Exam
Question View - Eleventh Hour || E11D11 || 03.01.24
1. সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট (phragmoplast) কোষপ্রাচীরের কোন স্তর তৈরি করে?
Edit
Topic: ১.১ কোষ প্রাচীর, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: টেলোফেজ পর্যায়ে সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট, গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল মিলিত হয়ে মধ্যপর্দা তৈরি হয়।
2. সাইক্লোসিস (cyclosis) কোন অঙ্গাণু তে দেখা যায়?
Edit
Topic: প্রোটোপ্লাস্ট, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কোষপ্রাচীর যুক্ত প্রোটোপ্লাজমে জলস্রোতের মক্তো যে চলন দেখা যায় সেটি হচ্ছে আবর্তন বা সাইক্লোসিস।
প্লাজমামেমব্রেনে flip flop movement দেখা যায়।
3. কোষঝিল্লির ভৌত গঠন সম্পর্কে সর্বপ্রথম সুনির্দিষ্ট মডেল নিচের কোনটি?
Edit
Topic: ১.২ প্লাজমামেমব্রেন, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - বিজ্ঞানী Danielli & Davson ১৯৩৫ সালে কোষ ঝিল্লির ভৌত গঠন সম্পর্কে সর্বপ্রথম সুনির্দিষ্ট মডেল হিসেবে স্যান্ডউইচ মডেল প্রস্তাব করেন।
কোষঝিল্লির ভৌত গঠন সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল যা প্রস্তাব করেন বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন (১৯৭২ সালে)।
4. নিচের কোন অঙ্গাণু টি উদ্ভিদকোষের কার্বহাইড্রেট ফ্যাক্টরি নামে পরিচিত?
Edit
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ২. গলগি বডি , কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - উদ্ভিদকোষের কার্বহাইড্রেট ফ্যাক্টরি নামে পরিচিত অঙ্গাণু টি হলো গলগি বডি। গলগি বডিকে ডিক্টায়োসোম (Dictaosome), ইডিওসোম (Idiosome), লাইপোকন্ড্রিয়া (Lypochondria) নামেও অভিহিত করা হয়
কার্বহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কারণ উদ্ভিদ কোষে এর প্রধান কাজ হলো গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইড এ পার্শ্ব শৃঙখল সংযুক্ত করা এবং জটিল পলিস্যাকারাইড সংশ্লেষ ও নিঃসরণ করা।
5. কোষের আয়তনের কত ভাগ মাইটোকন্ড্রিয়া থাকে?
Edit
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ৫. মাইটোকন্ড্রিয়া, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কোষের আয়তনের ২০% মাইটোকন্ড্রিয়া থাকে।
- সাধারণ কোষে গড়ে ৩০০-৪০০ টি মাইটোকন্ড্রিয়া থাকে।
যকৃত কোষের ১০০০ বা ততোধিক থাকে।
6. সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটি?
Edit
Topic: সেন্ট্রিওল
Explaination:
7. পারঅক্সিসোম এর ক্ষেত্রে প্রযোজ্য নয় নিচের কোনটি?
Edit
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ৯. পারঅক্সিসোম , কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পারঅক্সিসোম একস্তরী। এর এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইড কে পানি ও অক্সিজেন এ রুপান্তরের মাধ্যমে হাইড্রোজেন পারঅক্সাইড এর বিষক্রিয়া থেকে কোষ কে রক্ষা করে এবং অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ করে।
8. ক্রোমোসোম নামকরণ করেন কোন বিজ্ঞানী?
Edit
Topic: ১.৪ নিউক্লিয়াস - ক্রোমোসোম, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - W. Waldeyer ক্রোমোসোম নামকরণ করেন।
- ক্রোমোসোম অর্থ রঙ ধারণকারী দেহ বা রঞ্জিত দেহ।
9. Master molecule বলা হয় কোনোটিকে?
Edit
Topic: ১.৪ নিউক্লিয়াস –ডিএন এ, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - জিন- বংশগতির বায়োক্যামিক্যাল ভিত্তি।
প্রোটিন হচ্ছে জীবনের ভাষা (Language of life)।
10. কোন জিনের প্রভাবে ক্যান্সার রোগ সৃষ্টি হয়?
Edit
Topic: জিন, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লিথাল জিনের বহিঃপ্রকাশে জীবের মৃত্যু। অঙ্কোজিনের প্রভাবে ক্যান্সার রোগ সৃষ্টি হয়। অটোজোমাল জিনের প্রভাবে মাথায় টাক(বল্ডনেস),অ্যালবিনিজম দেখা দেয়।
11. কোনটি গজারি উদ্ভিদের অঙ্গসংস্থানিক অভিযোজন?
