Exam
Question View - Eleventh Hour || E13D13 || 06.01.24
1. জলাতঙ্গের ওষুধ হিসেবে Peltigera কোন ধরণের জীব?
Edit
Topic: লাইকেনের গুরুত্ব, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জলাতঙ্গের ওষুধ হিসেবে Peltigera হলো একধরণের লাইকেন।
2. উদ্ভিদের বৃদ্ধি হরমোন জিবেরেলিন কোন জীব থেকে পাওয়া সম্ভব?
Edit
Topic: ৫.২ ছত্রাক, ছত্রাকের গুরুত্ব, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Gibberellah fujikuroi নামক ছত্রাক থেকে উদ্ভিদের বৃদ্ধি হরমোন জিবেরেলিন থেকে পাওয়া সম্ভব।
3. আলুর বিলম্বিত ধবসা রোগে কোনোটি ব্যাবহার করা হয়?
Edit
Topic: রেফারেন্স: ৫.২ ছত্রাক, ছত্রাকঘটিত রোগ, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: আলুর বিলম্বিত ধবসা রোগে ১% বোর্দো মিশ্রণ ব্যাবহার করা হয়।
4. নিচের কোনোটি সবচেয়ে সরল প্রকৃতির লাইকেন (Lichen)?
Edit
Topic: লাইকেনের শ্রেণিবিভাগ, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ল্যাপ্রোজ লাইকেন - সবচেয়ে সরল প্রকৃতির লাইকেন।
5. কোন ছত্রাকের সংক্রমণে মানুষের দাদরোগ (Ringworm) হয়ে থাকে?
Edit
Topic: ৫.২ ছত্রাক, ছত্রাকঘটিত রোগ, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Trichophyton ছত্রাকের সংক্রমণে মানুষের দাদরোগ (Ringworm) হয়ে থাকে।
6. বিষাক্ত মাশরুম চেনার উপায় নিচের কোনটি?
Edit
Topic: ৫.২ ছত্রাক, Agaricus ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination:
7. কোন ছত্রাকের আক্রমণে মানুষের মাথার চুল পড়ে টাকের সৃষ্টি হয়?
Edit
Topic: ৫.২ ছত্রাক, ছত্রাকের গুরুত্ব, ছত্রাকের অপকারী প্রভাব, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Microsporium ছত্রাকের আক্রমণে মানুষের মাথার চুল পড়ে টাকের সৃষ্টি হয়।
8. উদ্ভিদের মূল ও ছত্রাকের মধ্যকার এসোসিয়েশন কি নামে পরিচিত?
Edit
Topic: ৫.২ ছত্রাক, ছত্রাকের দৈহিক গঠন, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: উদ্ভিদের মূল ও ছত্রাকের মধ্যকার এসোসিয়েশন মাইকোরাইজা নামে পরিচিত। যেমন: Amanita ।
9. ছত্রাকের সেলওয়াল কোন পলিমার দিয়ে গঠিত?
Edit
Topic: ৫.২ ছত্রাক, ছত্রাকের বৈশিষ্ট্য, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - ছত্রাকের সেলওয়াল কাইটিন নামক নাইট্রোজেনযুক্ত জটিল পলিস্যাকারাইড দিয়ে গঠিত।
- কাকড়া, লোবস্টার ইত্যাদির বহিকঙ্কালে কাইটীন থাকে।
- আর্গোস্টেরল – ছত্রাকের কোষঝিল্লির প্রধান উপাদান।
গ্লাইকোজেন – ছত্রাকের প্রধান সঞ্চিত খাদ্য।
10. Blue-Green Algae (BGA) এর সঞ্চিত খাদ্য নিচের কোনটি?
Edit
Topic: ৫.১ শৈবাল, শৈবালের বৈশিষ্ট্য, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Blue-Green Algae (BGA) বা নীলাভ সবুজ শৈবাল (সায়ানোব্যাকটেরিয়া) এর সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন (Glycogen)।
11. উদ্ভিদবিজ্ঞানের জনক কে?
Edit
Topic: ৭.১ নগ্নবীজী উদ্ভিদ, পরিচয়, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - উদ্ভিদবিজ্ঞানের জনক থ্রিওফ্রাস্টাস (Theophrastus)
- প্রাণীবিজ্ঞানের জনক অ্যারিস্টটল (Aristotle)
- উদ্ভিদশারীরতত্ত্বের জনক স্টিফেন হেলস্ (Stephen Hales)
শ্রেণীবিন্যাসের জনক লিনিয়াস (Linnaeus)
12. বীজ উৎপাদনকারী ভাস্কুলার উদ্ভিদ হিসেবে পরিচিত নিচের কোন উদ্ভিদগোষ্ঠী?
