ৷
29. একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে 220 ভোল্ট ও 1000 ওয়াট লিখা আছে, ইহার রোধ কত ওহম ?
Edit
Topic: ক্ষমতা ও বিদ্যুৎ বিল, চলতড়িৎ ইসহাক স্যার ৷
Explaination: P = v²/R R =(220)²/1000
30. তাপমাত্রা, উপাদান ও দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর -
Edit
Topic: তড়িৎ প্রবাহ, আপেক্ষিক রোধ, রোধ ও কোষ , চলতড়িৎ ইসহাক স্যার ৷
Explaination: রোধ, R= ρl/A; সুতরাং R∝1/A
31. চৌম্বক ফ্লাক্সের এস.আই. একক কোনটি?
Edit
Topic: চৌম্বক ফ্লাস্ক ঘনত্ব,তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চউম্বকত্ব, ইসহাক স্যার।
Explaination: চৌম্বক ফ্লাক্সের একক= Wb, Tm^2, NmA-1
32. অ্যাম্পিয়ারের সূত্র দ্বারা কি নির্ণয় করা হয়?
Edit
Topic: অ্যাম্পিয়ারের সূত্র ও টর্ক ,তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চউম্বকত্ব ।
Explaination: অ্যাম্পিয়ারের সূত্রের সাহায্যে কোন পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের দরুন সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান অর্থাৎ চৌম্বক প্রাবল্য নির্ণয় করা যায়।
33. লোহার কুরী বিন্দু কত?
Edit
Topic: চৌম্বকত্ত ,তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ত্ব, ইসহাক স্যার ।
Explaination: যে তাপমাত্রায় ফেরো চৌম্বক পদার্থ ফেরি চুম্বক পদার্থে পরিণত হয় তাকে কুরি বিন্দু বলে। লোহার কুরী বিন্দু 770°C
34. নিচের কোনটি অস্থায়ী চুম্বকের ব্যবহার নয়?
Edit
Topic: চুম্বকের হিস্টেরেসিস স্থায়ী ও অস্থায়ী চুম্বকের ব্যবহার ,তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চউম্বকত্ব, ইসহাক স্যার।
Explaination: অস্থায়ী চুম্বকের ব্যবহার- বৈদ্যুতিক কলিং বেল তৈরিতে,ক্রেন তৈরিতে, ট্রান্সফরমারের কোর, জেনারেটর এবং মোটরের আর্মেচারে ।
35. চৌম্বক সম্পর্কিত নিচের কোন এককটি সঠিক?
Edit
Topic: MAT 2018
Explaination: চৌম্বক ফ্লাক্স - ওয়েবার। চৌম্বক প্রবেশ্যতা - TmA-¹।চৌম্বক ক্ষেত্রে - টেসলা।চৌম্বক ভ্রামক - Am²।
36. নিচের কোনটি চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য নয়?
Edit
Topic: চৌম্বক ভ্রামক, চুম্বকায়ন মাত্রা, চৌম্বকগ্রহীতা, চৌম্বক প্রাবল্যের মধ্যে সম্পর্ক,তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চউম্বকত্ব, ইসহাক স্যার।
Explaination: চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য-১)খোলা বক্ররেখা। ২)স্থিতিস্থাপক বস্তুর মতো দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়। ৩)দুটি বলরেখা কখনও পরষ্পরকে ছেদ করে না।৪)বলরেখাগুলো উত্তর থেকে দক্ষিন মেরুর দিকে গমন করে। ৫)পরিবাহীর অভ্যন্তরে কোন বলরেখা থাকে না।
37. বৈদ্যুতিক মোটর পরিচালনার কাজে কোন বল ক্রিয়াশীল -
Edit
Topic: অ্যাম্পিয়ারের সূত্র ও টর্ক,তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চউম্বকত্ব, ইসহাক স্যার।
Explaination: টর্কের আরেক নাম ব্যবর্তন বল ৷
38. কৃত্রিম চৌম্বক তৈরিতে কোনটি ব্যবহৃত হয় না ?
Edit
Topic: চৌম্বক ডোমেইন,তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চউম্বকত্ব, ইসহাক স্যার।
Explaination: কাঁচা লোহা, নিকেল, লোহার সংকর ধাতু দিয়ে তৈরি চুম্বক হলো কৃত্রিম চুম্বক ৷
39. স্থায়ী চুম্বক গঠনে উপযোগী নয়?
