Exam

Question View - Combined Chapter Final- 2
1. পৃথিবীতে আবিষ্কৃত প্রথম অণুজীব কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: - পৃথিবীতে আবিষ্কৃত প্রথম অণুজীব হলো ব্যাকটেরিয়া। - বিজ্ঞানী লিউয়েনহুক অণুবীক্ষণযন্ত্র আবিষ্কার করেন এবং সর্বপ্রথম ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন।
2. নিচের কোনটি সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৪.১ ভাইরাস, আয়তন, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস সবচেয়ে ক্ষুদ্র (8 – 12 nm)।
3. ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের প্রথম কোন ধাপে হিমোজয়েন নামক বর্জ্য পদার্থ জমা হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অনুশীলনী, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের প্রথম) সাইজন্ট ধাপে হিমোজয়েন নামক বর্জ্য পদার্থ জমা হয়।
4. পেপের রিং স্পট ভাইরাস নিচের কোনটি দ্বারা সংক্রমিত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অনুশীলনী, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: পেপের রিং স্পট ভাইরাস এফিড/সাদা মাছি দ্বারা সংক্রমিত হয়।
5. DPT টিকা কোন রোগের বিরুদ্ধে কার্যকরী নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব-চিকিৎসাক্ষেত্রে, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: DPT টিকা ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুস্টংকার রোগের বিরুদ্ধে কার্যকরী
6. কোথায় ম্যালেরিয়া পরজীবীর ‘রোজেট’ দশাটি পাওয়া যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৪.৩ ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়া পরজীবীর মানবদেহে জীবন চক্র, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: এরিথ্রোসাইটিক সাইজোগনি ম্যালেরিয়া পরজীবীর ‘রোজেট’ দশাটি পাওয়া যায়।
7. নিচের কোনটি ব্যাকটেরিয়াকে প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: স্লাইম স্তর - কোষ প্রাচীরকে ঘিরে জটিল কার্বহাইড্রেটের স্তর - যা ক্যাপসুল নামেও পরিচিত প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়াকে রক্ষা করাই এর প্রধান কাজ।
8. ব্যাকটেরিয়া সর্বনিম্ন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেচে থাকতে পারে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ব্যাকটেরিয়া -১৭ থেকে ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেচে থাকতে পারে।
9. Dengue জ্বর নির্ণয়ের পদ্ধতি নয় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৪.১ ভাইরাস, ভাইরাসজনিত রোগসমূহ-ডেঙ্গু জ্বর, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - Serology, Platelet count, Cell culture এর মাধ্যমে Dengue জ্বর নির্ণয় করা যায়। রক্ত পরীক্ষায় অ্যান্টিজেন NSI এবং IgG ও IgM অন্টিবডি উপস্থিত থাকতে পারে।
10. নিচের কোন হেপাটাইটিস ভাইরাসটি পানির মাধ্যমে ছড়ায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৪.১ ভাইরাস, ভাইরাসজনিত রোগসমূহ- ভাইরাল হেপাটাইটিস, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Hepatitis-A এবং Hepatitis-E পানির মাধ্যমে ছড়ায়। বাকিগুলো রক্তের মাধ্যমে ছড়ায়।
11. ‘‘ব্রোকেন টিউলিপ’’ সৃষ্টি হয় কোন অণুজীব এর কারণে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৪.১ ভাইরাস, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব-উপকারিতা, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ভাইরাসের কারণে ‘‘ব্রোকেন টিউলিপ’’ সৃষ্টি হয়। ব্রোকেন টিউলিপ হচ্ছে টিউলিপ ফুলে সাদা সাদা দাগ।
12. বার্ড-ফ্লু (Bird Flu) রোগের জন্য দায়ী virus - Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৪.১ ভাইরাস, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব- অপকারিতা, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বার্ড-ফ্লু (Bird Flu) রোগের জন্য দায়ী H5N1 virus।
13. নিচের কোন প্রাণীদেহে hydrophobia রোগের সৃষ্টি হয় না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৪.১ ভাইরাস, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব- অপকারিতা, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মানুষ, কুকুর, বিড়ালের দেহে জলাতঙ্ক/ hydrophobia রোগের সৃষ্টি হয়।
14. নিচের কোনটির মাধ্যমে বিভিন্ন ল্যাকুনা পরস্পরের সাথে যুক্ত থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অস্থি ও তরুণাস্থি - অস্থি, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রতিটি ল্যাকুনার চারদিক থেকে সূক্ষ্ম কতকগুলো নালিকা বের হয়। এদেরকে ক্যানালিকুলি (Canaliculi) বলে। এসব নালিকার মাধ্যমে একটি হ্যাভারসিয়ান তন্ত্রের বিভিন্ন ল্যাকুনা পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
15. নিচের কোনটি পীত-তন্তুময় তরুণাস্থি নির্মিত নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অস্থি ও তরুণাস্থি - তরুণাস্থি, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: স্থিতিস্থাপক (Elastic) বা পীত-তন্তুময় তরুণাস্থি দ্বারা বহিঃকর্ণ বা পিনা, ইউস্টেশিয়ান নালি, এপিগ্লটিস প্রভৃতি গঠিত হয়।
16. Compact bone এর গাঠনিক ও কার্যিক একক নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অস্থি ও তরুণাস্থি - অস্থি, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: হ্যাভারসিয়ান তন্ত্র বা অস্টিওন নিরেট অস্থির বা Compact bone এর গাঠনিক ও কার্যিক একক।
17. Sternum এর অংশ নয় নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ব্যবহারিক অংশ, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Sternum এর তিনটি অংশ: • Manubrium • Body • xiphoid process
18. Muscle cell এর কোষঝিল্লিকে কি বলা হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: পেশী-টিস্যু গঠন ও কাজ, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - পেশিকোষের কোষঝিল্লিকে- সারকোলেমা পেশিকোষের সাইটোপ্লাজমকে- সারকোপ্লাজম বলা হয়
19. Peristalsis এর জন্য দায়ী কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: পেশী-টিস্যু গঠন ও কাজ, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অনৈচ্ছিক/মসৃণ/অরৈখিক/ভিসেরাল পেশি দ্বারা পৌষ্টিকনালীর পেরিস্ট্যালসিস, রক্তনালির অবিরাম সঙ্কোচন-প্রসারণ, শ্বাসনালীর ও রেচননালির নিয়মিত সঙ্কোচন-প্রসারণ নিয়ন্ত্রিত হয়।
20. নিচের কোনটি Sesamoid bone? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: নিম্নবাহুর অস্থি, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পেশীর টেনডন থেকে যেসব অস্থির সৃষ্টি হয় সেগুলোকে Sesamoid bone বলে। উদাহরণ: Pisiform, Patella।
21. বক্ষপিঞ্জরে পর্শুকা কয়টি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অক্ষীয় কঙ্কাল - বক্ষপিঞ্জর, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানুষের বক্ষপিঞ্জর, একটি উরঃফলক (Sternum), ১২ জোড়া পর্শুকা (Ribs) এবং ১২ টি থোরাসিক কশেরুকা নিয়ে গঠিত হয়।
22. নিচের কোন নগ্নবীজী উদ্ভিদে Double fertilization লক্ষ্য করা যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৭.১ নগ্নবীজী উদ্ভিদ, পরিচয়, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Ephedra তে দ্বিনিষেক বা Double fertilization লক্ষ্য করা যায়।
23. কোরালয়েড মূল বিশিষ্ট্য উদ্ভিদের এন্ডোস্পার্ম কোন ধরণের? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৭.১ নগ্নবীজী উদ্ভিদ, Cycas এর শনাক্তকারী বৈশিষ্ট্য, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কোরালয়েড মূল বিশিষ্ট্য উদ্ভিদের বা সাইকাস উদ্ভিদের এন্ডোস্পার্ম বা শাস হ্যাপ্লয়েড ধরণের।
24. নিচের কোনটি সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৭.১ নগ্নবীজী উদ্ভিদ, Cycas এর শনাক্তকারী বৈশিষ্ট্য, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য - খাড়া পাম জাতীয় – পাম ফার্ন - ট্রান্সফিউশান টিস্যু বা পরিবহন টিস্যু বিদ্যমান - মূল কোরালের মতো – কোরালয়েড মূল স্ত্রীরেণুপত্র বা মেগাস্পোরোফিল স্ট্রোবিলাস গঠন করে না। পুংরেণুপত্র স্ট্রোবিলাস গঠন করে।
25. সাইকাসের স্ট্রোবিলাস বা মোচাকৃতির কোন গঠিত হয় নিচের কোনটির দ্বারা? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৭.১ নগ্নবীজী উদ্ভিদ, Cycas এর জনন, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সাইকাসের Microsporophyll না পুংরেণুপত্র একত্রিত হয়ে স্ট্রোবিলাস বা মোচাকৃতির কোন গঠন করে।
26. Angiosperm এর এন্ডোস্পার্ম কোন ধরণের? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Angiosperm বা আবৃতবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম বা শস্যকলা ট্রিপ্লয়েড ধরণের হয়।
27. কোন প্রকারের উদ্ভিদের গুচ্ছ মূল (Fibrous root) প্রত্যক্ষ করা হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – মূল, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: একবীজপত্রী বা Monocot plant উদ্ভিদের গুচ্ছ মূল (Fibrous root) প্রত্যক্ষ করা হয়।
28. নিচের কোনটিতে স্পাইকলেট (Spikelet) ধরণের পুষ্পমঞ্জরি (Inflorescence) আছে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – পুষ্পবিন্যাস, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ধান, গম, যেকোনো ধরণের ঘাসে স্পাইকলেট (Spikelet) ধরণের পুষ্পমঞ্জরি (Inflorescence) আছে ।
29. নিচে কোন ফলে Caryopsis দেখতে পাওয়া যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – ফল, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ধান এবং গমে ক্যারিওপসিস দেখতে পাওয়া যায়।
30. নিচের কোনটি ঘাস গোত্রে বৈশিষ্ট্য? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, গোত্রঃ Poaceae – এর বৈশিষ্ট্য, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ঘাস গোত্রে বৈশিষ্ট্য - পরাগধানী সর্বমুখ। অমরাবিন্যাস মূলীয়।
31. বাংলাদেশে কত প্রজাতির বাঁশ জন্মে থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, গোত্রঃ Poaceae – এর গুরুত্বপূর্ণ উদ্ভিদ, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বাংলাদেশে ২৮ প্রজাতির বাঁশ জন্মে থাকে।
32. দেহের মৌলিক টিস্যুর মধ্যে সংকোচন-প্রসারণক্ষম ও অসংখ্য তন্তুর সমন্বয়ে গঠিত টিস্যু ভ্রূণীয় কোন স্তর থেকে উদ্ভুত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: দেহের মৌলিক টিস্যু ৪টি। যথাঃ আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। সংকোচন-প্রসারণক্ষম ও অসংখ্য তন্তুর সমন্বয়ে গঠিত টিস্যু হলো পেশি টিস্যু। পেশি টিস্যু ভ্রুণীয় মেসোডার্ম থেকে উদ্ভুত। [Tricks: মেসোডার্ম হতে- অধিকাংশ পেশি টিস্যু ও যোজক টিস্যু (কঙ্কালতন্ত্র, রক্তসংবহনতন্ত্র, লসিকাতন্ত্র) উদ্ভুত। এক্টোডার্ম হতে- স্নায়ু টিস্যু উদ্ভুত।]
33. সারকোপ্লাজমের মধ্যে পরস্পর সমান্তরালভাবে অবস্থিত অসংখ্য মায়োফাইব্রিল (myofibril) নামক সুক্ষ্ম তন্তু কোন ধরণের কোষীয় কঙ্কাল (Cytoskeleton) দ্বারা গঠিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: গুচ্ছবদ্ধ অ্যাকটিন (actin) ও মায়োসিন (myosin) নামক প্রোটিন ফিলামেন্ট/ মায়োফিলামেন্ট/ মাইক্রোফিলামেন্ট দিয়ে মায়োফাইব্রিল গঠিত। [myo- muscle, Filament a single thread]
34. গঠন, অবস্থান ও কাজের তারতম্যের ভিত্তিতে বিভিন্ন অঙ্গের সঞ্চালনের জন্য দায়ী টিস্যুকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: গঠন, অবস্থান ও কাজের তারতম্যের ভিত্তিতে বিভিন্ন অঙ্গের সঞ্চালনের জন্য দায়ী টিস্যুকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়। যথাঃ মসৃণ বা অনৈচ্ছিক পেশি, হৃদপেশি, রৈখিক বা ঐচ্ছিক পেশি।
35. পেশির সাধারণ বৈশিষ্ট্য নয় নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: পেশির প্রতিটি কোষ সারকোলেমা (sarcolemma) নামক ঝিল্লিতে আবৃত এবং ভিতরের সাইটোপ্লাজম অংশ সারকোপ্লাজম (sarcoplasm) নামে পরিচিত। [sarco- flesh, cyto- cell] । পেশিকোষের সাইটোপ্লাজমে অ্যাকটিন ও মায়োসিন নামক অসংখ্য প্রোটিন ফিলামেন্ট থাকে।
36. নিচের কোন অঙ্গের প্রাচীরের পেশির মায়োফাইব্রিলের কোনো আড়াআড়ি রেখা দেখা যায় না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: মসৃণ বা অনৈচ্ছিক বা Visceral পেশির পেশির মায়োফাইব্রিলের কোনো আড়াআড়ি রেখা দেখা যায় না। এ পেশিগুলো আন্তরযন্ত্রীয় (viscera) অঙ্গের প্রাচীরে থাকে। যেমনঃ পৌষ্টিকনালি, রক্তনালি, শ্বাসনালি, মুত্রথলি, জরায়ু প্রভৃতি অঙ্গের প্রাচীরে দেখতে পাওয়া যায়।
37. কোন ধরণের muscle টিস্যু পৌষ্টিকনালিতে খাদ্যবস্তুর মৌলিক চলন প্রক্রিয়া (পেরিস্ট্যালসিস- peristalsis) নিয়ন্ত্রণ করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: Visceral muscle বা Involuntary muscle বা Non-striated muscle এর মাধ্যমে খাদ্যবস্তু পেরিস্ট্যালসিস (peristalsis) প্রক্রিয়ায় পৌষ্টিকনালির উপরের অংশ থেকে নিচের দিকে ধাবিত হয়। এ টিস্যুর সংকোচন-প্রসারণ ক্ষমতা ধীর ও দীর্ঘস্থায়ী।
38. হৃদপেশির কোষগুলোর কোন অংশ ঘন সন্নিবিষ্ট হয়ে বিশেষ ধরণের অনুপ্রস্থ রেখা বা ইন্টারক্যালেটেড ডিস্ক (intercalated disc) সৃষ্টি করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: হৃদপেশির কোষগুলোর কোষপর্দা বা সারকোলেমা ঘন সন্নিবিষ্ট হয়ে অনুপ্রস্থ রেখা, ইন্টারক্যালেটেড ডিস্ক (intercalated disc) সৃষ্টি করে। ইন্টারক্যালেটেড ডিস্ক (intercalated disc) হৃদপেশির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। হৃদপেশি শুধু মাত্র হৃদপ্রাচীরে দেখতে পাওয়া যায়।
39. কোনটির নিঃসাড়কাল সবচেয়ে দীর্ঘস্থায়ী? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: হৃৎপেশি (Cardiac Muscle) এর নিঃসাড়কাল সবচেয়ে দীর্ঘস্থায়ী বা বড়। এজন্য সহজে ক্লান্ত হয় না।
40. নিচের কোনটি সহজেই অবসাদগ্রস্ত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: অমসৃণ/রৈখিক/ঐচ্ছিক/কঙ্কাল পেশির নিঃসাড়কাল স্বল্পস্থায়ী হওয়ায় এটি সহজেই অবসাদগ্রস্ত হয়।
41. নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: দ্বিতীয় শ্রেণীর লিভার - ঠেলাগাড়ি, পায়ের আঙ্গুলের‌ ডগায় দাঁড়ানো
42. সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তোলা যায় কোন লিভারের মাধ্যমে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তোলা যায় দ্বিতীয় শ্রেণীর লিভারের মাধ্যমে।