Edit
Topic: ৭.১ নগ্নবীজী উদ্ভিদ, পরিচয়, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: স্পার্মাটোফাইটা বা স্ববীজী উদ্ভিদ বীজ উৎপাদনকারী ভাস্কুলার উদ্ভিদ হিসেবে পরিচিত।
13. সাইকাসের প্রধানমূল বিনষ্ট হয়ে কোন প্রকৃতির মূল উৎপন্ন হয়?
Edit
Topic: ৭.১ নগ্নবীজী উদ্ভিদ, Cycas এর মূল, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সাইকাসের প্রধানমূল বিনষ্ট হয়ে অস্থানিক মূল উৎপন্ন হয়।
14. কোন প্রক্রিয়ায় সাইকাসের অযৌন জনন সম্পন্ন হয়?
Edit
Topic: ৭.১ নগ্নবীজী উদ্ভিদ, Cycas এর জনন, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বাডিং বা মুকুলের মাধ্যমে সাইকাসের অযৌন জনন সম্পন্ন হয়।
15. কৃষ্ণচূড়া ফুলের পুষ্পপত্রবিন্যাস নিচের কোনটি?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – পুষ্পপত্রবিন্যাস, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কৃষ্ণচূড়া ফুলের পুষ্পপত্রবিন্যাস ইম্ব্রিকেট।
16. নিচের কোনটি বেরি (berry)ফল?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – ফল, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – ফল, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
17. ঢেঁড়সে কোন রোগের জন্য উপকারী?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, গোত্রঃ Malvaceae- এর অর্থনৈতিক গুরুত্ব, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ঢেঁড়সে বহুমুত্র রোগের জন্য উপকারী।
18. নিচের কোনটি মূল (root) নয়?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – কাণ্ড, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রসুন হলো ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড।
19. Poaceae গোত্রের কোন উদ্ভিদ কাগজের মন্ড তৈরিতে ব্যবহৃত হয়?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, গোত্রঃ Poaceae – এর গুরুত্বপূর্ণ উদ্ভিদ, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Poaceae গোত্রের নলখাগড়া উদ্ভিদ কাগজের মন্ড তৈরিতে ব্যবহৃত হয়।
20. পালকের ন্যায় গর্ভমুন্ড থাকে নিচের কোন উদ্ভিদে?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, গোত্রঃ Poaceae – এর বৈশিষ্ট্য, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পালকের ন্যায় গর্ভমুন্ড একবীজপত্রী উদ্ভিদের একটি অন্যতম বৈশিষ্ট্য। বার্লি একটি একবীজপত্রী উদ্ভিদ।
21. মূলের বহিরাবরণকে কি বলে?
Edit
Topic: এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র – এপিডার্মিস, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মূলের বহিরাবরণকে Epiblema এপিব্লেমা বলে।
22. Mesophyll কোন ধরণের কলা?
Edit
Topic: গ্রাউন্ড টিস্যুতন্ত্র, পাতার গ্রাউন্ড টিস্যু, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Mesophyll হলো পাতার প্যারেনকাইমা। পাতার গ্রাউন্ড টিস্যু কে মেসোফিল বলে।
23. আবৃতবীজী উদ্ভিদের কোন অংশে এক্সার্ক (Exerch) জাইলেম বিন্যাস উপস্থিত?
Edit
Topic: ভাস্কুলার টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: আবৃতবীজী উদ্ভিদের মূলে এক্সার্ক (Exerch) জাইলেম বিন্যাস উপস্থিত। অর্থাৎ মূলের ভাস্কুলার টিস্যুতে প্রোটোজাইলেম পরিধির দিকে এবং মেটাজাইলেম কেন্দ্রের দিকে বিন্যস্ত থাকে।
24. ফার্ণজাতীয় উদ্ভিদের (Pteridophyta) ভাস্কুলার বান্ডল কোন প্রকৃতির?
Edit
Topic: ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ, ভাস্কুলার টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ফার্ণজাতীয় উদ্ভিদের (Pteridophyta) ভাস্কুলার বান্ডল কেন্দ্রিক প্রকৃতির।
25. একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডলে নিচের কোনটি উপস্থিত?
Edit
Topic: একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডলে জাইলেম টিস্যু গঠন অনেকটা V বা Y এর মতো আকৃতির হয়।
26. ভ্রূণকে পুষ্টি দান করে নিচের কোনটি?
Edit
Topic: ডিম্বকের গঠন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ভ্রূণপোষক টিস্যু (Nucellus) ভ্রূণকে পুষ্টি প্রদান করে।
27. Porogamy এর উদাহরণ কোনটি?
Edit
Topic: যৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: যে প্রক্রিয়ায় উদ্ভিদের পরাগনালিকা ডিম্বকরন্ধ্র পথে ডিম্বকে প্রবেশ করে তাকে Porogamy বলে। উদাহরণ: আম, জাম।
28. একটি পুংগ্যামিট (Male gamete) ও গৌণ নিউক্লিয়াসের (Secondary nucleus) মিলনকে কি বলে?
