Exam
Question View - Eleventh Hour || E10D10 || 02.01.24
1. নিচের কোন ব্যক্তি Biotechnology শব্দটি সর্বপ্রথম ব্যাবহার করেন?
Edit
Topic: সূচনা, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ১৯১৯ সালে হাঙ্গেরীয় কৃষি প্রকৌশলী কার্ল এরেকি (Karl Ereky) সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটি ব্যাবহার করেন।
2. নিচের কোনটির দ্বারা চিকিৎসা ক্ষেত্রের বায়োটেকনোলজির প্রয়োগ বর্ণনা করা হয়?
Edit
Topic: সূচনা, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Red and White Biotechnology দ্বারা চিকিৎসা ক্ষেত্রের বায়োটেকনোলজির প্রয়োগ বর্ণনা করা হয়।
3. ব্যাসাল মিডিয়ামের pH কত রাখা উত্তম?
Edit
Topic: টিস্যু কালচার পদ্ধতির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পুষ্টি মাধ্যমে pH ৫.৫ – ৫.৮ রাখা উত্তম।
4. নিচের কোন পদ্ধততিতে জীবাণুমুক্ত চারা উৎপাদন করা যায়?
Edit
Topic: টিস্যু কালচার, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মেরিস্টেম কালচার পদ্ধততিতে জীবাণুমুক্ত চারা উৎপাদন করা যায়।
5. জীবাণুমুক্তকরণ যন্ত্রে মিডিয়ামকে কোন ধরণের পরিবেশে রাখা হয় না?
Edit
Topic: টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জীবাণুমুক্তকরণ যন্ত্রে বা অটোক্লেভ (Autoclave) যন্ত্রে মিডিয়ামকে-
- ১২১ সেলসিয়াস তাপমাত্রায়
- ২০ মিনিট যাবৎ
১৫ পাউন্ড চাপে রাখা হয়।
6. অতিক্ষুদ্র টিস্যু হতে বহু চারা উৎপাদনের প্রক্রিয়া নিচের কোনটি?
Edit
Topic: স্যু কালচার প্রযুক্তির প্রয়োগ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: অতিক্ষুদ্র টিস্যু হতে বহু চারা উৎপাদনের প্রক্রিয়াকে মাইক্রোপ্রোপাগেশন বলা হয়।
7. প্রাণীর মধ্যে Gene এর স্থানান্তর প্রক্রিয়াটি কি নামে পরিচিত?
Edit
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রাণীর মধ্যে Gene এর স্থানান্তর প্রক্রিয়াটি ট্রান্সফেকশন নামে পরিচিত।
8. কোন পদ্ধতিতে ডলি নামক ভেড়ার সৃষ্টি হয়েছিল?
Edit
Topic: জিন ক্লোনিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রিপ্রোডাক্টিভ ক্লোনিং (Reproductive cloning) পদ্ধতিতে ডলি নামক ভেড়ার সৃষ্টি হয়েছিল।
9. Super Rice কোন ভিটামিন সমৃদ্ধ?
Edit
Topic: জিন প্রযুক্তির ব্যবহার - কৃষিক্ষেত্রে, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Super Rice ভিটামিন-A সমৃদ্ধ।
10. কোনটিতে মানুষের insulin উৎপাদনকারী জিন প্রবেশ করানো হয়েছে?
Edit
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির প্রয়োগ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বর্তমানে কুসুম ফুলে মানুষের insulin উৎপাদনকারী জিন প্রবেশ করানো হয়েছে।
11. কয়দিনের মধ্যে স্বাদকুড়ি প্রতিস্থাপিত হয়?
Edit
Topic: যান্ত্রিক পরিপাক, পরিপাক ও শোষণ, আজমল স্যার।
Explaination: ৫ থেকে ১০ দিনের মধ্যে স্বাদকুড়ি নষ্ট হয়ে যায় এবং প্রতিস্থাপিত হয়।
12. ৫ থেকে ১০ দিনের মধ্যে স্বাদকুড়ি নষ্ট হয়ে যায় এবং প্রতিস্থাপিত হয়।
Edit
Topic: দন্ত সংকেত, পরিপাক ও শোষণ, আজমল স্যার।
Explaination: শিশুদের প্রিমোলার বা অগ্রপেষন দাঁত থাকেনা। শিশুদের দন্ত সংকেত - I2C1P0M2
13. কোন হরমোন পাকস্থলী রস ক্ষরণ নিয়ন্ত্রণ করে?
Edit
Topic: পাকস্থলীতে রাসায়নিক পরিপাক, পরিপাক ও শোষণ, আজমল স্যার।
Explaination: গ্যাস্ট্রিন নামক হরমোন পাকস্থলী রস ক্ষরণ নিয়ন্ত্রণ করে।
14. সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক ঘটে নিচের কোন অংশে?
Edit
Topic: ক্ষুদ্রান্ত্রে যান্ত্রিক পরিপাক, পরিপাক ও শোষণ, আজমল স্যার।
Explaination: সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক ঘটে ক্ষুদ্রান্ত্রে।
15. নিচে কোনটি Ptyalin কে সক্রিয় করে?
