Exam
Question View - 2nd Semester final
1. লোহিত রক্তকণিকার সংখ্যা ৫০ লাখের চেয়ে কত % কম হলে তাকে Anemia বলে?
Edit
Topic:
Explaination: প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত কনিকার সংখ্যা ৫০ লাখের চেয়ে ২৫% কম হলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা দেয়। কিন্তু এ সংখ্যা কোন কারনে ৬৫ লাখের বেশি হলে তাকে পলিসাইথেমিয়া বলে।
2. রক্তে লোহিত কণিকার শতকরা হিসাবকে কি বলে?
Edit
Topic:
Explaination: রক্তে লোহিত কণিকার শতকরা হিসাবকে হেমাটোক্রিট বলে।
3. নিচের কোনটি হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে?
Edit
Topic:
Explaination: লোহিত রক্ত কণিকা হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে যা রক্তনালীর সংকোচনের জন্য সংকেত প্রদান করে।
4. রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা ধ্বংস করে কোনটি?
Edit
Topic:
Explaination: ইউসিনোফিল দেহের এলার্জির বিরুদ্ধে কাজ করে এবং রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা ধ্বংস করে।
5. এন্টিবডি উৎপন্ন করে নিম্নের কোনটি?
Edit
Topic:
Explaination: লিম্ফোসাইট এন্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে। এজন্য এদেরকে আনুবীক্ষণিক সৈনিক বলে।
6. কোন কোষ ম্যাক্রোফেজে (macrophages) রূপান্তরিত হয়?
Edit
Topic:
Explaination:
7. নিচের কোনটি বিলিরুবিন ও বিলিভার্ডিনের সাথে সংশ্লিষ্ট?
Edit
Topic:
Explaination:
8. নিউট্রোফিলের ক্ষেত্রে ডায়াপেডেসিস (Diapedesis) হলো
Edit
Topic:
Explaination:
9. লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকায় এটি যে বিশেষ কাজটি করতে পারে তা হলো-
Edit
Topic:
Explaination:
10. সবচেয়ে বড় শ্বেত কণিকা কোনটি?
Edit
Topic:
Explaination:
11. লোহিতকণিকা তৈরির প্রক্রিয়াকে কী বলে?
Edit
Topic:
Explaination:
12. লোহিত কণিকার কোন অংশ বাফাররূপে কাজ করে?
Edit
Topic:
Explaination:
13. রক্তকে রক্তনালীর মধ্যে জমাট বাধতে বাধা প্রদান করে নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: বেসোফিল হেপারিন নিঃসরণ করে, যা এন্টি কোয়াগুলেন্ট হিসাবে রক্তনালীতে রক্ত জমাট রোধ করে।
14. Neutrophil এর প্রধান কাজ নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: মনোসাইট ও নিউট্রোফিল ফাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে।
15. পূর্ণবয়স্ক মানবদেহে Leucocyte এর পরিমাণ কত?
Edit
Topic:
Explaination: পূর্ণবয়স্ক মানব দেহের প্রতি ঘন মিলিমিটার রক্তে ৪ - ১১ হাজার (গড়ে ৭৫০০) শ্বেত রক্তকণিকা থাকে।
16. প্রতি মিলি লিটার রক্তে অনুচক্রিকার পরিমাণ কত?
Edit
Topic:
Explaination: প্রতি মিলিটার রক্তে অনুচক্রিকার পরিমাণ ১.৫ - ৪ লক্ষ।
17. রক্তবাহিকাকে দ্রুত সংকোচনের উদ্দেশ্যে Serotonin নামক রাসায়নিক পরদার্থ ক্ষরণ করে কোনটি?
Edit
Topic:
Explaination: অনুচক্রিকা সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকা কে দ্রুত সংকোচনে উদ্বুদ্ধ করে।
18. কোন উপাদানটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকলে হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়?
Edit
Topic:
Explaination: স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অনুচক্রিকা থাকলে রক্তনালীর ভিতরে অদরকারি রক্ত জমাট সৃষ্টি, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেয়।
19. নিচের কোন ধরণের সেল থেকে Platelets উৎপন্ন হয়?
Edit
Topic:
Explaination: দেহের লাল অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট নামক বড় কোষ থেকে অণুচক্রিকা উৎপন্ন হয়।
20. নিচের কোনটিকে Blood Clotting এর অতি গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটি হিসেবে বিবেচনা করা হয় না?
Edit
Topic:
Explaination: রক্ত তঞ্চন এর অতি গুরুত্বপূর্ণ চারটি ফ্যাক্টর - ফাইব্রিনোজেন, প্রোথ্রোম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন (Ca2+)
21. ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটি কি নামে পরিচিত?
Edit
Topic:
Explaination: ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে যে কোন উপায়ে রক্তপাত মন্থর ও বন্ধের প্রক্রিয়াকে হিমোস্ট্যাসিস বলে।
22. স্বাভাবিক অবস্থায় মানুষের রক্ত তঞ্চন কাল কত?
Edit
Topic:
Explaination: স্বাভাবিক অবস্থায় মানুষের রক্ত তঞ্চন কাল ৪-৫ মিনিট। এবং রক্তক্ষরণ কাল ১-৪ মিনিট।
23. প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করার জন্য কোন ক্লটিং ফ্যাক্টরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Edit
Topic:
Explaination: থ্রম্বোপ্লাস্টিন রক্তরসের ক্যালসিয়াম আয়নের সহায়তায় নিষ্ক্রিয় প্রথ্রোম্বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে।
24. রক্তবাহিকার পুনর্গঠন শুরু হলে নিচের কোনটি ফাইব্রিন জালককে ধ্বংস করে দেয়?
Edit
Topic:
Explaination: রক্ত বাহিকার পুনর্গঠন শুরু হলে টিস্যু কোষ সৃষ্টির জন্য প্লাজমিন নামক এনজাইম ফাইব্রিন জালককে ধ্বংস করে দেয়।
25. নিচের কোন এনজাইম রক্তে উপস্থিত হেপারিনকে অকেজো করে দেয়?
Edit
Topic:
Explaination:
26. রক্ত জমাট বিগলনে সাহায্য করে নিচের কোন উপাদান?
Edit
Topic:
Explaination:
27. স্বাভাবিক অবস্থায় রক্তনালীতে রক্ত জমাট না বাঁধার কারণ নয় নিচের কোনটি?
Edit
Topic:
Explaination:
28. মাতৃগর্ভে ভ্রুণীয় কত সপ্তাহ বয়স থেকে হৃদস্পন্দন শুরু হয়?
Edit
Topic:
Explaination: ভ্রুণ অবস্থায় মাতৃগর্ভে ৬ সপ্তাহ থেকে হৃদস্পন্দন শুরু হয় এবং আমৃত্যু তা চলতে থাকে।
29. হৃদপিণ্ডের সূঁচালো শীর্ষদেশ (Apex) কোন পাঁজরের ফাঁক (intercostal space) এ থাকে?
Edit
Topic:
Explaination: হৃদপিণ্ডের সূঁচালো শীর্ষদেশ নিচের দিকে ৫ম পাঁজরের ফাঁকে থাকে।
30. যোজক টিস্যু নির্মিত হৃদপিন্ডের কোন স্তর heart valve সমূহ ঢেকে রাখে?
Edit
Topic:
Explaination: এন্ডোকার্ডিয়াম হৃদপিন্ডের অন্তপ্রকোষ্ঠ গঠন করে, হৃদ কপাটিকা সমূহ ঢেকে রাখে এবং রক্তবাহিকার সাথে হৃদপিন্ডের অবিচ্ছিন্ন সংযোগ ঘটায়।
31. Left Atrium ও Left Ventricle সংযোগস্থলে কোন কপাটিকা থাকে?
Edit
Topic:
Explaination: বাম এট্রিয়াম ও বাম ভেন্ট্রিকলের সংযোগস্থলে বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা বা দ্বিপত্রী কপাটিকা থাকে।
32. মানবদেহের pumping machine এর আবরণটি কি নামে পরিচিত?
Edit
Topic:
Explaination: হৃৎপিণ্ড একটি পাতলা দ্বিস্তরী আবরণ দিয়ে আবৃত, এর নাম pericardium.
33. Coronary Sinus ও Right Atrium এর সংযোগস্থলে কোন কপাটিকা থাকে?
Edit
Topic:
Explaination: করোনারি সাইনাস ও ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে থিবেসিয়ান বা করোনারি কপাটিকা থাকে।
34. নিচের কোনটি মানবদেহের বৃহত্তম রক্তবাহিকা যা, হৃদপিণ্ড থেকে শুরু হয়ে কৈশিকজালিকায় শেষ হয়?
Edit
Topic:
Explaination: অ্যাওর্টা দেহের বৃহত্তম ধমনী (হৃদপিণ্ড থেকে শুরু হয়ে কৈশিকজালিকায় শেষ হয়)। ধমনী ফুসফুস ছাড়া অন্য সকল স্থানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে।
35. কোষের সংযোগস্থলে অনুপ্রস্থ চাকতির মতো গঠন, Intercalated Disc হৃদপিণ্ডের কোন স্তরে পাওয়া যায়?
Edit
Topic:
Explaination: হৃদপেশীর দুটি কোষের সংযোগস্থলে সারকোলেমা ঘন সন্নিবিষ্ট হয়ে অনুপস্থ ভাবে পুরু চাকতির মত গঠন করে, ডিস্ক একে ইন্টারক্যালেটেড ডিস্ক বলে। Myocardium স্তরটি হৃদপেশি নির্মিত।
36. হৃদপিন্ডের অবস্থিত Coronary Sulcus নামক খাঁজ অভ্যন্তরীণ কোন গঠনের জন্য বাইরের দিকে দৃশ্যমান?
Edit
Topic: হৃদপিণ্ডের প্রকোষ্ঠ, মাজেদা ম্যাম।
Explaination:
37. হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে বেশি পুরু?
Edit
Topic: হৃদপিণ্ডের প্রকোষ্ঠ, মাজেদা ম্যাম
Explaination:
38. হৃদপিণ্ডকে দেহ থেকে বিচ্ছিন্ন করে কত তাপমাত্রায় রাখলে বাইরের কোন উদ্দীপনা ছাড়াই বেশ কিছু সময় পর্যন্ত হার্টবিট চলতে থাকবে?
Edit
Topic:
Explaination: কোন স্তন্যপায়ী প্রাণীর হৃদপিণ্ড তার দেহ থেকে ছিন্ন করে অক্সিজেন সমৃদ্ধ লবণ দ্রবণে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দিলে বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই বেশ কিছু সময় পর্যন্ত হার্টবিট চলতে থাকবে।
39. কোন সংযোগী টিস্যুর অবস্থান ডান অ্যাট্রিয়াম ও সুপিরিয়র ভেনাকাভার ছিদ্রের সংযোগস্থলে অবস্থিত?
Edit
Topic:
Explaination: SA Node ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে, ডান অ্যাট্রিয়াম ও সুপিরিয়র ভেনাকাভার ছিদ্রের সংযোগস্থলে অবস্থিত।
40. SAN থেকে AVN এ উদ্দীপনা পরিবহনে কত সময় লাগে?
Edit
Topic:
Explaination: SAN থেকে AVN এ উদ্দীপনা পরিবহনে ০. ০৩ সেকেন্ড সময় লাগে। AVN এ আগত উদ্দীপনা ০. ০৯ সেকেন্ড দেরি করে একে AV Nodal Delay বলে।
41. প্রাকৃতিক পেসমেকার বলা হয় কোনটিকে?
Edit
Topic:
Explaination: SA Node কে প্রাকৃতিক পেসমেকার বলা হয় কারণ প্রতিটি উত্তেজনার তরঙ্গ এখানেই সৃষ্টি হয় এবং পরবর্তী উত্তেজনার তরঙ্গ সৃষ্টির উদ্দীপক হিসেবেও এটি কাজ করে।
42. AV Nodal Delay কত সেকেন্ড?
Edit
Topic:
Explaination: SAN থেকে AVN এ উদ্দীপনা পরিবহনে ০.৩ সেকেন্ড সময় লাগে। AVN এ আগত উদ্দীপনা ০.০৯ সেকেন্ড দেরি করে একে AV Nodal Delay বলে।
43. সাধারণত অ্যাট্রিয়াল চক্র ও ভেন্ট্রিকুলার চক্র উভয় চক্রের স্থিতি কাল কত?
Edit
Topic: হার্টবিট-কার্ডিয়াক চক্র, রক্ত ও সংবহন (গাজী আজমল)
Explaination:
44. একটি হৃৎপিণ্ডে প্রতি মিনিটে ৮০ বার হৃদকম্পন হয়, তাহলে হৃদ চক্রের স্থায়িত্ব কত?
Edit
Topic: হার্টবিট-কার্ডিয়াক চক্র, রক্ত ও সংবহন ( গাজী আজমল)
Explaination:
45. নিচের কোনটি সঠিক নয়?
Edit
Topic: হার্টবিট-কার্ডিয়াক চক্র, রক্ত ও সংবহন (গাজী আজমল)
Explaination:
46. " লাব " শব্দটি কখন শোনা যায়?
Edit
Topic: হার্টবিট-কার্ডিয়াক চক্র, রক্ত ও সংবহন (গাজী আজমল)
Explaination:
47. অ্যাট্রিয়ামের সিস্টোলে কয়টি পর্যায় দেখা যায়?
Edit
Topic: হার্টবিট-কার্ডিয়াক চক্র, রক্ত ও সংবহন (গাজী আজমল)
Explaination:
48. হৃৎপিণ্ডে অবস্থিত কোন সংযোগকারী কলা( Junctional tissu) কে পেসমেকার বলা হয়?
Edit
Topic: মায়োজেনিক নিয়ন্ত্রণ ও উদ্দীপনা পরিবহন, রক্ত ও সংবহন (গাজী আজমল)
Explaination:
49. SAN এর কার্যকরীতা কমে গেলে কি হতে পারে?
Edit
Topic: মায়োজেনিক নিয়ন্ত্রণ ও পেস মেকার, রক্ত ও সংবহন( আজিবুর স্যার )
Explaination:
50. নিচের কোন গতিপথ টি সঠিক?
Edit
Topic: মায়োজেনিক নিয়ন্ত্রণ ও উদ্দীপনা পরিবহন, রক্ত ও সংবহন (গাজী আজমল)
Explaination:
51. হৃৎপিন্ডের ক্রিয়া নিয়ন্ত্রণের ধরণ নিচের কোনটি?