Edit
Topic: অনুশীলনী, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: গজারি উদ্ভিদ মূল বৃক্ষের গোড়া থেকে গজানো চারা থেকে সৃষ্টি হয় বলে এদের কে গজারি বৃক্ষ বলে।
12. ইকোলজিকাল পিরামিড কত প্রকার?
Edit
Topic: অনুশীলনী, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: ইকোলজিকাল পিরামিড ৩ প্রকার। যথা:
- সংখ্যা পিরামিড
- বায়োমাস পিরামিড
শক্তির পিরামিড।
13. এক্সসিটু সংরক্ষণ পদ্ধতি নিচের কোনটি?
Edit
Topic: জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি ও সংরক্ষণের গুরুত্ব, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: এক্স সিটু সংরক্ষণ পদ্ধতি হলো:
- বোটামিক্যাল গার্ডেন
- সীড ব্যাংক
- ফিল্ডজিন ব্যাংক
- DNA সংরক্ষণ
পরাগরেণু সংরক্ষণ।
14. নিম্নের কোনটি বাংলাদেশে বিলুপ্ত প্রায় উদ্ভিদ?
Edit
Topic: বাংলাদেশের বিলুপ্তপ্রায় জীবের পরিচিতি, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বাংলাদেশের বিলুপ্ত প্রায় উদ্ভিদের মধ্যে রয়েছে তালিপাম, মল্লিকা ঝাঝি, ক্ষুদে বাড়লা, কেরুদ, রোট্যালা।
15. Abyssal zone এর পানির তাপমাত্রা কত থাকে?
Edit
Topic: জীবভুমি বা বায়োম, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Abyssal zone বা এবিসাল অঞ্চল সমুদ্রের গভীরতম স্থানকে বোঝায়। এখানে পানির তাপমাত্রা প্রায় ৩°C।
16. নিচের কোনটি Xerophytes নয়?
Edit
Topic: মরুজ উদ্ভিদের উদাহরণ, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মরুজ উদ্ভিদের উদাহরণ হলো: খেজুর, শতমূলী, শতাব্দী, আকন্দ, করবী, ঘৃতকুমারী, ফনিমনসা, পাথরকুচি ইত্যাদি।
17. ছায়াপ্রিয় উদ্ভিদ নিয়ে গঠিত গঠিত স্তর নিচের কোনটি?
Edit
Topic: জীব সম্প্রদায়, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ট্রান্সগ্রেসিভ স্তর - ছায়া প্রিয় উদ্ভিদ প্রজাতি গুলো নিয়ে এই স্তর গঠিত।
18. বাংলাদেশে একমাত্র বন্যগোলাপ পাওয়া যায় কোথায়?
Edit
Topic: বাংলাদেশের বনাঞ্চল, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সিলেটের উত্তরাংশে জলাবদ্ধ বন বা Swamp Forest রয়েছে যা রাতারগুল বনাঞ্চল নামে পরিচিত। সেখানে বাংলাদেশের একমাত্র বন্য গোলাপ দেখতে পাওয়া যায়।
19. বীজকে শুকিয়ে কত তাপমাত্রায় সসংরক্ষণ করলে শতাব্দীর পর শতাব্দী অঙ্কুরোদগম ক্ষমতাসহ সংরক্ষণ করা যায়?
Edit
Topic: জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি ও সংরক্ষণের গুরুত্ব, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বীজকে শুকিয়ে -২০°C তাপমাত্রায় সংরক্ষণ করলে শতাব্দীর পর শতাব্দী অঙ্কুরোদগম ক্ষমতাসহ সংরক্ষণ করা যায়।
20. সংখ্যা পিরামিডের কোন ধরণের জীবের আধিক্য থাকে?
Edit
Topic: ইকোলজিকাল পিরামিড, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সংখ্যা পিরামিডের উৎপাদকের সংখ্যার আধিক্য থাকে।
21. দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি?
Edit
Topic: ইমিউনিটি এবং ইমিউনোলজি, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্লীহা (Spleen) দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি।
22. NK Cell থেকে নিচের কোনটি নিঃসৃত হয় না?
Edit
Topic: ইমিউনিটি এবং ইমিউনোলজি, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রাকৃতিক মারণ বা ঘাতক কোষ (NK- Natural killer cell) থেকে সাইটোটক্সিন, পারফোরিন এবং গ্রানাইজাইম নিঃসৃত হয়।
23. মস্তিষ্কের ম্যাক্রোফেজ কোনটি?