Edit
Topic: লালার কাজ, পরিপাক ও শোষণ, আজমল স্যার।
Explaination: ক্লোরাইড স্যালাইভারি অ্যামাইলেজকে সক্রিয় করে। স্যালাইভারি অ্যামাইলেজ হলো টায়ালিন।
16. হিমের লৌহ অংশ যকৃতে কি হিসেবে জমা থাকে?
Edit
Topic: যকৃতের সঞ্চয়ী ভূমিকা, পরিপাক ও শোষণ, আজমল স্যার।
Explaination: যকৃত পটাশিয়াম সঞ্চয় করে। লোহিত রক্তকণিকার ভাঙ্গনে হিমোগ্লোবিন যকৃতের কাপফার কোষের মাধ্যমে ভেঙ্গে হিম ও গ্লোবিনে পরিণত হয়। হিমের লৌহ অংশ ফেরিটিন হিসেবে যকৃত জমা থাকে।
17. Duct of wirsung কোথায় পাওয়া যায়?
Edit
Topic: অগ্নাশয়, পরিপাক ও শোষন, আজমল স্যার।
Explaination: অগ্নাশয় এর প্রধান নালী Duct of Wirsung।
18. মানবদেহে Large intestine এর দৈর্ঘ্য কত?
Edit
Topic: বৃহদন্ত্রের কাজ, পরিপাক ও শোষণ, আজমল স্যার।
Explaination: বৃহদন্ত্রের কাজ, পরিপাক ও শোষণ, আজমল স্যার।
19. আদর্শ দৈহিক ওজনের কত শতাংশ বা তার বেশি স্থুলতা নির্দেশ করে?
Edit
Topic: স্থুলতা, পরিপাক ও শোষণ, আজমল স্যার।
Explaination: আদর্শ দৈহিক ওজনের ২০ শতাংশ বা তার বেশি মেদ দেহে সঞ্চিত হলে স্থুলতা নির্দেশ করে।
20. Abdominal tonsil বলা হয় নিচের কোনটিকে?
Edit
Topic: বৃহদন্ত্র, পরিপাক ও শোষণ, আজমল স্যার।
Explaination: appendix উপকারী জীবাণুর ভান্ডার হিসেবে ইমিউনতন্ত্রে অংশ গ্রহণ করে। তাই একে abdominal tonsil বলা হয়।
21. মানবদেহের মোট ওজনের প্রায় কত শতাংশ রক্ত হিসেবে উপস্থিত থাকে?
Edit
Topic: 6%
Explaination: একজন পূর্ণ্যবয়স্ক সুস্থ মানবদেহে প্রায় ৫ থেকে ৬ লিটার রক্ত থাকে। দেহের মোট ওজনের প্রায় ৮ শতাংশ।
22. পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে কত লিটার Plasma থাকে?
Edit
Topic: রক্তরস, রক্ত ও সঞ্চালন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে ৩ লিটার রক্তরস থাকে।
23. রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা ধ্বংস করে কোনটি?
Edit
Topic: শ্বেত রক্তকণিকা, রক্ত ও সঞ্চালন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ইউসিনোফিল দেহের এলার্জির বিরুদ্ধে কাজ করে এবং রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা ধ্বংস করে।
24. Serotonin নামক রাসায়নিক পরদার্থ ক্ষরণ করে কোনটি?
Edit
Topic: অনুচক্রিকা , রক্ত ও সঞ্চালন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অনুচক্রিকা সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকা কে দ্রুত সংকোচনে উদ্বুদ্ধ করে।
25. মানব দেহে কয় ধরনের লসিকা গ্রন্থি পাওয়া যায়?
Edit
Topic: লসিকা, রক্ত ও সঞ্চালন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানবদেহে পাঁচ ধরনের লসিকা গ্রন্থি পাওয়া যায় যথা লিম্ফনোড, টনসিল, প্লীহা, থাইমাস ও লাল অস্থি মজ্জা।
26. করোনারি সাইনাস ও ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে কোন কপাটিকা থাকে?
Edit
Topic: হৃদপিন্ডের প্রকোষ্ঠ সমূহ, রক্ত সঞ্চালন, আজমল স্যার।
Explaination: করোনারি সাইনাস ও ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে থিবেসিয়ান বা করোনারি কপাটিকা থাকে।
27. DUB সদৃশ শব্দের সৃষ্টি হয় কার্ডিয়াক চক্রের কোন ধাপে?
Edit
Topic: কার্ডিয়াক চক্র, রক্ত ও সঞ্চালন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: DUB সদৃশ শব্দের সৃষ্টি হয় ভেন্ট্রিকলের ডায়াস্টোলে। এবং লাব সদৃশ শব্দের সৃষ্টি হয় ভেন্ট্রিকলের সিস্টোলে।
28. DUB সদৃশ শব্দের সৃষ্টি হয় ভেন্ট্রিকলের ডায়াস্টোলে। এবং লাব সদৃশ শব্দের সৃষ্টি হয় ভেন্ট্রিকলের সিস্টোলে।
Edit
Topic: অ্যানজাইনা , রক্ত ও সঞ্চালন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: হৃদপেশী যখন O2 সমৃদ্ধ পর্যাপ্ত রক্ত সরবরাহ পায় না তখন তাকে কি Angina বা Angina pectoris (হৃদশূল) বলে।
29. হার্ট ফেইলিওর সম্পর্কে নিশ্চিত হওয়া যায় কোন পরীক্ষার মাধ্যমে?