Edit
Topic: যৌন প্রজনন (নিষেকক্রিয়া), উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পরাগনালিকা হতে ভ্রূণথলিতে নিক্ষিপ্ত দুটি পুংগ্যামিটের মধ্যে একটি ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং নিষেকক্রিয়া সম্পন্ন করে।অন্য পুংগ্যামিটটি গৌণ নিউক্লিয়াসের (Secondary nucleus) সাথে মিলিত হয় যাকে ত্রিমিলন (Triple fusion) বলে।
29. গোলআলু কোনটি দ্বারা বংশ বিস্তার করে?
Edit
Topic: অযৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কান্ড দ্বারা (by stem) অঙ্গজ প্রজনন: গোলআলু, আদা, পিঁয়াজ, সটি, ওল কচু।
30. যে প্রক্রিয়ায় নিষেক বিহীন ভ্রূণ ও স্বাভাবিক বীজ সৃষ্টি হয় সেটি হলো -
Edit
Topic: প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: যে প্রজনন প্রক্রিয়ায় ডিম্বানুটি নিষেক ছাড়াই ভ্রুণ সৃষ্টি করে এবং ডিম্বক স্বাভাবিক বীজে পরিণত হয় তাকে পারথেনোজেনেসিস বা অপুংজনি বলে।
31. নিচের কোনটি সহযোগী পিগমেন্ট এর অংশ নয়?
Edit
Topic: সালোকসংশ্লেষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: এন্টেনা কমপ্লেক্স বা সহযোগী পিগমেন্ট হলো ক্লোরোফিল-b এবং ক্যারোটিনয়েডস।
32. নিচের কোনটি শ্বসন প্রক্রিয়ার অভ্যন্তরীণ প্রভাবক (Internal factor) হিসেবে বিবেচিত হয়?
Edit
Topic: শ্বসন প্রক্রিয়ার প্রভাবকসমূহ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: শ্বসন প্রক্রিয়ার অভ্যন্তরীণ প্রভাবক (Internal factor)
জটিল খাদ্যদ্রব্য, উৎসেচক, কোষের বয়স, কোষস্থ অজৈব লবণ, কোষ মধ্যস্থ পানি।
33. কোন কোষীয় অঙ্গাণু আলোকশ্বসন (Photorespiration) প্রক্রিয়ায় অংশ নেয় না?
Edit
Topic: আলোকশ্বসন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: আলোকশ্বসন (Photorespiration) প্রক্রিয়ায় অংশ নেয় ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিসোম, মাইটোকন্ড্রিয়া।
34. Glycolysis-এর বিক্রিয়ার কোন ধাপগুলো একমুখী?
Edit
Topic: গ্লাইকোলাইসিস, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Glycolysis-এর বিক্রিয়ার ১ম, ৩য়, ৯ম ধাপগুলো একমুখী।
35. নিচের কোনটিতে ক্রাঞ্জ এনাটমি (Kranz anatomy) দেখা যায়?
Edit
Topic: C4 উদ্ভিদের বৈশিষ্ট্য, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ইক্ষু তে ক্রাঞ্জ এনাটমি (Kranz anatomy) দেখা যায়। কারণ ইক্ষু হচ্ছে এক ধরণের C4 উদ্ভিদ বৈশিষ্ট্য।
36. “সীমাবদ্ধতা ফ্যাক্টর সূত্র (Law of limiting factor)” প্রস্তাব করেন কে?
Edit
Topic: লিমিটিং ফ্যাক্টর, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বিজ্ঞানী ব্ল্যাকম্যান সীমাবদ্ধতা ফ্যাক্টর সূত্র (Law of limiting factor)” প্রস্তাব করেন।
37. ফটোরেসপিরেশন C3 উদ্ভিদের সালোকসংশ্লেষণ হার শতকরা কত ভাগ কমাতে পারে?
Edit
Topic: ক্যালভিন চক্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ফটোরেসপিরেশন C3 উদ্ভিদের সালোকসংশ্লেষণ হার শতকরা ২৫% কমাতে পারে।
38. প্রতিটি photosystem এ কয়টি অংশ থাকে?
Edit
Topic: সালোকসংশ্লেষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্রতিটি photosystem এ ৩ টি অংশ থাকে।
39. নিচের কোনটি হাইড্রোফিলিক পদার্থ নয়?
Edit
Topic: প্রস্বেদন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: হাইড্রোফিলিক পদার্থ – আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, জিলাটিন।
40. উদ্ভিদ সাধারণত কয়টি Positive ions শোষণ করে?
Edit
Topic: খনিজ লবণ পরিশোষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: উদ্ভিদ সাধারণত 10 টি ধনাত্মক আয়ন (Positive ions) শোষণ করে।
41. টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ থেকে পৃথককৃত অংশকে কী বলে?
