Exam
Question View - Eleventh Hour || GK 02.02.24
1. ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার-
Edit
Topic: জাতীয় বাজেট
Explaination: ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা
2. বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করা হয় কবে?
Edit
Topic: বঙ্গবন্ধু
Explaination: ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও ক্যুরি শান্তি পদকে ভূষিত করা হয়েছিল।
3. অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদ গ্রন্থের নাম নিচের কোনটি?
Edit
Topic: বঙ্গবন্ধু
Explaination: অধ্যাপক ফখরুল আলম কর্তৃক ইংরেজিতে অনুবাদিত''অসমাপ্ত আত্মজীবনী'' গ্রন্থটির নাম The Unfinished Memoirs। গ্রন্থটি ২০১২ সালের ১৮ জুন প্রকাশিত হয়।
4. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কত সালে একুশে পদক পুরষ্কার পান?
Edit
Topic: জাতীয় কবি
Explaination: ১৯৭৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরের ২১ ফেব্রুয়ারিতে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।
5. বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত রয়েছে?
Edit
Topic: ভৌগোলিক অবস্থান
Explaination: মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা তিনটি হলো - রাঙামাটি , বান্দরবান ও কক্সবাজার। রাঙামাটি বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্ত সংযোগ রয়েছে।
6. বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে ‘আমার সোনার বাংলা’ কবিতার-
Edit
Topic: জাতীয় সঙ্গীত
Explaination: ১৩ জানুয়ারি, ১৯৭২ তারিখে মন্ত্রীসভার প্রথম বৈঠকে আমার সোনার বাংলা’ কবিতার প্রথম দশ চরণ সদ্যগঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়।
7. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে?
Edit
Topic: জাতীয় পতাকা
Explaination: আ. স. ম. আব্দুর রব ২ মার্চ ১৯৭১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন।
8. গণহত্যা দিবস পালিত হয় কবে?
Edit
Topic: ২৫শে মার্চ
Explaination: বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এই দিনটি গণহত্যা দিবস হিসেবে পালিত হয়।
9. মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য কবে 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (বাংলাদেশ)' গঠিত হয়?
Edit
Topic: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল
Explaination: ২০১০ সালের ২৫শে মার্চ আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন ১৯৭৩-এর ৬ ধারার বলে তিন সদস্য বিশিষ্ট একটি ট্রাইব্যুনাল গঠন করা হয় ।
10. বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
Edit
Topic: রাষ্ট্রীয় মনোগ্রাম
Explaination: বাংলাদেশের জাতীয় প্রতীক:
* দুই পাশে দুটি ধানের শীষের মাঝখানে ভাসমান শাপলা তার উপর ৩ টি পরস্পর সংযুক্ত পাট পত্রক তার ২ পাশে ২ টি করে তারকা
* ডিজাইনার - কামরুল হাসান।
বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম:
লাল বৃত্তের মাঝখানে হলুদ রংঙের মানচিত্র। বৃত্তের উপরে লেখা ’গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’, নিচে লেখা ’সরকার’ এবং বৃত্তের ২ পাশে ২ টি করে মোট ৪ টি তারকা।
ডিজাইনার - এ এন এ সাহা।