Edit
Topic: ইমিউনিটি এবং ইমিউনোলজি, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ম্যাক্রোফেজ কোষ বিভিন্ন রকমের হয়। যথা- যকৃতের কুফার কোষ, যোজক টিস্যুর হিস্টিওসাইট, অ্যালভিওলার ম্যাক্রোফেজ, মস্তিষ্কের মাইক্রোগ্লিয়াল কোষ, অস্থির অস্টিওব্লাস্ট, বৃক্কের মেসেঞ্জিয়াল কোষ।
24. মানবদেহে Line of defence কয়টি?
Edit
Topic: মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানবদেহে প্রতিরক্ষা স্তর (Line of defence) তিনটি।
প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা।
25. জ্বর সৃষ্টির জন্য দায়ী কোনটি?
Edit
Topic: মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মাক্রোফেজ যখন ভাইরাস, ব্যাকটেরিয়া বা বহিরাগত কণাকে শনাক্ত ও আক্রমণ করে তখন কোষগুলো রক্ত প্রবাহে পাইরোজেন (Pyrogen) নামক পলিপেপটাইড ক্ষরণ করে। পাইরোজেন মস্তিষ্কের হাইপোথ্যালামাসে বিপাকীয় পরিবর্তন ঘটিয়ে দেহের তাপমাত্রাকে উচ্চতার মাত্রায় নির্ধারণ করায়, তখন শরীর কেঁপে ওঠে ও জ্বর আসে।
26. মানবদেহের ত্বকের pH কত?
Edit
Topic: প্রথম প্রতিরক্ষা স্তর, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানবদেহের ত্বকের pH 3.0-5.0
27. একটি নিউট্রোফিল কয়টি ব্যাকটেরিয়াকে গ্রাস করতে পারে?
Edit
Topic: দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: একটি নিউট্রোফিল ৩-২০ টি ব্যাকটেরিয়াকে গ্রাস করতে পারে। নিউট্রোফিলের পক্ষে ব্যাকটেরিয়ার চেয়ে বড় পদার্থ কে গ্রাস করা সম্ভব হয় না।
28. Antibody Mediated Response এ কোন ধরণের সেল অংশগ্রহণ করে?
Edit
Topic: অর্জিত প্রতিরক্ষার ধাপসমূহ, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Antibody Mediated Response এ B-cell অংশগ্রহণ করে এবং কার্যকর কোষ তৈরি করে।
29. প্রেগন্যান্সির সময় placenta অতিক্রম করে কোন অ্যান্টবডি?
Edit
Topic: প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যান্টিবডির ভূমিকা, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: একমাত্র ইমিউনোগ্লোবিউলিন G প্রেগন্যান্সির সময় placenta অতিক্রম করে এবং মায়ের অর্জিত প্রতিরক্ষা ভ্রুণদেহে স্থানান্তরিত করে।
30. Compliments system এ অন্তত কয় ধরণের প্লাজমা প্রোটিন থাকে?
Edit
Topic: প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যান্টিবডির ভূমিকা, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Compliments system এ অন্তত ২০ ধরণের প্লাজমা প্রোটিন থাকে।
31. সাধারণ তাপমাত্রায় কাচের আপেক্ষিক রোধ কত?
Edit
Topic: পরিবাহী অপরিবাহী অর্ধপরিবাহী, সেমিকন্ডাক্টর ও ইলেক্ট্রনিক্স, ইসহাক স্যার ৷
Explaination: তামার আপেক্ষিক রোধ 10-⁸
32. কোনটি পরিবাহীর উদাহরন?
Edit
Topic: পরিবাহী অপরিবাহী অর্ধপরিবাহী, সেমি কন্ডাক্টর ও ইলেক্ট্রনিক্স, ইসহাক স্যার ৷
Explaination: পরিবাহী =সোনা,তামা , রুপা,অ্যালুমিনিয়াম।
33. কোনটি AC কে DC তে পরিনত করে?