Edit
Topic: মায়োজেনিক নিয়ন্ত্রণ ও উদ্দীপনা পরিবহন, রক্ত ও সংবহন (গাজী আজমল)
Explaination:
52. AV Nodal delay কত সেকেন্ড?
Edit
Topic: মায়োজেনিক নিয়ন্ত্রণ ও উদ্দীপনা পরিবহন, রক্ত ও সংবহন (গাজী আজমল)
Explaination:
53. মায়োজেনিক নিয়ন্ত্রণের জন্য দায়ী টিস্যু গুলোকে সম্মিলিত ভাবে কি বলে?
Edit
Topic: মায়োজেনিক নিয়ন্ত্রণ ও উদ্দীপনা পরিবহন, রক্ত ও সংবহন (গাজী আজমল)
Explaination:
54. কোনটি হৃৎপিণ্ডের সংবহন তন্ত্রের অংশ নয়?
Edit
Topic: মায়োজেনিক নিয়ন্ত্রণ ও উদ্দীপনা পরিবহন, রক্ত ও সংবহন (গাজী আজমল)
Explaination:
55. নিম্নের কোনটি করোনারি হার্ট ডিজিজের অন্তর্ভুক্ত নয়?
Edit
Topic:
Explaination:
56. নিচের কোন উপাদানটি হৃৎপেশিতে বেশি সৃষ্টি হলে অ্যানজাইনা হয়?
Edit
Topic:
Explaination:
57. হৃৎপিণ্ড যখন দেহের চাহিদা অনুযায়ী রক্ত যোগান দিতে পারে না তখন তাকে কি বলে?
Edit
Topic:
Explaination:
58. কোন রোগের কারণে হৃৎপেশির মৃত্যু ঘটে?
Edit
Topic:
Explaination:
59. হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয়ের পরীক্ষা কোনটি?
Edit
Topic:
Explaination:
60. হার্ট ফেইলিউর সম্পর্কে নিশ্চিত হওয়া যায় কেন টেস্ট দ্বারা?
Edit
Topic:
Explaination:
61. নিচের কোনটি সঠিক নয়?
Edit
Topic:
Explaination:
62. কৃত্রিম পেসমেকার যন্ত্রে কোন ব্যাটারি ব্যবহার করা হয়?
Edit
Topic:
Explaination:
63. কলা গঠনকারী কোষের বিভাজন অনুসারে সব ধরণের টিস্যুকে কয় ভাগে ভাগ করা হয়?
Edit
Topic: টিস্যুর প্রকারভেদ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Tissue (কলা) গঠনকারী কোষের বিভাজন অনুসারে সব ধরণের টিস্যুকে ২ ভাগে ভাগ করা হয়। যথাঃ ১। ভাজক টিস্যু ২। স্থায়ী টিস্যু
64. উদ্ভিদের মূলের শীর্ষ এবং কাণ্ডের শীর্ষে কোন ধরণের টিস্যু বিদ্যমান?
Edit
Topic: টিস্যুর প্রকারভেদ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: উদ্ভিদের মূলের শীর্ষ এবং কাণ্ডের শীর্ষে Meristematic tissue বা ভাজক ট্যিস্যু বিদ্যমান।
65. নিচের কোনটি মেরিস্টেম এর বৈশিষ্ট্য?
Edit
Topic: ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ভাজক টিস্যু (মেরিস্টেম)-
- কোষপ্রাচীর (কোষঝিল্লির বাইরে জড় আবরণ) পাতলা।
- সাইটোপ্লাজম ঘন ও দানাদার।
- অপরিণত কোষ দ্বারা গঠিত।
- আন্তঃকোষীয় ফাকাবিহীন (দুটি কোষের মধ্যকার ফাঁকা স্থান)।
- সাইটোপ্লাজম ঘন দানাদার।
66. কোন ধরণের টিস্যুর কোষে অপরিপক্ব প্লাস্টিড বিদ্যমান?
Edit
Topic: ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ভাজক টিস্যুর কোষে প্লাস্টিড প্রোপ্লাস্টিড (আদি প্লাস্টিড/ অপরিপক্ব প্লাস্টিড) হিসেবে থাকে।
67. বিভাজনক্ষম টিস্যুর কোষে কোনটি কোন বৈশিষ্ট্যধারী কোষীয় অঙ্গাণু অনুপস্থিত?
Edit
Topic: ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ভাজক টিস্যুর কোষে সাধারণত কোষগহ্বর (Vacuole) অনুপস্থিত।
68. অরিজিন অনুসারে কত প্রকার Meristem উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: উৎপত্তি (origin) অনুসারে Meristem বা ভাজক টিস্যু ৩ প্রকার। যথাঃ 1. Pro-meristem (প্রারম্ভিক ভাজক টিস্যু) 2. Primary meristem (প্রাথমিক ভাজক টিস্যু) 3. Secondary meristem (সেকেন্ডারি ভাজক টিস্যু)
69. বিভাজন প্রক্রিয়া ভিন্নতার উপর নির্ভর করে নিচের কোনটি বিভাজনসক্ষম টিস্যুর প্রকারভেদ?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Mass meristem কোষ বিভাজন প্রক্রিয়ার ভিন্নতা অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদ।
70. কোন ধরণের meristem থেকে উদ্ভিদের প্রথম বৃদ্ধি শুরু হয়?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Pro-meristem বা প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে উদ্ভিদের প্রথম বৃদ্ধি শুরু হয়।
71. কোন অবস্থানে অবস্থিত ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের সরু কান্ড ক্রমশ মোটা হয়?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Lateral বা পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের সরু কান্ড ক্রমশ মোটা হয়।
72. উৎপাদন অনুসারে কোন ভাজক টিস্যুকে প্রোমেরিস্টেম (pro-meristem) বলা হয়?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্রারম্ভিক ভাজক টিস্যুকে প্রোমেরিস্টেম (pro-meristem) বলা হয়
73. কোন ধরনের ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণাবস্থায়ই উৎপত্তি লাভ করে?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার
Explaination: Primary meristem বা প্রাথমিক ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণাবস্থায়ই উৎপত্তি লাভ করে।
74. কর্ক ক্যাম্বিয়াম কোন ধরণের ভাজক টিস্যুর উদাহরণ?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কর্ক ক্যাম্বিয়াম, ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম হলো সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ।
75. Secondary Meristem কোন ধরণের টিস্যু হতে উৎপত্তি লাভ করে?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Secondary Meristem - পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী টিস্যু হতে উৎপত্তি লাভ করে।
76. অবস্থান অনুসারে ক্যাটাগরিকৃত কোন ধরণের ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পায়?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার
Explaination: অবস্থান অনুসারে ক্যাটাগরিকৃত ভাজক টিস্যু- Apical meristem, Intercalary meristem, Lateral meristem।
উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি Apical meristem বা শীর্ষক ভাজক টিস্যুর বিভাজনের ফলাফল।
77. প্রাথমিক বিভাজন অক্ষম টিস্যু কোন ধরণের মেরিস্টেম হতে তৈরি হয়?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্রাথমিক স্থায়ী টিস্যু (বিভাজন অক্ষম) শীর্ষক ভাজক টিস্যু হতে তৈরি হয়।
78. কর্ম প্রক্রিয়া অনুসারে শ্রেণীবিন্যাসকৃত নিম্নের কোন ধরনের ভাজক টিস্যু হতে উদ্ভিদ বর্ধিষ্ণু অঙ্গের বহিরাবরণ সৃষ্টি হয়?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কর্ম প্রক্রিয়া অনুসারে শ্রেণীবিন্যাসকৃত ভাজক টিস্যুঃ প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম ভাজক টিস্যু হতে এপিডার্মিস বা ত্বক (উদ্ভিদ অঙ্গের বহিরাবরণ) সৃষ্টি হয়। প্লেট মেরিস্টেমও উদ্ভিদের বহিঃত্বক সৃষ্টি করে। কিন্তু প্লেট মেরিস্টেম কোষ বিভাজন অনুসারে শ্রেণিবিন্যাসকৃত মেরিস্টেম প্রকারভেদ।
79. ঘাস জাতীয় উদ্ভিদের পত্রমূলে কোন ধরনের ভাজক টিস্যু বিদ্যমান?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ঘাস জাতীয় উদ্ভিদ, পাইন, হর্সটেইল প্রভৃতি পত্রমূলে নিবেশিত ভাজক টিস্যু বিদ্যমান।
80. বৃদ্ধির জন্য দায়ী কোন ধরনের টিস্যু কাণ্ডের দুটি স্থায়ী টিস্যুর মাঝে অবস্থান করে?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: নিবেশিত ভাজক টিস্যু কাণ্ডের দুটি স্থায়ী টিস্যুর মাঝে অবস্থিত।
81. কোন টিস্যুর বিভাজনে উদ্ভিদে গৌণ (secondary) বৃদ্ধি ঘটে?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পার্শ্ব্বীয় ভাজক টিস্যুর বিভাজনে উদ্ভিদে গৌণ (secondary) বৃদ্ধি ঘটে।
82. নিম্নোক্ত উদ্ভিদের কোন উপাদানটি কোষপুঞ্জ গঠনকারী টিস্যু হতে তৈরি?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Mass meristem হতে কোষ সমষ্টি কোন নির্দিষ্ট নিয়মে সজ্জিত না হয়ে কোষপুঞ্জ গঠন করে এবং এর ধরণের ভাজক টিস্যু হতে তৈরি হয় মজ্জা, কর্টেক্স, বর্ধনশীল ভ্রূণ, রেণুথলি, এন্ডস্পার্ম বা সস্য।
83. উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি পায় কোন ধরণের ভাজক টিস্যুর মাধ্যমে?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি পায় Mass meristem বা মাস ভাজক টিস্যুর মাধ্যমে।
84. তরুণ মূলে কোন ধরণের ভাজক টিস্যু দেখা যায়?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: তরুণ বা বর্ধিষ্ণু মূলে এবং কাণ্ডের মজ্জা রশ্মিতে রিব ভাজক টিস্যু দেখা যায়।
85. কোন ধরণের ভাজক টিস্যুর মাধ্যমে একসারি কোষ তৈরি হয়?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রিব ভাজক টিস্যু এক তলে বিভাজিত হয় যার ফলে এক সারি কোষ তৈরি হয়।
86. প্র্যোক্যাম্বিয়াম উদ্ভিদের কোন ধরণের টিস্যু সৃষ্টিতে সাহায্য করে?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জাইলেম, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম সৃষ্টিকারী ভাজক টিস্যুই হলো প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়ামের কাজ হচ্ছে পরিবহন (ভাস্কুলার) টিস্যু তৈরি করা।
87. এপিব্লেমা সৃষ্টিকারী ভাজক টিস্যু নিচের কোনটি?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: এপিডার্মিস এবং এপিব্লেমা সৃষ্টিকারী ভাজক টিস্যু হলো প্রোটোডার্ম।
88. পরিচক্র কোন ধরণের ভাজক টিস্যু হতে উৎপত্তি লাভ করে?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি, পেরিসাইকেল (পরিচক্র) প্রভৃতি গ্রাউন্ড ভাজক টিস্যু হতে উৎপত্তি লাভ করে।
89. নিচের কোন স্থানের ভাজক টিস্যুগুলোর কোষ বিভাজন অনির্দিষ্ট নিয়মে বিভিন্ন তলে ঘটে?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সস্য বা এন্ডোস্পার্ম মাস ভাজক টিস্যু দ্বারা তৈরি হয়। মাস ভাজক টিস্যু সব তলে বিভাজিত হয়।
90. কোন ভাজক টিস্যুর (meristem) কারণে উদ্ভিদের বিভিন্ন অঙ্গ আয়তনে বৃদ্ধি পায়?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Plate meristem এর কারণে উদ্ভিদের বিভিন অঙ্গ আয়তনে বৃদ্ধি পায়।
91. নিচের কোন উদ্ভিদে বৃহদাকৃতি ত্বকীয় কোষ পাওয়া যায়?
Edit
Topic:
Explaination: আখ, ভুট্টা, গম উদ্ভিদে বুলিফর্ম (bulliform) কোষ (বৃহদাকৃতি ত্বকীয় কোষ) দেখা যায়।
92. করবী গাছের পাতার বহিরাবরণে কয় সারি কোষ দেখা যায়?
Edit
Topic: এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র – এপিডার্মিস, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination:
93. কোন উদ্ভিদের পত্রত্বকে মাইরোসিন এনজাইম নিঃসরণকারী কোষ পাওয়া যায়?
Edit
Topic: এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র – এপিডার্মিস, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination:
94. নিষেকের পর বিকশিত গর্ভাশয়ের ত্বকে কোন ধরণের রঞ্জক পদার্থ থাকে?
Edit
Topic: এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র – এপিডার্মিস, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ফুলের পাপড়ি ও ফলত্বকে (নিষেকের পর বিকশিত গর্ভাশয়ের ত্বকে) অ্যান্থোসায়ানিন রঞ্জক পদার্থ থাকে।
95. নিচের কোন ত্বকীয় উপাঙ্গ উদ্ভিদের জন্য “Necessary Evil” নামে পরিচিত প্রক্রিয়াটির হার হ্রাস করে?
Edit
Topic:
Explaination: Scale বা শল্ক হলো এমন একটি এপিডার্মাল উপাঙ্গ যা উদ্ভিদের প্রস্বেদন (উদ্ভিদের জন্য “Necessary Evil” নামে পরিচিত) হার কমায়।
96. উদ্ভিদের ত্বকে বিদ্যমান এবং চকচকে আঠালো পদার্থে পূর্ণ বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কী নামে পরিচিত?
Edit
Topic:
Explaination: চকচকে আঠালো পদার্থে পূর্ণ বিশেষ ধরনের রোম বা বহুকোষী ট্রাইকোমকে কোলেটার্স (colleters) বলে।
97. নিচের কোন টাইপের স্ট্রোমা একটি ছোট এবং বাকি দুটি তুলনামূলক বড় সাইজের সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে?
Edit
Topic:
Explaination: তিনটি সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত স্টোমা হলো Anisocytic (unequal celled stoma) ধরণে যেখানে তিনটি সাবসিডিয়ারি কোষ থাকে এবং একটি কোষ আকারে ছোট থাকে।
98. Actinocytic পত্ররন্ধ্রে রক্ষীকোষের (guard cell) সংখ্যা কতটি?
Edit
Topic: এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র – এপিডার্মাল রন্ধ্র, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Actinocytic পত্ররন্ধ্রে রক্ষীকোষের (guard cell) সংখ্যা দুইটি। সব ধরণের পত্ররন্ধ্রেই দুইটি করেই রক্ষীকোষ থাকে। তবে সহকারী বা সাবসিডিয়ারি কোষ এর সংখ্যা ভিন্ন হয়। এবং Actinocytic পত্ররন্ধ্রে অসংখ্যপত্র রন্ধ্র থাকে।
99. নিচের কোন Epidermal appendages থেকে আঠা, গদ ও বিষাক্ত পদার্থ নিঃসৃত হয়?
