Exam
Question View - Eleventh Hour || GK 04.02.24
1. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে যুদ্ধাপরাধের দায়ে সর্বপ্রথম কোন ব্যক্তির ফাঁসি কার্যকর হয়?
Edit
Topic: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
Explaination: যুদ্ধাপরাধের দায়ে প্রথমে মৃত্যুদণ্ড দেয়া হয় আব্দুল কাদের মোল্লাকে। ২০১২ সালের ১২ ডিসেম্বর তার ফাঁসির আদেশ কার্যকর করা হয়।
2. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?
Edit
Topic: দর্শনীয় স্থান
Explaination: সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ।
3. 'আমি হিমালয় দেখিনি আমি মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় এই মানুষটি হিমালয় ' উক্তিটি নিচের কোন ব্যক্তি করেছিলেন?
Edit
Topic: বঙ্গবন্ধু
Explaination: ১৯৭৩ সালের ৫ থেকে ৯ই সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত হয় জোটনিরপেক্ষ আন্দোলন-ন্যামের চতুর্থ শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে কিউবান প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে একান্ত সাক্ষাতের সময় বঙ্গবন্ধুর ব্যাক্তিত্ব ও সাহসিকতায় মুগ্ধ হয়ে ক্যাস্ট্রো এই উক্তিটি করেছিলেন।
4. বাংলাদেশের জাতীয় দিবস কবে?
Edit
Topic: জাতীয় দিবস
Explaination: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সৈন্যদের নির্বিচার গণহত্যা ও ধ্বংসযজ্ঞের পর ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। তখন থেকেই এ দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। কিন্তু ১৯৮০ সালের ৩ অক্টোবর রাস্ট্রপতি জিয়াউর রহমানের সরকার দিনটিকে জাতীয় ও স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে।
5. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
Edit
Topic: গুরুত্বপূর্ণ স্থাপনা
Explaination: দিঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন আঠারো শতকে নির্মিত দিঘাপতিয়া মহারাজাদের বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত।
6. ২০২৩-২৪ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করেছে সরকার?
Edit
Topic: জাতীয় বাজেট
Explaination: ২০২৩-২৪ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করেছে সরকার।
7. ঢাকার প্রথম মেট্রোরেল এমআরটি-৬ এর মোট স্টেশন সংখ্যা-
Edit
Topic: মেট্রোরেল
Explaination: ঢাকার প্রথম মেট্রোরেল এমআরটি-৬ এর মোট দৈর্ঘ্য ২১.২৬ কিলোমিটার। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মোট ১৭টি স্টেশন রয়েছে।
8. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা রেল সেতু উদ্বোধন করেছেন-
Edit
Topic: পদ্মা রেল সেতু
Explaination: ১০ অক্টোবর ২০২৩ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু হয়ে ঢাকা ও যশোরের মধ্যে রেল যোগাযোগের ঢাকা-ভাঙ্গা অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
9. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মূল টানেলের দৈর্ঘ্য –
Edit
Topic: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল
Explaination: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মূল টানেলের দৈর্ঘ্য – ৩.৩১৫ কিমি। এই সুড়ঙ্গের মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যুক্ত হয়। এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গপথ।
10. কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়?
Edit
Topic: জাতীয় সঙ্গীত
Explaination: সংবিধানের ৪ (১) অনুচ্ছেদে 'আমার সোনার বাংলা' গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে ঘোষিত হয়েছে। এটি মূলত ২৫ চরণ বিশিষ্ট একটি কবিতা। এ কবিতার প্রথম ১০ চরণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রথম ৪ চরণ বাজানো হয়।