Edit
Topic: টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ থেকে পৃথককৃত অংশকে এক্সপ্লান্ট (Explant) বলে।
42. নিচের কোন যন্ত্রের মাধ্যমে কালচার মিডিয়ামকে Sterilize করা হয়?
Edit
Topic: টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: অটোক্লেভ (Autoclave) যন্ত্রের মাধ্যমে কালচার মিডিয়ামকে Sterilize করা হয়।
43. PCR পদ্ধতিতে দ্বিসূত্রক DNA কে কত তাপমাত্রায় এক সূত্রক করা হয়?
Edit
Topic: জিন ক্লোনিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: PCR পদ্ধতিতে দ্বিসূত্রক DNA কে 90°C তাপমাত্রায় এক সূত্রক করা হয়।
44. জীবের Master blue-print বলা হয় কোনটিকে?
Edit
Topic: জিনোম সিকোয়েন্সিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জিনোমকে একটি জীবের Master blue-print বলা হয়।
45. Insulin এর অ্যামাইনো এসিডের সংখ্যা কত?
Edit
Topic: জিন প্রযুক্তির ব্যবহার – চিকিৎসাবিজ্ঞানে, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Insulin এর অ্যামাইনো এসিডের সংখ্যা ৫১ টি।
46. মাটির প্রকৃতি ও মাধ্যমে পানির পরিমাণের ওপর নির্ভর করে উদ্ভিদগুলোকে নিচের কোন গ্রুপে অন্তর্ভুক্ত করা হয় না?
Edit
Topic: জীবের অভিযোজন, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মাটির প্রকৃতি ও মাধ্যমে পানির পরিমাণের ওপর নির্ভর করে উদ্ভিদগুলোকে প্রধানত তিন ভাগে করা হয়। যথা: হাইড্রোফাইট, জেরোফাইট এবং মেসোফাইট।
47. লোনামাটির উদ্ভিদের Physiological adaptation নিচের কোনটি?
Edit
Topic: লোনাপানির উদ্ভিদের অভিযোজন, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: লোনাপানির উদ্ভিদের অভিযোজন, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
48. পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রথম বায়োম কোনটি?
Edit
Topic: জীবভুমি বা বায়োম, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রথম বায়োম হলো লোনা পানির বায়োম।
49. Decidual forest এর প্রধান উদ্ভিদ নিচের কোনটি?
Edit
Topic: বাংলাদেশের বনাঞ্চল, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পত্রঝরা বা পর্ণমোচী বনাঞ্চলের (Decidual forest) প্রধান উদ্ভিদ হলো শাল।
50. নিচের কোনটি In-situ Conservation পদ্ধতি?
Edit
Topic: জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি ও সংরক্ষণের গুরুত্ব, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - গেম রিজার্ভার এমন প্রাকৃতিক অঞ্চল যেখানে বন্যজীব সুরক্ষিত থাকবে, তবে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে শিকার করা যাবে।
বর্তমানে বাংলাদেশের একমাত্র গেম রিজার্ভ হলো টেকনাফ।
51. জিন মিউটেশনের একক কোনটি?
Edit
Topic: জিন, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - রেকন - জিন রিকম্বিনেশন একক। মিউটন - জিন মিউটেশনের একক। রেপ্লিকন – জিন রেপ্লিকেশনের একক। সিসট্রন - জিন কার্যের একক, DNA এর কার্যকরী একক।
52. এক সূত্রে অ্যাডিনিন অন্য সূত্রে থায়ামিনের সাথে কয়টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে?
Edit
Topic: ১.৪ নিউক্লিয়াস –ডিএন এ, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: এক সূত্রে অ্যাডিনিন অন্য সূত্রে থায়ামিনের সাথে ২ টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে এবং গুয়ানিন সাইটোসিন এর সাথে ৩ টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে।
53. কোন ক্রোমোসোমে সুনির্দিষ্ট কোনো সেন্ট্রোমিয়ার থাকে না?
Edit
Topic: ১.৪ নিউক্লিয়াস – ক্রোমোসোম, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: অ্যাসেন্ট্রিক – ক্রোমোসোমে কোনো সেন্ট্রোমিইয়ার নেই। cell division-এ অংশগ্রহণ করে না। ডিফিউজড – সুনির্দিষ্ট স্থানে সুস্পষ্ট কোনো সেন্ট্রোমিয়ার নেই। পলিসেন্ট্রিক – বহু সেন্ট্রোমিয়ার বিশিষ্ট ক্রোমোসোম।
54. ক্রোমোসোমের ভৌত গঠনের অংশ নয় নিচের কোনটি?
Edit
Topic: ১.৪ নিউক্লিয়াস – ক্রোমোসোম, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - সেন্ট্রোমিয়ার - ক্রোমোসোমের অরঞ্জিত অঞ্চল যা মুখ্য খাজ (primary constriction) নামে পরিচিত।
- কাইনেটোকোর- সেন্ট্রোমিয়ারে একটি ছোট গাঠনিক অবকাঠামো যেখানে মাইক্রোটিউবিউল যুক্ত হয়।
- টেলোমিয়ার – ক্রোমোসোমের উভয় প্রান্তে বৈশিষ্ট্যপূর্ন অঞ্চল, টেলোমারেজ এনজাইম মানুষের জরা রোধে কাজ করে।
- সিস্টোলিথ- আঙ্গুরের থোকার মতো ক্যালসিয়াম কার্বনেট এর ক্রিস্টাল।
55. সেন্ট্রিওল সাধারণত কোনোটি দিয়ে গঠিত হয় না?
Edit
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ৭. সেন্ট্রিওল , কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সেন্ট্রিওল সাধারণত প্রোটিন, লিপিড ATP দিয়ে গঠিত হয়,
- কোনো DNA, RNA থাকেনা
কোষবিভাজন এ সাহায্য করে।
56. অ্যালিউরোপ্লাস্ট (aleuroplast) এর উদাহরণ কোনটি?
Edit
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ৬. প্লাস্টিড, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: অ্যালিউরোপ্লাস/ প্রোটিনোপ্লাস্ট (আমিষ সঞ্চয় কারী) - ভুট্টার বীজ
- অ্যামাইলোপ্লাস্ট (শ্বেতসার সঞ্চয়কারী) – আলু
- ইলাইওপ্লাস্ট (তেল/ চর্বি সঞ্চয়কারী) – সূর্যমুখীর বীজ
গাজরের মূলে - ক্রোমোপ্লাস্ট।
57. নিচের কোনটি মাইটোকন্ড্রিয়াল ডিসর্ডারের সাথে সম্পর্কযুক্ত নয়?
Edit
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ৫. মাইটোকন্ড্রিয়া, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - মাইটোকন্ড্রিয়ার DNA তে মিউটেশন ঘটতে পারে যা মাইটোকন্ড্রিয়াল ডিসর্ডার সৃষ্টি করে।
বৃদ্ধবয়সে মাইটোকন্ড্রিয়াল ডিসর্ডারের কারণে – পার্কিনসন, অ্যালজেইমার, টাইপ-১ ডায়বেটিস ইত্যাদি দেখা যায়।
58. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর কাজ নয় কোনটি?
Edit
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ৪. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম , কোষ ও এর গঠন , আবুল হাসান স্যার।
Explaination: - এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন পরিবহনে প্রধান ভুমিকা রাখে।
- মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফ্যাট বিপাক হয় (পেশিকোষ, অ্যাড্রেনাল গ্রন্থি কোষ, লেডিগ কোষ) এমন কোষে অবস্থান করে।
- স্ফেরোসোম উঠপাদন ও ক্যালসিয়াম মুক্ত করে।
59. mRNA কে নিউক্লিয়েজ এনজাইম ও নতুন পলিপেপটাইড চেইনকে প্রোটিওলাইটিক এনজাইমের ক্ষতিকর ক্রিয়া থেকে সুরক্ষা দেয় কোন অঙ্গাণু?
Edit
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ১. রাইবোসোম, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: mRNA কে নিউক্লিয়েজ এনজাইম ও নতুন পলিপেপটাইড চেইনকে প্রোটিওলাইটিক এনজাইমের ক্ষতিকর ক্রিয়া থেকে সুরক্ষা দেয় রাইবোসোম ।
60. নিচের কোনটি সাইটোপ্লাজমের অংশ?
Edit
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষঝিল্লি দ্বারা পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশই হচ্ছে সাইটোপ্লাজম।
হায়ালোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজমীয় মাতৃকা।
61. কোষচক্র আবিষ্কার করেন কে?
Edit
Topic: ২। মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, কোষচক্র ও ইন্টারফেজ, কোষ বিভাজন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: হাওয়ার্ড ও পেল্ক কোষচক্র আবিষ্কার করেন।
62. Meiosis কোষ বিভাজনে নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির অন্তবর্তীকালীন সময়কে কী বলে?
Edit
Topic: ৩। মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন, ইন্টারকাইনেসিস, কোষ বিভাজন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Meiosis কোষ বিভাজনে নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির অন্তবর্তীকালীন সময়কে Interkinesis (ইন্টারকাইনেসিস) বা সাইটোকাইনেসিস-১ বলা হয়।
63. কোন এনজাইমের কারণে দুটি নন-সিস্টার (non-sister) ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙ্গে যায়?
Edit
Topic: ৩। মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন, ক্রসিং ওভার, কোষ বিভাজন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের কারণে দুটি নন-সিস্টার (non-sister) ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙ্গে যায় এবং একটি অংশ অপর অংশের সাথে পুনরায় জোড়া লেগে যায় লাইগেজ এনজাইমের কারণে।
64. কোন উদ্ভিদ থেকে প্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা পাওয়া যায়?
Edit
Topic: ৩। মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন, ক্রসিং ওভার, কোষ বিভাজন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: থমাস হান্ট মর্গান (Thomas Hunt Morgan) ভুট্টা উদ্ভিদ থেকে প্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন।
65. বাইভেলেন্টের ক্রোমোসমদ্বয়ের মধ্যে পারস্পরিক বিকর্ষণ শুরু হয় কোন উপপর্যায়ে?
Edit
Topic: ৩। মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন, মায়োসিস- ১, কোষ বিভাজন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ডিপ্লোটিন উপপর্যায়ে বাইভেলেন্টের ক্রোমোসমদ্বয়ের মধ্যে পারস্পরিক বিকর্ষণ শুরু হয়।
66. অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে টিউমার সৃষ্টি হওয়াকে কী বলে ?
Edit
Topic: ২। মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, অনিয়ন্ত্রিত মাইটোসিস, কোষ বিভাজন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে টিউমার সৃষ্টি হওয়াকে Oncogenesis বলে।
67. কোষচক্রের কোন ধাপে কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি (ATP) তৈরি হয়?
Edit
Topic: ২। মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, কোষচক্র ও ইন্টারফেজ, কোষ বিভাজন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কোষচক্রের G2 ধাপে কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি (ATP) তৈরি হয়।
68. Single Cell Protein - SCP উৎপাদনের ক্ষেত্রে কোন ধরনের বিভাজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Edit
Topic: ২.২ অ্যামাইটোসিস কোষ বিভাজন, কোষ বিভাজন, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: Single Cell Protein - SCP উৎপাদনের ক্ষেত্রে Amitosis গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
69. কোষ চক্র বন্ধ করার আভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে কোনটি?
Edit
Topic: ২। মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, অনিয়ন্ত্রিত মাইটোসিস, কোষ বিভাজন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কোষ চক্র বন্ধ করার আভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে P53 নামক প্রোটিন।
70. প্রত্যক্ষ কোষ বিভাজন কোনটিতে ঘটে?
Edit
Topic: ১। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, কোষ বিভাজন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্রত্যক্ষ কোষ বিভাজন (অ্যামাইটোসিস) প্রক্রিয়ায় আদি কোষ (প্রোক্যারিওটিক সেল) বিভাজিত হয়।
71. এনজাইমের অপ্রোটিন অংশটি organic compound হলে তাকে কী বলে?
Edit
Topic: প্রোস্থেটিক গ্রুপ, এনজাইম বা উৎসেচক, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: এনজাইমের অপ্রোটিন অংশটি organic compound হলে তাকে Co-enzyme।
যুগ্ম প্রোটিনের prosthetic group ধাতব পদার্থ হলে তাকে বলে Co-factor।
72. কফি প্রক্রিয়াজাতকরণে কোন এনজাইম ব্যবহৃত হয়?
Edit
Topic: জৈবিক কার্যক্রমে এনজাইমের ব্যাবহার, এনজাইম বা উৎসেচক, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কফি প্রক্রিয়াজাতকরণে, ফলের জুস তৈরিতে, ও্যাশিং পাউডার, পেপার এন্ড পাল্প শিল্পে সেলুলেজ ব্যাবহৃত হয়।
73. কত তাপমাত্রায় এনজাইম অধিক ক্রিয়াশীল?
Edit
Topic: এনজাইমের বৈশিষ্ট্য, এনজাইম বা উৎসেচক, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - 35-40°C তাপমাত্রায় এনজাইম অধিক ক্রিয়াশীল।
- সকল এনজাইমি pH 6-9 এর মধ্যে সবচেয়ে বেশি ক্রিয়াশীল।
74. রক্ত জমাটে সাহায্যকারী কোন ভিটামিন সবুজ শাকসবজিতে পাওয়া যায়?
Edit
Topic: ভিন্নধর্মী লিপিড, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - সবুজ শাকসবজিতে পাওয়া যায় Vitamin-k
- অন্ত্রের ব্যাকটেরিয়ার মাধ্যমেও তৈরি হয়।
- রক্ত জমাট বাধতে সাহায্য করে।
75. কোন ধরণের কোলেস্টেরল করোনারি থ্রোম্বোসিস নামক হৃদরোগের সম্ভবনা বাড়ায়?
Edit
Topic: উদ্ভুত বা উৎপাদিত লিপিড, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: -LDL কোলেস্টেরল করোনারি থ্রোম্বোসিস নামক হৃদরোগের সম্ভবনা বাড়ায়।
-LDL এর মাত্রা <100 mg/dL থাকা ভালো।
76. নিচের কোনটি স্যাচুরেটেড ফ্যাটি এসিড?
Edit
Topic: ট্রাইগ্লিসারাইউড, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ট্রাইগ্লিসারাইউড, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
77. কোনটি বিরল (Rare) অ্যামাইনো এসিড?
