Exam
Question View - Eleventh Hour || GK 31.12.23
1. ঐতিহাসিক সিমলা শান্তিচুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
Edit
Topic: সিমলা শান্তিচুক্তি
Explaination: পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সিমলায় এক শীর্ষ বৈঠকে মিলিত হয়ে (২৮ জুন হতে ২ জুলাই ১৯৭২) দীর্ঘ আলোচনার পর একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিতে ভারত ও পাকিস্তান তাদের সকল বৈরিতার অবসান ঘটানো, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল ক্ষেত্রে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা এবং ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরে বিরাজমান স্থিতাবস্থা পুনঃস্থাপনের অঙ্গীকার ব্যক্ত করে। এই চুক্তির অধীনে ভারত সকল যুদ্ধবন্দিকে বিনাবিচারে পাকিস্তানে ফেরত পাঠায়। ভারত পাকিস্তানের সঙ্গে আরও একটি ‘সার্বিক সমঝোতা’ করে, যা সন্ধির দলিলে উল্লিখিত হয় নি। এতে ছিল পাকিস্তান কর্তৃক বাংলাদেশকে কূটনৈতিক স্বীকৃতি প্রদান এবং বাংলাদেশ ও পাকিস্তান গমণেচ্ছু নাগরিকদের ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে সংলাপ শুরুর ব্যবস্থা।
2. বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ বন্ধ করতে ১৯৭৫ সালে ইন্ডেমনিটি রুল জারি করেন কে?
Edit
Topic: ইন্ডেমনিটি রুল
Explaination: মোশতাক আহমেদ বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ বন্ধ করতে ১৯৭৫ সালে ইন্ডেমনিটি রুল জারি করেন।
3. কততম সংশোধনীর মাধ্যে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে সংযোজন করা হয়?
Edit
Topic: সংবিধান
Explaination: পঞ্চদশ সংশোধনীর মাধ্যে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে সংযোজন করা হয়
4. বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে?
Edit
Topic: সংবিধান সংশোধনী
Explaination: বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত ১৭ টি সংশোধনী আনা হয়েছে। ২০১৮ সালের ০৮ ই জুলাই সংবিধান। (সপ্তদশ সংশোধন) বিল ২০১৮ জাতীয় সংসদে পাস হয়। ]
5. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কবে?
Edit
Topic: সংবিধান
Explaination: ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন। ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়।
6. কোন সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
Edit
Topic: জাতিসংঘের সদস্য পদ
Explaination: বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬ তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে
7. বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?
Edit
Topic: সরকার ব্যবস্থা
Explaination: প্রধান বিচারপতি নিয়োগ দেন মহামান্য রাষ্ট্রপতি।
8. নিচের কোন তারিখে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় জাতীয় চার নেতাকে হত্যা করা হয়?
Edit
Topic: চার নেতাকে হত্যা
Explaination: খন্দকার মোশতাকের মদদে বঙ্গবন্ধুর খুনিরা দেশত্যাগের পূর্বে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বেআইনিভাবে প্রবেশ করে জাতীয় চার নেতাকে হত্যা করে। তাদের পরিকল্পনা ছিল এভাবে দেশকে নেতৃত্বশূন্য করে মেরুদণ্ডহীন করে দেওয়া।
9. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন নিচের কোন তারিখে?
Edit
Topic: স্বদেশ প্রত্যাবর্তন
Explaination: পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৮ই জানুয়ারি মুক্তি লাভ করেন। ১০ই জানুয়ারি স্বদেশে প্রত্যাবর্তন করেন।
10. সংবিধানে কোনো সংশোধনী আনার জন্য সংসদের কত শতাংশ সদস্যের ভোটের প্রয়োজন?
Edit
Topic: সংবিধান
Explaination: সংবিধান সংশোধনের জন্য সংসদ সদস্যদের মোট সংখ্যার দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হয় যা সংবিধানের ১৪২ নং অনুচ্ছেদে বর্ণিত হয়েছে।