Edit
Topic: হৃদরোগের চিকিৎসার ধারণা , রক্ত ও সঞ্চালন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Brain Natriuretic Peptide (BNP) পরীক্ষার মাধ্যমে হার্ট ফেইলিওর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
30. বর্তমানে প্রচলিত এনজিওপ্লাস্টি কোনটি?
Edit
Topic: এনজিওপ্লাস্টি, রক্ত ও সঞ্চালন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বর্তমানে করোনারি স্টেন্টিং সবচেয়ে প্রচলিত এনজিওপ্লাসটি। যাদের কর নারী ধমনী বেশ নাজুক তাদের ক্ষেত্রে স্টেন্টিং অনেক বেশি উপযোগী।
31. তেজস্ক্রিয়তার SI Unit কোনটি?
Edit
Topic: তেজষ্ক্রিয়তা,পরমাণুর মডেল ও নিউক্লীয় পদার্থবিজ্ঞান, ইসহাক স্যার।
Explaination: তেজস্ক্রিয়তা পরিমাপের একক দুইটি।যথা-কুরী ও বেকরেল।তবে SI একক বেকরেল।
32. নিচের কোনটিতে পদার্থবিদ্যার লব্ধ জ্ঞান চিকিৎসা বিদ্যায় প্রয়োগ করা হয় না?
Edit
Topic: বিভিন্ন রশ্মি, পরমানুর মডেল ও নিউক্লীয় পদার্থবিজ্ঞান, ইসহাক স্যার।
Explaination: বিভিন্ন রশ্মি, পরমানুর মডেল ও নিউক্লীয় পদার্থবিজ্ঞান, ইসহাক স্যার।
33. দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন কোন ধাতুকে আঘাত করলে, তা থেকে উচ্চ ভেদন ক্ষমতাসম্পন্ন যে এক প্রকার বিকিরণ উৎপন্ন হয়, সেটি নিচের কোনটি?
Edit
Topic: বিভিন্ন রশ্মি, পরমানুর মডেল ও নিউক্লীয় পদার্থবিজ্ঞান, ইসহাক স্যার।
Explaination: দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন কোন ধাতুকে আঘাত করলে তা থেকে এক্স রশ্মি নির্গত হয়।
34. লেজার রশ্মির বৈশিষ্ট্য নয় কোনটি?
Edit
Topic: বিভিন্ন রশ্মি পরমানুর মডেল ও নিউক্লীয় পদার্থবিজ্ঞান, ইসহাক স্যার ।
Explaination: লেজার রশ্মির বৈশিষ্ট -১)তীব্রতা খুব বেশী,অত্যন্ত উজ্জ্বল ও তীক্ষ্ণ।২)প্রায় নিক্ষুতভাবে সমান্তরাল হয়।৩)দশা সুসংগত ও একবর্ণী।৪)পানি দ্বারা শোষিত হয়না।৫)এর সাহায্য়ে পৃথিবী থেকে চাঁদের দুরত্ব মাপা যায়।
35. কোন রশ্মির আয়নায়ন ক্ষমতা সবচেয়ে বেশী?
Edit
Topic: তেজস্ক্রীয়তা ও তেজস্ক্রীয় রশ্মির ধর্ম, পরমাণুর মডেল ও নিউক্লীয় পদার্থবিজ্ঞান, ইসহাক স্যার।
Explaination: আলফা রশ্মির আয়নায়ন বিটা রশ্মির ১০০ গুণ এবং গামা রশ্মির ১০০০ গুণ।
36. সূর্যে প্রতিটি ফিউশান বিক্রিয়ায় কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়?
Edit
Topic: নিউক্লিয় বিক্রিয়া, পরমানুর মডেল ও নিউক্লীয় পদার্থবিজ্ঞান, ইসহাক স্যার৷
Explaination: সূর্যের প্রতি ফিউশনে 17.6 MeV শক্তি উৎপন্ন হয়৷
37. ইলেকট্রনের আবিষ্কারক কে?
Edit
Topic: পরমাণুর গঠনের ধারণার ত্রুমবিকাশ, পরমাণুর মডেল ও নিউক্লীয় পদার্থবিজ্ঞান, ইসহাক স্যার।
Explaination: রাদারফোর্ড – নিউক্লিয়াস,
চ্যাডউইক- নিউট্রন,
থমসন- ইলেকট্রন।
38. কোন মৌলের নিউক্লিয়াস সর্বাধিক স্থায়ী?
Edit
Topic: নিউক্লিয় বিক্রিয়া, পরমাণুর মডেল ও নিউক্লীয় পদার্থবিজ্ঞান , ইসহাক স্যার ৷
Explaination: সবার্ধিক স্থায়ী নিউক্লিয়াস লোহা।
39. কোনটি নিউক্লিয় ঘটনা নয়?
Edit
Topic: নিউক্লিয়াসের গঠন, পরমানুর মডেল ও নিউক্লীয় পদার্থবিজ্ঞান , ইসহাক স্যার ৷
Explaination: তাড়িৎচুম্বক বর্নালী ইলেকট্রনের শক্তি বিকিরণে তৈরি হয়।
40. কোনটি সঠিক নয়?
Edit
Topic: নিউক্লিয়াসের গঠন, পরমানুর মডেল ও নিউক্লীয় পদার্থবিজ্ঞান, ইসহাক স্যার৷
Explaination: প্রোটনের ভর 1.675×10-²⁷kg
41. কোন গ্যাসের আপেক্ষিক বেগ বেশি হলে, ঐ গ্যাসের ত্বরণে অবস্থার কী পরিবর্তন হবে?
Edit
Topic: গড় বেগ, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, ইসহাক স্যার৷
Explaination: ত্বরন=আপেক্ষিক বেগ÷সময়ের পরিবর্তন ।
42. 100 ডিগ্রি সেলসিয়াসে পানির বাষ্পের চাপ হয়-
Edit
Topic: তাপ, চাপ ও আয়তন , আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত, ইসহাক স্যার ৷
Explaination: স্ফুটনাংকে যেকোনো তরলের বাষ্পচাপ 1 atm বা 760mmHg
43. শিশিরাঙ্ক বলতে কী বুঝায়?
Edit
Topic: আপেক্ষিক আর্দ্রতা, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, ইসহাক স্যার৷
Explaination: শিশিরাঙ্ক একটি তাপমাত্রা।
44. দ্বি-পারমানবিক গ্যাসের ক্ষেত্রে γ এর মান কত?
Edit
Topic: গড় মুক্ত পথ, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, ইসহাক স্যার
Explaination: এক পারমানবিক গ্যাসের ক্ষেত্রে Y = 1.67
ত্রিপারমানবিক গ্যাসের ক্ষেত্রে Y = 1. 33
45. স্থির তাপমাত্রায় আয়তন ও চাপের মধ্যে সম্পর্ক নির্দেশ করে কোনটি?
Edit
Topic: আদর্শ গ্যাস ও গ্যাসের সূত্রাবলী, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব , ইসহাক স্যার
Explaination: বয়েলের সূত্র -- চাপ ও আয়তন,
চার্লসের সূত্র -- আয়তন ও তাপমাত্র্,
গে লুসাকের সূত্র -- চাপ ও তাপমাত্রা।
46. 1 বায়ুমণ্ডলীয় চাপের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
Edit
Topic: আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, ইসহাক স্যার
Explaination: 1 বায়ুমন্ডলীয় চাপ = 1.013 x 10⁵ Nm-²=1.013×10⁵ Pa= 760 mm পারদ চাপ
= 76 cm পারদ চাপ
47. স্থির চাপে গ্যাসের ঘনত্ব পরম তাপমাত্রার -
Edit
Topic: গ্যাসের ঘনত্বের সমীকরণ, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, ইসহাক স্যার
Explaination: p1 / p 2 = T2/ T1
48. কোন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য হবে ?
Edit
Topic: গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, ইসহাক স্যার
Explaination: পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য।
49. বায়ুমন্ডলের জলীয়বাষ্প ঘনীভবনের জন্য কোনটি হয় না ?
Edit
Topic: জলীয় বাষ্প ও বায়ু চাপ, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, ইসহাক স্যার
Explaination: জলীয় বাষ্প ঘনীভবনের জন্য শিশির, কুয়াশা, বৃষ্টি হয়।
50. অ্যামোনিয়ার সংকট তাপমাত্রা কত?
Edit
Topic: আপেক্ষিক আর্দ্রতা, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, তপন স্যার
Explaination: অ্যামোনিয়ার হিমাঙ্ক -77.73° C
51. NaOH কে secondary standard পদার্থ বলা হয় কারণ-
Edit
Topic: 1.4.1, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
52. পল বুঙ্গী ব্যালেন্সের গঠনের অন্তর্ভুক্ত নয় –
Edit
Topic: 1.4.1, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: তুলাদণ্ড বা দাগাঙ্কিত বিম ও পাল্লা হবে
53. গ্লাসসামগ্রি থেকে তৈল গ্রিজ জাতীয় পদার্থ দূর করতে ব্যবহার করা হয়-
Edit
Topic: 1.3.1, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
54. Chromic acid mixture ব্যবহারকালে যদি ত্বকে লেগে যায় তবে করনীয় কি?
Edit
Topic: 1.3.1, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: Chromic acid mixture ব্যবহারকালে যদি ত্বকে লেগে যায় তবে প্রচুর পরিমাণ পানি দিয়ে ধুয়ে শেষে 5% NaHCO3 দিয়ে ধৌত করতে হবে ভালোভাবে।
Chromic acid mixture = 4 gm K2Cr2O7 + 40 mL গাঢ় H2SO4 + 40 mL পাতিত পানি
55. ল্যাব্রেটরিতে পরীক্ষা কাজে ব্যবহৃত কাচসামগ্রী ক্ষয়কারী পদার্থ নয় কোনটি ?
Edit
Topic: 1.3.1, অধিক জেনে নাও, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: আরেকটু জানার জন্য ( 1.7, জেনে নাও, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার। ) পড়ার অনুরোধ রইলো।
56. নিচের কোনটি Glassware কে অমসৃণ করে ?
Edit
Topic: 1.3.1, অধিক জেনে নাও, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: গাঢ় NaOH কাচের মধ্যস্থ সিলিকার সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট তৈরি করে যার ফলে Glassware অমসৃণ হয়।
57. নিচের কোনটি দাহ্য নয়?
Edit
Topic: সঞ্জিত কুমার গুহ স্যার , edition 2022 .
Explaination: দাহ্য পদার্থ (Flammable): এ জাতীয় পদার্থ
আগুনের সংস্পর্শে এসে মারাত্মকভাবে প্রজ্জ্বলিত হয়। যেমন:
অ্যালকোহল, অ্যারোসল, ইথোক্সি ইখেন, LPG, CNG,
LiAIH, LNG, পেট্রোলিয়াম, ইথানোয়িক এসিড, ইথাইন
গ্যাস, প্রোপানোন, বেনজিন, টলুইন ইত্যাদি। দাহ্য পদার্থের গলনাংক 60°C
এর নিচে হয়। এ জাতীয় পদার্থকে কোনো অবস্থাতেই আগুনের কাছে রাখা যাবে
না
58. নিচের কোনটি পরিবেশবান্ধব ?
Edit
Topic: 1.3.1, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
59. 1000 cc পানিতে 10.6 gm Na2CO3 দ্রবীভূত করা হলে উক্ত দ্রবণকে বলা হয়
Edit
Topic: 1.4.1, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: as 1000 cc পানিতে 10.6 gm Na2CO3 দ্রবীভূত means 1L পানিতে 0.1mol Na2CO3 দ্রবীভূত, এইরকম দ্রবণকে ডেসিমোলার দ্রবণ বলে।
60. প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ওজন করা হয় নিচের কোনটির সাহায্যে?
Edit
Topic: 1.4.2, জেনে নাও, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: পল-বুঙ্গী ও 4-ডিজিট ব্যালেন্স দিয়ে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ওজন করা হয়। ক্ষয়কারক কঠিন সেকেন্ডারি পদার্থ রাফ ব্যালেন্স এর সাহায্যে ওজন করা হয়। ক্ষয়কারক তরল সেকেন্ডারি পদার্থ ( HCl & H2SO4 ) মেজারিং সিলিন্ডারের সাহায্যে মাপা হয়।
61. 5mL 0.1M HCl দ্রবণ প্রস্তুত করে সংরক্ষণ করতে নিচের কোনটি ব্যবহার করা হয়?
Edit
Topic: 1.5, জেনে নাও, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: Measuring cylinder নির্দিষ্ট আয়তনের গাঢ় এসিড ( যেমন: গাঢ় বা ঘনকৃত HCl ইত্যাদি ) ও পানি পরিমাপ করার কাজে ব্যবহৃত হয়। Measuring flask বা volumetric flask বা আয়তনিক ফ্লাস্ক নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ ( যে দ্রবণের ঘনমাত্রা জানা তাকে প্রমাণ দ্রবণ বলে ) তৈরি করে সংরক্ষণ করতে ব্যবহার করা হয়।
62. আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত কাচযন্ত্র নয় কোনটি?
Edit
Topic: 1.2 ও 1.4.3, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: soft glass অসচ্ছ হয়।
63. মেজারিং সিলিন্ডারে মাপের ত্রুটির কারণ-
Edit
Topic: 1.4.3, Measuring Cylinder, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
64. ব্যুরেটে একটি ক্ষুদ্রতম ভাগের আয়তন কত?
Edit
Topic: 1.4.3, Burette, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
65. আয়তনিক বিশ্লেষণে টাইট্রেশন বিক্রিয়া করানো হয় –
Edit
Topic: 1.5, conical flask, অ-১, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: conical flask , erienmeyer flask নামেও পরিচিত।
66. ক্ষয়কারী অ্যাসিড দ্রবণের pH মান কত হয় ?
Edit
Topic: ১.৮ , ক্ষয়কারী পদার্থের সংজ্ঞা , অ-১ , রসায়ন১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: ক্ষয়কারী অ্যাসিড দ্রবণের pH মান 2.0 থেকে কম হয় ।
ক্ষয়কারী ক্ষার দ্রবণের pH মান ১২.৫ এর বেশি হয় ।
67. নিচের কোনটি ক্ষয়কারী রাসায়নিক পদার্থ নয় ?
Edit
Topic: সারনি ১.২ , অ-১ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: CHCl3 ক্লোরোফর্ম একটি দাহ্য ও বিষাক্ত পদার্থ ।
68. রাসায়নিক দ্রব্য সংরক্ষণের বেলায় , দ্রব্যের মধ্যে সঙ্গতি বজায় রাখার জন্য কি মেনে চলতে হবে ?
Edit
Topic: ১.৮.১ , অ-১ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination:
69. কোনটি শ্বাসনালিতে প্রদাহ সৃষ্টি করলে মুহূর্তের মধ্যে চোখ রক্তবর্ণ হয় ?
Edit
Topic: 1.8.1 , ক্ষার , অ-১ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: লিকার অ্যামনিয়া বা NH4OH বোতলের মুখ খোলার সময় অসতর্কতাবশত বা ফিউম হুড ব্যাবহার না করায় , তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত NH3 গ্যাস শ্বাস প্রশ্বাসের সাথে দেহে প্রবেশ করলে , তখন দেহে মারাত্মক শ্বাসকষ্ট , গলা ও শ্বাসনালীতে প্রদাহ হয় , তখন চোখ জ্বালাপোড়া করে ও মুহূর্তের মধ্যে চোখ রক্তবর্ণ হয় ।
70. নিচের কোনটি কঠিন জারক পদার্থ নয়
Edit
Topic: ১.৮.১ , জারক পদার্থ , অ-১ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: H2O2 একটি তরল জারক পদার্থ।
71. PbCrO3 এর বিকল্প রুপে কাকে ব্যাবহার করা যায় ?
Edit
Topic: ১.৮.৩ , অ-১ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination:
72. পরিতাক্ত ক্ষারকে প্রশমিত করতে কাকে ব্যাবহার করা হয় ?
Edit
Topic: ১.৯ , অ-১ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination:
73. জলাশয়ের pH মান কত কম হলে জলজ উদ্ভিদ ও মাছ মারা যায় ?
Edit
Topic: ১.১০,অ-১ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination:
74. নিচের কোনটি ভারী ধাতু নয় ?
Edit
Topic: ১.১০,অ-১ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: Pb , Cd , Hg এরা ভারী ধাতু , Au একটি মুদ্রা ধাতু ।
75. সেমিমাইক্রো যন্ত্রে বিকারক হিসেবে বিষাক্ত H2S এর পরিবর্তে কাকে ব্যাবহার করা হয় ?
Edit
Topic: ১.১২, সেমিমাইক্রো পদ্ধতি ব্যাবহারের সুফল , অ-১ , রসায়ন ১ম পত্র , হাজারী স্যার ।
Explaination: সেমিমাইক্রো যন্ত্রে বিকারক হিসেবে বিষাক্ত H2S এর পরিবর্তে থায়ো-অ্যাসিডঅ্যামাইড (CH3CSNH2) ব্যাবহার করা হয় ।
76. ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার-
Edit
Topic: জাতীয় বাজেট
Explaination: ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা
77. বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করা হয় কবে?
Edit
Topic: বঙ্গবন্ধু
Explaination: ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও ক্যুরি শান্তি পদকে ভূষিত করা হয়েছিল।
78. অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদ গ্রন্থের নাম নিচের কোনটি?
Edit
Topic: বঙ্গবন্ধু
Explaination: অধ্যাপক ফখরুল আলম কর্তৃক ইংরেজিতে অনুবাদিত''অসমাপ্ত আত্মজীবনী'' গ্রন্থটির নাম The Unfinished Memoirs। গ্রন্থটি ২০১২ সালের ১৮ জুন প্রকাশিত হয়।
79. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কত সালে একুশে পদক পুরষ্কার পান?
Edit
Topic: জাতীয় কবি
Explaination: ১৯৭৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরের ২১ ফেব্রুয়ারিতে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।
80. বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত রয়েছে?
Edit
Topic: ভৌগোলিক অবস্থান
Explaination: মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা তিনটি হলো - রাঙামাটি , বান্দরবান ও কক্সবাজার। রাঙামাটি বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্ত সংযোগ রয়েছে।
81. বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে ‘আমার সোনার বাংলা’ কবিতার-
Edit
Topic: জাতীয় সঙ্গীত
Explaination: ১৩ জানুয়ারি, ১৯৭২ তারিখে মন্ত্রীসভার প্রথম বৈঠকে আমার সোনার বাংলা’ কবিতার প্রথম দশ চরণ সদ্যগঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়।
82. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে?
Edit
Topic: জাতীয় পতাকা
Explaination: আ. স. ম. আব্দুর রব ২ মার্চ ১৯৭১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন।
83. গণহত্যা দিবস পালিত হয় কবে?
Edit
Topic: ২৫শে মার্চ
Explaination: বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এই দিনটি গণহত্যা দিবস হিসেবে পালিত হয়।
84. মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য কবে 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (বাংলাদেশ)' গঠিত হয়?
Edit
Topic: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল
Explaination: ২০১০ সালের ২৫শে মার্চ আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন ১৯৭৩-এর ৬ ধারার বলে তিন সদস্য বিশিষ্ট একটি ট্রাইব্যুনাল গঠন করা হয় ।
85. বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
Edit
Topic: রাষ্ট্রীয় মনোগ্রাম
Explaination: বাংলাদেশের জাতীয় প্রতীক:
* দুই পাশে দুটি ধানের শীষের মাঝখানে ভাসমান শাপলা তার উপর ৩ টি পরস্পর সংযুক্ত পাট পত্রক তার ২ পাশে ২ টি করে তারকা
* ডিজাইনার - কামরুল হাসান।
বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম:
লাল বৃত্তের মাঝখানে হলুদ রংঙের মানচিত্র। বৃত্তের উপরে লেখা ’গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’, নিচে লেখা ’সরকার’ এবং বৃত্তের ২ পাশে ২ টি করে মোট ৪ টি তারকা।
ডিজাইনার - এ এন এ সাহা।
86. The Word ‘recalcitrant’ means?
Edit
Topic: Synonym
Explaination: Recalcitrant শব্দটিতে Calc আছে না? Calc থেকে মনে রাখবে Calculator। মেডিকেল ভর্তি পরীক্ষায় Calculator নিয়ে প্রবেশ করা নিষেধ। কেউ যদি Calculator নিয়ে প্রবেশ করে তবে সে হচ্ছে অবাধ্য অর্থাৎ, শৃঙ্খলাভঙ্গকারী।তাহলে এভাবে মনে রাখবে যে, Recalcitrant অর্থ হলো- অবাধ্য বা শৃঙ্খলাভঙ্গকারী।
চলো আমরা এখন Options গুলোর মানে জেনে নিই-
Mutinous- বিদ্রোহী
Compliant –ভদ্র
Docile – বাধ্য, শান্ত
Amenable- বাধ্য/অনুগত
তাহলে সঠিক উত্তর হবে -Mutinous.
87. Synonym for polite is
Edit
Topic: Synonym
Explaination:
প্রশ্নোক্ত Polite শব্দটির অর্থ নম্র। যেহেতু 'polite'এর সমার্থক শব্দ চাওয়া হয়েছে সেহেতু প্রশ্নোক্ত Option গুলোর অর্থ জেনে polite শব্দের সমার্থক শব্দ বের করা যাবে।
প্রশ্নোক্ত Option গুলোর অর্থ:
rich অর্থ- ধনী।
courteous অর্থ- বিনয়ী/ নম্র।
kindness অর্থ- দয়া
brilliant অর্থ- মেধাবী।
সুতরাং দেখা যাচ্ছে যে, Polite এর সমার্থক শব্দ হচ্ছে Option - courteous.
88. আমি তোমার নিকট বিশেষ কৃতজ্ঞ’ Which one is the correct English translation?
Edit
Topic: Translation
Explaination: কৃতজ্ঞ শব্দটির ইংরেজি হলো greatful এবং বিশেষ কৃতজ্ঞ এর ইংরেজি হলো-very grateful.
সুতরাং, আমি তোমার নিকট বিশেষ কৃতজ্ঞ বাক্যটির সঠিক ইংরেজি হলো- I am very grateful to you.
89. ‘একজন নতুন শিক্ষার্থীকে ডাক্তার হবার জন্য পাঁচ বছর কঠোর পরিশ্রম করতে হয়’ Which one is the correct English translation?
Edit
Topic: Translation
Explaination: দেখো, বাক্যটিতে করতে হয় বলা আছে, তার মানে নিশ্চয়ই কোনো বাধ্যবাধকতা(Obligation) বুঝাচ্ছে।
বাধ্যবাধকতা/Obligation বোঝাতে ইংরেজিতে যে Structure ব্যবহার করা হয়-
Subject + have to/has to + verb এর Base Form+ Extension.
তাহলে will হলো কেন?
Look, ৫ বছর পরিশ্রম করার পরেই কিন্তু ডাক্তায় হয়। তাহলে তো অবশ্যই Future কে বোঝায়। তাই এখানে Future নির্দেশক will বসেছে
90. What is the synonym of ‘exhausted’?
Edit
Topic: Synonym
Explaination: প্রশ্নোক্ত 'exhausted' শব্দটির অর্থ খুব ক্লান্ত, শেষ হয়ে গেছে এমন।
plenty এর অর্থ: প্রচুর, অঢেল।
stored এর অর্থ: মজুতকৃত।
animated এর অর্থ: উজ্জীবিত।
drained এর অর্থ: খুব ক্লান্ত, নিঃশেষ হয়ে গেছে এমন, চলে গেছে এমন।
দেখা যাচ্ছে, প্রশ্নোক্ত 'exhausted' শব্দটি Option -drained শব্দটির Synonym বা সমার্থক শব্দ।
91. ইচ্ছা থাকলে উপায় হয়। Which one is the correct English translation?
Edit
Topic: Translation
Explaination: Where there is a will, there is a way.