Edit
Topic: জাংশন ডায়োড, সেমি কন্ডাক্টর ও ইলেক্ট্রনিক্স, ইসহাক স্যার ৷
Explaination: AC কে DC তে পরিনত করে ডায়োড,
অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে ট্রানজিস্টর।
34. দূর্বল নিউক্লিয়ার বল সৃষ্টির জন্য দায়ী হল-
Edit
Topic: বলের ধারণা, নিউটনীয়ান বলবিদ্যা, ইসহাক স্যার।
Explaination: দূর্বল নিউক্লিয়ার বল সৃষ্টির জন্য দায়ী হল বিটা ক্ষয়।
35. বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে সামান্য অপদ্রব্য মিশ্রিত করার প্রক্রিয়াকে কি বলে?
Edit
Topic: পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী ,সেমিকন্ডাক্টর ইলেক্ট্রনিক্স ,ইসহাক স্যার৷
Explaination: ডোপিং করা হলে অর্ধপরিবাহীর রোধ অনেক গুণ কমে যায় ৷
36. এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর তৈরিতে কোনটি ব্যবহৃত হয় না?
Edit
Topic: পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী ,সেমিকন্ডাক্টর ইলেক্ট্রনিক্স ,ইসহাক স্যার৷
Explaination: এক্ষেত্রে ত্রিযোজী ও পঞ্চযোজী মৌল সমূহের ব্যবহার হয় ৷
37. ট্রানজিস্টরের বৈশিষ্ট্য নয় কোনটি?
Edit
Topic: ট্রানজিস্টর , পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী ,সেমিকন্ডাক্টর ইলেক্ট্রনিক্স ,ইসহাক স্যার৷
Explaination: ট্রানজিস্টরের অসুবিধা -উষ্ণতা সুগ্রাহী, খুব কম উৎপাদন শক্তি দেয় ৷
38. নিচের কোন গেট কে সাবর্জনীন গেট বলে?
Edit
Topic: লজিক গেট,পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী ,সেমিকন্ডাক্টর ইলেক্ট্রনিক্স ,ইসহাক স্যার৷
Explaination: NAND ও NOR গেট সার্বজনীন গেট ৷
39. সমমুখী বায়াসের ক্ষেত্রে ব্যাটারির ধনাত্মক প্রান্ত কোন প্রান্তের সাথে যুক্ত?
Edit
Topic: জাংশন ডায়োড ,পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী ,সেমিকন্ডাক্টর ইলেক্ট্রনিক্স ,ইসহাক স্যার৷
Explaination: রিভার্স বায়াসে ধনাত্মক প্রান্ত n - টাইপ প্রান্তের সাথে যুক্ত থাকে।
40. 1 byte = কত bit?
Edit
Topic: নাম্বার পদ্ধতি ,পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী ,সেমিকন্ডাক্টর ইলেক্ট্রনিক্স ,ইসহাক স্যার৷
Explaination: 8 bit = 1 byte
41. স্পর্শ বল নয় কোনটি?
Edit
Topic: বলের সংজ্ঞাসমূহের ধারণা, নিউটনিয়ান বলবিদ্যা, ইসহাক স্যার
Explaination: অভিকর্ষ বল অস্পর্শ বলের উদাহরণ।
42. মৌলিক বলসমূহের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী বল কোনটি?
Edit
Topic: বলের প্রকারভেদ, নিউটনিয়ান বলবিদ্যা, ইসহাক স্যার
Explaination: সক্রিয়তার ক্রম = সবল নিউক্লীয় বল>তড়িৎ চুম্বক বল>দুর্বল নিউক্লিয় বল>মহাকর্ষ বল
43. নিউক্লিয়াস গঠনের জন্য নিচের কোন বল দায়ী?
Edit
Topic: বলের প্রকারভেদ,নিউটনিয়ান বলবিদ্যা, ইসহাক স্যার
Explaination: সবল নিউক্লিয় বল প্রোটন ও নিউট্রনকে আবদ্ধ করে নিউক্লিয়াস গঠন করে।
44. 10 kg বস্তু যদি 12 ms-¹ এ চলে তবে এর গতিবেগ কত?
Edit
Topic: নিউটনের গতিসূত্র ,নিউটনিয়ান বলবিদ্যা, ইসহাক স্যার
Explaination: গতিবেগ = mv=10x12 = 120kg ms-¹
45. নিউটনের গতিসূত্রের ব্যবহার নয় কোনটি?
Edit
Topic: নিউটনের গতিসূত্রের ব্যবহার,নিউটনিয়ান বলবিদ্যা, ইসহাক স্যার
Explaination: ব্যাবহার -ঘোড়ার গাড়ির চলাচল ,আরোহী সহ গাড়ি সামনের দিকে , নৌকার গুণ , লং , বন্দুক থেকে গুলি , পাখিরা আকাশে উড়া, রকেটের গতি।
46. ভরবেগের নিত্যতা ব্যাখ্যা করা যায় না কোনটির সাহায্যে ?
Edit
Topic: রৈখিক ভরবেগের নিত্যতা,,নিউটনিয়ান বলবিদ্যা, ইসহাক স্যার
Explaination: ভরবেগের নিত্যতার উদাহরণ -
১.টেবিলে বই রাখা
২. বন্দুক হতে গুলি ছড়া
৩.নৌকা থেকে লাফ দেয়া
৪.পায়ে হাটা
৫.লিফটে প্রতিক্রিয়া
47. জড়তার ভ্রামকের একক কি?
Edit
Topic: জড়তার ভ্রামক ও কৌণিক বেগ,নিউটনিয়ান বলবিদ্যা, ইসহাক স্যার
Explaination: জড়তার ভ্রামক, I= mr²= kg m²
48. একক কৌণিক বেগে ঘূর্ণনরত বস্তুর জড়তার ভ্রামক এর কৌণিক ভরবেগের -
Edit
Topic: জড়তার ভ্রামক ও কৌণিক ভরবেগ, নিউটনিয়ান বলবিদ্যা, ইসহাক স্যার।
Explaination: L= Iω
এখানে,ω= 1
=> L = 1
49. নিচের কোনটি কার্যহীন বল?
Edit
Topic: টর্ক, জড়তার ভ্রামকের উপপাদ্য,নিউটনিয়ান বলবিদ্যা, ইসহাক স্যার৷
Explaination: কেন্দ্রমুখী বল সব সময় গতিপথের লম্বদিকে ক্রিয়া করায় ওই বলের অভিমুখে বস্তুর কোনো সরণ হয় না৷
50. ভরবেগের মাত্রা সমীকরণ নিচের কোনটি?
Edit
Topic: কৌনিক ভরবেগ, গতিশক্তি ও ভরবেগের সংরক্ষনশীলতা,নিউটনিয়ান বলবিদ্যা ইসহাক স্যার,
Explaination: ভরবেগ = mv=Kgms-¹
মাত্রা = MLT-¹
51. প্রাকৃতিক গ্যাসকে sweet গ্যাস কখন বলা হবে ?
Edit
Topic: ৫.১.২ , অ-৫ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: H2S এর পরিমান > 5.7 mg/m3 হলে তাকে sour gas বলা হয় ।
52. প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে ?
Edit
Topic: ৫.১.২ , অ-৫ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার । সারনি ৫.২ এর পর।
Explaination: trick: বিদ্যুৎ শিল্প ইউরিয়ার বাসার জ্বালানি
শতকরাঃ ৫৫ ১৮ ১০ ১২ ৫
53. বিদ্যুৎ উৎপাদনে কোন কয়লা ব্যাবহার করা হয় ?
Edit
Topic: ৫.২.২ , অ-৫ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: লিগনাইট , বিটুমিনাস , আন্থ্রাসাইট কয়লা বিদ্যুৎ উৎপাদনে ব্যাবহার করা হয় ।
54. water gas এর অপর নাম কি ?
Edit
Topic: ৫.২.২ , অ-৫ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: water গ্যাস H2 উপাদানটি নীল শিখাসহ জ্বলে উঠে তাই তাকে blu gas বলা হয় ।
Water gas: [CO (g) +H2(g) ]
55. বাংলাদেশে কয়টি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আছে ?
Edit
Topic: ৫.৩ , অ-৫ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination:
56. DAP বা ডাইঅ্যামোনিয়াম ফসফেট সারের ক্ষেত্রে কোনটি ভুল ?
Edit
Topic: ৫.৫.১ , জেনে নাও , অ-৫ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: DAP বা ডাইঅ্যামোনিয়াম ফসফেট সারের বৈশিষ্ট্য হল অম্লধর্মী মাটিতে কার্যকরী,
ক্ষারধর্মী মাটিতে কার্যকরী ,নিরপেক্ষ মাটিতে কার্যকরী । তিন ধরনের মাটিতে কার্যকরী ।
57. কোন গ্লাসটি ক্ষতিকর UV RAY প্রতিরোধ করে ?
Edit
Topic: ৫.৫.২ , জেনে নাও , অ-৫ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার । v.v.v.i for MAT
Explaination:
58. কুকিং লিকারে কোনটি থাকে না ?
Edit
Topic: ৫.৫.৪ , অ-৫ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: কুকিং লিকারে ২৭.১% Na2S , ৫৮.৬% NaOH , ১৪.৩% Na2CO3 দ্রবণ থাকে ।
59. সারাবিশ্বে সর্বাধিক ব্যবহৃত সিমেন্ট কোনটি ?
Edit
Topic: ৫.৫.৫ , অ-৫ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination:
60. ক্রোম ট্যানিং কাকে দিয়ে করা হয় ?
Edit
Topic: ৫.৬ , ক্রোম ট্যানিং এর মূলনীতি , অ-৫ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: ক্ষারকীয় ক্রোমিয়াম সালফেট এর অম্লীয় দ্রবণে ( ৪.০-৪.৩) পিকলিং করা চামড়াকে ডুবিয়ে ক্রোম ট্যানিং করা হয় ।
61. বায়ুদূষণ নিয়ন্ত্রণ কৌশলের মূলনীতি নয় কোনটি ?
Edit
Topic: ৫.৮ , অ-৫ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: বায়ুদূষণ নিয়ন্ত্রণ কৌশলের মূলনীতি তিনটিঃ
১। Dissolving pollutant ( দূষক গ্যাস দ্রবীভূতকরণ )
২। সূক্ষ্ম ছাঁকনি পদ্ধতি (Fine particle filtration)
৩। প্রভাবকীয় রুপান্তর (Catalytic conversion )
62. পরিবেশের সুরক্ষায় বর্জ্য ব্যবস্থাপনার তিনটি R এর মধ্যে কোনটি নেই ?
Edit
Topic: 5.10 । অ-৫ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination:
63. নিচের কোন উক্তিটি সঠিক -
Edit
Topic: ৫.১৩ , অ-৫ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: trick: hard পেট্রোল প্রকৃতির নিউক্লিয়াস
হার্ড কোল পেট্রোলিয়াম প্রাকৃতিক নিইউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট
গ্যাস
শতকরাঃ 42 44 57 34
বিদ্যুৎ উৎপাদনের জ্বালানিভিত্তিক ক্ষমতা।
64. খাদ্য নিরাপত্তার ভিত্তি নয় কোনটি ?
Edit
Topic: ৫.১ , অ-৫ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination:
65. কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ উপায় নয় ?
Edit
Topic: ৫.২.১ , অ-৫ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: সোডিয়াম সরবেট দ্বারা খাদ্য সংরক্ষণ একটি কৃত্রিম বা রাসায়নিক সংরক্ষণ পদ্ধতি ।
66. ছত্রাক জন্মানোর জন্য aw এর মান কত হয় ?
Edit
Topic: ৫.২ , অ-৫ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: ছত্রাক জন্মানোর জন্য aw এর মান > .80
ব্যাকটেরিয়া বাড়ার জন্য aw এর মান > .90
ইস্ট বাড়ার জন্য aw এর মান >.88
67. মাংসজাত খাদ্য সংরক্ষণে ব্যাবহার হয় না নিচের কোনটি ?
Edit
Topic: 5.2.2 , নাইট্রাইট ও নাইট্রেট লবন , অ-৫ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: KNO3,KNO,NaNO2 , NaNO3 লবন সমুহ মাংস ও মাংসজাত খাদ্য সংরক্ষণে ব্যাবহার করা হয় ।
Na2SO3 , সালফেট লবন সমুহ কাঁচা ফল , শাক , সবজি ইত্যাদি সংরক্ষণে ব্যাবহার করা হয় ।
68. ফুড ক্যানের ভেতর মরিচা প্রতিরোধ করে কে ?
Edit
Topic: ৫.৪ , ফুড লেকার , অ-৫ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination:
69. আমের কৌটাজাতকরনে কোন দ্রবণটি ব্যাবহার করা হয় ?
Edit
Topic: ৫.৪.১ , আমের কৌটাজাতকরন প্রণালি , অ-৫ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: আমের কৌটাজাতকরনে ৩০-৪০% চিনির দ্রবণ , ০.২৫% সায়ট্রিক এসিড দ্রবণ ব্যাবহার করা হয় ।
70. দুধের বানিজ্যিক মান কিসের উপর নির্ভর করে?
Edit
Topic: 5.7, অ-৫, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
71. কলেরা ভ্যাকসিন হলো-
Edit
Topic: 5.6, অ-৫, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
72. অন্ত্রের ইমেজিং কাজে নিচের কোন মিশ্রণটি ব্যবহৃত হয়?
Edit
Topic: 5.6, অ-৫, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: অন্ত্রের ইমেজিং কাজে BaSO4 এর মিশ্রণ সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়।
73. বেবি পাউডারে অ্যান্টিসেপ্টিকরূপে কাজ করে-
Edit
Topic: 5.13.3, অ-৫, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: Boric Acid -- B(OH)3 বা, H3BO3 থেকে বোরিক পাউডার তৈরি করা হয় যা বেবি পাউডারে অ্যান্টিসেপ্টিকরূপে ব্যবহার করা হয়।
74. মাখনকে পানি মুক্ত করা হয় কিভাবে?
Edit
Topic: 5.9, অ-৫, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: মাখন থেকে পানি বের করার জন্য একে একটি কাপড়ে মুড়িয়ে বার বার চাপ প্রয়োগ করে এর থেকে পানি বের করা হয়।
75. Lipstick এ ময়শ্চারাইজার হিসেবে থাকে-
Edit
Topic: 5.13.6, অ-৫, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
76. The antonym of ‘harbinger’ is-
Edit
Topic: Antonym
Explaination: আচ্ছা, Harbinger শব্দটি শুনলে ক্রিকেট প্লেয়ার Harbajan Singh এর কথা মনে পড়ে না? Harbinger>Harbajan. Harbajan Singh কিন্তু তার দলের Frontline Spinner অর্থাৎ অগ্রদূত ছিলো। তাহলে এভাবে মনে রাখতে পারো- Harbinger মানে হলো অগ্রদূত।
আসো, এখন অপশনগুলো Analysis করি-
প্রশ্নোক্ত 'harbinger' শব্দটির অর্থ: অগ্রদূত।
Option : educator এর অর্থ: প্রশিক্ষক।
Option : messenger এর অর্থ: বার্তাবাহক।
Option follower এর অর্থ: অনুসারী, অনুগামী।
Option : leader এর অর্থ: দলনেতা।
দেখা যাচ্ছে, প্রশ্নোক্ত 'harbinger' শব্দটির Antonym বা বিপরীত শব্দ
হচ্ছে Option -follower
77. Synonym for ‘Ability’ are all of the following expect:
Edit
Topic: Antonym
Explaination: Ability, Talent, Skill ও Competency শব্দগুলোর অর্থ দক্ষতা। অপরদিকে Avail শব্দটির অর্থ সুযোগ গ্রহণ করা, সুযোগ কাজে লাগানো। যা উপরিউক্ত চারটি শব্দের সাথে মিল নেই।
অতএব সঠিক উত্তর: Avail
78. Antonym of ‘Refractory’ is:
Edit
Topic: Antonym
Explaination: Refractory শব্দের অর্থ একগুয়ে/অবাধ্য।
Tricks:
Refract> re-fact> he-fact. re-fact = He does not listen to facts.
যেহুতু সে Fact শুনে না , তাই সে একগুয়ে/অবাধ্য।
এসো Options গুলো Analysis করি-
Stubborn: একগুঁয়ে/ অবাধ্য
Obedient: অনুগত/বাধ্য
Intractable: অবাধ্য।
Cussed : গোঁয়ার
তাই এখানে উত্তর হবে : obedient.
79. The antonym of ‘well mannered’ is-
Edit
Topic: Antonym
Explaination: প্রশ্নোক্ত 'well mannered' শব্দটির অর্থ সদাচারী, সভ্য, ভদ্র।
Option : decorous এর অর্থ: বিনয়ী, নম্র, শোভন।
Option : courteous এর অর্থ: ভদ্র, নম্র।
Option : chivalrous এর অর্থ: শালীন, সৌজন্যময়।
Option : sassy এর অর্থ: অসভ্য, বেয়াদব।
দেখা যাচ্ছে, প্রশ্নোক্ত 'well mannered' শব্দটির Antonym বা বিপরীত শব্দ হবে Option : sassy
80. The antonym of ‘revenge’ is?
Edit
Topic: Antonym
Explaination: প্রশ্নোক্ত 'revenge' শব্দটির অর্থ প্রতিশোধ, প্রতিহিংসা।
Option : reprisal এর অর্থ: প্রত্যাঘাত।
Option : penalty এর অর্থ: শান্তি।
Option : grace এর অর্থ: অনুগ্রহ, দয়া।
Option : wrath এর অর্থ: রাগ, তীব্র ক্রোধ, ভয়ানক রোষ।
দেখা যাচ্ছে, প্রশ্নোক্ত 'revenge' শব্দটির Antonym বা বিপরীত শব্দ হবে Option (c) grace.
