Exam
Question View - Eleventh Hour || E9D9 || 01.01.24
1. স্থিতিস্থাপক বলের মাধ্যমে কোন মৌলিক বলের প্রকাশ হয়?
Edit
Topic: মৌলিক বল, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, ইসহাক স্যার।
Explaination: স্থিতিস্থাপক বল, আনবিক গঠন, রাসায়নিক বিক্রিয়াতে তড়িৎচুম্বকীয় বলের প্রকাশ ঘটে।
2. পানি ও কাচ স্পর্শ কোন কত?
Edit
Topic: স্পর্শ কোন ও পৃষ্ঠটানের ব্যবহার, পদার্থের গঠন, ইসহাক স্যার।
Explaination: পানি-কাচ= 8°
রুপা-পানি= 90°
পারদ-কাচ=140°
3. যে তারকার ভর 1.4 সৌরভরের অপেক্ষা কম, তাদের জীবনচক্র কিভাবে শেষ হয়?
Edit
Topic: নক্ষত্রের জীবন কাহিনী, জ্যোতির্বিজ্ঞান, ইসহাক স্যার।
Explaination: ভর 1.4 M⁰ গুণ কম = শ্বেত বামন। ভর 1.4 M⁰ ও 3M⁰ এর মধ্যে=নিউট্রনতারকা।
4. ধুলামেঘে কত শতাংশ হাইড্রোজেন থাকে?
Edit
Topic: নক্ষত্রের জীবন কাহিনী , জ্যোতির্বিজ্ঞান, ইসহাক স্যার।
Explaination: হাইড্রোজেন 75%
হিলিয়াম 24%
কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন 1%
5. আলোক রশ্মি অভীসারী কোনটি?
Edit
Topic: ফার্মাটের সূত্র , জ্যামিতিক আলোক বিজ্ঞান, ইসহাক স্যার।
Explaination: উত্তল লেন্স আলোকরশ্মি অভীসারী।
6. সরল দোলকের ৪ র্থ সূত্র কোনটি?
Edit
Topic: সরল দোলন গতির উদাহরন, পর্যাবৃত্ত গতি,ইসহাক স্যার।
Explaination: ১ম সূত্র= সমকালের
২য় সূত্র=দৈর্ঘ্যের
৩য় সূত্র= তরণের
৪র্থ সূত্র= ভরের
7. এক্সরে টেলিস্কোপে কোন কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?
Edit
Topic: মহাকাশ পর্যবেক্ষণে ব্যবহৃত যন্ত্রের মূলনীতি, জ্যোতির্বিজ্ঞান, ইসহাক স্যার।
Explaination: ইরিডিয়াম ও সোনার প্রলেপ দেওয়া হয়।
8. বল ধ্রুবকের একক ও মাত্রা কোনটি?
Edit
Topic: সরল দোলন গতি সম্পন্ন বস্তুর অনন্তর সমীকরণ, পর্যাবৃত্ত গতি, ইসহাক স্যার।
Explaination: স্প্রিং ধ্রুবকের একক Nm-¹ ও মাত্রা MT-²
9. ফটো ইলেকট্রিক ক্রিয়ায় ইলেকট্রন নির্গমনের হার আপতিত আলোকের প্রাবল্যের-
Edit
Topic: ফটো ইলেকট্রিক ক্রিয়া, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, ইসহাক স্যার।
Explaination: ফটো তড়িৎ ক্রিয়া-
প্রবাহমাত্রা আলোক প্রাবল্যের সমানুপাতিক i∝I
10. রুপার কার্য অপেক্ষকের মান কত?
Edit
Topic: ফটো ইলেকট্রিক ক্রিয়া, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, ইসহাক স্যার।
Explaination: তামারঃ 4.94
11. তরলের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে সান্দ্রতার কিরূপ পরিবর্তন হয়?
Edit
Topic: প্রবাহীর প্রবাহ, পদার্থের গাঠনিক ধর্ম, ইসহাক স্যার।
Explaination: গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে সান্দ্রতা বাড়ে।
12. ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক কত Nm-²?
Edit
Topic: হুকের সূত্র ও স্থিতিস্থাপকতা, পদার্থের গাঠনিক ধর্ম, ইসহাক স্যার।
Explaination:
13. আয়তন গুণাঙ্ক এর বিপরীত রাশি কোনটি?
Edit
Topic: স্থিতিস্থাপকতা সম্পর্কিত রাশি মালা, পদার্থের গাঠনিক ধর্ম, ইসহাক স্যার।
Explaination: আয়তন গুণাঙ্ক= অসংনম্যতা= 1/সংনম্যতা।
14. পর্যাবৃত্ত গতি কোন পথে হতে পারে না ?