অর্থঃ ইচ্ছা থাকলে উপায় হয়।
এখন আসো মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে আসা এরকম কিছু Proverb শিখে নিই।
A burnt child dreads the fire- ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়।
To set a theif to catch a theif – কাঁটা দিয়ে কাঁটা তোলা ।
Make hay while the sun shines/Strike the iron while it is hot – ঝোপ বুঝে কোপ মারা।
To carry coal to new castle – তেলা মাথায় তেল দেওয়া
Where there is a will, there is a way – ইচ্ছা থাকলে উপায় হয়।
92. Pragmatic’ শব্দের অর্থ কি?
Edit
Topic: Synonym (Word Meaning)
Explaination: “Pragmatic” শব্দের অর্থ বাস্তবধর্মী,প্রায়োগিক, বাস্তবসম্মত।
Pragmatic এর কিছু Synonyms : Practical,Lively
93. ‘তুমি কি আজ রাতে আসবে’? বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হলো-
Edit
Topic: Translation
Explaination: আজ রাতে এর সঠিক ইংরেজি অনুবাদ হলো- Tonight. এক্ষেত্রে আজ রাতে এর ইংরেজি অনুবাদ this
Night হবে না। কিন্তু “আজ সকালে” এর ইংরেজি “This morning” হবে।
Future Tense/Will হবে কীভাবে বুঝবো?
“আসবে” শব্দটি দিয়ে ভবিষ্যতকে বুঝিয়েছে। এজন্য এখানে Future Tense হবে এবং Future Tense এর Structure অনুসারে will বসবে।
94. ডাক্তার ডাক’ বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে-
Edit
Topic: Translation
Explaination: Call in” Group Verb টি সাধারণত সংকটময় পরিস্থিতিতে সাহায্যের জন্য কাউকে ডেকে আনা বা ডাকা অর্থে ব্যবহৃত হয়। আর ডাক্তারকে তো মানুষ সংকটময় পরিস্থিতিতেই ডাকে। এজন্যই এখানে সঠিক উত্তর হবে- Call in a doctor.
95. Synonym for ‘courteous’ is-
Edit
Topic: Synonym
Explaination: প্রশ্নোক্ত courteous শব্দের অর্থ হলো: ভদ্র বা নম্র
polite শব্দের অর্থও হলো: নম্র বা ভদ্র।
সুতরাং courteous এর synonym হলো polite.
96. ‘কাজটি আমি অবশ্যই করিয়ে নেবো’। বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
Edit
Topic: Translation
Explaination: Causative Verb মানে প্রযোজক ক্রিয়া। Make, Have, Get, Help, Let হলো প্রযোজক ক্রিয়া।
প্রশ্নটিতে মূলত Causative Verb বা প্রযোজক ক্রিয়ার সঠিক ব্যবহার জানতে চাওয়া হয়েছে।
Causative Verb “Have”
Formulae:
Have+ doer+ verb এর base form
Have+ Receiver+ v3
Note:
Doer: যে কাজ করে
Receiver : যার উপরে কাজ করা হয়/যে নিজে নিজেই কাজ করতে পারে না
I must have the work done.(অর্থঃ আমি অবশ্যই কাজটি করিয়ে নিবো)
Look, এখানে have এর পরে আছে the work(কাজটি) যা একটি receiver । Structure অনুসারে have + receiver + V3 । এজন্য এখানে সঠিক উত্তরটি হবে -I must have the work done
97. ভাবছি আমি যদি রাজা হতাম।’ —বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হলো
Edit
Topic: Translation
Explaination: I wish এর পর be verb আসলে Subject যাই হোক না কেন Subject এর পরে were বসে। তাই উত্তর হবেঃ I wish I were a king!
98. ”তার পেশা কী?” এই বাক্যটির ইংরেজি অনুবাদ হলো-
Edit
Topic: Translation
Explaination: তার পেশা কী? চলো এই বাক্যটির সঠিক ইংরেজি Translation গুলো শিখে নিই উপরের উত্তরটি ছাড়াও-
What is his profession ?
What does he do ?
What is he ?
99. ‘তিনি কদাচিৎ মিথ্যা বলেন’ - Which is the correct English translation?
Edit
Topic: Translation
Explaination: তিনি কদাচিৎ মিথ্যা বলেন।
কদাচিৎ এর ইংরেজি প্রতিশব্দ হতে পারে- Barely , Scarcely , Rarely , Seldom , Hardly
এর সঠিক বঙ্গানুবাদ-
He barely tells a lie.
Or,
He scarcely tells a lie.
Or,
He seldom tells a lie.
Or,
He rarely tells a lie.
Or,
He hardly tells a lie.
100. A synonym for ‘Legendary’-
Edit
Topic: Synonym
Explaination: Legendary শব্দের অর্থ বিখ্যাত। এর Synonym হবে Famous(বিখ্যাত)
এখন আসো Options Analysis করি-
• Fictitious : ভুয়া, মিথ্যা, ভিত্তিহীন
• Intelligent : বুদ্ধিমান
• Legitimate : বৈধ