Edit
Topic: এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র – এপিডার্মাল উপবৃদ্ধি, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কাণ্ডের রোম বা Trichome থেকে আঠা, গদ ও বিষাক্ত পদার্থ নিঃসৃত হয়।
100. উদ্ভিদের দেহকে ভূমির সাথে আটকে রাখার জন্য দায়ী উদ্ভিদের মৌলিক অংশের বহিরাবরণকে কি বলে?
Edit
Topic: এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র – এপিডার্মিস, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মূলের (উদ্ভিদের দেহকে ভূমির সাথে আটকে রাখার জন্য দায়ী উদ্ভিদের মৌলিক অংশ) বহিরাবরণকে Epiblema এপিব্লেমা বলে।
101. কোন ধরণের টিস্যু হতে এপিডার্মিসের উৎপত্তি?
Edit
Topic: এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র – এপিডার্মিস, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্রাইমারী শীর্ষক ভাজক টিস্যু হতে এপিডার্মিসের উৎপত্তি।
102. ত্বকীয় টিস্যুতন্ত্র (Epidermal tissue system) কোন ধরণের টিস্যুর সমন্বয়ে গঠিত?
Edit
Topic: এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র – এপিডার্মিস, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ত্বকীয় টিস্যুতন্ত্র (Epidermal tissue system) সাধারণত একসারি প্যারেনকাইমা টিস্যুর সমন্বয়ে গঠিত।
103. কোন উদ্ভিদের পাতায় লিগনিন জমা হতে দেখতে পাওয়া যায় না?
Edit
Topic: এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র – এপিডার্মিস, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Cycas, Pinus এবং ঘাস জাতীয় উদ্ভিদের পাতায় লিগনিন জমা হতে দেখতে পাওয়া যায়।
104. কিউটিকল যুক্ত Trichome উদ্ভিদের কোন মৌলিক অংশে পাওয়া যায়?
Edit
Topic: এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র – এপিডার্মাল উপবৃদ্ধি, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: উদ্ভিদের Trichome বা রোম ত্বকের উপবৃদ্ধি।
105. আলকুশি উদ্ভিদে কোন ধরণের রোম পাওয়া যায়?
Edit
Topic: এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র – এপিডার্মাল উপবৃদ্ধি, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বিছুটি, আলকুশি প্রভৃতি উদ্ভিদে দংশকরোম (Singing hair) পাওয়া যায়।
106. নিচের কোন উদ্ভিদের Stomata অন্যান্য বাকি উদ্ভিদের তুলনায় ব্যাতিক্রম?
Edit
Topic: এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র – এপিডার্মাল রন্ধ্র, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পাথরকুচি গোত্রের উদ্ভিদের Stomata রাতে খোলা থাকে এবং দিনে বন্ধ থাকে।
107. পত্ররন্ধ্রের দুইপাশেঅবস্থিত রক্ষীকোষের চতুর্দিকে বিদ্যমান কোষগুলো কি নামে পরিচিত?
Edit
Topic: এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র – এপিডার্মাল রন্ধ্র, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রক্ষীকোষের চতুর্দিকে অবস্থিত কোষগুলো সহকারী কোষ বা subsidiary cell নামে পরিচিত।
108. নিচের কোন উদ্ভিদের কাণ্ডে হাইডাথোড (hydathode) বিদ্যমান?
Edit
Topic: এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র – এপিডার্মাল রন্ধ্র, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ঘাস, কচু, টমেটো উদ্ভিদের পাতার কিনারায় হাইডাথোড বিদ্যমান। কাণ্ডে হাইডাথোড পাওয়া যায় না।
109. পানিপত্ররন্ধ্র নামক বিশেষ ধরণের নির্মোচন অঙ্গ দিয়ে পানি তরল আকারে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া নিচের কোনটি?
Edit
Topic: এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র – এপিডার্মাল রন্ধ্র, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: হাইডাথোড দিয়ে পানি গ্যাটেশন বা নিস্রাবন (Guttation or Exudation) প্রক্রিয়ায় তরল আকারে বের হয়ে যায়
110. প্রোটোজাইলেম ও মেটাজাইলেম উভয়ই কেন্দ্র ও পরিধি দুই দিকে বিন্যস্ত থাকলে -
Edit
Topic: ভাস্কুলার টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র (হাসান)
Explaination:
111. দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডে জাইলেম ও ফ্লোয়েমের মাঝে কোন টিস্যু থাকে?
Edit
Topic: ভাস্কুলার টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র (হাসান)
Explaination:
112. মেসার্ক (Mesarch) জাইলেম বিন্যাস কোথায় উপস্থিত?
Edit
Topic: ভাস্কুলার টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র (হাসান)
Explaination:
113. আবৃতবীজী উদ্ভিদের কোন অংশে এক্সার্ক (Exerch) জাইলেম বিন্যাস উপস্থিত?
Edit
Topic: ভাস্কুলার টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র (হাসান)
Explaination:
114. কোনটি ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র (fasicular tissue system) নামে পরিচিত?
Edit
Topic: ভাস্কুলার টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র (হাসান)
Explaination:
115. পরিণত জাইলেম টিস্যু (xylem tissue) এর সজীব উপাদান হলো -
Edit
Topic: ভাস্কুলার টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র (হাসান)
Explaination:
116. কোন উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না?
Edit
Topic: ভাস্কুলার টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র (হাসান)
Explaination:
117. পাটের আঁশ কোন জাতীয় টিস্যু?
Edit
Topic: ভাস্কুলার টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র (হাসান)
Explaination:
118. প্রোটোজাইলেম ও মেটাজাইলেম উভয়ই কেন্দ্র ও পরিধি দুই দিকে বিন্যস্ত থাকলে -
Edit
Topic: ভাস্কুলার টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র (হাসান)
Explaination:
119. Phloem tissue এর একমাত্র মৃত উপাদান নিচের কোনটি?
Edit
Topic: ভাস্কুলার টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Phloem tissue হলো জীবিত টিস্যু এবং একমাত্র ফ্লোয়েম ফাইবার হলো মৃতকোষ।
120. নিচের কোনটি bast fiber নামে পরিচিত?
Edit
Topic: ভাস্কুলার টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পাটের তন্তু bast fiber নামে পরিচিত।
121. কোনটিতে মুক্তসমপার্শ্বীয় (open collateral) ভাস্কুলার বান্ডল পাওয়া যায়?
Edit
Topic: ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ, ভাস্কুলার টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: দ্বিবীজপত্রী এবং নগ্নবীজী উদ্ভিদের (কুমড়া জাতীয় উদ্ভিদ ব্যতিত) কান্ডে মুক্তসমপার্শ্বীয় (open collateral) ভাস্কুলার বান্ডল পাওয়া যায়।
122. দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম বা ফ্লোয়েম বান্ডল-এর সংখ্যা কত?
Edit
Topic: ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ, ভাস্কুলার টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম বা ফ্লোয়েম বান্ডল-এর সংখ্যা ২-৪ টি। একবীজপত্রী উদ্ভিদের মূলে এদের সংখ্যা ৬ এর বেশি।
123. Flowering Plant এর মূলে কোন ধরনের vascular bundle দেখা যায়?
Edit
Topic: ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ, ভাস্কুলার টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Flowering Plant এর মূলে অরীয় (radial) ধরণের ভাস্কুলার বান্ডল দেখা যায়।
124. বদ্ধ সমপার্শীয় ভাস্কুলার বান্ডল পাওয়া যায় নিচের কোন ধরণের উদ্ভিদের কান্ডে?
Edit
Topic: ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ, ভাস্কুলার টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বদ্ধ সমপার্শীয় ভাস্কুলার বান্ডল পাওয়া যায় একবীজপত্রী উদ্ভিদের কান্ডে।
125. কোনটি leptocentric ভাস্কুলার বান্ডলের উদাহরণ?
Edit
Topic: ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ, ভাস্কুলার টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Dracaena, Yucca উদ্ভিদের ভাস্কুলার বান্ডল লেপ্টোসেন্ট্রিক ধরণের।
126. সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল (Bicollateral vascular bundle) দেখা যায় কোন উদ্ভিদে?
Edit
Topic: ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ, ভাস্কুলার টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লাউ, কুমড়া, শসা উদ্ভিদের কাণ্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল (Bicollateral vascular bundle) দেখা যায়।
127. ফার্ণজাতীয় উদ্ভিদের (Pteridophyta) ভাস্কুলার বান্ডল কোন প্রকৃতির?
Edit
Topic: ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ, ভাস্কুলার টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ফার্ণজাতীয় উদ্ভিদের (Pteridophyta) ভাস্কুলার বান্ডল কেন্দ্রিক প্রকৃতির।
128. ক্যাসপেরিয়ান স্ট্রিপ (casperian strip) নিচের কোন কোন উপাদান দ্বারা গঠিত ?
Edit
Topic:
Explaination:
129. কোনটি Ground Merisrem থেকে সৃষ্টি হয় না?
Edit
Topic:
Explaination:
130. নিচের কোনটি বাঁধ (Dam) এর মতো কাজ করে?
Edit
Topic:
Explaination:
131. উদ্ভিদের গ্রাউন্ড টিস্যুতন্ত্রের কোন অংশে ক্যাসপেরিয়ান স্ট্রিপ দেখা যায়?
Edit
Topic:
Explaination:
132. শ্বেতসার আবরণ (Starch seath) দেখা যায় কোথায়?
Edit
Topic:
Explaination:
133. পেরিসাইকল স্তর হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডলসহ কেন্দ্র পর্যন্ত অংশকে কী বলে?
Edit
Topic:
Explaination:
134. Bundle cap- এ ফ্লোয়েমের মাথায় কোন টিস্যু অবস্থান করে?
Edit
Topic:
Explaination:
135. নিম্নের কোনটি বহিঃস্টিলীয় অঞ্চলের অংশ?
Edit
Topic:
Explaination:
136. পাতার গ্রাউন্ড টিস্যুকে (ground tissue) কী বলে?
Edit
Topic:
Explaination:
137. মজ্জারশ্মি (Medullary ray) কোন ভাজক টিস্যু থেকে তৈরি হয়?
Edit
Topic:
Explaination:
138. পাতার মেসোফিল টিস্যু কোন কোষ দ্বারা তৈরি?
Edit
Topic:
Explaination:
139. কোন স্তরে পারণকোষ (Passage cell) বিদ্যমান?
Edit
Topic:
Explaination:
140. মজ্জা দুই পরিবহণ টিস্যুগুচ্ছের মাঝে রশ্মির ন্যায় পেরিসাইকল পর্যন্ত বিস্তৃত হলে তাকে কী বলে?
Edit
Topic:
Explaination:
141. একবীজপত্রী উদ্ভিদের তরুণ মূলের সবচেয়ে বড় অংশ নিচের কোনটি?
Edit
Topic:
Explaination:
142. ঘাসজাতীয় উদ্ভিদের মূলরোম বিশিষ্ট অংশটি কোন ধরণের কোষ দ্বারা ঘটিত?
Edit
Topic:
Explaination: ঘাসজাতীয় উদ্ভিদের (একবীজপত্রী উদ্ভিদের) মূলরোম বিশিষ্ট অংশ (মূলত্বক) একসারি প্যারেনকাইমা কোষ নির্মিত।
143. কচুর মূলের কোন অংশটি অ্যারেনকাইমা বিশিষ্ট?
Edit
Topic:
Explaination: কচুর মূলের অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদের মূলের কর্টেক্স অংশ বহু সারি প্যারেনকাইমা কোষ নির্মিত, অন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে, কখনো কখনো বায়ুকুঠুরী বা অ্যারেনকাইমা থাকতে পারে।
144. ধান গাছের মূলের এন্ডডার্মিসের প্রতিটি কোষ যে চর্বিময় ফিতা দ্বারা আবৃত সেটি কি নামে পরিচিত?
Edit
Topic:
Explaination: ধান গাছের মূলের (একবীপত্রী উদ্ভিদের মূলের) এন্ডডার্মিসের প্রতিটি কোষ যে চর্বিময় ফিতা দ্বারা আবৃত সেটি ক্যাসপেরিয়ান স্ট্রিপ নামে পরিচিত।
145. ভাস্কুলার বান্ডলকে রক্ষার পাশাপাশি নাইট্রোজেন বিহীন খাদ্য সঞ্চয় করা নিচের কোন অংশের কাজ?
Edit
Topic:
Explaination:
146. বাঁশ গাছের মূলের অন্তর্গঠনের শনাক্তকারী বৈশিষ্ট্য নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: একবীওপত্রী উদ্ভিদের – কিউটিকলবিহীন এককোষী মূলরোম থাকে। হাইপোডার্মিস বা অধঃত্বক অনুপস্থিত, প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে।
147. কচি ভুট্টার কাণ্ডের সবচেয়ে বাইরের স্তর নিচের কোনটি?
Edit
Topic:
Explaination:
148. একবীজপত্রী উদ্ভিদের ভাস্কুলার বান্ডলের ক্ষেত্রে সঠিক নিচের কোনটি?
Edit
Topic:
Explaination:
149. কলাবতী গাছের কাণ্ডের ক্লোরোফাইলাস স্তর নিচের কোনটির অংশ?
Edit
Topic:
Explaination:
150. Y বা V আকৃতির জাইলেম বিন্যাস কোথায় পাওয়া যায়?
Edit
Topic:
Explaination:
151. অলফ্যাক্টরি কোষ দেখা যায় মানুষের শ্বসনতন্ত্রের কোন অংশে?
Edit
Topic: নাসাগহ্বর, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, শ্বসন ও শ্বাসক্রিয়া (আজমল স্যার)
Explaination:
152. Adam’s Apple কোথায় দেখা যায়?
Edit
Topic: স্বরযন্ত্র, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, শ্বসন ও শ্বাসক্রিয়া (আজমল স্যার)
Explaination:
153. স্বরযন্ত্রে বিদ্যমান কোন তরুণাস্থিটি সবচেয়ে বড়?
Edit
Topic: স্বরযন্ত্র, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, শ্বসন ও শ্বাসক্রিয়া (আজমল স্যার)
Explaination:
154. স্বরযন্ত্রের উপরে বিদ্যমান ছোট ঢাকনার মতো অংশটির নাম কী?
Edit
Topic: স্বরযন্ত্র, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, শ্বসন ও শ্বাসক্রিয়া (আজমল স্যার)
Explaination:
155. শ্বাসনালি কতটি অর্ধ-বৃত্তাকার তরুণাস্থি নিয়ে গঠিত?
