Exam
Question View - Eleventh Hour || E20D20 || 14.01.24
1. আধুনিক পর্যায় সারণি সম্পর্কে কোনটি ভুল ?
Edit
Topic: ৩.১ , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: আধুনিক পর্যায় সুত্রঃ মৌলসমুহের ভৌত ও রসায়নিক ধর্মাবলী এদের পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় ।
2. ল্যান্থানাইড সিরিজ সম্পর্কে সঠিক নয় কোনটি ?
Edit
Topic: ৩.১ , f block মৌল , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: ল্যান্থানাইড সিরিজের প্রথম মৌল La(57) d block মৌল , বাকি সব মৌল f block মৌল ।
3. p block মৌলসমূহের সংখ্যা কয়টি?
Edit
Topic: ৩.১ , p block মৌল , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination:
4. Fe3+ আয়নে d অরবিটালে এ electron সংখ্যা কত ?
Edit
Topic: ৩.১ , d block মৌল , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s0
5. s ব্লকের মৌলসমুহের cation এর চুম্বকধর্ম কোনটি ?
Edit
Topic: ৩.২ , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: s ব্লকের মৌলসমুহের cation এ কোন বিজোড় electron না থাকায় , তারা ডায়া- চুম্বকীয় ধর্ম প্রদর্শন করে ।
6. Na ধাতুকে কিসের মধ্যে সংরক্ষণ করা হয় ?
Edit
Topic: সমাধানকৃত সমস্যা ৩.৩ , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination:
7. কার জারণ ক্ষমতা সবচেয়ে বেশি ?
Edit
Topic: 3.2.2 , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: একই পর্যায়ের বাম থেকে ডানে তড়িৎ-ঋণাত্মকতা বাড়তে থাকে , তবে নিষ্ক্রিয় গাস সমুহের তড়িৎ-ঋণাত্মকতা শুন্যের নিকটাবর্তি । এখানে ২য় পর্যায়ের মৌলসমুহকে বিবেচনায় নেওয়া হয়েছে ।
যেহেতু F এর তড়িৎ-ঋণাত্মকতা বেশি তাই তার জারন ক্ষমতা বেশি ।
8. ডুবুরিদের ব্যবহৃত oxygen সিলিন্ডারে সংযুক্তি কোনটি ?
Edit
Topic: ৩.২.২ , নিষ্ক্রিয় গ্যাসসমূহের বিশেষ ব্যাবহার , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination:
9. নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ ?
Edit
Topic: ৩.২.২ , জেনে নাও , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: ১৮০ ডিগ্রি C তাপমাত্রায় ডাইমার Al2Cl6 ভেঙে মোনোমার AlCl3 রুপে সারাসরি কঠিন অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় ঊর্ধ্বপাতিত হয় ।
10. কোনটি ফেরো-চুম্বক পদার্থ নয় ?
Edit
Topic: ৩.২.৩, অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: FECONI , এরা ফেরো-চুম্বক পদার্থ ।
11. নিচের কোনটি অবস্থান্তর মৌল ?
Edit
Topic:
Explaination: Sc , Zn ,Hg এদের সুস্থিত আয়নে d অরবিটাল সম্পূর্ণ (Zn ,Hg) ও খালি (Sc) থাকে , কিন্তু Cu এর ক্ষেত্রে তা হয় না , তাই সে অবস্থান্তর মৌল ।
12. ধাতব বন্ধনের কোন ক্রমটি সঠিক ?
Edit
Topic: ৩.৩ , ক - গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: গ্রুপ ১ এর ধাতু সমুহের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে তাদের ধাতব বন্ধনের শক্তি কমতে থাকে ।
13. কোনটির electron আসক্তির মান সর্বনিম্ন ?
Edit
Topic: ৩.৩ , electron আসক্তি , চিত্র ৩.১১ , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: ধাতুসমুহের electron আসক্তির মান অধাতুসমুহের তুলনায় কম হয় , যেহেতু এখানে Cs একমাত্র ধাতু তাই তার electron আসক্তির মান কম হয় ।
14. কোনটি তড়িৎ নিরপেক্ষ মৌল ?
Edit
Topic: ৩.৩ , ৪-তড়িৎ ঋণাত্মকতা , অ-৩ , রসায়ন ১ম পত্র , কবির স্যার ।
Explaination: নিষ্ক্রিয় গ্যাসসমুহ তড়িৎ নিরপেক্ষ হয় , কারন তারা সাধারণত কোন রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয় না ।
15. নাইট্রিক এসিডের anhydride নয় নিচের কোনটি ?
Edit
Topic: ৩.৫ , , অ-৩ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: যেসব অধাতব oxide পানির সাথে বিক্রিয়ায় অ্যাসিড উৎপন্ন করে , তাদেরকে ওই এসিডের anhydride বলা হয়।
এখানে N2O4 , N2O5 উভয় পানির সাথে বিক্রিয়া করে HNO3 উৎপন্ন করে , কিন্তু , N2O3 পানির সাথে বিকিয়ায় HNO2 তৈরি করে , তাই N2O3 , HNO2 এর anhydride .
16. রাসায়নিক ল্যাবে সর্বোত্তম পরিষ্কারকরুপে কাকে ব্যাবহার করা হয় ?
Edit
Topic: ১.৩.১ , ক্রোমিক এসিড মিশ্রণ , অ-১ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination:
17. পল-বুঙ্গি ব্যাল্যান্সে এক গ্রামের চতুর্থ দশমিক স্থান পর্যন্ত পরিমাপ করার জন্য কি ব্যাবহার করা হয় ?
Edit
Topic: ১.৪.১ , রাইডার ও রাইডার ধ্রুবক , অ-১ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: পল-বুঙ্গি ব্যাল্যান্সে এক গ্রামের চতুর্থ দশমিক স্থান পর্যন্ত পরিমাপ করার জন্য ৫ বা ১০ মিগ্রা. ভরের রাইডার ব্যাবহার করা হয় ।
18. ডিজিটাল ব্যাল্যান্সের অপর নাম কি ?
Edit
Topic: ১.৪.২ , অ-১ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination:
19. অজৈব লবনের cation & anion শনাক্তকরণ কোন পদ্ধতির মাধ্যমে করা হয় ?
Edit
Topic: ১.৪.৩ , অ-১ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination:
20. অ্যাকুয়া রেজিয়ার সংযুক্তি কোনটি?
Edit
Topic: ১.৬.১ , পোরসেলিন বাটি উত্তপ্তকরন , অ-১ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination:
21. লোহার মরিচা পড়ার সময় কে জারিত হয় ?
Edit
Topic: ৪.০ অ-৪ , রসায়ন ১ম পত্র , কবির স্যার ।
Explaination: লোহার মরিচা পড়ার সময় লোহা জারিত হয় ও মুক্ত oxygen gas বিজারিত হয় ।
Fe+O2+ x.H2O = Fe2O3.3H2O
বিক্রিয়কে Fe এর জারন মান ০
উৎপাদে Fe এর জারন মান +৩
বিক্রিয়কে O এর জারন্ মান = ০
উৎপাদে O এর জারন মান = ২-
22. নিচের কোনটি সবুজ দ্রাবক ?
Edit
Topic: ৪.১.৩ , সবুজ দ্রাবক , অ-৪ , রসায়ন ১ম পত্র , কবির স্যার ।
Explaination: সুপার ক্রিটিক্যাল fluid বা পলি – লাক্টাইড-CO2 ফেজ সিস্টেম কে সবুজ দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় । এটিকে পুনঃব্যাবহার করা হয় ফলে পরিবেশ নীট কার্বন নিঃসরনের পরিমাণ প্রায় শুন্য হয় ।
23. বিক্রিয়ার হার ধ্রুবক সম্পর্কে সত্য –
Edit
Topic: ৪.৩.১ , বিক্রিয়ার হার ধ্রুবকের বৈশিষ্ট্য , অ-৪ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination:
24. কোন প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 693s হলে , বিক্রিয়ার হার ধ্রুবক কত ?
Edit
Topic:
Explaination: আমরা জানি , প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু ,t(1/2) = .693/k
বা , 693 = .693/k
বা , k = .693/693
বা , k = .001
25. সক্রিয়ন শক্তি সম্পর্কে কোন তথ্যটি সঠিক?
Edit
Topic: ৪.৩.৫ , (খ) বিক্রিয়ার হার ও সক্রিয়ন শক্তির মধ্যে সম্পর্ক , অ-৪ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: সক্রিয়ন শক্তি ও বিক্রিয়ার হারের মধ্যে ব্যাস্তানুপাতিক সম্পর্ক , আবার বিক্রিয়ার হার ও বিক্রিয়ার হার ধ্রুবকের মধ্যে সমানুপাতিক সম্পর্ক । তাই , সক্রিয়ন শক্তি ও বিক্রিয়ার হার ধ্রুবকের মধ্যে ব্যাস্তানুপাতিক সম্পর্ক হবে ।
26. নিচের কোনটি অসামঞ্জস্যপূর্ণ –
Edit
Topic: ৪.৪ , অ-৪ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: সালফারের গুঁড়া , As2O3, ধুলাবালি এরা প্রভাবক বিষ , অপরদিকে Mo প্রভাবক সহায়ক ।
Trick: DAS-
D- Dust ( ধুলা-বালি )
A- As2O3
S- সালফার গুঁড়া ।
27. অনুঘটকের বৈশিষ্ট্য নয় কোনটি?
Edit
Topic: ৪.৪, অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
28. লা-শাতেলিয়ার নীতি অনুসারে নিচের কোনটি ভুল হতে পারে না ?
Edit
Topic: ৪.৬ , অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপ ও ঘনমাত্রা পরিবর্তন করলে সাম্যবস্থার পরিবর্তন ঘটলেও সাম্যধ্রুবকের কোন পরিবর্তন ঘটেনা , কিন্তু তাপমাত্রা পরিবর্তন করলে সাম্যধ্রুবকের পরিবর্তন হয় ।
29. উভমুখী বিক্রিয়ার সাম্যবস্থা কিসের উপর নির্ভরশীল ?
Edit
Topic: ৪.৬ , অ-৪ রসায়ন ১ম পত্র , কবির স্যার ।
Explaination: লা-শাতেলিয়ার নিয়ম অনুসারে বিক্রিয়ার সাম্যবস্থা নির্ভর করে –
উপাদানের ঘনমাত্রা
তাপমাত্রা
চাপ
নিষ্ক্রিয় পদার্থ সংযোগ
30. kc & Qc নিয়ে কোনটি অসামঞ্জস্যপূর্ণ –
Edit
Topic: ৪.৬.৩ , দ্রষ্টব্য , অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: Kc>Qc হলে , সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার চেয়ে কম হয় , তার মানে উৎপাদের পরিমান কম , তাই বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করে বা উৎপাদের ঘনমাত্রা বাড়াতে হবে , তখন Qc=kc হবে ।
31. A(s) + B(g) = C(g) ; উক্ত বিক্রিয়ায় kP =? [ ] দিয়ে আংশিক চাপ বোঝনো হল
Edit
Topic:
Explaination: তরল বা কঠিন পদার্থ সমূহের ক্ষেত্রে তাদের সক্রিয় ভর ১ একক ধরা হয় । তাই এখানে A এর সক্রিয় ভর ১ ধরা হয়েছে ।
32. a mol পদার্থের যদি α পরিমাণ বিয়োজিত হয় – কোনটি ভুল ?
Edit
Topic: ৪.৯.৩ , বিশেষ দ্রষ্টব্য , অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
33. ক্ষারকের শক্তিমাত্রা নির্ভরশীল নয় –
Edit
Topic: ৪.১১ , ক্ষারকের শক্তিমাত্রার নির্ভরশীলতা , অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
34. Al2O3 এর অম্লত্ব কত?
Edit
Topic: ৪.১১.২, অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
35. নিচের কোনটি অম্ল ক্ষারক যুগল ?
Edit
Topic:
Explaination: O2 , H2O এরা নিরপেক্ষ যৌগ ( পরস্পরের সাপেক্ষে )
H3O+ , H2O এটি প্রোটন ও পানির যুগল
H+ , Cl- cation-anion যুগল ।
36. আলফা কণা সম্পর্কে কোনটি ভুল ?
Edit
Topic: ২.১.১ , আলফা কণার বৈশিষ্ট্য , অ-২ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination:
37. বোর পরমাণু মডেল থেকে কিসের ধারণা পাওয়া যায় না ?
Edit
Topic: ২.১.৩ , অ-২ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুর আবর্তনশীল electron এর কক্ষপথ দ্বিমাত্রিক সমতলীয় ।
38. H পরমাণুর ১ম কক্ষপথের ব্যাসার্ধ যদি a হয় , ৩য় কক্ষপথের ব্যাসার্ধ কত ?
Edit
Topic: ২.১.৫ , অ-২ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: যদি ১ম কক্ষপথের ব্যাসার্ধ a হয় , তাহলে n তম কক্ষপথের ব্যাসার্ধ = a * n^2
৩য় কক্ষপথের ব্যাসার্ধ = a * 3^2
= 9a
39. electron microscope এ electron এর কোন ধর্মকে কাজে লাগানো হয় ?
Edit
Topic: ২.২ , ডি-ব্রগলির সমীকরণ , অ-২ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination:
40. আইজেন মানের তাৎপর্য কি ?
Edit
Topic: ২.২ , স্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ , অ-২ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: আইজেন মান দ্বারা পরমাণুতে কতগুলো নির্দিষ্ট শক্তিস্তর বা অরবিটকে বুঝানো হয় ।
41. সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে কোনটি ভুল হতে পারে না ?
Edit
Topic: ২.২.২ , অ-২ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: l এর মান 0 থেকে (n-1) পর্যন্ত হয়ে থাকে ।
S উপস্তরের জন্য l এর মান একটি এবং তা হল 0 ।
42. পরমাণুর electron এর চুম্বক ধর্ম ব্যাখ্যায় কোন কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন ?
Edit
Topic: ২.২.৩ , অ-২ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: নোটঃ কিন্তু পরমাণুর অভ্যন্তরে electron ও নিউক্লিউয়াসের মধ্যে আকর্ষণের ফলে সৃষ্ট বিদ্যুৎক্ষেত্রের প্রভাবে তৈরি হওয়া চুম্বকক্ষেত্র; m কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় ।
43. ভুল বলবে কোনটিকে ?
Edit
Topic: ২.২.৯ , ছক , অ-২ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: গামা রশ্মি একটি তড়িৎ-চুম্বকীয় রশ্মি যার কোন ভর নেই ।
44. আউফবাউ নীতির ব্যাতিক্রম কোনটি ?
Edit
Topic: ২.৪ , electron বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম, অ-২ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: ক্রোমিয়ামের ২o তম electron টি 4s অরবিটালে প্রবেশ না করে উচ্চশক্তির 3d অরবিটালে প্রবেশ করে । কারণ অর্ধপূর্ণ বা পূর্ণ electron বিন্যাস বেশি স্থিতিশীল ।
45. নিচের কোনটি NMR পরমাণু নয় ?
Edit
Topic: ২.১০ , MRI এর মূলনীতি , অ-২ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: বিজোড় সংখ্যক নিউট্রন বা প্রোটন যুক্ত পরমাণুকে NMR পরমাণু বলে ।
এখানে, Ca এর প্রোটন বা নিউট্রন দুটোই জোড় (২০) , তাই সে NMR পরমাণু নয় ।
46. ভৌত ও রাসায়নিক ধর্মাবলীর উপর নিচের কোনটির প্রভাব নেই?
Edit
Topic: 2.2.8, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: একই মৌলের সব আইসোটোপের ভৌত ও রাসায়নিক ধর্ম একই হয়। আর নিউট্রনের তারতম্যের কারনেই আইসোটোপের সৃষ্টি। সুতরাং ভৌত ও রাসায়নিক ধর্মাবলীর উপর নিউট্রনের কোনো প্রভাব নেই।
47. শিখা পরীক্ষায় কোন ধাতব মৌল আলোক ছাকনির তলায় বর্নহীন?
Edit
Topic: 2.11, সারণী-২.৫, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
48. কক্ষ তাপমাত্রায় নিচের কোনটি পানিতে দ্রবনীয়?
Edit
Topic: 2.12.2, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: F- আকার ছোট হওয়ায় F- আয়নের পানি যোজন খুব ঘনিষ্ট ভাবে হয় তাই F- আয়নের Hydration Enthalpy অন্য সব হ্যালোজেন আয়নের চেয়ে বেশি। ফলে Ag+ ও F- আয়ন গুলোর মোট Hydration Enthalpy তাদের Lattice Enthalpy থেকে বেশি এইজন্য AgF কক্ষ তাপমাত্রায় পানিতে দ্রবনীয়।
49. তড়িৎ চুম্বকীয় বিকিরণের কোন অঞ্চল Wi-Fi তে ব্যবহৃত হয়?
Edit
Topic: 2.5.1, Chart, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: Wi-Fi, Mobile phone signal, Micro oven এ তড়িৎ চুম্বকীয় বিকিরণের Microwave অঞ্চল ব্যবহৃত হয়।
50. An+ আয়ন হবে কোনটি?An+ + K4[Fe(CN)6]=সাদা অধঃক্ষেপ
Edit
Topic: 2.13, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
51. পেপার ক্রোমাটোগ্রাফিতে Rf এর কোন মানটি যুক্তিযুক্ত?
Edit
Topic: 2.19.2, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: Rf = (উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব)/(দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব) । দ্রাবকের চেয়ে উপাদানের স্পটগুলো ধীরে চলে ফলে Rf মান 1 চেয়ে কম হয়।
52. ধানের তুষ থেকে তেল নিস্কাশনের পদ্ধতি
Edit
Topic: 2.17, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
53. মানবদেহ থেকে নির্গত হয় নিচের কোনটি?
Edit
Topic: 2.9, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
54. ক্রোমাটোগ্রাফির মাধ্যম কয়টি?
Edit
Topic: ২.১৮, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: ক্রোমাটোগ্রাফির মাধ্যম 2টি। যথাঃ
১. স্থির মাধ্যম ২. চলনশীল মাধ্যম
55. নিচের কোন পদ্ধতিতে ন্যাপথালিনকে বিশোধন করা হয়?
Edit
Topic: 2.16.6, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: কর্পুর, আয়োডিন, বেনজোয়িক এসিড, ন্যাপথালিনকে বিশোধন করা হয় উর্ধপাতন প্রক্রিয়ায়।
56. মানুসের রক্তের pH কত?
Edit
Topic: অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার ।
Explaination:
57. পাকস্থলীতে পাচকরসে pH এর মান 1.4 হলে H3O+ এর মোলার ঘনমাত্রা কত?
Edit
Topic: ৪.১২, সমস্যা-৪.৩৯, অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: solution: [H3O+] = antilog(-pH) = antilog(-1.4) = 0.04
58. স্থির তাপমাত্রায় বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সম্যাবস্থা কোন দিকে সরে যায়?
Edit
Topic: ৪.৬.৩, অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
59. H3PO2 এর ক্ষারকত্ব কত?
Edit
Topic:
Explaination: H3PO2 এর গঠনে P-OH bond একটাই তাই এর ক্ষারকত্ব ১।
60. নিচের কোনটি ক্ষারীয় বাফার?
Edit
Topic: 4.13, অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: Na2CO3 + NaHCO3 – [দুর্বল ক্ষারক + অনুবন্ধী এসিড] এর সমন্বয়ে গঠিত দ্রবণকে ক্ষারীয় বাফার বলে।
61. মানুষের রক্তে কোন বাফার সিস্টেম রয়েছে?
Edit
Topic: ৪.১৫, অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: মানুষের রক্তে তিন রকমের বাফার সিস্টেম রয়েছে। যথাঃ
১. প্রোটিন বাফার সিস্টেম
২. বাইকার্বোনেট বাফার ( H2CO3 + NaHCO3 )
৩. ফসফেট বাফার ( Na2HPO4 + NaH2PO4 )
62. নিচের কোনটি উভধর্মী ?
Edit
Topic:
Explaination: HCO3- , প্রোটন গ্রহণ করে H2CO3 অ্যাসিড ও প্রোটন ত্যাগ করে CO32- অনুবন্ধী ক্ষার তৈরি করে ।
63. মাটির উর্বরতা বিনষ্ট হয় pH এর মান –
Edit
Topic:
Explaination: মাটির উর্বরতা বিনষ্ট হয় pH এর মান 9.5 এর উপরে হলে।
64. 298K এ বিশদ্ধ পানির pH কত?
Edit
Topic: 4.12, অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: কক্ষ তাপমাত্রায় বা 25 degree C তাপমাত্রায় বিশদ্ধ পানির pH 7 আর 100 degree C তাপমাত্রায় বিশদ্ধ পানির pH 6.14 ।
65. এসিডের বিয়োজন ধ্রুবক Ka কোনটির উপর নির্ভর করে না ?
Edit
Topic: ৪.১১, অ-৪, রসায়ন ১ম পত্র, কবীর স্যার।
Explaination: এসিডের তীব্রতা বিয়োজন ধ্রুবক (Ka) উপর নির্ভর করে। আবার বিয়োজন ধ্রুবক (Ka) নির্ভর করে-
1. বিয়োজন মাত্রা 2. দ্রাবকের প্রকৃতি 3. অনুবন্ধী ক্ষারকের শক্তি
66. pH=3 এবং pH=6 মাত্রার দুটি দ্রবণ দেয়া আছে। প্রথম দ্রবণটির অম্লের শক্তিমাত্রা ২য় দ্রবণ অপেক্ষা –
Edit
Topic: 4.12, সমস্যা-৪.৫৩, অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: pH = -log[H+]
pH=3 হলে [H^+ ]=10^(-3) M
pH=6 হলে [H^+ ]=10^(-6) M
প্রথম দ্রবণটির অম্লের শক্তিমাত্রা ২য় দ্রবণ অপেক্ষা 10^(-3)⁄10^(-6) = 10^3 = 1000 গুন বেশি।
67. নিচের কোনটির মান সবসময় ঋণাত্মক হয়?
Edit
Topic:
Explaination: স্থির চাপে 1mol পরিমাণ কোনো মৌলিক বা যৌগিক পদার্থকে পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে সম্পুর্নরূপে দহন করলে যে পরিমাণ তাপ নির্গত হয় বা উৎপন্ন হয় তাকে ঐ পদার্থের দহন তাপ বলে। এই অক্সিজেনের সহিত বিক্রিয়া করা বা দহন করা তাপোৎপাদী বিক্রিয়া আর তাপোৎপাদী বিক্রিয়ার তাপ ঋণাত্মকই হয়।
68. হেসের সুত্রের প্রয়োগ নয় কোনটি?
Edit
Topic: 4.21, অ-৪, রসায়ন ১ম পত্র, কবীর স্যার।
Explaination:
69. নিচের কোনটি সঠিক নয়?
Edit
Topic: 4.18, অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
70. নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক নয়?
Edit
Topic:
Explaination: গ্লিসারিন , অ্যানিসোল , ইথানল , sulphiuric acid , hydroquinone = ঋণাত্মক প্রভাবক
খনিজ এসিড = ধনাত্মক প্রভাবক
71. দ্রাবকরূপে CHCl3 এর পরিবর্তে কোনটি ব্যবহৃত হয়?
Edit
Topic: 1.8.3, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: ++ C6H6 , জাইলিন ( C6H4-(CH3)2 ) এর পরিবর্তে ব্যবহার করা হয় Toluene ( C6H5- CH3 )
++ CHCl3 , CCl4 এর পরিবর্তে ব্যবহার করা হয় হেক্সেন (C6H14)
72. Chemistry Lab এ কখন চশমা পড়া আব্যশক?
Edit
Topic: 1.6.1, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
73. কোনটি দ্রবণ স্থানান্তরের জন্য অপরিহার্য ?
Edit
Topic: 1.4.3, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার
Explaination:
74. কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে?
Edit
Topic: 1.10.1, ছকের ১৩ নং, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: HCHO শরীরে প্রবেশ করলে কিডনি নষ্ট হয়ে যায় এবং ক্যান্সার ও হতে পারে।
75. গাঢ় এসিডের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা পেতে বিশেষত কোনটি ব্যবহৃত হয়?
Edit
Topic: 1.13, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: গাঢ় এসিড ( HCl, H2SO4, HNO3 ) লঘূকরণের জন্য Fume hood ব্যবহার করা শ্রেয়।অ
76. দ্রাবক আকর্ষী কলয়েডের স্থায়িত্বের কারণ নয় কোনটি ?
Edit
Topic: 5.6, কলয়েড, অ-৫, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: ++ দ্রাবক আকর্ষী কলয়েডের স্থায়িত্বের কারণ ৩টি - কলয়েড কনার ব্রাউনীয় গতি, কলয়েড কনার একই চার্জের উপস্থিতি ও কলয়েড কনাসমূহের দ্রাবকায়ন।
++ ++ দ্রাবক বিকর্ষী কলয়েডের স্থায়িত্বের কারণ ২টি - কলয়েড কনার ব্রাউনীয় গতি, কলয়েড কনার একই চার্জের উপস্থিতি
77. নিচের কোনটি “Milk of lime” নামে পরিচিত?
Edit
Topic: 5.6, কলয়েড, অ-৫, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
78. ফলের ক্ষেত্রে ক্যানিং তরল হিসেবে ব্যবহৃত হয়-
Edit
Topic: 5.4, অ-৫, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: সাধারণত ক্যানিং তরল হিসেবে ফলের ক্ষেত্রে 30-40% চিনির দ্রবণ, সবজি ও মাংসের ক্ষেত্রে 7-15% NaCl দ্রবণ কৌটার খাদ্যবস্তুতে যোগ করে। এছাড়া প্রিজারভেটিভরূপে 0.25% সাইট্রিক এসিড বা সোডিয়াম বেনজোয়েট বা সোডিয়াম নাইট্রাইট বা নাইট্রেট লবণ যোগ করা হয়।
79. তেল ও চর্বিযুক্ত খাদ্য সংরক্ষণে কোনটি ব্যবহৃত হয়?
