Exam

Question View - Eleventh Hour || GK 04.02.24
1. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে যুদ্ধাপরাধের দায়ে সর্বপ্রথম কোন ব্যক্তির ফাঁসি কার্যকর হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
Explaination: যুদ্ধাপরাধের দায়ে প্রথমে মৃত্যুদণ্ড দেয়া হয় আব্দুল কাদের মোল্লাকে। ২০১২ সালের ১২ ডিসেম্বর তার ফাঁসির আদেশ কার্যকর করা হয়।
2. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: দর্শনীয় স্থান
Explaination: সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ।
3. 'আমি হিমালয় দেখিনি আমি মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় এই মানুষটি হিমালয় ' উক্তিটি নিচের কোন ব্যক্তি করেছিলেন? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বঙ্গবন্ধু
Explaination: ১৯৭৩ সালের ৫ থেকে ৯ই সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত হয় জোটনিরপেক্ষ আন্দোলন-ন্যামের চতুর্থ শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে কিউবান প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে একান্ত সাক্ষাতের সময় বঙ্গবন্ধুর ব্যাক্তিত্ব ও সাহসিকতায় মুগ্ধ হয়ে ক্যাস্ট্রো এই উক্তিটি করেছিলেন।
4. বাংলাদেশের জাতীয় দিবস কবে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জাতীয় দিবস
Explaination: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সৈন্যদের নির্বিচার গণহত্যা ও ধ্বংসযজ্ঞের পর ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। তখন থেকেই এ দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। কিন্তু ১৯৮০ সালের ৩ অক্টোবর রাস্ট্রপতি জিয়াউর রহমানের সরকার দিনটিকে জাতীয় ও স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে।
5. উত্তরা গণভবন কোথায় অবস্থিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: গুরুত্বপূর্ণ স্থাপনা
Explaination: দিঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন আঠারো শতকে নির্মিত দিঘাপতিয়া মহারাজাদের বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত।
6. ২০২৩-২৪ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করেছে সরকার? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জাতীয় বাজেট
Explaination: ২০২৩-২৪ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করেছে সরকার।
7. ঢাকার প্রথম মেট্রোরেল এমআরটি-৬ এর মোট স্টেশন সংখ্যা- Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেট্রোরেল
Explaination: ঢাকার প্রথম মেট্রোরেল এমআরটি-৬ এর মোট দৈর্ঘ্য ২১.২৬ কিলোমিটার। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মোট ১৭টি স্টেশন রয়েছে।
8. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা রেল সেতু উদ্বোধন করেছেন- Edit
(a)
(b)
(c)
(d)
Topic: পদ্মা রেল সেতু
Explaination: ১০ অক্টোবর ২০২৩ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু হয়ে ঢাকা ও যশোরের মধ্যে রেল যোগাযোগের ঢাকা-ভাঙ্গা অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
9. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মূল টানেলের দৈর্ঘ্য – Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল
Explaination: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মূল টানেলের দৈর্ঘ্য – ৩.৩১৫ কিমি। এই সুড়ঙ্গের মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যুক্ত হয়। এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গপথ।
10. কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জাতীয় সঙ্গীত
Explaination: সংবিধানের ৪ (১) অনুচ্ছেদে 'আমার সোনার বাংলা' গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে ঘোষিত হয়েছে। এটি মূলত ২৫ চরণ বিশিষ্ট একটি কবিতা। এ কবিতার প্রথম ১০ চরণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রথম ৪ চরণ বাজানো হয়।