Edit
Topic: পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্তিক গতি, ইসহাক স্যার।
Explaination: পর্যাবৃত্ত গতি সরল বক্র বা বন্ধ পথে হতে পারে।
15. সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায়-
Edit
Topic: সরল দোলনগতি, পর্যবৃত্তিক গতি, ইসহাক স্যার।
Explaination: সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা সময় অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করা যায়।
16. একটি তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য π/2 হলে বিন্দু দুইটির পথ পার্থক্য কত?
Edit
Topic: পথ পার্থক্য ও দশা পার্থক্য, ভৌত আলোকবিজ্ঞান, ইসহাক স্যার
Explaination: δ=(2π/λ)× ∆X
π/2=(2π/λ)×∆X
∆X= π/4
17. কোনটি প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য?
Edit
Topic: অণুবীক্ষণ যন্ত্রের বিবরণ, জ্যামিতিক আলোকবিজ্ঞান, ইসহাক স্যার।
Explaination: প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট-১)বড় ত্রুটি বা গোলকীয় ত্রুটি থাকে না। ২)বড় উন্মেষের দর্পণ ব্যাবহৃত হয়। ৩)উজ্জ্বল ও ত্রুটিমুক্ত প্রতিবিম্ব পাওয়া যায়।৪)নির্মাণ খরচ কম।
18. আলোর অপবর্তণ কোন কারণে ঘটে?
Edit
Topic: অপবর্তন, ভৌত আলোকবিজ্ঞান, ইসহাক স্যার।
Explaination: আলাের ব্যতিচার ধর্মের কারণে অপবর্তন ঘটে।
19. দোলক ঘড়ির বেলায় কোন উক্তিটি সঠিক?
Edit
Topic: সরল পেন্ডুলাম, পর্যাবৃত্তিক গতি,ইসহাক স্যার।
Explaination: দৈর্ঘ্য বাড়লে ঘড়ি ধীরে চলে।গরমে ঘড়ি ধীরে চলে।বিশুবঞ্চল থেকে মেরু অঞ্চলে ঘড়ি দ্রুত চলে।
20. একটি সাধারণ সুরেলা দোলকের (simple harmonic oscillation) জন্য কৌণিক স্থানচ্যূতি (angular displacement) নিচের কোনটির চেয়ে বেশি হতে পারে না?
Edit
Topic: সরল দোলক, পর্যাবৃত্তিক গতি,ইসহাক স্যার।
Explaination: 4° এর বেশি হলে সরল দোলকের সাধারন সুত্র গুলো এপ্লাই করা যাবে না।কৌনিক সরন এত কম হলেই সুত্রগুলো আনা যায়।
21. কোন উদ্ভিদের মজ্জা কোষ বিনষ্ট হয়ে কেন্দ্রস্থলে একটি ফাঁপা শূন্যস্থান সৃষ্টি করে না?
Edit
Topic: গ্রাউন্ড টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: কুমড়া, শসা, পেঁপে, বাঁশ উদ্ভিদের মজ্জা কোষ বিনষ্ট হয়ে কেন্দ্রস্থলে একটি ফাঁপা শূন্যস্থান সৃষ্টি করে।
22. একবীজপত্রী উদ্ভিদের মূলের মজ্জা রশ্মি কোন ধরণের কোষ দ্বারা গঠিত?
Edit
Topic: একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: একবীজপত্রী উদ্ভিদের মূলের মজ্জা রশ্মি পাতলা প্রাচীরযুক্ত প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত।
23. কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল কত প্রকার?
Edit
Topic: ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ, ভাস্কুলার টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল ২ প্রকার – জাইলেম কেন্দ্রিক (Hadrocentric), ফ্লোয়েম কেন্দ্রিক (Leptocentric)
24. হাইডাথোডের প্যারেনকাইমা কি নামে পরিচিত?
Edit
Topic: এপিডার্মাল উপাঙ্গ, এপিডার্মাল টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: হাইডাথোডের প্যারেনকাইমা এপিথেম নামে পরিচিত।
25. পরাগায়নের সময় স্বজাতি শনাক্ত করণে সাহায্য করে নিচের কোন বিশেষ উপাদান?
Edit
Topic: যৌন প্রজনন (নিষেকক্রিয়া), উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পরাগায়নের সময় স্বজাতি শনাক্ত করণে গর্ভমুণ্ডে এবং পরাগরেণু তে অবস্থিত বিশেষ ধরণের প্রোটিন সাহায্য করে।
26. এক্সাইনের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?
Edit
Topic: পরাগরেণুর গঠন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: এক্সাইন এর প্রধান রাসায়নিক উপাদান স্পোরোপোলেনিন।
27. ডিম্বকনাড়ী কোনটি দ্বারা ডিম্বকত্বকের সাথে যুক্ত থাকে?
Edit
Topic: ডিম্বকের গঠন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কিছু কিছু প্রজাতির উদ্ভিদে ডিম্বকনাড়ী Raphe দ্বারা ডিম্বকত্বকের সাথে যুক্ত থাকে।
28. নিচের কোনটি পাতার মাধ্যমে জননকার্য সম্পন্ন করে?
Edit
Topic: অঙ্গজ প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: পাথরকুচি ও নাইট কুইন পাতার মাধ্যমে বংশবৃদ্ধি করে।
29. নিচের কোনটি সক্রিয় পরিশোষণ মতবাদ?
Edit
Topic: খনিজ লবণ পরিশোষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সক্রিয় পরিশোষণ মতবাদঃ
- আয়ন বাহক মতবাদ
- লুনডেগড় মতবাদ
- প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট মতবাদ
লেসিথিন বাহক মতবাদ।
30. প্রস্বেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক নিচের কোনটি?
Edit
Topic: প্রস্বেদন, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: আলোর উপস্থিতিতেই পত্ররন্ধ খোলা বা বন্ধ হয় যা প্রস্বেদনের প্রধান নিয়ন্ত্রক।
31. N2 ফিক্সিং লিগিউমের (Legume) জন্য উপকারী মৌল নিচের কোনটি?
Edit
Topic: খনিজ লবণ পরিশোষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: N2 ফিক্সিং লিগিউমের (Legume) জন্য উপকারী মৌল কোবাল্ট।
32. Anaerobic respiration-এ পাইরুভিক এসিড অসম্পূর্ণভাবে জারিত হয়ে নিচের কোনটি উৎপন্ন করে?
Edit
Topic: Acetic acid ও CO2
Explaination: Anaerobic respiration বা অবাত শ্বসন প্রক্রিয়ায় পাইরুভিক এসিড অসম্পূর্ণভাবে জারিত হয়ে নিচের কোনটি উৎপন্ন করে।
33. নিচের কোনটি শ্বসনের জন্য optimum temperature?
Edit
Topic: শ্বসন প্রক্রিয়ার প্রভাবকসমূহ, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: শ্বসনের জন্য অত্যনুকূল তাপমাত্রা (optimum temperature) 20°-35°C.
34. Eye ball এর সর্বাপেক্ষা ভেতরের স্তর কোনটি?
Edit
Topic: অক্ষিগোলক , সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অক্ষিগোলকের সর্বাপেক্ষা ভেতরের স্তর রেটিনা।
35. ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের কি রোগ হয়?
Edit
Topic: হরমোন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের রিকেটস ও বয়স্কদের অস্টিওম্যালেসিয়া হয়।
36. মেলাটোনিন নামক হরমোন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে?
Edit
Topic: হরমোন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন নামক হরমোন নিঃসৃত হয়।
37. প্রথম আবিষ্কৃত হরমোন কোনটি?
Edit
Topic: অনাল গ্রন্থি, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ১৯০২ সালে সুনির্দিষ্ট ভাবে প্রথম আবিষ্কার করা হয় সিক্রেটিন নামক হরমোন।
38. Body temperature নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ?
Edit
Topic: মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: হাইপোথ্যালামাসের গুরুত্বপূর্ণ কিছু কাজ - দেহতাপ নিয়ন্ত্রণ, ক্ষুধা, ঘুম, রাগ পীড়ন, ভালোলাগার কেন্দ্র, রক্তচাপ নিয়ন্ত্রণ, অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ।
39. কোন অস্থির ছিদ্র দিয়ে Spinal cord বের হয়ে আসে?
Edit
Topic: অক্ষীয় কঙ্কাল, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অক্সিপিটাল অস্থির ছিদ্র, ফোরামেন ম্যাগনাম দিয়ে সুষুম্নাকান্ড (Spinal cord) বের হয়ে আসে।
40. Thoracic vertebrae কয়টি?
Edit
Topic: অক্ষীয় কঙ্কাল - বক্ষপিঞ্জর, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - Cervical vertebrae (গ্রীবাদেশীয়)-৭টি
- Thoracic vertebrae (বক্ষদেশীয়)- ১২টি
- Lumbar vertebrae (কটিদেশীয়)- ৫টি
- Sacral vertebrae (শ্রোণীদেশীয়)- ১টি (৫টি একীভূত)
Coccygeal vertebrae (পুচ্ছদেশীয়)- ১টি (৪টি একীভূত)
41. নিচের কোনটির সাহায্যে একটি অস্থি অন্য একটি অস্থির সাথে যুক্ত?
Edit
Topic: মানব কঙ্কালতন্ত্র – কঙ্কালতন্ত্রের উপাদান, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - Ligament: অস্থি-অস্থি , Tendon: পেশি-অস্থি।
42. কোনটির আকৃতি দীর্ঘ যষ্টির মত?
Edit
Topic: নিম্নবাহুর অস্থি, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নিম্নবাহুর মধ্যবর্তী অংশে দুটি অস্থি থাকে, যথা- টিবিয়া ও ফিবুলা। ফিবুলা দেখতে দীর্ঘ যষ্টির মত।
43. প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষে Residual Volume কত?
Edit
Topic: 4000 ml
Explaination: 4000 ml
44. COPD এর পূর্ণরূপ কি?
Edit
Topic: প্রধান শব্দ ভিত্তিক সারসংক্ষেপ, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Chronic Obstructive Pulmonary Disease (COPD)। দীর্ঘস্থায়ী ধূমপায়ীদের ফুসফুসে এ রোগ সৃষ্টি হয়।
45. অ্যালভিওলাসের প্রাচীর পুরো হয়ে যাওয়ায় শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটে এ অবস্থার নাম কি?
Edit
Topic: ধূমপানের ক্ষতিকর দিক, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ফুসফুসের বায়ুথলি(alveolus) গুলোর প্রাচীর স্বাভাবিক অবস্থায় পাতলা থাকে। ধূমপানের ফলে বায়ুথলি গুলির প্রাচীর পুরো হয়ে যায় এবং শ্বাস - প্রশ্বাসে ব্যাঘাত ঘটে একে ফাইব্রোসিস( Fibrosis) বলে।
46. নিচের কোনটি নিম্ন শ্বাসনালীর সংক্রমণ?
Edit
Topic: শ্বাসনালীর সংক্রমণ, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নিম্ন শ্বাসনালীর সংক্রমণ - ফ্লু, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, যক্ষা (Tuberculosis)।
47. ডায়ালাইসিস পদ্বতি যে অঙ্গের কাজের বিকল্প হিসাবে ব্যবহৃত হয়-
Edit
Topic: ডায়ালাইসিস, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ডায়ালাইসিস পদ্বতি বৃক্কের কাজের বিকল্প হিসাবে ব্যবহৃত হয়।
48. নিচের কোনটি diuretics নয়?
Edit
Topic: মূত্র, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পানি, লবণাক্ত পানি, চা, কফি হলো ডাইইউরেটিক্স বা মূত্রবর্ধক।
49. প্রস্রাবের সাথে রক্ত যাওয়াকে কি বলে?
Edit
Topic: মূত্রের অস্বাভাবিক কিছু উপাদান, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - মূত্রের সাথে গ্লুকোজ যাওয়াকে গ্লুকোসুরিয়া বলে।
মূত্রের সাথে প্রোটিন যাওয়াকে প্রোটিনিউরিয়া বলে।
50. মূত্রের নন-নাইট্রোজেনাস উপাদান নয় কোনটি?
Edit
Topic: মূত্রের রাসায়নিক উপাদান, বর্জ্য ও নিষ্কাশন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: দেহের পেষিতে অবস্থিত ক্রিয়েটিন নামক অ্যামিনো এসিড বিপাকের ফলে ক্রিয়েটিনিন বর্জ্য উৎপন্ন হয়।
51. নিচের কোনটি অসামঞ্জস্যপূর্ণ?
Edit
Topic: 3.9, অ-3, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination: H2SO4 → liquid oxidizing agent
HNO2 , HI , HBr → liquid reducing agent
52. নিচের কোনটি সামঞ্জস্যতা বিক্রিয়া?
Edit
Topic: 3.9.3 , অ-3, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination:
53. নিচের কোনটি জারণ বিজারন বিক্রিয়া?
Edit
Topic: 3.9, অ-3, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination: ans: a ; as there is change in oxidation number
54. 100 mL 0.1 M Na2CO3 এর জন্য কতটুকু দ্রব প্রয়োজন?
Edit
Topic:
Explaination: w = CMV/1000 = (0.1 x 106 x 100)/1000 = 1.06 g
55. 100 mL 5 gm NaOH দ্রবণের ঘনমাত্রা ppm এককে-
Edit
Topic:
Explaination: NaOH এর ppm ঘনমাত্রা = (দ্রবের ভর (g) x 10^6)/(দ্রবের আয়তন (mL))
= (5 g x 10^6)/100mL = 50000
56. নিচের কোন যৌগের কেন্দ্রীয় পরমাণুর যোজনী এবং O.N সমান?
Edit
Topic:
Explaination: C এর যোজনী হল ৪ ;
অপশন a তে কার্বনের যোজনী -3
অপশন b তে +2
অপশন c তে +2
অপশন d তে +4., যা যোজনী মানের সমান।
57. কার্বোনিক এসিডকে বিয়োজিত করে-
Edit
Topic: ৪.৪.৩, অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: কার্বোনিক এসিডকে বিয়োজিত করে-অ্যানহাইড্রেজ এনজাইম
58. 5 mol N2O4 উত্তপ্ত করলে 2 mol বিয়োজিত হলে এর বিয়োজন মাত্রা দাড়ায় 40% এ। 5 mol N2O4 এর বিয়োজনের পরিমাণ কত?
Edit
Topic:
Explaination: যদি a mol কোনো পদার্থের থেকে x mol বিয়োজিত হয় তবে বিয়োজনের পরিমাণ x mol ই , তবে বিয়োজন মাত্রা হবে x/a । কারন বিয়োজন মাত্রা বলতে বুঝায় ষে পদার্থের প্রতি মোলের কত ভগ্নাংশ বিয়োজিত হয়েছে সেই সংখ্যা। যেমন: 5 mol N2O4 উত্তপ্ত করলে 2 mol বিয়োজিত হলে এর বিয়োজন মাত্রা দাড়ায় = 2/5 x 100% = 40% । আর বিয়োজনের পরিমাণ 2 mol ।
59. আলোর প্রভাবে কোন বিক্রিয়াটি সংঘটিত হয়?
Edit
Topic: ৪.৩.১, অধিক জেনে নাও, অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
60. রাসায়নিক সাম্যাববস্থার বৈশিষ্ট্য নয় কোনটি?
Edit
Topic: 4.5.2, অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: প্রভাবকের ভুমিকাহীনতা
61. হেবার প্রনালীতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য নিচের কোন প্রভাবক ব্যবহার করা হয়?
Edit
Topic: 4.6.1, অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: হেবার প্রনালীতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য Fe প্রভাবক হিসেবে use করে আর Mo , Fe এর প্রভাবক promotor হিসেবে use হয়।
62. নিচের কোন বিক্রিয়ার ক্ষেত্রে চাপের কোনো প্রাভাব নেই?
Edit
Topic: 4.6.2, অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: la-chatelier নীতি অনুসারে উৎপাদ ও বিক্রিয়কের মোল সংখ্যা সমান হলে চাপের কোন প্রভাব থাকে না সাম্যাবস্থার উপর।
63. A(g) + B(g) = 2C(g) + D(s) ; বিক্রিয়াটির ক্ষেত্রে অসামঞ্জস্যপুর্ণ কোনটি?
Edit
Topic: 4.6.3, সমস্যা-4.12, অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: অনুঘটকের সাম্যাবস্থায় প্রভাবকের কোনো প্রভাব থাকে না ।
la-chatelier নীতি অনুসারে উৎপাদ ও বিক্রিয়কের মোল সংখ্যা সমান হলে চাপের কোন প্রভাব থাকে না সাম্যাবস্থার উপর। আর চাপের প্রভাব না থাকলে আয়তনেরও কোনো পরিবর্তন হয় না।
++ সাম্যাবস্থায় Qc = Kc ; solid ও liquid এর ক্ষেত্রে ঘনমাত্রা 1 বা unity অর্থাৎ অপরিবর্তিত ধরা হয় । তাই সাম্যধ্রুবকে এদের প্রভাব থাকে না। তাই Qc সমীকরণে D এর কোনো প্রভাব নেই ।
64. অম্লীয় KMnO4 ও অক্সালিক এসিডের রিডক্স বিক্রিয়ায় অটো প্রভাবক –
Edit
Topic: 4.6.2, অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
65. ক্ষারকের শক্তিমাত্রা নির্ভর করে না -
Edit
Topic: ৪.১১, অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
66. H3PO3 ও H3PO4 এর ক্ষারকত্ব যথাক্রমে-
Edit
Topic: ৪.১১.২, অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: H3PO3 ও H3PO4 এর ক্ষারকত্ব যথাক্রমে-2,3
67. পাকস্থলীতে পাচকরসে pH এর মান 1.4 হলে H3O+ এর মোলার ঘনমাত্রা কত?
Edit
Topic: ৪.১২, সমস্যা-৪.৩৯, অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: [H3O+] = antilog(-pH) = antilog(-1.4) = 0.04
68. নিচের কোন pH মানের দ্রবণটিতে H+ এর ঘনমাত্রা সবচেয়ে বেশি?
Edit
Topic: ৪.১২, সমস্যা-৪.৪০, অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: দ্রবণে অম্ল্যের মোলার ঘনমাত্রা যত বেশি , pH তত কম।
69. Al2O3 এর অম্লত্ব কত?
Edit
Topic: ৪.১১.২, অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: Al2O3 এর অম্লত্ব হল Al এর মোট জারন সংখ্যাঃ ২*৩=৬
70. স্থির তাপমাত্রায় বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সম্যাবস্থা কোন দিকে সরে যায়?
Edit
Topic: ৪.৬.৩, অ-৪, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: লা-শাতেলিয়ার নীতি
71. ক্যাথোডে 1 মোল Na জমা করতে কত মোল electron প্রয়োজন
Edit
Topic:
Explaination: Na+ + e- = Na
সুতরাং ১ মোল Na এর জন্য ১ মোল e ই লাগবে ।
72. কোনটি কম সক্রিয় ধাতু
Edit
Topic: সারনি ৪.৩, অ-৪ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: সক্রিয়তার সিরিজে gold এর অবস্থান সবার নিচে ।
73. নিচের কোন তড়িৎদ্বার জারন অর্ধকোষ বুঝায় ?
Edit
Topic: 4.7.1 , অ-৪ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার।
Explaination: জারন অর্ধকোষে জারন বিক্রিয়া সংগঠিত হয় , অপশন c ছাড়া বাকি সবগুলোতে বিজারন বিক্রিয়া সংগঠিত হয়েছে ।
74. লবন সেতুর ভুমিকা নয় নিচের কোনটি ?
Edit
Topic: ৪.৭ , লবন সেতুর ভুমিকা , অ-৪ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার।
Explaination: লবন সেতু জারন - বিজারন ক্রিয়ায় অংশ নেয় না ।
75. Synthetic গ্যাস উৎপাদনে কাকে প্রভাবক হিসেবে ব্যাবহার করা হয় ?
Edit
Topic: ৪.১৭ , রসায়ন ২য় পত্র, অ-৪ , হাজারী স্যার ।
Explaination: H2O(g) + CH4(g) = [CO(g) +3H2(g) ] উক্ত বিক্রিয়াটি ১১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় Ni প্রভাবকের উপস্থিতিতে হয় ।
76. Choose the correct answer
Edit
Topic: Correction
Explaination: প্রশ্নবোধক বাক্যটিতে Subject এর আগে Auxiliary Verb ব্যবহৃত হয়েছে এবং Tense অনুসারেও বাক্যটি সঠিক। তাই উত্তর হবে- what time did you go to bed last evening
77. Choose the correct answer.
Edit
Topic: Correction
Explaination: Adjective + common noun দ্বারা সমগ্র জাতিকে বুঝালে adjective পূর্বে a বা an বসে, যেহেতু idle এর পূর্বে vowel আছে সেক্ষেত্রে Article 'an' বসে।
78. Which expression is correct?
Edit
Topic: Correction
Explaination: এখানে Head of cattle শব্দটি plural meaning প্রকাশ করে। এখানে Head অর্থ মাথা নয় বরং পরিমাণ প্রকাশের একক। তাই এর আগে
ten শব্দটি বসলেও এর সাথে 's' যুক্ত হবে না।
79. Identify the correct sentence-
Edit
Topic: Correction
Explaination: আমরা জানি Discuss শব্দের পরে কোনো Preposition বসে না।
80. Choose the correct expression from the following?
Edit
Topic: Correction
Explaination: প্রশ্নটিতে Interrogative Sentence এর গঠন সম্পর্কে বেসিক নলেজ টেস্ট করা হবে।
• Interrogative sentence এর গঠন:
WH words + auxiliary verb + subject + মূল verb+ extension .
81. Choose the correct form of sentence from the following-
Edit
Topic: Correction
Explaination: প্রশ্নটিতে মূলত Adverb এর সঠিক ব্যবহার সম্পর্কে নলেজ যাচাই করা হবে।
• Bad (adj.) বাজে/বিশ্রী;
• Badly (adv.) বাজেভাবে/বিশ্রীভাবে।
আমরা জানি, Linking verb এর পরে সাধারণত adjective বসে। Option (a) এর smell ও (c) এর feel শব্দ দুটি linking verb হওয়ায় এদের পর badly (adv.) না হয়ে bad (adj.) হলে বাক্যটি সঠিক হতো। আর Option (b) তে ব্যবহৃত 'played' শব্দটি linking verb নয়, তাই এরপর adverb বসবে অর্থাৎ bad না হয়ে badly হলে বাক্যটি সঠিক হতো।
সুতরাং সঠিক উত্তর হবে option (d) The medicine does not taste too bad
82. Which of the following sentence has the incorrect subject-verb agreement?
Edit
Topic: Correction
Explaination: Grammatical Rules অনুসারে , “In addition” দিয়ে দুটি Subject যুক্ত হলে প্রথম Subject অনুসারে Verb টি বসাতে হবে।
83. Which one of the following sentences contain an adjective clause?
Edit
Topic: Clause
Explaination: Basic :
যেসব clause কোনো বাক্যে adjective এর ন্যায় কাজ করে তাকে adjective clause বলে।
Logic :
Adjective clause হতে হলে অবশ্যই এ clause টিকে তার পূর্বের noun টিকে Qualify করতে হবে। এখানে যেহেতু The amount কে 'I had in the bank' adjective clause টি qualify করেছে
84. “The workers were working on the building” What is the correct tense in this sentence?
Edit
Topic: Correction
Explaination: Past Continuous Tense এর বেসিক:
'অতীতে কোনো কাজ চলছিলো' এরূপ বোঝাতে Past Continuous Tense হয়।
Past Continuous Tense এর Structure হচ্ছে –
Sub.+ was / were + verb + ing +obj./extension
Extra Info:
বাক্যটি: "The workers were working on the building"
অর্থ: শ্রমিকরা ভবনের উপর কাজ করছে।
85. I have no kith and kin in this town, here "no kith and kin " is
Edit
Topic: Clause
Explaination: Phrase মানে শব্দগুচ্ছ যেখানে Subject কিংবা Finite Verb থাকবে না এবং কোনো কিছুর আংশিক অর্থ প্রকাশ পাবে।
কোনো Phrase যখন Noun এর মতো কাজ করে তখন তাকে Noun Phrase বলে।
সাধারণত Subject এবং Object এর স্থানে Noun Phraseবসে।
86. Select the sentences with a noun as a pre modifier-
Edit
Topic: Modifiers
Explaination: যে word, phrase বা clause কোনো noun (headword)-এর ঠিক পূর্বে বা পরে বসে ঐ noun কে (describe) বর্ণনা করে তাকে modifier বলে।
যে noun কে বর্ণনা করা হয় তাকে headword বলে।
যেমনঃ
The old man walks slowly.( Old শব্দটি Man কে বর্ণনা করছে।সুতরাং,এখানে Man হলো Head Word এবং Old হলো Modifier)
87. Select the complex sentence with and adverb clause from below---
Edit
Topic: Clause
Explaination: Adverb Clause:
Adverb Clause মূলত Noun, Pronoun বাদে অন্য সকল Adjective, Verb, Adverb কে Modify করে। এখানে He is so weak that he cannot walk
এখানে “that he cannot walk” Clause টি Main Clause এর “Weak” Verb কে Modify করছে। তাই এটি একটি Adverb Clause
88. Which of the following sentences contain an adverb clause?
Edit
Topic: Clause
Explaination: শর্তযুক্ত Clause সাধারণত Adverb Clause হয়
89. Which of the following sentences has the correct subject verb agreement?
Edit
Topic: Correction
Explaination: One problem for the players যদিও subject তবুও এখানে Head word অনুযায়ী verb বসবে। সে হিসেবে One problem হলো Head word যা Singular অতএব সে অনুযায়ী auxiliary verb ও Singular হবে আর তাই 'was' বসেছে।
90. For present continuous tense, which of the following is correct?
Edit
Topic: Correction
Explaination: প্রশ্নোক্ত বাক্যে Present Continuous Tense এর Concept যাচাই করা হবে।
Present Continuous Tense এর পরিচয়: কোনো কাজ এখনো চলছে' এরূপ বোঝাতে Present Continuous Tense হয়।
Present Continuous Tense এর Structure হচ্ছে- Sub. + am/is/are + verb + ing + extension.
91. ১৬ ডিসেম্বর ১৯৭১ কোন পাকিস্তানী জেনারেল ঢাকায় মিত্রবাহিনীর নিকট আত্মসমর্পণ করেন?
Edit
Topic: আত্মসমর্পণ
Explaination: পাকিস্তানের আত্মসমর্পণের দলিলে মুক্তিবাহিনীর পক্ষে স্বাক্ষর করেছিলেন ভারতের লে. জেনারেল জগজিৎ সিং অরোরা এবং পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেছিলেন পাকিস্তানের লে. জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি।
92. নিচের কোন তারিখে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করেন?
Edit
Topic: স্বাধীনতার স্বীকৃতি
Explaination: ৬ ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান।
93. 'এক নদী রক্ত পেরিয়ে' গানটির গীতিকার কে?
Edit
Topic: মুক্তিযুদ্ধভিত্তিক গান
Explaination: গানের শিরোনামঃ এক নদী রক্ত পেরিয়ে
শিল্পীঃ শাহনাজ রহমাতুল্লাহ
গীতিকারঃ খান আতাউর রহমান
সুরকারঃ খান আতাউর রহমান
94. মুক্তিযুদ্ধ ভিত্তিক গান ‘এক সাগর রক্তের বিনিময়ে’- এর রচয়িতা কে?
Edit
Topic: মুক্তিযুদ্ধভিত্তিক গান
Explaination: ‘এক সাগর রক্তের বিনিময়ে’ গানটির-
কথা: গোবিন্দ হালদার সুর: আপেল মাহমুদ
95. ‘বাংলাদেশঃ আ লেগিসি অব ব্লাড’ গ্রন্থটির লেখক কে?
Edit
Topic: মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য
Explaination: অ্যান্থনি মাসকারেনহাস মুক্তিযুদ্ধ জুড়ে বাংলাদেশে পাকিস্তানী নির্মমতার কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে থাকেন। করাচির মর্নিং নিউজ পত্রিকার সহকারী সম্পাদক এবং লন্ডনের দ্য সানডে টাইমস পত্রিকার পাকিস্তান প্রতিনিধি, অ্যান্থনি মাসকারেনহাসের লেখা 'GENOCIDE' শিরোনামে দুই পাতায় ১৬ কলাম জুড়ে লেখা বাঙালিদের গণহত্যার বর্ণনা ১৯৭১ সালের ১৩জুন গুরুত্বের সাথে ছাপা হয় দ্য সানডে টাইমস পত্রিকায়। মুক্তিযুদ্ধের পর তার লেখা The Rape of Bangla Desh ও Bangladesh: A Legacy of Blood নামে ২টি বই প্রকাশিত হয়।
96. 'স্বোপার্জিত স্বাধীনতা' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
Edit
Topic: ভাস্কর্য
Explaination: স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর শামীম শিকদারের নির্মিত একটি ভাস্কর্য, যা ঢাকা বিশ্ববিদ্যালয়-এর টিএসসি সড়কদ্বীপে অবস্থিত
97. ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি কে?
Edit
Topic: ভাস্কর্য
Explaination: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার সবুজ চত্বরে মুক্তাঙ্গনের উত্তর পার্শ্বে 'সাবাস বাংলাদেশ' ভাষ্কর্যটি অবস্থিত। এর স্থপতি নিতুন কুণ্ডু। নিতুন কুন্ডু নির্মিত ভাস্কর্যগুলোর মধ্যে রয়েছে ‘মা ও শিশু’ (১৯৭৫),‘সাবাস বাংলাদেশ’, রাজশাহী বিশ্ববিদ্যালয় (১৯৯২),‘সাম্পান’,চট্টগ্রাম বিমানবন্দর (২০০১)। এছাড়া রাজধানীর ‘সার্ক ফোয়ারা’ও‘কদম ফোয়ারা’ দুটি তার নির্মিত।
98. বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয় কোন সালে?
Edit
Topic: বঙ্গবন্ধু হত্যা
Explaination: ২০০৯ সালের ১৯ নভেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ কর্তৃক চূড়ান্ত রায় ঘোষণা করা হয়।
99. বাংলাদেশের সংবিধান চূড়ান্তভাবে প্রণীত ও গৃহীত হয় কবে?
Edit
Topic: সংবিধান
Explaination: ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন। ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়।
100. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
Edit
Topic: জাতিসংঘ
Explaination: বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬ তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে।