Exam

Question View - Eleventh Hour || E15D15 || 08.01.24
1. অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য (Intraspecific diversity) বলা হয় কোনটিকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রাণী বৈচিত্র্য তিন প্রকার। জিনগত বৈচিত্র্য (Genetic diversity) , প্রজাতিগত বৈচিত্র্য (Species diversity) এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য (Ecosystem diversity)। জিনগত (Genetic diversity) অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য (Intraspecific diversity) নামে পরিচিত।
2. Metridium এ কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রতিসাম্য, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অরীয় (Radial) প্রতিসাম্যতা লক্ষা করা যায় – হাইড্রা (Hydra), জেলিফিশ (Aurelia), সী অ্যানিমন (Metridium)।
3. শ্রেণীবিন্যাসের মূলভিত্তি কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: শ্রেণীবিন্যাসের নীতি, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: শ্রেণীবিন্যাসের মূলভিত্তি বা একক হচ্ছে - প্রজাতি (Species)।
4. সিলোমবিহীন ত্রিস্তরী (Triploblastic) প্রাণী কোন প্রাণী সম্প্রদায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্লাটিহেলমিনথিস, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্লাটিহেলমিনথিস বা চ্যাপ্টা কৃমি পর্বের প্রাণীরাই সরলতম ত্রিস্তরী (Triploblastic) প্রাণী। এরা অ্যাসিলোমেট হলেও ত্রিস্তরী (Triploblastic)।
5. কোনটি cartilaginous মৎস শ্রেণী? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: Chondrichthyes, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Chondrichthyes এর অন্ত: কঙ্কাল সম্পূর্ণ তরুণাস্থিময়।
6. Hydra এর নামকরণ করেন কে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: হাইড্রা, প্রাণীর পরিচিতি - হাইড্রা, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: আব্রাহাম ট্রেম্বলে হাইড্রার আবিষ্কারক এবং ক্যারোলাস লিনিয়াস এর নামকারক।
7. নিডোসাইটের ক্ষেত্রে কোন অংশটি একটি রূপান্তরিত সিলিয়াম (cilium)? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: আদর্শ নিডোসাইটের গঠন, প্রাণীর পরিচিতি - হাইড্রা, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নিডোসিল একটি রূপান্তরিত সিলিয়াম। এটি ট্রিগার এর মত কাজ করে ফলে অপারকুলাম সরে যায় ও ও প্যাঁচানো সুত্রক বাইরে আসে।
8. কোন সময়ে রুই মাছের আঁইশের বৃদ্ধি বেশি হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: আইশ, প্রাণীর পরিচিতি – রুইমাছ, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: গ্রীষ্মকালে ও বসন্তকালে রুই মাছের আঁইশের বৃদ্ধি বেশি হয়।
9. ঘাসফড়িংয়ের পায়ের অংশ নয় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বক্ষ, প্রাণীর পরিচিতি - ঘাসফড়িং, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ঘাসফড়িংয়ের পায়ের অংশ - কক্সা, ট্রোক্যান্টর, ফিমার, টিবিয়া, টার্সাস।
10. পেরিট্রফিক পর্দা দ্বারা আবৃত নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: পৌষ্টিকতন্ত্র, প্রাণীর পরিচিতি - ঘাসফড়ি, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মেসেন্টেরনের অন্তপ্রাচীর কিউটিকল এর পরিবর্তে পেরিট্রফিক পর্দা দ্বারা আবৃত থাকে।
11. ইনট্রিনসিক ফ্যাক্টর সৃষ্টি করে কোন কোষ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: গ্যাস্ট্রিক গ্রন্থি, পরিপাক ও শোষন, আজমল স্যার।
Explaination:
12. বৃহদন্ত্রের কোন অংশের সাথে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বৃহদন্ত্রের কাজ, পরিপাক ও শোষণ, আজমল স্যার।
Explaination: সিকামের সঙ্গে একটি বদ্ধ থলি যুক্ত থাকে এর নাম অ্যাপেন্ডিক্স।
13. প্রথম শ্রেণীর স্থলতা নির্দেশ করে BMI এর কোন মানটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: স্থুলতা, পরিপাক ও শোষণ, আজমল স্যার।
Explaination: BMI মান 18. 5 - 24. 99 kg/m2 মানুষের স্বাভাবিক ওজন নির্দেশ করে। BMI 30. 00 - 34. 99 kg/m2 প্রথম শ্রেণীর স্থুলতা নির্দেশ করে। BMI 35. 00 - 39. 99 kg/m2 দ্বিতীয় শ্রেণীর স্থূলতা নির্দেশ করে। BMI 40+ kg/m2 তৃতীয় শ্রেণীর ঝুকিপূর্ণ স্থূলতা নির্দেশ করে।
14. ক্ষুদ্রান্ত্রের কোন অংশ এর মোট দৈর্ঘ্যের তিন-পঞ্চমাংশ গঠন করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ক্ষুদ্রান্ত্রে খাদ্যবস্তুর পরিপাক, পরিপাক ও শোষণ আজমল স্যার।
Explaination: ক্ষুদান্তে তিন - পঞ্চমাংশ গঠন করে ইলিয়াম। জেজুনাম ২. ৫ মিটার লম্বা, ডিওডেনাম ২৫ - ৩০ সেমি।
15. নিচের কোনটি হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: লোহিত রক্তকণিকা, রক্ত ও সঞ্চালন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: লোহিত রক্ত কণিকা হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে যা রক্তনালীর সংকোচনের জন্য সংকেত প্রদান করে।
16. লোহিত রক্ত কণিকার কাজ নয় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: লোহিত রক্তকণিকা, রক্ত ও সঞ্চালন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination:
17. Neutrophil এর প্রধান কাজ নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: শ্বেত রক্তকণিকা, রক্ত ও সঞ্চালন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মনোসাইট ও নিউট্রোফিল ফাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে।
18. নিচের কোন কপাটিকা অর্ধচন্দ্রকার প্রকৃতির নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: হৃদপিন্ডের প্রকোষ্ঠ সমূহ, রক্ত সঞ্চালন, আজমল স্যার।
Explaination: সেমিলুনার কপাটিকা সমূহ - থিবেসিয়ান, ইউস্টেশিয়ান, পালমোনারি, অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা।
19. হৃদপিণ্ডকে দেহ থেকে বিচ্ছিন্ন করে কত তাপমাত্রায় রাখতে হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ , রক্ত ও সঞ্চালন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: কোন স্তন্যপায়ী প্রাণীর হৃদপিণ্ড তার দেহ থেকে ছিন্ন করে অক্সিজেন সমৃদ্ধ লবণ দ্রবণে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দিলে বাইরের কোন উদ্দীপনা ছাড়াই বেশ কিছু সময় পর্যন্ত হার্টবিট চলতে থাকবে।
20. সিস্টেমিক সংবহন শুরু হয় কোথা থেকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মানবদেহে রক্ত সংবহন , রক্ত ও সঞ্চালন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: যে সংবহনে রক্ত বাম ভেন্ট্রিকল থেকে বিভিন্ন রক্ত বাহিকার মাধ্যমে অঙ্গ গুলোতে পৌঁছায় এবং অঙ্গ থেকে ডান এট্রিয়ামে ফিরে আসে তাকে সিস্টেমিক সংবহন বলে।
21. নাসা গহ্বর (nasal cavity) যে দুটি ছিদ্র এর মাধ্যমে nasopharynx এ উন্মুক্ত হয় তাকে কি বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মানুষের শ্বসনতন্ত্র, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নাসা গহ্বর (nasal cavity) যে দুটি ছিদ্র এর মাধ্যমে nasopharynx (নাসা গলবিল) এ উন্মুক্ত হয় তাকে choana (পশ্চাৎ নাসারন্ধ্র) বলে।
22. প্যারান্যাসাল সাইনাস নয় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সাইনুসাইটিস, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ৪ জোড়া প্যারান্যাসাল সাইনাস: Frontal, Ethmoid, Maxillary, Sphenoid।
23. Eustachian tube মধ্য কর্নের সাথে কিসের সংযোগ স্থাপন করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ওটিটিস মিডিয়া, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ইউস্টেশিয়ান নালি (Eustachian tube) মধ্য কর্ণের সাথে গলবিলের (Pharynx) সংযোগ স্থাপন করে।
24. স্বাভাবিক শ্বাসক্রিয়ায় কয় ধরনের পেশীর ক্রিয়ায় বক্ষগহ্বর এর আয়তন হ্রাস বৃদ্ধি ঘটে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রশাস নিঃশ্বাস কার্যক্রম, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: দুই ধরনের পেশির ক্রিয়ায় বক্ষ ভবনের আয়তন হ্রাস - বৃদ্ধি ঘটে। - মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম - ইন্টার কোস্টাল পেশী।
25. পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের বিশ্রাম কালে শ্বসন হার কত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রশ্বাস - নিঃশ্বাস কার্যক্রম, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের বিশ্রাম কালে শ্বসন প্রতি মিনিটে ১৪ - ১৮ বার এবং নবজাতক ৪০ বার সংগঠিত হয়।
26. বৃক্কের গাঠনিক ও কার্যিক একক কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বৃক্কের সূক্ষ্ম গঠন - নেফ্রন, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - বৃক্কের গাঠনিক ও কার্যিক একক হচ্ছে নেফ্রন। - মস্তিষ্কের গাঠনিক ও কার্যিক একক হচ্ছে নিউরন। - ফুসফুসের গাঠনিক ও কার্যিক একক হচ্ছে অ্যালভিওলাস। অস্থির মধ্যে অবস্থিত মাতৃকার ফাঁকা স্হানকে ল্যাকুনা বলে।
27. মূত্রে কোনটির উপস্থিতির কারণে straw color ধারণ করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মূত্রের বৈশিষ্ট্য, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মূত্রের বৈশিষ্ট্য – - বর্ণ - হালকা হলুদ বা খড় বর্ণের (straw color) (ইউরোক্রোম থাকায়) - পরিমাণ: ৬০০ - ২৫০০ মি.লি - গন্ধ - ঝাঁঝালো বা অ্যারোমেটিক (ইউরিনোড থাকায়)
28. নিচের কোন হরমোন রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রেচনে বৃক্কের ভূমিকা, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অ্যালডোস্টেরনঃ - অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স থেকে ক্ষরিত হয় - রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে বৃক্কের মাধ্যমে পটাশিয়াম নির্গমন বৃদ্ধি করে।
29. বৃক্ক থেকে ক্ষরিত এরিথ্রোপয়েটিন কোথায় কাজ করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বৃক্কের কাজ, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বৃক্ক থেকে ক্ষরিত এরিথ্রোপয়েটিন অস্থিমজ্জায় কাজ করে।
30. মানবদেহের রেচনতন্ত্রের মাধ্যমে কত শতাংশ রেচন পদার্থ নিষ্কাশিত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মানুষের রেচনতন্ত্র, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - রেচনতন্ত্রের (প্রধান রেচন অঙ্গ) মাধ্যমে 80% রেচন পদার্থ নিষ্কাশিত হয়। যেমন: ১ জোড়া বৃক্ক। সহকারী রেচন অঙ্গের মাধ্যমে 20% রেচন পদার্থ নিষ্কাশিত হয়। যেমন: ত্বক, ফুসফুস, পরিপাকনালী ও যকৃত।
31. External Ear এ কোন ধরণের কার্টিলেজ পাওয়া যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অস্থি ও তরুণাস্থি - তরুণাস্থি, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: External Ear বা বহিঃকর্ণে স্থিতিস্থাপক (Elastic) তরুণাস্থি পাওয়া যায়। এছাড়াও স্থিতিস্থাপক (Elastic) বা পীত-তন্ত্রময় তরুণাস্থি দ্বারা ইউস্টেশিয়ান নালি, এপিগ্লটিস প্রভৃতি গঠিত হয়।
32. পেশিতন্তুর কার্যকরি একক কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: পেশী-টিস্যু গঠন ও কাজ, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - পেশি কোষ- পেশী টিস্যুর একক। সারকোমিয়ার- পেশি কোষ বা পেশিতন্তুর কার্যকরি একক।
33. শিশুদের ক্ষেত্রে কোন অস্থিভঙ্গটি বেশি দেখা যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অস্থিভঙ্গ, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Grenstick fracture - এটি অসম্পূর্ণ অস্থি বিভাজন। এক্ষেত্রে অস্থির আংশিক বিভাজন ঘটে ফলে অস্থির উপরের আচ্ছাদন অক্ষত থাকে।শিশুদের ক্ষেত্রে এরূপ অস্থিভঙ্গ বেশি দেখা যায় ।
34. ফিমারের মস্তক কোথায় আটকানো থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: নিম্নাঙ্গের অস্থি সমূহ, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: হিপ বোনে ইলিয়াম, ইশ্চিয়াম ও পিউবিসের সংযোগস্থলে অ্যাসিটাবুলাম (Acetabulum) নামে একটি অগভীর অংশ রয়েছে। এতে ফিমারের মস্তক আটকানো থাকে।
35. Cranium এ নিচের কোন অস্থিটি জোড়ায় থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অক্ষীয় কঙ্কাল - করোটি, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: করোটিকা (Cranium) মোট ছয় ধরনের আটটি অস্থি নিয়ে গঠিত। তার মাঝে জোড় অস্থি হলো - • Temporal • Parietal
36. কোন Germ layer থেকে স্নায়ুতন্ত্রের উৎপত্তি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: স্নায়ুবিক সমন্বয়,সমন্বয় ও নিয়ন্ত্রণ,প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ভ্রুণীয় স্তর (Germ layer) ৩ টি - এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। ভ্রুণীয় এক্টোডার্ম থেকে মানুষের স্নায়ুতন্ত্র উৎপত্তি লাভ করে।
37. নিচের কোনটি মধ্যমস্তিষ্কের অংশ নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মস্তিষ্কের গঠন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মধ্য মস্তিষ্কের প্রধানত ৩ টি অংশ। যথা- কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, সেরেব্রাল পেডাঙ্কল।
38. রেক্টাস পেশি কয়টি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: চোখের আনুষঙ্গিক অংশ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রতি অক্ষিগোলকের বাইরের দিকে ছয়টি করে এক্সট্রিন্সিক পেশি থাকে এর মধ্যে ৪ টি রেক্টাস ২ টি অবলিক।
39. সবচেয়ে বড় Endocrine gland কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: হরমোন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানবদেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি (Endocrine gland) হচ্ছে থাইরয়েড।
40. Neurotransmitter হিসেবে কাজ করে কোন হরমোন? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: হরমোন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Dopamine নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে।
41. দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ইমিউনিটি এবং ইমিউনোলজি, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্লীহা (Spleen) দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি।
42. নিজের কোনটি ম্যাক্রোফেজ এ পরিণত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ইমিউনিটি এবং ইমিউনোলজি, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: জন্মের দু-তিন দিনের মধ্যে মনোসাইট রক্তস্রোত ত্যাগ করে বিভিন্ন টিস্যুতে চলে আসে এবং আকারে বড় হয়। তখন এদের ম্যাক্রোফেজ বলে।
43. জ্বর সৃষ্টির জন্য দায়ী কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মাক্রোফেজ যখন ভাইরাস, ব্যাকটেরিয়া বা বহিরাগত কণাকে শনাক্ত ও আক্রমণ করে তখন কোষগুলো রক্ত প্রবাহে পাইরোজেন (Pyrogen) নামক পলিপেপটাইড ক্ষরণ করে। পাইরোজেন মস্তিষ্কের হাইপোথ্যালামাসে বিপাকীয় পরিবর্তন ঘটিয়ে দেহের তাপমাত্রাকে উচ্চতার মাত্রায় নির্ধারণ করায়, তখন শরীর কেঁপে ওঠে ও জ্বর আসে।
44. MCH (Major Histocompatibility Complex) কি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অর্জিত প্রতিরক্ষার ধাপসমূহ, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: MCH (Major Histocompatibility Complex) হলো পরিচয়বিহীন একটি অণু বা অণুজীব (অ্যান্টিজেন)।
45. কোন বিজ্ঞানী জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রতিরক্ষা ব্যবস্থায় টিকার ভূমিকা, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার। অ্যান্টিবডি ও ইন্টারফেরনের মধ্যে পার্থক্য, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বিজ্ঞানী Luis Pasteur জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন।
46. F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ-মাতৃবংশীয় এক সদস্যের সঙ্গে সংকরায়ন কে কি বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিনতত্ত্বে ব্যবহৃত কতগুলো শব্দের ব্যাখ্যা , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ মাতৃ বংশীয় এক সদস্যের সঙ্গে সংকরায়ন কে ব্যাক ক্রস(Back cross) বলে।
47. নিচের কোনটি মেন্ডেলের প্রথম সূত্রের অপর নাম নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলের সূত্র , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মেন্ডেলের ১ম সূত্র কে মনো হাইব্রিড ক্রস বা একসংকর ক্রসও বলে।একে পৃথকীকরণ সূত্র (Law of segregation) বা জনন কোষ বিশুদ্ধতার সূত্র (Law of purity of gametes) বলে।
48. সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি দেখা যায় কোন রোগের ক্ষেত্রে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণিবিদ্যা, আজমল স্যার।
Explaination: হাইপারট্রাইকোসিসে সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি দেখা যায়।
49. এন্টিজেন কোথায় থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ABO ব্লাড গ্রুপ ও Rh ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, জিনতত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: লোহিত রক্ত কণিকার ঝিল্লিতে এন্টিজেন A অথবা B এর অনুপস্থিতি বা উপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তের শ্রেণীবিন্যাস করা হয়।
50. নিচের কোনটি ল্যামার্কের সূত্র নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বিবর্তন বা অভিব্যক্তি, জিন তত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ল্যামার্কের সূত্র ৪টি- ১ম সূত্র-বৃদ্ধি, ২য় সূত্র-পরিবেশের প্রভাব এবং জীবের সংক্রিয় প্রচেষ্টা ও আঙ্গিক পরিবর্তন, ৩য় সূত্র-ব্যবহার ও অব্যবহার, ৪র্থ সূত্র-অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার।
51. মাইটোকন্ড্রিয়ার কোন অংশে ATP synthases অবস্থান করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ৫. মাইটোকন্ড্রিয়া, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে ATP synthases, ইলেক্ট্রন ট্রান্সপোর্ট চেইন (ETC) অবস্থান করে।
52. কোষপ্রাচীরের নিচে প্রোটোপ্লাজমকে ঘিরে থাকা সজীব ঝিল্লিটির অপর নাম নয় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.২ প্লাজমামেমব্রেন, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্রোটোপ্লাজমকে ঘিরে সজীব ঝিল্লি হচ্ছে কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন (cell membrane or plasma membrane)।প্লাজমামেমব্রেন এর অন্য নাম গুলো হচ্ছে: প্লাজমালেমা, বায়োমেমব্রেন, সাইটোমেমব্রেন।
53. কোষঝিল্লিতে ফাটল সৃষ্টির ফলে উক্ত স্থান দিয়ে তরল পদার্থ কোষাধ্যন্তরে প্রবেশ করাকে কি বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.২ প্লাজমামেমব্রেন, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পিনোসাইটসিস প্রক্রিয়ায় কোষঝিল্লি পানি ও তরল পদার্থ কোষাভ্যন্তরে প্রবেশ করে ।
54. গ্লুকোজের ফসফোরাইলেশন কোথায় ঘটে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ১. রাইবোসোম, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: গ্লুকোজের ফসফোরাইলেশন ও স্নেহ জাতীয় পদার্থের বিপাক রাইবোসোম এ সংঘটিত হয়।
55. “নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল” (Nucleolar Organizer Region - NOR) নামে পরিচিত কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৪ নিউক্লিয়াস – ক্রোমোসোম, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - গৌন কুঞ্চন (secondary constriction) নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল” (Nucleolar Organizer Region-NOR) নামে পরিচিত। - স্যাটেলাইট (SAT) - ক্রোমোসোমের যে স্থানে নিউক্লিওলাস লাগানো থাকে। - ক্রোমোমিয়ার - ক্রোমোসোমের দেহে ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা, মায়োসসিসের প্রোফেজ এর প্যাকাইটিন দশায় দেখা যায়, Idiomere বলা হয়। পেডিকল- ক্রোমোসোমের বাইরে কল্পিত আবরণী।
56. এককোষী প্রাককেন্দ্রিক জীবের সংখ্যাবৃদ্ধির প্রক্রিয়া নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, কোষ বিভাজন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়ায় এককোষী প্রাককেন্দ্রিক জীবের সংখ্যাবৃদ্ধি করে।
57. কোষচক্রের সংশ্লেষণ দশায় কত শতাংশ সময় ব্যয় হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ২। মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, কোষচক্র ও ইন্টারফেজ, কোষ বিভাজন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কোষচক্রের সংশ্লেষণ দশায় (S phase) এ ৩০-৫০% শতাংশ সময় ব্যয় হয়।
58. মানুষে কোন ধরনের মায়োসিস কোষ বিভাজন ঘটে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৩। মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন, কোষ বিভাজন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ডিপ্লয়েড জীবে জনন মাতৃকোষ থেকে জনন কোষ (ডিম্বাণু /শুক্রাণু) তৈরির সময় মায়োসিস বিভাজন হয় যা টার্মিনাল (terminal) মায়োসিস নামে পরিচিত।
59. “Chromosomal dance” (ক্রোমোসোমীয় নৃত্য) মাইটোসিসের কোন পর্যায়ে দৃষ্টিগোচর হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ২। মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, মাইটোসিস-এর পর্যায়সমূহ, কোষ বিভাজন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: “Chromosomal dance” (ক্রোমোসোমীয় নৃত্য) মাইটোসিসের প্রো-মেটাফেজ পর্যায়ে দৃষ্টিগোচর হয়।
60. পেঁয়াজের মূলে কোষে ক্রোমোসোম সংখ্যা কতটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ব্যবহারিক, কোষ বিভাজন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পেঁয়াজের মূলে কোষে ক্রোমোসোম সংখ্যা ৮ জোড়া বা ১৬ টি।
61. নিচের কোনটি বিভিন্ন কোএনজাইমের গাঠনিক অংশ হিসেবে থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: কার্বহাইড্রেটের কাজ, কার্বোহাইড্রেট (Carbohydrate) বা শর্করা, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - কার্বোহাইড্রেট বা শর্করা বিভিন্ন কোএনজাইমের গাঠনিক অংশ হিসেবে থাকে। যেমনঃ ATP, NADP, FAD ইত্যাদি। - নিউক্লিক এসিডের অন্যতম উপাদান (রাইবোজ ও ডিঅক্সিরাইবোজ সুগার) হিসেবে থাকে। ফ্যাট ও অ্যামিনো এসিডের বিপাকে সাহায্য করে।
62. নিচের কোনটি আংশিক রিডিউসিং সুগার? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ডাইস্যাকারাইড, কার্বোহাইড্রেট (Carbohydrate) বা শর্করা, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ম্যাল্টোজ আংশিক রিডিউসিং সুগার। স্টার্চ এর আংশিক ভাঙ্গনের ফলে ম্যালটোজ তৈরি হয়।
63. নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যাবহৃত হয় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সেলুলোজের ব্যাবহার, পলিস্যাকারাইড, কার্বোহাইড্রেট (Carbohydrate) বা শর্করা, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - সেলুলোজ নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যাবহৃত হয়। - সেলুলোজ থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ হিসেবে ব্যাবহৃত হয়। - বস্ত্রশিল্পের প্রধান কাচামাল।
64. কোনটি মাইটোকন্ড্রিয়াতে ETC এর সাথে জড়িত থেকে শক্তি উৎপাদনে সাহায্য করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রোটিনের শ্রেণিবিভাগ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - লিপোপ্রোটিন মাইটোকন্ড্রিয়াতে ETC এর সাথে জড়িত থেকে শক্তি উৎপাদনে সাহায্য করে। - লিপোপ্রোটিন বিভিন্ন মেমব্রনের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। - লিপোপ্রোটিন পানিতে দ্রবণীয়।
65. নিচের কোনটিতে সর্বোচ্চ পরিমাণ কোলেস্টেরল পাওয়া যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: উদ্ভুত বা উৎপাদিত লিপিড, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: আলু এবং চুপরিআলুতে সর্বোচ্চ পরিমাণ কোলেস্টেরল পাওয়া যায়। ঈস্ট এবং নিউরোস্পোরা তে আর্গেস্টেরল পাওয়া যায়।
66. নিচের কোনটি Mad Cow রোগ সৃষ্টির সাথে জড়িত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৪.১ ভাইরাস, প্রিয়নস, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সংক্রামক প্রোটিন ফাইব্রিল হলো প্রিয়নস। - মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের Kuru এবং Creutzfeldt রোগ - ভেড়া এবং ছাগলের Scrapie রোগ ম্যাড কাউ রোগ প্রিয়নসের কারণে হয়।
67. লাইটিক চক্রে 300 টি নতুন ফায সৃষ্টি হতে কত সময় লাগে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৪.১ ভাইরাস, ভাইরাসের সংখ্যাবৃদ্ধি, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লাইটিক চক্রে 300 টি নতুন ফায সৃষ্টি হতে 30 মিনিট সময় লাগে।
68. হেপাটাইটিস-বি ভাইরাসের সুপ্তিকাল (incubation period) কতদিন? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৪.১ ভাইরাস, ভাইরাসজনিত রোগসমূহ- ভাইরাল হেপাটাইটিস, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: হেপাটাইটিস-বি ভাইরাসের সুপ্তিকাল (incubation period) 45-180 দিন।
69. প্রাকৃতিক ঝাড়ুদার বলা হয় কোনটিকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব-পরিবেশ উন্নয়নে, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Bacteria যাবতীয় আবর্জনা পচনের মাধ্যমে প্রাকৃতিক ঝাড়ুদার হিসেবে কাজ করে।
70. DPT টিকা কোন রোগের বিরুদ্ধে কার্যকরী নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব-চিকিৎসাক্ষেত্রে, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: DPT টিকা ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুস্টংকার রোগের বিরুদ্ধে কার্যকরী
71. নিচের কোন উদ্ভিদের দেহকোষে n সংখ্যক ক্রোমোসোম আছে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৬.১ ব্রায়োফাইটা, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ব্রায়োফাইটার দেহ গ্যামিটোফাইট (gametophyte) তথা হ্যাপ্লয়েড বা n সংখ্যাক ক্রোমোসোম আছে।
72. রিকশিয়ার থ্যালাসে ফটোসিন্থেটিক অঞ্চলের নিচে অবস্থিত অঞ্চলে কোন ধরণের কোষ দ্বারা গঠিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৬.১ ব্রায়োফাইটা, রিকশিয়া-র আভ্যন্তরীণ গঠন, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রিকশিয়ার থ্যালাসে ফটোসিন্থেটিক অঞ্চলের নিচে অবস্থিত অঞ্চল হলো সঞ্চয়ী অঞ্চল যা বর্ণহীন প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত।
73. ডানাবিশিষ্ট উদ্ভিদের অধিকাংশ প্রজাতিতে কান্ড নিচের কোনোটিতে রূপান্তরিত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৬.২ টেরিডোফাইটা, টেরিডোফাইটার বৈশিষ্ট্য, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ডানাবিশিষ্ট উদ্ভিদ বা টেরিডোফাইটা উদ্ভিদের অধিকাংশ প্রজাতিতে কান্ড রাইজোমে রূপান্তরিত হয়।
74. Pteris-এর স্পোর উৎপাদনকারী পাতাকে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৬.২ টেরিডোফাইটা, Pteris - এর অযৌন জনন, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: টেরিসের স্পোর উৎপন্নকারী পাতাকে স্পোরোফিল(Sporophyll) বলে।
75. আর্কিগোনিয়াম (Archegonium) এর কোন অংশে শুধু ডিম্বানু (Ovum) থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৬.২ টেরিডোফাইটা, Pteris - এর যৌন জনন, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: আর্কিগোনিয়াম (Archegonium) এর Venter (উদরে) শুধু ডিম্বানু (Ovum) থাকে।
76. Fungi (ছত্রাক) সম্পর্কে সঠিক তথ্য নয় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অধ্যায় পরিচয়, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ছত্রাক - বিয়োজক – Decomposer - পরজীবী – Parasite - মৃতজীবী – Saprophyte - বর্ণহীন – Colorless (ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত) পরভোজী – Heterotrophic
77. নিচের কোন ধরণের শৈবাল সমুদ্রের নিচে মাটিতে আবদ্ধ (inhabiting the seafloor) হয়ে জন্মায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৫.১ শৈবাল, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - বেনথিক শৈবাল সমুদ্রের নিচে মাটিতে আবদ্ধ (inhabiting the seafloor) হয়ে জন্মায়। The term benthic refers to anything associated with or occurring on the bottom of a body of water. (benthic-bottom of the sea)
78. নিচের কোনটি সবুজ শৈবাল? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৫.১ শৈবাল, প্রধান প্রধান শৈবাল শ্রেণির সংক্ষিপ্ত পরিচিতি, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - Polysiphonia – লোহিত শৈবাল - Sargassum - বাদামী শৈবাল - Ulothrix – সবুজ শৈবাল (ক্লোরোপ্লাস্ট উপস্থিত) Navicula – গোল্ডেন ব্রাউন শৈবাল।
79. ইউলোথ্রিক্স সম্পর্কে মিথ্যা নয় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৫.১ শৈবাল, Ulothrix – দৈহিক গঠন, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: হোল্ডফাস্ট ছাড়া অন্য যে কোনো কোষ প্রস্থে বিভক্ত হয়ে অসীম দৈর্ঘ্যের ফিলামেন্ট তৈরি করতে পারে।
80. নিচের কোন ধরণের ছত্রাকের দৈহিক ও জনন অঙ্গের মধ্যে কোনো পার্থক্য থাকে না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৫.২ ছত্রাক, ছত্রাকের জনন, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - হলোকারপিক ছত্রাকের দৈহিক ও জনন অঙ্গের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যেমন- Synchytrium । ইউকারপিক ছত্রাকের দেহের অংশবিশেষ হতে জননাঙ্গের সৃষ্টি হয়। যেমন-Saprolegnia।
81. নগ্নবীজী উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য নয় নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৭.১ নগ্নবীজী উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: নগ্নবীজী উদ্ভিদের দ্বিনিষেক ঘটে না এবং পত্রক্ষত বা Leaf scar বিদ্যমান। অমসমাকৃতির বা heteromorphic জনুক্রম দেখা যায়।
82. Cycas circinalis উদ্ভিদ নিচের কোন কাজে ব্যাবহার করা হয় না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৭.১ নগ্নবীজী উদ্ভিদ, Cycas এর অর্থনৈতিক গুরুত্ব, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Cycas pectinata উদ্ভিদের কচি পাতা সবজি হিসেবে ব্যাবহার করা হয়।
83. নিচের কোন উদ্ভিদের রূপান্তরিত (সঞ্চয়ী) প্রধান মূল দেখা যায় না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – মূল, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মূলা, গাজর, বীট ইত্যাদি উদ্ভিদে রূপান্তরিত (সঞ্চয়ী) প্রধান মূল দেখা যায়।
84. পাপড়ির গায়ে পুংকেশর (Stamen) যুক্ত থাকলে তাকে কি বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – পুষ্পপত্রবিন্যাস, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পাপড়ির গায়ে পুংকেশর (Stamen) যুক্ত থাকলে তাকে দললগ্ন বলে।
85. যে ফল পরিপক্ব হলে নিচ থেকে উপর থেকে ক্রমশ ফেটে যায় তাকে কি বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – ফল, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: যে ফল পরিপক্ব হলে নিচ থেকে উপর থেকে ক্রমশ ফেটে যায় তাকে সিলিকুয়া বলে।
86. Tissue (কলা) গঠনকারী কোষের বিভাজন অনুসারে সব ধরণের টিস্যুকে কয় ভাগে ভাগ করা হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: টিস্যুর প্রকারভেদ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Tissue (কলা) গঠনকারী কোষের বিভাজন অনুসারে সব ধরণের টিস্যুকে ২ ভাগ্যে ভাগ করা হয়। যথাঃ ১। ভাজক টিস্যু ২। স্থায়ী টিস্যু
87. ভাজক টিস্যুর কোষে কোনটি অনুপস্থিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ভাজক টিস্যুর কোষে সাধারণত কোষগহ্বর অনুপস্থিত।
88. ফুলের পাপড়ি ও ফলত্বকে কোন রঞ্জক পদার্থ থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র – এপিডার্মিস, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ফুলের পাপড়ি ও ফলত্বকে অ্যান্থোসায়ানিন রঞ্জক পদার্থ থাকে।
89. পেরিসাইকেল স্তর হতে ভাস্কুলার বান্ডলের কেন্দ্র পর্যন্ত অংশকে কি বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: গ্রাউন্ড টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পেরিসাইকেল স্তর হতে ভাস্কুলার বান্ডলের কেন্দ্র পর্যন্ত অংশকে স্টিলি (stele) বলে।
90. Phloem tissue এর একমাত্র মৃত উপাদান নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ভাস্কুলার টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Phloem tissue হলো জীবিত টিস্যু এবং একমাত্র ফ্লোয়েম ফাইবার হলো মৃতকোষ।
91. কেবলমাত্র চক্রীয় ফটোফসফোরাইলেশন ঘটে কোন উদ্ভিদে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সালোকসংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কেবলমাত্র চক্রীয় ফটোফসফোরাইলেশন ঘটে আদি ব্যাকটেরিয়ায়।
92. নিচের কোনটি লাল বর্ণের রঞ্জক পদার্থ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সালোকসংশ্লেষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ফাইকোএরিথ্রিন লাল বর্ণের রঞ্জক পদার্থ।
93. একক আলো হিসেবে কোন বর্ণের আলোতে সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ হয়ে থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সালোকসংশ্লেষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: একক আলো হিসেবে লাল বর্ণের আলোতে সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ হয়ে থাকে।
94. কোন মতবাদ কেমিঅসমোটিক মডেলের ভিত্তিতে প্রতিষ্ঠিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সক্রিয় লবণ পরিশোষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্রোটন অ্যানায়ন কোন ট্রান্সপোর্ট মতবাদ কেমিঅসমোটিক মডেলের ভিত্তিতে প্রতিষ্ঠিত।
95. নিচের কোনটি Calvin cycle এ CO2 এর গ্রাহক? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ক্যালভিন চক্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রাইবোলুজ ১,৫-বিসফসফেট ক্যালভিন চক্রের কার্বন ডাই অক্সাইডের গ্রাহক।
96. পলিনিয়াম দেখা যায় কোন গোত্রের উদ্ভিদে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পরাগমাতৃকোষ হতে সৃষ্ট চারটি পরাগরেণু একসাথে হালকা অবস্থায় লাগানো থাকে যাকে পরাগ চতুষ্টয় বা পোলেন টেট্রাড বলে। পরিণত অবস্থায় পরাগরেণুগুলো পরস্পর আলাদা হয়ে যায়। কিন্তু Orchidaceae, Asclepiadaceae গোত্রের উদ্ভিদে পরাগরেণুগুলো একসাথে থাকে। পরাগরেণুর এ বিশেষ গঠনকে পলিনিয়াম বলে।
97. ক্ষুদিপানা উদ্ভিদে ডিম্বক কেমন হয়ে থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পার্শ্বমুখী ডিম্বকে ডিম্বকরন্ধ্র ও ডিম্বকমূল বিপরীতমুখী অবস্থানে দুই পাশে থাকে এবং ডিম্বকনাড়ীর সাথে সমকোণে অবস্হান করে। উদাহরণ: ক্ষুদিপানা, পপি (আফিম)।
98. নিচের কোন এনজাইম গর্ভমুন্ডের ভেতরের কোষ বিগলন করে পরাগনালিকার গমন পথ সৃষ্টি করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পরাগনালিকা কর্তৃক নিঃসৃত সেলুলেজ,পেকটিনেজ ইত্যাদি এনজাইম গর্ভমুন্ডের ভেতরের‌ কোষ বিগলন করে অগ্রসরমান পরাগনালিকার গমন পথ সৃষ্টি করে।
99. আবৃতবীজী উদ্ভিদের নিষেকের সময় কোন আয়নটি উপস্থিত থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌনজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: আবৃতবীজী উদ্ভিদের যৌন জননে, নিষেকের সময় গর্ভাশয় ও ডিম্বক নিঃসৃত পদার্থে Ca++ উপস্থিত থাকে।
100. নিচের কোনটি Embryo sac এর অংশ নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ডিম্বকের গঠন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ভ্রুণথলি (Embryo sac) তিনটি অংশ নিয়ে গঠিত। যথাঃ গর্ভযন্ত্র (Egg-apparatus), প্রতিপাদ্য কোষ (Antipodal cell), সেকেন্ডারি নিউক্লিয়াস (Secondary nucleus)