Edit
Topic: অ্যামিনো অ্যাসিড, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: হাইড্রক্সিপ্রোপিন হলো বিরল অ্যামিনো অ্যাসিড কারণ প্রোটিনে এদের উপস্থিতি খুবই কম।
78. প্রাণীজ স্টার্চ ব্যাবহৃত হয় না-
Edit
Topic: গ্লাইকোজেন এর ব্যাবহার, পলিস্যাকারাইড, কার্বোহাইড্রেট (Carbohydrate) বা শর্করা, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - প্রাণীজ স্টার্চ হলো গ্লাইকোজেন।
- অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্মে সেলুলোজ ব্যাবহার করা হয়।
79. আখের কান্ডের রসে কোন শর্করা প্রচুর পরিমাণ পাওয়া যায়?
Edit
Topic: মনোস্যাকারাইড, কার্বোহাইড্রেট (Carbohydrate) বা শর্করা, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: আখের কান্ডের রসে এবং বীটে প্রচুর পরিমাণ ফ্রুকটোজ পাওয়া যায়।
ফ্রুকটোজকে ফলের চিনি বা ফ্রুট সুগার (fruit sugar) বলা হয়।
80. দুটি অ্যামিনো অ্যাসিডের মধ্যকার সৃষ্ট বন্ধন কোনটি?
Edit
Topic: জীবকোষের রাসায়নিক উপাদান, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: দুটি অ্যামিনো অ্যাসিডের মধ্যকার সৃষ্ট বন্ধন পেপটাইড বন্ড (Peptide bond)
- পেপটাইড বন্ড একটি কোভ্যালেন্ট বন্ড (Covalent bond)
- মনোস্যাকারাইডসমূহের মধ্যকার বিদ্যমান বন্ড হলো গ্লাইকোসাইডিক বন্ড (Glycosidic bond)।
81. মানুষের রক্তে ম্যালেরিয়ার জীবাণুর গ্যামিটোসাইটগুলো কতদিন পর্যন্ত কার্যক্ষম থাকে?
Edit
Topic: অনুশীলনী, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: মানুষের রক্তে ম্যালেরিয়ার জীবাণুর গ্যামিটোসাইটগুলো ৭ দিন পর্যন্ত কার্যক্ষম থাকে।
82. নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
Edit
Topic: ৪.১ ভাইরাস, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - ডেঙ্গু, জলাতঙ্ক, সাধারণ সর্দি হলো ভাইরাসজনিত রোগ।
- নিউমোনিয়া হলো ব্যাকটেরিয়াজনিত রোগ।
83. নিচের কোনটি মানবদেহে ম্যালেরিয়া জীবাণুর আক্রমণকারী দশা?
Edit
Topic: ৪.৩ ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়া পরজীবীর মানবদেহে জীবন চক্র, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: স্পোরোজয়েট হলো মানবদেহে ম্যালেরিয়া জীবাণুর আক্রমণকারী দশা।
84. ম্যালেরিয়া রোগের চূড়ান্ত পর্যায়ে প্লীহা (Spleen) থেকে কোন পদার্থ নিঃসৃত হয়?
Edit
Topic: ৪.৩ ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়া রোগের লক্ষণ, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ম্যালেরিয়া রোগের চূড়ান্ত পর্যায়ে
- প্লীহা থেকে লাইসোলেসিথিন নিঃসৃত হয় যা অনেক স্বাভাবিক লোহিত কণিকাকে ধবংস করে।
পরজীবী হিমোলাইসিন নামক অ্যান্টিবডি তৈরি করে যা লোহিত কণিকা গুলো ব্যাপক ভাবে ধবংস করে।
85. দেহের মাংসপেশির সংকোচন কোন রোগের প্রধান লক্ষণ?
Edit
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াজনিত রোগ- কলেরা, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কলেরা-
- দেহের মাংসপেশির সংকোচন এ রোগের অন্যতম প্রধান লক্ষণ।
উদরাময় (ডায়রিয়া)ও প্রধান লক্ষণ।
86. বায়বীয় ব্যাকটেরিয়ার গঠনে মাইটোকন্ড্রিয়ার অনুরূপ কাজ করে নিচের কোনটি?
Edit
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বায়বীয় ব্যাকটেরিয়ার প্লাজমামেমব্রেন বহু শ্বাসনিক ও ফসফোরাইলেটিক এনজাইম ধারণ করে যা মাইটোকন্ড্রিয়ার অনুরূপ।
87. নিচের কোনটি ‘Comma Shaped’ ব্যাকটেরিয়া?
Edit
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার শ্রেণিবিভাগ, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Vibrio cholerae হলো Comma Shaped ব্যাকটেরিয়া।
88. নিচের কোন ভাইরাসটি প্রতিরোধে প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন গ্রহণ করা হয়?
Edit
Topic: ৪.১ ভাইরাস, ভাইরাসজনিত রোগসমূহ- ভাইরাল হেপাটাইটিস, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: হেপাটাইটিস ভাইরাসটি প্রতিরোধে প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন গ্রহণ করা হয়।
89. ভাইরাস হতে নিচের কোন রোগের টিকা তৈরি করা হয়?
Edit
Topic: ৪.১ ভাইরাস, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব-উপকারিতা, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ভাইরাস হতে জন্ডিস রোগের টিকা তৈরি করা হয়।
90. পৃথিবীতে আবিষ্কৃত প্রথম অণুজীব কোনটি?
Edit
Topic: অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination:
- পৃথিবীতে আবিষ্কৃত প্রথম অণুজীব হলো ব্যাকটেরিয়া।
বিজ্ঞানী লিউয়েনহুক অণুবীক্ষণযন্ত্র আবিষ্কার করেন এবং সর্বপ্রথম ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন।
91. অঙ্গজ জননের জন্য টেরিসের কোন অংশের মৃত্যু ঘটে?
Edit
Topic:
Explaination: অঙ্গজ জননের জন্য টেরিসের রাইজোমের মৃত্যু ঘটে এবং বিচ্ছিন্ন শাখাগুলো নতুন টেরিসের জন্ম দেয়।
92. সোরাইগুলো পত্রকের বাকানো প্রান্ত দিয়ে আবৃত থাকায় থাকে কি বলে?
Edit
Topic: ৬.২ টেরিডোফাইটা, Pteris - এর অযৌন জনন, নিষেক, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সোরাইগুলো পত্রকের বাকানো প্রান্ত দিয়ে আবৃত থাকায় থাকে অপ্রকৃত ইন্ডুসিয়াম বলে।
93. ফার্নের ভ্রুণ অঙ্কুরিত হয়ে কী উৎপন্ন হয়?
Edit
Topic: ৬.৯ যৌনজনন, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: ফার্নের ভ্রুণ অঙ্কুরিত হয়ে রেণুধর উদ্ভিদ উৎপন্ন হয়।
94. আর্কিগোনিয়াম থেকে কোন পদার্থ নিসৃত হওয়ার ফলে শুক্রাণু ডিম্বাণুর প্রতি আকৃষ্ট হয়?
Edit
Topic: ৬.২ টেরিডোফাইটা, Pteris - এর যৌন জনন, নিষেক, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: আর্কিগোনিয়াম থেকে ম্যালিক এসিড নিসৃত হওয়ার ফলে শুক্রাণু ডিম্বাণুর প্রতি আকৃষ্ট হয়।
95. নিচের কোনোটি প্রোথ্যালাসের অঙ্কীয়তলের খাজের কাছে উৎপন্ন হয়?
Edit
Topic: ৬.২ টেরিডোফাইটা, Pteris - এর অযৌন জনন, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্রোথ্যালাসের অঙ্কীয়তলের খাজের কাছে আর্কিগোনিয়াম (Archegonium) উৎপন্ন হয়।
96. টেরিসের পত্রকের কোন স্তরে স্টোমাটা থাকে?
Edit
Topic: ৬.২ টেরিডোফাইটা, Pteris - এর অভ্যন্তরীন গঠন, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: টেরিসের পত্রকের নিম্নত্বকে স্টোমাটা বা পত্ররন্ধ্র থাকে।
97. কত প্রজাতির Pteris বাংলাদেশে জন্মে থাকে?
Edit
Topic: ৬.২ টেরিডোফাইটা, Pteris - এর শনাক্তকারী বৈশিষ্ট্য, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বাংলাদেশে ১৬ প্রজাতির Pteris জন্মে থাকে।
98. ব্রায়োফাইটার কোন শ্রেণিকে হর্নওয়ার্ট (Hornwort) বলা হয়?
Edit
Topic: ৬.১.৫ ব্রায়োফাইটের বৈচিত্র্য, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: - ব্রায়োফাইটার Anthocerotae শ্রেণিকে হর্নওয়ার্ট (Hornwort) বলা হয়।
True moss এবং Musci একই জিনিস।
99. রিকশিয়ার কোন অংশটি খাদ্য তৈরি করার সাথে জড়িত?
Edit
Topic: ৬.১ ব্রায়োফাইটা, রিকশিয়া-র আভ্যন্তরীণ গঠন, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: আত্তীকরণ অঞ্চল (assimilatory zone) বা সালোসংশ্লেষণ অঞ্চল(photosynthetic zone) খাদ্য তৈরি করার সাথে জড়িত।
100. Anthoceros জাতীয় ব্রায়োফাইটা উদ্ভিদের উন্নত বৈশিষ্ট্য হিসেবে কোন অংশে কলুমেলা থাকে?
Edit
Topic: ৬.১ ব্রায়োফাইটা, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Anthoceros জাতীয় ব্রায়োফাইটা উদ্ভিদের উন্নত বৈশিষ্ট্য হিসেবে ক্যাপসিউলে কলুমেলা থাকে।