Edit
Topic: 5.2.2, anti-oxidant, অ-৫, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
80. খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটি?
Edit
Topic: ৫.২, অ-৫, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: ++ ব্যাকটেরিয়া, ইস্ট, মল্ড দ্বারা পচন ++ এনজাইমের প্রভাবে O2 এর উপস্থিতিতে খাদ্যবস্তুর জারণ বা বিয়োজন ++ ধাতব আয়নের প্রভাবে তৈল ও চর্বিযুক্ত খাদ্যবস্তুতে জারণ-বিয়োজন বিক্রিয়া।
81. টয়লেট ক্লিনারে জীবাণুনাশকরূপে কাজ করে-
Edit
Topic: 5.17, অ-৫, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: ++ টয়লেট ক্লিনারে জীবাণুনাশকরূপে কাজ করে ফেনল। ++ গ্লাস ক্লিনারে জীবাণুনাশকরূপে কাজ করে ইথিলিন গ্লাইকল ++ টয়লেট ক্লিনারে দাগ ও দুর্গন্ধ দূর করতে কাজ করে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। ++ টয়লেট ক্লিনারের কস্টিক সোডা তেল চর্বি ও ময়লা পরিস্কারকরূপে কাজ করে।
82. ক্যাসিনে কোন অ্যামাইনো এসিড থাকে না ?
Edit
Topic: 5.7, অ-৫, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: গ্লুটামিন ও এসপারজিন বাদে বাকী সব অ্যামাইনো এসিড আছে ক্যাসিনে।
83. কোন পদার্থ খাদ্য পচনের জন্য দায়ী?
Edit
Topic: অ-৫, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
84. অন্ত্রের ইমেজিং কাজে নিচের কোন মিশ্রণটি ব্যবহৃত হয়?
Edit
Topic: 5.6, অ-৫, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: অন্ত্রের ইমেজিং কাজে BaSO4 এর মিশ্রণ সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়।
85. পচনশীল খাবার সংরক্ষণে ফরমালিনের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে –
Edit
Topic: ৫.২.২, অ-৫, রসায়ন ১ম পত্র, সঞ্জিত স্যার।
Explaination: ফরমালিনের বিকল্প হিসেবে পচনশীল খাবার সংরক্ষণে Actinomysis প্রজাতির ব্যাকটেরিয়া ব্যবহার করা যেতে পারে। শুধু তাই নয় এটি প্রায় সব রকমের পচনশীল বর্জ্যকে দ্রুত পচিয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করে। এটি পরিবেশবান্ধব এবং এতে খাদ্যের পুষ্টিমান ও খাদ্যগুনের কোনো পরিবর্তন হয় না।
86. যৌগের কেন্দ্রীয় পরমাণুটি d3sp3 সংকরিত হলে আকৃতি কেমন হবে?
Edit
Topic: 3.9.1,অ-৩, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
87. অ্যামোনিয়া অনুতে বন্ধন কোন কত?
Edit
Topic: 3.10, অ-৩, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: অ্যামোনিয়া অনুতে sp3 সংকরায়ন হওয়া সত্ত্বে 1 টি Lone Pair electron থাকায় বিকর্ষনের কারণে বন্ধন কোণ 109.5 থেকে কমে 107 হয়ে যায়।
88. আয়নিক যৌগসমূহের বিদ্যুৎ পরিবাহিতার ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক নয়?
Edit
Topic: অ-৩, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
89. [Cu(NH3)4]2+ এ Cu ও NH3 এর মধ্যে কোন বন্ধন বিদ্যমান?
Edit
Topic: 3.13, অ-৩, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: [Cu(NH3)4]2+ তে Cu এর সাথে NH3 ৪টি সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়।
90. বরফ পানির উপর ভাসে এর কারণ-
Edit
Topic: 3.20, অ-৩, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: X-ray রশ্মির বিচ্ছুরন পরীক্ষায় দেখা যায় যে, বরফের কেলাসে প্রতিটি H2O অপর চারটি H2O অণুর সাথে আন্তঃআনবিক H-Bond এর মাধ্যমে চতুস্থলকীয় গঠনের সৃষ্টি করে ফলে ফাঁকা স্থানের সৃষ্টি হয় যা বরফের আয়তন বৃদ্ধি করে এবং ঘনত্ব কমে যায়। পানির থেকে ঘনত্ব কম হওয়ায় তখন বরফ পানিতে ভেসে থাকে।
91. পোলারায়ন বেশি হবে কখন?
Edit
Topic: 3.15.2,অ-৩, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: ফাযানের নীতি অনুসারে, পোলারায়ন বেশি হবে যখন ++ ক্যাটায়ন এবং অ্যানায়ন এর চার্জ বেশি হবে ++ ক্যাটায়নের আকার ছোট হবে ++ অ্যানায়নের আকার বড় হবে।
92. নিচের কোনটি পোলার অণু?
Edit
Topic: অ-৩, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: সমযোজী বন্ধনে অংশগ্রহনকারী অধাতব মৌলের পরমাণু দুটির তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5-1.9 এর মধ্যে হলে সংশ্লিষ্ট অণুকে সমযোজী পোলার অণু বলে। C এর তড়িৎ ঋণাত্মকতা 2.5
H এর তড়িৎ ঋণাত্মকতা 2.2
Cl এর তড়িৎ ঋণাত্মকতা 3.1
O এর তড়িৎ ঋণাত্মকতা 3.4
Br এর তড়িৎ ঋণাত্মকতা 2.9
93. কোনটি ক্লোরাস এসিড?
Edit
Topic: অ-৩, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
94. নিচের কোনটি অধিক সমযোজী?
Edit
Topic: ৩.১৫.১, অ-৩, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: এইখানে Li+ , Na+ , K+ , Ca+ এর মধ্যে আকারের ক্রমঃ Li+ < Na+ < K+ < Ca+
ফাযানের নিয়মানুসারে ক্যাটায়নের আকার যত ছোট হবে পোলারায়ন ততো বেশি হবে অর্থাৎ আয়নিক যৌগের সমযোজী ধর্ম ততো বাড়বে।
95. পোলারায়নের সাথে সম্পর্কিত যৌগ নিচের কোনটি?
Edit
Topic: 3.15.1, অ-৩, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: পোলারায়ন মানেই ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি আর ক্যাটায়ন ও অ্যানায়ন থাকে আয়নিক যৌগে। পোলারায়ন যতো বেশি হবে আয়নিক যৌগের সমযোজী ধর্ম ততো বাড়বে।
96. নিচের কোন যৌগে বন্ধন কোন সবচেয়ে ছোট?
Edit
Topic: 3.11, অ-৩, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: NCl3, H2O, H2S, PH3 এরা সকলেই sp3 সংকরায়ন হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা ও নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের প্রভাবে এদের বন্ধন কোণ যথাঃ 107 degree, 104.5 degree, 92 degree, 94 degree।
97. Intramolecular H-Bond বিদ্যমান নিচের কোনটিতে ?
Edit
Topic: 3.18, অ-৩, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: প্যারা নাইট্রোফেনলে, ফেনলে, পানির অনুতে আন্তঃআনবিক (Intermolecular) H-বন্ধন এবং অর্থো নাইট্রোফেনলে অন্তঃআনবিক (Intramolecular) H-বন্ধন বিদ্যমান। আন্তঃআনবিক H-বন্ধন হচ্ছে পাশাপাশি দুই বা বহু অণুর মধ্যকার H-বন্ধন। অন্তঃআনবিক H-বন্ধন হচ্ছে একই অণুর দুটি ভিন্ন মুলকের মধ্যকার H-বন্ধন।
98. নিচের কোনটি নন বন্ডিং আন্তঃ আনবিক আকর্ষন বল নয়?
Edit
Topic: 3.17, অ-৩, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
99. নিচের কোনটি সন্নিবেশ বন্ধন গঠন করে না?
Edit
Topic: অ-৩, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: সন্নিবেশ বন্ধন গঠনের শর্তঃ
++ নিঃসঙ্গ ইলেকট্রন থাকতে হবে
++ অষ্টক অপূর্ণ থাকতে হবে।
H2O, NH3 তে নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে। আর BCl3 বোরনে অষ্টক অপূর্ণ ।
100. sp3 সংকরিত যৌগ নয় কোনটি?
Edit
Topic: 3.10, অ-৩, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: B(5)=[He] 2s² 2p¹
BF3 তে B সংকরন =1/2 (V+X-C+A)
= ½ (3+3-0+0) =3;sp2