Edit
Topic: চৌম্বক ডোমেইন,তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চউম্বকত্ব, ইসহাক স্যার।
Explaination: নরম লোহার ধারণ ক্ষমতা বেশি হলেও নিগ্রহ সহনশীলতা ও হিস্টোরেসিস লুপের ক্ষেত্রফল কম হওয়ায় স্থায়ী চুম্বক গঠনে উপযোগী নয় ৷
40. নিচের কোনটি ফোরো চৌম্বক পদার্থ -
Edit
Topic: চৌম্বকত্ব, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চউম্বকত্ব, ইসহাক স্যার।
Explaination: ফেরো চৌম্বক পদার্থের উদাহরন = লোহা, নিকেল, কোবাল্ট ৷
41. নিচের কোনটির কার্যনীতি আবেশক্রিয়ার উপর প্রতিষ্ঠিত?
Edit
Topic: ট্রান্সফর্মার , তড়িৎ চুম্বকীয় আবেশ, ইসহাক স্যার ৷
Explaination: তড়িৎ আবেশের উপর ভিত্তি করে ট্রান্সফরমার ও জেনারেটর তৈরি হয় ৷
42. কুন্ডলীর তল ক্ষেত্রের সাথে কত কোনে থাকলে চৌম্বক ফ্লাক্সের মান সর্বোচ্চ হবে?
Edit
Topic: চৌম্বক ফ্লাক্স, চৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ, ইসহাক স্যার ।
Explaination: কুন্ডলী তল ক্ষেত্রের সাথে সমান্তরালে থাকলে চৌম্বক ফ্লাস্ক সর্বনিম্ন হবে।
43. কোন দুটি ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ কুন্ডলের পাক সংখ্যার অনুপাত 1:2 . কুণ্ডলীদ্বয়ের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত কত হবে?
Edit
Topic: পারস্পরিক আবেশ এর ব্যবহার, তড়িৎ চৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ, ইসাহাক স্যার।
Explaination: np/ns=Is/Ip 1/2= Is/Ip Ip/Is= 2/1
44. নিচের কোনটি এসিকে ডিসিতে পরিণত করে?
Edit
Topic: সরাসরি প্রবাহ ও দিক পরিবর্তী প্রভাব, তড়িৎ চৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ,ইসাহাক স্যার।
Explaination: এসি কে ডিসিতে রূপান্তরিত করে -ডায়োড বিবর্ধক হিসেবে কাজ করে- ট্রানজিস্টর
45. বিদ্যুৎ চুম্বকীয় আবেশ কত প্রকার?
Edit
Topic: স্বকীয় আবেশ, তড়িৎ চৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ, ইসাহাক স্যার।
Explaination: বিদ্যুৎ চুম্বকীয় আবেশ দুই প্রকার- স্বকীয় আবেশ, পারস্পরিক আবেশ
46. কোন রংয়ের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম?
Edit
Topic: তড়িৎ চুম্বকীয় তরঙ্গ,তড়িৎ চৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ, ইসাহাক স্যার।
Explaination: দৃশ্যমান আলাের বর্ণালিতে বেগুনী আলাে তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন।
47. আলোর অপবর্তণ কোন কারণে ঘটে?
Edit
Topic: অপবর্তন,তড়িৎ চৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ, ইসাহাক স্যার।
Explaination: আলাের ব্যতিচার ধর্মের কারণে অপবর্তন ঘটে।
48. আলোক কোয়ান্টাম তত্ত্বের চমকপ্রদ ধারণা প্রবর্তন করেন কে?
Edit
Topic: তড়িৎ চুম্বকীয় তরঙ্গ,তড়িৎ চৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ, ইসাহাক স্যার।
Explaination: আলোক কোয়ান্টাম তত্ত্বের চমকপ্রদ ধারণা প্রবর্তন করেন ম্যাক্স প্ল্যাঙ্ক |
49. কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি?
Edit
Topic: তড়িৎ চুম্বকীয় তরঙ্গ,তড়িৎ চৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ, ইসাহাক স্যার।
Explaination: তরঙ্গদৈর্ঘ্য এর ক্রম - বেগুনী<নীল<আসমানী<সবুজ<হলুদ<কমলা<লাল ।
50. দুটি তরঙ্গের মধ্যে ব্যতিচার ঘটার শর্ত নয় কোনটি ?
Edit
Topic: ব্যতিচার ও ইয়াং এর দ্বিচির পরীক্ষা, ভৌত আলোক বিজ্ঞান, ইসাহাক স্যার।
Explaination: ব্যতিচার এর ক্ষেত্রে একই কম্পাঙ্ক,বেগ,তরঙ্গদৈর্ঘ্য,বিস্তার ও দশাসম্পন্ন হতে হবে।
51. দৃশ্যমান বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তৃতি-
Edit
Topic: তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ভৌত আলোক বিজ্ঞান, ইসাহাক স্যার।
Explaination: দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তৃতি = 4000-8000 Å
52. 1 amu ভরের সমতুল্য শক্তি -
Edit
Topic: অপেক্ষিক তত্ত্ব, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা,ইসহাক স্যার।
Explaination: 1 amu= C¹² পরমানুর ভরের 1/12 অংশ।
53. কোনটি ফোটনের বৈশিষ্ট্য নয়?
Edit
Topic: মৌলিক বল, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, ইসহাক স্যার।
Explaination: ফোটন চার্জহীন,স্থির ভর শূণ্য তবে ভরবেগ আছে, আলোর বেগে চলে ,E= hc/λ
54. কোন বিজ্ঞানী শক্তির ক্ষুদ্রতম এককের নাম দেন 'কোয়ান্টাম'?
Edit
Topic: কোয়ান্টাম তত্ত্ব,আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, ইসহাক স্যার।
Explaination: ম্যাক্স প্ল্যাঙ্ক শক্তির ক্ষুদ্রতম এককের নাম দেন কোয়ান্টাম।
55. একটি ধাতব পৃষ্ঠে অতিবেগুনী রশ্মি আপতিত হলে কোন কণা নির্গত হয়?
Edit
Topic: আলোক তড়িৎক্রিয়া,আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, ইসহাক স্যার।
Explaination: ধাতব পৃষ্ঠে অতি বেগুনী রশ্মি আপতিত হলে ফটো ইলেকট্রন নির্গত হয়।
56. .নিচের কোনটি নিউটনীয় বা চিরায়ত বলবিদ্যায় পরিবর্তনশীল ?
Edit
Topic: বিশেষ আপেক্ষিকতার সুত্র,আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, ইসহাক স্যার।
Explaination: বেগ নিউটনীয় বা চিরায়ত বলবিদ্যায় পরিবর্তনশীল
57. নিচের কোনটিতে পদার্থবিদ্যার লব্ধ জ্ঞান চিকিৎসা বিদ্যায় প্রয়োগ করা হয় না?
Edit
Topic: MAT 2019
Explaination: বায়োমেট্রিক হলো ব্যাক্তির গঠনগত বা আচরণগত বৈশিষ্টের আলোকে অদ্বিতীয় ভাবে শনাক্ত করার কৌশল।এটি চিকিৎসাবিদ্যা নয়।
58. তেজস্ক্রিয়তার SI Unit কোনটি?
Edit
Topic: MAT 2018
Explaination: তেজস্ক্রিয়তা পরিমাপের একক দুইটি।যথা-কুরী ও বেকরেল।তবে SI একক বেকরেল।
59. নিউট্রনের আবিষ্কারক কে?
Edit
Topic: পরমাণুর গঠনের ধারণার ত্রুমবিকাশ, পরমাণুর মডেল ও নিউক্লীয় পদার্থবিজ্ঞান, ইসহাক স্যার
Explaination: রাদারফোর্ড - নিউক্লিয়াস চ্যাডউইক- নিউট্রন থমসন- ইলেকট্রন
60. ইউরেনিয়ামের অর্ধআয়ু কত বছর?
Edit
Topic: তেজস্ক্রিয়তা,পরমাণুর মডেল ও নিউক্লীয় পদার্থবিজ্ঞান, ইসহাক স্যার
Explaination: ইউরেনিয়ামের অর্ধায়ু 5 × 10 8 বছর এবং গড় আয়ু ৪৫০ বছর।
61. ɑ, β ও γ রশ্মি তেজস্ক্রিয় পদার্থ থেকে বের হয়-
Edit
Topic: MAT 1996
Explaination: তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য- ১)যেসব মৌলের পারমানবিক সংখ্যা ৮৩ এর বেশী সেসব পদার্থই তেজস্ক্রিয় ধর্ম দেখায়।২)তেজস্ক্রিয়াতা স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত নিউক্লিও ঘটনা এবং অবিরাম প্রক্রিয়া। ৩)তাপমাত্রা বা চাপের পরিবর্তন,পারিপার্শ্বিক কোন বিকিরন,বিদ্যুৎ বা চৌম্বকক্ষেত্র,বাহ্যিক কোন বল ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না।৪)আলফা,বিটা ও গামা রশ্মি নির্গত হয়।
62. নিউট্রন তারকা সংকুচিত হয়ে কি হয়?
Edit
Topic: MAT 2020
Explaination: নক্ষত্রের শ্রেণীবিভাগ করা যায় মহাকর্ষের বিরুদ্ধে কার্যরত বল দিয়ে। যে নক্ষত্র গ্যাসের চাপে টিকে আছে, সেটা স্বাভাবিক, গড়পড়তা নক্ষত্র, যেমন আমাদের সূর্য। ইলেকট্রনের বিকর্ষণে টিকে থাকা নক্ষত্রকে বলে – সাদা বামন (White Dwarf). এমন হলে সূর্যের আকার হয়ে যায় পৃথিবীর মত। নিউক্লীয় বল দ্বারা টিকে থাকা নক্ষত্রকে বলে – নিউট্রন তারকা (Neutron Star). এমন হলে সূর্যের আকার হবে একটা শহরের মত। আর নক্ষত্র যদি এতো বড় হয় যে ধসের পর নিশ্চিহ্ন হয়ে যায়, সেটাকে বলে কৃষ্ণগহবর (Black Hole).”
63. হ্যাড্রন কণা কয় ধরণের ?
Edit
Topic: মৌলিক কণা, জ্যোতির্বিজ্ঞান, ইসহাক স্যার ৷
Explaination: মেসন ও বেরিয়ন ৷
64. বিগ ব্যাঙ মডেলের জনক কে ?
Edit
Topic: মহাবিশ্ব সৃষ্টির রহস্য, জ্যোতির্বিজ্ঞান, ইসহাক স্যার ।
Explaination: এডউইন হাবল মহাবিশ্বের প্রসারন আবিস্কার করেন ৷
65. কত ধরনের কোয়ার্ক আছে?
Edit
Topic: মৌলিক কণা, জ্যোতির্বিজ্ঞান, ইসহাক স্যার ৷
Explaination: ৬ ধরনের কোয়ার্ক = আপ, ডাউন, স্ট্রেঞ্জ, চার্ম, টপ ও বটম।
66. এক্সরে টেলিস্কোপে কোন কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?
Edit
Topic: মহাকাশ পর্যবেক্ষণে ব্যবহৃত যন্ত্রের মূলনীতি, জ্যোতির্বিজ্ঞান, ইসহাক স্যার।
Explaination: ইরিডিয়াম ও সোনার প্রলেপ দেওয়া হয়।
67. যে তারকার ভর 1.4 সৌরভরের অপেক্ষা কম, তাদের জীবনচক্র কিভাবে শেষ হয়?
Edit
Topic: নক্ষত্রের জীবন কাহিনী, জ্যোতির্বিজ্ঞান, ইসহাক স্যার।
Explaination: ভর 1.4 M⁰ গুণ কম = শ্বেত বামন .ভর 1.4 M⁰ ও 3M⁰ এর মধ্যে=নিউট্রনতারকা
68. যে সমস্ত পরমানুতে সমান সংখ্যক নিউট্রন আছে তাদেরকে কি বলে?
Edit
Topic: কতগুলো প্রয়োজনীয় রাশি, পরমানুর মডেল ও নিউক্লিয় পদার্থ বিজ্ঞান।
Explaination: যে সমস্ত পরমানুতে সমান সংখ্যক নিউট্রন আছে তাদেরকে আইসোটোন বলে
69. কোনটি অর্ধপরিবাহীর উদাহরন ?
Edit
Topic: পরিবাহী অপরিবাহী ও অর্ধ-পরিবাহী, সেমিকন্ডাক্টর ও ইলেক্ট্রনিক্স, ইসহাক স্যার ৷
Explaination: জার্মেনিয়াম , সিলিকন, কার্বন, গ্যালিয়াম, আর্সেনাইড ইত্যাদি অর্ধপরিবাহী ৷
70. কোনটি IC এর সুবিধা নয়?
Edit
Topic: ইন্টিগ্রেটেড সার্কিট,সেমিকন্ডাক্টর ও ইলেক্ট্রনিক্স, ইসহাক স্যার ৷
Explaination: lC এর সুবিধা হলো সংযোগ সংখ্যা কম কিন্তু নির্ভরযোগ্যতা বেশি ৷
71. সূর্য প্রতি সেকেন্ডে কত জুল শক্তি বিকিরন করে?
Edit
Topic: নক্ষত্রের জীবন কাহীনি , জ্যোতির্বিজ্ঞান, ইসহাক স্যার ৷
Explaination: সূর্য প্রতি সেকেন্ডে 4x 10²⁶ জুল শক্তি বিকিরন করে
72. কোন গ্যাসের গামা এর মান 1.33?
Edit
Topic: মোলার আপেক্ষিক তাপ, তাপগতিবিদ্যা, ইসহাক স্যার ৷
Explaination: carbon dioxide ত্রিপারমাণুবিক গ্যাস
73. কোনটি মহাবিশ্বের মৌলিক উপাদান নয়?
Edit
Topic: মহাবিশ্বের মূল বস্তু ও ঘটনা, জ্যোতির্বিজ্ঞান, ইসহাক স্যার ৷
Explaination: মহাবিশ্বের মৌলিক উপাদান =সৌরজগৎ, নক্ষত্রপুঞ্জ, গ্যালাক্সি ৷
74. চার্জ নিরপেক্ষ রশ্মি কোনটি?
Edit
Topic: পরমাণু মডেল, পরমনুর মডেল ও নিউক্লিয় পদার্থবিজ্ঞান, ইসহাক স্যার ৷
Explaination: গামা রশ্মির কোন আধান নেই ৷
75. কোনটি মৌলিক গেট নয়?
Edit
Topic: লজিক গেট, সেমিকন্ডাক্টর ও ইলেক্ট্রনিক্স, ইসহাক স্যার ৷
Explaination: NAND = AND + NOT
76. কোনটি মূল বর্ণ নয়?
Edit
Topic: আলোর বিচ্ছুরন, জ্যামিতিক আলোকবিজ্ঞান ইসহাক স্যার ৷
Explaination: লাল, নীল, আসমানী > মূল বর্ণ
77. ভিকালয় স্থায়ী চুম্বকের উপাদান নয়-
Edit
Topic: স্থায়ী চুম্বক, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব ইসহাক স্যার ৷
Explaination: ভিকালয়->লোহা,কোবাল্ট,ভ্যানাডিয়াম
78. কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি ?
Edit
Topic: তড়িৎ চুম্বকীয় বর্নালি, ভৌত আলোকবিজ্ঞান ইসহাক স্যার ৷
Explaination: বেতার তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য বেশি৷
79. পটাশিয়ামের কার্য অপেক্ষকের মান কত ?
Edit
Topic: লেখচিত্র থেকে ফটো ইলেকট্রিক ক্রিয়ার সমীকরণ প্রতিপাদন, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা ইসহাক স্যার ৷
Explaination: সিজিয়াম - 2.14 সোডিয়াম -2.75 রুপা - 4.75
80. ফিউজ তার হিসেবে ব্যবহার হয় -
Edit
Topic: বৈদ্যুতিক ফিউজ , চল তড়িৎ, ইসহাক স্যার ৷
Explaination: ৩ ভাগ সিসা ও ১ ভাগ টিন ব্যবহৃত হয়
81. আবদ্ধ মহাবিশ্বের ঘনত্ব Ω এর কোনটি সঠিক?
Edit
Topic: মহাবিশ্ব সৃষ্টির রহস্য, জ্যোতির্বিজ্ঞান, ইসহাক স্যার
Explaination: উন্মুক্ত মহাবিশ্বের ক্ষেত্রে,Ω < 1 সমতল মহাবিশ্বের ক্ষেত্রে Ω= 1
82. ছায়াপথসমূহের অপসারণ বেগের মান তাদের দূরত্বের -
Edit
Topic: মহাবিশ্ব সৃষ্টির রহস্য, জ্যোতির্বিজ্ঞান, ইসহাক স্যার ৷
Explaination: সূত্র অনুসারে v = Hd, [H= হাবল ধ্রুবক ] সুতরাং V ∝d
83. অ্যামপ্লিফায়ার হিসেবে ট্রানজিস্টরের ব্যবহার নয় নিচের কোনটিতে?
Edit
Topic: ট্রানজিস্টর, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, ইসহাক স্যার ৷
Explaination: ট্রানজিস্টরের ব্যবহার - ১ )তড়িৎ সংকেত বিবর্ধন ২) উচ্চ গতি সুইচ ৩) ইন্টার কম ,এলার্ম সার্কিট , রেডিও, মাইক
84. অর্ধপরিবাহী ক্লাস কে উত্তপ্ত করলে এর -
Edit
Topic: পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী ,সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স ,ইসহাক স্যার ৷
Explaination: এক্ষেত্রে রোধ হ্রাস পাওয়ার কারণে পরিবাহিতা বৃদ্ধি পায় ৷
85. নিম্নের কোনটি নিউক্লিয় ঘটনা নয় ?
Edit
Topic: নিউক্লিয়াসের গঠন, পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান,ইসহাক স্যার ৷
Explaination: তড়িৎ চুম্বক বর্ণালী ইলেকট্রনের শক্তি বিকিরণে তৈরি হয় ৷ তাই এটি নিউক্লিয় ঘটনা নয়
86. রেডিও আইসোটোপ এর ব্যবহার নয় কোনটি?
Edit
Topic: নিউক্লিয় বিক্রিয়া, নিউক্লিয় ফিউশন ও ফিশন, পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান , ইসহাক স্যার ৷
Explaination: রেডিও বা তেজস্ক্রিয় আইসোটোপ এর ব্যবহার - ১ ) কৃষি ক্ষেত্র ২ )চিকিৎসা শাস্ত্র ৩) গবেষণা বিজ্ঞান ৪)শিল্প বিজ্ঞান
87. তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকেβ কনার নির্গমন কোন মৌলিক বলের অস্তিত্ব প্রমাণ করে?
Edit
Topic: মৌলিক বল, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা ,ইসহাক স্যার ৷
Explaination: তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা কোন এবং নিউট্রনীয় কণার নির্গমন দুর্বল নিউক্লিয় বলের অস্তিত্ব প্রমাণ করে ৷
88. ফার্মাটের নীতির সাহায্যে আলোর কোন ধর্মের ব্যাখ্যা দেওয়া যায় না?
Edit
Topic: ফার্মাটের নীতি, জ্যামিতিক আলোকবিজ্ঞান , ইসহাক স্যার ৷
Explaination: ফার্মাটের নীতির সাহায্যে আলোর প্রতিফলন, প্রতিসরন ও সরল রৈখিক গতি ব্যাখা করা যায়।
89. হাইগেনের নীতির সাহায্যে নিচের কোনটির ব্যাখ্যা দেয়া যায়?
Edit
Topic: তড়িৎ চুম্বকীয় বর্ণালী ও তরঙ্গ মুখ, ভৌত আলোক , ইসহাক স্যার ৷
Explaination: হাইগেনের নীতির সাহায্যে আলোর প্রতিফলন ও প্রতিসরণের সূত্র বিশ্লেষণ করা যায় ৷ উপরিপাতন নীতির সাহায্যে ব্যতিচার স্থির তরঙ্গ ও বিট ব্যাখ্যা করা যায় ৷
90. উৎস হতে উৎপন্ন আলোর তরঙ্গ মুখ উৎসের কাছাকাছি হলে উৎপন্ন তরঙ্গ মুখ কেমন হবে ?
Edit
Topic: তড়িৎ চুম্বকীয় বর্ণালী ও তরঙ্গ মুখ, ভৌত আলোক , ইসহাক স্যার ৷
Explaination: উৎসের কাছাকাছি হলে তরঙ্গ মুখ - গোলীয় , আর বহু দূরের ক্ষেত্রে -সমতল হবে ৷
91. কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক নিম্নের কোনটির ওপর নির্ভরশীল নয় ?
Edit
Topic: বিম্ব ,জ্যামিতিক আলোক বিজ্ঞান ,ইসহাক স্যার ৷
Explaination: প্রতিসরাঙ্ক আপতন কোণের উপর নির্ভর করে না, কেবল মাধ্যমদ্বয়ের প্রকৃতি ও আলোর রঙের উপর নির্ভর করে ৷
92. জটিল অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক?
Edit
Topic: দৃষ্টি সহায়ক যন্ত্র, জ্যামিতিক আলোকবিজ্ঞান, ইসহাক স্যার ৷
Explaination: অভিলক্ষ্যের ফোকাস দূরত্ব ও উন্মেষ ছোট এবং এতে বাস্তব, , বিবর্তিত বিম্ব গঠিত হয় ৷
93. নিচের কোন বিজ্ঞানী তড়িৎ চুম্বকীয় আবেশ আবিষ্কার করেন ?
Edit
Topic: তড়িৎচুম্বকীয় আবেশ, তড়িৎ চুম্বকীয় আবেশ ও পরিবর্তি , ইসহাক স্যার ৷
Explaination: ১৮৩১ সালে সর্বপ্রথম মাইকেল ফ্যারাডে তার পরীক্ষা লব্ধ ফলাফল প্রকাশ করেন ৷ যার জন্য তাকে তড়িৎ আবেশের আবিষ্কর্তা বলা হয় ৷
94. কুণ্ডলী তল ক্ষেত্রের সাথে কত কোণে থাকলে চৌম্বক ফ্লাক্স সর্বোচ্চ হবে ?
Edit
Topic: চৌম্বক ফ্লাক্স, তড়িৎ চৌম্বকীয় আবেশ ও পরিবর্তি প্রবাহ , ইসহাক স্যার ৷
Explaination: কুন্ডলী তল ক্ষেত্রের সাথে সমান্তরাল হলে চৌম্বক ফ্লাক্স সর্বনিম্ন হবে ৷
95. নিম্নের কোনটি সিরামিক চৌম্বকের ব্যবহার নয় ?
Edit
Topic: চুম্বকের হিস্টেরেসিস এবং স্থায়ী ও অস্থায়ী চুম্বকের ব্যবহার , তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া ও চুম্বকত্ব, ইসহাক স্যার ৷
Explaination: কম্পিউটারের স্মৃতির ফিতায়, টেপ রেকর্ডারের ফিতায়, রেডিওর এন্টেনা তৈরীতে সিরামিক চুম্বক ব্যবহার হয় ৷
96. নিচের কোনটি চুম্বক দ্বারা সামান্য বিকর্ষিত হয়?
Edit
Topic: চৌম্বকত্ব (প্যারা চৌম্বকত্ব, ডায়া চৌম্বকত্ব ও ফেরোচৌম্বকত্ব), তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব, ইসহাক স্যার ৷
Explaination: বিসমাথ ডায়া চৌম্বক পদার্থ বলে চুম্বক দ্বারা সামান্য বিকর্ষিত হয় ৷
97. কোন যন্ত্রের সাহায্যে আপেক্ষিক রোধ নির্ণয় করা যায়?
Edit
Topic: রোধ ও আপেক্ষিক রোধ, যান্ত্রিক ফিউজ , চল তড়িৎ , ইসহাক স্যার ৷
Explaination: মিটার ব্রিজ দিয়ে আপেক্ষিক রোধ নির্ণয় করা হয় ৷
98. পোটেনশিওমিটারের ব্যবহার নয় কোনটি?
Edit
Topic: কির্শফের সূত্র , ব্যবহার এবং শান্ট, চল তড়িৎ , ইসহাক স্যার ৷
Explaination: বিভব পতন পদ্ধতিতে যে যন্ত্রের সাহায্যে ছোট মানের বিভব বৈষম্য ও বিদ্যুৎ চালক শক্তি সূক্ষ্মভাবে নির্ণয় করা যায় তাকে পোটেনশিওমিটার বলে ৷
99. ঋণাত্মক আধানে আহিত বস্তকে পৃথিবীর সাথে সংযুক্ত করলে তার বিভব কত হবে?
Edit
Topic: তড়িৎ বল, তড়িৎ ক্ষেত্র , তড়িৎ ফ্লাক্স , ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ বিভব, স্থির তড়িৎ , ইসহাক স্যার ৷
Explaination: কোন আহিত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করলে বস্তুটি নিস্তড়িৎ হয় ৷
100. প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি-
Edit
Topic: এনট্রপি ও বিশৃঙ্খলা, তাপগতিবিদ্যা , ইসহাক স্যার ৷
Explaination: প্রত্যাগামী প্রক্রিয়ায় তাপগতীয় সামবস্থা বজায় থাকে , এনট্রপি হচ্ছে বিশৃঙ্খলার পরিমাণ যেখানে তাপগতীয় সাম্যবস্থা বজায় থাকে না ৷