Edit
Topic: শ্বাসনালি, বায়ু পরিবহন অঞ্চল, শ্বসন ও শ্বাসক্রিয়া (আজমল স্যার)
Explaination:
156. ট্রাকিয়ার দৈর্ঘ্য কত?
Edit
Topic: শ্বাসনালি, বায়ু পরিবহন অঞ্চল, শ্বসন ও শ্বাসক্রিয়া (আজমল স্যার)
Explaination:
157. নিচের কোন পর্দা দ্বারা ফুসফুস আবৃত থাকে?
Edit
Topic: ফুসফুস, শ্বসন অঞ্চল, শ্বসন ও শ্বাসক্রিয়া (আজমল স্যার)
Explaination:
158. ডান ফুসফুসে কয়টি লোব থাকে?
Edit
Topic: ফুসফুস, শ্বসন অঞ্চল, শ্বসন ও শ্বাসক্রিয়া (আজমল স্যার)
Explaination:
159. কোনটি মানুষের শ্বসনতন্ত্রের অংশ নয়?
Edit
Topic:
Explaination:
160. নিচের কোনটি মানুষের প্রধান শ্বসনাঙ্গ?
Edit
Topic: ফুসফুস, শ্বসন অঞ্চল, শ্বসন ও শ্বাসক্রিয়া (আজমল স্যার)
Explaination:
161. কোথায় প্লিউরাল রস পাওয়া যায়?
Edit
Topic: ফুসফুস, শ্বসন অঞ্চল, শ্বসন ও শ্বাসক্রিয়া (আজমল স্যার)
Explaination:
162. স্বরযন্ত্রে কতটি স্বররজ্জু দেখা যায়?
Edit
Topic:
Explaination:
163. স্বরযন্ত্র কয়টি কোমলাস্থি নিয়ে গঠিত?
Edit
Topic:
Explaination:
164. কোন ফুসফুসটি হৃৎপিণ্ডকে ধারণ করে?
Edit
Topic:
Explaination:
165. কোনটির মাধ্যমে শব্দ উৎপন্ন হয়?
Edit
Topic: স্বরযন্ত্র, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, শ্বসন ও শ্বাসক্রিয়া (আজমল স্যার)
Explaination:
166. কোনটি ফুসফুসের কার্যকরী একক?
Edit
Topic: অ্যালভিওলাস এর গঠন, শ্বসন ও শ্বাসক্রিয়া (আজমল স্যার)
Explaination:
167. অ্যালভিওলাস কী দ্বারা আবৃত থাকে?
Edit
Topic: অ্যালভিওলাস এর গঠন, শ্বসন ও শ্বাসক্রিয়া (আজমল স্যার)
Explaination:
168. অ্যালভিওলাসের প্রাচীরের পুরুত্ব কত মাইক্রোমিটার?
Edit
Topic: অ্যালভিওলাস এর গঠন, শ্বসন ও শ্বাসক্রিয়া (আজমল স্যার)
Explaination:
169. একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা কত?
Edit
Topic: অ্যালভিওলাস এর গঠন, শ্বসন ও শ্বাসক্রিয়া (আজমল স্যার)
Explaination:
170. অ্যালভিওলাসের প্রাচীরের কোন কোষ থেকে সারফ্যাকট্যান্ট ক্ষরিত হয়?
Edit
Topic: অ্যালভিওলাস এর গঠন, শ্বসন ও শ্বাসক্রিয়া (আজমল স্যার)
Explaination:
171. কোনটি সারফ্যাকট্যান্ট-এর কাজ নয়?
Edit
Topic: অ্যালভিওলাস এর গঠন, শ্বসন ও শ্বাসক্রিয়া (আজমল স্যার)
Explaination:
172. মানবভ্রুণে সর্বপ্রথম সারফ্যাকটেন্ট ক্ষরণ শুরু হয় কবে?
Edit
Topic: অ্যালভিওলাস এর গঠন, শ্বসন ও শ্বাসক্রিয়া (আজমল স্যার)
Explaination:
173. অ্যালভিওলাইগুলো কোন ব্যবধায়ক পর্দার মাধ্যমে পৃথক থাকে?
Edit
Topic: অ্যালভিওলাস এর গঠন, শ্বসন ও শ্বাসক্রিয়া (আজমল স্যার)
Explaination:
174. অ্যালভিওলাসের প্রাচীরে কোন কোষটি থাকে না?
Edit
Topic:
Explaination:
175. পূর্ণ বয়স্ক সুস্থ মানুষে বিশ্রামকালে প্রতি মিনিটে শ্বসন হার কত?
Edit
Topic: প্রশ্বাস-নিঃশ্বাস কার্যক্রম, শ্বসন ও শ্বাসক্রিয়া (আজমল স্যার)
Explaination:
176. প্রতিবার নিশ্বাস-প্রশ্বাসের সময় যে পরিমাণ বায়ু ফুসফুসে ঢুকে কিংবা ফুসফুস থেকে বের হয়ে যায় তাকে কি বলে?
Edit
Topic: প্রধান শব্দ ভিত্তিক সারসংক্ষেপ, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রতিবার নিশ্বাস-প্রশ্বাসের সময় যে পরিমাণ বায়ু ফুসফুসে ঢুকে কিংবা ফুসফুস থেকে বের হয়ে যায় তাকে tidal volume বা বায়ুমাত্রা বলে।
177. একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক সুস্থ অবস্থায় ফুসফুসের সর্বমোট বায়ুধারণ ক্ষমতাকে কি বলে?
Edit
Topic: প্রধান শব্দ ভিত্তিক সারসংক্ষেপ, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ফুসফুসের সর্বমোট বায়ুধারণ ক্ষমতাকে vital capacity বা বায়ুধারণ ক্ষমতা বলে।
178. পূর্ণবয়স্ক সুস্থ মানুষের প্রতিবার নিশ্বাস-প্রশ্বাসের সময় কি পরিমাণ বায়ু ফুসফুসে ঢুকে কিংবা বের হয়?
Edit
Topic:
Explaination: প্রতিবার নিশ্বাস প্রশ্বাসের সময় যে পরিমাণ বায়ু ফুসফুসে ঢুকে কিংবা ফুসফুস থেকে বের হয়ে যায় তাকে tidal volume বা বায়ুমাত্রা বলে। পূর্ণবয়স্ক সুস্থ মানুষের টাইডাল ভলিউম ৫০০ মিলিলিটার।
179. মস্তিষ্কের কোন অংশ শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে?
Edit
Topic: প্রশাস নিঃশ্বাস কার্যক্রম, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে মেডুলা।
180. স্বাভাবিক শ্বাসক্রিয়ায় কয় ধরনের পেশীর ক্রিয়ায় বক্ষগহ্বর এর আয়তন হ্রাস বৃদ্ধি ঘটে?
Edit
Topic: নিশ্বাস-প্রশ্বাস কার্যক্রম ও নিয়ন্ত্রণ, মাজেদা ম্যাম।
Explaination: দুই ধরনের পেশির ক্রিয়ায় বক্ষ গহ্বরের আয়তন হ্রাস-বৃদ্ধি ঘটে।
- মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম
- ইন্টারকোস্টাল পেশী।
181. Inspiration এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়?
Edit
Topic: নিশ্বাস-প্রশ্বাস কার্যক্রম ও নিয়ন্ত্রণ, মাজেদা ম্যাম।
Explaination: প্রশ্বাসের সময় ইন্টারকোস্টাল পেশীর সংকোচনের ফলে পর্শুকাগুলো উপর ও বাইরের দিকে প্রসারিত হয়।
182. মস্তিস্কে অবস্থিত কয়টি কেন্দ্র থেকে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয়?
Edit
Topic: প্রশাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মস্তিষ্ক অবস্থিত চারটি কেন্দ্র থেকে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয়। পনসের পার্শ্বদেশ অবস্থিত একজোড়া স্নায়ু কেন্দ্র এবং মেডুলা অবলঙ্গাটা এর পার্শ্বদেশে অবস্থিত এক জোড়া স্নায়ু কেন্দ্র প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে।
183. পনসের পার্শ্বদেশ অবস্থিত স্নায়ুকেন্দ্র কোনটি?
Edit
Topic: প্রশাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পনসের পার্শ্বদেশ অবস্থিত স্নায়ুকেন্দ্রদুটি যথাক্রমে নিউমোট্যাক্সিক ও অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র। মেডুলার পাশে অবস্থিত স্নায়ু কেন্দ্র প্রশ্বাসকেন্দ্র ও নিঃশ্বাসকেন্দ্র নামে পরিচিত।
184. কোন স্নায়ুর মাধ্যমে হাঁচি (sneezing) প্রতিবর্তি ক্রিয়ার উদ্ভব ঘটে এবং শ্বাসক্রিয়ায় পরিবর্তন আনে?
Edit
Topic: শ্বসন অঙ্গে প্রতিবর্ত ক্রিয়া, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নাসিকাগহবরের প্রাচীরে মিউকাস পর্দায় উদ্দীপনাজনিত স্নায়ু তাড়না অলফ্যাক্টরি স্নায়ু (Olfactory nerve) মাধ্যমে হাঁচি প্রতিবর্তী ক্রিয়ার উদ্ভব ঘটায়।
185. খাদ্য গলধঃকরণ বাঁধাগ্রস্থ হলে সৃষ্ট গলবিলীয় বা গ্যাগ প্রতিবর্তি (pharyngeal or gag reflex) ক্রিয়ার উদ্ভব ঘটে কোন করোটিক স্নায়ুর মাধ্যমে?
Edit
Topic: শ্বসন অঙ্গে প্রতিবর্ত ক্রিয়া, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: খাদ্য গলধঃকরন বাধাগ্রস্ত হলে গলবিল গাত্রের উদ্দীপনা জনিত স্নায়ুতাড়না গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে গলবিলীয় বা গ্যাগ প্রতিবর্তি (Glossopharyngeal nerve) ক্রিয়া সৃষ্টি করে এবং শ্বাসক্রিয়া বন্ধ করে দেয়।
186. নিঃশ্বাস ও প্রশ্বাসের সময় ফুসফুস কখনো খালি হয় না। নিঃশ্বাস ও প্রশ্বাসের সময় কি পরিমাণ বায়ু ফুসফুসে রেসিডুয়াম ভলিউম হিসেবে থেকে যায়?
Edit
Topic: নিশ্বাস-প্রশ্বাস কার্যক্রম ও নিয়ন্ত্রণ, মাজেদা ম্যাম।
Explaination:
187. শর্করা জারণের সময় কোষে সৃষ্ট ক্ষতিকর উপাদানটি নিম্নে বর্ণিত কোন উপায়ে রক্তে পরিবাহিত হয় না?
Edit
Topic: গ্যাসীয় পরিবহন, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: কার্বন ডাই অক্সাইড ৩ উপায়ে রক্তে পরিবাহিত হয়। কার্বমিনো যৌগ রূপে, বাইকার্বনেট যৌগ, রূপ ভৌত দ্রবণ (কার্বনিক এসিড) রূপে।
188. শ্বসনের মোট কার্বন ডাই অক্সাইড এর কত ভাগ রক্তরসের পানির সাথে যুক্ত হয়ে পরিবাহিত হয়?
Edit
Topic: গ্যাসীয় পরিবহন, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: কিছু পরিমাণ (৫%) কার্বন ডাই অক্সাইড রক্ত রসের পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক এসিড গঠন করে।
189. দেহ হতে ফুসফুসের কৈশিকজালিকায় আগত রক্তে অক্সিজেনের চাপ কত?
Edit
Topic:
Explaination: ফুসফুসের কৈশিকজালিকায় দেহ হতে আগত রক্তে অক্সিজেন চাপ থাকে 40 mmHg।
190. ফুসফুস থেকে অক্সিজেন কোন প্রক্রিয়ায় ফুসফুসীয় ঝিল্লি ভেদ করে রক্তে প্রবেশ করে?
Edit
Topic: গ্যাসীয় পরিবহন, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ফুসফুস থেকে অক্সিজেন ব্যাপন(diffusion) ফুসফুসীয় ঝিল্লি ভেদ করে রক্তে প্রবেশ করে
191. রক্তে অক্সিজেন চাপ কত হওয়া পর্যন্ত ব্যাপন অব্যাহত থাকে?
Edit
Topic:
Explaination: ফুসফুস থেকে অক্সিজেন ব্যাপন (diffusion) ফুসফুসীয় ঝিল্লি ভেদ করে রক্তে প্রবেশ করে। এই ব্যাপন যতক্ষণ না রক্তে অক্সিজেনের চাপ 100 mmHg উপনীত হয় ততক্ষণ অব্যাহত থাকে।
192. কার্বন ডাই অক্সাইড ভৌত দ্রবনরূপে পরিবহনে কোন এনজাইম ভূমিকা রাখে?
Edit
Topic: গ্যাসীয় পরিবহন, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: কিছু পরিমাণ (৫%) কার্বন ডাই অক্সাইড রক্ত রসের পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক এসিড গঠন করে। এ বিক্রিয়ায় কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম প্রভাবক হিসেবে কাজ করে।
193. প্রতি 100 মি.লি. রক্তে কি পরিমান কার্বন ডাই অক্সাইড কার্বমিনো-প্রোটিন রূপে পরিবাহিত হয়?
Edit
Topic: গ্যাসীয় পরিবহন, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মোট কার্বন ডাই অক্সাইডের শতকরা ২৭ ভাগ কার্বমিনো যৌগ রূপে পরিবাহিত হয়। প্রতি ১০০ মিলি রক্তে এর পরিমাণ ৩ মিলি, যার ২ মি. লি. কার্বমিনো - হিমোগ্লোবিন রূপে ও ১ মি. লি. কার্বমিনো - প্রোটিনরূপে পরিবাহিত হয়।
194. লোহিত রক্তকণিকায় কার্বন ডাই অক্সাইড নিচের কোন যৌগ রূপে পরিবাহিত হয়?
Edit
Topic: গ্যাসীয় পরিবহন, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: কার্বন ডাই অক্সাইডের বেশির ভাগই (৬৫%) রক্তে বাই কার্বনেট রূপে পরিবাহিত হয়। এটি NaHCO3 রূপে প্লাজমার মাধ্যমে এবং KHCO3 রূপে লোহিত রক্ত কণিকার মাধ্যমে পরিবাহিত হয়
195. মাথার খুলিতে মুখমণ্ডলীয় অংশে নাসা গহ্বরের দু পাশে প্যারান্যাসাল সাইনাসের সংখ্যা কত?
Edit
Topic: সাইনুসাইটিস, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানুষের খুলিতে মুখ মন্ডলীয় অংশে নাসা গহ্বরের দুপাশে অবস্থিত বায়ুপূর্ণ ৪ জোড়া বিশেষ গহ্বরকে সাইনাস বা প্যারান্যাসাল সাইনাস বলে।
196. নিচের কোন অংশে Maxillary Sinus অবস্থিত?
Edit
Topic: সাইনুসাইটিস, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ম্যাক্সিলারি সাইনাস (Maxillary Sinus) অবস্থিত গালে। দুই চোখের মাঝখানে অবস্থিত সাইনাস এথময়েড (Ethmoid) সাইনাস। এর প্রদাহের কারণে দুই চোখের মাঝে ও মাথায় ব্যাথা হয়। ফ্রন্টাল সাইনাস চোখের উপরে অবস্থিত। এর প্রদাহের কারণে চোখের উপরে ও মাথায় ব্যাথা হয়।
197. ক্রনিক সাইনুসাইটিসের স্থায়িত্বকাল কতদিন?
Edit
Topic: শ্বাসনালীর সংক্রমণ, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ক্রনিক সাইনুসাইটিসের স্থায়িত্বকাল দুই মাসের বেশি এবং অ্যাকিউট সাইনুসাইটিসের স্থায়িত্বকাল ৪-৮ সপ্তাহ।
198. নিচের কোনটি উর্ধ্ব শ্বাসনালির সংক্রমণ?
Edit
Topic: শ্বাসনালীর সংক্রমণ, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: উর্ধ্ব শ্বাসনালির সংক্রমণ - সাধারণ ঠান্ডা, টনসিলাইটিস, সাইনুসাইটিস, ল্যারিন্জাইটিস, ওটাইটিস মিডিয়া (Otitis Media)
199. নিচের কোন অণুজীবের সংক্রামণে সাইনুসাইটিস হয়?
Edit
Topic: সাইনুসাইটিস, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: কিছু ব্যাকটেরিয়ার আক্রমণে সাইনুসাইটিস হতে পারে যেমন: Streptococcus, Pneumoniae, Haemophilus influenza।
200. টিম্প্যানোস্টোমি টিউব ব্যবহৃত হয় কোন রোগের চিকিৎসায়?
Edit
Topic:
Explaination: কান দিয়ে সবসময় পুজ পড়ার মত অবস্থা ঘাটলে চিকিৎসকের মাধ্যমে টিম্প্যানোস্টোমি টিউব নামক বিশেষ নলের সাহায্যে ওটাইটিস মিডিয়ার চিকিৎসা গ্রহণ করতে হবে।
201. Eustachian tube মধ্যকর্ণের সাথে শ্বসনতন্ত্রের কোন অংশের সাথে সংযোগ স্থাপন করে?
Edit
Topic: ওটিটিস মিডিয়া, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ইউস্টেশিয়ান নালি (Eustachian tube) মধ্য কর্ণের সাথে গলবিলের (Pharynx) সংযোগ স্থাপন করে।
202. অধূমপায়ীর x-ray film কেমন হয়?
Edit
Topic: ধূমপায়ী ও অধূমপায়ী মানুষের ফুসফুসের এক্সরে তুলনা, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অধূমপায়ীর এক্সরে ফিল্ম কালো থাকবে, আর ফুসফুসের সকল অঞ্চল স্বচ্ছ ও পরিষ্কার থাকবে।
203. সিগারেটের ধোঁয়ায় অ্যালভিওলাসের প্রাচীরে যে ক্ষতি হয় তার ফলে অ্যালভিওলাস আয়তনে বেড়ে যায় এবং কোনো কোনো স্থানে ফেটে গিয়ে ফুসফুসে ফাঁকা জায়গা সৃষ্টি করার অবস্থাটি কি নামে পরিচিত?
Edit
Topic: ধূমপানের ক্ষতিকর দিক, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সিগারেটের ধোঁয়ায় অ্যালভিওলাসের প্রাচীরে যে ক্ষতি হয় তার ফলে অ্যালভিওলাস আয়তনে বেড়ে যায় এবং কোনো কোনো স্থানে ফেটে গিয়ে ফুসফুসে ফাঁকা জায়গা সৃষ্টি করে। এ অবস্থাকে এমফাইসেমা (Emphysema) বলে।
204. অ্যালভিওলাসের প্রাচীর পুরো হয়ে যাওয়ায় শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটে। এ অবস্থার নাম কি?
Edit
Topic: ধূমপানের ক্ষতিকর দিক, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ফুসফুসের বায়ুথলি(alveolus) গুলোর প্রাচীর স্বাভাবিক অবস্থায় পাতলা থাকে। ধূমপানের ফলে বায়ুথলি গুলির প্রাচীর পুরো হয়ে যায় এবং শ্বাস - প্রশ্বাসে ব্যাঘাত ঘটে একে ফাইব্রোসিস (Fibrosis) বলে।
205. COPD এর পূর্ণরূপ কি?
Edit
Topic: প্রধান শব্দ ভিত্তিক সারসংক্ষেপ, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Chronic Obstructive Pulmonary Disease (COPD)। দীর্ঘস্থায়ী ধূমপায়ীদের ফুসফুসে এ রোগ সৃষ্টি হয়।
206. কোনটি ইমার্জিং ভাইরাস নয়?
Edit
Topic: ইমার্জিং ভাইরাস, অণুজীব, হাসান স্যার।
Explaination:
207. হাম রোগের জন্য দায়ী নিচের কোনটি?
Edit
Topic:
Explaination:
208. নিচের কোন ভাইরাসের আক্রমনে মাইক্রোসেফালী হয়?
Edit
Topic:
Explaination:
209. নিম্নের কোন তথ্যটি ভাইরাসের ক্ষেত্রে সঠিক নয়?
Edit
Topic:
Explaination:
210. ভাইরাস এর কেন্দ্রীয় বস্তুকে ঘিরে থাকা প্রোটিন আবরণকে কী বলে?
Edit
Topic:
Explaination:
211. ভাইরাসের বহিঃস্থ আবরণের লিপোপ্রোটিন স্তরের একককে কী বলা হয়?
Edit
Topic:
Explaination:
212. বহিঃস্থ আবরণহীন ভাইরাস নিচের কোনটি?
Edit
Topic:
Explaination:
213. ভাইরাসের কোন অংশটি অ্যান্টিজেন (antigen) হিসাবে কাজ করে?
Edit
Topic:
Explaination:
214. ভাইরাসের কোন অংশটি সর্দিজ্বরে হাঁচির উদ্রেক করে?
Edit
Topic:
Explaination:
215. নিচের কোনটি Oval-shaped ভাইরাস ?
Edit
Topic:
Explaination:
216. নিচের কোন ভাইরাসের Nucleic acid হিসেবে DNA উপস্থিত থাকে?
Edit
Topic:
Explaination:
217. সংক্রমন ক্ষমতাহীন ভাইরাসকে কি বলে?
Edit
Topic:
Explaination:
218. Scrapie রোগ সৃষ্টির সাথে নিচের কোনটি জড়িত?
Edit
Topic:
Explaination:
219. নিউক্লিক এসিড ও ক্যাপসিডের সমন্বয়ে গঠিত সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ভাইরাসকে কী বলে?
Edit
Topic:
Explaination:
220. T2-ফায ভাইরাসের মাথার আকৃতি কেমন?
Edit
Topic:
Explaination:
221. Zika Virus মানবদেহে সংক্রমিত হয় কোন বাহকের মাধ্যমে?
Edit
Topic:
Explaination:
222. Antibiotic কাদের দেহে কোনোরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না?
Edit
Topic:
Explaination:
223. কোন ভাইরাসে একসূত্রক DNA পাওয়া যায়?
Edit
Topic:
Explaination:
224. ভাইরাসের আক্রমণে শরীরের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে কোনটি তৈরি হয়?
Edit
Topic:
Explaination:
225. কোন রোগটি ভাইরাস দ্বারা হয়?
Edit
Topic:
Explaination:
226. কোন ভাইরাসের আক্রমণে Small Pox রোগটি হয়?
Edit
Topic:
Explaination:
227. টিউলিপ ফুলের সৌন্দর্য বৃদ্ধি করে -
Edit
Topic:
Explaination:
228. কোন ভাইরাসের আক্রমণে মানুষের এনোজেনিটাল ক্যান্সার হয়?
Edit
Topic:
Explaination:
229. Dengue জ্বর নির্ণয়ের পদ্ধতি নয় কোনটি?
Edit
Topic:
Explaination:
230. কোনটিকে হাড়ভাঙ্গা জ্বর বলা হয়?
Edit
Topic:
Explaination:
231. হেপাটাইটিসের ক্ষেত্রে দেহের কোন অঙ্গটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়?
Edit
Topic:
Explaination:
232. কোনটি নির্ণয়ের জন্য রক্তের HBsAg পরীক্ষা করা হয়?
Edit
Topic:
Explaination:
233. কোন ভাইরাসটি “তুষের আগুন” হিসেবে পরিচিত?
Edit
Topic:
Explaination:
234. বুশিট্যান্ট ভাইরাসের পোষক দেহ -
Edit
Topic:
Explaination:
235. বার্ড-ফ্লু (Bird Flu) রোগের জন্য দায়ী virus -
Edit
Topic:
Explaination:
236. ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক নয়?
Edit
Topic:
Explaination:
237. কোন ফাযে ভাইরুলেন্ট চক্র সংঘটিত হয়?
Edit
Topic:
Explaination:
238. কোন ভাইরাসের কারণে দেহের কোষ ফেটে যায়?
Edit
Topic:
Explaination:
239. লাইটিক চক্রে 30 মিনিটে কতটি নতুন ফাজ সৃষ্টি হয়?
Edit
Topic:
Explaination:
240. নিচের কোনটি এন্ডেমিক (Endemic) ?
Edit
Topic:
Explaination:
241. T2-ফায ভাইরাসের মাথার আকৃতি কেমন?
Edit
Topic:
Explaination:
242. TMV এর ওজন হিসাবে শতকরা কত ভাগ প্রোটিন রয়েছে?
Edit
Topic:
Explaination:
243. আধুনিক ব্যাকটেরিওলজির জনক কে?
Edit
Topic:
Explaination: আধুনিক ব্যাকটেরিওলজির জনক Louis Pasteur।
244. নিচের কোন ধরণের রাইবোসোম Bacteria এর কোষের পাওয়া যায়?
Edit
Topic:
Explaination: Bacteria এর কোষের 70S রাইবোসোম পাওয়া যায় এবং যা একটি আদি কোষীয় বৈশিষ্ট্য।
245. ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়ায় কতক্ষণ সময় লাগে?
Edit
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়ায় ৩০ মিনিট সময় লাগে।
246. ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান-
Edit
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান Peptidoglycan বা Mucoprotein।
247. নিচের কোনটি গঠনের মাধ্যমে ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে টিকে থাকে?
Edit
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য ব্যাকটেরিয়া এন্ডোস্পোর বা অন্তরেণু গঠন করে যার মাধ্যমে ৫০ বছর পর্যন্ত টিকে থাকতে পারে।
248. ব্যাকটেরিয়া সর্বনিম্ন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেচে থাকতে পারে?
Edit
Topic:
Explaination: ব্যাকটেরিয়া -১৭ থেকে ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেচে থাকতে পারে।
249. মানুষের অন্ত্রে Escherichia coli ব্যাকটেরিয়া নিচের কোন ভিটামিনটি তৈরি করে?
Edit
Topic:
Explaination: মানুষের অন্ত্রে Escherichia coli ব্যাকটেরিয়া ভিটামিন-এ, ভিটামিন-কে, ফলিক এসিড, বায়োটিন তৈরি করে।
250. মালা বা চেইনের মতো সজ্জিত কক্কাস (Coccus) ব্যাকটেরিয়া নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: স্ট্রেপটোকক্কাস হলো মালা বা চেইনের মতো সজ্জিত কক্কাস (Coccus) ব্যাকটেরিয়া।
251. নিচের কোনটি দন্ডাকার ব্যাকটেরিয়া?
Edit
Topic:
Explaination: দন্ডাকার ব্যাকটেরিয়াকে Bacillus ব্যাকটেরিয়া বলা হয়।
252. নিচের কোনটি বহুরূপী (Pleomorphic) ব্যাকটেরিয়া?
Edit
Topic:
Explaination: Rhizobium বহুরূপী (Pleomorphic) ব্যাকটেরিয়া।
253. নিচের কোনটি ‘Comma Shaped’ ব্যাকটেরিয়া?
Edit
Topic:
Explaination: Vibrio cholerae হলো Comma Shaped ব্যাকটেরিয়া।
254. নিচের কোন ব্যাকটেরিয়া oxygen বিহীন পরিবেশে বাঁচতে পারে না?
Edit
Topic:
Explaination: Azotobacter ব্যাকটেরিয়া oxygen বিহীন পরিবেশে বাঁচতে পারে না। Clostridium ব্যাকটেরিয়াটি বাধ্যতামূলক অবায়বীয় (obligate anaerobes)।
255. নিচের কোনটি ব্যাকটেরিয়াকে প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে?
Edit
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: স্লাইম স্তর- কোষ প্রাচীরকে ঘিরে জটিল কার্বহাইড্রেটের স্তর- যা ক্যাপসুল নামেও পরিচিত - প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়াকে রক্ষা করাই এর প্রধান কাজ।
256. যে ব্যাকটেরিয়ার দেহের সবদিকে ফ্লাজেলা থাকে তাকে কী বলে?
Edit
Topic:
Explaination: যে ব্যাকটেরিয়ার দেহের সবদিকে ফ্লাজেলা থাকে তাকে পেরিট্রিকাস বলে। উদাঃ Salmonella typhi
257. নিচের কোনটি ব্যাকটেরিয়ার cell division-এ সাহায্য করে?
Edit
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মেসোসোম - প্লাজমামেমব্রেন ভাজ হয়ে সৃষ্ট থলির মতো গঠন - কোষ বিভাজনে সাহায্য করে।
258. ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি কোনটি?
Edit
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার জনন, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি হলো দ্বি-বিভাজন পদ্ধতি।
259. দেহের মাংসপেশির সংকোচন কোন রোগের প্রধান লক্ষণ?
Edit
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াজনিত রোগ- কলেরা, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কলেরা-
দেহের মাংসপেশির সংকোচন এ রোগের অন্যতম প্রধান লক্ষণ। উদরাময় (ডায়রিয়া)ও প্রধান লক্ষণ।
B. thuringiensis ব্যাকটেরিয়াকে পতঙ্গনাশক হিসেবে ব্যবহার করা হয়।
Pseudomonas, Azotobactor, Clostridium ব্যাকটেরিয়াটি সরাসরি বায়ু হতে মাটিতে Nitrogen সংবন্ধন করে।
260. কলেরা সংক্রমণ নিরাময়ের জন্য কোন অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়?
Edit
Topic:
Explaination: কলেরা সংক্রমণ নিরাময়ের জন্য টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়।
261. নিচের কোন অণুজীব খাদ্যদ্রব্যে botulin নামক বিষাক্ত পদার্থ তৈরি করে?
Edit
Topic:
Explaination: ব্যাকটেরিয়া খাদ্যদ্রব্যে botulin নামক বিষাক্ত পদার্থ তৈরি করে।
262. নিচের কোন ব্যাকটেরিয়ার সংক্রমণে যৌনবাহিত রোগ সিফিলিস (Syphilis) হয়ে থাকে?
Edit
Topic:
Explaination: Treponema pallidum ব্যাকটেরিয়ার সংক্রমণে যৌনবাহিত রোগ সিফিলিস (Syphilis) হয়ে থাকে।
263. প্রাকৃতিক ঝাড়ুদার বলা হয় কোনটিকে?
Edit
Topic:
Explaination: Bacteria যাবতীয় আবর্জনা পচনের মাধ্যমে প্রাকৃতিক ঝাড়ুদার হিসেবে কাজ করে।
264. দুগ্ধজাত শিল্পে নিচের কোন ব্যাকটেরিয়াটি ব্যাবহৃত হয়?
Edit
Topic:
Explaination: Streptococcus lactis, Lactobacillus ব্যাকটেরিয়াটি দুগ্ধজাত শিল্পে ব্যাবহৃত হয়।
Bacillus megaterium চা, কফি, তামাক প্রক্রিয়াজাতকরণে।
Clostridium পাট শিল্পে আশ ছাড়াতে।
Bacillus চামড়া শিল্পে ।
265. নিম্নের কোনটি নাইট্রিফাইং (Nitrifying) ব্যাকটেরিয়া?
Edit
Topic:
Explaination: Nitrosomonas, Nitrococcus, Nitrobactor হলো নাইট্রিফাইং (Nitrifying) ব্যাকটেরিয়া।
B. thuringiensis ব্যাকটেরিয়াকে পতঙ্গনাশক হিসেবে ব্যবহার করা হয়।
Pseudomonas, Azotobactor, Clostridium ব্যাকটেরিয়াটি সরাসরি বায়ু হতে মাটিতে Nitrogen সংবন্ধন করে।
266. ব্যাকটেরিয়া জেনেটিক রিকম্বিনেশনের উপায় কয়টি?
Edit
Topic: মাজেদা ম্যাম।
Explaination: ব্যাকটেরিয়া জেনেটিক রিকম্বিনেশনের উপায় তিনটি। যথাঃ কনজুগেশন, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন।
267. নিচের কোনটি ব্যাকটেরিয়া জেনেটিক রিকম্বিনেশনের উপায় নয়?
Edit
Topic: মাজেদা ম্যাম।
Explaination: ব্যাকটেরিয়া জেনেটিক রিকম্বিনেশনের উপায় তিনটি। যথাঃ কনজুগেশন, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন।
268. নিচের কোন প্রক্রিয়ায় ফায ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু অন্য ব্যাকটেরিয়ায় প্রবেশ করে বিকম্বিনেশন ঘটে?
Edit
Topic:
Explaination: ট্রান্সডাকশন প্রক্রিয়ায় ফায ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু অন্য ব্যাকটেরিয়ায় প্রবেশ করে বিকম্বিনেশন ঘটে।
269. ম্যালেরিয়া পরজীবী Plasmodium vivax এর সুপ্তিকাল কতদিন?
Edit
Topic: ম্যালেরিয়ার সংক্রমণ, অণুজীব (হাসান)
Explaination:
270. ম্যালরিয়ায় আক্রান্ত ব্যক্তির কোন অঙ্গ থেকে লাইসোলেসিথিন নামক পদার্থ নিঃসৃত হয়?
Edit
Topic: ম্যালেরিয়া পরজীবী, অণুজীব (হাসান)
Explaination:
271. বিনাইন টারশিয়ান ম্যালেরিয়ায় কত ঘন্টা পরপর জ্বর দেখা যায়?
Edit
Topic: ম্যালেরিয়া পরজীবী, অণুজীব (হাসান)
Explaination:
272. ম্যালেরিয়া রোগের বিস্তার ঘটায়–
Edit
Topic: ম্যালেরিয়া পরজীবী, অণুজীব (হাসান)
Explaination:
273. ম্যালেরিয়া জীবাণু কোন ধরনের অণুজীব (micro-organism)?
Edit
Topic: ম্যালেরিয়া পরজীবী, অণুজীব (হাসান)
Explaination:
274. “Malignant malaria” ঘটায় কোন পরজীবী?
Edit
Topic: ম্যালেরিয়া পরজীবী, অণুজীব (হাসান)
Explaination:
275. ম্যালেরিয়া জ্বরের কতটি অবস্থা লক্ষ্য করা যায়?
Edit
Topic:
Explaination:
276. মানুষের দেহে plasmodium এর কতটি প্রজাতি রোগ সৃষ্টি করতে পারে?
Edit
Topic:
Explaination:
277. ম্যালেরিয়া রোগের জীবাণু সর্বপ্রথম কে দেখতে পান?
Edit
Topic:
Explaination:
278. ম্যালেরিয়া জ্বরের তাপমাত্রা -
Edit
Topic: ম্যালেরিয়া রোগের লক্ষণ, অনুজীব (আজমল স্যার)
Explaination:
279. নিচের কোনটি ম্যালেরিয়া রোগের মাধ্যমিক পর্যায়ের লক্ষণ?
Edit
Topic:
Explaination: ম্যালেরিয়া রোগের মাধ্যমিক পর্যায়ের লক্ষণ-
প্রচণ্ড কাঁপুনি দিয়ে ৪৮ ঘণ্টা পর পর জ্বর আসে। জ্বর ৩-৪ ঘণ্টা স্থায়ী থাকে। জ্বত ১০৩-১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত থাকে।
280. ম্যালেরিয়া পরজীবীর বহুনিউক্লিয়াসযুক্ত অবস্থা কোনটি?
Edit
Topic: ৪.৩ ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়া পরজীবীর মানবদেহে জীবন চক্র, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সাইজন্ট হলো ম্যালেরিয়া পরজীবীর বহুনিউক্লিয়াসযুক্ত অবস্থা।
281. রক্তকণিকায় কোনটির উপস্থিতি দেখে মানবদেহে ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয়?
Edit
Topic: ৪.৩ ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়া পরজীবীর মানবদেহে জীবন চক্র, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রক্তকণিকায় সাফনার্স দানার উপস্থিতি দেখে মানবদেহে ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয়।
282. মশকীর ক্রপের প্রাচীরে একই সাথে কতটি উওসিস্ট (Oocyst) দেখা যায়?
Edit
Topic: রেফারেন্স: ৪.৩ ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়া পরজীবীর মশকীর দেহে জীবন চক্র, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মশকীর ক্রপের প্রাচীরে একই সাথে 50-500 টি উওসিস্ট (Oocyst) দেখা যায়।
283. কোথায় ম্যালেরিয়া পরজীবীর ‘রোজেট’ দশাটি পাওয়া যায়?
Edit
Topic: ৪.৩ ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়া পরজীবীর মানবদেহে জীবন চক্র, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: এরিথ্রোসাইটিক সাইজোগনি ম্যালেরিয়া পরজীবীর ‘রোজেট’ দশাটি পাওয়া যায়।
284. নিচের কোনটি মানবদেহে ম্যালেরিয়া জীবাণুর আক্রমণকারী দশা?
Edit
Topic: ৪.৩ ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়া পরজীবীর মানবদেহে জীবন চক্র, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: স্পোরোজয়েট হলো মানবদেহে ম্যালেরিয়া জীবাণুর আক্রমণকারী দশা।
285. ম্যালেরিয়া পরজীবী Plasmodium vivax এর সুপ্তিকাল কতদিন?
Edit
Topic: ৪.৩ ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়ার সংক্রমণ, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ম্যালেরিয়া পরজীবী Plasmodium vivax এর সুপ্তিকাল ১২-২০ দিন।
286. “Mosquirux” টিকা ম্যালেরিয়ার কোন পরজীবীর বিরুদ্ধে antibody তৈরি করে?
Edit
Topic: ৪.৩ ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়ার সংক্রমণ, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ''Mosquirux” টিকা ম্যালেরিয়ার Plasmodium falciparum পরজীবীর বিরুদ্ধে antibody তৈরি করে।
287. নিচের কোনটি ম্যালেরিয়া রোগের বিস্তার ঘটায়?
Edit
Topic: ৪.৩ ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়ার সংক্রমণ, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: স্ত্রী Anopheles মশা ম্যালেরিয়া রোগের বিস্তার ঘটায়।
288. মানুষের রক্তে ম্যালেরিয়ার জীবাণুর গ্যামিটোসাইটগুলো কতদিন পর্যন্ত কার্যক্ষম থাকে?
Edit
Topic:
Explaination: মানুষের রক্তে ম্যালেরিয়ার জীবাণুর গ্যামিটোসাইটগুলো ৭ দিন পর্যন্ত কার্যক্ষম থাকে।
289. ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের প্রথম কোন ধাপে হিমোজয়েন নামক বর্জ্য পদার্থ জমা হয়?
Edit
Topic:
Explaination: ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের প্রথম সাইজন্ট ধাপে হিমোজয়েন নামক বর্জ্য পদার্থ জমা হয়।
290. মানবদেহের ভ্রূণীয় কোন স্তর থেকে অস্থি, তরুনাস্থি ও পেশির উৎপত্তি ঘটে?
Edit
Topic: মানব কঙ্কালতন্ত্র,চলন ও অঙ্গচালনা(আজমল স্যার)।
Explaination:
291. কোনটি স্প্যাংনিক কঙ্কালের অংশ নয়?
Edit
Topic: কঙ্কালতন্ত্রের শ্রেণিবিন্যাস,মানব কঙ্কালতন্ত্র,চলন ও অঙ্গচালনা(আজমল স্যার)।
Explaination:
292. মানব অস্থির কোন অংশটি সঞ্চিত রায়ানিক শক্তির আধার হিসেবে কাজ করে?
Edit
Topic: কংকালতন্ত্রের কাজ,মানব কঙ্কালতন্ত্র,চলন ও অঙ্গচালনা(আজমল স্যার)।
Explaination:
293. মানবদেহের অক্ষীয় কংকালের অংশ নয় কোনটি?
Edit
Topic: কঙ্কালতন্ত্রের শ্রেণিবিভাগ,মানব কঙ্কালতন্ত্র,চলন ও অঙ্গচালনা(আজমল স্যার)।
Explaination:
294. মানবশিশু জন্মের সময় অস্থির সংখ্যা কত?
Edit
Topic: কঙ্কালতন্ত্রের উপাদান,মানব কঙ্কালতন্ত্র,চলন ও অঙ্গচালনা(আজমল স্যার)।
Explaination:
295. করোটির (Skull) অস্থির সংখ্যা কত?
Edit
Topic: করোটি,অক্ষীয় কঙ্কাল,মানব কঙ্কালতন্ত্র,চলন ও অঙ্গচালনা(আজমল স্যার)।
Explaination:
296. মানবদেহের করোটিকার বা মাথার খুলির (Cranium) জোড় অস্থি কোনটি?
Edit
Topic: করোটি,অক্ষীয় কঙ্কাল,মানব কঙ্কালতন্ত্র,চলন ও অঙ্গচালনা(আজমল স্যার)।
Explaination:
297. কোনটি উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের (Appendicular skeleton) অংশ নয়?
Edit
Topic: করোটি,অক্ষীয় কঙ্কাল,মানব কঙ্কালতন্ত্র,চলন ও অঙ্গচালনা(আজমল স্যার)।
Explaination:
298. মুখমন্ডলে কত ধরণের অস্থি রয়েছে?
Edit
Topic: করোটি(মুখমন্ডল),অক্ষীয় কঙ্কাল,মানব কঙ্কালতন্ত্র,চলন ও অঙ্গচালনা(আজমল স্যার)।
Explaination:
299. মানব করোটির U আকৃতির ও একমাত্র নড়নক্ষম অস্থি কোনটি?
Edit
Topic: করোটি(মুখমন্ডল),অক্ষীয় কঙ্কাল,মানব কঙ্কালতন্ত্র,চলন ও অঙ্গচালনা(আলিম স্যার)।
Explaination:
300. করোটিকা বা মাথার খুলির অস্থি কতটি?
Edit
Topic: করোটি (করোটিকা),অক্ষীয় কঙ্কাল,মানব কঙ্কালতন্ত্র,চলন ও অঙ্গচালনা(আজমল স্যার)।
Explaination:
301. মুখমন্ডলের কোন অস্থিটির সাথে কর্ণাস্থি সমূহ (মেলিয়াস,ইনকাস,স্টেপিস) যুক্ত থাকে?
Edit
Topic: করোটি (করোটিকা),অক্ষীয় কঙ্কাল,মানব কঙ্কালতন্ত্র,চলন ও অঙ্গচালনা(আলিম স্যার)।
Explaination:
302. কোনটি দেহের পিভটের মতো কাজ করে?
Edit
Topic: মেরুদন্ড,কঙ্কালতন্ত্রের শ্রেণিবিন্যাস,মানব কঙ্কালতন্ত্র,চলন ও অঙ্গচালনা(আজমল স্যার)।
Explaination:
303. মেরুদন্ডে কতটি বিভিন্ন আকৃতির কশেরুকা থাকে?
Edit
Topic: মেরুদন্ড,কঙ্কালতন্ত্রের শ্রেণিবিন্যাস,মানব কঙ্কালতন্ত্র,চলন ও অঙ্গচালনা(আজমল স্যার)।
Explaination:
304. মেরুদন্ডের ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে কোনটি অতিক্রম করে?
Edit
Topic: মেরুদন্ড,কঙ্কালতন্ত্রের শ্রেণিবিন্যাস,মানব কঙ্কালতন্ত্র,চলন ও অঙ্গচালনা(আজমল স্যার)।
Explaination:
305. শিরদাড়া কয়টি অনিয়ত আকৃতির অস্থিখন্ড নিয়ে গঠিত?
Edit
Topic:
Explaination:
306. কশেরুকার দেহে রিং এর মতো গঠনের অংশ নয় নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: কশেরুকার দেহে রিং এর মতো গঠনে হলো ভার্টিব্রাল আর্চ।
307. নিচের কোন সারভাইকাল কশেরুকার স্পাইনাস প্রসেস প্রান্তের দিকে দ্বিখন্ডিত নয়?
Edit
Topic:
Explaination: ২য় থেকে ৬ষ্ঠ সারভাইকাল কশেরুকার স্পাইনাস প্রসেস প্রান্তের দিকে দ্বিখন্ডিত।
308. কটিদেশীয় কশেরুকার সংখ্যা কয়টি?
Edit
Topic:
Explaination: কটিদেশীয় (লাম্বার) কশেরুকার সংখ্যা ৫ টি।
309. কয়টি কক্কিজিয়াল কশেরুকা একিভূত হয়ে একটি কক্কিক্স তৈরি করে?
Edit
Topic:
Explaination:
310. Pectoral Girdle এর সংখ্যা কয়টি?
Edit
Topic:
Explaination: Pectoral Girdle বা বক্ষঅস্থিচক্রের সংখ্যা দুই জোড়া।
311. হিউমেরাসের কোন অংশে সচারাচর ফাটল ধরে?
Edit
Topic:
Explaination:
312. মানবদেহের দীর্ঘতম অস্থি নিচের কোনটি?
Edit
Topic:
Explaination:
313. নিচের কোন অস্থি দেখতে যষ্টির মতো এবং মস্তক চোখা ধরণের?
Edit
Topic:
Explaination:
314. গোড়ালি ও পদতলের পৃষ্ঠভাগ কয়টি ভিন্ন আকৃতির টার্সাল অস্থি নিয়ে গঠিত?
Edit
Topic:
Explaination: গোড়ালি ও পদতলের পৃষ্ঠভাগ ৭ টি ভিন্ন আকৃতির টার্সাল অস্থি নিয়ে গঠিত।
315. মানব কঙ্কালতন্ত্রের কতো শতাংশ নিরেট বা কর্টিকেল অস্থির সমন্বয়ে সৃষ্ট?
Edit
Topic: অস্থি,অস্থি ও তরুণাস্থি,কঙ্কাল ও অঙ্গচালনা(আজমল স্যার)।
Explaination:
316. সর্বাপেক্ষা দৃঢ় টিস্যু অস্থির আবরণীর নাম কি?
Edit
Topic: অস্থি, অস্থিঅস্থি ও তরুনাস্থ্ কঙ্কাল ও অঙ্গচালনা(আজমল স্যার)।
Explaination:
317. কোনটি অস্থির অভ্যন্তরীণ ম্যাক্রোফেজ হিসেবে রোগ জীবাণু ধ্বংস করে?
Edit
Topic: অস্থি, অস্থিঅস্থি ও তরুনাস্থ্ কঙ্কাল ও অঙ্গচালনা(আজমল স্যার)।
Explaination:
318. নিরেট অস্থির ম্যাট্রিক্স গুলো কতটি স্তরে সাজানো?
Edit
Topic: অস্থি, অস্থিঅস্থি ও তরুনাস্থ্ কঙ্কাল ও অঙ্গচালনা(আজমল স্যার)।
Explaination:
319. নিরেট অস্থির কোন অংশ অস্থিকোষ পাওয়া যায়?
Edit
Topic: অস্থি, অস্থিঅস্থি ও তরুনাস্থ্ কঙ্কাল ও অঙ্গচালনা(আজমল স্যার)।
Explaination:
320. কোন নালির মাধ্যমে হ্যাভারসিয়ান তন্ত্রের বিভিন্ন ল্যাকুনা পরস্পরের সাথে সংযোগ স্থাপন করে?
Edit
Topic: অস্থি, অস্থিঅস্থি ও তরুনাস্থি, কঙ্কাল ও অঙ্গচালনা(আজমল স্যার)।
Explaination:
321. স্পঞ্জি অস্থির গাঠনিক ও কার্যকরী একক কোনটি?
Edit
Topic: অস্থি, অস্থিঅস্থি ও তরুনাস্থি, কঙ্কাল ও অঙ্গচালনা(আজমল স্যার)।
Explaination:
322. স্পঞ্জি অস্থি সম্পর্কে সঠিক নয়-
Edit
Topic: অস্থি, অস্থিঅস্থি ও তরুনাস্থি, কঙ্কাল ও অঙ্গচালনা(আজমল স্যার)।
Explaination:
323. কোন অস্থিটি বায়ুপূর্ণ অস্থি(Pneumatic bones) হিসেবে নাসাগহ্বের সাথে যুক্ত থাকে?
Edit
Topic: অস্থি, অস্থিঅস্থি ও তরুনাস্থি, কঙ্কাল ও অঙ্গচালনা(আজমল স্যার)।
Explaination:
324. মানবদেহের সবচেয়ে ছোট অস্থি কোনটি?
Edit
Topic: অস্থি, অস্থিঅস্থি ও তরুনাস্থি, কঙ্কাল ও অঙ্গচালনা(আজমল স্যার)।
Explaination:
325. দেহ কোমলাস্থি বা তরুনাস্থির বৈশিষ্ট্য কোনটি?
Edit
Topic: তরুণাস্থি, অস্থিঅস্থি ও তরুনাস্থি, কঙ্কাল ও অঙ্গচালনা(আজমল স্যার)।
Explaination:
326. কোনটি সর্বাপেক্ষা শক্তিশালী,দৃঢ় তরুণাস্থি হিসেবে টেনডন ও লিগামেন্টকে অস্থির সাথে যুক্ত করে?
Edit
Topic: তরুণাস্থি, অস্থিঅস্থি ও তরুনাস্থি, কঙ্কাল ও অঙ্গচালনা(আজমল স্যার)।
Explaination:
327. দেহের কোন অংশে স্থিতিস্থাপক বা পীত তন্তুময় তরুণাস্থি পাওয়া যায়না?
Edit
Topic: তরুণাস্থি, অস্থিঅস্থি ও তরুনাস্থি, কঙ্কাল ও অঙ্গচালনা(আজমল স্যার)।
Explaination:
328. দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে কোন ধরণের তরূণাস্থি থাকে?
Edit
Topic: তরুণাস্থি, অস্থিঅস্থি ও তরুনাস্থি, কঙ্কাল ও অঙ্গচালনা(আজমল স্যার)।
Explaination:
329. দেহের মৌলিক টিস্যুর মধ্যে সংকোচন-প্রসারণক্ষম ও অসংখ্য তন্তুর সমন্বয়ে গঠিত টিস্যু ভ্রূণীয় কোন স্তর থেকে উদ্ভুত?
Edit
Topic:
Explaination: দেহের মৌলিক টিস্যু ৪টি। যথাঃ আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। সংকোচন-প্রসারণক্ষম ও অসংখ্য তন্তুর সমন্বয়ে গঠিত টিস্যু হলো পেশি টিস্যু। পেশি টিস্যু ভ্রুণীয় মেসোডার্ম থেকে উদ্ভুত। [Tricks: মেসোডার্ম হতে- অধিকাংশ পেশি টিস্যু ও যোজক টিস্যু (কঙ্কালতন্ত্র, রক্তসংবহনতন্ত্র, লসিকাতন্ত্র) উদ্ভুত। এক্টোডার্ম হতে- স্নায়ু টিস্যু উদ্ভুত।]
330. সারকোপ্লাজমের মধ্যে পরস্পর সমান্তরালভাবে অবস্থিত অসংখ্য মায়োফাইব্রিল (myofibril) নামক সুক্ষ্ম তন্তু কোন ধরণের কোষীয় কঙ্কাল (Cytoskeleton) দ্বারা গঠিত?
Edit
Topic:
Explaination: গুচ্ছবদ্ধ অ্যাকটিন (actin) ও মায়োসিন (myosin) নামক প্রোটিন ফিলামেন্ট/ মায়োফিলামেন্ট/ মাইক্রোফিলামেন্ট দিয়ে মায়োফাইব্রিল গঠিত। [myo- muscle, Filament a single thread]
331. গঠন, অবস্থান ও কাজের তারতম্যের ভিত্তিতে বিভিন্ন অঙ্গের সঞ্চালনের জন্য দায়ী টিস্যুকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়?
Edit
Topic:
Explaination: গঠন, অবস্থান ও কাজের তারতম্যের ভিত্তিতে বিভিন্ন অঙ্গের সঞ্চালনের জন্য দায়ী টিস্যুকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়। যথাঃ মসৃণ বা অনৈচ্ছিক পেশি, হৃদপেশি, রৈখিক বা ঐচ্ছিক পেশি।
332. পেশির সাধারণ বৈশিষ্ট্য নয় নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: পেশির প্রতিটি কোষ সারকোলেমা (sarcolemma) নামক ঝিল্লিতে আবৃত এবং ভিতরের সাইটোপ্লাজম অংশ সারকোপ্লাজম (sarcoplasm) নামে পরিচিত। [sarco- flesh, cyto- cell] । পেশিকোষের সাইটোপ্লাজমে অ্যাকটিন ও মায়োসিন নামক অসংখ্য প্রোটিন ফিলামেন্ট থাকে।
333. নিচের কোন অঙ্গের প্রাচীরের পেশির মায়োফাইব্রিলের কোনো আড়াআড়ি রেখা দেখা যায় না?
Edit
Topic:
Explaination: মসৃণ বা অনৈচ্ছিক বা Visceral পেশির পেশির মায়োফাইব্রিলের কোনো আড়াআড়ি রেখা দেখা যায় না। এ পেশিগুলো আন্তরযন্ত্রীয় (viscera) অঙ্গের প্রাচীরে থাকে। যেমনঃ পৌষ্টিকনালি, রক্তনালি, শ্বাসনালি, মুত্রথলি, জরায়ু প্রভৃতি অঙ্গের প্রাচীরে দেখতে পাওয়া যায়।
334. কোন ধরণের muscle টিস্যু পৌষ্টিকনালিতে খাদ্যবস্তুর মৌলিক চলন প্রক্রিয়া (পেরিস্ট্যালসিস- peristalsis) নিয়ন্ত্রণ করে?
Edit
Topic:
Explaination: Visceral muscle বা Involuntary muscle বা Non-striated muscle এর মাধ্যমে খাদ্যবস্তু পেরিস্ট্যালসিস (peristalsis) প্রক্রিয়ায় পৌষ্টিকনালির উপরের অংশ থেকে নিচের দিকে ধাবিত হয়। এ টিস্যুর সংকোচন-প্রসারণ ক্ষমতা ধীর ও দীর্ঘস্থায়ী।
335. হৃদপেশির কোষগুলোর কোন অংশ ঘন সন্নিবিষ্ট হয়ে বিশেষ ধরণের অনুপ্রস্থ রেখা বা ইন্টারক্যালেটেড ডিস্ক (intercalated disc) সৃষ্টি করে?
Edit
Topic:
Explaination: হৃদপেশির কোষগুলোর কোষপর্দা বা সারকোলেমা ঘন সন্নিবিষ্ট হয়ে অনুপ্রস্থ রেখা, ইন্টারক্যালেটেড ডিস্ক (intercalated disc) সৃষ্টি করে। ইন্টারক্যালেটেড ডিস্ক (intercalated disc) হৃদপেশির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। হৃদপেশি শুধু মাত্র হৃদপ্রাচীরে দেখতে পাওয়া যায়।
336. কোনটির নিঃসাড়কাল সবচেয়ে দীর্ঘস্থায়ী?
Edit
Topic:
Explaination: হৃৎপেশি (Cardiac Muscle) এর নিঃসাড়কাল সবচেয়ে দীর্ঘস্থায়ী বা বড়। এজন্য সহজে ক্লান্ত হয় না।
337. নিচের কোনটি সহজেই অবসাদগ্রস্ত হয়?
Edit
Topic:
Explaination: অমসৃণ/রৈখিক/ঐচ্ছিক/কঙ্কাল পেশির নিঃসাড়কাল স্বল্পস্থায়ী হওয়ায় এটি সহজেই অবসাদগ্রস্ত হয়।
338. নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ?
Edit
Topic:
Explaination: দ্বিতীয় শ্রেণীর লিভার - ঠেলাগাড়ি, পায়ের আঙ্গুলের ডগায় দাঁড়ানো
339. সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তোলা যায় কোন লিভারের মাধ্যমে?
Edit
Topic:
Explaination: সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তোলা যায় দ্বিতীয় শ্রেণীর লিভারের মাধ্যমে।
340. কত প্রজাতির জিমনোস্পার্ম (Gymnosperm) উদ্ভিদ বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মায়?
Edit
Topic:
Explaination: বাংলাদেশে প্রাকৃতিকভাবে ৫ প্রজাতির জিমনোস্পার্ম (Gymnosperm) উদ্ভিদ অর্থাৎ নগ্নবীজী উদ্ভিদ জন্মায়।
341. বীজ উৎপাদনকারী ভাস্কুলার উদ্ভিদ হিসেবে পরিচিত নিচের কোন উদ্ভিদগোষ্ঠী?
Edit
Topic:
Explaination: স্পার্মাটোফাইটা বা স্ববীজী উদ্ভিদ বীজ উৎপাদনকারী ভাস্কুলার উদ্ভিদ হিসেবে পরিচিত।
342. কোন ধরনের উদ্ভিদে কোন গর্ভাশয় থাকে?
Edit
Topic:
Explaination: সাইকাস, পাইনাস, থুজা হল নগ্নবীজী উদ্ভিদ। এদের গর্ভাশয় থাকে না।
343. নিচের কোনটি পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ?
Edit
Topic:
Explaination: - Sequoia sempervirens পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ। এটি একটি কনিফার জাতীয় উদ্ভিদ। এর উচ্চতা ৩৮০.৩ মিটার।
- পৃথিবীর ক্ষুদ্রতম নগ্নবীজী উদ্ভিদ হলো Zamia
344. আবৃতজীবী উদ্ভিদের সাথে অধিক মিলসম্পন্ন নগ্নবীজী উদ্ভিদের বিভাগ নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: আবৃতজীবী উদ্ভিদের সাথে অধিক মিলসম্পন্ন নগ্নবীজী উদ্ভিদের বিভাগ হলো Gnetophyta। Gnetum এর পাতা আবৃতবীজী উদ্ভিদের মতো।
345. কোন ধরণের উদ্ভিদগোষ্ঠীর কোনো জলজ বা উভচয় প্রজাতি নেই?
Edit
Topic:
Explaination: ব্যক্তজীবী বা নগ্নবীজী উদ্ভিদ সর্বদাই স্থলজ। এদের কোনো জলজ বা উভচর প্রজাতি নেই।
346. নিচের কোন নগ্নবীজী উদ্ভিদে Double fertilization লক্ষ্য করা যায়?
Edit
Topic:
Explaination: Ephedra তে দ্বিনিষেক বা Double fertilization লক্ষ্য করা যায়।
347. নগ্নবীজী উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য নয় নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: নগ্নবীজী উদ্ভিদের দ্বিনিষেক ঘটে না এবং পত্রক্ষত বা Leaf scar বিদ্যমান। অমসমাকৃতির বা heteromorphic জনুক্রম দেখা যায়।
348. নগ্নবীজী উদ্ভিদের ভাস্কুলার বান্ডলে কোনটি অনুপস্থিত?
Edit
Topic:
Explaination: নগ্নবীজী উদ্ভিদের ভাস্কুলার বান্ডলে সঙ্গীকোষ অনুপস্থিত।
349. কোরালয়েড মূল বিশিষ্ট্য উদ্ভিদের এন্ডোস্পার্ম কোন ধরণের
Edit
Topic:
Explaination: কোরালয়েড মূল বিশিষ্ট্য উদ্ভিদের বা সাইকাস উদ্ভিদের এন্ডোস্পার্ম বা শাস হ্যাপ্লয়েড ধরণের।
350. Cycas এর শুক্রাণুর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
Edit
Topic:
Explaination: Cycas এর শুক্রাণু উদ্ভিদকুলের সর্ববৃহৎ, লাটিমের মতো এবং ফ্লাজেলাযুক্ত।
351. নিচের কোন উদ্ভিদ পাম ফার্ন নামে পরিচিত?
Edit
Topic:
Explaination: Cycas উদ্ভিদ পাম ফার্ন নামে পরিচিত।
352. নিচের কোনটি সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য নয়?
Edit
Topic:
Explaination: সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য
- খাড়া পাম জাতীয় – পাম ফার্ন
- ট্রান্সফিউশান টিস্যু বা পরিবহন টিস্যু বিদ্যমান
- মূল কোরালের মতো – কোরালয়েড মূল
- স্ত্রীরেণুপত্র বা মেগাস্পোরোফিল স্ট্রোবিলাস গঠন করে না। পুংরেণুপত্র স্ট্রোবিলাস গঠন করে।
353. Cycas এর দেহে কয় ধরণের পাতা বিদ্যমান?
Edit
Topic:
Explaination: Cycas এর দেহে দুই ধরণের পাতা বিদ্যমান।
- যৌগপত্র বা পর্ণপত্র (Foliage leaf)
- বাদামী বর্ণের লোমশ শল্কপত্র (Scale leaf)
354. পামফার্নের Coralloid root এর মধ্যকর্টেক্সে নিচের কোন জীব বাস করে?
Edit
Topic:
Explaination: পামফার্নের বা সাইকাসের Coralloid root বা রুট টিউবারকলে এর মধ্যকর্টেক্সে নিচের Anabaena এবং Nostoc বাস করে।
355. সাইকাসের স্ট্রোবিলাস বা মোচাকৃতির কোন গঠিত হয় নিচের কোনটির দ্বারা?
Edit
Topic:
Explaination: সাইকাসের Microsporophyll না পুংরেণুপত্র একত্রিত হয়ে স্ট্রোবিলাস বা মোচাকৃতির কোন গঠন করে।
356. সাইকাসের স্ত্রীরেণুপত্রে উৎপন্ন ডিম্বকের বর্ণ কেমন হয়?
Edit
Topic:
Explaination: সাইকাসের স্ত্রীরেণুপত্রে উৎপন্ন ডিম্বক লাল বর্ণের হয়।
357. নিচের কোনটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম Flowering plant হিসেবে পরিচিত?
Edit
Topic:
Explaination: বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম Flowering plant হলো Wolffia microscopia. (০.১ মিলি)
358. Angiosperm এর এন্ডোস্পার্ম কোন ধরণের?
Edit
Topic:
Explaination: Angiosperm বা আবৃতবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম বা শস্যকলা ট্রিপ্লয়েড ধরণের হয়।
359. Liliopsdia বলতে কি বুঝায়?
Edit
Topic:
Explaination: পৃথিবীর সকল আবৃতবীজী উদ্ভিদকে দুটি গোত্রে বিভক্ত করা হয়েছে,
- Liliopsida – একবীজপত্রী উদ্ভিদ
- Magnoliopsda – দ্বিবীজপত্রী উদ্ভিদ
360. জবা গাছের কাণ্ড কোন ধরণের?
Edit
Topic:
Explaination: জবা, রঙ্গন, গোলাপ গাছের কাণ্ড হচ্ছে গুল্ম (Shrub)।
361. একক কাণ্ড বিশিষ্ট বৃহদাকৃতির কাষ্ঠল উদ্ভিদ নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: একক কাণ্ড বিশিষ্ট বৃহদাকৃতির কাষ্ঠল উদ্ভিদ হলো বৃক্ষ (Tree) এবং বৃক্ষের উদাহরণ হলোঃ আম, জাম, কাঁঠাল ইত্যাদি।
362. কোন প্রকারের উদ্ভিদের গুচ্ছ মূল (Fibrous root) প্রত্যক্ষ করা হয়?
Edit
Topic:
Explaination: একবীজপত্রী বা Monocot plant উদ্ভিদের গুচ্ছ মূল (Fibrous root) প্রত্যক্ষ করা হয়।
363. ম্যাগনোলিয়া শ্রেণীর অধিকাংশ উদ্ভিদে কোন ধরণের মূল থাকে?
Edit
Topic:
Explaination: ম্যাগনোলিয়া শ্রেণীর অধিকাংশ উদ্ভিদে Taproot বা (প্রধান মূল) থাকে।
364. নিচের কোন উদ্ভিদের রূপান্তরিত (সঞ্চয়ী) প্রধান মূল দেখা যায় না?
Edit
Topic:
Explaination: মূলা, গাজর, বীট ইত্যাদি উদ্ভিদে রূপান্তরিত (সঞ্চয়ী) প্রধান মূল দেখা যায়।
365. ঘাস গোত্রের উদ্ভিদের কোন ধরণের কাণ্ড দেখা যায়?
Edit
Topic:
Explaination: ঘাস গোত্রের বা Poacae উদ্ভিদের Fistula stem বা ফাঁপা কাণ্ড দেখা যায়।
366. নিচে কোন উদ্ভিদ কম্পাউন্ড লিফ যুক্ত নয়?
Edit
Topic:
Explaination: জবা উদ্ভিদ যৌগিকপত্র যুক্ত নয়।
367. নিচের কোন উদ্ভিদের শিরাবিন্যাস সমান্তরাল (Parallel venation)?
Edit
Topic:
Explaination: লিলি শ্রেণি উদ্ভিদের শিরাবিন্যাস সমান্তরাল (Parallel venation).
368. আদর্শ পাতার কয়টি অংশ থাকে?
Edit
Topic:
Explaination: আদর্শ পাতার ৩ টি অংশ থাকে। যেমনঃ পত্রমূল, পত্রবৃন্ত, পত্রফলক।
369. পাপড়ির গায়ে পুংকেশর (Stamen) যুক্ত থাকলে তাকে কি বলে?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – পুষ্পপত্রবিন্যাস, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পাপড়ির গায়ে পুংকেশর (Stamen) যুক্ত থাকলে তাকে দললগ্ন বলে।
370. নিচের কোনটি Drupe জাতীয় ফল নয়?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – ফল, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Drupe জাতীয় ফল: আম, আমড়া, কুল।
371. যে ফল পরিপক্ব হলে নিচ থেকে উপর থেকে ক্রমশ ফেটে যায় তাকে কি বলে?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – ফল, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: যে ফল পরিপক্ব হলে নিচ থেকে উপর থেকে ক্রমশ ফেটে যায় তাকে সিলিকুয়া বলে। যেমনঃ সরিষা।
372. Legume নিচের কোনটি নির্দেশ করে?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – ফল, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লিগিউম হলো একধরণের ফল। উদাঃ শিম ও মটর।
373. Apical বা শীর্ষক অমরাবিন্যাসের উদাহরণ নিচের কোনটি?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – অমরাবিন্যাস, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লালপাতা ও ধনিয়ায় Apical বা শীর্ষক অমরাবিন্যাস লক্ষ্য করা যায়।
374. কোন উদ্ভিদে বহুপ্রান্তীয় অমরা বিন্যাস পাওয়া যায়?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – অমরাবিন্যাস, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বহুপ্রান্তীয় বা প্যারাইটাল অমরা বিন্যাস পাওয়া যায় – শসা, লাউ।
375. কোনটিতে Superficial placentation পাওয়া যায়?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – অমরাবিন্যাস, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Superficial placentation বা গাত্রীয় অমরাবিন্যাস পাওয়া যায় শাপলা (Nymphaea nouchali)
376. গর্ভাশয়ের ভেতরে যে টিস্যু ডিম্বক (Ovule) ধারণ করে তাকে কি বলে?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – অমরাবিন্যাস, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: গর্ভাশয়ের ভেতরে যে টিস্যু ডিম্বক (Ovule) ধারণ করে তাকে Placenta বা অমরা বলে।
377. প্লাসেন্টেশনের প্রকারভেদ নয় নিচের কোনটি?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – অমরাবিন্যাস, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্লাসেন্টেশনের (Placentation) বা অমরাবিন্যাসের প্রকারভেদ
- মার্জিনাল বা একপ্রান্তীয়
- অ্যাক্সাইল বা অক্ষীয়
- প্যারাইটাল বা বহুপ্রান্তীয়
- সুপারফিশিয়াল বা গাত্রীয়
- বেসাল বা মূলীয়
- এপিক্যাল না শীর্ষক
378. পেয়ারার পুষ্পপত্রবিন্যাস কিরূপ?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – পুষ্পপত্রবিন্যাস, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - পেয়ারা, সরিষা ফুলের পুষ্পপত্রবিন্যাস Quincuncial
- শিম, মটরশুঁটি ফুলের পুষ্পপত্রবিন্যাস Vexillary
379. Corolla বা দলের প্রতিটি অংশকে কি বলে?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – পুষ্পবিন্যাস, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Corolla বা দলের প্রতিটি অংশকে petal বা পাপড়ি বলে।
380. টুইস্টেড (Twisted) ও ভ্যালভেট (Valvate) এস্টিভেশন কোন উদ্ভিদে দেখা যায়?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – পুষ্পপত্রবিন্যাস, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জবা ফুলের দলমন্ডলের এস্টিভেশন টুইস্টেড (Twisted) এবং জবা ফুলের বৃতির এস্টিভেশন ভ্যালভেট (Valvate) এস্টিভেশন জবা ফুলে দেখা যায়।
381. সর্বমুখ পরাগধানী? (Versatile) কোন উদ্ভিদে পাওয়া যায়?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – পুষ্পপত্রবিন্যাস, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ধান উদ্ভিদে সর্বমুখ পরাগধানী? (Versatile) পাওয়া যায়।
382. Poaceae গোত্রের কোন উদ্ভিদ কাগজের মন্ড তৈরিতে ব্যবহৃত হয়?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, গোত্রঃ Poaceae – এর গুরুত্বপূর্ণ উদ্ভিদ, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Poaceae গোত্রের নলখাগড়া উদ্ভিদ কাগজের মন্ড তৈরিতে ব্যবহৃত হয়।
383. কচি ঢেঁড়সের কোন উপাদানটি শারীরিক দুর্বলতা দূর করে?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, গোত্রঃ Malvaceae – এর গুরুত্বপূর্ণ উদ্ভিদ, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কচি ঢেঁড়সের লৌহ উপাদানটি শারীরিক দুর্বলতা দূর করে।
384. রক্তপাত বন্ধে এবং ক্ষত নিরাময়ে ভেষজ ঔষধ হিসেবে ব্যাবহৃত নিচের কোন উদ্ভিদ?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, গোত্রঃ Poaceae – এর গুরুত্বপূর্ণ উদ্ভিদ, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রক্তপাত বন্ধে এবং ক্ষত নিরাময়ে ভেষজ ঔষধ হিসেবে দুর্বাঘাস ব্যাবহৃত।
385. বাংলাদেশে কত প্রজাতির বাঁশ জন্মে থাকে?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, গোত্রঃ Poaceae – এর গুরুত্বপূর্ণ উদ্ভিদ, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বাংলাদেশে ২৮ প্রজাতির বাঁশ জন্মে থাকে।
386. জবার ঔষধি গুণাগুণ নয় নিচের কোনটি?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, গোত্রঃ Malvaceae- এর অর্থনৈতিক গুরুত্ব, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পেটের পীড়া রোধ করা জবার ঔষধি গুণাগুণ নয়।
387. Malvaceae গোত্রের স্ত্রীস্তবক সাধারণত কয় প্রকোষ্ঠ বিশিষ্ট্য হয়?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, গোত্রঃ Malvaceae – এর বৈশিষ্ট্য, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Malvaceae গোত্রের স্ত্রীস্তবক সাধারণত ৫ প্রকোষ্ঠ বিশিষ্ট্য হয়।
388. মালভেসি গোত্রে মূল কেমন প্রকৃতির হয়?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, গোত্রঃ Malvaceae – এর বৈশিষ্ট্য, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মালভেসি গোত্রে প্রধানমূল প্রত্যক্ষ করা যায়।
389. জবা ফুলের বৈশিষ্ট্য নিচের কোনটি?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, গোত্রঃ Malvaceae – এর বৈশিষ্ট্য, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জবা ফুল দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাই এর পরাগরণু কণ্টকিত থাকে।
390. ধান্যের শূন্য গ্লুম কয়টি?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, গোত্রঃ Poaceae – এর বৈশিষ্ট্য, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ধান্যের শূন্য গ্লুম ২ টি।
391. Portia tree নামে পরিচিত কোন উদ্ভিদ?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, গোত্রঃ Malvaceae- এর অর্থনৈতিক গুরুত্ব, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ইন্ডিয়ান টিউলিপ Portia tree নামে পরিচিত।
392. নিচের কোনটি মালভেসি গোত্রের বৈশিষ্ট্য নয়?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, গোত্রঃ Malvaceae – এর বৈশিষ্ট্য, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মালভেসি গোত্রের বৈশিষ্ট্য হলো দলমন্ডল টুইস্টেড বা পাকানো।
393. পালকের ন্যায় গর্ভমুন্ড থাকে নিচের কোন উদ্ভিদে?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, গোত্রঃ Poaceae – এর বৈশিষ্ট্য, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পালকের ন্যায় গর্ভমুন্ড একবীজপত্রী উদ্ভিদের একটি অন্যতম বৈশিষ্ট্য। বার্লি একটি একবীজপত্রী উদ্ভিদ।
394. Malvaceae গোত্রে পরাগধানীর আকৃতি কেমন?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, গোত্রঃ Malvaceae – এর বৈশিষ্ট্য, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Malvaceae গোত্রে পরাগধানীর আকৃতি বৃক্কাকার।
395. Poaceae গোত্রের ফলের প্রকৃতি কেমন?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, গোত্রঃ Poaceae – এর বৈশিষ্ট্য, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Poaceae গোত্রের ফল ক্যারিওপসিস প্রকৃতির হয়।
396. নিচের কোনটি ঘাস গোত্রে বৈশিষ্ট্য?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, গোত্রঃ Poaceae – এর বৈশিষ্ট্য, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ঘাস গোত্রে বৈশিষ্ট্য - পরাগধানী সর্বমুখ। অমরাবিন্যাস মূলীয়।