81. The antonym for ‘smart’ is-
Edit
Topic: Antonym
Explaination: প্রশ্নোক্ত 'smart' শব্দটির অর্থ বুদ্ধিমান, চৌকশ।
Option : irrelevant এর অর্থ: অপ্রাসঙ্গিক।
Option : boring এর অর্থ: বিরক্তিকর।
Option : stupid এর অর্থ: বোকা।
Option : difficult এর অর্থ: কঠিন।
82. Antonym for ‘modern’ is-
Edit
Topic: Antonym
Explaination: 'modern' শব্দটির অর্থ আধুনিক।
Option : outdated এর অর্থ: সেকেলে।
Option : ancient এর অর্থ: প্রাচীন।
Option : past এর অর্থ: অতীত।
Option : medieval এর অর্থ: মধ্যযুগীয়।
দেখা যাচ্ছে, প্রশ্নোক্ত 'modern' শব্দটি Option (a) outdated শব্দটির Antonym বা বিপরীতার্থক শব্দ।
83. An antonym of ‘combination’ is-
Edit
Topic: Antonym
Explaination: Combination শব্দের অর্থঃ সমাহার, একত্রীকরণ .। Separation . এর অর্থ- আলাদা করা/ পৃথকীকরণ।
84. Which one of the following is the correct spelling?
Edit
Topic: Spelling
Explaination: Aborigine অর্থ- আদিম অধিবাসী, আদিবাসী। বহুবচনে Aborgines (এটি সঠিক বানান )
85. An antonym of ‘Facilitate’ is-
Edit
Topic: Antonym
Explaination: "facilitate" শব্দটির অর্থ: সহজ করা, সহযোগিতা করা। Hamper অর্থ : বাধা দেওয়া
86. An antonym of ‘native’ is-
Edit
Topic: Antonym
Explaination: Native এর অর্থ দেশজ বা দেশীয়।
alien অর্থ: বিদেশী।
87. An antonym of ruthless is-
Edit
Topic: Antonym
Explaination: "ruthless" শব্দটির অর্থ: নির্দয়/নির্মম/নিষ্ঠুর।
merciful অর্থ: দয়ালু।
88. Find the incorrectly spelled word-
Edit
Topic: Spelling
Explaination: শুদ্ধ Spelling হবে- Separate
বাকি তিনটি বানানই শুদ্ধ।
89. Choose the correct spelling-
Edit
Topic: Spelling
Explaination: এই বানানটি জেনে রাখো- মেডিকেলে প্রায়ই আসে। একটু ভেঙ্গে ভেঙ্গে মনে রাখো : Sep – ar – ate . মূলত –ar অংশে স্টুডেন্টরা ভুল করে –er দেয়। মনে রেখো, তোমাদের এই ভুল ভুলেও করা যাবে না কিন্তু! খাতায় লিখে বানানটি প্র্যাক্টিস করো।
90. Choose the correct spelling-
Edit
Topic: Spelling
Explaination: সমরিক বাহিনীর একটি Rank-এর নাম Lieutenant, এর উচ্চারণ লেফট্যানেন্ট।
Tricks: বানানটি খুব একটা সহজ নয়। তাই এই বানানটি (Lieutenant) মনে রাখার জন্য 'মিথ্যা তুমি দশ পিঁপড়া' (Lie-u-ten-ant) এই কথাটি স্মরণ রাখা যেতে পারে।
91. ২০২৩-২৪ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করেছে সরকার?
Edit
Topic:
Explaination:
92. ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার-
Edit
Topic:
Explaination:
93. ঢাকার প্রথম মেট্রোরেল এমআরটি-৬ এর মোট দৈর্ঘ্য-
Edit
Topic:
Explaination:
94. এশিয়ার মধ্যে কত তম দেশ হিসেবে মেট্রোরেল সিস্টেম চালু হয়েছে বাংলাদেশে?
Edit
Topic:
Explaination:
95. প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশের উদ্বোধন করেন-
Edit
Topic:
Explaination:
96. প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা রেল সেতু উদ্বোধন করেছেন-
Edit
Topic:
Explaination:
97. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মূল টানেলের দৈর্ঘ্য –
Edit
Topic:
Explaination:
98. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রতি টিউবের দৈর্ঘ্য
Edit
Topic:
Explaination:
99. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে কি পরিমাণ বিদ্যুত সরবরাহ করবে?
Edit
Topic:
Explaination:
100. দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
Edit
Topic:
Explaination: